নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই আনকোরা আবেগ - - -
মনে পড়ে?
আঁচলের একটু ছোঁয়া, রুমালের ঘ্রানে শিহরন!
গ্লাসে ঠোট লাগানো পাশে একটু ছোঁয়ার সুখ!
আবেগ টুকু বাঁচিয়ে রেখো
আবেগই আনে অনুভব অনুভবেই জীবন।
একটু চোরা চাহনির তীব্র সূখ
একটু ইশারার খুশিতে আকাশ ছোঁয়া লাফ
একটু হাসিতে স্বর্গ হাতে পাওয়া
হাতে হাত রেখে সেই ’সব’ পাবার অনুভব।
অনুভুতি টুকু বাঁচিয়ে রেখো
অনুভবেই প্রাণ, প্রাণেই জীবন।
পথ পানে চেয়ে থাকার সূখ
চুলের ঘ্রাণে মাতাল হওয়া নেশা
নি:শ্বাসে কস্তুরী মৃগনাভির পরশ
আলিঙ্গনে স্বর্গের সিড়ি বেয়ে যাওয়া !
আবেগ টুকু আগলে রেখো
আবেগ মেঘের মতো- স্মৃতির ছায়ায়
জীবনের নিষ্ঠুর উত্তাপ থেকে আগলে রাখে!
আমাকে একটু আবেগ দেবে? এক মুঠো!
ছবি কৃতজ্ঞতা: গুগল
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কর্মে আবেগ নয়, ভালবাসার আবেগ ভায়া
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
২| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪
কাওসার চৌধুরী বলেছেন:
মাতাল হওয়ার মতোই একটি কবিতা। আসলে আবেগ একটি মূল্যবান অনুভূতি। যার সাথে হৃদয়ের গভীর সন্ধি রয়েছে। 'অনুভূতি টুকু বাঁচিয়ে রেখো; অনুভবেই প্রাণ, প্রাণেই জীবন'।
দারুন কবিতা, প্রিয় 'ভৃগু' ভাই।
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ, বিমোহিত, আপ্লুত
বিদগ্ধজনার এমন উচ্ছ্বল মন্তব্য লেখকের ছাত্তি ৫৬ হাজার বর্গমাইল করে দেয়
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কাওসার চৌধুরী
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
৩| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবেক কি কেড়ে নেয় বেগ
নাকি বেগই আবেক-কে আরও বেগবান করে।
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ঐ যে কথায় বলেনা বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ!
চারিদিকে দেখী রোবেটিক আচরণের ছড়াছড়ি!
মেকি কর্পোরেট হাসিতে সয়লাব
সম্পর্কগুলোও নির্ণিত হয় প্রয়োজনে
আবেগ থমকে যায় ইমোটিকনে - - -
তাই প্রকৃতির মতো প্রাকৃতিক সহজাত আবেগেটুকুর সন্ধান!
অনেক অনেক ধন্যবাদ ভায়া। শুভেচ্ছা অন্তহীন
৪| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল ভৃগুদা।
অনেক দিন পরে পোষ্ট দিলেন।
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
হুম বেশ দিন পেরিয়ে গেল। হাজির ছিলাম প্রায় দিনই। মন্তব্যে বা শুধু পাঠে!
আজ প্রকৃতি নেড়ে দিল হৃদয়ে অন্দরে
তাই আবেগের আকুতি নিয়ে এসে গেলাম
ভাল লাগায় অন্রপানীত হলাম।
শুভেচ্ছা রইল
৫| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
নতুন নকিব বলেছেন:
আবেগটুকু বাঁচিয়ে রেখো
সেই আনকোড়া আবেগ - - -
মনে পড়ে?
আঁচলের একটু ছোঁয়া, রুমালের ঘ্রানে শিহরন!
গ্লাসে ঠোট লাগানো পাশে একটু ছোঁয়ার সুখ!
