নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্তব্ধ সকল ইন্দ্রিয়, বোধ, ভাবনা,
একটা ফোন রেকর্ডে জাতি অবসন্নতায়
বিবশ চেতনা খুঁজে ফেরে- কোথায় স্বাধীনতা?
নাগরিকেরা হারায় অধিকার
প্রকাশের, বলার, শোনার এমনকি মৃত্যুরও!
শামুক স্থিরতায় জীবন গুটিয়ে।
মাৎসানায় আঁধার নামে জনপদে
স্বৈরাচারী প্রশাসন, বিচার, আইন -
ক্ষমতার বলয়ে টিকে থাকাই চরম সত্য!
মিথ্যায় জর্জর কৃষ্ণাকাশ, ঈষানে ঘনঘটা
দলন, দমন, পীড়ন, গুম, হত্যা সীমাহীন
সীমা পেরিয়ে গেলে –ইশ্বরের ঘন্টা বাতাসে নড়ে ওঠে!
আব্বু, তুমি কান্না করতেছো যে!
কেঁপে ওঠে পুরো দেশ, আর্তনাদ ইথারে ছড়িয়ে পড়ে
বুলেটের শব্দছাপিয়ে প্রাণের গোঙ্গানীতে কেঁপে ওঠে মসনদ!
বিচার প্রলম্বিত-বিচার বঞ্চিত; কালো হাত
টুটি চেপে ধরে গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা;
পালিয়ে বেড়ায় সুবোধ, বিচারালয় কালো পট্টিতে চোখ বাঁধলে –
মুখ থুবড়ে পড়ে মানবতা, ন্যায়, স্বপ্ন
সাজানো নাটকে খসে খসে পরে রাষ্ট্রের স্তম্ভ-
বিপন্ন জীবন, বিপন্ন দেশ বাঁচাতে ছাড় তীব্র ডাক চিৎকার -
জাগো বাহে! কুনঠে সবাই???????
ছবি ঋণ: হামা ভাইর ফেবু পোষ্ট।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ বিজন’দা
শুভেচ্ছা অনেক অনেক
২| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৩
বিজন রয় বলেছেন: এত শব্দ!
এত দৃশ্য!
এত পথচলা!
+++
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের প্রয়োজনে
অনুভবে প্লাসে অন্তহীন কৃতজ্ঞতা
৩| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৮
অচেনা হৃদি বলেছেন: কবিতার নাম শুনে পুরো কবিতাটা পড়েছি ।
কবিতার ব্যপারে আমি একটু অজ্ঞ !
কবিতার থিমটা বুঝে উঠতে পারছি না । আর দুয়েকবার পড়লে হয়ত বুঝে যাবো ।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাম্প্রতিক কাউন্সিলরকে ক্রশফায়ারের নামে হত্যার পর যে অডিও ভাইরাল হয়েছে তা শুনেন নি?
জাষ্ট একবার শুনুন। তারপর পড়ুন। আপনি আশা করি এরচে ভাল আরেকটি যাতনার কাব্য লিখতে পারবেন।
দেশ, গণতন্ত্র, মানবাধিকার, স্বাভাবিক মৃত্যুর অধিকার,
বিচার বহির্ভূত হত্যাকান্ড, স্বেচ্চাচারীতা তথা চলমান সময়কে নিয়ে কাব্য।
অনেক অনেক শুভেচ্ছা
৪| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৯
মিরোরডডল বলেছেন: স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায় !!!
I wish one day all autocracy will stop but we don’t know when
তখন হয়ত আমরা থাকবো না
নাই বা থাকলাম
পরের প্রজন্ম যেন একটা স্বাধীন জীবন পায় এই প্রত্যাশা
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। এটাই মানব মনের চরম সত্য।
আমাদের পরের প্রজন্মের কাছে যেন লজ্জ্বায় মাথা হেট না হতে হয়- তেমনি কাজ করা উচিত সবার।
শেয়াল তত্বে হয়তো সাময়িক বেঁচে থাকা যায়
কিন্তু মহাকালে কলংকিতই হতে হয়! ইয়াজিদ, মীরজাফরদের মতো!
আপনার শুভকামনা পূর্ন হোক।
৫| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাধু, সাধু, সাধু, ।
কবিতা অসাধারণ।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান ভায়া
৬| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৮
অচেনা হৃদি বলেছেন: ওহ আচ্ছা, এখন বুঝেছি । কবিতার আকারে প্রতিবাদ- দারুণ !
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম। ৫৭ আর ৩২ এর দেশে সব নিশ্চুপ! স্পিকটি নট!
বললেই গুম, খুন নয় ক্রশ!
সেই অন্ধকারেও বিপন্ন আত্মার চিৎকার!
৭| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২১
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! ক্রসফায়ার নিয়ে ভাইরাল হওয়ার মোবাইল বার্তাটি নিয়ে চমৎকার কবিতা। ভাল লাগলো।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরো রাত ঘুমাতে পারিনি ভায়া!
কেমন অপ্রকাশ্য এক বোধ ঝিম ধরিয়ে রেখেছিল চেতনাকে!
এক গহন অন্ধকারে মুক্তির আলো খুঁজছে আমজনতা!!!!!
৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৩
আখেনাটেন বলেছেন: আব্বু, তুমি কান্না করতেছো যে!
