নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের মহাশক্তি অনুভবে বিহব্বল আমি
চেতনার স্ফুরনে আপনা মাঝে আরেক আপনি
এক নবজন্মের অদ্ভুত আনন্দে ভেসেছিলাম
সাত মার্চ । উনিশ'শ একাত্তর!
জন্ম জন্মান্তরের মুক্তির আহবান
সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ে হৃদয়ে
ঘুমন্ত স্বত্ত্বা জেগে উঠে মোহন বাঁশির সুরে
লাল সবুজের স্বপ্ন বং থেকে বাংলা; স্বপ্নের বাংলাদেশ।
এক মহাকাব্য রচে মহাকবি
বজ্রনির্ঘোষে স্বত:স্ফুর্ত মন কথা-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম!
উত্তাল শ্লোগানে তাল সঙ্গত দেয়
সাড়ে সাত কোটি জনতা - জয় বাংলা।
নেচে ওঠে রক্তেরা কণায় কণায়- -
’রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ!’
ঘুমন্ত তিতুমির ঈশা খা' মাষ্টার দা প্রীতিলতা
জেগে ওঠে জনেজনে। মুষ্ঠি বদ্ধ হাত আকাশ ছুঁতে চায়।
অধিকার আর স্বাধীকারের স্বপ্নে চির অমলিন গাঁথা
প্রাণে প্রাণে ছড়ায় বিপ্লবী উন্মাদনা,
আজো শিহরিত হয় প্রাণ, অনুভবে অন্ত:পুরে
নির্যাতিত, নিপীড়িত মানুষের :
জেগে ওঠার, জেগে থাকবার আর মুক্তির মুক্তি দিশায়।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
সঙ্গত দেয়াটা সেই মহাকাব্যে আমজনতার আত্মার সঙ্গত দানে হিসেবে বলা
যার প্রকাশ জয় বাংলা শ্লোগানে ।
সঙ্গীতে দোহারা যে সঙ্গত দেয়- সেই হিসেবে তুলে ধরার চেষ্টা।
অনেক শুভেচ্ছা আর শুভকামনা
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজপুত্তুর ভায়া - সঙ্গতের সাথে এবার তাল মিলিয়ে দিয়েছি। এই সঙ্গত আসলে গানে ব্যবহৃত সঙ্গত হিসেবে ব্যবহৃত ।
সেই সংগ্রামের আহবানে আমজনতার সম্মতির দৃপ্ত উচ্চারন জয় বাংলা; যেন শ্রেষ্ট গানের তালে দোহারার সেরা সঙ্গত বলে মনে হওয়া। যা সে মহৎ গানকে পুর্নতা দেয়
২| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই অস্থির সময়ে জাতীর জেগে উঠা বড্ড প্রয়োজন।
সুন্দর কাব্য।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাগরণের জন্য চাই এমনি আরেক মহাকাব্য!
মানুষ স্বভাবত জাগতে চায়। কিন্তু জাগরনী সেই বাঁশিওয়ালা চাই
সময়ের প্রয়োজন, সময়ের ভাষায় যে সুর তুলতে পারবে আমনতার হৃদয়ের তন্ত্রীতে
অনেক অনেক ধণ্যবাদ ভায়া শুভেচ্ছা অফুরান
৩| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩১
তারেক_মাহমুদ বলেছেন: এটা শুধুই কবিতা নয়, উত্তাল সময়ের শিহরণ জাগানো গল্প।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই শিহরনটাকে অনুভবে চেষ্টা করেছি।
সময়ের প্রয়োজনে সময়কে জয় করার অমোঘ বানী।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
৪| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯
সামিয়া বলেছেন: সুন্দর কবিতা।।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সামিয়া
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান
৫| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩
সৈয়দ ইসলাম বলেছেন:
অজস্র ভালোলাগা কবিতার প্রতি
আর নিরন্তর ভালবাসা কবির প্রতি
ঐতিহাসিক সাত মার্চের ভাষণ একটি জীবন্ত ইতিহাস
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ যৌথ ভালবাসায়
লিংক শেয়ারে কৃতজ্ঞতা। এখন এটি শুধু আমাদের নয় এক আন্তর্জািতক সম্পদ।
শুভেচ্ছা আর শুভকামনা রইল
৬| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩
ওমেরা বলেছেন: নতুন কিছু ভাবেন,নতুন কিছু করেন । কবিতা ভাল হয়েছে ।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই? তা কি ভাবা যায় বলুনতো?
আমার আমিকে চিনতে গেলে যেমন নুতফাতে ফিরে যেতে হয়..