আবেগটুকু বাঁচিয়ে রেখো
আবেগই আনে অনুভব অনুভবেই জীবন।
একটু চোরা চাহনির তীব্র সূখ
একটু ইশারার খুশিতে আকাশ ছোঁয়া লাফ
একটু হাসিতে স্বর্গ হাতে পাওয়া
হাতে হাত রেখে সেই সব পাবার অনুভব।
অনুভুতিটুকু বাঁচিয়ে রেখো
অনুভবেই প্রাণ, প্রাণেই জীবন।
পথ পানে চেয়ে থাকার সুখ
চুলের ঘ্রানে মাতাল হওয়া নেশা
নি:শ্বাসে কস্তুরী মৃগনাভির পরশ
আলিঙ্গনে স্বর্গের সিড়ি বেয়ে যাওয়া !
আবেগটুকু আগলে রেখো
আবেগ মেঘের মতো- স্মৃতির ছায়ায়
জীবনের নিষ্ঠুর উত্তাপ থেকে আগলে রাখে!
আমাকে একটু আবেগ দেবে? এক মুঠো!
--------------------------------------------
--------------------------------------------
আমাকে একটু আবেগ দেবে? এক মুঠো! এমন বিমোহিত সৌন্দর্য্যে কবি কার কাছে মিনতি জানায়, জানি না। অসাধারন কারুকাজে স্মৃতির এ্যালবাম খুড়ে খুড়ে যেন মনিমুক্তা আহরন। মুগ্ধতা। কবিতায় +++
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরিব্বাস করেছেন কি ভায়া?
কপি প্রটেকশনের সময়ে পুরোটাই কপি করে দিলেন
আপনার ভাললাগা টুকু মিশে আছে এখানেই
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভায়া
সবার সব থেকেও সকলেই কোথাও না কোথাও শুন্য, আর কবিরা হয় মহাশুন্য
তাই একমুঠো আবেগের আব্দার
শুভেচ্ছা অন্তহীন
৬| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১
বাকপ্রবাস বলেছেন: সুন্দর
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
ভাল থাকবেন, সুন্দর থাকবেন সবসময়
৭| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০
শাহারিয়ার ইমন বলেছেন: আবেগ দিয়ে বাস্তবতা বিচার করা যায়না ভাই
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই তথাকথিত বাস্তবতার বিচার করতে করতেই তো অজানিতেই রোবট হয়ে যাচ্ছি!
প্রয়োজন আর লাভালাভে গড়ছি সম্পর্ক!
অর্থনীতি হয়েছে মাপকাঠি
সাফল্য পরিমিত হয় ক্যাশে!
মিলন তখন হয়ে উঠে জান্তব!
তাইতো ব্যাকুল কবিমন প্রকৃতিতে প্রাকৃতিক আবেগ খুঁজে ফিরছে!
নি:স্বার্থ, ত্যাগি, আপন মানুষ আজ বুঝি তাই বড় দুর্লভ!
মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইল অফুরান।
৮| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬
এ.এস বাশার বলেছেন: আবেগেরা বেঁচে থাক অনন্তকাল............
কবিতা বেশ লাগলো.....
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ এ. এস বাশার ভায়া
তবে তাই হোক, প্রকৃতির নিত্যতায় প্রকৃতির মতো বেঁচে থাকুক আবেগেরা, নির্ভেজাল স্বচ্ছ সুন্দর।
শুভেচ্ছা অন্তহীন
৯| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বেশ ভাল হয়েছে , শুভ কামনা রইলো আপনার জন্য
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভায়া
অনেক দিন পর এলেন
মন্তব্যে অনুপ্রাণীত হলাম।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা - - -
১০| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২
নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন কবি । ++
আমার বাড়তি আবেগ আবার সমস্যা ডেকে আনে । তবু আবেগীই থাকবো ।
শুভকামনা
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার দারুন কাব্যে মুগ্ধতা রেখে এসেছি
আবেগ টুকু তোলা থাক ভালবাসার জন্য।
জীবনের কঠোর সংগ্রামে হাসিমূখে মোকাবেলা করবো!