কেঁপে ওঠে পুরো দেশ, আর্তনাদ ইথারে ছড়িয়ে পড়ে
বুলেটের শব্দছাপিয়ে প্রাণের গোঙ্গানীতে কেঁপে ওঠে মসনদ! -- উত্তরবঙ্গের কিছু জেলার দরিদ্র শ্রেণির হার দ্বিগুণ হয়েছে গতবারের চেয়ে। কিছু মানুষ নানা উপায়ে টাকার পাহাড় গড়ে তুলছে প্রশাসন ও সরকারের অাশির্বাদে। অসাম্য বাড়ছে ভয়াবহভাবে। এরপরও মাননীয়-মাননীয়ারা চিৎকার করে জানাচ্ছে দেশ সঠিক পথেই আছে। এসব ভেবে অবাক হই। আর কতকাল এ জাতিকে এইসব কুলাঙ্গারদের সেবাদাস হয়ে থাকতে হবে? যুগের পর যুগ চলছেই সার্কাস। আমাদের কি কখনই ঘুম ভাঙবে না?
অফটপিক: অথৈ'র কান্নাও মানবিকতার চূড়ামণি অনেক ব্লগারের কর্ণগুহরে প্রবেশ করে নি। অাফসোস। মানুষ হিসেবে আমাদের নিজেদেরকে নিয়ে আরো ভাবার দরকার।
ভালো লেগেছে লেখা।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন। সহমত।
অথৈর পোষ্টের জন্যই গত ২ সপ্তাহ পুরোটাই নিরব ছিলাম। কি আর করা! কুম্ভ কর্ণের ঘুম না ভাংলে !!!
৪ জনের আন্তরিকতা নিয়েই আপাত: সন্তুষ্ট! প্রধানমন্ত্রীর দফতের আেবদন করার প্রক্রিয়া চলেছ দেখি কতটুকু করা যায়!
অনেক অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা
৯| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ও ভাই বিদ্রোহী?
কবিতা পড়ে আমি তো ঝিমিয়ে গেলাম?
আমার ওষুধঃ
কারার ঐ লৌহকপাট,(অত্যাচারীর সকল বাঁধা)
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইয়াবা নেশায় আক্রান্ত জাতি আর জগরনি গান শোনে না!
তারা র্যাপাক্রান্ত!
তারা ফান, মাস্তি, ডিজেতে বিভোর!
তাদের কলার ভেতর ক্যপসুল ভরে দিতে হবে! তবেই যদি জাগে!
গুরু নজরুলে চরণ ধুলি কবে লাগবে মোর গায়!
সেদিন হয়তো আসবে অমন আগ্নিঝরা কাব্য!
ব্রিটিশেরও কিছু অনীতির নীতি ছিল! এখনযে তাও নেই ভায়া!
এক্ষন নজরুল এই কাব্য লিখলে - পরদিন নিউজ হতো- ক্রশফায়ারে মাদক ব্যবসায়ী নিহত!
তার হাতে বিদ্রোহী নামক এক অকবিতা পাওয়া গেছে! যাতে রাষ্ট্রদ্রোহের ইন্ধন ছিল!!!!!!!
অনেক অনেক ধন্যবাদ ভায়া
১০| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩০
লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
বড় বেদনার এ চমৎকারীত্ব! বড় কষ্টের এ লিখন!
কেটে যাক ঘোর অমানিষা! শত্রুও যেন না দেখে এমন দিন!
অনেক অনেক শুভেচ্ছা লাবণ্য ২
১১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫০
কাছের-মানুষ বলেছেন: এক অদ্ভুদ দেশে বাস করি আমরা। আমি বিশ্বাস করি বিনা বিচারে প্রান কেরে নেবার অধিকার কারো নেই,
সে যদি অপরাধীও হয়। দেশে আইন আধালত আছে কেন তাহলে!! মানুষ অপরাধী হবার জন্য রাস্টেরও দায় আছে।
কবিতা দারুন হয়েছে।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সহমত।
আইনরে যথাযথ প্রক্রিয়ায় যে কেউ শাস্তিযোগ্য হলে শাস্তি পাক! তাতে কারো কষ্ট নেই।
কিন্তু এ কি অনাচার! মেরে আবার বলে দু একটা ভুল হতেই পারে!!!!
একটা জীবন দূরে থাক একটা ন:শ্বিাস ফিরিয়ে দেবার ক্ষমতা নেই- অথচ কত দম্ভ! কত বড়াই!
প্রো-পিকে কি গুরুর ছায়া নাকি হা হা হা
অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
১২| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: মনটা খারাপ হয়ে গেল।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা অপরাধীরও নূন্যতম মৌলিক মানবাধিকার দেয়াতেই মনুষ্যত্ব। সভ্যতা। উন্নত দেশ বলুন আর প্রকৃত ধর্মে বলুন সবখানেই এর স্বীকৃতি রয়েছৈ।
অনাচার, অত্যাচার জুলুম, ক্রশফায়ার নিন্দনীয়।
বন্ধ হোক সকল অনাচার। স্বৈরাচারিতার অবসান হোক। গণতন্ত্র মুক্তিপাক।
১৩| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৪
সনেট কবি বলেছেন: নজরুল যেন ফিরে এলো। নূর হোসেনেরা জীবন দিলেও আমরা কাঙ্খিত গনতন্ত্র পাইনি। যে গণতন্ত্র পেয়েছি তা’ বড্ড একপেশে।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: গুরুর চরণ ধূলার যোগ্য হলেও জীভন স্বার্থক।
হুম।
সবই স্বার্থবাজরি চেতনা।
একাত্তর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে এই স্বার্থবাজী চেতনাবাজরাই দলান্ধতায় আটকে রেখেছে!
