নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

খুঁজে পাওয়া ‘তুই’

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭


একটা সময় ভোর হতোনা –তুই না এলে

এখনও নিত্য সূর্য ওঠে সূর্য ডোবে
দিন আসে- দিন যায়
পাই না খুঁজে ভোর !

একটা সময় রাত হতোনা –তুই না এলে

এখন কেবলই আঁধার ঘিরে থাকে
চাঁদ ওঠে, চাঁদ ডোবে
পাই না খুঁজে রাত !

একটা সময় ঘুম হতোনা –তুই না এলে

ক্লান্ত দেহ পড়ে রয়
চেতন অচেতন দোলাচলে
পাই না খুঁজে ঘুম !

একটা সময়, সময় যেতোনা –তুই না এলে

সময়েরা বয়ে যায়, নিরুপায়
অনুভূতিহীন চেয়ে থাকি সময় পানে
পাই না খুঁজে সময় !

জীবন্মৃত মানে বুঝিনি বহু বহু দিন
আজ নিজেই উপমা হয়ে গেছি!
তুই হীন এ জীবনে স-ব হারিয়ে
শুধু তোকেই খুঁজে পেয়েছি!


ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ১০৪ টি রেটিং +২৯/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর প্রেমময় কথামালা, কাব্যে ভালো লাগা রইল

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

:)

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

তারুবীর বলেছেন: সুন্দর

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ তারুবীর ভায়া :)

শুভেচ্ছা অনেক অনেক :)

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ না থাকলে এমন কবিতা লেখা সম্ভব নয়।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা ও শুভকামনা অবিরাম

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালো লাগল।

"খুঁজে পাই না" এর জায়গায় "না পাই খুঁজে" দিলে কেমন হয়? :)

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

বাহ! দারুন ভেবেছেন

আপনার লয়ে পাঠ করে দেখলাম মন্দ লাগে না :)

অনেক ধন্যবাদ । শুভেচ্ছা অফুরান

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আইডিয়াকে বেইজ করে পরিবর্তনটা ভালই লাগছে ;) নাকি বলেন?
অনেক অনেক ধন্যবাদ :)

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



আপনার কবিতা পড়ে সবাই উ: আ: করে; আমার কাছে এগুলো কখনো কবিতা বলেই মনে হয়নি; অনেক ডিফেক্ট থাকে লেখায়!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তা ডিফেক্ট হীন লিখে আমাদের কিছু শেখান! তবেই না বুঝবো ক্রিটিককারী আসলেই ভাব অনুধাবন করতে পেরেছে।

আপনার মতামতে ধন্যবাদ রইল।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক দিন পর একটা চমৎকার কবিতা পড়লা্ম।

সেই 'তুই'-এর প্রতি অশেষ শুভ কামনা।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভকামনায় কৃতজ্ঞতা

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি প্রথম যখন পড়ছি তখন মনে হলো জাহিদ অনিকের কবিতা পড়ছি। পড়ে নাম দেখে দেখলাম আপনার। অসাধারণ একটি কবিতা। একেবারে তারণ্যের লেখা। + + +

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

জাহিদ অনিক ভাই অনেক ভাল লিখেন।

আপনার তারুন্যানুভব আর প্লাসে অনেক খুশি হলাম।
শুভেচ্ছা রইল

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি অসাধারণ লাগলো কবি।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপনার কবিতা পড়ে সবাই উ: আ: করে; আমার কাছে এগুলো কখনো কবিতা বলেই মনে হয়নি; অনেক ডিফেক্ট থাকে লেখায়!


হাহাহাহাহাহাহা...............................

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাহাহাহাহাহাহা..............................

কি আর করা। নীল চলমায় সবই নীল মনে হয় ;)

আপনার মন্তব্য টুকু কিন্তু তোলা রইল :) অপেক্ষায় রইলাম :)

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সময় কারও জন্যে থেমে থাকে না- প্রকৃতির নিয়মেই চলতে থাকে অবিরাম।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধু দা’
হুম।

অবিরাম ধারায় আমরা আসি আর যাই! ক্ষনিকালয়ে ক্ষনিকের অবস্থান- এইতো জীবন

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:





নতুন করে কিছু বলার বাকি নেই............



