নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

শপথ সময়ের - - -

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১



শপথ সংযমী মনের

তোমার সংযমে তোমারই মুক্তি
সম্পদে, দেহে, আত্মায়
অনুভবের পরমঅনুতে সত্যালোকের স্ফুরণ!

শপথ উপবাসী আত্মার

তোমার বিরত থাকাই শক্তি
গড্ডালিকতার বিপরীতে
সংযমের বাঁধ, কি প্রচন্ড শক্তির আহরণ!

শপথ পিপাসিত রুহের

নফস বস্তুবাদী সতত:ভোগী
ঢালহীন তলোয়ারহীন
ইচ্ছে‘র লড়াই সু-তীব্র; বিজয়ে তৃপ্তির বর্ষন!

শপথ ক্ষুধার্ত দেহের

প্রকৃতি নিজেই স্বয়ম্ভু; সংহারন
সৃষ্টির নিত্যতায়
অটোফেজি বাহিরে ভিতরে নিত্যাবর্তন।

শপথ সময়ের

মানুষ অনুভব করলে সংযমের সত্য
সম্পদের ভাগার পৃথিবী-
আত্মার খুশবুতে মৌতাতে নাঈমে জান্নাতিন।

মন্তব্য ৬৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ইফতারের আগে সুন্দর কবিতা+

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

রোজা থেকে রোজার মর্ম অনুধাবনের ক্ষুদ্র প্রচেষ্টায় প্লাসে কৃতজ্ঞতা

রমজানের রহমত আপনাকে প্লাবিত করুক অন্তহীন।

২| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

জাহিদ অনিক বলেছেন:

শপথ সময়ের, যেন দৈব বাণী।
কবিতায় যে আক্ষরিক বার্তা তা খুবই স্পষ্ট।

শপথ উপাবাসী আত্মার- মনে হয় একটা আ-কার বেশী পড়ে গেছে।

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি :)

টাইপোর সাথে রোজায়ও ধরেছে মনে হয় ;) হা হা হা
ঠিক করে দিচ্ছি

রমজানের সকল কল্যান বর্ষিত হোক অফুরান

৩| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

জাহিদ অনিক বলেছেন:


ইফতার মোবারাক :)

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

শুকরিয়া মাত্র সেরে এলাম :)

সে এক প্রশান্তির তৃপ্ততা।
সন্তুষ্টি আত্ম সংযমের

৪| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

ঋতো আহমেদ বলেছেন: নাঈমে জান্নাতিন কি বুঝিনি। আর ভাগার মানে ? এর ইংরেজি কি dump yard ?

২১ শে মে, ২০১৮ রাত ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঋতু আহমেদ

জান্নাতের একটা নাম নাঈম আ নায়ীম
কবিতার প্রয়োজনে আগে পিছে করা হয়েছে - অর্থাৎ দুনিয়াটাই জান্নাতে নাঈমের মতো হয়ে যেত।

ভাগার মানে যর্থার্থ বলেছেন।

অন্তহীন শুভেচ্ছা আর রমজানের রহমতের শুভকামনা

৫| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা+

২১ শে মে, ২০১৮ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সনেট কবি :)

রমজানের রহমত বর্ষিত হোক অফুরান

৬| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

কাইকর বলেছেন: সুন্দর। আক্ষরিক অর্থেই সুন্দর। যতটা সুন্দর হলে মন কেড়ে নেয়। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।লাইক দিলাম

২১ শে মে, ২০১৮ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার অন্তরিক প্রকাশে:)

আপনার লাইক সহৃদয় কৃতজ্ঞতায় গৃহিত হলো

রমজানেরকল্যান বর্ষিত হোক অফুরান

৭| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

বৃষ্টি বিন্দু বলেছেন: অসাধারণ কবিতায় একরাশ মুগ্ধতা লেপ্টে গেলাম প্রিয় ভাই।

বিপুল ভালোলাগা প্লাস++++....

