নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন চলে যায় মানুষ?
কেনইবা আসে?
কোথা থেকে আসে কোথা চলে যায়
কেন ফেঁসে? এই আসা-যাওয়ার ফাঁসে!
কেবলই জৈবিক প্রতিক্রিয়া
অজ্ঞাতে হয়ে যাওয়া এই জনম!
যাপিত জীবন শেষে হঠাৎই
কেন চলে যাওয়া! এ কেমন?
বিত্ত বৈভব অহংকার
যাপিত জীবনের সব উপকরণ
পড়ে রয় অবহেলায়
মানুষটা নেই, মানুষ তবে কোনজন?
দেহটা নিশ্চল, নিরব, নিথর
মাছিটাও তাড়াবার অনুভূতিহীন
তবে কি জীবন অন্য কিছু
চলে গেলে দেহটাও ক্ষমতাহীন!
আত্মার সন্ধানে অমরাবতী ছেড়ে
সাধুদের ক্লেশকর সাধন
দেহের কি দোষ? নয়? মোহ অবলোপন!
আত্মার মুক্তিতে শরীর পাতন!
দুধ-ননী ভিন্ন; মিশে রয় এক সাথ
মন্থন সাধনে শোধন
রুপ ভিন্নতায় নব জনম নতুন নাম
স্তর থেকে স্তরে নিত্য গমনাগমন!
তবে, সাধুরা্ও কেন চলে যায়?
কোথায়? কিরুপে? কেন এ ভ্রমণ?
জগতের অবিনশ্বরতা: ভ্রমনের নিত্যতা
রুপ-বদল আপেক্ষিক স্থানিক প্রয়োজন!
রুহ এক আদেশ: ক্রিয়াশীল নিত্যতা
অনুভবের চেষ্টায় নিরন্তর ভাবনা-
প্রভু জানেন প্রকৃত সত্য:
রবুবিয়াতের কাছে তাই নিত্য ধর্ণা।
নূর অবনত হয় যে আদমে, স্বত্ত্বার বিকাশে
তারই আদেশ, অনুসরনে মোহাম্মদে
অনুগত, সিজদাবনত স্বত্ত্বা মহামহিমে
ভ্রমনের পূর্ণতা কল্যানে, সাফল্যে মাকামে মাহমুদে।
ছবি কৃতজ্ঞতা: সালভাদর ঢালী
জীবন-মৃত্যু: সুরিয়ালিজম
সূত্র: গুগল
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আবু আফিয়া
শুভেচ্ছা রইল
২| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: গুরু আত্নার কী রুপান্তর হয় ??
যদিও প্রতিটি কাজে বিশ্বাস হল এমন এক অনুভূতি যা কিনা সবকিছুর পরম নিশ্চয়তা দান করে থাকে !
একমাত্র বিশ্বাসই নিয়ন্ত্রণ করে সবকিছু ফলফল ! শেষের যাত্রা হল চার কাধ ইউজ করতে হয় ! মানে মরে গেলে কফিনের বহন করবে নূন্যতম চারজন বা তারও অধিক! জীবনের পার্ট শেষ.... পরে অনন্তকালের যাত্রা শুরু!
কবিতা ভালো লিখেছেন++
শুভ কামনা রইল।
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
রুপ বদলের খেলারে সব দেখ খুেল নয়ন
জগত মহা জগত যত সৃষ্টি যত জীবন...
সবই রুপান্তরিত হয়!
দুধ যেমন মন্থন শেষে হয় মাখন, জল হয় মাঠা,
মাখন মন্থনে হয় ননী, ঘি
চক্র অবিরাম!
শেষ যাত্রাতো কেবলই দেহের অন্তোষ্টিক্রিয়া ! আত্মার যাত্রা দেখার চেষ্টা করুন
সবকিছূ বদলে যাবে
কবিতা ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা।
শুভেচ্ছা অফূরান
৩| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৯
শায়মা বলেছেন: আমিও ভাবছিলাম এ সুন্দর অর্থহীন ক্ষনিক জীবনের কথা।
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই!