জাতীয় জীবনে তেমনি সিরাজ থেকে ভাসানি, বঙ্গবন্ধু হয়ে জিয়া সবেই বুঝতে হয় অভিনিবেশে, নির্মোহ হয়ে।
শেকড় ভাবনা কখনো পুরনো হয়না। হওয়া উচিত নয়।
কবিতা ভাল লাগায় অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা
৭| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজীব নুর
শুভেচ্ছা রইল
৮| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৮
সৈয়দ ইসলাম বলেছেন:
দুঃখের বিষয় হলেও সত্য, জাতীর এক অংশ এই ইতিহাসে গর্ব করতে জানে না।
০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
কিন্তু তার দায়্ও তাদের উপরই যায়!
একজন বঙ্গবন্ধুক পুরো জাতির জন্য না রেখে দলীয় বৃত্তাবদ্ধে বন্ধী রেখেছে।
আর রাজনৈতিক দুরভীসন্ধিতো আছেই। খালেদা জিযা যদিবা জাতির পিতার নাম স্মরন করেন
শেখ হাসিনা অখ্যাত আর নিন্দা ছাড়া জিয়ার নাম কখনোই নেয়নি।
মূলে যদি হীনমন্যতা থাকে-তৃণমূলে তা কতটা ভয়াবহ হতে পারে আন্দাজ করুন।
ফলে কাঁদা ছোঁড়াছুড়ি আর জাতি হচ্ছে বিভক্ত, ক্ষতিগ্রস্ত।
শুভেচ্ছা রইল
৯| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৯
সোহানী বলেছেন: লেখক বলেছেন: একজন বঙ্গবন্ধুক পুরো জাতির জন্য না রেখে দলীয় বৃত্তাবদ্ধে বন্ধী রেখেছে।
সহমত!...
ভালো লাগলো সবসময়ের মতই কিন্তু বৃথা চেস্টা। যে মর্ফিন দিয়ে জাতি ঘুমিয়ে আছে জেগে উঠার কোনই কারন নেই.........+++
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোহানী
এন্টিমরফিন ট্রিটমেন্টই ভরসা একজন হ্যামিলনের বাঁশিওয়ালা চাই.....
শুভেচ্ছা সতত
১০| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক দা
শুভেচ্ছা রইল অফুরান
১১| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৭
মলাসইলমুইনা বলেছেন: মায়া ছড়ানো সেই বিদ্রোহ,সেই ইতিহাস গাঁথা, সেই শপথ,অধিকার আর স্বাধিকারের স্বপ্ন মাখা কবিতায় অনেক ভালোলাগা |
০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্য মুগ্ধ ভাললাগা
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা নাইমুল ইসলাম ভায়া
১২| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭
শিখা রহমান বলেছেন: কবিতায় মুগ্ধতা। বিদ্রোহীর কবিতায় বিদ্রোহের সুর ভালো লেগেছে।
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: নেক অনেক ধন্যবাদ শিখা রহমান
৭ মার্চের মহা বিদ্রোহির মহা কাব্যের গুন সব
শুভেচ্ছা সতত
১৩| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
অর্ক বলেছেন: ভালো লিখেছেন ভৃগু ভাই। আপনি সময় নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা ও যথাযথ সম্পাদনা করে কবিতাটিকে আরও উচ্চমানে নিয়ে যেতে পারেন। "আপনা ভেতরে আরেকটা আপনি" অল্পবিস্তর গুরুচণ্ডাল দোষ হয়ে গেল যেন, এটা এভাবে হতে পারতো, "আমার মাঝে যেন আরেকটা আমি", আরেক জায়গায় "সঙ্গত" কি ঠিক আছে? শব্দটি প্রাসঙ্গিক উপযুক্ত হিসেবেই মূলত ব্যবহার হয়, যেমন সঙ্গত কারণ। আরেক জায়গায় "সাতই মার্চ। উনিশশ' একাত্তর" হলে ভালো লাগতো।
সমালোচনা নয়, দোষত্রুটি নয়, শুধুই পাঠ প্রতিক্রিয়া। সহমত না হলে মোটেই পাত্তা দেয়ার দরকার নেই! আসলে দুয়েকটা মন্তব্যই করি, হাতে গোনা দুয়েকজনের পোস্টে, শুধু হাই হ্যালো বলতে ভালোও লাগে না! তারচে’ মাথায় উপস্থিত যা আসছে বলেই ফেলি।
শেষ দুই স্তবকে অনবদ্য আবেগ, দেশপ্রেমে জ্বলে ওঠার।
এভাবে আরও লেখা হোক।
ধন্যবাদ ও শুভকামনা অবিরত।
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পাঠ প্রতিক্রিয়ায়
এমন মন খোলা মন্তব্যই তো ব্লগের প্রাণ। আপনা মাঝে আপনিটা বদলে দিলাম নতুন আঙ্গিকে
এবার সাবলীল হয়েছে বলেই মনে হল
ধ্রুপদ গীতসমূহত পাখোরাজ বাদ্যবে তাল সঙ্গত কবা হয়। সংগীতের তাল সংগতের মাত্রায় জয়বাংলাকে
সুপার ইম্পোজ করার চেষ্টা ছিল। সংশোধনীটুকু দেখে বলুনতো কেমন হল?
