নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

একুশ - চেতনাংকুশ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

একুশ একটি দিন নয়
একুশ মধ্যরাতের প্রথম প্রহর নয়
একুশ আয়নায় নিজেকে দেখা-
একুশ জীবন যাপনের অংকিত রেখা।

একুশ আত্মমর্যাদার,
একুশ আত্মপরিচয়ের,
একুশে অবগাহন কর-
একুশের স্বকীয়তায়।

একুশ সার্বভৌমত্বের
একুশ জাত্যাভিমানের
একুশ সার্বজণীন-
একুশের চেতনায়।

একুশ দূরন্ত কালবোশেখি
তছনছ করে দেয়া মুখ ও মুখোশ
একুশ হৃদয়ে ৫২’র শুদ্ধ আবেশ-
চোখের জলে ধোঁয়া পবিত্র চেতনাংকুশ ।

একুশে এসো, রাজপথে নগ্ন পায়ে
হৃদয়ে শুভ্রতা মেখে-
একুশের জাগ্রত প্রহরে;

নত মস্তকে স্মরণ করো শহীদদের
চোখের জলে কৃতজ্ঞতা ঝড়িয়ে-
একুশের চেতনা বাস্তবায়নের দৃঢ় শপথে।


মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

নিরাপদ দেশ চাই বলেছেন: নেমে এস পথে
বাচাঁও আমাদের সন্তানদের
প্রশ্নফাশের ভয়াল থাবা হতে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনাংকুশের আঘাতে জাগতেই হবে! বাঁচতে হলে!

একুশতো তাই শেখায় -জেগে ওঠার চেতনা- অস্তিত্বের প্রয়োজনে।

শুভেচ্ছা রইল

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




ঠিকই বলেছেন - একুশ জাত্যাভিমানের !

আসলে, একুশ আমাদের সব ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ প্রিয় আহমেদ জী এস :)

আসলেই তাই। হৃদয়ের গহন গভীরে যার বসবাস :)

শুভেচ্ছা রইল

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

সুমন কর বলেছেন: সময়োপযোগী কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা

সময় প্রলম্বিত হোক চেতনায় প্রতি প্রহরে

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: দিন উদযাপনের কবিতা। আমরা সারাবছর খুব কমই ধারণ করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আমাদের সামষ্টিক বোধের বিকাশ বড় বেশি বানিজ্যিক আর আত্মকেন্দ্রীকতায় ভরপুর!
তাইতো দিবস কেবলই দিবস হয়ে রয়!

একুশ সে চেতনায় অংকুশ কোড়ায় ভেঙ্গে দিক ট্যাবু

শুভেচ্ছা

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:




একুশ সবার, পুরো বাংলার । সবার হৃদয়ে গেঁথে থাকুক বাংলাভাষা ।

কবিতা ভাল লেগেছে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন :)

শুভেচ্ছা অফুরান

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

একুশের চেতনায় উদ্দীপিত হঊক সকলের জীবন! অনন্ত শুভেচ্ছা!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু প্রথম প্রহরে আর আনুষ্ঠানিকতায় নয়- একুশ জড়িয়ে থাকুক চেতনার হর প্রহরে!

অনেক অনেক ধন্যবাদ কবি

শুভেচ্ছা

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৬

সোহানী বলেছেন: এ ধরনের কবিতা দেখলে নিশপিশ করে আবৃত্তি করতে। কতদিন গলা ছেড়ে কোরাস আবৃত্তি করিনি সেই ভার্সিটি ছাড়ার পর থেকে।

ভালো লাগলো বিগু সবসময়ের মতো। ভালো থাকেন...............

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! জেনে দারুন লাগল! নিশিপশ করা মন যদি জাগে কখনো হয়ে যাবে আবৃত্তি :)

বিগু কি আর ভৃগু হবেনা কোনকালে ;)

অনেক অনেক শুভেচ্ছা :) শুভকমানা সবসময়

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+++

বাংলা ভাষার পবিত্রতা রক্ষা করা দায়িত্ব আমার,আপনার ও সকলের......

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে.......
চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ...
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
দারুন বলেছেন-
চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বেশে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা জোগায় একুশ...

শুভেচ্ছা অফুরান

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো ভালো লাগলো অনেক

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নূর-ই-হাফসা :)

শুভেচ্ছা আর শুভকামনা রইল

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

সোহানী বলেছেন: উপস্ বিগু সরি ভৃগু ...........হাহাহাহাহা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা

যাক অবশেষে হারিয়ে যাওয়া 'ঋ'-কার খুঁজে পেলাম ;)


অনেক অনেক শুভকামনা

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪২

মলাসইলমুইনা বলেছেন: আটই ফাল্গুনের কবিতায় যেকোনো কবিতার চেয়ে নয়গুন বেশি ভালোলাগা ..

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

নয়ের উপর পৌন:পুনিক রিটার্নস ভায়া :)
অন্তহীন শুভকামনা রইল

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

নীলপরি বলেছেন: শপথ বাস্তবায়িত হোক ।
আশাবাদী আমি ।
কবিতায় ++++++++

শুভকামনা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এভাবেই আশাবাদ ছড়িয়ে পড়ুক প্রাণে প্রাণে

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: একুশের কবিতা, আটাশেতে পড়লাম। খুব সুন্দর লিখেছেন।
একুশ আয়নায় নিজেকে দেখা
একুশ জীবন যাপনের অংকিত রেখা
- চমৎকার!
একুশ জাত্যাভিমানের -
এ ব্যাপারে দ্বিধাহীন চিত্ত
প্রকাশ করছে ঐকমত্য।
কবিতায় ভাল লাগা + +

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আটাশ হোক, লিপে উনত্রিশেও চলে!
আমরা যেন ৩০ ৩১ এ ফেলে রেখেছি সকল অনুভব!

শুধু দিবসে প্রহরে নয়- জীবন যাপনের নিত্যতায় জেগে থাকুক চেতনা।
চমৎকারীত্ব অনেক অনুপ্রাণ হয়ে রইল।

জাত্যাভিমানতো ভুলতেই বসেছি বুঝি! নিজেদের মর্যাদা, ষ্ট্যাটাস যখন ভিনদেশী ভাষায় নির্ণিত হয়
জাত্যাভিমানের কিছূ অবশিষ্ট রয়না!
বাংলিশে নয়, অন্য কোন ধার করা ভাষায় নয়-আমাদের মায়ের ভাষা হোক আমাদের আত্মাভীমানের ভিত।

অনেক অনেক শুভকমানা প্রিয় সিনিয়র :)
কৃতজ্ঞতা, শুভেচ্ছা শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.