নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

লুকিয়ে কেন রও: দাও দেখা দাও - - -

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

আত্মানুসন্ধানী কাব্য সিরিজ
(আরোহ-২)

নিজেকে খুঁজব বলে
আশৈশব ভাবনাগুলো ইকেরাসের কল্পডানায়
পাড়ি দিতে দিতে সময়ের রঙধেনু পেরিয়ে যায়
উল্টো ঘোরে সময় ঘড়ি! স্থান-কালের মাত্রা ভিন্ন হয়ে যায়।

বোরাক রফরফ কল্পনা ছেড়ে বাস্তবের অনুভবে
নূর - আলো আর শক্তির সমন্বয়
নূরের রুহ পলকে ছাড়িয়ে যায় সকল বাঁধা
প্রথম আকাশ পেরিয়ে সপ্তাকাশে বিস্ময়ে অভিভুত মন।

আলোর ঝর্ণা ধারা নামে অসীম থেকে অন্তহীন
সাত পাঁকে বাধা ফেরেশেতারা সব
হাকীকতের কাবায় করে প্রদক্ষিন মুগ্ধ স্বত্তা, আপনাতেই
বিরবির করে –লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক।

ঘুরে ঘুরে চারিপাশ মন হাসফাস, ভেতরের রহস্য
টানে অদৃশ্য বারমুডা গতিতে, ন্যানো সেকেন্ড মাত্র
চেতনায় মিলে যায় ইশারা পবিত্র দেয়ালে
হাত ছুঁয়ে দরুদ সালাম: রহস্যাভরণ খুলে যায় পলকে।

পবিত্র বাক্যাবলীর অন্তহীন আলোকিত ইল্যুশন
যেদিকে দৃষ্টি যায় দশ দিগন্তে একই রুপ একই সত্য
এককত্বে সব বিলিনে হলে, রয় একটাই সত্য আশিক আর মাশুক।
আমি আশিক তুমি মাশুক; এসো মিলনের অন্তহীন জান্নাতে-স্থুল দেহ ছেড়ে।


উৎসর্গ: সখি,
যার অনুপ্রেরণায় তাৎক্ষনিক এ সহজিয়া ‍উপস্থাপন।


ছবি ঋণ: গুগল

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক।
মাশাআল্লাহ ! খুব ভালো লাগলো।

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি হাফেজ আহমেদ :)

ভাললেগেছে জেনে ভাল লাগল :)

শুভেচ্ছা অফুরান

২| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:০০

শায়মা বলেছেন: এইবার একটা বই বের করতেই হবে ভাইয়া! :)

০৭ ই মে, ২০১৮ রাত ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনেক ধন্যবাদ :)

৩| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




যে থাকে লুকিয়ে সে দেখা দেয়না , তাকে দেখে নিতে হয় দশ দিগন্ত ঢুঁড়ে। এই দেখার সত্যটুকু অবস্থান ভেদে পাল্টে পাল্টে যায় । তাই নিজেকে দেখে নিতে হয় আগে , খুঁজে নিতে হয় বারেবার !

কবিতা কঠিন হয়েছে । আরো বোধগম্য করে লেখা যেতো মনে হয় ।
বক্তব্য ভালো লাগলো ।

০৭ ই মে, ২০১৮ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস :)

হুম। ভাল বলেছেন।
চেষ্টা থাকবে। ভাল লাগায় অনুপ্রানীত হলাম :)

শুভেচ্ছা অফুরান

৪| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৭ ই মে, ২০১৮ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার :)

প্লাসে কৃতজ্ঞতা

অন্তহীন শুভেচ্ছা রইল :)

৫| ০৭ ই মে, ২০১৮ রাত ৯:৪৬

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার সুন্দর একটা কবিতা। বেশ ভাল লাগলো পড়ে।

০৭ ই মে, ২০১৮ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাওসার চৌধুরী :)

বেশ ভাল লেগেছে জেনে ভাল লাগল
শুভেচ্ছা রইল অন্তহীন

৬| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৩৯

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা।

০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শামচুল হক :)

শুভেচ্ছা আর শুভকামনা অবিরত

৭| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৫০

মনিরা সুলতানা বলেছেন: দারুন লেগেছে বিদ্রোহী ভাই !!

