নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের অমনিবাস

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

অমাবস্যা নামে ঘনঘোর আঁধিয়ায়
কুচকুচে কাল, খুনিয়ারা লাল মিলেমিশে একাকার
মত প্রকাশ, ধর্ম, বাক স্বাধীনতা, গণতন্ত্র
হারিয়ে যায়: অজ্ঞানতা, গুম, খুন, স্বৈরচারিতায়।

বিহবল জনতা ‘নিব্বাক’ স্তব্ধতায় মূঢ়
মাথাগোজ করে চলে জীবন! বাঁচার স্বপ্নে নয়
মরে না যাবার দু:স্বপ্ন শেষে ক্লিনিক্যালি বেঁচে রয়;
যাপিত জীবনে নাভিশ্বাস ওঠে- অসহায়তায়।

স্বাধীনতার মানে কে খোঁজে?
সইতে সইতে সাধারন, ভুলেছে জুলুমের নিকেষ
ভিনদেশী-স্বদেশী জালিমে তফাত কই!
চেনা মুখগুলোই অচেনা মনে হয়- সত্যায়নায়।

বিক্রীত, বিকৃত চেতনা- দলান্ধতায় হাবুডুবু খে’লে
কেঁদে ওঠে তিরিশ লাখ শহীদান
কাঁদে স্ব-অধিন মন; ইতিহাসে কালরাত চক্রায়ত
দিন বদলায়, রয় নির্যাতিতের কালরাত নিত্যতায় !

আলো চাই আলো, চোখ ধাঁধানো উজ্জ্বল ঝকমকে আলো
দেশ আর মানবতার প্রেমের দিশায় প্রোজ্জ্বল
বাতিঘর দিশা: দেখাবে পথ অন্ধকারে
মুক্তির, স্বাধীনতার, মুক্তমনের- সত্যজ্ঞানায়নায়।।




ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০

কাওসার চৌধুরী বলেছেন: কবিতাটি চমৎকার হয়েছে। শুভ কামনা আপনার জন্য।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাওসার চৌধুরী :)

অন্তহীণ শুভেচ্ছা রইল

২| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিদ্রোহী কবিতা! আমার পছন্দের জিনিষ। :)
রক্ততো এখনই টগবগ করছে???


"মহা- বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না। "



ছবিটা ঝাপসা কেন????

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আয়রে আয় ধূমকেতু
তুলে তোর প্রলয় নাচন
ভেঙ্গে দে ঐ অন্ধকারের
বন্ধ যত অচলায়তন

আপনার টগবগে অনুভূতির বলকানো প্রতিক্রিয়া ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া

ঝাপসাটাই বেছে নিয়েছি। মাৎসানায় সময়ের ধোঁয়াশার আবহে :)

অন্তহীন শুভকামনা

৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

ইমরান আল হাদী বলেছেন: আলোর এ আবাহনে আলোকিত হোক হৃদয়।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অন্ধকারের ভয় মুছে যাক
সৎ, সত্য আর সাহসালোকে
জ্ঞানের আলোয় উজল হোক
সকল আঁধার হারাক পলকে। :)

অনেক ধন্যবাদ ইমরান আল হাদী

শুভেচ্ছা

৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইতিহাসে কালরাত চক্রায়ত---

আলো চাই আলো।

অপেক্ষায় সেই দিনের। কবিতায় ভালো লাগা।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া :)

আশা করি অনেকঅনেক ভাল আছেন।

আলো চাই আলো - - - -
সোনালী অতীত আলোকিত হয় এত এত আলো - -
অনাগত ভবিষ্যতের পথও ঝা চকচকে হয় এমন আলো - -

৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার প্রোপিক দেখে আমার একধরণের অপটিকাল ইল্যূসন হতো!
আজকে কিন্তু পূর্ণিমা...

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বলছেন!!! তাই????

