নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

তোমাকে অভিবাদন হে বিপ্লবী!

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৮


তোমাকে অভিবাদন হে বিপ্লবী!

বিপন্ন সময়ে, ইতিহাসের ক্রান্তিকালে
চাটুকারিতা আর মোসাহেবির আবশ্যিকতাকে দলে
স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে-
ছররা গুলি, টিয়ার শেল, গুপ্ত আক্রমন
সব কিছু ছাপিয়ে দৃঢ় চেতনায় অবিচল - স্বাধিকারে।

তোমাকে অভিবাদন হে বিপ্লবী!

দলান্ধতার কুপ-মন্ডুক সময়ে, অন্ধত্বের ঘোর অমানিশায়,
গুম, খুন আর ত্রাসের আঁধারে জ্বালালে :
প্রতিবাদের সাহসী আলোক বর্তিকা –
জ্বলে উঠলো সারা দেশে সে আলো, ছড়িয়ে গেল
প্রাণে প্রাণে অধিকারের মন্ত্রনায়।

তোমাকে অভিবাদন হে বিপ্লবী!

প্রজন্মের দায় শোধ করলে সাফল্যের উজ্জ্বলতায়
ফেসবুকে বুদ বলে নাক সিটকাতো যারা,
কানে মুখে বলি- আমিও সে দলে, আমাদের উত্তর দিলে
বিশাল ক্যানভাসে – দৃষ্টি এন্ড্রয়েডের স্ক্রীনে রইলে্ও
ব্যাপকতার বিশালত্ব দেখিয়ে দিলে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে।

তোমাকে অভিবাদন হে বিপ্লবী!

অবরুদ্ধতায় প্রতিটি পদক্ষেপে, ঘামের প্রতিটি কণায়
জেগেছে স্ফুরণ, তোমাদের প্রতি সমর্থনের। শিহরণে
হাঁটতে হাঁটতে ফুলে যা্ওয়া পায়ের ব্যাথাও ভুলেছে, ভুলেছি
আমজনতা, দীন মজুর, খেটে খাওয়া মানুষ- একজন আমি।
বরং স্মৃতিতে জেগেছে একাত্তর, সেই পায় হাঁটার অনুভব।


তোমাকে অভিবাদন হে বিপ্লবী!

নতুন প্রজন্মে রুয়ে দিলে বীজ মন্ত্র!
স্বাধীকার আর অধিকারে আপোষহীন চেতনার;
বিপ্লবী চেতনার সাঁকো হয়ে বেঁধে দিলে
সময় নদীর এপার ওপার! সময়ের প্রয়োজনে।
ইতিহাসে ইতিহাস হয়ে রবে তোমাদের সাফল্য-সশ্রদ্ধ অভিবাদনে।


চিত্রঋণ: গুগল

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । +

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

বিজয়ের শুভকামনায় নৈবদ্য

২| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: হে বিপ্লবী বীর এগিয়ে যাও। বিজয় তোমার নিশ্চিত। সারাদেশ তোমার সাথে।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যি ভায়া- হাটতে হাটতে মিরপুর থেকে ফার্মগেট এলাম!

সকলেই হাটছে... কিন্তু কারো মুখে অসন্তোষ দেখলাম না। সবাই কেমন উৎফুলল
হাটার কষ্টটাও যে উপভোগ করছে...

তখনই জন্ম হল এ কাব্যের :)

৩| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬

শাহ আজিজ বলেছেন: বিদ্রোহী , এগিয়ে চল পায়ে পায়ে ধীর তালে বিজয় আসন্ন অন্যায়ের বিরুদ্ধে ---------


ভালো লাগল ।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এগিয়ে চল পায়ে পায়ে ধীর তালে বিজয় আসন্ন অন্যায়ের বিরুদ্ধে - - -

ঘোর অমানিষা কেটে যাক দ্রুত
বিজয়ের মালা পড়ুক বিপ্লবীর গলে :)

অনেক অনেক ধন্যবাদ গুনিজন ।

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬

পদ্মপুকুর বলেছেন: বন্দুক নয়, গোলাপের তোড়া হাতে কুঁচকাওয়াজ....
তোমাকে অভিবাদন...