০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু :)

অনুপ্রাণীত হলাম

শুভেচ্ছা অন্তহীণ

৮| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৮

সনেট কবি বলেছেন: এক কথায় চমৎকার কবিতা। মন ছুঁয়ে গেল।

০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সনেট কবির মুগ্ধতা অনুপ্রাণীত করলো।

ভাববাদী কবিতার পূর্ন স্বাদাস্বেদনে ভাবের ঘরে একটু ঘোরাফেরা বা নূন্যতম আগ্রহের জানাজানি টুকু থাকলে সজ হয় !
কিংবা প্রচন্ড তৃষ্ণা - -

অনেক অণেক ধন্যবাদ কবি
শুভেচ্ছা শুভকামনা সবসময়।

৯| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: উৎসর্গে যতই কৃতজ্ঞতা প্রকাশ করিনা কেন কম হবে। তাই সেদিকে আর গেলাম না। :)

সমালোচনাকে অনুপ্রেরণা ভাবার বড় মন আপনার আছে তা আমি জানতাম। তাই আপনার ব্লগবাড়িতে ঘুরতে এসেছিলাম খোঁজ নিতে।

এসে এই কবিতাটি পেলাম। মতামত দেই আবারো, কবিতা নয়, কবিকে নিয়ে। ;)

আপনাকে একটা কথা বলি নিজের ব্যাপারে। আমার প্রেজেন্টেশন স্কিলস বেশ ভালো। শুধু একটাই সমস্যা আমি একটু দ্রুত কথা বলি, তাই অনেকসময় কিছু কথা বোঝা যায়না। তো টিচার, টিমমেটরা বলে যে স্লো যেয়ো কিন্তু। আমি প্রথম চার লাইন স্লো বলি, ঠিক বলি। পরে আবার যা তাই হয়ে যায়! হাহা।

আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। প্রথমে তো তবুও ঠিক ছিল, শেষে আবার সেই কাঠিন্যের জালে আটকে পরেছেন! হাহাহা।
শুধু শব্দেরই নয়, হয়ত ভাবনারও কিছুটা সরলীকরণের প্রয়োজনীয়তা রয়েছে। আর যেহেতু আপনি অনেকদিন ধরে একটি স্টাইলকে আপন করে রেখেছেন, তাই তাৎক্ষনিকভাবে তা পাল্টানো স্বাভাবিকভাবেই সম্ভব না। চেষ্টা করতে থাকুন। আমি জানি আপনি ভাঙ্গা গড়ার চ্যালেন্জে সফল হবেন।

যেতে যেতে সকল শুভকামনা রেখে গেলাম।

০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত ভাগ্য হলে না জানি
পেয়েছ মন এমন সখি :)

আহা নিজেরে দিয়ে অন্যরে বোঝানোর দুর্লভ মাহাত্ব্যপূর্ণ জ্ঞান ক'জনার রয়!
হ্যাটস অফ কৃতজ্ঞতা সখি
তবে খুব মজা পেলাম পড়তে পড়তে - প্রথম চার লাইন স্লো বলি, ঠিক বলি। পরে আবার যা তাই হয়ে যায়! হাহা।
ভাবনাতো ঠিকই আছে। ভাবনার প্রকাশের সরলীকরণই কবির সাফল্য।
মাথা পেতে নিনু সকল ব্যার্থতার দায়। আসলে ভাববাদের অনেক গভীরতম স্তরকে প্রকাশ- নিজের কাছেই বেশ জটিল মনে হচ্ছে!
আর যাদের এই ভূবনে একদম জানাশোনা নেই তাদের কাছে কেমন লাগবে অনুভব করতে পারছী বৈকি!

