নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ঈদ আসে

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪



ঈদ আসে ঐশ্বর্যে
বিলাসী ব্যায়ে, দায়হীন হত্যার উৎসবে
কোরবানী অধরা, কেবলই অহম প্রতিযোগীতা
তৃপ্তির ক্রুর হাসিতে লজ্জ্বিত জীব, জিভ কামড়ে থাকে।

ঈদ আসে
পেছনে গুলি, সন্মূখে কাঁটাতার বিদ্ধস্ত জীবনের মিছিলে,
হত-নিহতের ভারে আপন জনার লাশের স্রোত,
ফিলিস্তিন, ইয়েমেনের ভস্মিভূত ভিটেমাটিতে, রাখাইন উদ্বাস্তু জীবনে।

ঈদ আসে
প্রান্তিক জীবনেও, এ বাড়ী ও বাড়ী ঘোরাঘুরি
আত্মীয়তায় নয়-এক টুকরো গোশতের আশায়
কাড়াকাড়ি! উর্বশী তরুনী জানে গোশতের জ্বালা!

ঈদ আসে
উইঘুরে, মিন্দানাওয়ে, হিন্দুস্থানে
ক্বাবায় লাব্বাইক ধ্বনিতে, সাত পাকের বাঁধনে
মদীনায় ইয়া উম্মতি অশ্রুভারে - - -

ঈদ আসে
বিচ্ছিন্নতার ইসলামী ভূ-দ্বীপে দেশে দেশে- শুধুই নামে
সত্য চেতনা ঢাকা পড়ে রয়ঃ সামাজিকতার চর্চায়,
সার্বজনীন ঈদ চাঁদ আড়ালেই রয়ে যায়।


সত্য ঈদের শুভাগমনের অপেক্ষায়, শুভাশায় - সবাইকে ঈদের শুভেচ্ছা :)
ঈদ মোবারক :)

মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

অপ্‌সরা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া!

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

২| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

স্রাঞ্জি সে বলেছেন:

।।।।।।।ঈদ মোবারক।।।।।।।
ভাইয়া।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

৩| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

স্রাঞ্জি সে বলেছেন:
বর্তমান সমাজের মানুষ গুলো নিজ ঐশ্বর্য দেখাতে ব্যস্ত।
যার কারণে সমাজে নিচুরা নিচু থেকে যায় আর উঁচুরা উঁচুতে উঠতে থাকে ।

ইসলাম বুঝি সাম্যবাদী। কিন্তু আজকাল ইসলামিরা কেন অর্থের গৌরব দেখায়। কেন নিজেকে স্বার্থপর করে তোলে ।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
কবিতায় সে যাতনাই বলার চেস্টা ছিল।
ইসলামের মৌলিক মাহাত্ব্যের চেতনা থেকে কত যোজন যোজন দূরে আজ মুসলিম নামধারীরা!
ফিরে আসুক ইসলামের প্রকৃত সত্য মুসলমানের জীবনে।

অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা অফুরান।

৪| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

কাওসার চৌধুরী বলেছেন:
অসাধারণ তিনটি লাইন,......
"বিলাসী ব্যয়ে দায়হীন হত্যার উৎসবে
কোরবানী অধরা, কেবলই অহম প্রতিযোগিতা
তৃপ্তির ক্রুর হাসিতে লজ্জিত জীব, জিভ কামড়ে থাকে ৷"

কোরবানি হয় নিরীহ পশু, বাকি রয়ে যায় আমার পশুত্ত্ব
দামী পোষাকে, বিলাসী আয়জনে, সুগন্ধির মৌ মৌ গন্ধে
ঢেকে যায় যত কালিমা, মুখোশ কিংবা কালো টাকায় কেনা গরুটা ৷৷

কবিতায় একরাশ ভাল লাগা, প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই ৷

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

অনেক অনেক ধন্যবাদ অনুভবের গহনে লাইন গুলো ছুঁয়ে গেছে বলে।
আমাদের মানুষ হবার পথে নাফতিয়াতের কোরবানী হোক মূল শিক্ষা।
অনুপ্রাণীত হলাম অনেক অনেক :)

শুভেচ্ছা শুভকমানা অফুরান।

৫| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা।
সময় নিজেই মানুষকে ১৪০০ বছর আগের সিষ্টমে বাস করতে দিতে পারছে না; তাই, আফগানিস্তান, ইরাক, ইয়েমেন পাকিস্তানে প্রতিদিন কুরবাণীর ঈদ হচ্ছে

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক সত্য।

প্রকৃত সত্য আর জ্ঞান থেকে দূরে সরে গিয়ে স্বার্থপরতা আর সকল বদগুণের রঙিন হয়ে আজ এই দশা।
যে মানুষের উপরে কোন সত্য নাই। যে কলেমায় বিপ্লবী সেই মানুষ্যের গুনগান তার অনুসারীদের
মূর্খতায় আজ ধর্মই বদনাম!!

