নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

হাসি নেবেন, হাসি!

০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

হাসি নেবেন, হাসি!
হরেক রকম হাসি আছে
ষোলকলার বাঁশি আছে
হাসি নেবেন, হাসি!



প্রেম মাখানো মুচকি হাসি
নিরেট সূখের অট্টহাসি
লাজুক কনের লজ্জ্বামাখা
রং বেরংয়ের-বাছুন হাসি।

সন্তানের খুশির হাসি
ভাই-বোনের আব্দারী হাসি
প্রিয়জনার আহলাদী হাসি
হাসির রকম দেখেই হাসি।


বসের উপহাসের হাসি
কলিগের হিংসে হাসি
অধস্তনের তোয়াজি হাসি
উরিব্বাস, ভবে কত্ত হাসি।

বন্ধুজনার সরল হাসি
কৃতজ্ঞতার তৃপ্ত হাসি
মিলন বেলার কান্না হাসি
হাসি দেখতে ভালবাসী।


আছে রকমারী হাসি
ভিলেনের অট্টহাসি
সাগ্রেদী চামচামী হাসি
হাসি বাজারে এত্ত হাসি!


দুর্বলের অসহায় হাসি
পরাজিতের করুন হাসি
স্বপ্ন ভাঙ্গা ব্যাথার হাসি
রয় হাসির মাঝে দু:খ ভাসি।


প্রতিশোধের ক্রুঢ় হাসি
বিপ্লবীর স্বপ্ন হাসি
জয়ের আনন্দ হাসি
হাসতে সবাই ভালবাসি।

সকল হাসির সেরা হাসি
মায়ের মুখের মিষ্টি হাসি
নিষ্পাপ শিশুর ফোকলা হাসি
মধুর চেয়েও ভালবাসী।



উৎসর্গঃ কাজী ফাতেমা ছবি
ফেসবুকে উনার একটা স্ট্যটাসে মন্তব্য করতে গিয়েই জন্ম এই হাসি কথকতা :)

ছবি কৃতজ্ঞতাঃ গুগল

মন্তব্য ১০০ টি রেটিং +২০/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

কলাবাগান১ বলেছেন: দুর্বলের অসহায় হাসি
পরাজিতের করুন হাসি
স্বপ্ন ভাঙ্গা ব্যাথার হাসি
রয় হাসির মাঝে দু:খ ভাসি।

০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনকে ধন্যবাদ ভায়া :)

তারপরও হাসুন। হাসলে হার্ট ভাল থাকে :)

শুভকামনা অনেক অনেক

২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

হাসছে দেখো হাসি
বাজছে বনে বাঁশি,
হাসির এমন রকম ফেরে
দিলাম অট্ট হাসি।

০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
হাসি কথা শুনলে হাসি
যায়না আটকে রাখা

আমিও দিলাম খুশির হাসি
রোম পুড়ে যায় পুড়ুক
চলুন বাজাই নিরোর বাঁশী
হাসি- আমজনতার দেতো হাসি!!!

অনেক অনেক শুভকামনা :)

৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

বানেসা পরী বলেছেন: ওরে বাবা! কত রকম হাসি!
এত হাসির ভীড়ে আমিও একটা হাসি (ইমো) দিয়ে গেলাম।:)
আর উপর থেকে তিন নাম্বার ছবির বাবুটার হাসি সাথে করে নিয়ে গেলাম।

০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হু হু সবাই হাসুন
হাসির উপর ট্যাক্স নেই
তাই প্রাণটা খুলেই হাসুন!
ভাবনা সকল পাশেই রাখুন ;)

অনেক অনেক ধন্যবাদ বানেসা পরী। হুম বাবুটার অসাধারন কিউট হাসি
নিয়ে যান নিয়ে যান
হাসতে হাসতেই নিন।

ভাল থাকুন।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সকল হাসির সেরা হাসি
মায়ের মুখের মিষ্টি হাসি
নিষ্পাপ শিশুর ফোকলা হাসি
মধুর চেয়েও ভালবাসী।


আহা! কী চমৎকার লিখেছেন ভাই।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা


শুভকামনা অন্তহীন

৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


আজ ৭ই নভেম্বর, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরেরও কেহ দেখেনি জেনারেল জিয়ার হাসি

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা

আপনিতো সংগী ছিলেন ;) আপনি নিশ্চয়ই দেখেছেন কোন না কোন হাসি :)
নয়কি?

