নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অথৈ আজ থৈ হারিয়ে মৃত্যুর পাঞ্জায়- ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু অথৈ বাঁচতে চায়!

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২১

বাসা থেকে নামার পর একটুকু খোলা জায়গা। সেখানেই একদল কিশোর তরুনের হৈচৈ। কখনো ক্রিকেট, কখনো ফুটবল। মেতে থাকা শিশুদের উচ্ছাস মুগ্ধ করতো। তাদেরই দলের একজন অথৈ। মোঃ রেদুয়ান চৌধুরী অথৈ। আমাদের পাশের ফ্লাটেই থাকে। চঞ্চল একটা ছেলে। বয়স ১২। পড়ে ক্লাশ এইটে।

হঠাৎ বেশ কিছুদিন তাকে দেখিনি। অসুস্থতা। জ্বর নাকি প্রায়ই হতো। কর্মব্যস্ততায় আর খোঁজ নেয়া হয়নি। প্রায় বছর হতে চলল। সেদিন তার মা এসে কান্নায় ভেঙ্গে পড়ল। শুনে অব্দি আমিও ঠায় স্তব্দ হয়ে গেলাম। দীর্ঘদিন জ্বর আসে রাতে রাতে। ডাক্তারের ঔষধেও আর জ্বর নামছে না। রক্ত পরীক্ষায় স্থানীয় ডাক্তার যেতে বলে বড় হাসপাতালে। ঢাকায় এপোলোতে আবু জাফর সালেহ সাহেবকে দেখানোর পর উনি ব্লাড পাঠিয়ে দেন দিল্লি। ফলাফল ধরা পড়ে ব্লাড ক্যান্সার!

শুরু হয় জীবন মরণের দৌড়ঝাপ। কলকাতা সরোজ গুপ্তা ক্যান্সার হাসপাতাল এনড রিসার্চ ইনস্টিটিউট এ ড: আর এন ঘোষ, ড: পিপি গুপ্তা, অন্থ্রোপলজির ডা: সোমা। ২০০১৭ এর ২৩ ফেব্রুয়ারী ভর্তি হয়। হাই-ডোজ কেমো দেয়ার কাগজ পত্রে সাইন করতে গিয়ে কেঁদে ফেলে মা-বোন। বাবা দেশের যা কিছু সঞ্চয় সম্বল বিক্রি করে, ধার দেনা করে পাঠায় সন্তানের নামে। তাঁকে বাঁচাতে হবে।


হাইরিস্ক ৬ টা কেমো দেয়া হয়। এরপর পায়ে ১৬টি ইন্জেকশন। এরপর হাইডোজ কেমো আবার। এর মাঝে আসে ঈদ। কিসের খুশি কিসের আনন্দ। ছেলের মাথার চুল খসে পড়ে। ঠোসের চামড়া তো নয় যেন আস্ত ঠোট খসে পড়ে। আল্লাহর অশেষ রহমত টিকে যায় প্রথম ধাক্কায়। চলতে থাকে নিয়মিত কেমো আর ইন্জেকশন। প্রায় ৮ মাস চিকিৎসার পর আবার নেয়া হয় বোনমেরো রিপোর্ট। এবার বেশ উন্নতির দিকে।


দেশে ফিরে আসে এক মৃতবৎ সন্তান নিয়ে। আশার আলো সাথে লয়ে। কিন্তু লাগবে নিয়মিত চিকিৎসা। প্রতিমাসে কেমো আর ইন্জেকশন। ৪ মাস পরপর নিয়ে গিয়ে দেখিয়ে আনতে হবে কলকাতায়। এভাবে চালাতে হবে আরো ৪ বছর।

ক্লাশ এইটের রিজাল্ট শিট

আঁচলে চোখের জল মুছতে মুছতে মা জানাল ১০ মাসের চিকিৎসায় এ পর্যন্ত ব্যায় হয়েছে ২৫ লাখ টাকার উপরে। যার একটা অংশ ৭০ হাজারের মতো- এসেছে বড় বোনের ইউনি থেকে। অথৈ যে স্কুলে পড়ে সেখান থেকে ওঠে মাত্র ৬০ হাজার। আমেরিকা প্রবাসী বোনের দেবর দিয়েছে ৫০ হাজার। নিজেদের যা কিছু সঞ্চয়, সম্বল সবই বিক্রি করে দিয়ে, বাবার ব্যবসা স্থলে, আত্মীয়-স্বজন সবার কাছ থেকে ধার দেনায় ডুবন্ত আজ।