আল্লাহর প্রথম বানীতে ফিরতে হবে মুসলমানদের সবার আগে- ইক্বরা!
জ্ঞান বিনে মুক্তি নাই।

ঈদের শুভেচ্ছা নেবেন।
ঈদ মোবারক :)

৬| ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিদ্রোহী কবিতা !!
মনের পশুকে কোরবানী করতে
না পারার অপরাধীরে বিরুদ্ধে চরম বিদ্রোহ !!

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বনের পশু নয়রে
মনের পশুরে কর, কোরবানী
মানুষ হয়ে মানুষ সেবায়
যায় মুছে তোর সকল গ্লানী।

দুনিয়ায় মানুষ হবার শিক্ষাটা বাদে আর সবকিছূতেই সবাই ব্যাস্ত ভায়া!
দু:খজনক।

আপনাকেও ঈদের শুভেচ্ছা : ঈদ মোবারক


৭| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১

নীলপরি বলেছেন: বাস্তব চিত্র তুলে ধরেছেন ।
++++

আপনাকেও ঈদের শুভেচ্ছা

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামান্য চেষ্টায় আপনাদের ভাললাগায় অনুপ্রাণীত হই :)

অনেক অনেক ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা

৮| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "প্রকৃত সত্য আর জ্ঞান থেকে দূরে সরে গিয়ে স্বার্থপরতা আর সকল বদগুণের রঙিন হয়ে আজ এই দশা। "

-তা'হলে, আপনি বলছেন যে, ১৪০০ বছর আগের মানুষ এখনকার মানুষ থেকে বেশী জ্ঞানী ছিলেন, বেশী সত্যের পথে ছিলেন? আপনার ভাবনাশক্তি ঠিক মতো কাজ করছে তো?

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাত্র ১৪০০ বছরেই থমকে গেলেন?

অথচ আপনার চোখের সামনে হাজার হাজার বছরের পুরানো উন্নত সভ্যতার পুরাতাত্ত্বিক নিদর্শন।
যার অনেক অনেক রহস্য আজো অনুদঘাটিত। সেই সত্যকে আপনি কি অস্বীকার করেন?

ভাবনারা আপেক্ষিক হয়। যার যার জ্ঞানের সীমার গন্ডিতে আবদ্ধ থাকে।
অন্তত আপনার মন্তব্য পড়ে তাই মনে হল।
সার্বজনীন বা মুক্ত ভাবনার জন্য যথেষ্ট জ্ঞান বা উদারতার অভাব দৃশ্যমান।

ভাল থাকুন।

৯| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক সনটে কবি :)

১০| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, অথচ আপনার চোখের সামনে হাজার হাজার বছরের পুরানো উন্নত সভ্যতার পুরাতাত্ত্বিক নিদর্শন। "

-হাজার হাজার বছরের সভ্যতার মাঝে আজকের মানুষ সবচেয়ে জ্ঞানী।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কাছে হয়তো। আপনার বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রইল।
আমারটা ভিন্ন হতেই পারে।

ভাল থাকুন। ঈদের শুভেচ্ছা আবারো।

১১| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঈদ আসে নির্জন কারাগারে, একমাত্র বন্দীর তরে...

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্মম সত্য!

তারেচ বড় সত্য
অপগন্ডরা চারপাশে, মাছি ভনভন
মীরজাফর আর ঘষেটিরা ঘুটি চালে
দিন যায় মাস যায় বছর

ঈদ আর গণতন্ত্রে কোলাকুলি করে নির্জন নির্বাসনে!

১২| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: ঈদ আসুক সামু ব্লগেও ঈদ আনন্দ নিয়ে
বিদ্রোহী ভৃগু ভাইয়া, গে্লাম আপনাকে ঈদ মোবারক জানিয়ে ।

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

বাহ!
ছড়ায় মন্তব্য।

ঈদ মোবারকের ফুলঝুড়ি ছিটিয় দিলাম আপনার জন্যে :)
ঈদ মোবারক

১৩| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

স্বপ্ন কুহক বলেছেন: ঈদ মোবারক

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

ভায়া /বইনা :P

শুভেচ্ছা অন্তহীন

১৪| ২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

করুণাধারা বলেছেন: ঈদ মোবারক!

সত‍্য ঈদের শুভাগমন কি সত্যিই কখনো হবে! এই দুঃসময়ে ঈদের আনন্দ কই?

