নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্রে হাজারো পরাধীনতার রাহুগ্রাস
ম্লান করে দেয় বিজয়ের স্বাদ!
নিজ ভুমে পরবাসির যাতনায়
স্বাধীন দেশে ভিন্নমত গুম হয়ে গেলে-
চেতনায় নিত্য মুক্তির ডাক।
একাত্তর ফিরে আসে বারবার
একনায়কত্ব, মসনদ মোহ
স্বৈরাচার আর মিথ্যায়; জনগণ উপেক্ষিত
চাটুকার আর লুটেরার উদ্বাহু নৃত্যে
লজ্জিত মা, মাটি দেশ- দেয় মুক্তির হাক।
চেতনায় একাত্তর কড়া নাড়ে বারবার
পাকি চেতনায় জ্ঞাতীয় জুলুম সীমা ছাড়ায়
বায়ান্ন থেকে ঊনসত্তর ফিরে বর্তমানে
অপেক্ষায় জাতি একটি বজ্রকন্ঠের -
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয় দিবসের শুভেচছা
শুভ কামনা অফুরান
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
সোহানী বলেছেন: হাজারো পরাধীনতায় ম্লান করে দেয় স্বাধীনতা....................
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
বিজয় হোক সার্বজনীন দলান্ধতার গলি ঘুপচি পেরিয়ে
আমজনতার মহাসড়কের উৎসব ৭১র মত
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৮
নতুন নকিব বলেছেন:
তা বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছেন বলে কৃতজ্ঞতা! কিন্তু, বিজয়ের এই দিনে এইভাবে সিম্পলি, শুধু শুভেচ্ছা!
সাথে চা - টা কিছু একটা আয়োজন করলেও তো পারতেন! আমরা না হয় আপনার দাওয়াত রক্ষা করতে আসার কষ্টটা স্বীকারই করে নিতাম!
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
বিজয়ের শুভক্ষনে আবার আনুষ্ঠানিক দাোাত লাগে নাকি?
এই দিনে সকল বাঙালী সকল বাঙালীর অতিথি! দৌড়ে চলে আসুন বিজয়ের আনন্দে!
দু হাত বাড়িয়ে দাড়িয়ে আছি ভালবাসায়
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৯
নতুন নকিব বলেছেন:
স্বাধীন দেশে ভিন্নমত গুম হয়ে গেলে-
চেতনায় নিত্য মুক্তির ডাক।
-ডাক দিয়ে যাওয়ার জন্য হৃদয়ের প্রয়োজন!
হৃদয়ের জন্য মানুষ প্রয়োজন!
ভৃগুদের মত, দেশ-মাটি-মানচিত্রের অষ্টপ্রহর প্রহরী!
চেতনায় কড়া নাড়ে একাত্তুর বারবার
-কড়া শুধু নাড়তেই থাকবে! এর শেষ কোথায়? জাতির মুক্তির সূর্যোদয়ে আর কত দেরি?
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: সূর্যোদয়তো নিত্য!
সেই পুন্ডৃ বঙ্গ রাঢ় থেকে ১৭৫৭র পথ বেয়ে ৭১
চেতনায় দৃঢ়তা সঞ্চয় না হওয়া পর্যন্ত! আর একজন নেতা একজন সিরাজ একজন বঙ্গবন্ধুর না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হয়
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
সাইন বোর্ড বলেছেন: স্বাধীনতা কৌটাবন্দী, বিজয় মানে শাসক গোষ্ঠীর একছত্র অাধিপত্য..........ভাল লাগল কবির বাস্তব উপলব্ধি ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
শুভেচ্ছা বিজয়ের
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
নতুন নকিব বলেছেন:
দু হাত বাড়িয়ে দাড়িয়ে আছি ভালবাসায়
-আহ! কি অসাধারন ভালবাসা কবি হৃদয়জুড়ে!
সত্যি সত্যি দেখবেন হাজির হয়ে গেছি একদিন!
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিটা দ্রুতই সত্য হোক!
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
নতুন নকিব বলেছেন:
কল্পনায় আসব, না কি বাস্তবে-স্বশরীরেই!