এখনো প্রতি কেমোতে লাগবে ৫০ হাজারের মতো, মাসে একটা কেমো, বছরে ১২টি আর প্রতি ৪ মাস পরপর কলকাতা নিয়ে রিপোর্ট টেষ্ট করাতে হবে যার আনুমানিক নূন্যতম ব্যায় ৪০-৫০ হাজার টাকা। এভাবেই কাটাতে হবে ৪ বছর। আজ নিরুপায় পিতা- মাতা তাই সকলের দোয়া এবং সাহায্য প্রত্যাশী।

চিকিৎসার কাগজপত্র :
ফাইল প্রায় ৩ টি বিশাল বিশাল! অল্প কিছু আপ করা হল:



সমাজের বিত্তবান, সহৃদয়, ব্যাক্তিবর্গের সহৃদয়তার মূখাপেক্ষি আজ শিশু অথৈর জীবন। আবার সুস্থ ভাবে হাসার, খেলার, বেঁচে থাকার আশ্বাস যোগাতে পারে সকলের সহৃদয় সহায়তা।

সাহায্য পাঠাবার ঠিকানা:
মোঃ আদনানুর রহমান চৌধুরী বুলবুল (বাবা)
MD. ADNANUR RAHMAN CHOWDORY BULBUL
এসবি নং- 173151126645
ডাচবাংলা ব্যাংক লিমিটেড
ভৈরব বাজার শাখা, কিশোরগঞ্জ।
বিকাশ নাম্বার পার্সোনাল -০১৯১৯৬৭৯৬৭৮
ঢাকা বিকাশ নং পার্সোনাল -০১৭৪৫৪২৩৬৬৩

এবং আমাদের ব্লগ কমিউনিটির কন্ট্রিবিউশনটা জানার জন্য এবং হিসাব রাখার জন্য সম্মানীত ব্লগার করুনাধারা
ব্লগেই কমেন্টে তার উল্লেখে বিব্রত বোধ করায় নতুন প্রস্তাব হল - যে মাধ্যমেই টাকা পাঠান, শেষে একটু বাড়তি কাজ করুন- ঢাকার বিকাশ নাম্বারে মেসেজ দিয়ে টাকার amount এবং আপনার আইডি বা সামুব্লগার কথাটা জানিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে সামু থেকে যারা টাকা দিতে চান তাদের সকলকেই সেই একই গ্রামীন নাম্বারে মেসেজ দিতে হবে, যাতে এমাউন্ট নির্ণয় করা যায়। এছাড়া যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তারাও কেবলমাত্র এই নাম্বারেই ম্যাসেজ দিয়ে জানাবেন যে সামু থেকে এত টাকা পাঠানো হয়েছে। আশা করি সকলেই সহযোগীতা করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করার কথাও কেউ কেউ বলেছেন। কারো ভাল জানাশোনা থাকলে জানাতে পারেন।
অথবা কোন কর্পোরেট হাউজে বা সংস্থার পক্ষ থেকে যদি কেউ সাহায্য করতে বা ব্যবস্থা করাতে পারেন-
জানাতে পারেন। সমস্ত কাগজপত্র সহ অথৈর বাবা-মার পক্ষ থেকে যোগাযোগ করা হবে।
কিংবা আরো কোন পরামর্শ থাকলেও জানাতে পারেন।

সকলের হৃদ্যতায় বেঁচে থাকুক অথৈ। বেঁচে থাকুক মানবতা।

মন্তব্য ৬৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমরা চেষ্টা করবো

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চাঁদগাজী ভায়া :)

কৃতজ্ঞতা চেষ্টা করার অন্তরিকতায়

সেরে উঠুক অথৈ এই কামনা।

২| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

জোকস বলেছেন: সুস্বাস্থ্য কামনা করি।
দোয়া রইলো।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