আমার বারে বারে মনে পড়ছে পায়েল নামে অচেনা ছেলেটির কথা। বাসে বসে এসে মাকে বললো ঢাকায় পৌঁছে ফোন করবে, অথচ বাসের কর্মীরা তাকে মেরে নদীতে ভাসিয়ে দিল। কি জানি, এই ঈদ তার মায়ের কেমন ভাবে কাটবে! কিংবা অথৈ এর মা, এই ঈদ তার কেমন কাটছে!

যদি সম্ভব হয় অথৈ কেমন আছে একটু জানাবেন।

কবিতা চমৎকার হয়েছে।++++++

২০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। অনুভুতি প্রবণ মানুষদের নিয়েই যত কষ্ট!

সে মায়েদের যাতনা কেবল সেই মায়েরাই বোঝে!

অথৈকে ঈদের পর আবার কলকাতা নিয়ে যাবে। মাঝে একটু বেশি খারাপ হয়ে গেসিল।
এখন মোটামুটি। ওর মা মাঝে মাঝে আরো কোন খবর আছে কিনা জিজ্ঞেস করে।
মনটা খারাপ হয়ে যায় - না বলতে। তারপরো উনার কৃতজ্ঞতার শেষ নেই।
আপনাদের ভালবাসার সবটুকু আমিই পাই ;)

কবিতা ভাললাগায় আর প্লাসে অনুপ্রানীত হলাম।

ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক :)

১৫| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো বস্তব কথাগুলো,

ঈদ মোবারক রইল ভাই

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগল ভায়া :)

ঈদ মোবারক।
অনেক অনেক শুভেচ্ছা
:)

১৬| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ তায়ালার অনেক দয়া। সবচেয়ে প্রিয় বস্তু কুরবানী দিতে হৈলে কবিতা বিবিরে কুরবানী দিতে হতো।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তা যা বলেছেন!

তিনি পরম দয়ালু অসীম দয়াবান। তাইতো আমরা বেঁচে যাই।

ঈদ মোবারক। :)

১৭| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: তবুও ঈদ আসে সকলের তরে...........

ভালো লিখেছেন।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ আসে ঈদ চলে যায় - - -
আমরাও বদলে যাই নিত্যতায় কোরবানী অধরাই রয়ে যায়

ঈদ মোবারক

১৮| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




শেষের ৩টি লাইনে সামাজিকতার কোরবানী করে দিয়েছেন । এটাই সত্য , ত্যাগ নয় কেবল ষ্টাটাস বজায় রাখাটাই মুখ্য হয়ে উঠেছে ।

তবুও ঈদের শুভেচ্ছা আপনাকে আর সকল ব্লগারদেরকে ।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভায়া :)

তবুও ঈদ আসে ঈদ পালনও করি আত্মা তৃষিত রয়

ঈদ মোবারক :)

১৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতায় শক্তিশালী সত্য উচ্চারণ খুব ভাল লেগেছে কবি! শুভেচ্ছা রইল!

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

ঈদের শুভেচ্ছা রইল

ঈদ মোবারক

২০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ২:১৪

জাহিদ অনিক বলেছেন:

ঈদের শুভেচ্ছা--
ঈদ হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সবার তরে। কুরবান হোক মনের পশুর
ঈদ মোবারাক !

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদের শুভেচ্ছা কবি ভায়া :)

হুম তাই হোক -ঈদ হোক ধর্ম বর্ণ নির্বিশেষে সবার তরে। কুরবান হোক মনের পশুর

ঈদ মোবারক

২১| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: ঈদ আসে
বিচ্ছিন্নতার ইসলামী ভূ-দ্বীপে দেশে দেশে- শুধুই নামে
সত্য চেতনা ঢাকা পড়ে রয়ঃ সামাজিকতার চর্চায়,
সার্বজনীন ঈদ চাঁদ আড়ালেই রয়ে যায়।" নির্মম বাস্তবতা।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাধূ দা'

ঈদ মোবারক

বাস্তবতা বদলে যাক আমাদের বিশ্বাসে, আমাদের আচরনে, আমাদের কর্ম।
সেই শুভদিনের প্রত্যাশায় শুভেচ্ছা অফুরান।

২২| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: সার্বজনীন ঈদ চাঁদ আড়ালেই রয়ে যায় - সত্য বলেছেন।
কবিতায় সমাজের কিছু নির্মম বাস্তব চিত্র প্রস্ফূটিত হয়েছে।
"বিলাসী ব্যয়ে দায়হীন হত্যার উৎসবে
কোরবানী অধরা, কেবলই অহম প্রতিযোগিতা
তৃপ্তির ক্রুর হাসিতে লজ্জিত জীব, জিভ কামড়ে থাকে ৷"
- অসাধারণ পর্যবেক্ষণ!
কবিতায় প্লাস + +

