নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝাঁজাল সর্ষে তেলে
কুড়মুড়ে ঝাল মুড়ির মতো
মচমচ করে ওঠে তোমার স্মৃতি
ভরা বর্ষার ঝিরিঝিরি লগনে...
#
বৃষ্টি এলেই মন ভিজে যায়
তুমি আমি এক সাথে
পুরো নগর জুবুথবু লুকায়
বৃষ্টিতো নয় যেন অমৃত ঝরে ভেজা অধরে।
##
ঝর ঝর ঝর ঝর অবিরাম
তুমি ধরিত্রী আমি শ্রাবন
আমি জমিন তুমি আকাশ- - -
শিহরিত উল্লসিত আকাশ নৃত্যে।
ছবি ঋণ: গুগল
২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাইকর
শুভেচ্ছা অফুরান
২| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
কাওসার চৌধুরী বলেছেন: আমার প্রিয় একটি কবিতা দিলাম।
কবি-
কামাল আহমেদ বাগী
বৃষ্টি ভেজা এ দুপুরে, পথের কিনারায়,
দাঁরিয়ে আছি একা, তোমার অপেক্ষায়৷
তুমি আসবে পরীর রূপে, স্পর্ষ করবে হাতে,
তোমার সাথে হারিয়ে যাব; বহুদূর অজানাতে৷
নগরের সমস্ত পথ, হবে আজ আমাদের,
যেথা ইচ্ছে ঘুড়ব,আমরা, (আজ) বাঁধা কিসের?
তোমার মনের যত কথা বলবে আমার সাথে,
ইচ্ছের ডানা মেলে আজ, সুনব কান পেতে৷
আজ কোন ভয় নয়, নয় লাজুকতা,
এ দিনটি হবে তোমার-আমার শত সৃতি গাথা ৷
পথের মাঝে তুমি-আমি হাত দুটি ধরে,
তোমার দিকে চেয়ে থাকব; আমার মত করে৷
(হয়ত) তুমি লজ্জা পাবে, পথের মানুষ দেখে,
একটু মুস্কি হাসি দিয়ে, লুকাবে নিজেকে৷
আমি শুধু চেয়ে দেখব, তোমার কাঁপা ঠোট,
হটাৎ আকাশের বিজলি; চমকাবে বিকট৷
বৃষ্টির সাথে সারা দেহে; সৌন্দর্য ঝলমল!
এখন আর পরে না পলক, আনন্দে ছলছল৷
হটাৎ তোমার স্পর্ষে চমকে উঠব (ভেব)
তোমার মিষ্টি হাসি দেখে, বুকে জড়িয়ে নেব৷
২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন এক বৃষ্টি কাব্য
আটপৌড়ে আবেগের ঝরঝর বৃষ্টিস্নান যেন
অনেক অনেক ধন্যবাদ ভায়া
৩| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
কাওসার চৌধুরী বলেছেন: সাথে লাইক দিলাম।
২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আবারো
আপনার গল্পগুলো দারুন হচ্ছে আপনার পাঙ্খা হয়ে যাচ্ছি দিনে দিনে
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল আপনার জন্যে
৪| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
"অমৃত ঝড়ে"?
-পরিচিত ঝড় হচ্ছে কাল-বৈশাখী, হ্যারিকেন, সাইক্লোন; অমৃত ঝড়ের কথা নতুন, মনে হচ্ছে?
২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপনার এডিটরিয়াল পাঠের প্রশংসা করতেই হয়!
হুম, টাইপো ঠিক করে দিয়েছি। কৃতজ্ঞতা একরাশ
তবে সে অমৃত লাভের অনুভব কিন্তু ঝড়ের চেয়ে কিছু কমও নয় বটে
হা হা হা
শুভেচ্ছা রইল
৫| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
রাকু হাসান বলেছেন: বৃষ্টির দিনে বৃষ্টির কবিতা ....আরও কবিতা প্রত্যাশা করবো
২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রত্যাশা পূরণের ইরাদা রইল
অনেক অনেক ধন্যবাদ আর অফুরান শুভকামনা
৬| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছবি দেখে গানা
টাচ মি, টাচ মি, টাচ মি
জারা জার
কিস মি, কিস মি, কিস মি
জারা জারা....