ভাল থাকুন।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধুর মিয়া! যেমনে হাসি নেবেন, হাসি! বলতেছেন!! ' দৌড়াইয়া আইলাম । আমি ভাবছিলাম হাসি আপনার শালি। :-P :-P

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: =p~=p~=p~=p~

ইশশিরে....
সেইরাম লস হইয়া গেল :P

অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভকামনা সবসময়।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ওমেরা বলেছেন: হাসির জন্য এমনিতেই বকা পাই, আপনি ভাইয়া আরও হাসি দিতে চাইলেও আমি নিব না।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই নাকি?
হাসির জন্যেও বকা
দেয় যারা তারা কত্ত বোকা ;)
হা হা হা

থাক তবে। সুইস ব্যাংকের একাউন্টে ইনফিনিট হাসি জমা রইল। দু:খের দিনে না হয় ক্যাশ করে নিবেন :P

শুভকামনা অফুরান।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

খালিদ১৭ বলেছেন: বাহ হাসির অভিনব প্রকারভেদ

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :) :D B-) ;) =p~

ইমোতেই দেখেন কত্ত রকম হাসি
হা হা হা

ভাল থাকুন ভায়া। শুভকামনা

৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

ধ্রুবক আলো বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ভাইয়ের মতন আমিও তাইই ভাবছিলাম।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: চু চু চু চু আহালে...

ভাবলাম গিয়াস ভাই একলাই ;) এখন দেখি আফনেও ;) =p~=p~=p~=p~

অনেক অনেক ধন্যবাদ ভ্রাত

অনেক অনেক শুভকামনা

১০| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

প্রামানিক বলেছেন: চমৎকার

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :):):)

অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভকামনা অন্তহীন

১১| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:

হাঃ হাঃ হাঃ =p~ :) =p~

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাঃ হাঃ হাঃ =p~ :) =p~

অনেক অনেক ধন্যবাদ ভায়া

হাসি হাসি হাসি
হাসতে সবাই ভালবাসী
শুভকামনা রাশি রাশি ;)

+++

১২| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

হাফিজ হুসাইন বলেছেন: হাসিরও তাহলে প্রকারভেদ আছে!!!

সেই রকম পোষ্ট হইছে বস!!!

স্যালুট!!! স্যালুট!!! স্যালুট!!!

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরও কতরকম যে বাদ পড়ে গেছে তাই ভাবছি ;)

হা হা হা

অনেক অনেক অভিভাবদন আপনাকেও
শুভকামনা সবসময়

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

সুমন কর বলেছেন: হাসি বুঝিয়া পাইলাম !!! =p~
ভালো লেগেছে।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :):)

প্রীত হইলাম :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমনদা :)

শুভকামনা অফুরান

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




এত্তো এত্তো হাসি
বড়ই সর্বনাশী ,
কোনটা ফেলে কোনটা হাসি
কোনটারে যে ভালোবাসি !!!!!!!!

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন কাব্যোত্তরে মুগ্ধ :)

অন্তহীন কৃতজ্ঞতা আর শুভকামনা অফুরান

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:

ভাই, কী ডিজিটাল হাসি দিবো একটু শিখিয়ে দেন । :) =p~ :-B

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

এইতো ফাটাফাটি দিজিটাল হাসির ইমোটিকন দিয়েছেন :) =p~ :-B
আর কি চাই?

অনেক অনেক শুভ কামনা

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১১

করুণাধারা বলেছেন: যেমন কবিতা তেমনি ছবি- দুইই খুব ভাল হয়েছে। কিন্ত সবচাইতে ভাল লেগেছে শেষ স্তবক আর মা- সন্তানের অনাবিল হাসির ছবি।++++

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ করুনাধারা :)
হুম। মা আর শিশুর চেয়ে সুন্দর হাসিতো ভবে আর নাই - - -

ভালোলাগা আর প্লাসে কৃতজ্ঞতা
শুভকামনা আফুরান

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

উম্মে সায়মা বলেছেন: হাসির মেলা বসিয়েছেন দেখছি :-B

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

মেলা থেকে খুজে নিন যত্তলাগে হাসি ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৪

বারাক ওসামা বিন পুতিন বলেছেন:

এই বিখ্যাত হাসি টা কিনতে চাই। দিতে পারেন???

