নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অনু অনুভব

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

বেদনা

তীব্র বেদনায় অশ্রুহীন কাঁদে যে চোখ -
হাসির আড়ালে দেখেছি তার শ্রাবন বর্ষন
চিতার দহন দাহন সেথা
সৃষ্টি কর্মে আড়াল- সাতকাহন ।



সন্ধান

তুই কি জানিস? তুই কে আমার
খুঁজে খূঁজে ত্রিভুবনে
দেখি তুই'ই সে আসনে !

তুই কি জানিস! তুই আমার কি?
তোর মাঝেই খুজি- আমি আমার আমি!


সমর্পন

বিষের জ্বালা আমায় দাও- অমৃতের সূখটুকু তুমি নাও
আকাশে অগুনিত নক্ষত্রের ভীরে ভুলেই যাবে মাটির পিদীমের কথা
আর জনমের আশে মাটির পিদিম ধিকি ধিকি জ্বলবে;

অলখে অমাবশ্যায় আঁধারে নীচে চাও যদি-
দেখবে মিটিমিটি জ্বলছি তোমার প্রেমের আশে!

দেবীকে পূজো করা যায়, ভালবাসায় যায় অন্তহীন - - -
ধুলির ধরায় নামিয়ে তারে কষ্ট কল্পনাও যে পাপ!
ভক্ত হৃদয়ের অর্ঘ্য দিতে পারে, জীবন দিতে পারে

তুমি কি চাও বলো দেবী!
আমি মহাদেব হবো তোমার চরণে।।

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

সামিয়া বলেছেন: ববাবরের মতই অনবদ্য হয়েছে কবি।।
শুভেচ্ছা ও শুভকামনা।।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা ও শুভকামনা অফুরান

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

কানিজ রিনা বলেছেন: তীব্র বেদনায় অশ্রুহীন কাঁদে যে চোখ
হাসির আড়ালে দেখেছি সে চোখ শ্রাবন বর্ষন।
আমি মহাদেব হবো দেবীর চরনে।
ভিষন অসাধারণ অপুর্ব কথামালা। ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

মন্তব্যের আবেগ টুকু ছুঁয়ে গেল :)
অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা অফুরান

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,





যাহা অনুভব করিলাম তাহা এই -----
বেদনার দহনজ্বালায় সন্ধান করিয়া সুখ
সমর্পন করিলাম তব পদতলে নিজেরে-
তবুও কি ফিরাইয়া লইবে মুখ ?

( ২য় লাইনে " হাসির আড়ালের .." হবে কি ? না কি হবে --" হাসির আড়ালে .." ? )

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অসাধারন!
মুগ্ধতা মন্তব্যে :)

অনেক অনেক কৃতজ্ঞতা! ঠিক করে দিয়েছি!
অন্তহীন শুভকামনা প্রিয় ভায়ার জন্য

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবি ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা, শুভকামনা অফুরান :)

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬

আনু মোল্লাহ বলেছেন: বিষের জ্বালা আমায় দাও অমৃতের সুখটুকু তুমি নাও -------
শ্বাশত প্রেমের উচ্চারণ, খুবই পছন্দ হয়েছে কবিতাটি।
শুভেচ্ছা রইল প্রিয় :)

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর এলেন!

পছন্দ হয়েছে জেনে ভাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীণ

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

পার্থ তালুকদার বলেছেন: বাহ ! অনবদ্য পাঠ !

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রাণীত হলাম :)

অনকে অনকে শুভেচ্ছা

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ, একদম খাস দিলে বলছি লিখেছেন, অসাধারণ মাইরি :P

একটি লাইক প্রদান করা হইল। :-P

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: খাস দিলে অনুভব করলাম নির্ভেজাল খুশির আবেগ টুকু :)

লাইক টুকু অতি সাদরে গৃহিত হইল ;)

অনেক অনেক শুভেচ্ছা ভায়া

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

আমি স্বর্নলতা বলেছেন: বেদনার কাব্য মন ছুয়ে গেছে।

যদিও সবগুলোই চমৎকার ছিল। শুভকামনা রইল।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বর্নলতা :)

অফুরান শুভেচ্ছা আর শুভকামনা

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১মটা বেশি ভাল লেগেছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
অনেক অনেক শুভেচ্ছা ভায়া

শুভকামনা সবসময়

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬

শায়মা বলেছেন: দেবী কি চেয়েছে তারপর ভাইয়া?

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অমন করে বলো নাগো তুমি! গানটাই মনে পড়লো ;)

দেবী যে অদৃশ্য! পলকে মায়ায় মিলিয়ে যায়! হা হা হা

না দেখাই ভাল ! দেখোনি মহাদেবকে দেখার পর দেবী জিভে কত্ত বড় কামড় দিয়েছে! :P
সেই ভাল নিভৃতে গহনে ভালবেসে যাও নিরবে নিরবে আপন মনে, আপন সনে :)

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

শায়মা বলেছেন: হা হা হা মরিলাম মরিলাম
আমি কিবা হেরিলাম!!!!!