ভাঙ্গা গড়া চলুক জীবন নদীর মতোই নিয়ত :)

অন্তহীন, অফুরান শুভেচ্ছা আর শুভকামনা
জন্মান্তরের কল্যানীয়া আর জনমেও ভুলোনা :)

১০| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:২৮

সুমন কর বলেছেন: কঠিন সুন্দর। +।

০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

সবসময় থাকে থেকে অনুপ্রানীত করছেন- অন্তহীন কৃতজ্ঞতা

শুভেচ্ছা অফুরান

১১| ০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৫৫

জাহিদ অনিক বলেছেন:

এইবার বক্তব্য সহজ ও স্পষ্ট !
নিজেকে খুঁজতে গিয়ে রবকে খুঁজে চলছেন। রবের সৃষ্টি খুঁজছেন। আপনি বিশ্বাস করেন আপনি রবের সৃষ্টির একজন।
সেই বিশ্বাস কবিতায় দৃঢ়তা পেয়েছে। সেইদিক দিয়ে নিজেকেই খুঁজে পেয়ছেন বা পেতে চলছেন ।

০৮ ই মে, ২০১৮ সকাল ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

যে নিজেকে চিনতে পারল সে রবকে চিনতে পারল একটা হাদীস আছেনা-
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা নাফসাহু
কত কত গুনি জনে সেই পথে করে সাধন
পেয়েছন সত্য দর্শন
আমি ছোট্ট অতি পাপী অধম
খুঁজে চলেছি সেই সন্দর্শন :)

অন্তহীন শুভেচ্ছা কবি

১২| ০৮ ই মে, ২০১৮ সকাল ৯:৪৫

অর্ধ চন্দ্র বলেছেন: ভালো লেগেছে।

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

ভালো লাগায় অনুপ্রাণীত হলাম
শুভেচ্ছা জানবেন।

১৩| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: আহা !!!

দারুন আবেগ ।

০৮ ই মে, ২০১৮ সকাল ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
আবেগ না সত্য দর্শন ;)

অনুভবের গহন গভীরে ডুব দিয়ে
খুললে তৃতীয় নয়ন
খুলে যায় অদৃশ্যের পর্দা
মুগ্ধ হয় বিস্মিত মন :)

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

১৪| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:১৬

সোহানী বলেছেন: আশিক মাসুক কি জিনিস ????????????

০৯ ই মে, ২০১৮ সকাল ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশক বা প্রেমের দুই মৌলিক টার্ম :) । প্রেমাষ্পদ আর প্রেমিক

যাকে ভালবাসা হয় সে মাশুক আর যে ভালবাসে সে আশিক :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা অন্তহীন

১৫| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:২৭

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লাগলো

০৯ ই মে, ২০১৮ সকাল ৮:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

অনুপ্রানীত হলাম :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল

১৬| ১২ ই মে, ২০১৮ রাত ৯:২৬

জুন বলেছেন: ধর্মীয় আবেগ ও অনুভূতি কে কাব্যে প্রকাশ করা সহজ ব্যাপার নয় ভৃগু। আপনি খুব সহজ ভাষায় তা পারেন। অনেক ভালোলাগা রইলো কবিতায়।
+

১২ ই মে, ২০১৮ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

জানিনা কেন বারবার সহজাত তাড়নায় এসে যায়! চেষ্টা করি। আপনাদের উৎসাহে এগিয়ে চলেছি
শুভেচ্ছা আর শুভকামনা রইল অণ্তহীন

১৭| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৪

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর । ++++++

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

এত্তগুলান প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর শুভকামনা রইল সবসময়।

মাহে রমজানের শুভেচ্ছা

১৮| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩১

নীহার দত্ত বলেছেন:


ইশ্বর থেকে থাকলে একদিন তো তাঁকে আসতেই হবে সামনে।
লুকিয়ে চুপিয়ে আর কতকাল !

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ঈশ্বরতো নিত্য বিরাজে! আমাদের দর্শনেন্দ্রীয় লেন্স দুর্বল, ফ্রিকোয়েন্সি বাড়াইনা তাই দেখীনা!
আমাদের রিসিভার উইক তাই সিগনাল মিস করি!
আমাদের হৃদয়ের স্যাটেলাইটে কেবলই বস্তুবাদীতায় ভরা তাই সিগনালের সমুগ্রে ডুবেও ধরতে পারিনা ;)

ঈশ্বর অপার দয়াদয়- এত ব্যর্থতার পরও কর্পোরেট বসের মতো আমাদের তাৎক্ষনিক শাস্তি না দিয়ে সারাটা জীবন
অপেক্ষায় থাকেন কখন জ্ঞানোদয় হয়! :)

অনেক অণেক ধন্যবাদ নীহার দত্ত। শুভেচ্ছা অন্তহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.