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন অনাবিল হাসি :)

প্রেম, সুখ, হাসি যে অর্থে মেলেবা ভায়া!!!!

ভালোবাসায় প্রেমে পেলে পেতেও পারেন :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮

কুঁড়ের_বাদশা বলেছেন:


বেশি হাসলে,বেশি ক্যালরি খরচ হওয়ার সম্ভবনা থাকে,তাই আমি হাসমু না। !:#P

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তবে আর কি বাবুটার মতো গোমরা মুখে থাকুন আর ক্যলোরি বাচান ;) হা হাহা

২০| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: নানা রকম হাসির ছড়াছড়ি দেখে ভালো লাগলো।
হাসলে মন ভালো থাকে

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। অনেক অনেক ধন্যবাদ

আসলেই -হাসলে মন ভালো থাকে

শুভকামনা

২১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: কষ্ট নিবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে

এই কবিতায় যতটা ভালো লাগা ছিল ঠিক ততটা ভালো লেগেছে

হাসি নেবেন, হাসি!
হরেক রকম হাসি আছে

দুই টা কবিতা দুই রূপ । কষ্ট আর হাসি । আমরা ভালোবাসি তাকেই যে কষ্ট গুলো লুকিয়ে রাখে ,লোকে ভাবে কত সে সুখী । অপর দিকে কারো হাহাকার রোজ বিরক্তি এনে দেই । তাই সর্বদা হাসা উচিত নিজের জন্য ।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

আসলে লেখার সময় বিষয়টা মাথাতেই ছিলনা। পরে দেখি সেইম টিউন ;)
ছবিপুর ফেবুর স্ট্যটাসে হাসির গিফ আর হাসির জন্য হাহাকারময় কাব্য দেখেই লিখা :)

যাক দুটোর প্রকৃত স্বাদাস্বাদনে শান্তি পেলাম । অন্যকারো কষ্ট কমাতে না পারি, নিজে হেসে অন্তত বাড়ানোর দায়মুক্ত রইলাম, নাকি বলেন :)
হা হা হা হ

অনেক অনেক ধন্যবাদ আর অন্তহীন শুভকামনা

২২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

জীবন সাগর বলেছেন: হাসির প্রকারভেদ জেনে ভালো লাগলো ভাই
কবিতা অনেক ভালো লাগলো আমার।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনার ভাল লেগেছে জেনে আমারও ভালো লাগলো :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

২৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: আরেকটি হাসি আমি দেখি অহরহই।। যা অনুভবেই..........।।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই!!!!

কই সে হাসির কথাতো আমাদের বললেন না!

বলুন বলুন- সে হাসিতে আমরাও যোগ দেই

২৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৭

কানিজ রিনা বলেছেন: হাসা বলে হাসি, এই বলে হাঁসা হাঁসি করে
হাসা হাসি।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হাঁসা হাঁসি হয়ে সবে করি হাসাহাসি
হাসির জন্যে নেই কোন ধারা, রাশ-ই
মাল বাবুটা বসায়নিতো হাসির উপর কর
হাসতে হাসতে হাস্তি সবাই শুনে এ খবর :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভ কামনা

২৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৯

মনিরা সুলতানা বলেছেন: আহা হাসি
বাহ হাসি
দারুন হাসি
ভালোবাসি ভালোবাসি !

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

বাহ! দারুন ছন্দোত্তরে মুগ্ধ

আসলেই হাসির উপরে কিছু নেই - এবার হোক তবে হাসির বিপ্লব ;)

অনেক অনেক শুভকামনা



২৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৯

মলাসইলমুইনা বলেছেন: ব্লগে যে হরে বিরহের কবিতা লেখা লেখি হচ্ছে তাতে মনটাই ধুধু মরুভুমি হবার জোগাড় | তাই আপনার লেখা থেকে একটন হাসি নিলাম | দেখি তা দিয়ে মনটাকে আবার হাসি খুশি ভরা সবুজ মরুদ্যান বানানো যায় কি না | কবিতা ভালো লাগলো অনেক | ধন্যবাদ |

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা

যাক মরুতে মরূদ্যান পেলেন তবে ;)

অনেক অনেক ভালোলাগলো মন্তব্যে :)
শুভকামনা অফুরান

২৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:

লেখার মাঝে ছবি না দিলে ভালো হতো

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

মিষ্ট খেয়ে মিষ্টি না খেতে বলার মতো ;)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

২৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

ডঃ এম এ আলী বলেছেন: বারে বা এত এত হাসি
কি কব ভাই দু:খ কথা
হাসতে যে ভুলেই গেছি
সে্ই কবে থেকে কারণ
হবুচন্দ্র রাজা বলেন গবুচন্দ্রে ডেকে--
"আইন জারী করে দিও রাজ্যেতে আজ থেকে,
মোর রাজ্যের ভিতর--
হোক্ না ধনী, হোক্ না গরীব, ভদ্র কিংবা ইতর,
হাসতে কেহ পারবে নাক, যতই থাকুক সুখে--
কাঁদবে আমার যতেক প্রজা, কাঁদবে যত লোকে।
সান্ত্রী-সেপাই, প্যায়দা, পাইক ঘুরবে ছদ্মবেশে,
হাসলে কেহ, আনবে বেঁধে, শাস্তি হবে শেষে।

হবুচন্দ্র রাজা বলেন হাসবো শুধু আমিই একা বসে
অন্য কেহ হাসলে পরে ধরবে তারে কষে ।

হরেক পদের হাসি নিয়ে এত সুন্দর
কবিতা ও ছবির জন্য ধন্যবাদ রইল ।

উল্লেখ্য মন্তব্যটির ঘরে থাকা কবতাংশটির কিছুটা সুনির্মল বসুর হবুচন্দ্রের আইন হতে চয়নকৃত
ও রূপান্তরিত, সুনির্মল বসু আজ হতে ৬০ বছর আগে গত হয়েছেন , তিনি বেঁচে থাকলে মানুষের
মনের জমানো কান্না দেখে আজ হয়তবা হাসির বদলে কান্নার জন্যই হবুচন্দ্রের আইন রচনা করতেন ।
আপনার এই কবিতার কারণে ছোটকালে পড়া তাঁর কবিতাটির কথা মনে পড়ে যায় ।
কবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

তিনি বেঁচে থাকলে মানুষের
মনের জমানো কান্না দেখে আজ হয়তবা হাসির বদলে কান্নার জন্যই হবুচন্দ্রের আইন রচনা করতেন

অল্প কটি কথায় আমজনতার নির্যাস তুলে ধরেছেন!
হেটস অফ অভিবাধন :)

দারুন মন্তব্যে পোষ্ট সমৃদ্ধ হল। অনেক অনেক শুভকামনা


২৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৮

রানার ব্লগ বলেছেন: আমাকে কিছু হাসি উপহার দিন। হাসতে পারছহি না অনেক দিন হোল।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি সেকি হাসতে পারছেন না কেন?

হবুচান্দ্র আইন করেছেনাকি?

মনটাকে শিশুর সরলতায় নামিয়ে আনুন, ব্যস! সবকিছুতেই খুশি খুজে পাবেন :)
সব হাসি আপনার হোক

৩০| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৩

নতুন নকিব বলেছেন:



হাসতে হবে, হাসতে হবে,
সবায় ভালবাসতে হবে,
জানতে হবে হাসির রকম,
হাসতে হবে বেশি বা কম,
সুস্থ থাকা তবে-
এত্ত হাসির খবর দেখি জানতো কে বা কবে!

মুগ্ধতা অশেষ, প্রিয় কবি!

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ
দারুন বলেছেন্তো! মুগ্ধ :)


অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভকামনা অনেক অনেক

৩১| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভৃগুদা দেখছি হাসি ফেরি করা শুরু করেছেন! বাজারদর কেমন?

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা

কর্পোরেট নজর এখনো পড়েনি তাই এখনো সুলভে মেলে হাসি
শুধু চাই নির্মল মন :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া :) শুভকামনা

৩২| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

ভুয়া মফিজ বলেছেন: হাসির এতো ভেরিয়েশান দেখে খুবই চমৎকৃত হইলাম। দারুন ছড়া!!!

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসির লেখা তবে সার্থক :)

অনেক ধন্যবাদ ভায়া । শুভকামনা অন্তহিন :)

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

মোস্তফা সোহেল বলেছেন: ছড়া ভাল লেগেছে ভাইয়া।
অনেক দিন মন খুলে হাসি না। :(

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বোলেন কি??