শেয়ার করে ফেলুন ভাবনাগুলো । আমরাও ঋদ্ধ হই
বাহ্যত দেখলে ক্ষনিকের, অন্তস্থ নয়নে দেখলে এক অবিরাম চক্র
শুরু আর শেষটা খুঁজে পেলে সার্থক মানব জনম
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
৪| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শুধুই দীর্ঘশ্বাস।
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
টুকরো টুকরো খন্ড খন্ড অনুভবে দীর্ঘশ্বাস বাড়েই কেবল!!
এক অনিশ্চিত নিশ্চিত কে নিয়ে কতইনা অবহেলা! আমাদের ভাবনায়, কর্মে আর বিশ্বাসে!!
অনেক অনেক শুভেচ্ছা
৫| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
তারেক ফাহিম বলেছেন: মৃত্যুর কাছে আমরা সবাই পরাজিত
কবিতা সুন্দর হয়েছে কবি
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: চরম সত্য।
অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীন
৬| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫
কানিজ রিনা বলেছেন: আহাদে আহম্মদ পরমে পরম, সিজদাবনত
সত্বা মহামহিমে তাহার আদেশ অনুসরণে
অনুগত মুহাম্মাদে। চুরান্ত চালাক তুমি আছ
মিশিয়া হে মুহাম্মাদ প্রোপ্রান পরমে পরম
জানিয়া।
খুব কঠিন ভাষা আর একটু সহজ করলে
ভাল হয়। ভাল লাগে মাঝে মাঝে আপনার
আধ্যাতীক পোষ্টে। অভিনন্দন।
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ল্বাকাদ জা আকুম রাসুলুম মিন আনফুসিকুম . . .
রিসালাত আর ওয়াহদানিয়াত যে অনুভব করেছে সে প্রশান্তি লাভ করেছে
পর্দার জন্যই একটু পর্দা করতে হয়! নইলে কাঠমোল্লারা আছে না
আপনাদের ভাললাগাই অনুপ্রেরণা হয়ে রয়!
অনেক অনেক শুভেচ্ছা
৭| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১
নতুন নকিব বলেছেন:
উচ্চাঙ্গের ভাব মিশ্রিত দারুন কবিতা।
অনেক শুভকামনা, প্রিয় কবি।
১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
পরম সত্যটার শুরু থেকে শেষ অনুধাবনের জ্বালা
আর অনুভূত সত্যানুভব শেয়ারের খেলা
তারই মাঝে রূপ- রূপকের যত মেলা
বুঝে নিলে আছে সব, নয়তো কথার ভেলা
শুভেচ্ছা অন্তহীন
৮| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪
শাহিন বিন রফিক বলেছেন: জীবন ক্ষনিকের তবুও আমাদের অহংকারের সীমা নেই। খুবই ভাল লাগল "আসা-যাওয়া" এই কবিতাটি।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
পূর্ন জীবনকে অনুভব না করে আমরা খন্ডিত অনুভব করি বলেই অহিমকায় ভাসি!