অসাধারণ কবি!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডানা ভাই :)

মুগ্ধতা টুকু প্রেরণা হয়ে রইল:)

শুভেচ্ছা অন্তহীন

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩০

আল ইফরান বলেছেন: কবিতা খুব বুঝিনা ভালো,
ছন্দের ধাধায় মাথা এলোমেলো।
মন্তব্য করতে সমস্যা নাই,
লিখেছেন বেশ বিদ্রোহী ভাই।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন ছড়ায়
দিলেন বুঝাই
আর বেশি সময় নাই :P হা হাহা

অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা অফুরান

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

বিজন রয় বলেছেন: খুব জ্বালা ধরা কবিতা।

কিন্তু বড়দের জন্য নয়??

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই কি ;)
অনেক ধন্যবাদ বিজন দা’

মাঝে মাঝে সবার দিকেই চাইতে হয়! আর জানেনইতো ভাবনার কোন বয়স নেই ;) হা হা হা

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা :)

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল কবিতা। ধন্যবাদ

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশিষ্ট ছড়াকার কবি প্রমানিকদার ভাললাগায় কৃতজ্ঞতা :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল ভায়া

:)

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার কবিতার ভাবধারা বেশ আধ্যাত্মিক।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব সময়কি?

যে যে জগতের তার লেখায় তার ছাপ রয়েই যায় ;)
চেষ্টায় আছি নিজেকে জানার। দোয়া করবেন।

অনেক অনেক শুভেচ্ছা

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৪

সুমন কর বলেছেন: যাক, খুঁজে পেয়েছেন তো............তাতেই হবে। হাহাহাহাহা....

সুন্দর হয়েছে। +।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সুমনা ভালই বলেছেন। কিন্তু সা হারিয়ে সে পাওয়ার যে জ্বালাও অনেক ;)

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন :)

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:০৪

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতাখানি পড়িয়া লাইক প্রদান করা হইল।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! বাদশা ভায়া!

প্রীতি ও ভালবাসায় লাইক খানা সানন্দে গ্রহণ করা হইল :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: গুরু,কবিতার ব্যপারে কি আর বলব!! :) কবিতার জবাব নাই...!!!



শুভ কামনা রইল।




২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন মন্তব্যের প্রতিমন্তব্যে কি বলব ! মুগ্ধতা আর কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া :)

অনেক অনেক ধন্যবাদ কবি

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান :)

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৩

জনৈক অচম ভুত বলেছেন: ‘তুই’রা বড্ড পাষাণ। এরা শুধু নিজেরা চলে যায় তা নয়, ‘আমি’দের সবকিছু কেড়ে নিয়ে যায়।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় বাভুল বুকে আয় :P

আহা ভায়া! সেকি বলতে!
বুঝি পাথার পাষানেও কখনো কখনো জল ঝড়ে! ঝর্ণা বয়!
তুইরা ফিরেও দেখে না! ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া। শুভেচ্ছা রইল

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৮

ওমেরা বলেছেন: আচ্ছা ভাইয়া আপনি কি বুড়ো মানুষ ? কবিতা সুন্দর হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মেয়ে জানো না- কবিদের বয়স নেই! :P

শৈশব, তারুন্য, যৌবন কখনো শেষ হয়েছে না হবে!
আমরাই শুধু আসি আর যাই- কালের কলে ফেঁসে ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা :)

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৪

নতুন নকিব বলেছেন:



কমপক্ষে দুই যুগ আগের কবিতাদের অানাগোনা দেখছি এই পড়ন্ত বেলায়। ওহ! কবিদের তো কোন বয়সের ফ্রেমে বেধে রাখা যায় না। নিত্য নতুন। নিত্য তরুন। চিরন্তন সত্ত্বায় সত্য প্রতিভাত প্রতিনিয়ত। এইতো কবির পরিচয়।

'তুই' কাব্যকনা ভাল লাগলো। ধন্যবাদ।

অনুবাদটা কিন্তু গতকালই দিয়েছিলাম। বিশেষত: আপনার কষ্ট করে অনুবাদ শুরু করার কথা জেনেই দেরি করিনি।