স্বশরীরে আসতে হলে তো আপনার সাহায্যের মুখাপেক্ষি কোন না কোনভাবে হতেই হবে! তা, সেল নাম্বার নিয়েই হোক, কিংবা যেকোনও উপায়ে এড্রেস জেনেই হোক!
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বশরীরেই
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩
নতুন নকিব বলেছেন:
প্লিজ, ৭ নং কমেন্টের প্রত্যুত্তরটি ইচ্ছে করলে মুছে ফেলতে পারেন। পার্সোনাল সিকিউরিটি অলয়েজ ফার্স্ট। আই উইল সেন্ড এ মেইল ইউ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপেক্ষায় রইলাম । ভাল থাকুন।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
নতুন নকিব বলেছেন:
প্লিজ, ইউ ক্যান চেক নাউ। ধন্যবাদ অনেক অনেক।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ধন্যবাদ
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: বায়ান্ন আর ঊনসত্তর যেন আর না ফিরে বর্তমানে সেই আশাই রাখি। পূর্বপুরুষদের মত যেন আমাদের পরবর্তী জেনারেশনকে পরাধীনতার শিকলে আর বাধা পড়তে না হয়। শত সহস্র মা-বোনকে যেন আর নিগৃহীত না হতে হয়।
১৪ ডিসেম্বর যেন আর না আসে আমাদের জীবনে। আমাদের ছেলেদের যেন জীবন বিলিয়ে দিয়ে মায়ের বুক খালি করতে না হয়। মায়ের ভাষা আর ভূমি যেন থাকে চীর স্বাধীন।
এই কামনাই করি।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া!
স্বপ্নতো এমনই! কিন্তু যখন দেখী আধো বোলের শিশু কুচ কুচ বোলতা হ্যায়
তখন ভয় হয়! বায়ান্নতো অস্ত্রের মূখৈ জীভন দিয়ে বিজয়ী হয়েছি!
এখানেতো ভেতর থেকেই কুড়ে খাচ্ছে!! ভয়টা বেশী তাই!
একাত্তরে শত্রু ছিল পাকি! জয় বাংলা বলে ধূমছে পিটয়ে ভাগাতে পেরেছি
এখনতো দেশি নাম দেশি মূখ দেশী শোষন, জুলূম
মুক্তির পথও তাই ভিন্ন !
এখনো বুদ্ধিজীবিরা গুম হয়! এখনো ভিন্নমত হারিয়ে যায়! ফিরে আসেনা মায়ের বুকে হারানো সন্তান!
তারপরো কামনা সবসময় মায়ের ভাষা আর ভূমি যেন থাকে চীর স্বাধীন।
১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একাত্তর ফিরে আসে বারবার
একনায়কত্ব, মসনদ মোহ
স্বৈরাচার আর মিথ্যায়; জনগণ উপেক্ষিত
চাটুকার আর লুটেরার উদ্বাহু নৃত্যে সুন্দর লিখেছেন কবি।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
বিজয়ের শুভেচ্ছা
১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১
প্রামানিক বলেছেন: একাত্তর ফিরে আসে বারবার
একনায়কত্ব, মসনদ মোহ
স্বৈরাচার আর মিথ্যায়; জনগণ উপেক্ষিত
চাটুকার আর লুটেরার উদ্বাহু নৃত্যে
চমৎকার প্রতিবাদী কবিতা। ধন্যবাদ
১৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রমানিকদা অনেক ধন্যবাদ
চমৎকার লাগায় চমৎকার অনুভব করছি।
বিজয়ের শুভেচ্ছা
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
শাহরিয়ার কবীর বলেছেন: স্বাধীনতা তুমি আমাদের কি শিখালে, আর আমরা কি শিখলাম !!
ভালো লিখেছেন।
শুভ কামনা রইল,ভাই।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া
স্বাধীনতার চেতনা দলান্ধতায় আটকে গেছে!!!
সামগ্রীক সামষ্টিকতা ব্যক্তি কেন্দ্রীকতায় হারিয়ে গেছে!