জ্ঞান ভাবনাকে প্রসারিত করে, আর ধ্যান জ্ঞানকে শানিত করে
ভাল লাগায় কৃতজ্ঞতা। শুভেচ্ছা অফুরান।
৯| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১
জাহিদ অনিক বলেছেন:
এসব নিয়ে ভাবতে গেলে বলতে গেলে কথা হবে না কোন কাজ
প্রেম বিরহ ব্যথা লাজ সব যাবে হয়ে লীন
কোথা থেকে এলাম আমি, কোথায় হব বিলীন
কবিতার কথা ও ভাব দারুণ। ছন্দও দারুণ।
ছবিটা বেশ মানানসই। কবিতার ষোলকলা পূর্ন
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে মুগ্ধকরা মন্তব্যে কৃতজ্ঞতা ভায়া
হুম।
ছবিগুলো ভাল লেগেছে জেনে ভাল লাগছে।
সুরিয়্যািলজমে গিয়ে অবশেষে পেলাম কবিতার সাথে সামঞ্জ্যস্যপূর্ণ ছবি
অন্তহীন কৃতজ্ঞতা গ্রেট সালভাদর ঢালির প্রতি।
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
১০| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
ডঃ এম এ আলী বলেছেন:
ঐশী-চেতনা ও মৃত্যু-চেতনা প্রসঙ্গে সুফিবাদের সব স্তরের শাশ্বত বাণী ও সুর কবিতাটিতে প্রতিফলিত। জীবন মৃত্যুর অমোঘত্ব আর পরম সত্যের ঐশী ধাপ কবিতাটিতে বিকশিত ও প্রস্ফুটিত, এতে অবিনশ্বর আত্মার সন্ধান পাওয়া যায়। এক অমল মহিমার আলিঙ্গনে আধ্যাত্মিক জগতের জটিল গ্রন্থি উন্মোচনের বিষয়ে ভাব-গন্ধ ও তত্ত্ব কথার দিক বিবেচনায় কবিতাটিকে অসাধারন বলেই মনে হচ্ছে । কবিতাটি পাঠে দিয়ে গেল জীবনবোধ ও দর্শনের নিগূঢ় তত্ত্বের সন্ধান , মনে হল আত্মার উপলব্ধি ও উপস্থিতি দেহেই লভ্য। কিছুটা সাধারণে বোধ্য, আর কিছুটা মারেফতি সাংকেতিক ভাব দিয়ে ভরা রয়েছে কবিতার কথামালা । কথা নিতান্ত সহজ তবে অন্তর্নিহিত অর্থ তার অপূর্ব জ্যোতি দিয়ে কবিতাটিকে উজ্জ্বল করে তুলেছে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন বিশ্লেষনে মুগ্ধ! কবিতার প্রকৃত রসাস্বাদনী পাঠক কবির জন্যেও তৃপ্তির স্বস্তির প্রশান্তির
অনুপ্রাণীত হলাম।
শুভেচ্ছা আর শুভকামনা রইল অফুরান।
১১| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
কবিতা মানে ছন্দ মিলানো নয়, তার মাঝে প্রাণ থাকতে হয়
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ঠিক তাই।
আর কবিতার প্রাণকে উপলদ্ধি করতে চাই প্রজ্ঞাবান পাঠক।
শুধু পড়ুয়ে হলে অবশ্য ভিন্ন কথা!
ড. এম এ আলী ভাইয়ের মন্তব্য উপলদ্ধি করুন। তারপর আবার পাঠ করুন
আশা করি বোধগম্যতার দুয়ার একটু হলেও খুলে যাবে।
শুভেচ্ছা রইল।
১২| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
সুমন কর বলেছেন: প্রভু ছাড়া আর কে জানবে, বলুন !! আপনার অধিকাংশ কবিতার অর্থ অাধ্যাত্মিক, ভালো লাগে।
+।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা'
আপনার ভালোলাগা প্রেরণা হয়ে রইল।
অনেক অণেক শুভেচ্ছা আর শুভকামনা।
১৩| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সবকিছু'র শুরু 'শূন্য'-তে, শেষও ঐ শুণ্য-তেই। এর মাঝখানে কিছু সার আর কিছু অসার গূণাগুন্তি। নিজ অনুভবের অনুরণনে ভুলে যাই অনুভব স্রিষ্টি'র আসল উদ্দেশ্য।
কবিতায় ভালো লাগা।
১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কুন ফাইয়াকুন গানটা শুনেছেন ভায়া?
এ আর রহমানের সুর করা!
এই শুন্যতাকে যেন দারুন ফুটিয়েছেন গীতিকার আর সুরে তা আরও প্রাণময় হয়েছে।
অনন্য গভীর সব সুফিবাদের তত্ত্ব কি অবলীলায় গানে গানে ফুটে উঠেছে!
