নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলায় ডাকি প্রভু
খূঁজি বাংলায় অবতার
বাংলাতে বুঝি মায়ের দরদ
বাংলায় মুক্তি আমার।
বাংলা আমার প্রেম বিরহ
বাংলাতে সূখ উন্মুখ
বাংলাতেই হাসি-কান্না আমার
বাংলায় স্বর্গ সূখ।
বাংলায় করি প্রার্থনা
করি বাংলায় উপবাস,
বাংলায় করি তীর্থ ভ্রমণ
বাংলায় যোগাভ্যাস।
বাংলায় হই বাউল -
ত্যাগিয়া ভোগী জীবনবাদ
বাংলায় লভি উচ্চ মার্গ
স্বপ্ন বাংলায় শান্তিবাদ।
আপনি আচরি ধারন করি
চেতনায় মহা সত্য
পোষাকী বাহ্য মোহ ছুড়ে
বলি-জয় গুরু, তুমি নিত্য।
[ ধর্মীয় গোড়ামী থেকে মুক্তি পেতে চাই স্বকীয়তায় সত্যানুভব।
সত্যের গভীরে যেতে হলে চাই শব্দের গভীর উপলদ্ধি।
বাহ্য, চলমান গতানুগিতকতায় পোষাকী, আবৃত সত্যে যাদের মন তুষ্ট
তারা ছাড়া; তাদের বাইরে যারা সত্যেক অবগুন্ঠিত করতে চায় প্রকৃত রুপে-
তাদের জন্য ক্ষুদ্র চেষ্টা।
সালাত, সাওম, হজ্জ্ব, মোরাকাবা বিষয়গুলো সহ আল্লাহ, রাসূল সত্যানুভব
বাংলায় অনুধাবনের চেষ্টা। ]
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ৫২’র অনুভবকে চেতনায় ধরে রাখার আয়োজন কই???
হিন্দি প্লাবনে ২ বছরের বাচ্চা্ও বলে তু তু ম্যায় ম্যায় !!!!!
আর ধর্মের ক্ষেত্রেতো যেন অচ্ছুৎমার্গ!!
চলুন বুকে পুষি। আপনা মনে বিভোল হয়ে
শুভেচ্ছা
২| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৯
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার! লিখেছেন। অনেকে বাংলা নামকে হিন্দুয়ানী নাম বলে ভাবে।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
একেবারে গোড়া স্তরে এবং মধ্যম ভাবনা স্তরে এটা খুবই তীব্র।
পানিকে আমি জল বলে চাইলে হা করে থাকে। তখন বলি আরে ভাই- ওয়াটার বলেন, আব বলেন বা পানি কাজতো তৃষ্ণা মেটানো একই রকম করে তাই না? তবে আর নামে এত বাড়াবাড়ি কেন।
বরং আমাদের অঞ্চল বাংলাদেশ হিসেবে জলেরই তো অধিক হক থাকার কথা
মূখ বেচারা ভাব নিয়ে চলে যায়।
ভাবখানা হায়- পানির বেহেস্তি অনুভব থেকে বুঝি বঞ্চিত হলাম
অনেক ধন্যবাদ ভ্রাতা
শুভেচ্ছা অফুরান
৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩১
সাদা মনের মানুষ বলেছেন:
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!
ধূমায়িত কফির জন্য একরাশ শুভেচ্ছা
অনেক অনেক কৃতজ্ঞতা
৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আল্লাহ সবার ভাষাই বুঝেন। যদি না বুঝতেন তাহলে তিনি আল্লাহ হতেন না। কিছু মানুষ ভাষা নিয়ে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা করে। তবে শিরকযুক্ত শব্দ থেকে সাবধান থাকতে হবে।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সকল ভাষা, জাতি তো তাঁরই সৃজন। পরীক্ষা করতে একে অন্যে।
শিরক এর প্রকৃত অভিধা বুঝতে হবে আগে। আধাআধি জ্ঞানে শুধু ভয় পেলেতো চলবেনা, নাকি বলেন?