চলমান বিশ্বকে দুইভাগে ভাগ করলে যে বাস্তবতা তারই প্রতীক হিসেবে খূব যুৎসই মনে হয়েছে ছবিটি!
সবল, সশস্ত্র, হতাকারী জালিমের বিপরীতে অসহায় প্রতিবাদী আমজনতা!

হুম।
শুভ পূর্ণিমা

৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে। +।

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমন দা' :)

শুভকামনা অন্তহীন

৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৮

ধ্রুবক আলো বলেছেন: সত্যই সাধারণ মানুষ সইতে সইতে একদম দেয়ালে মিশে গেছে! এখন ক্লিনিকালি বেঁচে আছে।

কবিতা দারুন ভালো লাগলো +++++

৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো :)

হুম। মুক্তির আলো বড় প্রয়োজন এই মাৎসানায় আঁধারে - - -

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর

শুভেচ্ছা রইল :)

৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০

জাহিদ অনিক বলেছেন: আলো চাই আলো চাই-- আলো আসবে।

কবিতা ভালো লেগেছে।
শুভ সন্ধ্যা কবি

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রত্যাশা পূর্ণ হোক।

অনেক অনেক ধন্যবাদ কবি :)

শুভ কামনা অহর্নিশ

১০| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১২

কাছের-মানুষ বলেছেন: চমৎকার হয়েছে কবিতাটি।

বিশেষ করে এই দুই লাইনকোট করার মত

!বাচার স্বপ্ন নয়
মরে না যাবার দুঃস্বপ্ন শেষে ক্লিনিক্যালি বেচে রয়


কবির নামের সাথে কবিতার ভাবের একটা মিল আছে।
+++++

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাপিত জীবনের যাতনার ফুলে আপনার ভাললাগা আমার লেখনির সার্থকতা!

অনেক অনেক ধন্যবাদ কাছের মানুষ!

অন্তহীন শুভেচ্ছা

১১| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: হুমমম! বিদ্রোহীর বিদ্রোহী কবিতা! আমার ভালো লাগার বা আপন জনরা না হলেও, সখার বাড়িতে এলাম যখন তার লেটেস্ট কিছু কবিতা পড়েই গেলাম! ;)

বেশতো! মনের দহন, বিদ্রোহ কবিতায় উগড়ে দিয়ে যদি কিছুটা শান্তি পান! সেই শান্তিতে অন্যদের হৃদয়ও আলোকিত হতে বাধ্য! আর তাতেই কবির, কাব্যের সার্থকতা!

ভালো থাকুন!

০১ লা মে, ২০১৮ সকাল ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! সখি!!!!!!!!!!
সক্কাল বেলা চমকেই দিলে বটে!

পর ভেবেও যখন আঘাত করে প্রিয়
প্রিয়াষ্পদ আঘাত ভুলে পায় ছোঁয়ার সূখ
মন্দ বলেও যখন কিছু বলে প্রিয়তা
সব ভুলে তাতেই কর্ণে পশে মধুররনন নিক্কন - - -

অনেক অনেক অনেক দিন পর এলে হে অতিথি
কি দিয়ে বরণ করি
অভাগার আচৈ পোড়া হৃদয়
তাই আঁচল করে বিছিয়েছি - - - ;)

কবি আর কাব্যে দারুন বিশ্লেষনে ভাললাগা। দহনে দ্রোহের আলো ছূঁেয় গেলেই ধন্য :)

অন্তহীন কৃতজ্ঞতা আর শুভেচ্ছা সখি


১২| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। নতুনত্ব ও চমক পেলাম কবিতাটিতে। খুনিয়ারা আঁধিয়ারা ও এরকম আরও কিছু শব্দের চমৎকার প্রয়োগ করেছেন কবিতায়! শুভেচ্ছা ভরপুর।

০১ লা মে, ২০১৮ সকাল ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

যাপিত জীবনের দহন দাহনে পুড়তে পুড়তে যে যাতনা
তারেই তুলে রাখা কাব্যািতহাসের পাতায় ;)

আপনার তীক্ষ্ণ নজরে ধন্যবাদ।
শুভৈচ্ছা শূভকামনা অন্তহীন

১৩| ০১ লা মে, ২০১৮ সকাল ১০:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: চেনামুখগুলো অচেনা মনে হয়...