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক প্রিয় সিনিয়র :)

বিশ্বাসে সত্যতা প্রতিষ্ঠিত হোক সবার আগে।
ধর্মেও যদি কর্পোরেট গোজামিল চেতনা ধারন করে, যা হবার তাই হচ্ছে!
ধর্ম বদনাম হচ্ছে! নিজের আখের তো ঝরঝরা! কিন্তু যতক্ষনে বুঝতে পারে তখন আর সময় থাকেনা।
তাই সময় থাকতে ত্যাগের মহিমা অনুভবেই কোরবানীর স্বার্থকতা!

প্লাসে এবং দারুন পর্যবেক্ষন অনুভবে কৃতজ্ঞতা।

ঈদের শুভেচ্ছা রইল অন্তহীন।

২৩| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩

ঈশ্বরকণা বলেছেন: ঈদ মুবারক কবি ও তার সমস্ত ব্লগ পাঠককে ।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক ইশ্বর কণা!

আপনার মাধ্যমে স্রষ্টির সকল কণায় কণায় পৌছে যাক ঈদের শুভেচ্ছা ;)

ঈদের শুভেচ্ছা :)

২৪| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮

পদ্মপুকুর বলেছেন: শুধু ঈদটাই আসে এখন,
ত্যাগটা থেকে যায় কোথাও কোন নীলিমায়...

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

আঁধারেই ঢাকা রয় সে হেলাল
উদয় হয়না হৃদাকাশে
মানবতা কেঁদে মরে
ধর্মের বদনাম ধার্মিক দোষে!

তাইতো বুঝি নবীজি জীবনের প্রথম যুগ পার করেছেন বিশ্বাসের বীজ বপনে, লালনে, বিকাশে!
সালাত, সাওম তো প্রায় সতের বছর পর বিধান হিসেবে আসে মুসলিমদের জন্যে, মুমিনদের জন্যে।
যারা বিশ্বাসের দৃঢ়তায় মুসলিম হবার মাকামে পৌছে গেছিলেন।
কিন্তু আমরাতো বিশ্বাসের তরীই পার হতে পারছি না। মুসলমান হওয়াতো দূরাস্ত! মুমিতো কেবলই কল্পনা।

আগে দাও বিশ্বাসের ঘরে শান
পরে নাম নিও তুমিও হয়েছ মুসলমান।

ঈদের শুভেচ্ছা রইল

২৫| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৬| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৫

তারেক ফাহিম বলেছেন: পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ভাইয়া।

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা

ঈদ মোবারক :)

২৭| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ! সুন্দর অনুভূতি। ঈদ মুবারকে এসেছিলাম, পেলাম হৃদয়ে ভালোবাসার চাবুক। সম্ভবত ত্রিপুরার রাজবাড়ির পশুবলিকে নিয়ে লেখা বিসর্জন নাটকে কবিগুরু এই প্রশ্নটি রেখেগেছেন। ++++++

কথা ও কাব্যে মুগ্ধতা রেখে গেলাম।

ঈদ মুবারক, সঙ্গে অন্তরের বিনম্র শ্রদ্ধা ।

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালোবাসার চাবুক :) দারুন বলেছেন।

হুম এ প্রশ্ন চিরন্তনি! শুরু হয়েছিল যে চেতনায় তাকেই বিসর্জন দিয়ে শুধু পোষাকি বস্তুগত অংশটুকু আমরা আঁকড়ে আছি!
কোরবানী, ত্যাগ বিসজর্নের এই শুভ ক্ষনে কামনা ফিরে আসুক আত্মায় প্রাণ!
মানুষের জণ্যে জাগুক মানুষের হৃদয়!
বস্তুগত মোহান্ধতা কেটে হৃদয়ের আলোক প্রজ্জ্বলিত হোক হৃদয় :)

আপনার মন্তব্যে আপ্লুত হলাম :) অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভেচ্ছা প্রিয় ভায়া :)

ঈদ মোবারক

২৮| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদের কিছু পজিটিভ আর নেগেটিভ দিক উঠে এসেছে কবিতায়।

কবিতায় ভালো লাগা রইল। সেই সাথে ইদের শুভেচ্ছা।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সোনাবীজ ভায়া :)

ঈদ মোবারক :)
শুভেচ্ছা অফুরান - - -

২৯| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:






ইদ আসবে যাবে, পৃথিবীতে অসভ্যতা, অত্যাচার, নির্মমতাও থেকে যাবে।

ইদ মোবারক।

শুভ কামনা রইলো।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। এ এক অন্তহীন চক্র!
আঁধার আলোর মতো নিত্যতার!
তবে আঁধার যখন বেড়ে যায় আলোর হাসফাস তখন এমন কাব্যের জন্ম দেয়!