লিঙ্ক-

মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা-০১

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওহ! কবিদের তো কোন বয়সের ফ্রেমে বেধে রাখা যায় না। নিত্য নতুন। নিত্য তরুন। চিরন্তন সত্ত্বায় সত্য প্রতিভাত প্রতিনিয়ত। এইতো কবির পরিচয়।
হা হা হা
একদম ঠিক ;)

অনেক অনেক ধন্যবাদ ভায়া

ধন্যবাদ ও কৃতজ্ঞতা লিংকটি শেয়ার করায় :)

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

মোস্তফা সোহেল বলেছেন: মিষ্টি কবিতা।++

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মিষ্টানুভব ছুঁয়েছে জেনে ভাল লাগল :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অন্তহীন

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুই তোকারী প্রেমের কাব্য ভাল লেগেছে--

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ লিটন ভায়া

ভাল লাগাটুকু অনুপ্রাণ হয়ে রইল।
শুভেচ্ছা অফুরান

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

আটলান্টিক বলেছেন: ভোর খুঁজে পান না :|| ???সর্বনাশ।এই নেন পানি পড়া।


প্রতিদিন ঘুমানোর আগে ১ বালতি পানির সাথে এই পানিপড়া মিশিয়ে ঘুমাবেন।যখন ঘুম থেকে উঠবেন তখন ওই এক বালতি পানি সোজা নিজের উপর ঢেলে দিবেন।দেখবেন ভোর খুঁজে পেয়েছেন :) :) :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এ ভোর সে ভোর নয় হে একটি আটলান্টিক ;)

এ ভোর চিনতে হলে গভীর প্রেমে ডুবতে হবে!
তুইর বকুনি, ডাটানি, কলার ঝাকানি, ভালবাসুনিতে সমপর্ন করতে হবে,
তার পর সে তুইকে হারাতে হবে!

অত:পর পুরো ঝর্ণার জলে ডুবেও আর ভোর খুঁজে পাবেন না :P
পড়া পানরি বোতল তো দূর অস্ত ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা সেই ভোর না খুঁজে পাবার আশির্বাদে B-)

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

হংস বলাকা বলেছেন: অতীব চমকপ্রমত প্রিয়

২৮ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ
টাইপো আবেগ অনুভবে কোন বাঁধাই নয় ;)

শুভেচ্ছা রইল অনেক অনেক। আপনার ব্লগ পথ চলা হোক আনন্দময় :)

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

অপ্‌সরা বলেছেন: বাহ ভাইয়া! :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ অপ্সরাপু :)

শুভেচ্ছা অন্তহীন

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি মন দিয়ে পড়লাম। হৃদয় ছুঁয়ে গেল। আরো লিখুন।
শুভেচ্ছা নিন।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

হৃদয় ছোঁয়া মন্তব্যে অনুপ্রানীত হলাম। অনেক অনেক কৃতজ্ঞতা

শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্যও

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ এটা আবার বলার কিছূ হল ;) আপনাকেও পুন: অবহিত করণে ধন্যবাদ ভায়া

অনেক সময় প্রাসংগিক কিছু না অনুভব হলে হয়তো বলা হয় না। আবার সত্য বললে অনেকে মাইন্ড করে, কমেন্ট ডিলিট করে!!!
তাই মাঝে মাঝে চুজি হতে হয়! আন্তরিক হয়ে গেলে নো ফরমালিটি :)
নইলে ভায়া আমি প্রাণখোলা মানুষ ! সব সময় হা হা হাসির উপরই থাকি।:)

ভাল থাকুন।

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমারো ভালো লাগল পরিবর্তনটা।

কারণ "কি খুজে পাওয়া যাচ্ছে না" সেটা শুরুতে না দিয়ে শেষে দেয়াতে সেই জিনিসটার উপর আরোও গুরুত্ব দেয়া হোল।

