নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

জল জোৎস্নার স্বপ্নে - - -

১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮



এই শুনো-না শিশির বিন্দু-দেখবে পাতায় পাতায়?
হুম দেখবো!
দেখাবেতো?
- না তুমিও পালাবে দুষ্টু বালিকা হয়ে!
জল জোৎস্না দেখাবে বলে
জলে ভেজানো অভিসারিকার মতো!

এই শোন-সন্ধ্যা মালতি দেখবে? বর্ণিল সুরভিত?
হুম খুব দেখবো!
দেখাবে?
-না তুমিও ভোলাবে ছল হাসিতে
দোল পূর্নিমা দেখাবে বলে
সারারাত অপেক্ষায় রাখা রাধার মতো!

আহা শোনই না- সূর্যোদয় দেখবে! খোলা প্রান্তরে?
দারুন! দেখবতো!
দেখাবে!
- না তুমিও শেখাবে গন্ধম জ্ঞানোদয়ে
আচম্বিতে পথ হারানো পথের
দিশা-পড়শি লাজুক নববধূটির মতোন!

এই শুনো-ভ্রমর -দেখবে গুঞ্জরনে বিভোল?
হুম দেখবো!
দেখাবেতো?
- না তুমিও হুল ফোটাবে লোভ-কামের
পদ্ম মধুর কথা বলে
হারিয়ে যাবে মধুযৎপিয়ং শেষে!

সব ভুলে যাও। চলো দেখে আসি
সমুদ্র-বেলা ভুমে আছড়ে পড়া সফেদ ঢেউ, দেখবে?
হুম। খুব দেখব, কিন্তু

জানো! আমার আজন্ম সাধ ছিল সমুদ্র স্নানের
অথচ দেখো সবাই স্নান সেরে হারিয়ে গেল-
কখন যেন অজানিতে নিজেই সমুদ্র হয়ে গেলাম!

###


ছবি কৃতজ্ঞতা : গুগল

মন্তব্য ৮৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: অসাধারন লিখেছেন ।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অফুরান

২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

জাহিদ অনিক বলেছেন:



আমি এখনও সমুদ্র দেখি নাই-
শেষ তিন লাইনে আমার তৃষ্ণা বেড়ে গেল।


চমৎকার কাব্য।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই!
মন্তব্যে লেখার তৃষ্নাও যে বাড়িয়ে দিলেন কবি ;) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

তারেক ফাহিম বলেছেন: সুন্দর লিখেছেন।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা আর শুভকামনা জানবেন।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগা রেখে গেলাম।

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাললাগাটুকু কুড়িয়ে নিলাম :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল কবি :)

৫| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



এই কবিতা লিখেছি , শুনবে ?
হুম .. শুনবো, শোনাও ।
তবে কাছে এসো
আঁচলের সমুদ্র বিছাও,
সমুদ্রস্নানে বিভোর আমি
হয়ে উঠি অন্তর্যামী
তোমার মনের গোপন কলি
কবিতায় গেছি বলি................

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!!
গ্রেট, প্রিয় আ.জি,এস ভায়া ;)

আপনার অাংশিক কবিতার পূর্ণটুকু কবে পাবো?

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা নিত্য

৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

কৃতজ্ঞতা ও
শুভচ্ছো জানবেন।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
চমৎকার ,অনবদ্য ।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনিরাপু ভাললাগা টুকু হৃদয় ছুঁয়ে গেল :)
অনুপ্রাণীত হলাম

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:১৯

মলাসইলমুইনা বলেছেন: কবি, যদি বলি শুনবে,
আপনি বলতেই পারেন কিশুনবো ?
আমি বলি - কবিতার প্রিয় কথামালা
হৃদয়ের বেলা বালিতে এসে
আছড়ে পড়লো অনেক মুগ্ধতা নিয়ে |
কবিতার সফেদ ভালোলাগায় ভিজে
কুন্ঠিত অবগুন্ঠিত দৈনিন্দিন কঠোর মনন
হয়ে গেছে বিশাল কোনো নীল সমুদ্র যেন |