২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনুভবের অন্তহীন প্রকার
অনেক অনেক ধন্যবাদ ভ্রাত
শুভেচ্ছা আর শুভকামনা
৭| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
ঠিক এই মূহুর্তে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমার এখানে । আর এ সময়েই ঝাঁঝালো সর্ষের তেল মাখা ঝালমুড়ির কথা পড়তেই মুখটা নিশপিশ করে উঠলো ।
যে ছবিটা দিয়েছেন তা মনে হয় জলরং । ঝরঝর বৃষ্টির জলের সাথে মিলিয়ে স্মৃতির জলরং হলে ভালো হতো ।
২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই?
বেশ সময়ের সাথে মানিয়ে গেছে তবে বলতেই হয়
ঝালমুড়িরই নিশপিশ শুধু, স্মৃতির অলিন্দে আর কিছু উঁকি দেয়নিতো হা হাহা
হুম। ঠিক ঐরকম ছবি খুঁজছিলাম। যেগুলো পেয়েছি অনেক গুলোই আবার সামুতে দেয়ার মতো নয়!
তাই অপারগ দুধের স্বাধ ঘোলেই মিটাতে হল।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
শুভেচ্ছা অন্তহীন
৮| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
কাছের-মানুষ বলেছেন: চাঁদগাজী সাহেব খুব মজার মন্তব্য করেছেন!
সমসাময়িক অনেক ব্যাপার নিয়েও অনেক সময় কবিতা লিখেন, সেগুলোও ভাল লাগে।
ঝড়, বৃষ্টি নিয়ে এই কবিতাটাও অন্য রকম লাগল, পড়তে সু-স্বাদু লেগেছে।
২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ইদানিং উনার মন্তব্যে বেশ পরিবর্তন এসেছে
রসবোধের সাথেই ড় টাইপোটা নজরে আনলেন ।
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
পড়তে সুস্বাদু লেগেছে জেনে অনুপ্রাণীত হলাম
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন
৯| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২২
কথাকথিকেথিকথন বলেছেন:
প্রকৃতির শিহরণে হৃদয়ে উঠুক উচ্ছ্বাস.... ভিজিয়ে শুকিয়ে সুন্দর স্মৃতিগুলো জন্ম দিক আরো মধুময় স্মৃতি!
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন
শুভকামনায় শুভকামনা
১০| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ফাটাফাটি কবিতা লিখেছেন ভৃগু ভাই! এক্সেলেন্ট!!
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেষ্ট উচ্ছ্বিসত উচ্ছাসে
কোথাও মিলেটিলে যায়নিতো হা হা হা
আপনাদের উৎসাহেই প্রাণ যোগায় । অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা
১১| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
কবিতার শরীরের মাঝখানে "#" সাইনগুলোর দায়িত্ব কি ধরণের?
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: পর্বান্তর, পৃথকীকরন, মাত্রাভিন্নতা বহুভাবেই ভাবতে পারেন।
আবারো আসায় আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা
১২| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
সিগন্যাস বলেছেন: ঝালমুড়ির সাথে প্রিয়সির তুলনা করছেন।এইটা কি ঠিক হলো?ঝালমুড়ি তো প্রতিটি গলির পেছনেই পাওয়া যায়।প্রিয়সি কি গলির পেছনে পাওয়া যায়?
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
না ভায়া ঝালমুড়ির সাথে প্রেয়সির তুলনা করিনি!
তার সাথে কাটানো স্মৃতি গুলোর তরতাজা অনুভব বোঝাতেই উপমা ।
বর্ষায় শর্ষে তেলে কুড়মুড়ে মুড়ি ভাজা যেমন প্রিয় একটা বিষয় অনেকের,
তেমনি তার স্মৃতি গুলো আমার কাছে বহুকাল বহুদিন পরো এমনি তরতাজা, তেমনি প্রিয়
অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৩| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ কাব্য।
হে কবি।
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছোট্ট কথায় ভারি আনন্দ
অনেক অনেক ধন্যবাদ স্রাঞ্জি সে
অফুরান শুভেচ্ছা আর শুভকামনা রইল
১৪| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
ঋতো আহমেদ বলেছেন: বাহ্, বেশ ভালো লাগলো। ছবি টাও দারুণ
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! টুকু কোথা যেন রিনরিন করে প্রাণ যোগায়
অনেক অনেক ধণ্যবাদ ঋতো আহমেদ
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা
১৫| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
লাবণ্য ২ বলেছেন: চমৎকার কাব্য!