কি অবলীলায় একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে???
কি দারুন মিথ্যাচারে নিজেরা যে মুক্তিযুদ্ধে সক্রিয় ছিলনা- তাই ডাকতে বুঝি একজন ফ্রন্টিয়ার ফাইটারকে প্রশ্নবিদ্ধ করে!
কি দারুন স্বার্থপরতায় নিজেদের পাকি হেফাজতে যাপিত সূখের দিনের কলংক আড়াল করতেই বীরাঙ্গনাকে অপদস্থ করে!
ধিক তাদের! ধিক তাদের সো কল্ড চেতনা!
অনেক অনেক ধন্যবা সনেট কবি।
হয়ে যাক এক দু:সহ বেদনার সনেট তবে! নাকি বলেন?
১৪| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন খারাপ হয়ে গেলো !
কবি আপনাকে স্যালুট
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মন খারাপের সময়েইতো বসবাস!
নিত্য মুক্তির হাসফাস
ভয়, আতংক আর ত্রাস
কোথায় গণতন্ত্র, কোথায় স্বাধীনতা????
অনেক অনেক ধন্যবাদ ভায়া স্বপ্নবাজ সৌরভ।
অভিবাদন আপনার অনুভুতিশীল মন মননকে। আপনাকেতো বটেই।
১৫| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৯
ঢাবিয়ান বলেছেন: ৭১ এর হাতিয়ার
গর্জে উঠুক আরেকবার...
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: লিখুক কবি আরেকবার
এখন যৌবন যার
শ্রেষ্ঠ সময় তার যুদ্ধে যাবার!
স্বৈরাচার নিপাত যাক - গণতন্ত্র মুক্তিপাক।
১৬| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: আগেও একবার কমেন্ট করেছি, ঠিক তখনই নেট উদাও। কবির ভাবাবেগকে জানাই অন্তরের কুর্ণিশ !!!
নিরন্তরতা শুভেচ্ছা রইল।
০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন হলে সত্যি মন খারাপ হয়। কারণ প্রথম আবগেটা আর পরে চাইলেও আসেনা!
আপনার আন্তরিকতা ছুঁয়ে গেল। হ্যাটস অফ ব্রো
আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা
১৭| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে কি সব কিছু নষ্টদের অধিকারেই যাবে? অসাধারণ প্রকাশ। আমি সাধারণত আপনার কবিতায় মন্তব্য করি না। কারণ বেশীর ভাগ আমার মাথার উপর দিয়ে যায়...
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: এটা আমার দূূর্ভাগ্য বলতেই হয়! যে কবিতা মাথার উপ্রে দিয়ে যায়
আপনার মন্তব্য থেকে বঞ্চিত হই
না। নষ্টদের অধিকারে নিতে না দিলেই যাবেনা। শুধু চাই জাগরণ। আত্মায় স্বত্ত্বায়।
শুভেচ্ছা ভায়া
১৮| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালের হত্যাকান্ড দেশযকে এখানে এনেছে। আপনারা ১৯৭৫ সালের পরিবর্তনকে সমর্থন করেছিলেন।
০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পঁচাত্তর কি কারণে হয়েছিল সত্য বচনে তা বলার সাহস বা শক্তি কি আপনার আছে?
পঁচাত্তরের বেনিফিশিয়ারী আ্ওয়ামীলীগ নেতাদের নামগুলো মনে আছে না ভুলে গেছেন?
জাতির জনকরে লাশ সিড়িতে রেখে কারা ক্ষমতার শপথ গ্রহণ করেছিল?
তখনতো বিএনপির জন্মই হয়নি!
৭৫এর পর ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আমাদের পরিবার্ও ছিল। শুধূ অন্ধ আবেগে বা অন্ধ দলান্ধতায় না ভেবে
দৃষ্টিকে মুক্ত হরুন। মৃত্যুর পরও জীবন থাকে।মানুষের স্মৃতিতে। স্মরণে । সেখানে যাতে মানুষ দলান্ধ চামচা, না বলে একজন
ভালমানুষ বলে তারজন্যেই আমাদের চেষ্ট করা উচিত সত্যের সাথে থাকা নয় কি?
১৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ৮:৪৭
সুমন কর বলেছেন: দারুণ ! দারুণ !! কবিতার সাথে একাগ্রতা.....
০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা
শুভেচ্ছা অন্তহীন।
২০| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:১২
করুণাধারা বলেছেন: নাগরিকরা হারায় অধিকার
প্রকাশের, বলার, শোনার, এমনকি মৃত্যুরও
শামুক স্থিরতায় জীবন গুটিয়ে
শামুকের খোলেই জীবন গুটিয়ে কাটিয়ে দিলাম!!
চমৎকার লিখেছেন।
০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বাস্তবতাটুকু নজরে আসায় কৃতজ্ঞতা।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
২১| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: লা জবাব!!
০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রানীত হলাম কবি ।
অন্তহীন শুভেচ্ছা ও ধন্যবাদ
২২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৫
রসায়ন বলেছেন: আব্বু তুমি কান্না করছো যে
০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সারারাত ঘুমুতে পারিনি! কি এক অদ্ভুত শুণ্যতা ঘিরে ছিল!