কবি,মানে অনেক ভালো লাগলো কবিতা |

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মুগ্ধতা মন্তব্যে :)

ভাললাগার কাব্যময় প্রকাশ দারুন :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা রইল

৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৪

রসায়ন বলেছেন: প্লাস নিন ।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ আর কৃতজ্ঞতার সাথে গৃহিত হইল ;)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১০| ১১ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৫২

সৈয়দ ইসলাম বলেছেন: বিল্কুল চমৎকার হয়েছে।
++++

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হৃদয়টা বিল্কুল আনন্দে ভরে গেছে মন্তব্য আর প্লাসে :)

অনেক অনেক শুভকামনা

১১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: কথাগুলোর মাঝে অনেক ভালোলাগা আছে

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামমা ভাই :) অনেক দিন পর পেলাম আপনায়

ভ্রমন নিয়ে ভালই আছেন আশা করি।

মন্তব্য জেনে ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা অফুরান

১২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৩

আটলান্টিক বলেছেন:
আহা শোনই না- সূর্যোদয় দেখবে! খোলা প্রান্তরে?




এমন শীতে খোলা প্রান্তরে ভোরে সূর্যোদয় দেখা?এরপরেরদিন আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না :) :) :)

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কানটুপি আর শীতবস্ত্র পর্যাপ্ত নিয়ে নিলেই হল ;) সাথে প্রিয়জনের উষ্ণতাতো বোনাস :P

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০২

জুন বলেছেন: এ যেন সেই আজন্ম সাধ ছিল পিতৃপুরুষের ভিটেমাটিটুকু দেখার আকুতির মতই। বিদ্রোহী ভৃগু এটা আমার ঘরের লোকের সাধ । নদী ভাংগা মানুষ কিনা । কবিতায় সমুদ্র স্নানে আজন্ম সাধের মতই আক্ষেপ । অনেক অনেক ভালোলাগা জানবেন।
+

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে মুগ্ধতা :)

আমি প্রায়ই হৃদ সিকস্তি শব্দটা ব্যবহার করি। অনেক মানে জানতে চাইলে বলি নদী ভাংগা মানুষ যদি নদী সকিস্তি হয়, হৃদয় ভাঙ্গা মানুষ তবে হৃদ সিকস্তি কেন নয় ;)
নদী ভাংগার কথা থেকে মনে এল।

হুম। নদী ভাংগা মানুষের কষ্ট সত্যিই অতুলনীয়। তাই বুঝি হৃদয় ভাংগার আজন্ম যাতনা টুকু ছূঁয়ে গ্যাছে গভীর দ্যেতনায়।
অনেক অনেক কৃতজ্ঞতা জুনাপু

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৬

জাহিদ অনিক বলেছেন:


জল জোৎস্নার স্বপ্নে - - -
-- কবিতার শিরোনামেও ভালোলাগা মেখে রইলো।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাখামাখি ভালবাসা টুকু অনুভবে ধন্যবাদ :)

অনেক অনেক শুভকামনা কবি ভাললাগা টুকু শেয়ারে :)

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৬

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।অনেক ভাল লাগল ভাইয়া।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা

ভাললাগা টুকুই লেখনির প্রেরণা :)

শুভেচ্ছা আর শুভকমানা জানবেন অফুরান

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৭

সোহানী বলেছেন: সবাই সমুদ্র হতে পারে না...........। যে হতে পারে সে বিশেষ কিছু.....।

কবিতা + ছবি মিলে অসাধারন হয়েছে সুকান্ত। ++++++++++++

জাহিদ: সমুদ্র দেখনি???? তোমার সব কবিতাকে ছুটি দিয়ে এ মূহুর্তে বেড়িয়ে পড়ো। এক জীবনে আছে কি, কোন কিছুই অপূর্ণ রাখতে নেই।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন।