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রানীত হলাম
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
১৬| ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:০২
সুমন কর বলেছেন: ছোট এবং মিষ্টি। ভালো লাগল।
২৬ শে জুন, ২০১৮ রাত ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুমনদা - মন্তব্যের মিষ্টতা ছুঁয়ে গেল
অনেক অনেক ধন্যবাদ
অফুরান শুভকামনা অন্তহীন
১৭| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:২৫
সনেট কবি বলেছেন: ভালো লাগল।
২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সনেট কবি
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
১৮| ২৬ শে জুন, ২০১৮ রাত ৯:২৯
জেন রসি বলেছেন: বৃষ্টি পড়ে
স্মৃতি নড়ে!
কবিতা পড়ে মাথায় এটাই খেলা করল।
২৬ শে জুন, ২০১৮ রাত ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম। দারুন
মনে না পড়লে কাব্যচিত্র হবে কেমনে? হা হা হা
অনেক অনেক ধন্যবাদ জেনরসি ভায়া
এত লম্বা গ্যাপ কেনু? সেই এপ্রিলের পর আর লেখা নেই!!!
শুভেচ্ছা আর শুভকমানা রইল
১৯| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঝাঁঝালো বানান এইটা সম্ভবত। কবিতা ভাল লাগছে।
২৬ শে জুন, ২০১৮ রাত ১০:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আমারো হালকা কনফিউশন ছিল। পরে নেট ঘেটে ঝাঁজাল নিশ্চিত হয়েছি।
Bangla word, ঝাঁজাল - [adjective] severe; hot; excited; spicy; acid; harsh; [প্রতিশব্দ] তীব্র; গরম; অধীর; মসলাযুক্ত; আম্লিক; বাঁকা; ,
নান্দনিক হাতিরঝিলের পানিতে ঝাঁজাল দুর্গন্ধ | রাজধানী | The Daily Ittefaq
দুর্ঘটনাস্থলে এখনো গ্যাসের ঝাঁজাল গন্ধ - Prothom Alo
Bangla Dictionary - বাংলা অভিধান - ঝাঁজাল এর অর্থ http://www.bangladict.com/ঝাঁজাল
Translate this page ঝাঁজাল এর অর্থ - hot, acid, severe, excited, harsh, spicy
এগুলো দেখেশুনে বর্গীয় জতেই থিতু হনু
কবিতা ভাল লাগায় অনুপ্রাণীত হলাম।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
২০| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:১৩
মনিরা সুলতানা বলেছেন: তীব্র ঝাঁঝ
ধানী মরিচের জাত!
২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনুভবে কৃতজ্ঞতা।
অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা ও শুভকামনা অফুরান
২১| ২৬ শে জুন, ২০১৮ রাত ১০:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: ঝালমুড়ির সঙ্গে তীব্র ঝাঁঝালো সর্ষের তেলের মিশেলটা যতটা সহজ ও সস্তা এবং সুখাদ্য। আজকের আপনার কবিতাটিও ততটাই সহজ সুন্দর এবং সুখপাঠ্যে পরিনত হয়েছে। লাইকের বন্যা বয়ে গেছে। কাজেই সেই ভিড়ে হারিয়ে যাওয়ার আশঙ্কায় আছি।
শুভ কামনা প্রিয় বিদ্রোহী ভৃগু ভাইকে।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপনার রসবোধে মন্তব্য রসময় গুপ্ত নয় কিন্তু
আপনাদের সকলের ভালবাসাতেই তো বেঁধে আছি সামুর বাঁধনে
অনেক অনেক ধণ্যবাদ শুভেচ্ছা আর শুভকামনা
২২| ২৭ শে জুন, ২০১৮ রাত ১২:২৩
পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রানীত হলাম। প্রীত হলাম
শুভেচ্ছা অন্তহীন
২৩| ২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: ছবি এবং লেখা দুটাই সুন্দর।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর
শুভেচ্ছা জানবেন।
২৪| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:২৭
সিগন্যাস বলেছেন: আপনি দীর্ঘ বিরতি দিয়ে লিখেন কেন?আপনার লেখা তো আমার বেশ পছন্দ
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্যে প্রীতি বোধ করছি।
ঈদের পর আসলে নানা ঘূরাঘুরিতে একটা বড় গ্যাপই হয়ে গ্যছে!