তবু তাঁকে ছাড়তে নেই!
আবেগ হারিয়ে গেলে মিলন হারিয়ে যায়
কেবলই জান্তব ভোগের ভীরে!
তাই বেঁচে থাক আবেগটুুকু ঘাসের ডগায় শিশিরের মতো স্নিগ্ধতা লয়ে
অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা
১১| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮
আখেনাটেন বলেছেন: আপনার অাবেগের বেগে আমিও অাবেশী হয়ে পড়লুম।
চমৎকার।
কিছু টাইপো আছে মনে হয়:
*অানকোরা
*শিহরণ
*সুখ
*ঘ্রাণে
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ভায়া
মন্তব্যে আপ্লুত হলাম
টাইপো নজরে আনায় কৃতজ্ঞতা। দেখছি শীঘ্রই
অন্তহীন শুভেচ্ছা আর ভালবাসা
১২| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি ভায়া
প্লাসে এবং ভাললাগায় অনুপ্রাণীত হলাম।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
১৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
লাবণ্য ২ বলেছেন: অসাধারণ অনুভূতির প্রকাশ।
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লাবন্য-২
মন্তব্যে প্রীত হলাম।
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
১৪| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সুমন কর বলেছেন: আবেগগুলো খরচ করুন সাবধানে.........
কবিতা বেশ হয়েছে। +।
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনেক ধন্যবাদ সুম দা'
হুম। তাইতো চাইছি এক মুঠো আবেগ!
মন্তব্যে অনুপ্রানীত হলাম। প্লাসে কৃতজ্ঞতা।
অন্তহীন শুভেচ্ছা রইল
১৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: আবেগ কম থাকাই ভালো। যাদের আবেগ বেশি তারা দুঃখটাও বেশিই পায়।
১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিরেট নিখাদ আবেগ দু:খকে সইয়ে সোনা ফলাতে জানে
রোবটিক যাপিত জীবনে সবই থাকে - যান্ত্রিকতায়!
মনে করে দেখুন সেই প্রথম স্পর্শের আবেগ কি আজো পান?
সারাক্ষন ছুঁয়ে থেকেও?
সেই আবেগটুকু বড়ই দুর্লভ। তাইতো তারে সযতনে বাঁচিয়ে রাখার আকুতি
অনেক অনেক ধণ্যবাদ মন্তব্যে।
শুভেচ্ছা রইল
১৬| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
আবেগ কি সজনে গাছের আঠা যে এনে লাগিয়ে দিলেই চিত্তির ?
আবেগ হলো বসে বসে কারো ছোঁয়া পাবার স্বপ্ন। ফাগুনের গান গেয়ে বসে থাকতে হবে । থাকতে হবে পথ চেয়ে । যতোই ভাববেন ভুলে যাবেন তবুও মন মানবেনা কাউকে ভুলে যাওয়া ! তবেই এক চিমটি আবেগ সত্যি সত্যি পেলেও পেতে পারেন ।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তাতো বটেই
বসে আছি পথ চেয়ে
ফাগুনেরও গান গেয়ে
যত ভাবি ভুলে যাব ভোলা যায় না - - -
সেই এক চিমটি আবেগ সত্যি অমুল্য!
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন
১৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩
জুন বলেছেন: আমাকে একজন সব সময় বলে আমি নাকি আবেগী । সেই ছোটবেলা থেকেই একটুতেই মন খারাপ হয় , কারো সামান্য কথাতেই চোখে পানি আসে, ভাত এর উপর গোস্বা
এই বুড়ো বয়সেও আবেগ আমাকে ছেড়ে গেলো না ভৃগু
তবে আপনার আবেগময় কবিতা কিন্ত দারুন
+
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই চোখে আসা পানি লয়ে আপনি জীবনে যতটা অনুভব করেছেন আবেগহীন অন্য রোবটদের যাচাই করে দেখুন-
তারা কেবলই জান্তব অভিনয় করে গ্যাছে!