মুক্তি বড় বেশী প্রয়োজন । সময়ের প্রয়োজন।
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
কবিতাটি এলোমেলো হলেও বক্তব্যে পরিষ্কার আর চেতনায় বহমান ।
সত্যপথিক শাইয়্যান আর নতুন নকিব এর ৪ নং মন্তব্যে সহমত জানিয়ে নজরুল থেকে বলি ---
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে , দিতে হবে অধিকার ।।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ,
কান্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ ।।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বক্তব্যে পরিষ্কার আর চেতনায় বহমান বলেছৈন দেখৈ ধরে প্রাণ এল
হুম দারুন কোট করেছৈন।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ,
কান্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ ।।
কান্ডারীর বড় বেশী প্রয়োজন!
অনেক অনেক ধন্যবাদ আর কৃত্জ্ঞতা বিজয়ের শুভেচ্ছা
১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কবি।
ভালো লাগলো কথাগুলো। সত্যতা আছে কাব্যে।
তবে গর্ববোধ করি, আর কোন দেশবিরোধী রাজাকার বুক ফুলিয়ে বলবে না 'আমি রাজাকার'। স্বাধীনতাকামীর কাছে স্বাধীনতার শত্রু নিধনের চেয়ে বড় সুখ আর হতে পারেনা।
জন্ম হোক আরেকজন বঙ্গবন্ধু'র, দিয়ে যাক আমাদের মুক্তি।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ,
কান্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পণ ।।
৭১এর মতো কান্ডারীর আজ বড় প্রয়োজন!
১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
নিজের ঘরের পরাধীনতা দূর হয়ে যাক...
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতা বড় বেশী খুশি হতো তবে।
এত অল্পতে খূশী ভবে মনে হয় আর কেউ হয়না! অথচ তারাই সবচে বেশী পরাধীন!
কৃষক, মজুর, জেলে, জাতির প্রাণ যাদের হাতে তারাই তৃতীয় শ্রেণী বলে গণ্য!!!!!!!!!!
ধন্যবাদ ভায়া। শুভেচ্ছা বিজয়ের
১৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৬
কুঁড়ের_বাদশা বলেছেন: রাহু ও শনির দশা হতে দেশ, যে কবে মুক্তি পাবে ! তাই দেখার অপেক্ষা।
প্রতিবাদী কবিতা ভালো লিখেছেন।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপেক্ষা আমজনতার সকলে!
অনেক ধন্যবাদ ভায়া
বিজয়ের শুভেচ্ছা
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা
বিজয়ের শুভেচ্ছা
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লেখা। ভালোলাগা।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সম্রাট ইজ বেস্ট
অনুপ্রান পেলাম। বিজয়ের শুভেচ্ছা
২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৩
তপোবণ বলেছেন: ভালো থাকুন কবি। কবিতায় স্বচ্ছ প্রতিবাদ। আজকের প্রধান সত্য অনুধাবনে লিখার জন্য অনেক ধন্যবাদ
"স্বৈরাচার আর মিথ্যায়; জনগণ উপেক্ষিত
চাটুকার আর লুটেরার উদ্বাহু নৃত্যে"
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
যাপিত জীবনের নিরেট সত্য! অথচ সত্য বলতেও কুন্ঠা আকন্ঠ!!!
বিজয়ের শুভেচ্ছা অফুরান
২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
জুন বলেছেন: স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা হবে কবি শামসুর রহমানের কবিতাটির মতই । আর আমরা কি স্বাধীনতার রূপ দেখছি ? দেখছি যা ইচ্ছে তাই করার স্বাধীনতা বিদ্রোহী ।
কবিতায় প্লাস ।
+
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। স্ব-অধিনতার বদলে স্বেচ্ছাচারিতা অলখে স্থান করে নিল!
স্বাধীনতা হয়ে গেল স্রেফ পালাবদল! ২২ পাকি পরিবারের বদলে ২ বা ২২ হাজার পরিবারের শাসন শোষনের পাঁকে জাতি!
ফুটপাতের জীবন নিত্য উপহাস করে সত্য চেতনায়!
স্কুলের বদলে ফুল হাতে বিলাসী গাড়ীর কাচে মূখ ঠেকানো শিশু চপেটাঘাত চেতনার গালে!
জ্যামে নষ্ট কোটি কোটি শ্রম ঘন্টা আর ক্লান্ত নাগরিক দীর্ঘশ্বাস -স্বাধীনতার অনুভব ম্লান করে দেয়!
স্বৈরশাসনের দূর্নীতি, দু:শাষন, আর চেতনার দলান্ধ তেতো কুইনিন -অসহায় জনতাকে নির্বাক করে দেয়!