মুগ্ধ হয়ে শুনি প্রায়ই।
পরম শুন্যতায় পৌঁছার সাধনাইতো জীবন!
ভাললাগায় কৃতজ্ঞতা। অনেক অনেক শুভেচ্ছা
১৪| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: বাউল আব্দুল করিম বলে, "বুঝে উঠা দায়,
কোথা হতে আসে নৌকা; কোথায় চলে যায়?"
আসলেই বুঝতে পারা কঠিন। কেন এ মানবজীবন? আমাদের প্রয়োজনটা কী? এ কি কেবল একটা দুর্ঘটনা?
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! কি চিরন্তনী আক্ষেপ কয়ে গেছেন শ্রদ্ধেয় বাউল আবদুল করিম!
দুর্ঘটনাতো একবার বা কয়েকবার! কিন্তু এমন চমৎকার লজক্যিাল দুর্ঘটনা! ভাবতেই কেমন লাগেনা?
অনেক অনেক ধন্যবাদ সাধূ দা’
শুভেচ্ছা অন্তহীন
১৫| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২
গালিব আফসারৗ বলেছেন: যাওয়া-আসার দারুণ উপলব্ধি, কবিতা, এক নতুন দর্শন যেন।
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া গালিব আফসারী
আসলে নতুন কিছূই না। কেবল উপস্থাপনার সম-সাময়িকতা
এ এক আজন্ম জিজ্ঞাসা! চলতেও থাকবে অন্তহীন
শুভেচ্ছা রইল
১৬| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বরাবরের মত 'জটিল' হয়নি বলে কমেন্ট করছি। এই 'কেন' নিয়ে যদি সবাই একটু ভাবতো তাহলে কতই না পরিবর্তন হত...
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক! বাঁচালেন এবার তবে
হা হাহা
হুম। এই কেনর অনুসন্ধানে সাদ্ধ, ব্রতচারী, সুন্দর, অহিংস, নির্লোভ, মোহমুক্ত জীবন!
তাইতো কেনকে ভুলিয়ে রাখতে ভোগবাদের কত্ত আয়োজন!
ইনষ্ট্যান্ট সবকিছুতে ব্যাস্ত রাখা নুডলস থেকে হাবি’ তক
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
১৭| ১৮ ই মার্চ, ২০১৮ ভোর ৬:০৩
মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি চমৎকার করে ভেবেছেন!
সত্যিই এ যেন এক অদ্ভুত গোলকধাঁধার চক্র!
আর এই আশ্চর্য চক্র পরিভ্রমণের আসল পূর্ণতা কল্যাণে।
কবিতায় মুগ্ধতা।
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিথী_মারজান !
গেল সপ্তাহে আমার প্রিয় এক বড় ভাই সুরকার নজরুল ইসলাম বুলবুল ইন্তেকাল করলেন।
উনার ছবির দিকে চেয়ে থাকতে থাকতেই ভাবনারা উন্মাতাল ঝড় তুলল!
ব্যাস নেমে গেলাম সন্ধানে!
আসল পূর্নতার মসেজেটা নজরে এসেছে দেখে ভাল লাগল।
মুগ্ধতাটুকু ছুঁয়ে গেল অনুপ্রাণ হয়ে
শুভেচ্ছা অফুরান
১৮| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
সোহানী বলেছেন: তোমার কবিতা একবারে পড়ে বোঝা সম্ভব নয়। আবার পড়বো বোঝার জন্য ভালেঅভাবে............. ছবিটা অসাধারন।
আপাতত না বুঝে + তারপর না হয় বুঝে + দিবো...........
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বলেছ! ভাবছি খুশি হবো না বেজার
হা হাহা
অনেক বেশি অবোধ্যতা লেখকের জন্য মন্দ বৈকি! অপেক্ষায় রইলাম বুঝে প্লাসের
অন্তহীন শুভেচ্ছা রইল
১৯| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা!
