নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই থেকে আমি অরণ্য ভুলেছি
তোমার দীঘল চুলে- সেইযে
নাক ডুবিয়ে ঘ্রানে মাতাল-
সেই পথ হারানো সে পথের আর শেষ হল কই!
সমুদ্র তৃষা হারিয়ে গেছে সে-ই কবে
যেদিন তোমার চোখে পড়ছিল চোখ
সপ্ত সমুদ্র বিহারের সে যাত্রায়
কম্পাস হারা নাবিক আমি
মুগ্ধতা শুধুই তোমার সমুদ্র নীলাভ চোখে।
পূর্নিমা এত ম্লান!
ভাবতেই পারিনি কখনো
তোমার হাসি দেখার আগে!
আর কোথা যেতে বলো-এ হাসি ছেড়ে!
চিরহরিৎ ফাগুনে
বন, পাহাড়, সমুদ্র, পূর্নিমা
একাকার মোহময়তায়
মহুয়ায় বেভুল মন ক্ষনিক -জাগ্রত বোধে -
খুঁজে পায় মন- তুমি অন্তহীন স্বর্গসুধা
যখন তুমিই ছুঁয়ে আছ ভাবনা জুড়ে-
শ্রাবনং স্মরনং গচ্ছামি ~~
তোমার নাম স্মরণেই নেশা হয়ে যায়!
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি সৌভাগ্য!
কবি বরের মন্তব্যে যাত্রা হলো শুরু
বাহ্যতৃষায় নদী সমুদ্র উপভোগ্য বটে
অন্ত:তৃষায় দেখি হাটুজল
তাইতো স্মরণের গহনে খুঁজে পাই তারে
পরমাবতারে বিলিন হলে পরে
স্মরনেই প্রশান্তি
অনেক অনেক ধন্যবাদ কবি
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার কাব্য লিখেছেন, প্রেমিক হলে এমনই হয়া চাই
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ
সাদা মনের মানুষ ভাই
আপনার সাদা কথায় মুগ্ধ
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অফূরান
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
জাহিদ অনিক বলেছেন:
ওহ দারুণ ! অন্ত:তৃষায় দেখি হাটুজল
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম
বড় কষ্ট কবি! হাটুজলে কি নাওয়া যায় না ডুব দেয়া যায়!
হা হা হা
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: তবে হেডিং পড়ে আমার দাঁতের ব্যাথাটা আবার শুরু হয়ে গেল
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! বড়ই দুষ্কের কথা!
আপনার এলাকার বিখ্যাত লটকন খেয়ে ফেলুন বিসমিল্লাহ বলে। সব ভালু হয়ে যাবে
হা হা হা
বুদ্ধং স্মরনং গচ্ছমি থেকেই ধার করা
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
দারুন প্রেমের কবিতা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিটন ভায়া
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অন্তহীন
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
ভুয়া মফিজ বলেছেন: সুন্দর করে একটা প্রেমের গল্প লিখেন, অনেকদিন মনের মতো প্রেমের গল্প পড়ি না।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞথা ভায়া
আপনার ভরসার ভারে কাইত
ইনশাল্লাহ চেষ্টার প্রতিশ্রুতি রইল
পড়বেন কেমনে। সব ফেবুর দোষ! বি
প্রেম যে এখন চড়ুই স্বভাব
অনেক অনেক শুভেচ্ছা
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! দারুণ সুন্দর কবিতা।
" খুঁজে পায় মন তুমি অন্তহীন স্বর্গসুধা
যখন তুমিই ছুঁয়ে আছ ভাবনা জুড়ে-
শ্রাবনং স্মরণং গচ্ছামি ~~
তোমার নাম স্মরণেই নেশা হয়ে যায়!
আহা ভাবনায় মুগ্ধতা । +++++
শুভেচ্ছা প্রিয় কবিভাইকে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরি
আপনার স্বত:স্ফুর্ত আবেগ প্রকাশে মুগ্ধ
আহা ভাবনায় মুগ্ধতা
এমন একটা কথা পেলে বোধকরি জনম ভর লিখেতে থাকা যায়
অনেক অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য ?