রাষ্ট্রের অচলায়তনে নাগরিকের অসহায় সমপর্ণের শূন্যতা - - -
কেটে যাক ঘোর অমানিশা এই প্রার্থনা।
২৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০৩
প্রামানিক বলেছেন: আব্বুকে নিয়ে চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাউন্সিলর আকরাম সাহেবের মেয়ে ক্রশয়ায়ারের ঠিক পূর্বে এ কথাটা বলেই জানতে চেয়েছিল বাবার অবস্থা।
এর কয়েক সেকেন্ড পরেই লাইভ টেলিফোনেই মেয়ে শুনতে পারে তারা বাবার বুকে চালানো গুলির শব্দ!!
সে এক দু:সহ যাতনার ক্ষন!
সে যাতনাকেই তুলে ধরার সামান্য প্রচেষ্টা।
অনেক ধন্যবাদ কবি।
২৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ১:০১
রাফা বলেছেন: আবেগ নয় বাস্তবতার নিরিখেই বিচার বহির্ভুত কোন হত্যাকান্ড সমর্থন করিনা।
কিন্তু এর চাইতে কঠিন বাস্তবতা দেখতে হয়েছে ৫৬ হাজার বর্গমাইলের অশহায় মানুষকে।এখনও কোমায় আছে অধিকাংশ মানুষ।
০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই যে শুরু হলো- সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ আজো তাঁর শেষ হলোনা!
অথচ এমনতো কথা ছিল না!
এ কোমা ভাংগাবে কে? জাতি গত সুসংগঠিত হওয়া বা করা কোনটাই হয়ে ওঠেনি আজো!
২৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ১:১৭
শিখা রহমান বলেছেন: বিদ্রোহী দুর্দান্ত কবিতা!! যা বলার ছিলো সব আপনার কবিতা বলে দিয়েছে। ক্ষোভ, হতাশা, নিরুপায়তা, কষ্ট আর দিন বদলের ডাক সব মিলেমিলে আশ্চর্য শক্তিশালী এক কবিতা!!
কবিতাটার জন্য আপনাকে অভিনন্দন আর কৃতজ্ঞতা।
০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছুই যেন বলা হলোনা! ৫৭ থেকে ৩২ টুটি চেপে ধরা বিধানের খড়গ!
ভিন্নমতেরা আজ রিফিউজি! অথচ সোনার গণতন্ত্র হারায় উন্নয়নের খানা-খন্দে!
সুশীল সমাজ চুপ! জাতির বিবেক চুপ! মিডিয়া চুপ!
আমজনতা নিব্বাক!
গুম খুন ত্রাসে- দুব্বল বিরোধী দল
পালিয়ে বেড়ায় অজুহাতের আড়ালে
স্বাধীনতা গণতন্ত্র উদ্বাস্তু!
আপনার অনুপ্রেরণায় কৃতজ্ঞতা ।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
২৬| ০৬ ই জুন, ২০১৮ রাত ১:৪২
পিকো মাইন্ড বলেছেন: ভালো লিখেছেন।
০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পিকো মাইন্ড - - -
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
২৭| ০৬ ই জুন, ২০১৮ রাত ১:৫৩
অর্থনীতিবিদ বলেছেন: নিরপরাধীকে হত্যা করাটা সমর্থনযোগ্য নয়। এর প্রতিবাদ হওয়া উচিত অবশ্যই। সরকার হঠাৎ করে ক্রসফায়ারের সিদ্ধান্ত নিলো। অথচ যার বিরুদ্ধে ক্রসফায়ার সেই মাদক ব্যবসা করে সমাজের ক্ষমতাশালী ব্যক্তিবর্গরা। তাদেরকে ধরে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করলেই তো হতো। সরকার প্রধান চাইলে সব পারে। কিন্তু তাকে তো সবদিক রক্ষা করতে হয়। তাই সিদ্ধান্ত নিলো কিছু চুনোপুটি মেরে, জনগণকে দেখাবে যে, হ্যা সব ঠিক আছে। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। অন্যদিকে ক্ষমতাশালী গডফাদারদের বলে তোমরা আপাতত কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো। মাঝখানে বলী হলো কাউন্সিলর। এমন বলী আমরা সাধারণ জনগণ চাই না। আমরা চাই ক্ষমতাশালী গডফাদারদের বিচার হোক। ক্রসফায়ার নয়। তাদেরকে ধরে আদালতে নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হোক।
০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: লাইন টু লাইন সহমত।
নিজেদের অপরাধ ঢাকতে, তা থেকে বাঁচতে তারা একের পর এক আরো বড় অপরাধ করে যাচ্ছে!
রাজনৈতিক সুবচন, সুস্থতা, শালীণতাকে দুমরে মুচড়ে তারা নো ওয়ে অব রিটার্নে গিয়ে বসে আছে।
এখন সুস্থ সুন্দর সেইফ এক্সিটের পথো রুদ্ধ! ফলে বাড়ছে ভয়। বাড়ছে জুলুম!
আতংক ছড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধীর বহু পুরানো ফর্মুলায় হাটছে তারা!
কিন্তু শুধু সাহসের ছোট্ট কুইনাইনেই যে তারা উড়ে যাবে তারাও জানে
মরণ কামড় হিসেবেই তারা এক্সট্রিমিজমের টপে উঠৈ বসে আছে!