উরিব্বাস!!!!!!!! আপনার হৃদয়োৎসরিত প্রকাশে হ্যাটস অফ কৃতজ্ঞতা, কিন্তু সেই প্রিয় নামের যৎকিঞ্চিত পেলেও এক জীবন ধন্য।
এত্তগুলান প্লাসে এত্তগুলান ধন্যবাদ :)

জাহিদ ভাই -ভেবে দেখুন। কথা কিন্তু সত্য :)

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

আনু মোল্লাহ বলেছেন: ভাল লেগেছে কবি।
শেষ স্তবক অসাধারণ। একেবারে হৃদয়ে গেঁথে গেছে।
শুভেচ্ছা রইল কবি :)

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা প্রিয় আনু মোল্লাহ :)

এমন অনুপ্রেরণাই কবিদের জীবন প্রলম্বিত করে :)

অনেক অনেক ধন্যবাদ

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

নতুন নকিব বলেছেন:



অসাধারন কাব্যগাথা, প্রিয় কবি।

ভাললাগা নিরন্তর।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া কেমন আছেন?


অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও চমৎকার কবিতা কবিকে অনেক অভিনন্দন।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ভাললাগল ভাললাগা টুকু জেনে :)

অফুরন্ত শুভেচ্ছা আর শুভকামনা রইল ভায়া

২০| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

মরুচারী বেদুঈন বলেছেন: প্রথম ছবিটা সেই সেই ছিল। পোষ্টের জন্য ++

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ছবিটা অনেক ভাল লেগেছে আমারো :)

আর শেষের ছবিটা সুরিয়্যালিষ্ট ছবি। কবিতার সাথে মিল রেখে অনেক খুঁজে কাছাকাছি থিমের সাথে মিল রেখে ছবি খুঁজি :)

অনেক অনেক ধন্যবাদ

২১| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮

নীলসাধু বলেছেন: বেশ লাগলো।

শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাধু দা

অনুপ্রাণীত হলাম :)

শুভেচ্ছা আর শুভকামনা রইল অন্তহীন

২২| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

কুঁড়ের_বাদশা বলেছেন: গতকাল কবিতাখানি পড়িয়া লাইক প্রদান করিয়াছি । :)



আজকে কবিতাখানি পড়িয়া মন্তব্যর মাধ্যমে ভাল লাগার প্রদান করা হইল। :)

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেন কি? আপনার নাম বদনাম হয়ে যাবে যে :P

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন

প্রতি মন্তব্যের মাধ্যমে ভাললাগা টুকু গ্রহণ করা হইল :)

শুভেচ্ছা অন্তহীন

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আমাদের প্রত্যেকের মধ্যে এক একটা মহাসমুদ্র রয়েছে যার নাগাল আমরা নিজেরাই কখনোই পাই না। ভাল লাগল লেখাটা।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন!

মহাসমুদ্র, মহাবিশ্ব সবই আপনাময়! শুধু খুঁজে নিতে হয়!

অনেক অনেক ধন্যবাদ

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১১

মিথী_মারজান বলেছেন: অনেক সুন্দর!
শেষের লাইন তিনটিতে এসেতো রীতিমত থমকে যেতে হয়!

অনেক অনেেক ভাললাগল।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীর অনুভবে উপলদ্ধি করেছেন।
অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা আর শুভকামনা জানবেন

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

সামিয়া বলেছেন: কবি romatic শুন্যতায় ভুগছেন মনে হল।।
শেষ শব্দচয়ন হৃদয়ছোয়া।।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তাই ? কি জানি!

অনেক অনেক ধন্যবাদ :)
শুভেচ্ছা আর শুভকামনা জানবেন

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৬

করুণাধারা বলেছেন: পুরো কবিতাই ভাল লাগল; তবে শেষ স্তবক অসাধারণ!!