যেমনঃ- পাই না খুঁজে সময়, পাই না খুঁজে রাত ইত্যাদি চরণ গুলোতে সময়, রাত চরণের শুরুতে ছিল। এখন পরিবর্তন করে শেষে দেয়াতে আরোও পরিপূর্ণতা লাভ করল মনে হচ্ছে। সাথে সাথে "খুজে পাই না" এর বিন্যাস পরিবর্তন ও মানানসই হয়েছে। :)

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
ভাল লাগা টুকুর অল ক্রেডিট গোজ টু ইউ :)
থ্যাংকস নজরে আনায়
একটা ট্রিট পাওনা হয়ে গেলেন ভায়া :)

অনেকে ক্রিটিক সহ্য করতে পারে না। বা সমােলাচনায় উত্তেজিত হয়ে যায়। দু:খজনক।

অথচ আপনার পরামর্শ টুকু সানন্দে গ্রহণ করাতে একটা সৃষ্টি পূর্ণতা পেলো। সৌন্দর্য আরো বেশি গ্লসি হল। তাই না?
আর তাইতো আনন্দ চিত্তে কৃতজ্ঞতাও স্বীকার করছি। :)

শুভেচ্ছা আর শুভকমানা রইল অফুরান

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: টু বি অনেস্ট, সাজেশনটা দেয়ার সময় আমিও একটু দ্বিধায় ছিলাম। সিনিয়র ব্লগার। কি ভাবে নিবে! কি না কি বলবে! তাই শেষে ইমো দিয়েছিলাম ফ্রেন্ডলি সাজেশন বুঝানোর জন্য। কিন্তু আপনার রিপ্লাই দেখে জড়তা কেটে গেল। ধন্যবাদ উদারতার জন্য। দিন শেষে, ব্লগারদের সম্পর্ক তো এমনই হওয়া উচিত। B-)

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

উদারতা বস্তু মেলে সংকীর্ণতায় বহুদূর ;) নতুন বাগধারা :P হা হা হা

আপনার সহজতাও ভাল লাগল। ধন্যবাদ।
ভাল থাকুন সবসময় :)

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

অর্ক বলেছেন: খুবই ভালো লাগলো ভৃগু ভাই। কবিতায় নতুনত্ব ও সরলতার স্বাদ পেলাম। শুভেচ্ছা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

মন্তব্যে ভাললাগার রেশ ছড়িয়ে গেল :)

শুভেচ্ছা আর শুভকামনা জানবেন

৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

কিরমানী লিটন বলেছেন: ভালোলাগায় মুগ্ধতা রেখে গেলাম কবি। অভিবাদন।

২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

রেখে যাওয়া মুগ্ধতা টুকু ছুঁয়ে গেল :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২২

নূর-ই-হাফসা বলেছেন: অনুভূতির দারুন প্রকাশ । বেশ ভালো লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

কৃতজ্ঞতা, শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৩৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:





সহজ ভাষায় বেশ আবেগঘন লেখা । সবকিছুই তুইময়, সময় আটকে থাকে তোর মাঝে !

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন :)

দারুন বলেছেন সবকিছুই তুইময়, সময় আটকে থাকে তোর মাঝে ! :)

শুভেচ্ছা আর শুভকামনা সবসময়

৩৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০২

ময়নামতি বলেছেন: উনি না এলেও ভোর হবে,
উনি না এলেও সূর্য ডুববে।
কিন্তু আপনার অনুভুতির প্রকাশ আগের ,মতই সুন্দর হয়ে থাকবে।
বিলম্বিত ভালবাসা তিন বছর পর।
পোস্টে ++++++++

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

তিন বছর কোথায় ছিলেন?