ঝীবনের সূখটা নিংড়ে নিতে পারেনি!
কখনো কখনো না পাওয়াতেও যে সুখ তাকি আর তারা অনুভব করে?
দারুন মন্তব্যে আর প্লাসে আপ্লুত
অনেক অনেক ধন্যবাদ জুনাপু
১৮| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১০
ঢাবিয়ান বলেছেন: শিরোনাম, কবিতা দুটাই অসাধারন।
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঢাবিয়ান ভায়া
অন্তহীণ শুভেচ্ছা আর শুভকামনা
১৯| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮
করুণাধারা বলেছেন: আবেগই আনে অনুভব অনুভবে জীবন। দারুন উপলব্ধি।
কবিতায়+++++++
১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ করুণাধারা
নির্যাসটুকু তুলে ধরেছেন।
মন্তব্য প্লাসে অনুপ্রানীত হলাম
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা!
২০| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪
নভো নীল দীপ্তি বলেছেন: কবিতা ভালো হয়ে..
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ @ নভো নীল দীপ্তি
আপনার পোষ্টে হালকা চোখ বুলীয়ে এলাম।
চলুক লেখনি দৃপ্তভারে
অনেক অনেক শুভকামনা
২১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০
নভো নীল দীপ্তি বলেছেন: কবিতা ভালো হয়েছে...
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ আবারো
২২| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
তারেক ফাহিম বলেছেন: আয়োজনটাই বেশ।
সম্পর্ক শুরুর দিকটার অনুভুতি কবিতায় প্রকাশ পায়।
অনেক ভালোলাগা প্রিয় কবি।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই আবেগটাইতো জীবন!
মানুষের সবচে জীবসে সবচে বড় প্রহসন বোধ করি এটাই যখন যাতে থাকে তা অনুভবে আসতে চায়না!
শৈশব, কৈশোর, তারুন্য, যৌবন - - -
সময়টা পেরিয়ে গেলে হারানো সময়ে স্বর্ণালী সূখ খুঁজে পায়
অনেক অনেক ধন্যবাদ ভায়া
ভাললাগায় প্রীত বোধ করছি। অন্তহীন শুভেচ্ছা রইলো।
২৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় কবিভাই,
অসম্ভব আবেগময় কবিতায়,
আবেগের ছড়াছড়িতে
আমিও আবেগপ্রবণ হয়ে
আবেগপূর্ণ কমেন্ট করেও
আবেগের সিঁড়ি না পেয়ে
আবেগহীন হয়ে ফিরে এলাম।
কবিতায় মুগ্ধতা +++++
আপনি মানেই কবিতার বিস্ফোরণ।
হা হা হা,।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার দারুন আবেগময় কাব্যে
আবেগের সিঁড়ি না পাবার যাতনায়
আমিও আবেগে আপ্লুত হয়ে গেলাম ভায়া
হা হা হা
আপনার আন্তরিকতাটুকু ছঁয়ে গেল। মন্তব্যেতো মন উঁড়ু উঁড়ু
আপনার মুগ্ধতা আর প্লাসে ধন্যবাদ ও কৃতজ্ঞতা
আপনাদের ভালবাসা নিয়েই যা কিছু সামান্য চেষ্টা!
অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আপনার করকমলে
২৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: আবেগ অনুভূতিই তো আমাদেরকে বাচিয়ে রাখে । আবেগ বেঁচে থাকলে ভালোবাসাও বেঁচে থাকে ।
তবে বেশী আবেগ ভালোনা ।
কবিতা অনেক ভালো লেগেছে বিদ্রোহী ভাইয়া । বিদ্রোহী ভাইয়া তাহলে আসলেই বিদ্রোহী না । ভাইয়ার মনে প্রেম ভালোবাসা ও আছে
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সকল বিদ্রোহী গভির প্রেমিক!