২১ শে মে, ২০১৮ রাত ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বৃষ্টি বিন্দু :)

মুগ্ধতার লেপন ছূঁয়ে গেল হৃদয় । ভাললাগা আর প্লাসে একরাশ কৃতজ্ঞতা।

রমজানের সকল কল্যান বর্ষিত হোক অন্তহীন

৮| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

ওমেরা বলেছেন: কবিতা টা ভাল হয়েছে তবে ভাষা আর একটু সহজ হলে আরো সুন্দর হত । অবশ্য সবাই তো আর আমার মত না, অন্যদের জন্য ঠিক আছে ।

২১ শে মে, ২০১৮ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনার সরল মন্তব্য ভাললাগা
আপনার কথা মাথায় রইল

অনেক অনেক ধণ্যবাদ আর রমজানের শুভকামনা রইল
রহমত আর কল্যান ঝড়ুক অবিরাম

৯| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +। এখন শপথ, মানুষ হবার !!

২১ শে মে, ২০১৮ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসধারন বলেছেন সুমন দা

এখন শপথ, মানুষ হবার !!

অনুভবে জ্ঞান যতক্ষন এভাবে দোলা না দেয় ততক্ষন তা বাহ্যজ্ঞান মাত্র।
অনেক অনেক ধন্যবাদ আর রমজানের শুভকামনা রহমত আর কল্যান ঝড়ুক অফুরান

১০| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

ধ্রুবক আলো বলেছেন: শপথের কবিতা, খুব ভালো লাগলো +++++

২১ শে মে, ২০১৮ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো :)

ভাললাগা অনুপ্রাণ যোগাল প্লাসে কৃতজ্ঞতা

রমজানের শুভকামনা রহমত আর কল্যান হয়ে ঝড়ুক অফুরান

১১| ২১ শে মে, ২০১৮ রাত ৮:১৩

অর্ক বলেছেন: অসাধারণ শিক্ষণীয় কবিতা! কবির এই আশা পূর্ণ হোক। এই শপথ হোক আপামর মানুষের। আসুন সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ স্বচ্ছ বাংলাদেশ গড়ে তুলি। এই পবিত্র মাসেই এর শুভ সূচনা হোক।

"
রমজানে সংযম সকলের কাম্য
এ মাসে থাক না ভাই মানুষেতে সাম্য
ধনী গরীব শাদা কালো
ছোটো বড় অনেক হলো
এ মাসে সাম্য চাই
এসো হই ভাই ভাই
"

শুভেচ্ছা অফুরন্ত ভৃগু ভাই।
জয় হোক কবি ও কবিতার।

২১ শে মে, ২০১৮ রাত ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ অর্ক ভায়া
আপনার মন্তব্য ছুঁয়ে গেল :)

আপনার দারুন কাব্যাহবানে সহমত।

জয় হোক কবিতার।:)

রমজানের শুভকামনা রহমত আর কল্যান হয়ে ঝড়ুক অফুরান

১২| ২১ শে মে, ২০১৮ রাত ৮:১৮

কাওসার চৌধুরী বলেছেন: বাহ! রমজান মাসে চমৎকার কবিতা।

২১ শে মে, ২০১৮ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাোসার চৌধুরী :)

আপনার ভাললাগায় আপ্লুত হলাম।
রমজানের শুভকামনা রহমত আর কল্যান লয়ে ঝড়ুক অফুরান

১৩| ২১ শে মে, ২০১৮ রাত ৮:৩৬

নীল মনি বলেছেন: ভীষণ সুন্দর উপস্থাপন। শপথ সময়ের -লেখা ভালো হয়েছে :)

২১ শে মে, ২০১৮ রাত ১০:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল মনি :)

অনুপ্রানীত হলাম

রমজানের শুভাশীষ ঝড়ুক অবিরাম

১৪| ২১ শে মে, ২০১৮ রাত ৯:০৭

মীর সাজ্জাদ বলেছেন: রমযানের মাসে এমন কবিতা পড়তে ভালোই লাগে। আরও বেশি সংযমী হতে ইচ্ছে হয়।

২১ শে মে, ২০১৮ রাত ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা মহান রবের প্রতি এমন সহজাত অনুপ্রাণী কাব্য লিখিয়েছেন..