দোয়ার জন্য কৃতজ্ঞতা।

৩| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

অন্তরন্তর বলেছেন: ইনশাল্লাহ চেষ্টা করব। সেরে উঠুক কামনা করি। পোস্টটি সটিকি করার জন্য সামুকে অনুরোধ জানাচ্ছি।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আন্তরিক কামনায়

সকলের দোয়া আর সহায়তায় সেরে উঠুক অথৈ

৪| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

জোকস বলেছেন: অনেক দিন কোন পোস্ট স্টিকি করা হয়নি। এই পোস্টটি কিছুদেনের জন্য স্টিকি করে রাখলে কেমন হয় মডুদের বিবেচনায় রইল।





স্টিকি স্টিকি স্টিকি স্টিকি স্টিকি স্টিকি স্টিকি

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানবিক বিবেচনায় যদি করেন তো অনেক উপকার হবে অথৈর।

অনেক অনেক ধণ্যবাদ নজরে আনার আহবানে

৫| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: দরিদ্র মানুষের আল্লাহ কঠিন অসুখ দেন।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কখন যে কার কি হয় বলা মুশকিল!

দোয়া করবেন। সবাইকে যেন আল্লাহ হেফাজত করেন কঠিন অসুখ থেকে

৬| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন: আল্লাহ তাকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আর আমাদেরকে তার পাশে দাঁড়ানোর জন্য মনোপ্রেরণা জোগান, আমীন।

আশাকরি, প্রত্যেক ব্লগার সামান্য কপ্রে হলেও এ পুণ্যাকাজে শরিক থাকবেন।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন।

সেই আশাতেই এখন অথৈর পিতা-মাতা আকুল হয়ে খরকুটো আঁকড়ে ধরছেন।
আমি তাদের আকুল আবেদন সকলের সামনে উপস্থাপন করলাম।
দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ তত্ত্বে সবা্ই মিলে এগিয়ে আসলে হয়তো খানিকটা উপকার হবে।

৭| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:০৮

পবন সরকার বলেছেন: তার সুস্থ্য জীবন কামনা করি।

২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কামনা পূর্ন হোক।

অনেক অনেক ধন্যবাদ

৮| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

করুণাধারা বলেছেন: বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে, প্রার্থনা করি আল্লাহ শিগগিরই তাকে সুস্থ করে দিন।

এজন্য ওকে কিছু সহযোগিতা করার ইচ্ছা আছে। আপনি কি বলছেন, বিকাশে টাকা পাঠালে সেকথা আবার ব্লগে এসে বলতে হবে?ব্যাপারটা কিছুটা অস্বস্তিকর। এছাড়া অন্য কোন উপায় নেই, হিসাব রাখার জন্য?

২৪ শে মে, ২০১৮ রাত ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ করুনাধারা!

বিষয়টি লিখার সময় আমিও ভেবেছি বিব্রত হবার একটা বিষয় বটে।
অথবা বিকাশ করে কি একটা মেসেজ করা যায় ঢাকার নাম্বারে। শুধু আইডি আর টাকার পরিমান!
অথবা শুধু সামু আর টাকার পরিমান!

আপনার বিচক্ষন মতামতের অপেক্ষায় রইলাম।

৯| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন: দোয়া করি, এর বেশি কিছু করার সামর্থ্য আমার নেই।
আল্লাহ ওকে ভালো করে দিক।

২৪ শে মে, ২০১৮ রাত ১০:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দোয়াও একটা বিশাল দান।
দাওয়াও দান।

অনেক অনেক ধন্যবাদ প্রান্তর পাতা।

১০| ২৫ শে মে, ২০১৮ রাত ১২:৪৫

অর্ক বলেছেন: অথৈ’র জন্যে অথৈ শুভকামনা। জানি, শুভকামনা একটা শুভেচ্ছা মাত্র! এর বেশি আর কিছুই নেই দেবার সম্ভবত!