বাংলা আকাদেমীয় শুভেচ্ছায় প্রীত :)

প্রচলিত প্রকাশেই রইল

ঈদ মোবারক ;)
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন।

৩০| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: এখন সবকিছুতেই সামাজিকতা রক্ষার চিন্তাভাবনা করে মানুষ। মন থেকে করে খুব কম মানুষে।


ঈদ মোবারক।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। তাইতো দৃশ্যমান।

অথচ হৃদয় থেকেই করার আদেশ বিদ্যমান।
ফিরে আসুক সত্যে মানুষ হৃদয়ের টানে, মুক্তির স্বপ্নে

ঈদ মোবারক :)

৩১| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ঈদ মানেই লোক দেখানো খরচ আর দাওয়াত নামের হস্তিসম বোঝা !!!

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা হবার কথা ছিল আনন্দের, সকলের সাম্যতার খুশি! দান এভং গ্রহণের আনন্দের উৎসব
তাই বদলে গেছে কারো অহম আর কারো চোখের জলের আয়োজনে!
দুয়ারে দুয়ারে এক টুকরো গোস্তের জন্য ঢল দেখলে জাতীয় কবির মতো বলতে ইচ্ছে হয়-

তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!'
কোথা চেঙ্গিস্‌, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!
হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
মানুষেরে ঘৃণা করি'
ও' কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি' মরি'
ও' মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর ক'রে কেড়ে,
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে,
পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ;-গ্রন্থ আনেনি মানুষ কোনো।
আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,
আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
তাঁদেরি রক্ত কম-বেশী ক'রে প্রতি ধমনীতে রাজে!
আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
আমিই কি জানি-কে জানে কে আছে আমাতে মহামহিম।
হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
কে জানে কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা?
কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবা-রাতি!
অথবা হয়ত কিছুই নহে সে, মহান্‌ উচ্চ নহে,
আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
হয়ত ইহারি ঔরসে ভাই ইহারই কুটীর-বাসে
জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!

ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
ওই হ'তে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
আজ চন্ডাল, কাল হ'তে পারে মহাযোগী-সম্রাট,
তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দী-পাঠ।
রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
চাষা ব'লে কর ঘৃণা!
দে'খো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
তারাই আনিল অমর বাণী-যা আছে র'বে চিরকাল।
দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
সে মার রহিল জমা-
কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু'চোখে স্বার্থ-ঠুলি,
নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ'য়েছে কুলি।
মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত সুধা,
তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোন্‌খানে!
তোমারি কামনা-রাণী
যুগে যুগে পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি'।

৩২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

সোহানী বলেছেন: দু:খিত, ঈদে সব কিছুই পছন্দ করি শুধুমাত্র বিভৎসভাবে পশু জবাই এর মাঝে আনন্দকে অপছন্দ করি। সব মৃত্যুই কষ্টের সেটি মানুষ হোক বা পশু হোক।................

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। মৃত্যুর কষ্টতো বলাই বাহুল্য!
সেই কষ্টের বিনিময়ে যা অর্জনের কথা তারে সাইড লাইনে রেখে
কেবলই স্বার্থপর ভোগের এ কেমন মচ্ছব!!!!

খুবই দু:খজনক।

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

বলেছেন: অসাধারণ প্রতিটি লাইন

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ল :)

শুভেচ্ছা আর শুভকামনা রইল

৩৪| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

অব্যক্ত কাব্য বলেছেন: ঈদ আসে চলে যায়!
চোখ জুড়ে তন্দ্রা।
কাটে ভোর
বহুদূর
হতে হয় পারাপার।


সময় চলে গেলে লেখাও কঠিন। ভালো লাগা

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অব্যক্ত কাব্য :)

অন্তহীন শুভেচ্ছা রইল

৩৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

অব্যক্ত কাব্য বলেছেন: কাব্যের ছোট পৃথিবীতে আমন্ত্রন। ঘুরে আসলে অনুপ্রাণিত হবো

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অবশ্যই আসবো। কাব্যই যে কবিদের খোরাক ;)
কিন্তু !!!!!
আফনে কেডায় ;) কনতো?

৪ বছর ৬ মাসের পুপা :P হা হা হা

যাক! একসময় জানাশোনা হয়েই যাব খন।
এখন চলুক কাব্য সাধন :)

অনেক অনেক শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.