মন্তব্য অনুপ্রেরণা হয়ে রইল

অনেক অনেক শুভকামনা আর রমজানের রহমত প্রার্থনা আপনার জন্যে

১৫| ২১ শে মে, ২০১৮ রাত ১০:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: রমজানের চেতনা আমাদের ধারণ করতে হবে। শপথ নিতে হবে।

২১ শে মে, ২০১৮ রাত ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

শপথের এইতো শ্রেষ্ঠ সময়
দেহ,মনেন সংযোগের এইতো সঠিক সময়
বদলে যাবার বদলে দেবার

অনেক অনেক শুভেচ্ছা আর রমজানের রহমত প্রার্থনা সকলের জন্যে

১৬| ২১ শে মে, ২০১৮ রাত ১০:১০

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার :)

২১ শে মে, ২০১৮ রাত ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

রমজানের শুভকামনা : রহমত আর কল্যান লয়ে ঝড়ুক অফুরান

১৭| ২২ শে মে, ২০১৮ ভোর ৪:২০

অর্থনীতিবিদ বলেছেন: অনেক কিছুর নামে শপথ করা হয়েছে কবিতায়। কারণ কী? পৃথিবীকে আরো সুন্দর করার জন্য?

২২ শে মে, ২০১৮ সকাল ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অর্থনীতিবিদ :)

যথার্থই বলেছেন। আমাদের নৈতিক আচরনের বদল আমাদের ত্যাগ, আমাদের সংযমই পারে প্রথিবীটাকে জান্নাতুন নাঈমের মতো সুন্দর করে তুলতে....

মাহে রমজানের শুভকামনা : রহমত আর কল্যান লয়ে ঝড়ুক অফুরান

১৮| ২২ শে মে, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর

শুভেচ্ছা আর শুভকামনা
মাহে রমজানের কল্যান বর্ষিত হোক।

১৯| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:২৪

পবন সরকার বলেছেন: ভালো লাগল কবিতা।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পবন সরকার

মাহে রমজানের শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২০| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯

দিলের্‌ আড্ডা বলেছেন: ভালো লাগলো ...।উচুমানের ভাষা মনে হলো।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দিলের্‌ আড্ডা

অনুভবে কৃতজ্ঞতা :)

মাহে রমজানের শুভকামনা : রহমত আর কল্যান লয়ে ঝড়ুক অফুরান

২১| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৩

জোকস বলেছেন: আপনার মাথায় অনেক বুদ্ধি।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আইডির দিকে তাকাতেই মন্তব্যের খুশি টুকু উবে গেল ;) :P =p~ =p~ =p~

অনেক অনেক ধন্যবাদ জোকস
মাহে রমজানের শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২২| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সংযমের মাসে সংযমের কবিতা। ++++

অনেক ভাল লাগা রেখে গেলাম, প্রিয় কবিকে।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরী

মাহে রমজানের শুভকামনা : রহমত আর কল্যান লয়ে ঝড়ুক অফুরান

২৩| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

শিখা রহমান বলেছেন: সংযমের মাসের যোগ্য কবিতা। কবিতার অর্থ ও ভাষার ব্যবহার অনবদ্য। ভালো লেগেছে।

শুভকামনা ও ভালো থাকবেন কবি।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শিখা রহমান :)

অনুপ্রানীত হলাম :) কৃতজ্ঞতা ।

মাহে রমজানের শুভকামনা : রহমত আর কল্যান লয়ে ঝড়ুক অফুরান

২৪| ২২ শে মে, ২০১৮ রাত ৮:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: শপথ সময়ের
শপথ সময়ের প্রয়োজনে
শপথ এই ক্লান্তির
শপথ এই বিভ্রান্তির।

শপথ জীবনের
শপথ বিভাজনের
শপথ এই কালো রাতের
শপথ নতুন একটি প্রভাতের ।।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

শপথ নতুন একটি প্রভাতের
সত্যালোকে উদ্ভাসীত
শান্তি, সূখ আর সমৃদ্ধির
গণতন্ত্র, স্বাধীনতা আর মুক্তির :)

অনেক অনেক ধন্যবাদ ঠাকুরমাহমুদ
মাহে রমজানের শুভকামনা : রহমত আর কল্যান লয়ে ঝড়ুক অফুরান

২৫| ২২ শে মে, ২০১৮ রাত ১০:০২

কাবিল বলেছেন: রোজা রেখে অটোফিজ'র মাধ্যমে শরীরের উপকার হচ্ছে ঠিকই, কিন্তু আত্মার রোজা কতটুকু হচ্ছে সেটাই ভাবার বিষয়!