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
হুম
পুরো কবিতার নির্যাস টুকুযে শেষেই :)

শুভেচ্ছা আর শুভকামনা রইল অন্তহীন

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো লেগেছে। আপনার কবিতার শেষ লাইনগুলো আমার বেশি ভালো লাগে :)

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভায়া :)

শেষটুকুতে পৌছতেই শুরুর উপক্রমনিকা! পুরো কাব্য যদি হয় মৌচাক, শেষটুকু হয় মধূ :)

ভাল লাগা অনুপ্রানীত করলো।

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার লিখেছেন !

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা অন্তহীন

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

তাসবীর হক বলেছেন: হে কবি,
ভালো লাগা রইল আপনার কাব্যিকতায়,
ভালো লাগা রইল প্রতিটি স্তবকে-উপমায়,
নিজের মুগ্ধতাটুকু জানিয়ে গেলাম
আমার আনাড়ি হাতের ছোঁয়ায়..

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে বলে আনাড়ী
পদে পদে চমৎকারী
ভাললাগা টুকু রইল হৃদয়ে
অনুভব গেল মনন ছুঁয়ে-
মুগ্ধ করে গেলেন আমায়

অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা

৩০| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

কাছের-মানুষ বলেছেন: কবিতার লাইন, শব্দচয়ন অসাধারন হয়েছে । পড়ে দারুন লাগল ।

আফসুস আমি যদি এই রকম কবিতা লেখতে পারতুম !

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আরেহ আপনার সাইন্স ফিকশ অনেক গুলোই পড়া বাদ গেছে দেখছি! জলদি পড়ে ফেলব!
আমারও মনে হয় আহা ভায়ার মতো সাইন্স ফিকশন যদি লিখতে পারতুম ;) হা হাহ া

অন্তহীন কৃতজ্ঞতা আর শুভকামনা !

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিঃসন্দেহে একটি প্রথম শ্রেনীর কাব্য।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভায়ার মূল্যায়ন অতি মূল্যবান!

অনেক অনেক ধন্যবাদ ভায়া।
শুভেচ্ছা আর শুভকামনা রইল

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: পড়ে আরাম পেলাম।

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে মুগ্ধ হলাম :)

শুভেচ্ছা রইল

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

বিলিয়ার রহমান বলেছেন: শেষ লাইনটা কবিতায় অন্য মাত্রা যোগ করেছে!

+

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরো কথোপকথনের অনুভবের নির্যাস যে!

অনেক অনেক ধন্যবাদ ভায়া!
অনেক ব্যাস্ত মনে হয়! কালে ভদ্রে দেখা মেলে!!!! ঘটনা কিতা? ;)

শুভেচ্ছা আর শুভকামনা রইল

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: ব্যস্ত!!

আসলেই ব্যস্ত ভৃগুদা!:)

তবে আশার কথা হলো কয়েক মাসের মধ্যেই নিয়মিত হতে পারবো!

আপনার জন্য শুভকামনা!

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জেনে স্বস্তি পেলাম।
শীঘ্রই পেতে যাচ্ছি আপনাকে :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন!

৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

উম্মে সায়মা বলেছেন: বাহ। মিষ্টি কাব্যে ভালো লাগা.....

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

মিষ্টি মন্তব্যে মুগ্ধতা :)

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ হয়েছে জল জোৎস্নার কাব্য কথা, তাইতো প্রিয়তে গেল ।
জল জোৎস্নার স্বপ্ন অনেক সময় মানূষকে ঘিরে ধরে ,ভালবাসাও কখনো মিশে যায় তাতে। স্মৃতির বাড়িতে কখনো কখনো তা বৃষ্টি জল হয়ে নামে প্রিয়তমকে চেয়ে কাছে । তপ্ত রোদনে ভালবাসা কখনো বেদনায় জ্বলে বুকের ভিতর, তখনও অবশ্য কিছু আশা জেগে থাকে, কাছে পেতে চায় তাকে বারে বারে । ব্যর্থ জীবনের বিষন্নতা হয়তবা অনেকের ঢেকে যায় সাগরের জলে বসন্ত বেলায়। তাই মিছে অভিমানে মান না করে জোৎস্নার জল কিংবা নিয়তির তারা হয়ে যাওয়াই কি ভালনা !! দূর থেকে চাওয়া-পাওয়ার ব্যর্থতা আর সফলতা হিসাব করে ফিরে আসলে ক্ষতি কি তাতে!! কষ্টের স্মৃতি চিহ্ন মুছে যাওয়ার সুযোগ তো সবসময়ই কিছু না কিছু থাকে , যদিও বার বার তারা শুধু পিছু ডাকে কাঁদাতে। তবু বলা যায় ভালবাসা কভু হারায়না, সাগরের জলে মিশে গেলেও সে সব সময়ই থাকে মনের ঘরে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন মন্তব্যে বাকরুদ্ধ!
প্রিয়তে নিয়েছেন জেনে হ্যাটস অফ অভিভাদন ও কৃতজ্ঞতা!