মন্তব্যে প্লাসে শুভেচ্ছা অফুরান

৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: বরাবরের মতই হয়েছে কবিতা।

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৩৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

জাহিদ অনিক বলেছেন:

তুই হীন এ জীবনে সহ হারিয়ে
শুধু তোকেই খুঁজে পেয়েছি---------


দারুণ কাব্য ! তীব্রতা প্রকাশ পাচ্ছে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম.।

তুইকে পেতে গেলে বুঝি সইতেই হয় সব হারানোর জ্বালা ;)

অনেক অনেক ধন্যবাদ কবি

শুভেচ্ছা রইল

৩৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন: এখন ও তোকেই খুজে ফিরি .।.।.।.।.।।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

এ যে অনন্তের সন্ধান ;) অনন্ত সন্ধান :)

অনেক অনেক ধণ্যবাদ ও শুভকামনা

৩৯| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

ঠ্যঠা মফিজ বলেছেন: এক অন্যবধ্য কবিতা। পরে কি ভোরের দেখা মিলছিল ? ;)

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভোরের সন্ধানে পেরিয়ে যায় জীবন
এক থৈকে অন্তহীন
ভোর ধরা দেয় না

চক্ষু বুজে দেখী ফেলে এসেছি তারে সেই শুরুতেই
অনুভবের প্রথম স্পর্শে ;)

অনেক ধন্যবাদ ভায়া :)

৪০| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: কবিতার আবেগকে কুর্ণিশ । ++++++

শুভকামনা ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ শুভকামনা মন্তব্যে :)

অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

৪১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার প্রবাহটা ভালো লাগছে। স্মুথ। আপনারে এইভাবে লিখতে দেখছি কিনা মনে করতে পারতেছি না। কবিতার লাইনগুলো বাইরের থেকে দেখলে অন্যভাবে ভাবা যায়। হয়তো সরলতা নষ্ট হবে তবু...

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজপুত্র :)

নানা এক্সপেরিমেন্টতো চলতেই থাকে।!
আপনার কমপ্লিমন্টে ধন্যবাদ

কৃতজ্ঞতা সব সময় পাশে থাকায়;, সমালোচনায়, মন্তব্যে, অনুপ্রেরণায় :)

শুভেচ্ছা শুভকামনা সবসময়

৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৪

সজিব। বলেছেন: বাহ ! বেশ লিখেছেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কবি। আপনার লেখাও বেশ ভাবনার গভীরে সাতার যেন :)

অনেক অনেক শুভৈচ্ছা আর শুভকামনা

৪৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

সজিব। বলেছেন: অনেক শুভকামনা রইল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

সজিব। বলেছেন: B-) :)

৪৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

জুন বলেছেন: বিদ্রোহী আপনার অসাধারন কাব্য প্রতিভায় অলয়েজ মুগ্ধ :)
তবে শিরোনামে ব্লগার শামসীরের কথা মনে পড়লো মানে তার প্রথম বাচ্চা নিয়ে লেখা আমাদের তুই এর কথা :)
অনেক ভালোলাগা রইলো ।
+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু :)

ভাল কথা মনে করেছেন। শামসীর ভাইকে আসলেই অনেক দিন মিস করছি সবাই।
ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা আর শুভকামনা রইল অন্তহীন

৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১২

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার সাথে প্রচ্ছদে দেখা সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে প্রেয়সিকে কবি বলতেই পারেন 'এই আকাশ আমার' কিন্তু নীল আকাশে ভেসে থাকা তুই কোনো উত্তর হয়ত দেবেনা। সন্ধ্যেবেলা ফুল হাতে নিয়ে কবি বলতেই পারে 'ফুল তুই আমার' তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোত্স্না হয়ে লুটিয়ে পড়লে কবির ঘরে, কবির বলার অধিকার আছে, 'এ জ্যোত্স্না আমার' কিন্তু সে থাকবে নিরুত্তর। কবি তখন তারায় তারায় রটিয়ে দিতে পারে 'আমি তোর , তুইআমার'। কথনো বা ঘুম কিংবা ভোরের খুঁজে কবি কাটিয়ে দিতে পারে সারাটি রাত , বেখায়ালী কবি কখনো বা বলতে পারে এবার যে তোকে পালাতে হবে, এবার তুই পালা । কাব্যে প্রেয়সিকে তুই বলে কথামালার নেই কোন শেষ, বিদ্রোহী ভৃগুর বেলাতেও এই ধারা দেখা যায় সবিশেষ , তুই কে খুঁজে পেতে কবি কতই না করছেন কুশেষ ।

