নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসেছিলে চিহ্ণ রেখে যেতে
কর্মময়, সত্য, সুন্দর, স্মরনীয় বরণীয়
সেবায়, প্রেমে, সৃষ্টিতে মহত্তম উপমায়
দেখোতো আয়নায় চেয়ে- যাপিত জীবন!
ভুবন চুরাশির কষ্ট ক্লেশ
যাতনা, নিত্যতা সয়ে সয়ে
কত ভাগ্যে পেয়েছ এ জীবন;
অথচ কি নির্বোধ অহংকারে
জ্ঞান, ধর্মকে দলে যাও ভোগের মোহাবিষ্টতায়
খাঁদের কিনারায় অন্ধের এগিয়ে যাবার দৃঢ়পণ।
ক্যানভাসে কিছুই ফেলনা নয়
রংহীনতা্ও রং ফুটিয়ে তোলারই অংশ
তাই নির্লিপ্ত আনুগত্যে নিরবেই পথচলা
অনুভবে দূরদৃষ্টির দৃষ্টিকোণ!
স্থিরতার গতি অনুভুত হলে
প্যারালাল অসীম গতি স্থিরতায়
পলকে দেখে নাও নিজেকে সময়ের আয়নায়;
তোমর বিশ্বাস, তোমার কর্ম
তোমার অর্জন তোমার ত্যাগ
ব্যাক্তিক, পারিবারিক, সামষ্টিক সামাজিকতায়-
পঞ্চভুতে পঞ্চইন্দ্রিয় মিশে যাবার আগেই
দৃষ্টি স্থির, হস্ত-পদ অচল, অনুভব, চেতনা
বিবশ হবার আগেই; কর্ম কর হে আদম
মহাকালের স্মরণ সভায় স্মরিত হবার যোগ্যতায়।
****
আজ ২১ মার্চ। বিশ্ব কবিতা দিবস।
১৯৯৯ সালে ইউনেসকো “To give fresh recognition and impetus to national, regional and international poetry movements”– এই মর্মে ২১ মার্চ দিনটিকে World Poetry Day হিসাবে ঘোষণা করে। এর উদ্দেশ্য হল পৃথিবীব্যাপী কবিতাপাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেসকোর অধিবেশনে এই দিনটিকে ঘোষণা করার সময় বলা হয়েছিল– এই দিনটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।
আজকের কবিতাটি এই দিবসের প্রতি উৎসর্গিত
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
সত্য, সুন্দরই সব সময় কাম্য সকলের, গোচরে বা অগোচরে !
অন্তহীন শুভেচ্ছা আপনার জন্যও , জয় গুরু
২| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৭
অর্ক বলেছেন: দারুণ! অনেক ভালো লাগলো।
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি
অন্তহীন শুভেচ্ছা সবসময়
৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০
অর্ক বলেছেন: ফুল ফুটুক বা না ফুটুক
আজ বসন্ত
(কবি সুভাষ মুখোপাধ্যায়)
***
কবিতা লেখা হোক বা না হোক
আজ কবিতা দিবস
(এই অধম)
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তা যা বলেছেন
আসলে আমারও চোখে পড়ল শেষ বেলা! অমরত্বের মহাসড়কে প্রসব শেষেই
কবিতা লেখা হোক বা না হোক
আজ কবিতা দিবস
আপনার নামে প্যটেন্ট হয়ে থাকুক এই বানী
৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৮
নিকোলাস- রাহাদ বলেছেন: বাহ !
চমৎকার..
২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
মুগ্ধতা আপনার আন্তরিকতায়
শুভেচ্ছা অফুরান
৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:১১
নীলপরি বলেছেন: কবিতা দিবসে আপনার এই অনবদ্য কবিতা পড়ে খুব ভালো লাগলো ।
কবিতার গ্রামার জানিনা । আমার কাছে অনুভবের শাব্দিক প্রকাশই কবিতা । তাই হয়ত না বুঝেও কবিতাকে ভালোবাসি ।
অনেক শুভেচ্ছা রইলো ।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নীলপরি
হুম ভাল বলেছন অনুভবের শাব্দিক প্রকাশই কবিতা ।
শুভেচ্ছা অফুরান
৬| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১০
নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর । কিন্তু বুঝতে কষ্ট হচ্ছে ।
যা বুঝেছি তাতেই ভালো লাগলো
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
পৃথিবীতো কোটি কোটি মানুষ আসে আর যায়! এর মাঝে কেউ কেউ তার কর্মে, সৃষ্টিতে, ভালবাসায়, প্রেমে, দয়ায়, দানে অমরত্ব লাভ করে!