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ লাবন্য ২
অন্তহীন শুভেচ্ছা রইল
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
কবিরা মানুষকে অতি-মানবে পরিণত করেন।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তা মন্দ বলেননি। ভাবনার অলিন্দে তো কোন বাঁধা নেই।
অনেক অনেক ধন্যবাদ
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
বাকপ্রবাস বলেছেন: অ তি ব সু ন্দ র
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
সাদা মনের মানুষ বলেছেন:
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ! বৃষ্টি শেষে শিতল সন্ধ্যায় এক কাপ গরম চা
ভালবাসার ধোঁয়ায় মাখা
কৃতজ্ঞতা অন্তহীন ভায়া
যুগ যুগ জিও
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর
শুভেচ্ছা অফুরান
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
এই "তুমি"দের নিয়েই যতো জ্বালা ! এই তুমিরা যেমন অন্তহীন স্বর্গসুধা তেমনি জীবনভরের গরলও ।
বিদ্রোহীকেও নাকানি-চুবানী খাইয়ে নেশা ধরিয়ে দেয় । হুশ ফিরে এলে তখন স্মরনং গচ্ছামী হতে হয় বুদ্ধের কাছে ........
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
গরলের আড়ালেই থাকে অমৃত! ফিনিক্স হয়ে যে গরল সয়ে পেরিয়ে যেতে পারে - -
পেয়ে যায় সে অমৃত সুধা
স্মরনং গচ্ছামি
অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস
শুভেচ্ছা অফুরান
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
কাওসার চৌধুরী বলেছেন:
নেশা ধরা দারুন অনুভবের কবিতা; ভাল লাগলো প্রিয় কবি ৷ +++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কাোসার চৌধুরী
মন্তব্যে অনুপ্রানীত
শুভেচ্ছা
১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮
সুমন কর বলেছেন: বেশ লাগল। আপনার জ্ঞান বিশাল.....
+।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শরম পাইলাম সুমন দা
অনেক অনেক ধন্যবাদ দাদা
ভাল লাগায় অনুপ্রানীত হলাম
শুভেচ্ছা অন্তহীন
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১
জুন বলেছেন: সুগভীর এক প্রেমের কবিতা পড়ে মুগ্ধ ভৃগু।৷
লিখতে থাকুন এমনি করেই যেন সেও দিনরাত উচ্চারণ করে
ভৃগুং শরনং গচ্ছামী
+
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতায় ভাসিয়ে দিলেন জুনা'পু
মন্তব্য পড়ে অনেকক্ষন আনন্দে হাসলাম! গহন গভীর অনুভবের পাঠে কৃতজ্ঞতা
তাঁর হৃদয় জাগ্রত হোক সত্যজ্ঞানে প্রার্থনা করতেই পারি
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
নীলপরি বলেছেন: বাহ! অপূর্ব ।
++
শুভকামনা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি
প্লাসে আর ভাললাগায় প্রীত হলাম
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: স্মরণেই প্রশান্তি!
তোমার নাম স্মরণেই নেশা হয়ে যায়! প্রেম কতটা গভীর হলে এমন অনুভব আসে! এক কথায় অসাধারণ!
এ প্রেম কি মনুষ্য প্রেম, নাকি ঐশ্বরিক প্রেম, সে প্রশ্নের উত্তরটা কবির মনে যাই থাকুক, পাঠকের ভাবনার উপর নির্ভর করবে।
কবিতায় ভাল লাগা + +
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দারুন উপলদ্ধি প্রিয় সিনিয়র
ঐশ্বরিক প্রেমের বিকাশেও কিন্তু মানব প্রেমের অবদান অসীম। জাতীয় কবির সেই অমর কথা
নারী প্রেমের মাধ্যমে মানবের মনে প্রেমের যে বীজ অংকুরিত হয়- খোদা প্রেমে তা পূর্নতা পায়
বা হিন্দি সেই গানের কথায়
তুজমে রব দিখতা হ্যায় ইয়ারা ম্যয় ক্যায় করু (তোর মাঝেই রবকে দেখি, বন্ধু আমি কি করি )
ভাললাগা আর প্লাসে কৃততজ্ঞতা।
অনুপ্রানীত হলাম
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
মাহমুদুর রহমান বলেছেন: সিম্পলের মধ্যে গর্জিয়াস কবিতা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রীত হলাম।
অনুপ্রানীত হলাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: চমৎকার লিখেছেন
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা ভায়া
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
জাহিদ অনিক বলেছেন:
আহা !
সমুদ্রসম তৃষ্ণা লয়ে নদীর কাছে যাওয়া যেন একদম বৃথা
শ্রাবনং স্মরনং গচ্ছামি
তোমার নামই যেন শরাব !