আপনার গভীর বিশ্লেষনী ভাবনায় সহমত। তবে জীবন আর তার অনুভব গুলো বড় বেশি আপেক্ষিক ! তাইতো ভিন্নতার রকমটাও জনানুপাতিক। কমন আবেগে গুলোই আমাদের কাছাকাছি রাখে, থাকতে সাহায্য করে।

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রিয় ডঃ এম এ আলী :)
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন।

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় ধ্রুবক আলো

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

শকুন দৃিষ্ট বলেছেন: বাহ্‌!! কি দারুন অভিব্যক্তি!!!

জল জোৎস্নার কাব্য পড়ে মনে হল সত্যিকারের এখান থেকে ঘুরে আসলাম!

১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া

পূবাইল আমার শৈশবের ১৬ বছর কাটিয়েছি! আমার কাছে তা কত প্রিয় স্থান বুঝতেই পারছেন।
ধন্যবাদ লিংক শেয়ারে। স্মৃতিকাতর হয়ে গেলাম ক্ষনিকের জন্য :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৩৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




কথপোকথণ কাব্য বেশ লাগলো । দেখানোর কথা বলে আবার না দেখানোর কারণ দেখানো ! এর হেতো কী !! অতঃপর সবার মত না হারিয়ে সমুদ্র হয়ে যাওয়া, তবে কী দুনিয়ার তাবৎ অশ্রু নিজস্ব করে নিয়েছেন !?

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ কথাকেথি - -

বোঝে জনরে আবার বলতে হয় নাকি ;) ? হা হা হা

গভীর অনুভবে ধন্যবাদ আবারো। শুভেচ্ছা জানবেন

৪০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
এই শিশিরের জলেই বুজেছি মনের শীশমহল...

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

এই না হলে ভ্রমরের ডানা! :)

দারুন অভিব্যাক্তিতে মুগ্ধ। শুভেচ্ছা রইল অফুরান।

৪১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন লিখেছেন

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনাকে উত্তর দিতে গিয়েই কিন্তু জন্ম এ কাব্যের প্রথম প্যারার :)
মনে আছে?

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

শুভেচ্ছা অন্তহীন।

৪২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনাম, সুন্দর ছবি, সুন্দর কবিতা! কবিতার সমাপ্তিটুকু চমৎকার হয়েছে।
প্রায় কাছাকাছি নামে কিছুদিন আগে আমিও একটা কবিতা পোস্ট দিয়েছি। আপনার এ কবিতাটা কিভাবে যেন মিস হয়ে গিয়েছিলো।
কবিতায় ভাল লাগা + +

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার কবিতাটা পড়ে আমি একবার ঘুরে গেছিলাম আমার কবিতায় ;)

অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

এত্ত এত্ত ভাললাগা আর প্লাসে অনুপ্রাণীত

শুভেচ্ছা আর শুভকামনা সবসময়

৪৩| ০১ লা মে, ২০১৮ রাত ৮:৩১

ফাহমিদা বারী বলেছেন: কী চমৎকার কবিতা!
আর দারুণ শিশিরবিন্ধুটু্কু!

০১ লা মে, ২০১৮ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ফাহমিদা বারী

শুভেচ্ছা অন্তহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.