যুগে যুগে কালকালে এভাবেই চলছে কোটি মানুষের বাকীরা কেবলই আসে আর যায়! ভোগ করে । অন্যান্য জীবের মতো জৈবিক ক্রিয়া শেষে মরে যায়! রংহীন, কর্মহীন, চিহ্ণহীন বস্তুময় জীবন!
ভীন্ন যারা সৃষ্টিতে, কর্মে, প্রেমে, দয়ায়, মহত্বে তারাই অমর হয়ে রয় যুগ যুগান্ত মানুষের হৃদয়ে!
তাই মানুষকে ডাকা- এসো সৃষ্টির সে মহান পথে হাটো- যেখানে জীবন হয় পূর্ণ!
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
৭| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৯
নীল মনি বলেছেন: বেশ ভাব গম্ভীর লেখা ভালো হয়েছে।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল মনি
ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান
৮| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৮
সুমন কর বলেছেন: বরাবরের মতো দারুণ হয়েছে।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সুমন দা'
শুভেচ্ছা অন্তহীণ
৯| ২২ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫২
অশ্রুত প্রহর বলেছেন: সুন্দর লিখেছেন।
২২ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভৈচ্ছা অফূরান
১০| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৬
বিলিয়ার রহমান বলেছেন: শেষ লাইনটা যেন পুরো কবিতার সিনোপসিস!
ভালো লাগলো ভৃগুদা!
শুভকামনা সতত!
+++
২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ বিলু ভায়া
অনুপ্রানীত হলাম।
পাশে থাকেন বলেই চলায় সাহস পাই।
শুভেচ্ছা অন্তহীন
১১| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: ভাল লাগলো।নুূর ই হাফসা আপির উত্তরে আপনি যেভাবে বোঝালেন,তাতে আরো ভালো লাগলো।কবিতা দিবসে যথার্থই উপহার
শুভেচ্ছা অনন্ত।
২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পদাতিক চৌধুরি
হুম। দেখলাম অনেকেই কাঠিন্যভারে নুয়ে পড়েছে। তাই হালকা করার তাড়নাবোধ করলাম।
আপনাদের ভাললাগাতেই অনুপ্রেরণা পাই।
শুভেচ্ছা অফূরান
১২| ২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।
২২ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা
শুভেচ্ছা অন্তহীন
১৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬
কাছের-মানুষ বলেছেন: চমৎকার কবিতা । কঠিন জীবনবোদ কবিতায় ফুটে উঠেছে !
আমার ভাললাগা রইল। ++++
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
জীবন বোধকে অনুভব করায় ধন্যবাদ
শুভেচ্ছা অফূরান
১৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৯
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক দা'
শুভেচ্ছা অন্তহীন
১৫| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
কবিতা দিবসের এমন লেখা পড়ে যা বলা দরকার সেটাই বলি --- কেবল কবিরাই পারেন সংক্রামক ভাবে সাড়া দিতে ।
তারাই পারেন অমরত্বের মহসড়কে পথ চলার কথা বলতে । কেবল তারাই পারেন যা কিছু কবিতা নয়, তা থেকে কবিতাকে মুক্তি দিতে। যে ভাষা অধিকাংশ মানুষের পক্ষে সংবাদ জ্ঞাপনের নির্বিশেষ বাহন মাত্র, সময়ের আয়না দেখে দেখে শুধু কবিরাই পারেন স্বভাবের বিরোধীতা করে তাকে রূপান্তরিত করতে ছন্দোবদ্ধ ও চরিত্রবান কবিতায় ।
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: বরাবরেরর মতোই ঋদ্ধ মন্তব্যে কৃতজ্ঞতা
আপনার মন্তব্য পোস্টের অলংকার হয়েই রয় সবসময়
শুভেচ্ছা অন্তহীন প্রিয আহেমদ জী এস
১৬| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: গাঢ় চিন্তনের একটি সাবলিল প্রয়োগ।। ভালোলাগা *****
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহজাত সাবলীল অনুভবে
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অফুরান
১৭| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩২
জহির আসাদ বলেছেন: অনেক ধন্যবাদ ও সুন্দর
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
১৮| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষের স্তবকটিই কবিতার সার বক্তব্য।
এসো সৃষ্টির সে মহান পথে হাটো- যেখানে জীবন হয় পূর্ণ!(৬ নং প্রতিমন্তব্য) - যথার্থ বলেছেন!