"
অথৈ সমুদ্র নয়
এ একটি শিশু প্রাণ,
নিরবধি বয়ে চলা দীর্ঘ নদী নয়
একটি ছোট্ট মানবতার গান
কবি’র মতো তুমি কি গাইবে না মানুষ!
"

শুভেচ্ছা ভরপুর শ্রদ্ধেয় ভৃগু ভাই।

২৫ শে মে, ২০১৮ সকাল ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অথৈ শুভকামনাতেই থাকুক অথৈ
সকলের ভালোবাসায় পাক খুঁজে থৈ

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি

১১| ২৫ শে মে, ২০১৮ সকাল ৯:০৩

করুণাধারা বলেছেন: এটা ভাল আইডিয়া। ঢাকার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে, সেই নাম্বারে মেসেজ দিয়ে টাকার amount এবং সামুব্লগার কথাটা জানিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে সামু থেকে যারা টাকা দিতে চান তাদের সকলকেই সেই একই গ্রামীন নাম্বারে মেসেজ দিতে হবে, যাতে এমাউন্ট নির্ণয় করা যায়। এছাড়া যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তারাও কেবলমাত্র এই নাম্বারেই ম্যাসেজ দিয়ে জানাবেন যে সামু থেকে এত টাকা পাঠানো হয়েছে। আমার মনে হয় এই পদ্ধতিটা ভালো হবে।

আজ পারবনা, ইনশাল্লাহ আগামীকাল টাকা পাঠিয়ে দিব এবং সাথে সাথে মেসেজ দিয়ে জানাবো। প্রার্থনা করি, আপনি যে ভালো কাজটি করতে যাচ্ছেন, আপনার অভিপ্রায় পূর্ণ হোক, এবং অথৈ সুস্থ হয়ে উঠুক।

২৫ শে মে, ২০১৮ সকাল ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ করুনাধারা!

আপনার পছন্দ হওয়ায় আইডিয়টা পোষ্টে আপডেট করে দিয়েছি!
আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার উছিলায় শিশুটির এবং তার পরিবারে স্বস্তি ফিলে আসুক।
কৃতজ্ঞতা অনেক অনেক

১২| ২৫ শে মে, ২০১৮ সকাল ১০:০১

সামু পাগলা০০৭ বলেছেন: উফফ! ভাবতেই পারছিনা। এমন তাজা প্রাণ এত কষ্ট সহ্য করে যাচ্ছে! তার পুরো পরিবার এখন যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তার প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। আল্লাহ! কেমন পরীক্ষা যে নিচ্ছেন! আমি দোয়া করি যেন জলদিই তাদের এই কঠিন সময়টা পার হয়ে যায়।

সখা, অনেক ভালো একটা কাজ করেছেন ব্লগে জানিয়ে, তাদের দিকে সাহায্যের অনেকগুলো হাত বাড়িয়ে দিয়ে।

এই পোষ্টটিকে স্টিকি করার আবেদন জানাচ্ছি ব্লগ কর্তৃপক্ষের কাছে। আবারো বলছি, এই পোষ্টটিকে স্টিকি করার আবেদন জানাচ্ছি ব্লগ কর্তৃপক্ষের কাছে। আশা করি এই পোষ্টটির গুরুত্ব এবং পরিবারটির প্রয়োজনীয়তা আপনাদের চোখ এড়াবে না।

২৫ শে মে, ২০১৮ দুপুর ২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই তাই ! ভাবলে কষ্টের পারাপার নেই।
সখীর দোয়া আল্লাহ কবুর করুন।

এ বুঝি জনম জনমের দায় আত্মার সত্বার- সামান্য প্রচেষ্টা টুকু না করলে যে নিজেকে খূব ছোট মনে হয়।

কর্তুপক্ষের শুভ দৃষ্টির প্রত্যাশায়

না ধন্যবাদ দেবোনা ! এওতো সখির দায়িত্ব - সব কাজে অনুপ্রেরণা হয়ে পাশে থাকা :) কৃতজ্ঞতা অন্তহীন।

১৩| ২৬ শে মে, ২০১৮ রাত ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অথৈয়কে আল্লাহ এই কঠিন রোগ থেকে মুক্তি দিন।
সাহায্যও করবো সামর্থ অনুয়াযী।
পোস্টটি স্টিকি হউক।
আপনাকেও ধন্যবাদ এমন একটি মানবিক আবেদন চোখে আনার জন্য।

২৬ শে মে, ২০১৮ সকাল ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন

ষ্টিকি আবেদনের জন্য কৃতজ্ঞতা। কিন্তু কর্তৃপক্ষের চোখেই পড়ছেনা মনে হয়!
দেখা যাক!