চেষ্টা করব বিরতি কমাতে
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর শুভকমানা অন্তহীন
২৫| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্মৃতিসয় ও বৃষ্টির কবিতায় +++
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভবে আর প্লাসে অনেক অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার
শুভেচ্ছা আর শুভকামনা রইল অফুরান
২৬| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: কবিতাটা আসলেই ভালো হয়েছে।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আসলেই খুশি হলাম হা হাহা
আবার এসেছেন তাই অরো অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অবিরল
২৭| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৬
নতুন নকিব বলেছেন:
বাহ! অনেক সুন্দর শক্তিমান একটি কবিতা পড়লাম!
কবিতায় লাইক প্রিয় কবি।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নতুন নকিব
বাহ! টুকু্ও অনেক শক্তিশালী অনুভবের প্রকাশ
ভাললাগা আর লাইকে কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা রইল
২৮| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪২
শাহরিয়ার কবীর বলেছেন:
বৃষ্টির দিন কবিদের আবেগ একটু বেশি লুমান্টিক হয়।
কবিতা খুব সুন্দর হয়েছে গুরু।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হে হে হে তাকি আর বলতে হয়
লুমান্টিকতাই য়ে প্রাণ
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা শাহরিয়ার কবীর জয় গুরু!
২৯| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫০
আখেনাটেন বলেছেন: ঝর ঝর ঝর ঝর অবিরাম
তুমি ধরিত্রী আমি শ্রাবন
আমি জমিন তুমি আকাশ- - -
শিহরিত উল্লসিত আকাশ নৃত্যে। -- বাহ বাহ। কী ঝরঝর প্রকাশ কবির? যখন এই মন্তব্যটা লিখছি ঠিক তখনই মিষ্টি ঝরঝর বৃষ্টি জানালার বাইরে নৃত্য করছে।
চমৎকার।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই!!! হোয়াট এ কো-ইনসিডেন্ট!!! বিস্ময়কর
প্রকৃতির এ দারুন সমন্বয়ে মুগ্ধতা।
অনেক অনেক ধন্যবাদ আখেনাটেন
অন্তহীন শুভেচ্ছা আর শুভকমানা রইল
৩০| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২
সাহসী সন্তান বলেছেন: শিরোনাম দেখে আরো ভাবলাম অতীতে কারে কি ক্যামনে তেল-টেল মারছেন তারই খাতা খতিয়ান বের কইরা বোধ হয় জাতির সামনে উপস্থাপন করছেন! আসছিলামও সেই সব পড়তে! কিন্তু আইসাই তো কট...
ইয়ে মানে জানেনই তো আমার আবার ঐসব অকুকথন পড়ার প্রতি বরাবরই আগ্রহ একটু বেশি! যদিও পুলা হিসাবে আমি যে ভাল, সেটা আপামর জনসাধারন স্বীকার না করলেও আমি এই জন অসাধারন খুব ভাল ভাবেই স্বীকার করি!
যাহোক, কবিতা ভাল লাগছে! তবে চার লাইন পরপর হ্রাস চিহ্ন দিয়া কি বুঝাইলেন সেইটা ঠিক বুঝলাম না। ঐ প্রত্যেকটা প্যারাই কি এক একটি আলাদা আলাদা কবিতা?
আর আপনি কবিতা বরাবরই অত্যন্ত কঠিন কঠিন শব্দে লেখেন (অন্তত আমার জন্যে)! তবে আজকেরটা বেশ সহজ সরল মনে হইছে! সেজন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
যাক সাস ভাইইও তা’লে কট খায়!! ??