আমজনতা মুক্তি পাক। গণতন্ত্র মুক্তি পাক। আইন, শাসন, বিচার বিভাগ স্বাধী সার্বভৌম হয়ে কাজ করুক।
২৮| ০৬ ই জুন, ২০১৮ ভোর ৫:২৯
খনাই বলেছেন: এই ধরণের কবিতা আর বেশি ট্রাই করবেন না প্লিজ। ল্যাপটপের কি বোর্ড ভেঙে যাবার সম্ভাবনা আছে। তাতে ব্লগে আপনার কবিতা পড়া থেকে বঞ্চিত হবে সবাই।আমাদের গলার হার আমাদের সরকার | কৃতকর্মতো আল্লাহ সবার গলায় ঝুলিয়ে দিয়েছেন । এই হার আমাদের জাতির গলায় আরো অনেকদিনই ঝুলবে । নিস্তার নেই আমাদের কৃতকর্মের হাত থেকে। আব্বু আরো অনেক জনম কাঁদবে ......কাঁদতেই হবে মনে হয় ।
০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: যখনি আসে অন্ধকার
চাই আলোর চিৎকার
আমার তোমার আমজনতার
বেঁচে থাকার স্বাধীনতার চেতনার!
কি-বোর্ড ভাঙগে ভাঙ্গুক
ত্রিশ লাখে নাম যুক্ত হোক
এ তো অনন্ত নক্ষত্রবীথির নিত্যতা!
যতবার আসবে অনাচার স্বৈরাচার
যুগে যুগে কালে কালে দেশে দেশে
জেগেছ জনতা বারবার!
শুভেচ্ছা।
২৯| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষের লাইনটা সৈয়দ হককে মনে করিয়ে দিল।
০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই চিরায়ত আহবানকেই মুক্তির পথ হিসেবে জাগরণের আহবান হিসেবে স্মরন করেছি!
অনেক অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার
শুভেচ্ছা অন্তহীন
৩০| ০৬ ই জুন, ২০১৮ সকাল ৯:৫০
শামচুল হক বলেছেন: নুরালাদীনের সেই চিৎকার করার দিন এসে গেছে, "জাগে বাহে কুণ্ঠে সবাই"।
০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
কিন্তু বড়ই আঁধার সময়! নূরালদিনকে একাই চিৎকার করতে হয়!
জাগেনা কেউ! কুম্ভকর্ণ ঘূমে চেতন অচেতন! সন্ত্রস্ত, লোভী আমজনতা নিরাপদ দূরত্বে বসে দেখে -
-হোয়াট নেক্সট- যতক্ষন না নিজের গায়ে লাগে আঁচ!
বিচ্ছিন্নতায় ধ্বংস! ঐক্যেই মুক্তি! আমজনতা বুঝলো আর কই???
৩১| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: একটা অপরাধীরও নূন্যতম মৌলিক মানবাধিকার দেয়াতেই মনুষ্যত্ব। সভ্যতা। উন্নত দেশ বলুন আর প্রকৃত ধর্মে বলুন সবখানেই এর স্বীকৃতি রয়েছৈ।
অনাচার, অত্যাচার জুলুম, ক্রশফায়ার নিন্দনীয়।
বন্ধ হোক সকল অনাচার। স্বৈরাচারিতার অবসান হোক। গণতন্ত্র মুক্তিপাক।
ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের প্রতি উত্তর এত সুন্দর করে দেওয়ার জন্য।
০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রতিমন্তব্যে পুন:মন্তব্যে
শুভেচ্ছা
৩২| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৮
আবু ছােলহ বলেছেন:
অনন্য প্রতিবাদী কবিতায় অসাধারন শব্দকল্পের বিমুগ্ধ শৈল্পিক বুনন! কবিতা পড়লাম। বারবার পড়ার মত। বারবার বুঝার মত। বারবার হৃদয়াঙ্গম করার মত লিখনি।
অনেক শুভকামনা।
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মুগ্ধতার আন্তরিক প্রকাশ, অনুপ্রাণীত করল।
অনেক অনেক ধণ্যবাদ আর শুভকামনা
৩৩| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৩
জুন বলেছেন: প্রকৃত ঘটনার ভিডিও শুনেই গা শিউরে উঠেছিল ভৃগু। বাবা ও মেয়ের কথোপকথন আব্বু তুমি কান্না করতেছো কেনো যে প্রশ্নের জবাব পিতার কাছে ছিল না ! তারপর আপনার মনের ভেতর তীব্র আঘাত করা কবিতা পড়ে স্তব্ধই শুধু নয় অবিরল রক্তক্ষরন হচ্ছে । কোথায় আছি আমরা ? কোন সভ্য দেশে কি ! আমরা নাকি উন্নত দেশের কাতারে ! এসব আর্তনাদ কি তাদের কর্নকুহরে পৌছায় !! আল্লাহর আরশ কি কাঁপে !
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আসলেই থাকেনা বরং একদলা অসহায়, নিরুপায় অভিমান গলাটা বুজিয়ে দেয়!
পুরো জাতিরই গহনে রক্তক্ষরন চলছে!
দলান্ধরা ছাড়া, সুবিধাভোগীরা ছাড়া- সকলেই মর্মাহত।
এক আল্লাহর উপরই ভরসা এখন! তিনিই যদি এই অসহায় অবস্থা থৈকে জাতিকে উদ্ধার করেন।
অনেক অনেক দোয়া করেন জুনাপু!
৩৪| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২২
গরল বলেছেন: হাসিনাকে বলব শুধু একটা জিনিষ কল্পনা করতে.. ৭৫ এর ১৫ই আগষ্টে হাসিনা বঙ্গবন্ধুর সাথে ফোনে আলাপরত আর তখনই বঙ্গবন্ধুর উপর আক্রমণ হলো, উনি ফোনে সব শুনছেন, উনার তখন কেমন লাগত একটু যদি উনি ভেবে দেখত।
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ভেবে দেখেছি । খুবই খারাপ লাগত। এখন আমাদের সবার যেমন লাগছে।
কিন্তু এ কথায় কি প্রমাণ করতে চাইছেন?