জেনে রেখো ধাঁধাতে আমি বলহরিরাম! :) :P

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সে কি আর বলতে
এক অদ্বিতীয় তুমি
ধাধা সব মেটাতে ;)

মন ঘরে নাড়া চাড়া
আর দিও না
বড় কষ্টে ঘুমিয়েছে
তারে জাগিওনা ! :P

মহাকালে সূখ-দু:খ
চিনেছি এক রুপে
ক্রিয়া প্রতিক্রিয়া
সবই তাই নিরবে!

মহা ‍শুন্যতার পেয়ে সন্ধান
সবই লাগে শুন্য
মানুষ হয় মিছেই পেরেশান
শুরু শেষে পাই অন্য!

ধূর কি সব লিখছি! লিখতে থাকলে চলতেই থাকবে! :) :P

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১১

সুমন কর বলেছেন: দারুণ হয়েছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা’ :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

সোহানী বলেছেন: হুমমমমমমমমমমম

০৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

যা দেবী সর্বভুতেষু নমঃস্তৈস নমঃ

মন্ত্রেও দেবি যে দর্শন দেয় না! কি করি বলেন্তো? ;)
নিম বাকও কেড়ে করেছে নির্বাক!!!
মহাদেব অন্ধকারে শুয়ে দেবির বোধন আশে :) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আর শুভ কামনা :)

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

নীলপরি বলেছেন: তিনটে কবিতাই অসাধারণ । ++++++++
কুর্ণিশ জানালাম ।

শুভকামনা । :)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতার নত শিরে গ্রহন করলাম :)

এমন প্রেরনা সকল বেদনাকে দলে বাচার স্বপ্ন দেয় :)

অনেক অনেক শুভ কামনা আপনার জন্য

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০১

সোহানী বলেছেন: হায় আল্লাহ.. এইটা কি কইলা B:-) নাকি আমারে ঝাড়লা........... গুগল ট্রান্সলেশান ও তো দেখি কিছু কয় না ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ঝাড়ি না ঝাড়ি না - দেবি বোধন মন্ত্র ;)

দেখিতো গুগল ট্রান্সলেশান কি কয়?
Which is the Goddess Sarvvuthevu Namastusta Namah :P =p~ =p~ =p~

হাসতে হাসতে পেট ব্যথা :) =p~ =p~

অন্য কারো সাথে হাসলে দেবি কি রাগ করতো!!! এখন এত হাসি- তবু বকা দিতেও আসে না :((
মানুষ এতটা পাষান হয় কেমনে!!!! কওতো দেখি!




১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: দেবীকে পূজো করা যায়, ভালবাসায় যায় অন্তহীন - - -
ধুলির ধরায় নামিয়ে তারে কষ্ট কল্পনাও যে পাপ!" পাপ করে কাজ নেই।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

পাপ করে কাজ নেই।

ঠিক ;)

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

জাহিদ অনিক বলেছেন:


শেষ সমর্পনটা বেশিই ভালো লাগলো।

অনু অনুভব ভালো লেগেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা অন্তহীন

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: দারুণ হয়েছে

১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক দা’ :)

অন্তহীন শুভেচ্ছা আর শুভকামনা

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ হয়েছে অনু অনুভবের অনু কাব্য কথা ।
মর্মে হয়েছে কবিতার কথাগুলি গাথা । যাব সেথায়
মহাদেব আছে যেথায়, জেগে যদি না পারি তাহলে
ঘুমের ঘোরে স্বপনে সমর্পন করে দিব তথায় ।
অপনার কবিতা পাঠের কালে সামুর বা দিকের
দেয়ালে বিদ্রোহী ভৃগুর নামের তলে অনুসরন
করুন লেখার নীচে এডের যে দৃশ্য ভসে এলো
সেখানে ক্লিক করে যা পেলাম এখানে দিলাম তুলে ।
মাত্র ২৫ মিলিগ্রামের দুটো খেলেই ব্যথা বেদনা ভুলে
সমর্পিত হওয়া যাবে ছবি গুলির মত খুব সহজেই ।


ভয়ের কারণ নেই স্বাস্থ সন্মত বলে এডে বলা হয়েছে,
দেখা গেল তা সেখানে পাঠ করে । সামুকে ধন্যবাদ
দিতে হয় এখানে ভাল ভাল এডের ব্যবস্থা রেখে দিয়ে
আমাদেরকে অনেক প্রয়োজনীয় বিষয় জানানোর
সুযোগ করে দেয়ার জন্য ।
অনেক অনেক শুভেচ্ছা রইল

১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যাব সেথায়
মহাদেব আছে যেথায়, জেগে যদি না পারি তাহলে
ঘুমের ঘোরে স্বপনে সমর্পন করে দিব তথায় ।

আর ঘুমের জন্য অবশেষে এডে ক্লিকাই ;)
হা হা হা
তবেতো বলতেই হয় জয়তু এড ;)

আপনার দারুন মন্তব্য অনুকাব্যকে উজ্জ্বল করল! কৃতজ্ঞতা অন্তহীন।

শুভকামনা অফূরান


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.