হাসবেন ভায়া, প্রাণ খুলে :)

আপনার জন্য প্রান খোলা হাসির শুভকামনা

৩৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: হাসি
রোকনুজ্জামান খান

হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই?
এই শোন না কত হাসির
খবর বলে যাই।

খোকন হাসে ফোঁকলা দাঁতে
চাঁদ হাসে তার সাথে সাথে

কাজল বিলে শাপলা হাসে
হাসে সবুজ ঘাস।
খলসে মাছের হাসি দেখে
হাসে পাতিহাঁস।

টিয়ে হাসে, রাঙ্গা ঠোঁটে,
ফিঙ্গের মুখেও হাসি ফোটে

দোয়েল কোয়েল ময়না শ্যামা
হাসতে সবাই চায়
বোয়াল মাছের দেখলে হাসি
পিলে চমকে যায়।

এত হাসি দেখেও যারা
গোমড়া মুখে চায়,
তাদের দেখে পেঁচার মুখেও
কেবল হাসি পায়।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!!

দাদাভাইয়ের বিখ্যাত কবিতা । মুখস্ত ছিল এক সময়!

এত হাসি দেখেও যারা
গোমড়া মুখে চায়,
তাদের দেখে পেঁচার মুখেও
কেবল হাসি পায়।

ঠিক কথা :)

অনেক ধন্যবাদ আর শুভকামনা

৩৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

বিলিয়ার রহমান বলেছেন: ক্লাশ টুয়ের পাঠ্য বইয়ে বছর বিশেক আগে ছিলো তবে এখন আর এখন নাই!!!


আপনার হাসিও কিন্তু ভালো হয়েছে!!:)


++

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

আগের সেই নির্মল ছড়াগুলো হারিয়ে গেছে - -
শিশুতোষ মানসিক বিকাশের সরলতা কই হারিয়ে গেছে!!!!

আবারো ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা।

৩৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই হল অবস্থা!!!!!!!!!





০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসির কাব্য চুরি দেখে হাসি অট্রহাসি

৩৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

কানিজ ফাতেমা বলেছেন: পুঁচকে গুলির হাসি সেই লেভেলের ..............

শুভ কামনা রইল ।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..

হাসি খুঁজতে গিয়ে দারুন সব হাসি দেখেছি :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা অফূরান

৩৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কেউ হাসি নেবেননি; কেউ হাসি নেবেন।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন! হাসির ফেরি মন্দতো নয়। সূখের পথে একটু সময় :)

অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা

৩৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৫

তারেক ফাহিম বলেছেন: :-/ :-P =p~ :-B :P

হাসির কবিতা পড়ে শেষ মন্তব্য পর্যন্ত হেসেই গেলাম।

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যাক তবে সার্থক হাসির কাব্য :)

অনেক অনেক ধণ্যবাদ ভ্রাতা :) ধন্যবাদ আর শুভকামনা অনি:শেষ

৪০| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

জাহিদ অনিক বলেছেন:

হাস্য রস্য ভাষ্য !
বাহ চমৎকার ! হাসিখুশি হোক সবার জীবন, সজীব প্রান্তবন্ত।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

শুভকামনা পূর্ন হোক

অনেক অনেক ধন্যবাদ আর অফুরান শুভকামনা

৪১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১০

আমি তুমি আমরা বলেছেন: প্রতিশোধের ক্রুঢ় হাসি
বিপ্লবীর স্বপ্ন হাসি
জয়ের আনন্দ হাসি
হাসতে সবাই ভালবাসি।

সকল হাসির সেরা হাসি
মায়ের মুখের মিষ্টি হাসি
নিষ্পাপ শিশুর ফোকলা হাসি
মধুর চেয়েও ভালবাসী।


ভাল লেগেছে ভাই।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা

ভাল লাগাটুকু হৃদয়ে জমা রইল !