আপনি বলতে চাইছেন- উনি সবাইকে হারিয়েছেন, তাই এমন দু চারজনের হারানোতে কষ্ট পেতে নেই?
আপনি কি বলতে চাইছেন- উনি হারিয়েছেন বলে ১৮ কোটিকেও উনি এই যাতনা অনুভব করাতে চান?
তুলনামুলক ব্যাথানুভবে কি ঘটনাকে জাষ্টিফাই করতে চান? ক্রশফায়ারকে বৈধতা দিতে চান?
আপনি আসলে কি বোঝাতে চান? বলবেন কি?
৩৫| ০৬ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৩
হাসান মাহবুব বলেছেন: আমরা যারা আব্বু তারা সবাই কান্না করতেছি রে মা!
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: শতভাগ সত্য!
আপনার শেয়ার থেকে শুনছিলাম! সারা রাত ঘুমহীন কেটেছে! এক অনির্বচনীয় শুন্যানুভবে ঘোর লেগেছিল!
সাইরেন, কথোপকথন, গুলির শব্দ, সাজানো গল্প, কান্না, সাইরেন, বিলাপ ওভারল্যাপ করে যাচ্ছিল!!!!!
কোন শত্রুরও যেন এমন দিন না আসে সেই প্রার্থনাই করি।
৩৬| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৬
গরল বলেছেন: আপনি আসলে উল্টটা বুঝেছেন, আমি হাসিনাকে বলছি একরামের মেয়ের কষ্টটা অনুভব করতে যে কিনা কানে শুনতে পাচ্ছে যে তার বাবা কাঁদছে, গোঙাঁচ্ছে এবং এখনি মরে যাবে কিন্তু কিছুই করার নাই। এটা হাসিনার কষ্টের চেয়েও অনেক বেশী কষ্টের এবং মেয়েটার যে মেন্টাল ট্রমা হয়ে যায় নাই সেটাই ভাগ্য বলতে হবে। যতদিন বেঁছে থাকবে ঘুমের মধ্যেও বাবার গোঙাঁনি শুনে শিউরে উঠবে, এটা ভাবতেও আমার গা শিউরে উঠছে।
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
না অনেক পোষ্টেই একই বিষয় শেয়ার করেছেনতো তাই!
আপনার ভুল ভাবনার জন্য ক্ষমাপ্রার্থী!
না হাসিনা যদি সেই লেভেলে চিন্তা করার শক্তি রাখত- উনার হাতে একজন মাহাথির হবার পূর্ণ সময় এবং সুযোগ ছিল!
যা কেবলই পরের ছিদ্রন্বেষনে ব্যায় করছেন। নিজেদের ব্যার্থতার দায় অন্যের কাঁধে চাপানো চাপাবাজি আর
মাদক, খুন, গুম, ধর্ষন, ব্যাংক লুট, ভারতের পদতলে এমন দেয়া যা ভারতও কল্পনা করতে পারে নাই~~~~
ব্যাস!
মেয়ের কথা কি বলব ভায়া- আমিইতো ঐদিন রাতে চোখ বন্ধই করতে পারিনি। করলেই সাইরেন, কথোপকথন, গুলির শব্দ, সাজানো গল্প, কান্না, সাইরেন, বিলাপ ওভারল্যাপ করে যাচ্ছিল!!!!
ধন্যবাদ ক্লীয়ার করায়। অনেক অণেক শুভৈচ্ছা । ভাল থাকুন।
৩৭| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬
রাকু হাসান বলেছেন: সমসাময়িক বিষয়নিয়ে খুব ভাল একটা কবিতা পড়লাম,
০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ রাকু হাসান
শুভেচ্ছা রইল।
৩৮| ০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভালো লিখেছেন ভৃগু ভাই! কবিতায় প্লাস।
০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট
অন্তহীন শুভেচ্ছা রইল
৩৯| ০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৩০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"চাঁদগাজী বলেছেন:১৯৭৫ সালের হত্যাকান্ড দেশকে এখানে এনেছে। আপনারা ১৯৭৫ সালের পরিবর্তনকে সমর্থন করেছিলেন।"
-- আমি শিওর চাঁদগাজী ভাই ফাঁপড়ের উপর চলে! আর ১৯৭৫ এর ঘটনা উনার কাছে পরিষ্কার নয়!!!
@"লেখক বলেছেন: পঁচাত্তরের বেনিফিশিয়ারী আ্ওয়ামীলীগ নেতাদের নামগুলো মনে আছে না ভুলে গেছেন?
জাতির জনকরে লাশ সিড়িতে রেখে কারা ক্ষমতার শপথ গ্রহণ করেছিল?"
--এইতো আসল পয়েন্ট!!
বিদ্রোহী ভাই?
আপনার রাজনৈতিক মতাদর্শ কী??
আপনার সাথে একদিন আড্ডা দিতে হবে!!
০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সে কথা আর বলতে ভায়া!
ফাপড়ের উপ্রে সেইরাম ফাপড় পড়লে সাইড লাইনে
ডিমওয়ালার কাছৈ জানতে চান ভাই তোমার মাথায় কি?
ওয়েলকাম! এনি টাইম! চলে আসুন - - -
৪০| ০৬ ই জুন, ২০১৮ রাত ১০:২২
নীলপরি বলেছেন: দ্রোহের কবিতা মনকে নাড়া দিল । +++++
০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বড় যাতনার এ নাড়া! একজন স্বামী, একজন পিতাকে হারানো তাদের পুরো দুনিয়া শূণ্য অন্ধকার হয়ে যায়!