আপনার শুভকামনায় মুক্ত হোক অথৈ আরোগ্র লাভ করুক এই কঠিন রোগ থৈকে।

শুভেচ্ছা শুভকামনা আপনার জন্যেও

১৪| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম দাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আজ দুপুরে তাঁর দান বিকাশের মাধ্যমে পেয়েছে অথৈ পরিবার!
খুশিতে চোখের জলে উনার জন্য অশেষ দোয়া আর শুভকামনা জানিয়েছেন।

হ্যাটস অফ অভিবাদন টু ডোনার :)

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পবিত্র রমজান মাসে সকলে খাস দিলে দোয়া করবেন। আর যার যা মনে চায়, পরিমানের দিকে না তাকিয়ে তাই পাঠীয়ে দিন অথৈর নামে। ছোট ছোট কনা কনা জলেই সিন্ধু হয়!

১৫| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

অন্তরন্তর বলেছেন: Account এ টাকা পাঠালে উনার শুধু MD. ADNANUR RAHMAN CHOWDHURY হবে নাকি পুরোটাই দিতে হবে জানাবেন দয়া করে।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ অন্তর অন্তর অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ

নামটা মোস্টলি এমনই হবার কথা। সাথে বুলবুল যোগ হবে। আমি ফোন করেছি। ব্যাংকে হুবহু যেভাবে আছে তার ছবি তুলে মেসেজ করতে বলেছি । আসামাত্রই আপনাকে অবহিত করছি। আর অনুেরাধ: থাকল ব্যাংকে পাঠানোর পর ঢাকা বিকাশ নং -এ শুধু এমাউন্ট আর ফ্রম সামু/আইিডটা দয়া করে উল্লেখ করে একটা ম্যাসেজ পাঠাবেন।
আমাদের সামু পরিবারের কন্ট্রিবিউশনটা যথাযথ জানার জণ্য। আশা করি মনে কষ্ট নেবেন না।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: @অন্তর অন্তর

MD. ADNANUR RAHMAN CHOWDORY BULBUL

এনআইডিতে বানান ভুল করে এমন হওয়ায় এভাবেই লিখতে হয়।

১৬| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৬

আখেনাটেন বলেছেন: অথৈর জন্য শুভকামনা। পাশে অাছি।

পোস্টটি স্টিকি করার অাবেদন করছি।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আখেনাটেন :)

কৃতজ্ঞতা

কর্তৃপক্ষের সৃদৃষ্টি কামনা করছি।

১৭| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

করুণাধারা বলেছেন: আমার একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আবার ফিরে এলাম। কয়েক বছর আগে আমিও একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের চিকিৎসার জন্য টাকা সংগ্রহের কাজ শুরু করি। সেই ছেলেটি এমন যে তার বন্ধুদের বলতেও পারে নি যে টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ আছে। হাসপাতালে তার মায়ের আকুল কান্না দেখে আমি প্রথম ব্যাপারটা জানতে পারি, তারপর তার বন্ধুদের জানাই, অনেকেই যুক্ত হয় তার চিকিৎসা সহায়তার কাজে। আমি দেখতে পেলাম যে দেশ থেকে খুব বেশি টাকা সংগ্রহ করা যাচ্ছে না। তখন আমার এক বিদেশবাসী আত্মীয়কে জানাই সে যেন এই কাজে আমাকে সহায়তা করে। সে ফেসবুকে পোস্ট দিয়ে অর্থ সংগ্রহ শুরু করে এবং যখনি নতুন অর্থ যোগ হত সেটা সে ফেসবুকে জানাত মোট কত হলো তা জানানোর জন্য।

