নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছো?
নিরুত্তর জ্বলজ্বল জ্বলে থাকে সবুজ বাতি!
অনিমেষ চেয়ে থাকি
পাশে থাকার, পাশে পাবার অনুভবে -
অব্যক্ত নিরবতায়!
- কি করে ভাবো?
ভালো থাকি তোমায় ছেড়ে!
নিদ্রাহীন রাত বাড়ায় ক্লান্তি
অবিরাম- জ্বলে দু-চোখ
ব্যাথার নিম্নচাপে গুমোট মেঘলা আকাশ- ঝড় হলেই -
এসপার ওসপার ভেঙ্গে চূড়ে- পরম শুন্যতায় ভাবনাহীন।
থেমে থাকা যায়না বলেই চলা! গতি জড়তায়
শুধু মনচোখ শুধু নয়- নিত্য ধুলো অজুহাতে হাতে রুমাল !
বৃষ্টিতে মিশে যাই স্মৃতিতে, অশ্রুতে,
বোকা তুমি না আমিই। দেখো-আজো তেমনই বুদ্ধু।
বাহ বেশতো পারো,
কেড়ে নিয়ে সূখ আবার শুধাও বড়ো;
জানোনা? তুমি ছাড়া ভুবন বিরান- চারণ ভুমি স্মশান সম-
অবুঝ হৃদয়েরে বলো কে বোঝায়? নিজেতে নিজে চেয়ে
দেখি-আমাতে আমি নেই, অস্তিত্বে শুধুই তুমি । তোমার নামের দিয়া
জ্বলছে হৃদয় মন্দিরে নিত্য!
ছবি ঋণ: গুগল
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!
মন্তব্যে অনুপ্রানীত হলাম ভায়া।
আপনার সিরিজ ২৮ এ আসছি। আপনার সিরিজতো শুধু পাঠ করলেই হয়না।
গহনে গিয়ে ডুবতে হয় ইশকে রাসুলে
প্লাসে কৃতজ্ঞতা। শুভেচ্ছা আর মুভকামনা রইল
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! মনোমুগ্ধকর।
" তোমার নামের দিয়া জ্বলছে হৃদয়,মন্দিরে নিত্য। "
কবিতায় একরাশ মুগ্ধতা । ++++
বিনম্র শ্রদ্ধা ও মঙ্গলকামনা প্রিয় কবিভাইকে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ প্রিয় দাদা যে!
আপনার মুগ্ধতাটুকু ছুঁয়ে গেল।
অনুপ্রানীত হলাম। অনেক অনেক ধণ্যবাদ ও শুভকামরা রইল
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
নীলপরি বলেছেন: প্রতিটা লাইনই খুব সুন্দর । মনভেজানো । ++
শুভকামনা কবি
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন ভিজে গলে মন ভেজানো ানুভবের কথা জেনে
প্লাসে কৃতজ্ঞতা।
অনেক অনেক ধণ্যবাদ আর শুভকামনা কবি
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
জাহিদ অনিক বলেছেন:
খুব স্নিগ্ধ কবিতা।
তোমার নামের জিকির তো হরদম চলে হৃদয়ের মন্দিরে।
দেবদাস মুভির একটা সংলাপ মনে পড়ে গেল- দিয়া তো তুমি জ্বালিয়ে রেখেছো, কিন্তু জ্বলেছি তো আমিই।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবি
হুম মুভির ডায়ালগটা হৃদয় ছোঁয়া,
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১
আরোগ্য বলেছেন: ভালোবাসার বাতি জ্বলতে থাকুক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভালবাসাইতো ভুবন
জ্বলুক তবে দিয়া
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯
সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সনেট কবি
শুভেচ্ছা অফুরান
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
মনিরা সুলতানা বলেছেন: হায় সবুজ বাতি !!!
