নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি : আজন্ম স্বাধীনতার সাধ

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

জন্ম-জন্মান্তরের চক্রে অবিরাম লয় প্রলয়
শুধুই তোমার জন্য হে স্বাধীনতা!
অবিনাশী চলমানতায় নিত্য সংগ্রাম
শুধুই তোমার জন্য হে স্বাধীনতা!

অগনন ছায়াপথ বেয়ে, মিল্কিওয়ে
চুরাশি লক্ষ প্রহর খুঁজে চলেছি স্বাধীনতা
জঠর থেকে যাপিত জীবন প্রতি ক্ষনে
চেতনায়, অনুভবে চাতকী তিয়াস স্বাধীনতা;

প্রেম, সাহিত্য, ধর্ম দর্শন
তোমারই আরাধনা হে স্বাধীনতা
স্বপ্ন কল্পনা ধ্যান সাধনা
তোমারই সন্ধানে হে স্বাধীনতা;

কখনো তুমি জন্ম, কখনো মৃত্যু
কখনো যুদ্ধ কখনো শান্তি
কখনো প্রিয়ার চোখে স্বপ্ন
কখনো অবসন্নতায় শ্রান্তি;

কখনো তুমি সময় কখনও সময়োত্তর সত্য
কখনো তুমি অবিরাম আশা জন্মান্তরে নিত্য
কখনো তুমি বাহ্য ধ্বংস, নিত্য লয়-প্রলয়
কখনো তুমি সৃষ্টি নতুন, স্বপ্ন স্বপ্নময়;

স্বাধীনতা তুমি একাত্তর, লাল সবুজে ছাওয়া
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর মুক্তির গান গাওয়া;
স্বাধীনতা তুমি আমজনতার অধিকারের আশা
স্বাধীনতা তুমি গণতন্ত্রের মুক্তি সংগ্রামে ঠাসা;

স্বাধীনতা তুমি লড়াই, স্বাধীনতার স্বপ্ন আবাদ
স্বাধীনতা তুমি মুক্তি; আজন্ম স্বাধীনতার সাধ!

ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৬৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কখনো তুমি জন্ম, কখনো মৃত্যু
কখনো যুদ্ধ কখনো শান্তি
কখনো প্রিয়ার চোখে স্বপ্ন
কখনো অবসন্নতায় শ্রান্তি।

এই চারটি লাইন বুকে টেনে নিলাম।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা :)

অনুপ্রাণীত হলাম - শুভেচ্ছা অন্তহীন

২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: অনেক চড়াই উৎরাই করে আমরা স্বাধীনতা পেয়েছি।
এই স্বাধীনতা পেয়ে কিন্তু সত্যিকার অর্থে আমরা ভালো নেই। দেশের কোনো নাগরিক ভালো নেই।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর

এই জন্যইতো বলেছি- স্বাধীনতা এক অনন্ত নিত্যতা, স্বাধীনতা তুমি আজন্ম স্বাধীনতার সাধ।

শুভেচ্ছা

৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৯

বিজয় নিশান ৯০ বলেছেন: আপনার কবিতা ভালো হয়েছে ।
স্বাধীনতা তো আমাদের অনেক কিছু দিয়েছে যার ঋণ কখনও শোধ হবার নয়।
ভালো থাকুন

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিজয় নিশান :)

এতো জনম জনমের ঋণ। একজনমে শোধ হবার নয়।

শুভেচ্ছা রইল অন্তহীন। আপনিও ভাল থাকুন

৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে !!


এখন স্বাধীনতা শুধুমাত্র আবেগ মোড়ানো আবেগ ছাড়া আর কিছু নাহ...
স্বাধীনতার সঠিক সংজ্ঞা কী.....!

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

হুম। চেতনা যখন স্বার্থের হাতিয়ার হয়ে উঠে, স্বাধীনতা তখন অধরাই রয়ে যায়!
সার্বজনীনতা যখন ব্যক্তি আর দলান্ধতায় হাবুডুবু খায়- তখন স্বাধীনতা আবেগেই প্রকাশ্য

স্বাধীনতা তার প্রকৃত মহিমায় হয়ে উঠূক সকলের।

৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতা ভালো লিখেছেন।

ছাওয়া শব্দটি কি ছায়া শব্দের বর্ধিত রুপ?