বড় বড় কবি বিশেষ করে রবিন্দ্র কাব্যেও দেখা যায় তুই কথামালার ছড়াছড়ি, এমনকি আমাদের জাতীয় কবি নজরুলকেও অতি ভালবেসে বলেছেন তুই সম্বোধন করি ।
১৯২২ সালের ১১ আগষ্ট কলকাতা থেকে নজরুলের পরিচালনায় প্রকাশিত ধুমকেতুর আর্শীবাণীতে কবিগুরু লিখেছিলেন :
“কাজী নজরুল ইসলাম কল্যাণীয়েষু,
আয় চলে আয়, রে ধুমকেতু
আঁধারে বাঁধ অগ্নিসেতু
দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তোর বিজয় কেতন!
অলক্ষণের তিলক রেখা
রাতের ভালে হোক না লেখা,
জাগিয়ে দেরে চমক মেরে’
আছে য়ারা অর্ধ চেতন!

যাহোক অপ্রিয় হলেও বলতে হয় এখনো রয়েছেন কিছু অচেতন কাব্য পাঠক, কবিতা পাঠে চেতনা কেমন আসে তা বুঝা যায় নজরুলের ‘কিশোর রবি’ রবীন্দ্র প্রশস্তিমূলক কবিতায় –
হে চির-কিশোর রবীন্দ্র, কোন রসলোক হতে
আনন্দ-বেণু হাতে হাতে লয়ে এলে খেলিতে ধুলির পথে ?
কোন সে রাখাল রাজার লক্ষ ধেনু তুমি চুরি করে
বিলাইয়া দিলে রস-তৃষা তুরা পৃথিবীর ঘরে ঘরে ।
কত যে কথায় কাহিনীতে গানে সুরে কবিতায় তব
সে আনন্দ-গোলেকের ধেণু রূপ নিল অভিনব।
ভুলাইলে জরা, ভুলালে মৃত্যু, অসুন্দরের ভয়
শিখাইলে পরম সুন্দর চির-কিশোর সে প্রেমময়।
নিত্য কিশোর আত্মার তুমি অন্ধ তুমি বিবর হতে
হে অভয়-দাতা টানিয়া আনিলে দিব্য আলোর পথে।

কামনা করি কিশোর রবির প্রতি নজরুলের কবিতার কথামালায় অন্তরনিহিত কবিতার শক্তি ও গুণের ভাবধারায় সকল কাব্য পাঠককে টেনে আনুক দিব্য আলোর পথে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল সুন্দর কবিতাটির জন্য ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বৃষ্টিতে চাতকে তৃষ্ণা যেমন প্রশান্ত হয়, আপনার মন্তব্য যে কোন লেখকের তৃপ্ততা দান করে।
মুগ্ধতা নিয়ে পড়ার, বোঝার, শেখার থাকে আপনার মন্তব্যে
গভীর বিশ্লেষনী দৃষ্টি আর তার প্রকাশ খুলে দেয় রুদ্ধ চেতনার দুয়ার

কবি গুরু আর নজরুলের কাব্য যে ইশারা তার জ্ঞানে রসাস্বাদনের চেতনা খূলে যাক বোদ্ধা পাঠকের।

অন্তহীন কৃতজ্ঞতা আর শুভকামনা আপনার জন্য।

৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সৈয়দ ইসলাম বলেছেন: কবিতার প্রথমাংশ খুব ভাল লাগলো, ধন্যবাদ ও শুভকামনা।
শেষেরগুলোতে আরেকটু সহজলভ্য মাধুর্যতা ঢালুন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

পরামর্শ মাথায় রইল :)
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

কাছের-মানুষ বলেছেন: বরাবরের মতই চমৎকার হয়েছে কবিতা ।

মন্তব্য গুলো পড়লাম ! চাদগাজী সাহেবের কমেন্ট পড়ে মজা পেলাম , তিনি ডিফেক্ট খুজে পেয়েছেন ক্লিয়ার করেন নি !!!