কিছুদিন পর ছেলেটির মাকে ফোন করলাম ছেলেটির অবস্থা জানার জন্য। তিনি দেখলাম খুবই বিরক্ত। জানালেন যে বিদেশ থেকে আরও টাকা ওঠার কথা, এত কম হচ্ছে কেন। সম্ভবত উনি ধারণা করছিলেন আমি কোনোভাবে তার ছেলে অসুস্থতাকে কাজে লাগিয়ে অর্থোপার্জন করছি :( । এটা আমার একটা তিক্ত অভিজ্ঞতা। হঠাৎ মনে পড়ে গেল।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কঠোর বাস্তবতা! উপকাররে বাঘে খায় আমাদের দেশৈ প্রচলিত প্রবাদতো আছেই।

শেয়ার করায় কৃতজ্ঞতা। তাদের বিশাল প্রয়োজনে আমি হয়তো একটা ছোট অংশই সংগ্রহ করতে পারব।
তারপরো যদি কখনো ঘুনাক্ষরেও মনে হয় কোন সন্দেহ বা অবিশ্বাসের বিষয় এসেছ কড়জোরে ক্ষমা চেয়ে
পূর্ন হিসাব বুঝীয়ে দিয়ে বিদায় নেব! সেদিন যেন না আসে!

আপনাকে আবারো অনেক অনেক ধণ্যবাদ

১৮| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




একটি মানবিক পোস্ট ।
শিশু অথৈ যেন অথৈ জলে না পড়ে , মহান সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনাই রাখছি ।

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবীর কষ্ট আর কান্না দেখে নিরব থাকতে পারলাম না।

আপনাদের কাছে যতটুকু অধিকার, ভালবাসা আর আব্দারের অধিকার অর্জন করেছি তাই নিয়ে দাড়িয়েছি সকলের কাছে-
সকলের মানবতা জাগ্রত হোক দোয়ায়, শুভকামনায় আর সহযোগীতায়।
আপনার প্রার্থনা কবুল হোক।

১৯| ২৭ শে মে, ২০১৮ রাত ২:১১

একজন আরমান বলেছেন:

একাউন্ট নাম্বারটা টুকে রাখলাম।

২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাদের সুবর্ণ সময়ের মতো এখন আর ঝড় তোলা সেই সময়তো নেই।
আপনার টুকে আশা আশ্বস্থ করলো!
বিকাশে বা একাউন্টে যেভাবেই সহায়তা করেন,
অনুগ্রহ করে যদি ঢাকার বিকাশ নাম্বারে ( সামু/আইডি আর টাকার পরিমান টা লিখে) ম্যাসেজ করেন
সামুর কন্ট্রিবিউশনটা জানা সহজ হয়। অগ্রিম কৃতজ্ঞতা :)

অনেক অনেক বছর পর মনে হয় পেলাম আপনায় :)

২০| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:০৬

খায়রুল আহসান বলেছেন: অথৈ জলে পড়ে হাবুডুবু খাওয়া অথৈ আর তার দুর্ভাগা মাতাপিতার কষ্টের কথা ভেবে অস্থির বোধ করছি। আজ কালের মধ্যেই কিছুটা সাহায্য পাঠানোর ইচ্ছে আছে, দেখা যাক কত দ্রুত সেটা সম্ভব হয়।
আপনার সমব্যথী মনের এ প্রয়াসকে অভিবাদন! আল্লাহ রাব্বুল 'আ-লামীন সকলের মনের খবর রাখেন, কারণ তিনি অন্তর্যামী। দোয়া কবুলের মাস, এই পবিত্র রমযান মাসে সকল শোকাতুর হৃদয়ের প্রার্থনা কবুল করে তিনি অথৈকে সম্পূর্ণ সুস্থ করে তার মায়ের কাছে ফিরিয়ে দিন, অন্তর থেকে এই দোয়া করছি।

২৭ শে মে, ২০১৮ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় সিনিয়র
আপনার আন্তরিক মন্তব্যে, দোয়ায় আর শুভকামনা কৃতজ্ঞতা।
মহান আল্লাহ পাক রোজার উপলক্ষ্যে আপনার প্রার্থনা কবুল করুন।

অনুগ্রহ করে যদি ঢাকার বিকাশ নাম্বারে ( সামু/আইডি আর টাকার পরিমান টা লিখে) ম্যাসেজ করেন
সামুর কন্ট্রিবিউশনটা জানা সহজ হয়। অগ্রিম কৃতজ্ঞতা :)

প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে নাকি এরকম অসহায়দের সাহায্য দেয়। আপনার কি কোনরুপ জানাশোনা আছে?