মুক্তির পথ আর কতদূর!
বিজয় হবে সকলের!
প্লাসে কৃতজ্ঞতা বিজয়ের শুভেচ্ছা
২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: আমার মনে হয় যে উদ্দেশ্যে মুক্তিযোদ্ধারা এদেশে স্বাধীনতা এনেছিলেন সে উদ্দেশ্য আজও পূরন হয়নি।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
পূর্ন হলেতো এ কবিতার জন্মই হতো না্
দলান্ধতায় নয়, সার্বজনীনতায়
বিজয়ের আনন্দ হোক সবার! সকল মত, পথ আর চেতনায় দেশপ্রেম মিশে থাকুক নির্ভেজাল
শুভেচ্ছা অন্তহীন
২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৯
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: একাত্তর ফিরে আসে বারবার
একনায়কত্ব, মসনদ মোহ
স্বৈরাচার আর মিথ্যায়; জনগণ উপেক্ষিত
চাটুকার আর লুটেরার উদ্বাহু নৃত্যে
দারুন লিখেছেন ভাই।
মহান বিজয় দিবসের শুভকামনা রইল।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া মোহাম্মদ মজিবর রহমান
বিজয়ের শুভেচ্ছা অফুরান
২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সাবাস সাব্বাস ।
জয় বাংলা।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভায়া
বিজয়ের শুভেচ্ছা
২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বাধীনতা আমার স্বাধীনতা।
ভাল হইয়াছে কবিতা।
১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার
ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগল
বিজয়ের শুভেচ্ছা
২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
মলাসইলমুইনা বলেছেন: কবিবর, কবিতা সুন্দর হয়েছে | বিজয় দিবসে অনেক কথা মনে হয় পাওয়া নাপাওয়ার ! সেগুলোর কথা বলেছেন দেখে খুব ভালো লাগলো | অনেক ধন্যবাদ |
১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
দলান্ধতায় আমরা জাতিকে হারিয়ে ফেলছি! দু:খজনক চর্চার রাহুগ্রাস স্বৈরাচারিতায় বদলে গেছে!
দেশৈর চেয়ে দল বড় দলের চেয়ে ব্যাক্তি!!!! এই ভুল চর্চাই প্রাধান্য পাচ্ছে!
ফলে সামষ্টিকতা সামগ্রীকতা কেবলই শব্দে সীমাবদ্ধ!
ভাল থাকুন। অনেক শুভকামনা
২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৬
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।
বিজয় দিবসের শুভেচ্ছা নিবেন ।
++++++
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
বিজয়ে বিলম্বিত শুভেচ্ছা আপনাকেও
২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪
আনু মোল্লাহ বলেছেন: বিদ্রোহীর মতই সুন্দর উচ্চারণ।
শুভেচ্ছা সতত।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আনু মোল্লাহ
বিজয়ের শুভেচ্ছা অফূরান
২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বিজয় দিবসের সফলতা কামনা করছি।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার কামনা পূর্ণ হোক।
শুভেচ্ছা সতত
৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: স্বাধীনতার শেকল খুলে যাক। পরাধীনতা নিপাত যাক।
২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সুন্দর শুভকামনায়
শুভেচ্ছা সতত
৩১| ২০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
বদরুল খান বলেছেন: রাজনৈতিক পোস্টগুলোতে আপনার ক্ষুরধার কমেন্টসগুলা কি এখনো আছে
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মাৎসানায় সময় গিলে খেয়েছ স্বাধীন মত!
গুমাতংক টুটি চেপে ধরেছে আমজনতার
বিবেক, ন্যায় যখন দলান্ধ
কবিতায় খুঁজে ফিরি মুক্তির পথ!
দু:সময়ের সবচে বড় প্রমাণ কাব্য চর্চা
২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মাৎসানায় সময় গিলে খেয়েছ স্বাধীন মত!
গুমাতংক টুটি চেপে ধরেছে আমজনতার
বিবেক, ন্যায় যখন দলান্ধ
কবিতায় খুঁজে ফিরি মুক্তির পথ!
দু:সময়ের সবচে বড় প্রমাণ কাব্য চর্চা
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩
নতুন নকিব বলেছেন:
শুভকামনা কবি ভাই।