সমসাময়িক ভালো লিখেছেন।

২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: শতাব্দীর পর শতাব্দী ধর্মের প্রাণহীন চর্চায় আত্মা বরাবরই উপেক্ষিত!

বস্তুবাদী চেতনা বস্তুগত দেহকেই ধরে আরাম বোধ করে! সূখ পায়!
অথচ আরাম আর সূখ দুটোই অবস্তু অনুভব!
তারপরো অজ্ঞানতায় অবলম্বনই হয়ে পড়ে মূল - -
আমরা দূরে থেকে আরো দূরে সরে যাই সত্যের!

শপথ পিপাসিত রুহেতে সেই আকাঙ্খাই ব্যখ্ত হয়েছে।

অনেক অনেক ধন্যবাদ কাবিল :)
শুভেচ্ছা আর শুভকামনা রমজানের রহমত আর কল্যান ঝড়ুক অফুরান

২৬| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৫৩

সোহানী বলেছেন: হুম রোজার আসল ফজিলত........... বুঝলাম!!!

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস! ফাটাফাটি মন্তব্য :)

আমাদের বস্তুবাদী চেতনা অতিক্রম করাই যেন সত্তর হাজার পর্দা ভেদ করা!
আত্মায় মিলে গেলে স্বত্তা খুবই নিকটবর্তী :)

অনেক অনেক ধন্যবাদ সোহানী
রমজানের রহমত আর কল্যান ঝড়ুক অফুরান অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

২৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন।

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা
রমজানের রহমত আর কল্যান ঝড়ুক অফুরান

২৮| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন++


২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ কবি :)

রমজানের কল্যান বর্ষিত হোক অফুরান

২৯| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪

নীহার দত্ত বলেছেন: সংযমে যে কল্যাণ আছে সে কথা সত্যবাণের মতই তীক্ষ্ণ।

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি যথার্ত বলেছেন। কিন্তু সত্যটা স্বীখারের লোকের বড় অভাব!

ষড়রিপুর তাড়নায় চোখ বাঁধা ষাড়ের মতো ছুটছে ইনসান!!!

অথচ চোখ মেললেই প্রশান্তি!
অনেক অনেক শুভেচ্ছা সংমের কল্যান বর্ষুক অফুরান

৩০| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: পপথ নতুন একটা যুদ্ধের
শপথ নিজের সাথে নিজের যুদ্ধের
শপথ খাদ্য দ্রব্য ভেজালের বিরুদ্ধে
শপথ সকল পিছুটানের উর্দ্ধে

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের প্রয়োজন
সময়ের আহবান
শোন হে জনতা
হও আগুয়ান

৩১| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মীর সাজ্জাদ বলেছেন:
সময়ের শপথ নিয়ে রচিলেন কবিতা,
শেখালেন সংযম, আরো পেলাম মুগ্ধতা।

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

প্রতিমন্তব্যে কবিতা
দারুন মুগ্ধতা :)

অনেক অনেক ধন্যবাদ আর অফুরান শুভেচ্ছা

৩২| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো সংযমের বিবরণ ।
কবিতায় +++++
রমজানের শুভকামনা রইলো ।

০২ রা জুন, ২০১৮ সকাল ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি

প্লাসে কৃতজ্ঞতা।
রমজানের শুভকামনা আপনার জন্যেও :)

৩৩| ০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: সবগুলো শপথের উক্তিই মুগ্ধতা ছড়িয়ে গেল। কবিতায় ভাল লাগা + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.