মনন আর চেতন যুক্ত হলে অবাঞ্চিত ভীতি কেটে যায়।
শুভেচ্ছা ভায়া
৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২
নিয়াজ সুমন বলেছেন:
কবিতার ছন্দে মন হারালো আনন্দে।
খুশি হয়ে আপনার জন্য এই বিকেল বেলায় এক কাপ সবুঝ চা।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বাহ বেশ
ছুঁয়ে গেল আপনার আনন্দের রেশ
অনেক অনেক ধন্যবাদ ভায়া
সবুজ শুভেচ্ছা অফুরান
৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১০
বিষাদ সময় বলেছেন: আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
মাতৃ ভাষায় প্রতি ভালবাসা আমাদের অন্তরে ধারণ করতে হবে................
দুঃখজনক হলো বাংলার চেয়ে বাংলিশ এখন উচ্চ শ্রেণীর ভাষা আর বারবী হলো বেহেস্তি ভাষা ....
পোষাকী বাহ্য মোহ ছুড়ে
বলি-জয় গুরু, তুমি নিত্য।
"জয় গুরু" বলেছেন অসুবিধা নাই , তবে "জয় বাংলা" বললে কিন্তু ট্যাগ পড়বে........ হাঃ হাঃ হাঃ
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বিখ্যাত সেই গানই অনুপ্রাণ
বেহেস্তের লোভে মৌ-লোভী মৌলবীদের অজ্ঞানতার ফসল! স্বর্গ বললে লুঙ্গি খুলে যায় যেন।
জল বলে পান করলে বুঝি তাদের তৃষ্ণা অতৃপ্ত থেকে যায়!
হা হা হা
ট্যাগিং সয়ে সয়েই না মন পাথর হয়েছে। ব্যাঙের কি আর সর্দির ভয় থাকে?
অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা অন্তহীন।
৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বাংলা প্রেমের প্রকাশ, মুগ্ধ করলেন কবি।
দারুণ ভাব জাগিয়েছেন কথামালায়।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মুগ্ধতা টুকু ছুঁয়ে গেল
অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা
৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১
ফেরদৌসা রুহী বলেছেন: সবার আগে নিজের ভাষা এরপর অন্য কিছু।
বাংগালি হয়েও আজকাল অনেকের বাংলার প্রতি অনিহা।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আপনার স্বাতন্ত্র আর পরিচয়ের দুদোল্যমনতার কারণেইতো আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের ব্রান্ডিং ইমেজ নেই।
এই হল বাঙালী-আত্মবিশ্বাস আর গর্বে বলার মতো উপস্থাপনা না আছে ব্যক্তিক, না আছে রাষ্ট্রীয়!
ফলে না ঘরকা না ঘাটকা টাইপ সর্বত্র দেশী জাতীয়তবাদে যেমন ধর্মেও তেমন।
অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা অফুরান
৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
বাংলায় করি প্রার্থনা
করি বাংলায় উপবাস,
বাংলায় করি তীর্থ ভ্রমণ
বাংলায় যোগাভ্যাস।
ভাল লিখেছেন গুরু।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অফুরান
১০| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন:
আন্তর্জাতিক ভাষা দিবস পালন হচ্ছে বাংগালী ও জিন্নাহ সমস্যার পরে, এতে বাংলার মান বেড়েছে; এখন দেখা যাচ্ছে আরও উপরের দিকে উঠছে; ফেরেশতাদের জন্য গুগল ট্রান্সলেটর ডাউনলোড করা লাগবে কিনা?