অটুকুতেই অস্তিত্ব ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশর এক্কেবারে জায়গামত কট
হা হা হাহা
অনুভব করতে জানলে এইটুকুই কি যথেষ্ট নয়।
বোধহীনের যাপিত জীবনেও অনুভবহীন দিনযাপনের চেয়ে
অনেক অনেক ধণ্যবাদ মনিরাপু
শুভেচ্ছা অন্তহীন
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
সাইন বোর্ড বলেছেন: প্রেম এবং বিরহ মানে না পাওয়ার বেদনায় কথারা ভারাক্রান্ত । বেশ অনুভবময় । তবে নগর জীবন বড়ই অাবেগহীন, কথারাও ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: পাওয়া না পাওয়ার কথনেই বেঁচে থাকে প্রেম। কখনো সূখ স্মৃতিতে, কখনো ব্যথাভরা কাব্যে
নগর জীবনের আবেগহীনতা বুঝি প্রেমকেও আবেগহীন করে তুলছে।
তাইতো এখন আর একটু ছোঁয়ায় শিহরিত হয়না কেউ
সমুদ্র মন্থনে মন্থনে খুঁজে ফেরে অধরা সূখ - -
অনেক অনেক ধণ্যবাদ। শুভেচ্ছা রইল
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তোমার নামের দিয়া
জ্বলছে হৃদয় মন্দিরে নিত্য
সুন্দর শুরু এবং চমৎকার সমাপ্তি। ভালো লাগলো বিদ্রোহীর কবিতা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন অনুপ্রেরণা দায়ী মন্তব্যে কৃতজ্ঞতা সোনা ভায়া
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
তার নামের দিয়া জ্বলছে জ্বলুক , তা যেন হৃদয় পুড়িয়ে না ফেলে ! তাই-ই যদি হয় তবে ব্যথার ভারে গুমোট মেঘলা আকাশ ছিন্নভি্ন্ন করে দিতে পারে কারো পৃথিবী !
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভায়া
এ জ্বলনে নেইযে দহন
এ শুধু অনুভবের জ্বলন
হৃদয় কাতর হয়ে পড়ে
আর নয়নে অশ্রু ঝড়ে
অন্তহীন শুভেচ্ছা
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
বাকপ্রবাস বলেছেন: সামনে চলার পথ রুদ্ধ, পেছন থেকে টেনে ধরে আছে এক হাত, যার অস্তিত্ব নেই অথচ পা চলেনা।
সুন্দর কবিতা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
অনুভবের দারুন প্রকাশ!
অবরুদ্ধ হৃদয়ের বাঙময় প্রস্ফুটন
অনেক অনকে ধন্যবাদ ও শুভেচ্ছা ভায়া
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
রাকু হাসান বলেছেন: কবিতার প্রথম স্তবকই যথেষ্ট পাঠকের নজর কাড়ার । একটি চুম্বক যেন সেখানে দিয়েছেন । কবিতা ভাল লাগছে । ছবিটি কি ভুল ক্রমে নিচে চলে আসলো !
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ রাকু হাসান
কবিতা বাল লেগেছে জেনে প্রীত বোধ করছি।
না ছবিটা নীচেই দিয়েছি। কবিতার অনুসঙ্গ হিসেবেই রাখতে চেয়েছি ছবিকেই
অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
নীল আকাশ বলেছেন: এক নি:শ্বাসে পড়ে ফেললাম। দারুন লিখেছেন। দিয়ার জন্য রইল ভালোবাসা।
প্রেম যেন কবিতাকে ভালোবাসার জাল দিয়ে জড়িয়ে রেখেছে........দারুন।
শুভ কামনা রইল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিক প্রকাশে মুগ্ধ
অনেকঅনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর
শুভেচ্ছা অফূরান
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতার লাইনগুলো পরিকল্পত, উৎসরিত নয়; মেঘের মত চলমান, রংধনুর মতো নয়।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বা!
আজ পুলকিত হলাম মন্তব্যে।
কবিতা পাঠে ধন্যবাদ আরো ধন্যবাদ নিজের অনুভবকে সুন্দর ভাবে ভাষায় প্রকাশে।
অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা অফুরান।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
আকিব হাসান জাভেদ বলেছেন: ভালোবাসার মায়াটান বড় কঠিন । চাইলেও একা থাকা যায় না । একা থাকলেও ভালোবাসা আমায় ছাড়ে না। সুন্দর মুগ্ধ কবিতা ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আসলেই তাই ।
মুগ্ধতায় প্রীত অনুভব করছি।
অনেক অনেক ধণ্যবাদ আর শুভেচ্ছা
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
ওমেরা বলেছেন: কারো জন্য জীবন থেমে থাকে না যদিও হৃদয়ে রয়ে যায় ক্ষত।
বিরহের সুন্দর কবিতা ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
গতিজড়তায় জীবন চলে থেমে থাকা যায়না বলেই!
