নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সুখ, প্রেম : দ্বি-ভুবন

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

সুখ

তুমি বয়ে চলো অবিরাম
নদী হয়ে- - -
নায়াগ্রা...
পতনে কত সূখ পায় লোকে।

পতনে কি জ্বালা পতিতই বোঝে
পতিত হতে চায় না কেউ
অথচ পতিত-
আলয়ে; কত সূখ পায় লোকে!!!

দেখেছি কত উচ্ছাস, বিস্ময়,
তৃপ্ত মুগ্ধতা এ পতনে!
দেখেছি পতিতের চোখের জলে
অপলক চেয়ে থাকা!

কেউ দেখেনি
নিভৃতে হৃদয়ের জ্বলন
কি বেদনায় অর্হনিশি
ঝড়ে তপ্ত জল একা একা।।

***
প্রেম

ভালবাসব বলে নাইতে নেমে
হঠাৎ পিছু টানে সংসারের মোহ
ধর্মের বেড়াজাল আকড়ে ধরে
চলমান বোধে হৃদয় ডাঙায় ওঠা মাছ!

দোটানা মন উচাটন; মাকড়শা জালে-
শিকারী শিকার হয়ে গেলে
কক্ষচ্যুত তারকা জ্বলতে জ্বলতে সাদা বামন
কার কি দোষ? বলো- হৃদয় যদি প্রেম হারায়?

হৃদয়ে হৃদয় মিলে গেলে যে উচ্ছ্বাস
কনায় কনায় যে সূখের অনুরনন
এইতো সেই: আরজনমের অপেক্ষা-
বোধ যখন কাঁপিয়ে দেয় স্বত্তা-সেইতো প্রেম।

পাপ-পূন্যের খাতা প্রেমিকের নয়
বেহশত-দোযজ দু’পায়ে দলেই চলে প্রেমিক
প্রিয়তার মাঝে যদি নাই মেলে স্বর্স্গ সূখ
তবে আর প্রেম হল কই?

দেহ নয় দেহাতীত সত্যানুভবে
কেবলেই অনুরনন, স্বরণ, জপন ---
পাওয়া না পাওয়ার হিসাব ভুলে
একের মাঝে সব পা্ওয়াই প্রেম!

মন্তব্য ৪৫ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

মৌমুমু বলেছেন: সুখ আর প্রেম দুটিই চমৎকার লিখেছেন ভাইয়া।
কথাগুলো খুব সুন্দর।
ভালো লাগা রইল। ভালো থাকবেন বিদ্রোহী ভাইয়া!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মৌমুমু :)

ভাল লেগেছে জেনে ভাল লাগল

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো ভৃগু ভাই; বিশেষ করে সূখ! কিন্তু "সূখ" কেন!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া

শিফটের অবিরাম অপপ্রয়োগে :P নজরে আনায় কৃতজ্ঞতা।
ঠিক করে দিয়েছি :)

শুভেচ্ছা আর শুভ কামনা অন্তহীন

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তার মাঝে যদি নাই মেলে স্বর্স্গ সূখ
তবে আর প্রেম হল কই?
বাহ দারুন বলেছেন !!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা অফুরান

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

কানিজ রিনা বলেছেন: একের মাঝেই সব পাওয়াই প্রেম। অসাধারন,
আন্তরিক ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কানিজ রিনা :)

শুভেচ্ছা অফুরান

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

জেন রসি বলেছেন: সুখের ভেতর প্রেম। প্রেমের ভেতর সুখ। একের ভেতর অপরের পতন। মানুষের আর দোষ কি? ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে লাইক :)

একের ভেতর অপরের পতন। মানুষের আর দোষ কি?
হা হা হা । নাহ কুন দুষ নাইক্যা ;)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ভ্রাতা

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুখ প্রেম দুটোতেই মুগ্ধতা জানিয়ে গেলাম কবিবর। সুন্দর দুটি কবিতা উপহার দিয়েছেন। কবিতায় বাস্তবতার ছোঁয়া।

শুভকামনা আপনার জন্য

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

সুমন কর বলেছেন: দু'টোই সুন্দর হয়েছে। যেন একের ভিতর আরেক...