অনুভবের শাব্দিক প্রকাশই কবিতা - কবিতার এ চমৎকার সংজ্ঞাটির জন্য (৫ নং মন্তব্য) নীলপরিকে ধন্যবাদ ও অভিনন্দন!
কবিতায় ভাল লাগা + +
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র
সার অংশ অনুভবে অতুলনীয় বরাবরই অনেকের খানিকটা কাঠিন্যুনভবের প্রকাশে একটু সহজাত করে দেয়ায় চেষ্টা ৬ প্রতিমন্তব্যে।
আপনার ধন্যবা দনীলপরি গ্রহণ করুন
ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অন্তহীন
১৯| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
শিখা রহমান বলেছেন: কবিতা দিবসের শুভেচ্ছা। কবিতা ভালো লেগেছে, বিশেষ করে এই কয়টি লাই্ন। কবিতা দিবসের শুভেচ্ছা। কবিতা ভালো লেগেছে, বিশেষ করে এই কয়টি লাই্ন।
ভালো থাকবেন কবি। শুভকামনা।
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শিখা রহমান
অনেক সময় কমেন্টস লিখে ছবি ইনসার্ট করলে ডাবল হয়ে যায়! ইটস ওকে
কোট করা অংশটুকু বিশেষ ভাললাগায় কৃতজ্ঞতা
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা
২০| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৫
শিখা রহমান বলেছেন: দুঃখিত!! প্রথম দুটি লাইন কিভাবে যেন দুবার পোষ্ট হয়ে গেছে। জরিমানা হিসেবে আপনাকে কবিতা বিষয়ে একটা প্রিয় কবিতা দিলাম।
"মনভাল’র থেকে যেসব কবিতা লেখা হয় তারা অনেকটা বাড়ির ছোট মেয়ের
মতো। ফর্সা, চুল ছোট করে ছাঁটা, আদরের, গানের ক্লাসে যাওয়া ফুটফুটে
একটা মেয়ে। মন খারাপের থেকে যে সমস্ত কবিতা উঠে আসে তারা বাড়ির
বড় মেয়ের মতো। চাপা রং, চুল ঠোঁট নখে অযত্ন, দু’বার পাত্রপক্ষ ফিরে যাওয়া,
সেলাইফোঁড়াই জানা একটা মেয়ে। আমি শুধু চেয়েছিলাম এই দুই বোনের
মধ্যে রোগাসোগা, একরোখা, বদমেজাজি একটা ছেলে, যে অনেক রাত অব্দি
গান শোনে, আর যার বন্ধু নেই কোনো।" --- শ্রীজাত
ভালো থাকবেন। শুভকামনা কবি।
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এমন মধুর ভুল আর এমন দারুন উপহার
নিত্য হোক তব ভুল তবে
যতদিন কবি থাকো এ ভবে হা হা হা
বাহ! কাব্যের দারুন উপমা দিয়েছেনতো! দুটোই যেন ছায়াচিত্র হয়ে নেচে গেল চোখের কোনে!
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
ভাল থাকবেন সবসময়।
২১| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২
জাহিদ অনিক বলেছেন:
কবিতা তো দারুণ !!
কবিতা দিবসের শুভেচ্ছা কবি !
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি জাহিদ অনিক
দারুন লাগায় দারুন অনুপ্রাণীত হলাম কবি
শুভেচ্ছা অফুরান
২২| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
মলাসইলমুইনা বলেছেন: কবি বর, কবিতা দিবস পার হয়ে গেছে যাক ... আপনার কবিতায় চলে যাওয়া সেই দিবসের সতেজ সৌরভ এখনো জমা আছে আর তাতেই মন ভরপুর দারুন সুগন্ধে |কবিতা ভালো হয়েছে | বিলেটেড শুভেচ্ছা কবিতা দিবসের|
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম ভায়া
অসাধারন মন্তব্যের মৌতাতে মুগ্ধ আমিও
বেটার লেট দেন নেভার - সো দেরী হলেও সমস্যা নেই বরং কৃতজ্ঞতা
অনেক অনেক শুভচ্ছো
২৩| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
কবিতার দিনে কবিতাকে উৎসর্গ করে কবিতা লিখেছেন ! চমৎকার ! কবিতার প্রতি আপনার অনুরাগ প্রশংসনীয় ।
কবিতা হোক প্রতিদিনের....
২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন
তবে তাই হোক কবিতা হোক প্রতিদিনের....
অনেক অনেক শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা হোক সবসময় সুন্দরের প্রকাশ !!
বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা রইল গুরু।