অনেক অনেক ধন্যবাদ ওমেরা
শুভেচ্ছা অন্তহীন
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
হাসান সাহেব বলেছেন: শেষ অংশটা সত্যিই মন মুগ্ধকর,হৃদয় মন্দিরে জ্বলিছে, জ্বলিবে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
স্বাগত আমার পাতায় এবং ব্লগে।
আপনার বাড়ী ঘুরে এলাম এক ঝলক। চিহ্ণ রেখে এসেছি।
চলুক এ পথ চলা অন্তহীন।
শুভেচ্ছা অফুরান
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
করুণাধারা বলেছেন: কোন কোন কবিতার কাছে গেলে যেন বলতে থাকে, "পালা, পালা"। দারুন খটো মটো শব্দাবলিতে সাজানো সেসব কবিতা!! তুলনায় এই কবিতা মায়াময়, মায়ার বাঁধন জড়িয়ে ধরে।
ভালো লাগা কবিতায়।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
হুম। ভাববাদী এবং গুপ্ত জ্ঞানের কাব্যগুলোতে এই অভিজ্ঞতাই হয়েছে বেশি
কিছূটা অপরিচিত বিষয় আর শব্দই বোধকরি কারণ! চেষ্টা থাকবে যাতে পালাই পালাই না করেন, আর
যাক মায়া স্পর্শ অনুভবে কৃতজ্ঞতা
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯
সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুমন দা'
প্রীত বোধ করছি
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৪
শিখা রহমান বলেছেন: "তোমার নামের দিয়া জ্বলছে হৃদয় মন্দিরে নিত্য।" --- কি সুন্দর কথাগুলো!!
বিদ্রোহী আপনার এই কবিতাটা এমন কোমল বিষণ্ণ মধুর, ঠিক মোমবাতির আলোর মতো। কবিতাটা পড়লে অজানা অচেনা কারো জন্য হৃদয়ে দিয়া জ্বালতে ইচ্ছা করে।
একরাশ মুগ্ধতা কবি!! বিদ্রোহেই শুধু নয় আপনার কবিতা কোমলেও বড় মর্মস্পর্শী!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন কোমল বিষণ্ণ মধুর, ঠিক মোমবাতির আলোর মতো - অনন্য উপমায় কবিতাকে ঋদ্ধ করলেন
অনেক অনেক ধন্যবাদ মুগ্ধকরা মন্তব্যে
প্রীত হলাম।
শুভেচ্ছা অফুরান
২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭
সোহানী বলেছেন: বিগু তোমার কবিতার সাবজেক্ট মনে হয় একটু একটু করে চেইন্জ হচ্ছে....।
কবিতায় বরাবরের মতই ভালোলাগা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছু সাবজেক্ট অনেকের কাছেই কঠিন ঠেকে
তাই একটু সহজিয়ায় পায়চারী করা আরকি
ভাললাগায় প্রীতি ও কৃতজ্ঞতা।
শুভেচ্ছা অন্তহীন
২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
তারে ভুলতে গেলেই মনে পড়ে বেশি
আহা! সে যে ছিল আমার দিবা-নীশি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন বলেছেন।
অনেক অনেক ধণ্যবাদ আর শুভেচ্ছা
২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
শামছুল ইসলাম বলেছেন: "থেমে থাকা যায়না বলেই চলা! গতি জড়তায়" -- একটা মাত্র বাক্যে তাঁর বিহনে জীবনের চলার কী করুণ প্রকাশ । মোমের স্নিগ্ধ আলোর মতোই সে জ্বলছে হৃদয়ে - দারুণ অভিব্যক্তি ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মোমের স্নিগ্ধ আলোর মতোই সে জ্বলছে হৃদয়ে
কবিতাকে যেন আরতো করে হৃদয়ের গহনে নিয়ে অনুভব করেছেন
দারুন উপমায় মুগ্ধতা ভায়া
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১
এ.এস বাশার বলেছেন: বিদ্রোহী ভৃগু আপনার কবিতার গভিরতা নিয়ে ভাবছি! অসাধারন মনমুগ্ধকর চরণ মালা।
মন ছুঁয়ে গেল ভাই.....