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ সুমন দা'

অনুভবে কৃতজ্ঞতা
শুভকামনা অফুরান

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



এবারে সহজ একটি কবিতা লিখলেন । সুখ ও প্রেম নিয়ে ।
সুখের কবিতাতেও পতিত কারো চোখের জলের হাহাকার । আর প্রেমে দেহাতীত সত্যানুভবের খোঁজ ।
সুন্দর লেখা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্য আমার কাছেতো বটেই, অনেকের কাছেই এক দারুন প্রাপ্তি।
বুদ্ধিদীপ্ত আর নির্যাস তুলে আনায় অতুল -

সুখের কবিতাতেও পতিত কারো চোখের জলের হাহাকার । আর প্রেমে দেহাতীত সত্যানুভবের খোঁজ
একলাইনে কি দারুন দুটোর কাব্যের সার তুলে ধরলেন- মুগ্ধতা আর মন্তব্যে লাইক :)

অনেক অনেক কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

সকাল রয় বলেছেন: সহজ অথচ সুন্দর!

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

মন্তব্যে ভাললাগা

শুভকামনা রইল অন্তহীন

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮

ঋতো আহমেদ বলেছেন: কবিতা দুটো সুন্দর হয়েছে। ভালো লাগলো। ++
আপনি আর কতদিন ঐ ট‍্য‌াঙ্ক এর সামনে দাঁড়িয়ে থাকবেন ভৃগু ভাই। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাত:

ভাললাগা অনুপ্রাণ হয়ে রইল।

হা হা হা এতো অনন্তের লড়াই ভায়া
গুরু নজরুলের ভাষা বললে-
যবে উৎপীড়িতের ক্রন্দরোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যচারীর খড়গ কৃপান ভীম রণ ভূমে রণিবে না
বিদ্রোহী রণ ক্লান্ত- আমি সেই দিন হবো শান্ত :)

জানা- অজানায়, ইচ্ছেয় অনিচ্ছেয় আমরা সেই অনাকাংখিত ট্যান্ক এর সামনেই দাড়িয়ে।
জীবন যুদ্ধে নিয়ত লড়াই ন্যায়, নীতি, সত্য-মিথ্যা, মেনে নেয়া, নিত্য পরাজয় ব্যাথিত করে সবাইকে!
চেতনে অবচেতনে- এক তীব্র লড়াই বাসনা জেগে থাকে। আহ যদি সুপার ম্যান হতে পারতাম- সকল অন্যায় অবিচার অনাচার
ধূয়ে মুছে সাফ করে দিতাম! এমন ইচ্ছে লালন করেনি- এমন মানুষ খুঁজে পাবেন না মনে হয়!

এই দাড়িয়ে থাকাটা তেমনি সুপ্ত অসহায় এক প্রতিবাদী স্বত্তার সুপ্ত বাসনা বৈ নয় ;)

অনেক অনেক শুভকামনা

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

চানাচুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে কিন্তু মাথার উপর দিয়ে গেছে :`>

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় আল্লাহ!

এইবার উপায় ?

আগের গুলো না হয় গভীর ধ্যান সাধনার বিষয় ছিল! এইটাতো সবার কমন ;) হা হা হা
আচ্ছা তবে।
মাথার বরাবর যায় অমন করে লিখব খন :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৬

সামিয়া বলেছেন: ভালোলাগলো শেষের দিকে একটু রুড আবার একই সাথে আশার বানী মনে হলো। আমার বোঝার ভুল হতে পারে, শুভেচ্ছা কবিকে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ইতি সামিয়া :)

প্রতিটা মানুষের অনুভবে ভিন্নতাইতো মানুষের শ্রেষ্ঠত্ব
অনেক অনেক শুভকামনা

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:


বেশ অর্থবহ । প্রেম, জীবন, পরজীবনে অতোপ্রোতভাবে জড়িত ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন :)