আমি মাইক্রোস্কোপ দিয়েও কোন ডিফেক্ট খুজে পেলাম না !!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কেউ কেউ আছে স্ব-মেহনেই মুগ্ধতায় ডুবে থাকেন;) :P কি আর করা যাবে।

আপনার ভাললাগা টুকু অনুপ্রাণ হয়ে রইল
শুভেচ্ছা আর শুভকমানা অফুরান

৪৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




দেরীতে দেখা হলো । খুঁজে পেতে হয়েছে, তাই ! যদিও না পাওয়া রাত-ভোরকে খুঁজতে এসে এটা খুঁজে পেয়েছি ।

প্রথম দু'ছত্রে লয় ছিলো, মাত্রা ছিলো । এর পর থেকে মাত্রা-লয় ঠিক থাকেনি ।
যাহোক ডঃ এম এ আলীর মন্তব্য বরাবরের মতোই ভালো লাগলো ।

"তুই" বিনে রাত নেই , দিন নেই, নেই ঘুম । তার মানে "তুই" আসে স্বপ্নে ।
যখন রাত আসে , আসে ঘুম-
ঘুম এলে স্বপ্ন আসে
স্বপ্ন এলে আসিস তুই ।
আর তুই এলেই
না আসে রাত
না দেয় স্বপ্নেরা চুম ।


০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বেটার লেইট দেন নেভার :)

অনেক অনেক ভাল লাগল না পাওয়া রাত-ভোরকে খুঁজতে এসে পেয়েছেন বলে :)
আপনার মন্তব্যের পর খানিকটা লয় ফেরানোর চেষ্টা করেছি।
ডঃ এম এ আলীর মন্তব্য, আপনার মন্তব্য অনুপ্রেরণার উৎসও বটে।

দারুন শেষটুকুতে মুগ্ধতা। আসলেই এমনই বুঝি অনুভব গুলো :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

৫০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: এমন অনেক তুইহীন জীবনই কেটে যায় জীবনের নিয়মে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ কি সৌভাগ্য! রাজকন্যা দেখি গরীবের বাড়ী :)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখিকা

হুম। তুই হীন জীবন যেন জীবন্মৃত দেহ বয়ে বেড়ানো। প্রাণহীন চলমানতা।

শুভেচ্ছা আর শুভকামনাই রইল অন্তহীন :)

৫১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

ডঃ এম এ আলী বলেছেন:
পহেলা ফাল্গুন


আজ বসন্তের প্রথম দিন
ফুল ফুটেছে ,পাখীও গাইছে
বসন্তের এই মাতাল সমীরণে ।
- পল্লী কবি জসিম উদ্দিন

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

কৃতজ্ঞতা ভায়া :)

অন্তহীন শুভেচ্ছা ফাগুন আগুনে মাখা :)

৫২| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: কিছুটা দেরীতে হলেও, একটা অতি চমৎকার কবিতা পড়ে মুগ্ধ হ'লাম। কবিতার শেষে এসে যখন জানলাম, "তুইহীন" জীবনে কবি সবকিছু হারিয়ে আবার সেই "তুই" কে খুঁজে পেয়েছেন, তখন যেমন স্বস্তি পেলাম, তেমন আনন্দিতও হ'লাম।
কবিতার শিরোনামের নীচে যদিও এক শুভ্রবসনা নারীর ছবি দেয়া হয়েছে, তবুও কবিতা পড়ে কেন জানি মনে হলো, কবিতার এ "তুই" কোন মানবী নয়।
কবিতায় ভাল লাগা + +

০৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন ভাবনা প্রিয় সিনিয়র :)

যাকে বলে অন্তরে অন্তস্থিত অনুভবে টোকা দেয়া :)
গুরু নজরুল এ বিষয়ে আমার পথিকৃত। প্রেমালোচনায় বলেছিলেন- এর শুরুটা নারী দিয়ে হলেও শেষটায় কেবল
সেই পরমেই প্রশান্তি মিলে। নারী সেই পরম শূন্যতার জন্ম দিতে পারে-যার পূর্নতা কেবলই পরমের কাজ।
তাই শুভ্রবসনায় আকাংখার শুরু হলেও সমাপনী সেই পরম আরাধ্যেই।

যথার্থ অনুধাবনে হ্যটস অফ অভিবাদন :)
অফূরান শুভেচ্ছা আর শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.