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই
শুভেচ্ছা আর শুভকামনা রইল
২০| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৫
মুদ্দাকির বলেছেন: উনার নূর থেকেই সব কিছু ............ খুব সম্ভবত উনার নূরে বিলীন হওয়াই লক্ষ্য , জানি না, একেক সময় একেক চিন্তা আসে। আসসালামুয়ালাইকুম।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। তাতে সন্দেহ নাই।
স্তরান্তর ভ্রমনে কোন সন্দেহ নেই। খুঁজুন গভীর অভিনিবেশে নিশ্চয়ই সমাধান পেয়ে যাবেন।
ওয়ালাইকুম আস সালাম
২১| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮
করুণাধারা বলেছেন: গভীর ভাবনাময় দারুন কবিতা। এই কবিতা আত্মস্থ করতে বার বার পড়তে হবে। আপাতত ভালোলাগা।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভাললাগা টুকু অনুপ্রাণ যোগাল
শুভেচ্ছা রইল অন্তহীন
২২| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৫
শাহ আজিজ বলেছেন: আত্মাগুলো রথে চড়ে
হস্ত পদ বিহীন
তবে রথ বায় কে
অচিন বাতাস
নিয়ে চলে তারে
নতুন ভাবনার জগতে।।
এখন থেকে ৪০ বছর আগে হলের বারান্দায় গোরস্থানের দিকে তাকিয়ে সিগারেটের সুকা ফেলে তাতে তামাক ভরে সুখটান দিয়ে কয়েক পথিক আত্মার গমন নির্গমন নিয়ে আধ্যাত্মিক কথাবার্তায় ডুব মারতাম প্রশান্তর অতল তলে । দেহ বিলীন জ্ঞান বাইচা থাকে ৯ কুঠুরির মাঝে । আহা কি জীবন ছিল সেই কুড়িতে । তোমার লেখা ফিরিয়ে নিয়ে গেল চার যুগ আগে । আজিমপুর গোরস্থানের বিপরিতে হলের বারান্দায় । ডর , ভয় আছিল না কিছু , আছিল না সংশয় মরনে। শরিরে বেধেছে বাসা হরেক অসুখে । পাই ভয় মনে মনে , আইজ থেইকা ডর করিনা মরনে, আত্মা বায়বীয় , মনের সুখ আত্মারে বেহেস্ত দিব , অপরের খেয়ানত দেবে দোজখের দুঃখ ।
চমৎকার হইছে । আবারো পড়ব ।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ কি সৌভাগ্য!
আপনার বয়স ৪০ বছর কমিয়ে ফেলেছি
সার্থক তবে ভাবনার প্রকাশ
আপনার স্মৃতিচারণ ভাললাগল। সুকা ফেলে তামাক ভরা ওয়াহ! কি ক্লাসিক ভাবেই না বলে গেলেন
হুম। আপ ভালাতো জগত ভালা
বেহেশত (বে মানে নাই, হাশত মানে মন্দত্ব) , অপরের খেয়ানতে দোজখ - সহমত।
এক দারুন গ্রন্থ কিছু মূর্খের হাতে পড়ে অনির্বচনীয় দশায়।
অথচ জ্ঞানীরা ঠিকই মুক্তো তুলে আনে!
আপনার আবার পড়ার অগ্রহে সম্মানীত বোধ করছি।
অনেক অনেক শুভেচ্ছা
২৩| ১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
আখেনাটেন বলেছেন: “Do you know what you are?
You are a manuscript oƒ a divine letter.
You are a mirror reflecting a noble face.
This universe is not outside of you.
Look inside yourself;
everything that you want,
you are already that.” -- আপনার কবিতা পড়ে রুমির এই কথাগুলো মনে পড়ে গেল।
চমৎকার লেখা।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সংযোজনে কৃতজ্ঞতা
বাংলায় যার পরিভাষা অনেকটা এরকম
যা আছে বিশ্ব ব্রহ্মান্ডে
তাই আছে মানব ভান্ডে!