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)

না । ছাওয়া মানে ছাওয়া - (১) [ক্রিয়া পদ] আচ্ছাদন করা, ঢাকা; বিস্তার করা, ছড়ানো। (২) [বিশেষণ পদ] পরিব্যপ্ত (মেঘে আকাশ ছাওয়া); আচ্ছাদিত, বিস্তৃত।, :)

শুভেচ্ছা রইল

৬| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি দুইবার পড়লাম।
আমার মন ছুঁয়েছে।
ভাল থাকুন।

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিএম বরকতউল্লাহ :)

জেনে ভাল লাগল। অনুপ্রানীত হলাম।
আপনিও অনেক ভাল থাকুন।

শুভেচ্ছা অন্তহীন।

৭| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৩:৫৭

নাগরিক কবি বলেছেন: আহ হা কবি......

২৮ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আবেগের এক অনি:শেষ লুপ, বহুমূখি ;)
শুভ আর কল্যানেই প্রশান্তি :)

শুভেচ্ছা রইল

৮| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭

সৈয়দ তাজুল বলেছেন:
অভাগা স্বাধীনতাকামীকে স্বাধীন দেশেও স্বাধীনতা খোঁজতে হয়!

মনের কথাগুলো কবিতার ভাষায় প্রকাশ করায় কবিতাটি প্রিয়তে রাখলাম। হয়ত এতে মনের কথাগুলো বারবার আবৃতি করার সুযোগ হবে।

ভালো থাকুন নিরন্তর।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

প্রিয়তে রাখায় কৃতজ্ঞতা। অনুপ্রাণীত হলাম।

শুভৈচ্ছা অফুরান। শুভকামনা অন্তহীন।

৯| ২৮ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জিবনের সকল ক্ষনে, সসকল রুপে আমরা সাধিনতা চাই।

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। স্বাধীনতা এক নিরন্তর নিত্য লড়াই, অন্তহীন

অনেক ধন্যবাদ লিটন ভায়া :)

শুভৈচ্ছা জানবেন।

১০| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১২

আখেনাটেন বলেছেন: স্বাধীনতার মর্মবাণী যদি স্বাধীনতার মর্ষকামীরা জানত, তাহলে অসৎ হর্ষকামী হয়ে নিজের ঢোল নিজেই পেটাতো না।

একটি সু-শিক্ষিত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে জাতিকে আর কতটা স্বাধীন হতে হবে? এই প্রশ্নের উত্তর কি আছে দুই-দিকে হেলে থাকা দুই মতের কাছে?

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

দারুন বলেছেন!
আর তাদের টানাপোড়েন আমজনতা পিষ্ট! সুস্থ ভাবে ভাবার ফুরসতও মিলছে না দলান্ধতায় পাল্লা দোলে পেন্ডুলামের মতো!
আপনার দেশ, আপনা স্বাধীনতা, সার্বভৌমত্ব, আপনা মৌলিক মানবাধীকার সব হয়ে গেছে বেনিয়ার পণ্য!
যে শোষন, যো অন্যয় আর জুলুমের বিরুদ্ধ উচ্চকন্ঠ ছিলেন বঙ্গবন্ধু, আজ সেই জুলুমই সংগঠিত হচ্ছে তাঁরই দলের মাধ্যমে!
অত্যন্ত দু:খজনক!

জাতি মুক্তি পাক এ ঘৌর অমানিষা থেকে। আমজনতা স্বাধীনতার প্রকৃত স্বাদে উজ্জিবীত হোক জাতি গঠনে।

১১| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৬

কুঁড়ের_বাদশা বলেছেন: স্বাধীনতা তুমি এখন বড়ই হস্যকর ! ;)



আর কিছু কমু নাহ..... মুখ বন্ধ। :-B

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত কথা যাও বলে কোন কথা না বলে......