অকুকথনের রসবোধ থাকলেই না আগ্রহ থাকে। আপামর জনতা সকলেই অবগত বলিই না এত্ত ভালবাসা পান সক্কলের।
হ্রাস চিহ্ণ বহুমাত্রিক! চাইলে বিরতি ধরতে পারেন! মন না চাইলে পর্বান্তর ভাবুন। অনুভবের এক থেকে অন্যের
অথবা জীবন পাতায় স্মৃতির খাতায় সন্ধানের সিড়ি! কুড়মুড়ে ঝালমুড়ি স্মৃতি দিয়ে বৃষ্টি স্নান, বেয়ে বৃষ্টিতে প্রকৃতিতে
মিলন অবগাহন --- আরোহ অবরোহ যেমন খুশি তেমন চারণ করুন
যাক। তবু ভাল। বৃষ্টির মতো সহজতায় ছূঁতে পেরেছে। ধন্যি হলুম ভায়া
অনেক অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা আর শুভকামনা ঝড়ুক বর্ষার মতো অবিরল
৩১| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৬
অর্থনীতিবিদ বলেছেন: স্মৃতিকে কুড়মুড়ে মুড়ির সাথে তুলনা করাটা দারুন হয়েছে :-)
তবে সময়ের সাথে সাথে স্মৃতির খাতাটা অনেকটা মলিন হয়ে যায়। তাই কুড়মুড়ে মুড়িও আর কুড়মুড়ে থাকে না। ত্যানানো মুড়ি হয়ে যায়। স্মৃতির অপর নাম তো কষ্ট। তাই ঝম ঝম বৃষ্টির মতোই মাঝে মাঝে স্মৃতির কষ্টগুলো ঝরে পড়ে।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার ভাললাগায় প্রীত বোধ করছি।
হুম। কথা সত্য। ত্যানানো মুড়ি আবার বড্ড বিরক্তিকরও বটে! তবে কষ্টের স্মৃতিগুলো বরং ত্যানিয়ে যাক!
এমন বৃষ্টি মূখর সূখানুভব, প্রেমানুভব, মিলনানুভব- যুগ যুগ মন তাজা করুক প্রতি শ্রাবনে
কষ্টরা ধুয়ে-মুছে যাক বর্ষার জলে
অনেক অনেক ধন্যবাদ অর্থনীতিবিদ
শুভেচ্ছা আর শুভকমনা অন্তহীন
৩২| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
যাহাই লেখেন তাহাই ভাল লাগে!
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হেটস অফ কমেন্ট ভ্রাত
কৃতজ্ঞতায় নুইয়ে রনু
অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা শুভকমনা ঝড়ুক অবিরল-চিরকাল - - -
৩৩| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:২০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া।
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল
ভাললেগেছে জেনে আমারো ভাল লাগছে
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
৩৪| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:২৬
নীলপরি বলেছেন: আহা! বাহা স্মৃতি মেদুরতা । কবিতায় +++++++
শুভকামনা
২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আসলেই মেঘ মেদুর ক্ষন আসলেই স্মৃতিরা হুরমুড় করে ঝরতে শুরু করে
কবিতায় প্লাসে অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা ঝড়ুক অবিরল
৩৫| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:৩৫
সামু পাগলা০০৭ বলেছেন: ভয়ে ভয়ে পোস্টে ঢুকেছিলাম, সাধারণত সখার সব পোস্টে ঢুকি, পড়ি, মাথার ওপর দিয়ে যায়, ব্যর্থ মনে ফিরে যাই। আজকে তো আমি সব বুঝে গেলাম! মন্তব্যও করতে পারলাম। থ্যাংকস এ লটটট সখা, অবশেষে বোকামতীর বোঝার মতো কিছু লিখলেন।
কবিতাটি সরল, সুন্দর। তবে আপনি আরো ভালো লিখতে পারেন। মনের আরো গহীনের কিছু আবেগ মেশানো তেলরঙ যোগ করুন। প্রেম বরষায় মাখামাখি হয়ে প্রচুর আবেগ নিশ্চই কবি ও প্রেমিক মনের সিন্দুকে তোলা আছে। বের করুন সব। হাহাহা।
শুভেচ্ছা সকল!