কিংবা মানতেকুত তোয়ায়েরর আত্ম দর্শনের প্রকাশে- আমিই পরম!
অথবা মানসুর হাল্লাজের - আনাল হক!
অনেক অনেক ধন্যবাদ আখেনাটেন শুভেচ্ছা আর শুভকমানা অফুরান।
২৪| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫০
নীলপরি বলেছেন: খুব সুন্দর কবিতা ।কবিতার বিষয় ও প্রশ্ন-উত্তরের বিশ্লেষণ অসাধারণ । +++++++
১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি
চিরন্তনী শুন্যতার একটা কিনারা খোঁজার সামান্য প্রচেষ্টা!
প্রশ্ন-উত্তরের বিষয়টা অনুভব করায় ভাল লাগল
শুভেচ্ছা রইল অন্তহীন
২৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৮
বিলিয়ার রহমান বলেছেন: পড়েছি!
আবারো পড়তে হবে!
আপাতত প্রিয়তে রইলো!
১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিলিয়ার ভায়া
প্রিয়তে রেখে সম্মানীত করায় কৃতজ্ঞতা
অন্তহীন শুভেচ্ছা রইল
২৬| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪০
নীলপরি বলেছেন: আজকে আমার হঠাৎ খেয়াল হোলো সামুতে এখন পোষ্টের নীচে অ্যাড দেখাচ্ছে না । কেনো ? জানেন কিছু ?
১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো! শুধু বিজ্ঞানবক্স ছাড়া আর কোন এড নেই!!!!!
না আপাতত জানা নেই। জানলে জানাব
২৭| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০০
নীলপরি বলেছেন: যাক , একই দলে আছি । আমি ভাবছিলাম আমি একাই খেয়াল করিনি ।
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দলভুক্ত হতে পারা চাট্টিখািন কথা হাহাহা
ফিলিং নাগিন ড্যান্স
২৮| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১০
নীলপরি বলেছেন: কিছুদিন ধরে আমার ফিলিং হচ্ছে যেন সামুতে আমরা সবাই কেমন ঝিমিয়ে গিয়েছি । আমার ধারণা পুরোপুরি ভুলও হতে পারে !
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: না । ভুল নয় । তেমনি মনে হচ্ছে। আমি নিজেই এই পোষ্টের আেগ ২/৩ দিন খুবই অনিয়মিত ছিলাম!
জীবনের টানাপোড়েন কখনো কখনো পিছু টানে বৈকি!
এরই মাঝে চলতে হয় চলতে হবে। কখনো জমজমাট কখনো একটু ঝিম ধরা
২৯| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: কুন ফাইয়াকুন গানটা শুনেছিলাম। সুরা ইয়াসিনের এই আয়াতটা নিয়ে অসাধারণ গেয়েছেন এ, আর, রহমান। মনে করিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ।
১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
দারুন একটা সৃজনশীল কাজ হয়েছে। আমি একটা গানে ফিহা খালাকনাকুম এই পুরা আয়াতটি চালীয়ে দিয়েছি।
যদিও তা আতুর ঘরেই
৩০| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২
রোদ্দূর মিছিল বলেছেন: খুবই গভীর। ভালো লাগলো।
২০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আপনার জাতিস্মরের মুগ্ধতা এখনো ছুঁয়ে আছে
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা রইল
৩১| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৩
নীলপরি বলেছেন: হুম , ঠিক বলেছেন ।
আমি নিজেও তো অনিয়মিত হয়ে যাই ।
আশারাখি , সবাই মিলে একসাথে ঝিম কাটিয়ে ফেলবো ।
২১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম।
ঝিম কেটে যা ঝিম
চলুক ঝিম কাটানি
৩২| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
নীল মনি বলেছেন: জীবনের উপলব্ধি দারুণভাবে ফুটে উঠেছে আপনার লেখায়।ভালো লাগল। লেখাটি পড়ার সময় ভাবছিলাম। আমি প্রতিদিন একবার করে হলেও ভাবি যেতে হবে।
২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আপনার প্রতিদিনের ভাবনা নিশ্চয়ই আপনাকে উপকৃত করে যাপিত জীবনে!