প্রেমের পূর্নতা যখন জ্ঞানে দৃশ্যমান হয় তখনই মন বিদ্রোহী হয়ে ওঠে
চলমানতার অসামঞ্জস্যতায়! অনিয়মে, প্রেমহীনতায়!
বেশি আর কম মেপে দেখারতো সুযোগই পেলাম না। আবেগটারে ছুঁইতে গেলেই খালি পালিয়ে বেড়া!
বড্ড দুষ্টু আর চঞ্চলমতি এই আবেগ!
কচু পাতকার জলের মতো টলোমলো করে কেবলই!
অনেক অনেক ধন্যবাদ কথার ফুলঝুরির কথার ফুল ফোটায়
শুভেচ্ছা আর শুভকমানা অফুরান
২৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫
স্বপ্ন কুহক বলেছেন: এক মুঠো আবেগ পাওয়া সেতো সৌভাগ্য । সেই আবেগের বিনিময়ে সব কিছুই এক সময় তুচ্ছ হয়ে যায়।
আলিঙ্গনে স্বরগের সিডি বেয়ে যাওয়া ——
খুব সুন্দর লাইন
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাপ্রে!
এতদিন পর অবশেষে এলে!!!!
কুহকি স্বপ্ন অবশ্য এমনই হা হা হা
আবেগের গোড়াঘাট যে চিনতে পেরেছ, জানতে পেরেছে সেই বুঝেছে অন্যসকল কিছুর তুচ্ছতা!
সেই অনুভবের আলিঙ্গনে স্বর্গ য়েন নেমে আসে তখন কেবলই সেই দুজনার মাঝে!
দৃশ্যমানতায়, অনুভবে, পূর্নতায়!
অনেক অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন
২৬| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৪
যবড়জং বলেছেন: আবেগটুকু অনেকেই বাঁচিয়ে রাখে আমার মতন তা আবার মাঝে মাঝে কয়েক মুঠোও হয়ে যায় । আচ্ছা আবেগ জমা রাখার কোন ব্যাংক আছে ?
ও আপনার তো আবার একমুঠো আবেগ চাই !!
ব্যাংকটা হলে লোনের আবদেন করতে পারবেন ।
কবিতা ++++
শুভকামনা
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আছেনা! প্রেমে ভরপুর আত্মাইতো আবেগের ব্যাংক। যার ভল্টে আছে অফুরান আবেগ
হ্যাকার হতে হবে বুঝি এই বেলা
লুট করে নিয়ে যাবো বিলিয়ন ডলার আবেগ!
লোনে কি আর মন ভরে ভায়া ঋণ খেলাপী না হলে
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা
প্লাসে কৃতজ্ঞতা
২৭| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৪
মনিরা সুলতানা বলেছেন: আহা ! কী চমৎকার আকুতি ।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই গানটাই মনে পড়লো- -
কত কথা যাও বলে, কোন কথা না বলে
একটা লাইনেই পূর্ণতা দিয়ে দিলে মনিরাপু
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
২৮| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৫
মলাসইলমুইনা বলেছেন: আবেগটুকু বাঁচিয়ে রাখা গেলোনা আবেগী গলায় ভালোলাগা বলছি ...ও আর কবিতা খুব সুন্দরও বলছি সেই একই আবেগঘন গলায়ই ।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবেগঘন হৃদয়ে, আবেগী মুগ্ধতায় কৃতজ্ঞতা জানাই
আবেগমাখানো অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা আর শুভকামনা রইল ভায়া
২৯| ১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৬
সোহানী বলেছেন: বিগু, ছবি দেখে আমি মুগ্ধ। এটা কি তোমার তোলা?