২১| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ রহম করুন

২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রার্থনা আল্লাহ কবুল করুন।

পাশাপাশি কিছু করার সুযোগ থাকলে হাত বাড়িয়ে দিন।
হক্কুল ইবাদের(সৃষ্টির সেবার, মানব সেবার) বড় সুযোগ
চেষ্টা করুন আপনার ঈমানের অনুপাতে :)

২২| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ নাম না বলা আরেক এক বন্ধু বিকাশ করেছেন। কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা সাড়া দিচ্ছেন, অর্থ দিয়ে , শুভকামনায়, পোষ্ট ষ্টিকি করার আহবানে
সকলের প্রতি হ্যাটস অফ অভিভাদন।

সকলের শুভকামনায় পূর্ণ সুস্থ হয়ে উঠূক অথৈ!

২৩| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:১৪

খায়রুল আহসান বলেছেন: ০১৭৪৫৪২৩৬৬৩- এই নম্বরে কিছু টাকা পাঠিয়েছি ২০-২২ মিনিট আগে। ঐ নম্বরে টাকার পরিমাণ উল্লেখ করে একটা ক্ষুদেবার্তাও পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল 'আ-লামীন অথৈকে সম্পূ্র্ণ সুস্থ করে তুলুন!

২৯ শে মে, ২০১৮ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র।

বিকাশ পৌছেছে। অশেষ দোয়া ও কৃতজ্ঞতা আবারো। অথৈ পরিবারো আপনার জন্য প্রাণখুেল দোয়া করেছেন।
আপনার প্রার্থনা সত্য হোক। আল্লাহ কবুল করুন।

২৪| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ ইউকে থেকে সম্মানীত একজন ব্লগার অথৈর জন্য টাকা পাঠিয়েছেন ব্যাংকে।
অন্তহীন কৃতজ্ঞতা আর ধন্যবাদ। অথৈর বাবাকে ফোনে সংবাদটুকু শেয়ার করার পর কান্নায় কথা আটকে ছিল কিছুক্ষন উনার!
ব্লগার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করলেন।

এ পর্যণ্ত মোট চারজন ব্লগারের কাছ থেকে অথৈর জন্য অনুদান এল। সকলের প্রতি হ্যাটস অফ কৃতজ্ঞতা।

২৫| ৩০ শে মে, ২০১৮ রাত ১:২৬

অন্তরন্তর বলেছেন: সকলে মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ অনেক উপকার হত অথৈর । পোস্টটি হয়ত অনেক ব্লগারের চোখে পড়েনি। সাধারণত সামুর ব্লগাররা মানবতার কাজে সবসময় অগ্রগামী। আল্লাহ্‌ অথৈকে ভাল করে দিন এই দোয়া করি।

৩০ শে মে, ২০১৮ সকাল ১০:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!!

কিন্তু যারা বোঝার তারা ইগনোর করে গেল! কেউ কেউ ফোন রিসিভ করলো না!
কষ্ট পেলেও শুধু মুচকি হেসেছি! কারণ এমনইযে মানবের ফিতরাত!
সবাই ভুলে যায়- এ জীবনটাই ক্ষনস্থায়ী! এ সকল দায়িত্ব, ক্ষমতা, অনুমোদন করার ভার সবই সাময়িক!
একদিন আসবে সবকিছূ অর্থহীন হয়ে যাবে! নিশ্চল দেহ পরমূখাপেক্ষি হয়ে থাকবে! তখন বিগত সকল কর্মের হিসাব হবে! কে কারে বোঝায়???

আপনার আন্তরিকতার জন্য অন্তহীন কৃতজ্ঞতা। দোয়া এবং দাওয়া সকল পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ অথৈর স্বপ্নকে
বাস্তব হতে অনেক ধাপ এগিয়ে নিল।
হ্যাটস অফ অভিনন্দন অন্তরন্তর :)

২৬| ৩০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

পোস্টি স্টিকি করা হোক।

৩০ শে মে, ২০১৮ সকাল ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আছি বিজন দা দয়ালের পরম কৃপা লয়ে!