ভাল লেগেছে তবে আপনি ইদানীং কামান নিয়ে ঘোরাফেরা করছেন কেন বুঝতে পারছি না। ভয়ে ব্লগ ছেড়ে দেব কিন্তু।

শুভ কামনা।

০১ লা মে, ২০১৮ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কামানের মূখে জীবনের অসহায় বাস্তবতা!
আমার কামান থাকলে কবেই সব উড়িয়ে দিতাম! কবিতায় আর আক্ষেপ থাকতো না, দ্রোহ, কষ্ট থাকতো না!
কেবলই ভালবাসা আর স্বপ্নে মাখামাখি হতো বিশ্ব চরাচর ;)

অনেক অনেক ধন্যবাদ কবি :)
অন্তহীন শুভেচ্ছা

১৪| ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৫৯

শিখা রহমান বলেছেন: বাহ!! খুব সুন্দর কবিতাটা। আপনার 'বিদ্রোহী' নাম সার্থক। :)

শুভকামনা কবি। ভালো থাকবেন।

০১ লা মে, ২০১৮ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যটস অফ ধন্যবাদ :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

১৫| ০১ লা মে, ২০১৮ রাত ৮:২৯

ফাহমিদা বারী বলেছেন: যদিও কবিতা তেমন ভালো বুঝি না, তবু পড়ি। আপনার কবিতায় বেশ জোর আছে তা বলাই বাহুল্য!
খুব বেশি ভালো লেগেছ কবিতার নামখানা। :)

০১ লা মে, ২০১৮ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মতো উচ্চমানের লেখীকা যদি বলেন কবিতা বুঝিনা- আমরা তবে যাবো কই? ;)
কবিতার জোর অনুভব হয়েছে জেনে ভাল লাগল

হুম - নামখানা খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত- তখনই ভাবনায় ঝিলিক দিয়ে গেল নামখানা!

অনেক অনেক ধণ্যবাদ আর শুভেচ্ছা!

১৬| ০২ রা মে, ২০১৮ সকাল ১০:৫৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ++++

০২ রা মে, ২০১৮ দুপুর ১২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর এলেন!

অনেক অনেক ধন্যবাদ । প্লাসের জন্য কৃতজ্ঞতা

শুভেচ্ছা শুভকামনা অফুরান

১৭| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:১৪

আখেনাটেন বলেছেন: পাহাড়ের চূড়ায় বসে নিচের চিত্রপটকে সুন্দর মনে হয়। খানাখন্দক, ঝড়ে তছনছ হওয়া লোকালয়, দূষিত নদীর পানি, পোড়া ফসল সবকিছুকেই পটে আঁকা ছবির মতো লাগে উপরে বসে থাকাদের।

এরা পাহাড়ের চূড়া থেকে কখনও নেমে দেখবে না যে ধ্বংস তাদের গায়েই ধাক্কা খেয়ে হয়েছে।

ভালোলাগা কবিতায়।

০২ রা মে, ২০১৮ দুপুর ২:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন!

সব কেড়ে নিয়ে উপরে দাড়িয়ে শুধু মিথ্যা আর প্রতারণার আশ্বাস
ধ্বংসের কারণেরা করে ধ্বংসের পরিহাস!

একজন বাঁশিওয়ালা চাই- ঘুমন্ত সাধারনের ঘুমা ভাঙ্গাতে
এ যে মরণ ঘুম!!!

অনেক অনেক ধণ্যবাদ আর শুভকামনা

১৮| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ শব্দের গাঁথুনি আপনার।
নিরন্তর শুভকামনা জানাই। ভালো থাকবেন।

০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে অন্রপানীত হলাম :)

অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নবাজ সৌরভ

ভাল থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.