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মন্দ বলেন নি। মানুষ ভাবে তো তার সীমার মাঝে বসেই। সীমাকে পেরিয়ে যাওয়াই সাধনা
ফেরেশতাদের ভাষা জ্ঞান আরো অনেক আপডেটেড।
মুখ নড়েনা ঠোট নড়েনা তবু দেখি কথা কয়- এ আজব ভাব বিনিময়।
সেই জগতে ঘুরে আসুন দেখবেন মানুষ ভাষা আর শব্দের পেছনে কি অসাঢ়তায় কত প্রচুর সময় নষ্ট করছে
শুভেচ্ছা রইল।
১১| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮
ভুয়া মফিজ বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা।
সমস্যা হলো আমাদের দেশ আর ভাষা প্রেম বেশিরভাগ ক্ষেত্রেই আন্তরিকতাশুন্য। মুখে যা বলি, অন্তরে তা ধারন করি না। আর অন্তরে যা ধারন করি, তা মুখে বলি না।
আপনার এই কবিতা পড়ে একজনও যদি প্রকৃত দেশ, ভাষা প্রেমিক হয় তাহলেই কবিতার সার্থকতা।
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার গহন অনুভব ছুঁয়ে গেল।
আপনি আর আমি- এইতো দুইজন হয়ে গেলাম হা হা হা
অনেক ধন্যবাদ ভায়া। আপনি আচরি ধর্ম শিখাও অন্যজনে- এটা মানলেই সব কত সহজ!
অনেক অনেক ধণ্যবাদ আর শুভেচ্ছা অন্তহীন।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আমরি বাংলাভাষা !!!!!!!!!
বেশ লিখেছেন ।
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনা ভাষায় ডাকে যে সূখ ভিন ভাষা কি সে আবেগ আসে?
অনেক অনেক ধণ্যবাদ ভ্রাত:
শুভেচ্ছা অফুরান
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: তাই তো বাংলায় লিখি কবিতা। ইংরেজীতে অভ্যস্ত হওয়ার পরেও
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
হুম। মধূ'দার* পেথ হাটেনি সেই ঢের
*মধূসুদন দত্ত
শুভেচ্ছা পুন:পুন
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাংলা হল মাতৃভাষা। এ ভাষায়ই কথা বলি, লিখি। তাই এ ভাষাকে ভালবাসি।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইতো আমাদের আরাধ্য হওয়া উচিত!
জীবনে, যাপনে, সেই অনুভব নিয়ে।
অনেক ধণ্যবাদ্, শুভেচ্ছা অন্তহীন
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০১
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
আমি বাংলায় দিলুম মন্তব্য
বাংলা-ই আমাদের গন্তব্য ।
বাংলায় করি সব অনুধাবনের চেষ্টা,
তবুও মেটেনা জ্ঞানের তেষ্টা ।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহেমদ জিএস,
আপনার বাংলা মন্তব্যে প্রাণময় হল কাব্য
মূলের সহজতায়, সরলতার দৃঢ়তা না থাকলে বৃক্ষেতো কু-ফল ফলবেই।
আমাদের বিশ্বাসে মিশ্র চেতনা আমাদের তেমনি মিশ্র স্বত্তার ফল দিচ্ছে ।
অনেক অনেক শুভেচ্ছা
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার বাংলা বন্দনা!!!
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভায়া
সালাত, সাওম, হজ্জ্ব, মোরাকাবা
প্রার্থনা, উপবাস, তীর্থ, যোগ- যায়ইতো ভাবা
শুভেচ্ছা অফূরান
১৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
সুমন কর বলেছেন: চমৎকার লিখেছেন। +।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সুমনদা অনেক অনেক অনুপ্রাণ পেলাম চমৎকারে আর প্লাসে
শুভেচ্ছা অন্তহীন
১৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
বাংলায় মেটে সকল তৃষ্ণা ।
ভাল লেগেছে কবিতা ।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন
ভাল লেগেছে জেনে ভাল লাগল।
অনুপ্রাণীত করায় কৃতজ্ঞতা।
শুভেচ্ছা অফুরান
১৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
আখেনাটেন বলেছেন: বাংলা মায়ের মাটি, গুটি গুটি পায়ে হাঁটি
মাটির উপর পাটি, আহ! কি আরাম কি খাঁটি..............।
গুনগুনিয়ে পড়ে ফেললাম। ++++
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয়ের গুনগুনানি হৃদয়ে বেজেছে জেনে আপ্লুত
বাংলা মায়ের মাটি, গুটি গুটি পায়ে হাঁটি
মাটির উপর পাটি, আহ! কি আরাম কি খাঁটি...