নজরেই বুঝি পড়ছে না মাননীয় মডারেটর মহোদয় গণের!!!!!
কি আর করা!

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনের প্রস্তুতি নিয়েছি। রাইট ম্যান অন রাইট পজিশন খুঁজছি।

২৭| ৩০ শে মে, ২০১৮ সকাল ১১:৫৪

আবু ছােলহ বলেছেন:



ফুটফুটে বাচ্চাটির কথা চিন্তা করলেই মনটা ব্যথায় আচ্ছন্ন হয়ে ওঠে। তার জন্য মহান রব এর নিকট সুস্থতার প্রার্থনা।

আপনার মানবিক এ উদ্যোগ সফল হোক। আপনার সমব্যথী মনের সুন্দর এ প্রয়াস অনুকরনীয় হয়ে থাকবে অনেকের জন্য। অভিবাদন হে গুনী!

গতকাল দেয়া আমার দু'টি পোস্টে আপনার উপস্থিতি বিনীতভাবে আশা করছি। পোস্ট মূল্যায়নে আপনার ক্ষুরধার মন্তব্য প্রশংসার দাবিদার। লিঙ্ক দিতে সঙ্কোচ বোধ করছি। হয়তো কেউ কেউ এমনটা ধারনা করে বসতে পারেন যে, গায় পড়ে নিজের ঢোল পেটাতে এসেছে।

পোস্ট স্টিকি করা হলে ভাল হত। আরও অনেকের নজরে আসতো। কন্ট্রিবিউশনটাও হয়তো বৃদ্ধি পেতে পারতো। অবশ্য কর্তৃপক্ষ যদি দয়া করে বিবেচনায় নেন।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া।

চেষ্টা করছি মানবতার নামে, হৃদয়ের টানে, আত্মার ক্রন্দনে!
অভিবাদন আপনাকেও অনুভবে।

পোষ্ট ষ্টিকির জন্য অনেকেই তো বললেন- কর্তৃপক্ষের শুভদৃষ্টির অপেক্ষায় - - -

পদচিহ্ণ রেখে এসেছি। দারুন জিনিষ মিস হত মনে না করালে। থ্যাংকস।

২৮| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা অথৈ এর জন্য।
তোমার প্রতি কৃতজ্ঞতা ।
পোস্টটি স্টিকি করলে আরও মানুষের নজরে পড়তো।

০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শায়মাপু

এ পর্যন্ত মোট ৪ জন অনুদান পাঠিয়েছেন। ষ্টিকি করার আবেদন অনেকেই করেছেন।
কর্তৃপক্ষের সদয় দৃষ্টি এখনো আকৃষ্ট হয়নি।!!!!

২৯| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

মাহিরাহি বলেছেন: আল্লাহ তাকে সূস্থ্যতা দান করুন।

পোস্ট স্টিকি করলে অসুবিধা কোথায়!

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা শুভকামনায়!

মডুদের জানিয়ে দেখতে পারেন সবাইতো বলছি! বলছেন!

ফেসবুকে শেয়ার দিয়েও সাহায্য করতে পারেন।
কৃতজ্ঞতা আবারো।

৩০| ০১ লা জুন, ২০১৮ রাত ১১:০৯

নীলপরি বলেছেন: খুবই বেদনাদায়ক । শুভকামনা রইলো ।

০২ রা জুন, ২০১৮ সকাল ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। শুভ কামনায় কৃতজ্ঞতা!



৩১| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অর্থের জন্য অথৈ সাগর শুকিয়ে যাবে !! বিশ্বাস হয়না :(
আল্লাহ্‌ অথৈকে ভাল করে দিন এই দোয়া করি।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাস্তবতা যে বড়ই কঠিন!

তারপরো আপনাদের শুভকামনা আর আল্লাহর রহমতের উপরেই ভরসা!

আপনার দোয়া মঞ্জুর হোক।

৩২| ০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

মনিরা সুলতানা বলেছেন: আমার লেখায় আপনার লিঙ্ক পেয়ে ই পড়েছিলাম লেখা টি-
করুনাময়ের করুনাধারা অব্যহত থাকা অথৈ এর উপর ।

০৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভকামনায়।
আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.