২৯ শে জুন, ২০১৮ সকাল ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অবশেষে এলে সখি
কোথা বসাই কোথা রাখি
সরলতার দিলে স্বীকৃতি
লয়ে বিশ্বাস উচ্চ অতি
যাক। অবশেষে সখী বুঝলো তবে হা হাহা
আসলে ভাববাদী কাব্য গুলো অপ্রচলিত অনেক টার্মের অপশন থাকেতো! সহজ বিষয়গুলোও কম চর্চার কারণে কঠিন মনে হয়, বোধ হয়! আমাদের প্রচলিত জীবনচর্চায় তার প্রয়োগ খুব কমই হয় বলেই সেগুলো আটপৌড়ে জানাজানির বাজারে নেই!
অথবা শতভাগ আমার ব্যার্থতাই মাথা পেতে নিনু!
সখির আন্তরিক বলা আমার লেখনির সহজিয়া ধারারই বিকাশে দারুন পথ দেখাচ্ছে।
অন্তহীন কৃতজ্ঞতা আর টুপিখোলা অভিবাদন সখি
জনম জনমের শুভকামনা এ জনমেও অফুরান
৩৬| ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:২৬
জুন বলেছেন: আমি জানি ঐ ৩০০ ফিটে ঝালমুড়ি খাওয়া প্রেয়সীরেই নিশ্চয় বিয়ে করেছেন বা ভবিষ্যতে করবেন ভৃগু
আর বাকিরা কেএফসি, বার্গার কিং খেয়ে কেটে পরেছে, অথবা আপনি এই ব্যাপারে আমি ৮০% শিউর
তবে যাই হোক এই মর্মবেদনা অথবা বিরাট বাঁচা বাঁচলাম বলে স্বস্তির নিশ্বাস ফেলা কবিতা খাটি সর্ষের তেলের মতই প্রচন্ড ঝাঝালো
অনেক ভালোলাগলেও একটির বেশি প্লাস দিতে পারলাম না
+
২৯ শে জুন, ২০১৮ সকাল ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
স্মৃতি যখন স্মৃতি হয় তখন সময়ের আরপার বুঝে নিতে হয়
দারুন রসময় মন্তব্যটাও কুড়মুড়ে ঝালমুড়ির মতোই মজাদার লাগলো
একটা প্লাসেই কৃতার্থ
অনেক অনেক ধন্যবাদ জুনাপু
৩৭| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪
খায়রুল আহসান বলেছেন: স্কুল জীবনে বাংলা পরীক্ষায় প্রায়ই একটা প্রশ্ন থাকতো - 'মানব মনে বর্ষার প্রভাব বর্ণনা কর'। কত কী সব ইনিয়ে বিনিয়ে বানিয়ে বানিয়ে লিখে আসতাম। তখন এসব কবিতা পড়া থাকলে কাজটা অনেক সহজ হয়ে যেত। তবে মাস্টার মশাই নম্বর কী দিতেন সেটা অবশ্যই তার মুডের উপরই নির্ভর করতো। তার মনেও যদি কুড়মুড়ে ঝালমুড়ির মত মচমচে কোন সুখের স্মৃতি নেচে উঠতো, তবে ভাল নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যেত!
কবিতায় ভাল লাগা + +
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনন্য কমপ্লিমেন্টে কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র
হুম মুড ভাল থাকলে দশে বার হলে হতেও পারত
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা অন্তহীন
৩৮| ০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতায় আমরা অনেক মনের কথা প্রকাশ করতে পারি যা প্রবন্ধেও সম্ভব নাহ ।
০২ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন। এই জন্যেই কবিতা তার অনন্য স্বকীয় মাত্রায় দাড়িয়ে স্ব-মহিমায়
অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা শুভকামনা রইল অন্তহীন
৩৯| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫২
জাহিদ অনিক বলেছেন:
যেন থেমে থেমে বেজে ওঠা জল নুপুর শুনতে পেলাম।
চমৎকার
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ
কবির মন্তব্য বলে কথা
নিক্কন বাজে অক্ষরে অক্ষরে
অনেক অনেক ধণ্যবাদ কবি
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১
কাইকর বলেছেন: সুন্দর কবিতা