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের পাশে থাকায়, অনুপ্রেরনাতেইতো পথচলা
আন্তরিক প্রকাশে কৃতজ্ঞতা
অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা শুভকামনা রইল অন্তহীন
২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: তোমাতেই আমার অস্তিত্ব বিরাজ করে। মনকে আন্দোলিত করে দেয়ার মত কবিতা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন ভরে দেয়া মন্তব্য
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভায়া
শুভেচ্ছা অন্তহীন
২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪
ঢাবিয়ান বলেছেন: ভাল লেগেছে।সহজ, সুন্দর ঝরঝরে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাদের ভাললাগাই পথচলার প্রেরনা
অনেক অনেক ধণ্যবাদ ঢাবিয়ান ভায়া
২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২
কাওসার চৌধুরী বলেছেন:
ভৃগু ভাই,
কবিতার ভাব ভাষা আমি একটু কম বুঝি; তবে আপনার লেখা কবিতাই আমাকে বুঝিয়ে দেয় কবি কি বলতে চেয়েছেন। এ কবিতাটিও বরাবরের মতো চমৎকার হয়েছে। ভাল থাকুন প্রিয় কবি। +++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
প্রিয় কাওসার ভায়া
আপনার মন্তব্য মানেই দারুন কিছু পাওয়া
অনুপ্রানীত হলাম। অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা শুভকামনা অর্হনিশি
২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
দীপঙ্কর বেরা বলেছেন: মন ছুঁয়ে গেল
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা কবি
৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
সৈয়দ ইসলাম বলেছেন:
ভাই,
কাজের চাপে দেখা হল না, আপনার পোস্টটি। সারাদিন কাটে ব্যস্ততায়।
কবিতায় আছে শোক, বিচ্ছেদ ভরা বুক
তাই তাকে বলি
সে দূরে থাকুক, দূরে থাকুক
প্রিয়তমা দূরে থাকুক।
বিশাল ভালোলাগা লেপ্টে দিলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত ব্যস্ততার মাঝেও বিশাল ভালোলাগা লেপ্টে দিয়ে ঋনি করে রাখলেন ভায়া
দূরে রাখলে কি হবে! তবেতো চির বিরহের কাব্য লিখতে হবে নতুন করে
হা হাহা
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামচুল হক
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল ।
৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সনেট কবি
শুভেচ্ছা আর শুভকামনা রইল
৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
ল বলেছেন: সাবলীল উপস্থাপন, মুগ্ধতা
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
খায়রুল আহসান বলেছেন: "থেমে থাকা যায়না বলেই চলা" - বাহ, চমৎকার একটি ব্যতিক্রমী ভাবনা!
তোমার নামের দিয়া জ্বলছে হৃদয় মন্দিরে নিত্য - এর চেয়ে আর কোন সুন্দর কথা দিয়ে বোধ হয় এ কবিতাটির সমাপ্তি টানা যেত না!
দিয়ার ছবিটাও খুব সুন্দর। পোস্টে ভাল লাগা + + ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র
আপনার মন্তব্য বরাবরই অনুপ্রেরণা এক বিশেষ মাত্রায় পৌঁছে দেয় লেখককে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা অন্তহীন।
শুভেচ্ছা অফুরান
৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
শান্তির দেবদূত বলেছেন: কবিতা দেখলে গাঁ জ্বলে। বিশেষ করে ব্লগে কবিতা তো দেখতেই পারি না। হিংসা হয় ভীষণ! এভাবে শব্দের পর শব্দ সাজিয়ে কী সুন্দর করে একটা মালা গাঁথা হয় যেটি সাহিত্যে চিরস্থায়ী হয়ে যায়! আমি পারি না কেন? অক্ষম আমি; ঈর্ষা হয়, ভীষণ ঈর্ষা হয়।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ঠিক বলেছেন ভায়া। যেমন আপনার বিজ্ঞান বিষয়ক কল্পগল্পগুলো পড়ে মারাত্বক ঈর্ষা হয় আমারো
আমি অমন পারিনা কেন???