কবিতা টবিতা বুঝিনা, কিন্তু পড়তে ভালোই লাগলো।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হুম।
ভাল লাগাতেই আনন্দ :) আনন্দের বাইরে আর কোন বোঝাবুঝি আছে কি? ;)

অনেক অনেক ধন্যবাদ পদ্ম পুকুর :)

৫| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২

সৈয়দ তাজুল বলেছেন: কবিতা অসম্ভব সুন্দর হয়েছে।

ভালোলাগা রেখে গেলাম

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সৈয়দ তাজুল :)

ভাললাগা ছুঁয়ে গেল

অনেক অনেক শুভকামনা

৬| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: তোমাকে অভিবাদন হে বিপ্লবী। পত পত করে উড়ুক বিজয় নিশান।ঘুঁচে যাক তব অমনিশা।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরী

পত পত করে উড়ুক বিজয় নিশান।ঘুঁচে যাক তব অমনিশা।

শুভেচ্ছা অফুরান

৭| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫

সাহসী সন্তান বলেছেন: এত কঠিন করে লেখেন কেন বুঝি না। পড়তে গেলে কষ্ট হয়! যাহোক, আমি প্রায় প্রত্যেকটা আন্দোলনেই দেখেছি, অজান্তেই এমন কিছু ছবি তৈরি হয়ে যায় যে গুলো আসলেই ইতিহাসের সরাসরি অংশ হয়ে দাঁড়ায়! চলমান এই আন্দোলনেও কয়েকটা ছবি দেখলাম সত্যিই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত...

পড়তে কষ্ট হইলেও কবিতা ভাল হইছে! শুভ কামনা ভৃগু'দা!

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হুম। প্রত্যেকটা আন্দোলনেই দেখেছি, অজান্তেই এমন কিছু ছবি তৈরি হয়ে যায় যে গুলো আসলেই ইতিহাসের সরাসরি অংশ হয়ে দাঁড়ায়! কথা সত্য।

আপনার কষ্টের জন্য দু:খিত ভায়া

শুভ কামনা সবসময়

৮| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০

শাহিন বিন রফিক বলেছেন: সত্য সর্বদা জয়লাভ করে তবে কখনও কখনও দীর্ঘায়িত হয় কিছু ....মানুষের কারণে।

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কথা সত্য।

অনেক ধন্যবাদ শাহিন বিন রফিক :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল

৯| ১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ক্স বলেছেন: এ কেমন বিপ্লব? পুলিশকে বলে দেওয়া কেউ যাতে আঘাত না পায়! পুলিশ এ্যাকশনে গেলে এই আন্দোলন টিকত? সাধারণ ছাত্র ছাত্রীরা তো ক্যাম্পাসেই আসত না।

১১ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম দিকে পুলিশ যে একশন মুডে ছিল তা কন্টিনিউ করলে আন্দোলন এক্সট্রিম মুডে চলে যেতে পারত- যা থেকে বিরোধী দল ফায়দা নেবার চেষ্টা করত! এমনতর ধারনা থেকেই বোধকরি সহনীয় মাত্রায় পুলিশকে রাখা হয়েছে।

পুলিশি একশনে আন্দোলনের গ্রাফ হয়তো উঠানাম করতো অনেক বেশি! তবে সব বিশ্ববিদ্যালয় এক সাথে মুভ করায় তা থামানো হয়তো অতটা সহজ হতো না- যতটা সহজ অন্য আন্দোলনে হয়েছে।
তবে এটা সত্য কোন জাতি যদি ঐক্যবদ্ধ হয় আর সবার চা্ওয়া যদি এক হয়- যতবড় স্বৈরাচার হোক না কেন মাথঅ নত করতেই হয়।
আমাদের জাতিগত ঐক্যের জায়গা খুব সীমিত। এক ক্রিকেটে আমরা যতটা ঐক্যবদ্ধ জাতীয় মৌলিক বিষয়গুরোতে যদি এমনি হতে পারতাম - আমার বিশ্বাস আরো অনেক বেশি এগিয়ে যেতে পারতাম সকল ক্ষেত্রে।

অনেক ধণ্যবাদ । আর শুভকামনা অন্তহীন

১০| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৩

সোহানী বলেছেন: খবরটা শুনে এতো ভালো লাগছে যে বলার না। কি যে টেনশানে কাটাচ্ছিলাম কয়টা দিন। যেদিন থেকে দেখলাম লীগের মাস্তানরা রাম দাও হাতে নিয়ে ক্যাম্পাসে ঢুকছে, পুলিশ যেভাবে বুলেট শেল ছুড়ছে। এবং সব শেষে রগ কাটা দেখে শিউরে উঠেছি। একটি মেয়ে কিভোব এতোটা নীচে নামতে পারে। মেয়েদের নিয়ে জীবভর কথা বলেছি এখন ওদের কাজ দেখে লজ্জাই পাচ্ছি। ক'দিন আগে আরেক লীগের মেয়েকে দেখলাম মিছিলে অন্যদের ওড়না ধরে টানছে... ছি:

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
মানুষ যদি মনুষ্যত্ব হারিয়ে ফেলে তখনই বোধ করি ঐসকল কাজ করা সম্ভব!
ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে দলান্ধতায় বিবেক, জ্ঞান বিসর্জন দেয় বলেই আজ এতটা অধ:পতিত হাল!
ছাত্রজীবন পুরোটাই এই হিপোক্রেসি দেখে বুঝেই শত প্রলোভন দলে নিজেকে দূরে রেখেছি-তাদের অন্ধকার জগত থেকে!
আত্ম-সন্ধানের নিমগ্নতায় মানুষেক খুঁজছি।

যদিও এই ছি: তে তাদের কোন বিকার নেই- তাবু অন্তরের গভীর থেকেই চলে আস- ছি:

##
শুভকামনা অন্তহীন

১১| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +

১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা' :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: বেশ বেশ ... পথ হারাবে না বাংলাদেশ ----

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর

শুভেচ্ছা অন্তহীন

১৩| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫০

ঢাবিয়ান বলেছেন: ঢাবির একজন প্রাক্তন ছাত্র হিসেবে অত্যন্ত গর্বিত বোধ করছি। সাহসী এই তরুন্ তরুনীদের স্যলুট।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ঢাবিয়ান :)

সত্যিই আন্তরিক সশ্রদ্ধ অভিবাদন তাদের পাওনা!

শুভৈচ্ছা অফুরান

১৪| ১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫৭

এখওয়ানআখী বলেছেন: প্রাণে গতি থাকবেনা তাকি হয়! প্রাণ সদা চঞ্চলময়। এই গতি ছড়িয়ে যাক স্থবির এ সভ্যতায়।

১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: গতিই জীবন

হুম
এই গতি ছড়িয়ে যাক স্থবির এ সভ্যতায়।- সহমত।

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

১৫| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

হাফিজ বিন শামসী বলেছেন:

অভিবাদন হে বিদ্রোহী বিপ্লবী!

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিবাদন সকলের তরে :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা

১৬| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

শরীফুর রায়হান বলেছেন: অভিবাদন হে বিপ্লবী কবি আপনাকে, চমৎকার লিখেছেন ++

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিবাদন হে সুপ্রিয় পাঠক :)

চমৎকার লাগায় এবং প্লাসে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

১৭| ১২ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: অভিনন্দণ হে মহা বিপ্লবী জনতাদের।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
অভিনন্দন সকলের প্রতি যারা সময়ের ডাক শুনতে পায়। জেগে ওঠে সময়ের ডাকে

অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা অন্তহীন

১৮| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫১

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লিখেছেন ভাইয়া।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভায়া :)

শুভেচ্ছা অফুরান

১৯| ১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৫

*** হিমুরাইজ *** বলেছেন: জয় হোক বিপ্লবী জনতার।

১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় হোক।

অনেক অনেক ধন্যবাদ হিমুরাইজ :)

২০| ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
বিপ্লবীদের বিপ্লবী সেলুট।
কবিকে অভিবাদন।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অাব্দুল্লাহ অাল কাফি :)

নতশিরে কৃতজ্ঞতায় অভিবাদিত হলাম :)
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

২১| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: সাহসী উচ্চারণ, সময়ের আহ্বানে।
ফরচুন ফেভারস দ্য ব্রেভ!
বিদ্রোহী ভৃগু এর বিপ্লবী অভিবাদন অদম্য তারুণ্যের সাহসী পদযাত্রাকে উৎসাহিত করবে।
কবিতায় ভাল লাগা + +

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র :)

অতি সত্য কথন- ফরচুন ফেভারস দ্য ব্রেভ!
অনুপ্রানীত হলাম।

শুভেচ্ছা শুভকামনা সবসময় :)

২২| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । আমার পড়তে দেরী হয়ে গেলো ।

১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি :)

শুভেচ্ছা শুভকামনা সবসময়

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।

................শুভ নববর্ষ।
...................আমার ব্লগে স্বাগতম।

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ

নববর্ষের শুভেচ্ছা :)

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮

শাহিন বিন রফিক বলেছেন:

ভাই না পড়ে মন্তব্য দিলাম, কারণ আজ আমি শুধু শুভেচ্ছা জানাতে লগইন করেছি।

১৪ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্ত এত্ত মিষ্টির জন্য এত্ত এত্ত শুভেচ্ছা :)

অকে। পরে পড়ে বইলেন ;) হা হা হা

নববর্ষের শুভেচ্ছা

২৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

শামচুল হক বলেছেন: দারুণ লিখেছেন

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শামচুল হক :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮

মুচি বলেছেন: আপনাকেও অভিবাদন.... এমন সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য। অনেক অনেক শুভকামনা।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

শুভকামনা অন্তহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.