কবিতায় ভালোলাগার কথা আর নতুন করে নাই বলি..............+++++++++++
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে ! মুগ্ধতাটুকু সব আমার একার হতো যদি আমার তোলা হতো
হা হা হা
না, ছবি কৃতজ্ঞতা গুগল মামা লিখে রেখেছিতো! নজর এড়িয়ে গেছে হয়তো!
না বলা ভাললাগার কথাটুকু বুঝে নিলাম এত্তগুলান প্লাসে
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
৩০| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৯
সূর্যালোক । বলেছেন: খুব সুন্দর কবিতা । সকালে আলোচিত ব্লগের লেখা পড়ে ভালো লাগছে ।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সূর্যালোক!
সকালে সবাইকে আশা, স্বপ্ন আর বাঁচার স্বপ্ন দেখায় সূর্যালোক
আপনাদের ভালবাসাইতো ফুটে রয় আলোচিততে
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
৩১| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০
আরজু পনি বলেছেন: আবেগের গুরুত্ব আমার কাছে অনেক।
সুন্দর আবেগী কবিতা।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আবেগহীন জীবন যেন প্রানহীন কৃত্রিম প্লাষ্টিকের ফুল!
অনেক অনেক ধন্যবাদ পনি'পু
অনুপ্রাণীত হলাম।
অনেক অনেক শুভেচ্ছা, আর শুভকামনা অন্তহীন
৩২| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫
নীল আকাশ বলেছেন: আমাকে একটু আবেগ দেবে? এক মুঠো!
ভালোবাসার ছড়িয়ে ছিটিয়ে থাকা শিহরণ থেকে
এক মুঠো আবেগ ফিরিয়ে দাও,
অতৃপ্ত প্রেমের নির্যাস থেকে
রংধনুর সাত রঙে আমার মন কে রাঙিয়ে দাও।
আমাকে একটু আবেগ দেবে? এক মুঠো!
মুঠো মুঠো ভালোলাগা রেখে গেলাম, কবি ভাই!
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
আপনার সংযুক্তি কবিতাকে উজ্জ্বল করলো
আপনার ভাললাগা ছুঁয়ে গেল
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা
৩৩| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২
কিরমানী লিটন বলেছেন: বিশুদ্ধ কবিতার স্বাদ- অনেকদিন পর...। ভালবাসা জানবেন- নিরন্তর শুভকামনা....
১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে প্রীত আপ্লুত
আপনিও বুঝি অনেকদিন পর এলেন!
অনেক অনেক ধন্যবাদ কিরমানী লিটন ভায়া
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান . . .
৩৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১
কাছের-মানুষ বলেছেন: 'আবেগটুকু বাচিয়ে রেখো' এক কথায় চমৎকার কবিতা পড়লাম।
শব্দ চয়ন, বাক্য বিন্যাস এবং আবেগে মাথামাখি কবিতা।
+++
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে আর প্লাসে প্রীত, আপ্লুত, অনুপ্রানীত
অনেক অনেক ধন্যবাদ কাছের-মানুষ
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
৩৫| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন:
কখনো কখনো অতি আবেগে বিবেক নষ্ট হয়ে যায়।
কবিতার প্লাস দিলাম গুরু।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অতি সবসময়ই ক্ষতিকর
অনেক অনেক ধন্যবাদ গুরু প্লাসে কৃতজ্ঞতা
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা
৩৬| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪
শামছুল ইসলাম বলেছেন: আবেগের কবিতা পড়ে আবেগাক্রান্ত হলাম।
হে কবি! দারুণ লিখেছেন।
যে করেই হোক, অক্সিজেন দিয়ে কৃত্রিম ভাবে হলেও আবেগটুকু বাঁচিয়ে রাখব।
কবিতায় +++++
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার আক্রান্ত আবেগ আর আন্তরিকতা মন্তব্যে জড়িয়ে আছে মাখামাখি
জীবনের সূখটুকু অনুভবে আবেগ অমু্ল্য!