আপনার আন্তরিক ভাললাগায় মুগ্ধ
অনেক অনেক শুভেচ্ছা
৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর একটি কবিতা। খুব সহজেই যেন কারো মনকে চুরি করে নিয়ে যাবে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই নাকি?
আপনার আন্তরিকতা টুকু ছুঁয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর কবিতা চাই।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আবারো আসায়।
হুম। নিশ্চয়ই চেষ্টা থাকবে। আপনাদের ভাললাগায়, আপনাদের পাশে পেলে বেরিয়ে আসবে সুন্দর সুন্দর কবিতা
আশা করাই যায়
পুন:শুভেচ্ছা আর শুভকামনা
৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঈষণীয় লেখনী !! +++
অভিবাদন জানবেন
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ অভিভাদন ভায়া
অনুপ্রানীত হলাম
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় প্রশংসা প্রতিটি চরনে চরনে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ, অভিভুত, আপ্লুত
আপনাদের হৃদয়খোলা উজার করা ভালোবাসা পাই বলেই লিখায় প্রাণ আসে
অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা
৪০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: প্রতিটি চরনে চরনে একরাশ মুগ্ধতা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে প্রীতি অনুভব করছি
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন।
৪১| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯
জুন বলেছেন: আপনার কবিতা পড়ে মুগ্ধ হোলাম ভৃগু । সেই শচীন কর্তার মত বলতে ইচ্ছে করছে " বিরহ বড় ভালো লাগে ----
ব্লগে বেশ কিছুদিন অনিয়মিত থাকায় প্রিয় ব্লগারদের অনেক লেখাই চোখের আড়ালে চলে গেছে। তেমনি আপনার এই কবিতা
অনেক ভালোলাগা রইলো ।
+
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে প্রীত হলাম জুনাপু
অনেকদিন পর এসে খুঁজে পড়েছেন -সত্যি আপ্লুত হলাম।
আপনাদের ভালবাসাতেই বেঁচে আছি ব্লগে
প্লাসে দারুন অনপ্রানীত করা মন্তব্যে আর ভালবাসায় কৃতজ্ঞতা অন্তহীন।
অনেক অনেক শুভেচ্ছা রইল আপি
৪২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল। ধন্যবাদ
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক দা
শুভেচ্ছা আর শুভকামনা অফূরান
৪৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
সৈয়দ ইসলাম বলেছেন:
বাহ বাহ বাহ, দারুন কবিতা। আমি কই ছিলাম রে এতো দিনে, ওহে আবেগ বল।
ভাই, কবিতা অসম্ভব সুন্দর হয়েছে। নিরন্তর ভালবাসা প্রতিবারের ন্যায়।
০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার আন্তরিক প্রকাশে মুগ্ধতা। আপ্লুত হলাম।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা ভায়া
৪৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯
আরজু পনি বলেছেন: তুমি ছাড়া ভূবন বিরান!
কি কষ্টকর কথা!
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এ কষ্ট বুঝি আনন্দের
যখন সে কষ্ট হয় তোমার দেয়া -
এ অনুভব শুধু সেই প্রেমিকের
যার হৃদয় প্রেমে ভরা
হা হা হা
অনেক অনেক ধন্যবাদ পনিপু
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
৪৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭
মলাসইলমুইনা বলেছেন: কবিতার শিরোনামটাইতো একটা অনু কবিতা হয়ে গেছে ! মায়াময় কবিতায় অয়োময় - মানে সলিড ভালোলাগা |
০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ!
এমন মন্তব্য পেলে মনে হয় নিজেই কবিতা হয়ে যাই
হা হাহা
অনেক অনেক ধণ্যবাদ ভায়া। অনেকদিন পর পেলাম আপনায়
অয়োময় ভালবাসায়
মুগ্ধতা অন্তহীন
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
নতুন নকিব বলেছেন:
জ্বলতে থাকুক। এক নি:শ্বাসে পড়ে ফেললুম। মুগ্ধতা। +++