অনেক অনেক ধন্যবাদ বাদশা ভায়া :)

স্বদেশ মুক্ত হোক, স্বাধীনতা বিকশিত হোক পূর্ণতায় সার্বজনীনতায়, সামগ্রীকতায়

শুভেচ্ছা আর শুভকমানা অন্তহীন

১২| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বাধীনতায় হীনতায় কে বাঁচিতে চায়?

+++

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

কেউ নয়! তবু পায় ক'জনায়!!!!

প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা

১৩| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৭

রোদ্দূর মিছিল বলেছেন: বেশ ভালো লাগলো। অনুভূতির সাথে একাত্মতা প্রকাশ করছি। শুভেচ্ছা জানবেন।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রোদ্দূর মিছিল :)

একাত্মতায় আপ্লুত

শুভেচ্ছা শুভকামনা অফুরান

১৪| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০

মনিরা সুলতানা বলেছেন: স্বাধীনতা তুমি লড়াই, স্বাধীনতার স্বপ্ন আবাদ।

খুব সত্যি মনে হয় এ কথা ; লেখায় ভালোলাগা :)

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু :)

আপনাদের ভাললাগায় ভর দিয়েই হাটা হাটি পা পা চলছি:)
অন্তহীন কৃতজ্ঞতা, শুভেচ্ছা আর শুভকামনা

১৫| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো লিখেছেন,স্যার।তবে এখন বেশিরভাগ দেশে যা হচ্ছে, তা অন্যরুপে পরাধীনতার নামান্তর। আমরা চোখ খুলে রেখে,মুখ বুজে চলি, স্বাধীনতা!
শুভেচ্ছা অনন্ত।

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার মুগ্ধতা ছুঁয়ে গেল :)

এক মাৎসানায় সময় পার করছে দেশ, জনতা।
শীঘ্র কেটে যাক স্বাধীনতার আঁধার :)
শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

১৬| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৩

জাহিদ অনিক বলেছেন:


কবিতটি পড়লে বুঝা যায় এটা বিদ্রোহী ভৃগু'র লেখা।
আর কে চাইবে এমন স্বাধীনতা--
ফুঁসলে উঠে মুক্ত হয়ে বেড়িয়ে যাবে মিল্কিওয়ে থেকে-----

চমৎকার

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অপার মুক্তিতেইতো প্রকৃত স্বাধীনতা :)
তাই সর্বোচ্চ পূর্নতায় খুঁজতে চেয়েছি ;)

অনেক অনেক ধণ্যবাদ জাহিদ অনিক

শুভেচ্ছা অন্তহীণ

১৭| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ব্রান্ডেড ব্লাইন্ডদের ব্লাইন্ড হওয়ার স্বাধীনতা আছে কি হে কবি? :P

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তারা থোরাই পরোয়া করে!
অন্ধত্ব, মোমাহেবী আর একদলীয় পা চাটায় গোপাল ভাড়কে পেছনে ফেলেছে সেইই্‌ইইই কবে!!!!

সকল শুভ, সুন্দর, সত্য আর কল্যানের জন্যই স্বাধীনতা!
সকল শুভ, সুন্দর, সত্য আর কল্যানেই স্বাধীনতা! :)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া! বহুদিন পর পদধুলি পেয়ে ভাল লাগছে :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১৮| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভায়া! বহুদিন পর পদধুলি পেয়ে ভাল লাগছে :)

লজ্জায় মিইয়ে গেলুম,,,
এই ঘুরলাম, দ্যান দুইটা..................