গসডত গসডত ধন্যবাদ আর শুভকামনা

৪২| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

নীলপরি বলেছেন: সাত সকালে হাসির কবিতা পড়ে ভালো লাগলো ।

শুভকামনা।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার ভাললাগায় লেখা পূর্ণ হলো :)

অনেক অনেক শুভকামনা

৪৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

সামিয়া বলেছেন: তরতাজা যান্ত্রিক হাসি
যান্ত্রিক শহরে
কত শত যন্ত্র মানবের ঠোটে সেঁটে থাকে
অমায়িক হাসি মাখা মুখের আড়ালে।

০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন সংযোজন।
অনেক অনেক ধন্যবাদ ইতি সামিয়া :)

কৃতজ্ঞতা ও শুভকামনা অফুরান

৪৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া :)

ঘুরে এলাম । আপডেট তথ্য যুক্ত করায় আবারো কৃতজ্ঞতা।

৪৫| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আজ ১০ ই নভেম্বর, শুক্রবার
সাহিত্য আড্ডার আড্ডা বার!
চলে আসুন 'বিশ্বসাহিত্য কেন্দ্র'র ক্যাফেটেরিয়ায়।
লিফটের সর্বোচ্চ ৮ চেপে জাস্ট উপরে খোলা আকাশের নিচে সবুজ সমারোহে চা পর্বে দেখা হয়ে যাক আড্ডাবাজদের।
বিকেল সাড়ে তিনটা থেকে চারটায় দেখা হচ্ছে তবে!
যোগাযোগঃ
মোহাম্মদ সাইফুল ইসলামঃ ০১৮১৯-৫১৮৯৩৪
এটিএম মোস্তফা কামালঃ ০১৫৫৮৩০৮৮৪৮
আশরাফুল ইসলাম দুর্জয়ঃ ০১৭২৪-৬১৪২৫৬

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪৬| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৮

নীলপরি বলেছেন: আমি এইমাত্র আমার কবিতায় আপনার কমেন্ট থেকে একটা অংশ কপি করে উত্তর দিতে গেছিলাম ।কিন্তু করা গেলো না । তারপর দেখলাম কোনো কিছুই কপি করা যাচ্ছে না । আমার কি কিছু ভুল হচ্ছে ? নাকি সামু কোনো স্টেপ নিয়েছে ?
প্লিজ একবার চেক করে জানান ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আশা করি জেনে গেছেন ইতো মধ্যে- রাইট ক্লিক ডিজএবল করা হয়েছে চুরি ঠেকাতে!

কিন্তু চোর ঠেকাতে গিয়ে আমরাও ঠেকে গেছি হঠাৎ!
বিলিয়ার ভাইয়ের পোষ্টে দেখূন জানাপু বিষয়টি দেখছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

৪৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১০

নীলপরি বলেছেন: ঠিকাছে । প্রথম পাতায় গিয়ে এটাই জানলাম । :)

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ঠিকাছে :)

৪৮| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

কালীদাস বলেছেন: ভেবেছিলাম রাইট বাটনের আনন্দে আপনার এই পোস্ট, পরে তারিখ দেখে ভুল ভাঙল :) একজন মেটালহেড :P কবি হিসাবে আপনার খুশি হওয়ার কথা কপিপেস্ট বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্হা হওয়ায়;) আপনার তাৎক্ষণিক অনুভূতি কি? :D

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চুরি বন্ধে অবশ্যই খুশি :)

কিন্তু আমরার হাত-পা বাইন্ধা রাখছে কেনু !!!!

বাংলা কবিতা ডট কমে রাইট বাটন অফ, বাট ভিজিটরদের জন্য বা অ্ন্য পেইজে ভিজিট করতে গেলে;
আর লগিন মুডে সব অন নিজে কাজ করতে গেলে-
এটা করা মনে হয় খুব সহজ। আশা করি প্রোগ্রামারগণ বুঝবেন বিষয়টি সহজেই।

আপনার শুভাগমনে প্রীত হইলাম।

৪৯| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

কথাকথিকেথিকথন বলেছেন:





হা হাহা । পৃথিবীতে বোধয় হাসিই সবচেয়ে শক্তিশালী মুখোশ ।

হাসির কবিতা বেশ ভাল লেগেছে ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন!

ধন্যবাদ ভাললাগায়

আরো ভাল লাগছে কপি পেষ্ট করতে পারছি বলে.. মনে হয় সারাদিন কঠোর রোজার পর ইফতারিতে শরবত খেলাম ;)
হা হা হা হা

শুভকামনা

৫০| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন:





আমিও কী কম টেনশানে ছিলাম ! ইতিমধ্যে আমার নিকের কাটছাট শুরু হয়ে গিয়েছিলো !!

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

যাক। অবশেষে সবার সব টেনশন মুক্ত হইল। আমরা পাইলাম সামুকে মনের মতো করে পাইলাম :)

কৃতজ্ঞতা জানাপু, এবং টিমের সকলের প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.