তবে তাই হোক।
প্লাসে কৃতজ্ঞতা।
অনেক অনেক শুভকামনা
৩৭| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬
মুক্তা নীল বলেছেন: এতো আবেগ কেন? অনেক সুন্দর কবিতা। আর বলতে ইচ্ছে করছে "তোমার আকাশ তুমি দিয়েছো ছেড়ে,৷৷ এখন বলছো মেঘেরা নিয়েছে কেড়ে ,,, ,,,
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবেগেই যে লুকানো সূখের প্রাণভোমরা!
অনেক অনেক ধন্যবাদ। কবিতা সুন্দর লেগেছে জেনে প্রীতি বোধ করছি।
দ্বিধা ছেড়ে পরম আবেগে তাই বলুন- যা মন চায়
অনেক অনেক শুভেচ্ছা
৩৮| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩
শিখা রহমান বলেছেন: বিদ্রোহী কবিতায় মুঠো মুঠো আবেগ ছড়ানো। কবিতায় মাতাল ভাললাগা রেখে গেলাম।
শুভকামনা আবেগী কবি।
১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন মাতাল করা আবেগী মন্তব্যে সকালটা স্নিগ্ধ হল!
বৃস্টি মূখর সকাল যেন নতেজ আবেগে আন্দোলিত হলো
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল
৩৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৭
নজসু বলেছেন: আশায় বুক বেঁধে রই।
আবেগে উদ্বেলিত হই।
বেঁচে আছি আবেগ আছে বলেই।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নজসু
হুম।
আবেগ আছে বলেই জীবন এত মধুময়!
অনেক অনেক শুভেচ্ছা
৪০| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আবেগে পরিপূর্ণ একটি কবিতা। দারুন।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফারিহা হোসেন প্রভা
আবেগ অনুভবে লেখার সার্থকতা
অনেক অনেক শুভেচ্ছা
৪১| ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আবেগি কবিতা পড়ে আবেগাপ্লুত হলাম
শব্দের বুনন অনেক ভাল ছিল।
দারুন!
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আবেগ অনুভবে প্রীত হলাম
অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা অফুরান
৪২| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর +++
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেরীতে উত্তর দেয়ায় দু:খিত!
আমাদের অফিসের প্রতিষ্ঠা বার্ষিকী গেল। পুরা মাসই প্রায় দৌড়ের উপর!
গত দুদিন লগিনই করতে পারিনি।
আজ থেকে আবার ফ্রি!
অনেক অনেক ধণ্যবাদ। প্রীত অনুপ্রাণীত হলাম।
শুভেচ্ছা অফুরান
৪৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭
হাবিব বলেছেন:
কতো যে আবেগ ছিলো মনের সৈকতে
দেখার কেউ ছিলনা পাশে,
কে বা আমায় ডাকবে কাছে
গভীর ভালোবেসে?
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন কাব্যোত্তরে মুগ্ধ
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা অফুরান
৪৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৫
খায়রুল আহসান বলেছেন: আবেগই আনে অনুভব অনুভবেই জীবন - আবেগহীন জীবন রোবোটিক জীবন। কবিতার এই লাইনটা কবিতার ভরকেন্দ্র।
আবেগ প্রেমকে কখনো গতি দেয়, কখনো আলো দেয়, কখনো দেয় অপার মহিমা।
কবিতায় ২৬তম প্লাস + +।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র
টু'দা পয়েন্টে পিক করেছেন আর দারুন বলেছেন আবেগ প্রেমকে কখনো গতি দেয়, কখনো আলো দেয়, কখনো দেয় অপার মহিমা।
মন্তব্যে মুগ্ধ প্রীত
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা সবসময়
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪
রাকু হাসান বলেছেন:
,আবেগ থাকা ভালো ,বেশি থাকলেই সমস্যা । কবিতা ভালো হয়েছে । +