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভায়া! আপনার তুলনা আপনিই ;)

কি দেব ভায়া :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৯| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০

নীলপরি বলেছেন: কবির প্রাণের আবেগের কবিতায় শ্রদ্ধা ও ভালোলাগা ।
++++++

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি :)

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা অন্তহীন

ভাল থাকুন

২০| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: হা হা হা

ভায়া! আপনার তুলনা আপনিই ;)

কি দেব ভায়া :P =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


হ্যা গো হ্যা
সার্টিফায়েড বাই ''তুমি কে'' ;)
চটিস্পর্ষই দ্যান তবে মধ্যমার নয় কিন্তু, খবরদার।

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সুশীল অশ্লীলতাই বটে :P হা হা হা পগে

আয় বাভুল বুকে আয়
আর কোন কথা নাই :)

২১| ২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

সোহানী বলেছেন: তোমার কবিতা মানেই আলাদা কিছু.....................+++++++++++++

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রীত বোধ করছি। হ্যাটস অফ অভিভাবদন :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

২২| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: তোমার কবিতা মানেই আলাদা কিছু.....................+++++++++++++

আশায় দিন গুণি একদিন তিনি আমারে কবেন................... /:)

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে ভায়া আপনিতো দা লিজেন্ড সত্য'বাবু অফ সামু ;)

সকলেই আপনার গুনমুগ্ধ :)
এ অধমদের প্রতি অহিংস শুভদৃষ্টি রাখুন :P

অনেক ধন্যবাদ ভায়া সবসময় সবকিছু নজরে রাখায় :)

২৩| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৮

হাফিজ বিন শামসী বলেছেন:
স্বাধীনতা তুমি কবে আসবে
বাংলার মেহনতি মানুষের দুয়ারে?
নাকি আদৌ আসবেই না?

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি আমি আমরা যখন সত্যিই চাইব
সেদিন আসবেই।

:)

অনেক অনেক শুভেচ্ছা

২৪| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: আরে ভায়া আপনিতো দা লিজেন্ড সত্য'বাবু অফ সামু ;)
সকলেই আপনার গুনমুগ্ধ :)
এ অধমদের প্রতি অহিংস শুভদৃষ্টি রাখুন :P


খোঁচায় রক্তাক্ত............থামছেই না |-)

২৮ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি করি? কি করি? আ ভেবে না পাই

ভালবাসাকে খোঁচা বলে ? খোকা বাবু :P
অকে মাইনে নিনু।
তুমিই সেরা :)

২৫| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ফের খোঁচা B:-/
পঁচা পঁচা X((

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ভায়া ভালু ভালু ;)

২৬| ২৮ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। প্রথম দিকে বেশি ভালো ছিল............

২৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা'

প্রথমে জীবনের গূঢ় প্রারম্ভ থেকেই স্বাধীনতার তিয়াসকে বুঝাতে চেয়েছি
অত:পর ক্রম জীবন চক্রে নিম্নগামিতায় এ ভুবন এ দেশ স্বকীয় অনুভব
আর এর নিত্যতাকেই ধারন করতে চেযেছি।

শুভেচ্ছা আর শুভকামনা সবসময় :)

২৭| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল।কবিতায় ++

২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া

ভাল লাগা আর প্লাসে প্রীত বোধ করছি।
শুভেচ্ছা আর শুভকমানা অফুরান :)

২৮| ২৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪৬

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শামচুল হক :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

২৯| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪২

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটি। আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন কবিবর।

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

ভাললাগা অনুপ্রানীত করলো :)

শুভেচ্ছা শুভকামনা সতত

৩০| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০০

দিবা রুমি বলেছেন: ভালো লাগলো বিদ্রোহী কবি সাহেব।

আধুনিক প্রজন্মকে উৎসর্গ করে লেখা আমার কবিতাটা দেখতে পারেন!

৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

স্বাগতম ব্লগে এবং আমার বাড়ী :)

হুম দেখছি :)

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: শেষের তিনটে স্তবক বেশী ভাল লেগেছে।
"স্বাধীনতা তুমি মুক্তি; আজন্ম স্বাধীনতার সাধ" - একেবারের শেষের এ চরণটি কবিতাকে পূর্ণতা দিয়েছে।
কবিতায় ভাল লাগা + +

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা। অনুপ্রানীত হলাম।

শুভেচ্ছা অন্তহীন সবসময় :)

৩২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: খুব চমৎকার হয়েছে

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা অন্তহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.