যা অপূরনীয়!
আল্লাহ তাদের শৌক কে সইবার শক্তি দিন। আর দুনিয়াতেই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন।
৪১| ০৬ ই জুন, ২০১৮ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক অবস্থা।
০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা প্রকৃত ভুক্তভুগী তাদের হাল কল্পনা করুন তবে!!!
অনেক ধন্যবাদ কবি অনুভবে
৪২| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: সীমা পেরিয়ে গেলে- ঈশ্বরের ঘন্টা বাতাসে নড়ে ওঠে - সবাই কি শুধু ঈশ্বরের ঘন্টা নড়ে ওঠার জন্যই বসে বসে অপেক্ষা করবে? ঈশ্বর তো বলেছেনই, সৎ কাজকে উৎসাহিত করতে এবং অন্যায় কাজকে প্রতিরোধ করতে। সবচেয়ে দুর্বল ঈমানের লোকেরা তা প্রতিরোধ না করে পরিহার করে যাবে। আমরা তো সেই সবচেয়ে দুর্বল ঈমানের লোকদেরও মত হতে পারছি না।
প্রতিটি প্রাণের মূল্য রয়েছে বলেই ন্যায়দন্ডের মাধ্যমে প্রাণ সংহারের পূর্বে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ রয়েছে। জল্লাদ কেবল বিচারকের হুকুমেই প্রাণ সংহার করবে, অন্য কারো নয়।
০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন প্রিয় সিনিয়র
হুম দর্বলের থেকেও দুর্বলওনা হয়ে বদলে আমরা মনে হয় অপরাধীর আনুকূল্যের মূখাপেক্ষি হয়ে যাচ্ছি!
ক্লিব বিরোধীদল আর হিংস্র, প্রতিহিংসাপরায়ন স্বৈরাচারির মাঝে আমজনতা পিষ্ট নিত্যতায়!
না ধর্মের বোধ জাগরিত করে না দেশপ্রেম! এ এক অদ্ভূত শুন্য চেতনায় যেন জাতীয় স্বত্ত্বা বিকশিত হচ্ছে!
আত্ম বিশ্বাস, আত্মমর্যাদাহীন চেতনায় সার্ভাবাইল দোহাই দিয়ে নীতিহীনতা, ভ্রষ্টাচার, মিথ্যা, ঘুষ, দুর্ণীতিকে
যার যার মতো সংজ্ঞায়িত করে তাতে মিশে যাচ্ছে!
মিডিয়াগুলো কেবলই বানিজ্যের বেসাতি! বিজ্ঞাপন বেসাতির মাধ্যম!
সুবোধ যখন পালিয়ে যায় বা পালাতে বাধ্য করা হয়, তখন বিচারালয় আস্থা হারায়। আর যখন শাসকও বোঝে মানুষের আস্থাহীনতার বাস্তবতা- তখনই আসে আইনের যথেচ্ছ অপব্যবহারের সর্বোচ্চ স্বেচ্ছাচারী মাধ্যম -কথিত বন্ধুক যুদ্ধ!
আতংকের মাধ্যমে শাসক তার ভীত মজবুত করতে চায়!
এখন প্রয়োজন সাহসের!
বুকের ছাতি ছাপ্পান্ন হাজার বর্গমাইল করার!
চোখ চোখ রেখে বলার- এনাফ ইজ এনাফ।
৪৩| ০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৮
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
অনেক ঋদ্ধ ব্লগারের মন্তব্য পড়ে মনে হলো মূল কথাটি বলা উচিৎ যা আমরা জেনে-বুঝেও বলিনা , এড়িয়ে যাই কিছু না কিছু একটা অজুহাত তুলে । সব অনাচারের-অবিচারের জন্যে দায়ী ঈশ্বর নয় ; স্বয়ং আমরাই ।
প্রতিবারই সীলছাপ্পা মেরে আমারই এক একটা ফ্রাংকেষ্টাইনের জন্ম দিয়ে থাকি , দিয়ে থাকি আমাদের উপর শোষন-জুলুম করার একমাত্র লীজ সার্টিফিকেটখানা । যেটা দেখিয়েই তারা এমন সব কিছু করে যায় যাতে আমাদের সবার মনের ভেতরেই কান্না গুমরে গুমরে ওঠে ।
ঐ নিষ্পাপ মেয়েটি জানেনা, তার বাবার কান্না ; তার বাবার হাতেই তৈরী করা একটি নষ্ট সিষ্টেমের ফল ।
১০ ই জুন, ২০১৮ সকাল ১০:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জি এস!
গূঢ় সত্যটাই তুলে ধরেছেন মন্তব্যে- সব অনাচারের-অবিচারের জন্যে দায়ী ঈশ্বর নয় ; স্বয়ং আমরাই ।
তা সকল ক্ষেত্রেই ব্যাক্তিক, পারাবরিক, সামাজিক, রাস্ট্রীয় বা আত্মিক! কোরআনে স্পষ্ট করেই এই সত্যটা বলে দেয়া আছে_
তোমাদের যা কিছু মন্দ ভোগ তোমাদের অর্জন। আল্লাহতো তোমাদের জন্য কল্যানই চান।
বদলে যাক আমাদের মানসিকতা। আমরা নিজের, সন্তানের, সমাজের, আত্মার ভাল জন্য সুন্দর সঠিক পথটি বেছে নেই।
সাময়িয়ক লাভ বা লোভে যেন আত্মবিস্মৃত না হই।
৪৪| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: কষ্ট লাগে
১১ ই জুন, ২০১৮ রাত ১০:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন!