কতজনায় বোঝে এই চরম সত্য!
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
৩৩| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ ভাবিত তো করেই। দোয়া করবেন।আপনার জন্যও শুভ কামনা
২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ভাবনার তরী বেয়ে পৌছে যান মঞ্জিলে মাকসুদে
শুভকামনা সতত . . .
৩৪| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি মনে হয় আধ্যাত্মিক ব্যাপারস্যাপার নিয়ে বেশ ভাবনাচিন্তা করেন?
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি!
কিংবা বলতে পারেন এর মাঝেই বেঁচে থাকি
নিজেকে নিজে খোঁজার জ্ঞান হবার পর থেকেই -আর পাখিটি ছাড়লনা আমায়
নিত্য শুধায় -তারপর?
অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান
৩৫| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
যেমন কঠিন কঠিন সব প্রশ্ন করেছেন তেমনি কবিতাও হয়েছে কঠিন । এমনিতেই জীবনটা জেরবার ; চাল-ডাল-তেলের হিসাব মেলাতেই দিন পার তার উপরে আপনি আবার প্রশ্ন রাখলেন ---- খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়.....
২১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তা যা বলেছেন! দারুন!
উত্তর গুলো কিন্তু কঠিন করে বলিনি সহজ বোধের সহজতায় ছুঁয়ে যেতে চাইছি রহস্য ভাবনার অলিন্দগুলো
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অফুরান
৩৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: প্রভু জানেন প্রকৃত সত্যঃ রবিবিয়াতের কাছে তাই নিত্য ধর্ণা - বাহ, কি চমৎকার ভাবনা!!!
পর্দার জন্যই একটু পর্দা করতে হয়! নইলে কাঠমোল্লারা আছে না (৬ নং প্রতিমন্তব্য) - কথাটা ভাল বলেছেন।
কথা নিতান্ত সহজ তবে অন্তর্নিহিত অর্থ তার অপূর্ব জ্যোতি দিয়ে কবিতাটিকে উজ্জ্বল করে তুলেছে। - আমার মনের কথাটাই যেন ডঃ এম এ আলী ভাই তার আলঙ্কতিক ভাষায় বলে গেলেন ১০ নং মন্তব্যে!
কবিতা পড়ে হয়তো একেকজন একেক কথা ভাববে। আমি যেটা ভেবেছি, সেটা নাহয় আমারই থাক! অনন্ত যাত্রায় আমাদের এ স্থানিক, ক্ষণিক ভ্রমণটুকু আনন্দময় হোক, নিষ্কলুষ হোক!
কবিতায় ভাল লাগা + +
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র
সেই আশৈশব ভাবনার রুপকল্প অনুভবে সত্যি অনেক পুলকিত হই। আবার অসীম শুন্যতার সন্ধান পেয়ে আকুল হয়ে যাই
নিজের অতি ক্ষুদ্রতা আবার নিজেতেই পূর্ণতার এক দারুন পাজল অনুভবে চলছে ভাবনার তরী!
কখনো আমি কেউ নই, তো আবার আমিই সব - এক দারুন কন্ট্রাষ্ট
ড. এম এ আলী ভাই সত্যি গহনে ডুব দিয়ে মনি তুলে আনায় ড. ই বটে
আনন্দময় আর নিষ্কলুষতার প্রার্থনার সাথে বিনয়ের সাথে পূর্ণতার প্রার্থনাটুকু যোগ করতে চাই।
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা
৩৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭
খায়রুল আহসান বলেছেন: "আলঙ্কতিক ভাষায়" কথাটা আলঙ্করিক ভাষায় হবে।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০০
আবু আফিয়া বলেছেন: চমৎকার