হুম । কৃতজ্ঞতা আর শুভকামনা অন্তহীন

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,কবিতাখানি পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল। :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বাহ!
বাদশাহর লাইক বলে কথা ;) হোকনা কুড়ে :P

আপনার লাইক খানা সমাদরের সহিত গৃহিত হইল! :)

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪০

জাহিদ অনিক বলেছেন:


প্রেম করে সুখ পাওয়া যায়, তবে সখ করে কেউ প্রেম করে না;

আপনি যে প্রেমের কথা বলেছেন সেই প্রেমেই মজিলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

বড়ই কৃতার্থ হইলাম জেনে সেই প্রেমেই মজেছেন!
মানব জনম ধন্য ভ্রাতা :)

প্রেমের জন্য অফুরান শুভকামনা :)

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার প্রতিটি কবিতার মিনিং থাকে.....



ভালো লিখেছেন++++


শুভ কামনা রইল,ভাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

অনুভবে কৃতজ্ঞতা অশেষ

শুভেচ্ছা আর শুভকামনা অফুরান

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: দুটো কবিতাই মনছোঁয়া । ++++++++++++++

শুভকামনা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাব্য মন ছুঁয়েছে জেনে কৃতার্থ হলাম :)

অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আর শুভকামনা

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

সোহানী বলেছেন: তুমি নায়াগ্রারে ডাকাডাকি করছো তাই সে হাজির...........

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনেক ধন্যবাদ!
কিন্তু নায়াগ্রা ১ টা কাত কেনু ;)

নদিকে ডেকেছি নদি দিলে! নারীকেওতো ডেকেছি! এইবার নারী দেও :P
সুখ আর প্রেম না হয় নাইবা চাইলাম ;) :-/ B-) =p~ =p~ =p~ =p~

অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান :)

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

আমি তুমি আমরা বলেছেন: 'সুখ' ভাল লেগেছে। পতনেও অনেকে 'সুখ' খুঁজে পায়।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা :)

পতনেই আগ্রহী বেশী! সুখ আর শান্তির ব্যবধান খোজে ক'জনা???

শুভ কামনা অফুরান

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১

মোস্তফা সোহেল বলেছেন: নিভৃতে হৃদয়ের জ্বলন কেউ দেখেনা কোন দিন!
দুটি কবিতায় ভাল হয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

হুম- হৃদয়ের জ্বলন কেউ দেখেনা কোন দিন ঠিকই বলেছেন!

শুভেচ্ছা আর শুভকামান অন্তহীন

২১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০

ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় মুগ্ধ । এখন প্রিয়তে নিয়ে গেলাম
পরে সময় করে আসব ।
শুভেচ্ছা রইল

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন কৃতজ্ঞতায় বেঁধে দিলেন আমায়

প্রিয়তে নিয়ে সম্মানিত করায় কৃতজ্ঞতা :) আপনার ভাললাগা আপ্লুত করলো।

শুভেচ্ছা আর শুভ কামনা অন্তহীন

২২| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সৈয়দ ইসলাম বলেছেন:


অপ্রাসঙ্গিক জানতে চাওয়া!






এটা কতকাল ঝুলবে? (কতকাল সুযোগহীন থাকবো প্রথম পাতা থেকে!)

২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি কারণ? কিছু জানিয়েছে?

কোন নোটিফিকেশন পেয়েছেন?

হঠাৎ শুরুতেই খড়গ কেন?????

২৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন:
আমার একটি ব্লগ নাকি ব্লগ রোলস অমান্য করেছে! সেটা সত্য হলে আমার জন্য সত্যি তা অপমানজনক।

এর জন্য কর্তৃপক্ষ আমাকে নোটিশ পাঠিয়েছে ঠিকই। কিন্তু সেই সাথে প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ ছিনিয়ে নিয়েছে! পুস্টটি ড্রাফট করে দিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু প্রথম পাতায় লেখা প্রকাশের সুযোগ কেড়ে নেয়া কেন। সতর্কতার জন্য পুস্টটি মুছে ফেলাই তো যথেষ্ট ছিল।

এ কাজগুলো স্পৃহা একেবারেই থামিয়ে দেয়! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.