প্রতিকারের পথ গুলো একে একে কপাট লেগে যাচ্ছে !
ক্রমাগত অাঁধার অশনি ঘিরে ধরছে
মুক্তির পথ কই???
৪৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:২১
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: গণতন্ত্র সে তো এখন যাদুঘরে রেখে দেয়ার বস্তু।
১১ ই জুন, ২০১৮ রাত ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাও মনে হয় দুর্লভ হয়ে যাবে ক দিন পর!
দেশ জাতি মুক্তি পাক - আর কোন সন্তানকে যেন বলতে না হয়- আব্বা তুমি কান্না করতেছো যে!!!!????
৪৬| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:২৩
আবু ছােলহ বলেছেন:
ঠিক এই মুহূর্তে আপনার নিকটি প্রথম পেইজের সিরিয়াল ১ এ রয়েছে। এটা দেখতে ভাল লাগে। এর মানে, এই মুহূর্তে ইউ আর দ্য মোস্ট সিনিয়র পারসোন অব সামু।
অনেক শুভকামনা।
১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনি অনেক সূক্ষ দৃষ্টিতে বিষয়টি খেয়াল করে আমায় অবহিত করায় কৃতজ্ঞতা!
সময়ের ঘাড়ে চরে বয়ে আসা সাফল্য -
যখন প্রথম নিক খুলি মনে হয়- আহা কবে উপরে যাব! নিকটি কবে উপরে যাবে!!
তখনতো বুঝিনি বুড়ো হলেই উপরে নাম যায় হা হা হা
আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ আর শুভেচ্ছা
হয়তো একদিন আপনিও মোষ্ট সিনিয়র হবেন। নতুন কেউ আপনাকে অভিনন্দিত করবে
মহাকালের এ চক্র নিত্য
আবর্তিত অবিরাম অবিরত
ভাল থাকুন।
৪৭| ১৪ ই জুন, ২০১৮ রাত ১০:৫০
বৃষ্টি বিন্দু বলেছেন: প্রথমেই জানতে চাইবো "মাৎসানায়" অর্থ কি?
আমি নতুন হিসেবে এখানে এক বিদ্রোহী কবি দেখলাম।
অনেক ভালো লাগা রেখে গেলাম সাথে এত্তোগুলা প্লাস+++++++++++++++++++++++++++++++
২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাষ্টারনি
আপনাকে স্বাগতম
মাৎসানায় হল এক অন্ধকার দু:সময়কালকে বলে। যখন আইন, শাসন, বিচার সকল কিছু স্বেচ্ছাচারে পর্যবসিত হয়।
৭ম – ৮ম শতকে গুপ্ত বংশের পতনের পর বাংলায় এক অরাকজ অবস্থার উদ্ভব হয় । সে সময়ে কোন শক্তিশালী কেন্দ্রীয় শাসন না থাকায় বাংলার বিভিন্ন অঞ্চলে অনেকগুলো স্থানীয় শাসনকর্তার উদ্ভব হয় এবং তারা তাদের ইচ্ছেমত স্বেচ্ছাচারী শাসন করতে থাকে । এই নেতৃত্বহীন অন্ধকার অরাজক সময়টাকে ইতিহাসে ‘মাৎসান্যায়’ বলে অভিহিত করা হয়েছে ।
দ্রোহ আর হল কই! ৫৭, ৩২ গুম খূন ত্রাসের আতংক
টুটি চেপে ধরে স্বাধীন মতপ্রকাশের
অব্যক্ত যাতনারা তড়পায়
স্বাধীনতা গণতন্ত্র ছটফট করে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে!
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা
ঈদের শুভেচ্ছা
মাৎসানায় অর্থ:
মৎস্য রাজ্যে বড় মাছ ছোটমাছকে গিলে খায়, এটিই নিয়ম - এবং এটি মনুষ্যসমাজেও অনেকসময় দেখা যায় এই নিয়মটিকেই মাৎস্যন্যায় বলা হয় । চাণক্য কৌটিল্যের তত্ত্বে এর উল্লেখ রয়েছে ।
সৌজন্যে- সেজুতি_শিপু
৪৮| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:১৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জাগো বাহে....................
২৪ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
জাগো বাহে
সময়ের প্রয়োজনে - - -
না জাগলি , ইতিহাস ক্ষমা করবেনা নে!!!
৪৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ৮:৪০
সেজুতি_শিপু বলেছেন: চমৎকার ! সময়োপযোগী , মানবিক কবিতা ।
কবিরাই সময় এবং সমাজের বিবেক ।
ধন্যবাদ আপনাকে ।
মৎস্য রাজ্যে বড় মাছ ছোটমাছকে গিলে খায়, এটিই নিয়ম - এবং এটি মনুষ্যসমাজেও অনেকসময় দেখা যায় এই নিয়মটিকেই মাৎস্যন্যায় বলা হয় । চাণক্য কৌটিল্যের তত্ত্বে এর উল্লেখ রয়েছে ।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেজুটি শিপু
কৃতজ্ঞতা মাৎসানায়ের মূল বিষয়টা মনে করিয়ে দেয়ায়
কবিদের দায় আত্মার কাছে, মহাকালের কাছে তাই হয়তো তারা অন্যদের চেয়ে একটু ভিন্ন!
আপনার বাড়ী ঘুরে এলাম
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:০২
বিজন রয় বলেছেন: সাবাস!!