অমর মহাকাব্যকে স্মরণ করতে সামান্য চেষ্টা। আপনাদের ভাললাগায় অনুপ্রাণীত।
শুভেচ্ছা অফূরান।
১৪| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৯
সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সুমনদা' সত্যিই অনেক দিন পর মন ভাল হেয় গেল
অনেক অণেক ধন্যবাদ ও শুভে্চ্ছা
১৫| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৭
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । বিশেষ করে শেষ স্তবকটা খুবই ভালো লিখেছেন ।
শুভকামনা ।
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা সবসময়
১৬| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৭
জাহিদ অনিক বলেছেন:
জাতির এখন আরেকটা মহাকবি ও মহাকাব্য দরকার
১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন বলেছেন ভায়া
সময়ের প্রয়োজন
শুভেচ্ছা অফুরান
১৭| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৭
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
কবিতাটি নিপীড়িত মানুষের জেগে ওঠার গান ।
ধনুর্বেদ বিদ্যার জনক ভৃগু ঠিক জায়গাতেই ধনুকের শর বিদ্ধ করতে পেরেছেন । ( ৮ নম্বর প্রতিমন্তব্যের সূত্রে )
১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খিত প্রিয় আহমেদ জিএস ভায়া উত্তর দেরীতে দেয়ায়
গত দু,দিন নানা ঝামেলায় সামুতে আসতেই পারিনি!
আপনার অসাধারন মূল্যবান মন্তব্যরে সূখানুভবটা্ও তাই দেরীতেই অনুভুত হল
হ্যাটস অফ কৃতজ্ঞতা মূল্যায়নে
লজ্জ্বায় লাল কাল বেগুনী সবকিছু হয়ে গেনু (৮ নম্বর সূত্রে)
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ভায়া
১৮| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভৃগুদার কবিতা পড়ে টাশকি।
জীবন্ত করে তুলেছেন। সত্যি বড় ভাল লাগল।
অশেষ ধন্যবাদ।
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার সহজিয়া প্রকাশে মুগ্ধতা
অনুপ্রাণীত হলাম
অন্তহীন শুভেচ্ছা
১৯| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ১০ম +++++
১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবি
অন্রপ্রাণ হয়ে রইল হৃদেয়র গহনে
শুভেচ্ছা অফুরান
২০| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: “যতই আওয়াজ তুলি না কেন হবে না, আগে নিজেকে বদলাতে হবে”
আজকাল মন্দের ভাল পওয়াটাও মুশকিল!! আমাদের নৈতিকতা ও আত্নবিশ্বাসের অভাবে মূলত যত সমস্যা গুরু!
কবিতা ভালো লিখেছেন++
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহরিয়ার ভায়া
গুরু যেখানে সমস্যা শুরু সমাধানের ইশারা্ও সেখানেই ধরো
অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা
২১| ১৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: "জন্ম জন্মান্তরের মুক্তির আহ্বান" - কবিতার এই ছোট্টএকটি চরণ বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণটাকে যথার্থ মূল্যায়ন করেছে।
মানুষ স্বভাবত জাগতে চায়। কিন্তু জাগরনী সেই বাঁশিওয়ালা চাই, সময়ের প্রয়োজন, সময়ের ভাষায় যে সুর তুলতে পারবে আমনতার হৃদয়ের তন্ত্রীতে (২ নং প্রতিমন্তব্য) - ঠিক বলেছেন। এমন একজন বাঁশিওয়ালার এখন খুব প্রয়োজন।
সুন্দর কবিতায় ভাল লাগা রেখে গেলাম + +
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার সূক্ষানুভবে প্রকাশিত মতামতে কৃতজ্ঞতা।
হুম। বড় বেশি প্রয়োজন সেই বাঁশিওয়ালার - -
আন্তরিক ভালবাসাগুলো ভার্চুয়ালিও বেশ অনুভব করা যায়
অন্তহীণ শুভেচ্ছা আর শুভকামনা
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু লাইন পড়তে সমস্যা লাগছে।..... সঙ্গত দেয় লাইনটা। সঙ্গত তো ওইখানে হবার কথা না। সঙ্গতি কর্ম হিশেবে বসতে পারে কবিতা মোটামুটি লাগছে।