দারুন!
অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা
২০| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৮
মনিরা সুলতানা বলেছেন: বেশ লিখেছেন ;
আমি বাংলার আমি বাংলাদেশের আমার ভালোলাগা , কান্না প্রার্থনা ও বাংলাতেই হয় কিছু মুখস্ত সুরাতে নামাজ পড়ি ,কিন্তু আনন্দে বা কষ্টে নিজের ভাষাতেই কাঁদি হাঁসি ।
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ মনিরাপা
কান্না প্রার্থনা ও বাংলাতেই হয়...এই সত্যানুভবেই জিীবনের বাকী সবকে গহীন বাঁধনে বেঁধে নিলেই শান্তি, তৃপ্তি।
সালাত আমরা প্রার্থনা
সাওম উপবাস
হজ্জ্ব বাংলায় তীর্থ যাত্রা
ভাবলে হয়না সর্বনাশ!
শুভেচ্ছা অন্তহীন
২১| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭
সোহানী বলেছেন: কবিতা ৪০০ টাকা তাই না...............হাাহাহাহাহা
ভালো লাগা বিভৃ..............
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কাজীর গাই কিতাবে আছে- গোহালে তো নাই
সোনা ভাইর মতো যেদিন পুষ্ট দিমু ঐ দিন বলতে পারব আসেল কত? হা হা হা
অনেক ধন্যবাদ। ভাললাগা অনুপ্রাণীত করে সবসময়।
শুভেচ্ছা
২২| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাষাপথ ধ'রে আমরা বিভাষার পথে চলে আসছি।
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সবচে গুরুত্বপূর্ন বিষয়কে অবহেলায় অিস্তত্বকেই সংকটে ফেলে চলছি...
অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অফূরান
২৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৪
প্রামানিক বলেছেন: আপনি আচরি ধারন করি
চেতনায় মহা সত্য
পোষাকী বাহ্য মোহ ছুড়ে
বলি-জয় গুরু, তুমি নিত্য।
ভালো লাগল।
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রমানিক দা।
নিজের ভেতরে না নিয়ে অন্যকে বললে তার প্রভাব হয়িন, হয়না।
এই সত্যটা যত তাড়াতাড়ি জাতিগত ভাবে বুঝৈ আসবে তত দ্রুতই আমরা বিশ্ব ব্রান্ডিংয়ে
আপনার অস্তিত্বের উজ্জ্বলাভা নিয়ে ফুটতে পারব।
শুভেচ্ছা অন্তহীন
২৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৬
মলাসইলমুইনা বলেছেন: বিদ্রোহটা ভালো লাগলো খুবই !!
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিদ্রোহ না আত্ম জাগরণ!
নাকি আত্ম জাগৃতিতেই দ্রোহের আহবান
অনেক অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম ভায়া
শুভেচ্ছা অফুরান
২৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: আপনি আচরি ধারন করি
চেতনায় মহা সত্য
পোষাকী বাহ্য মোহ ছুড়ে
বলি-জয় গুরু, তুমি নিত্য। প্রয়োজন এটারই বেশী।। কিন্তু দেখছি শুধু ভাষার মাসটাতেই আমরা ফেনা তুলে ফেলি।। ইদানিং তাতেও ভেজাল মিশৃত হচ্ছে!! আসলে না বলে পারি না, আমরা এক অবাক দেশের অবাক নাগরিক।।
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
অবাক হবার মতো হলেও তাই সত্য!
আমাদের সুশীলপনা, আমাদের বুদ্ধিজীবিদের বৃত্তবদ্ধতা, নীতিনির্ধারদের দৃষ্টি-ভাবনা প্রতিবন্ধীত্ব
আর জাতিগত উদাসীনতা... এক গড্ডালিকা চলতি প্রবাহে ভাসছি!
চাই ভাবনার ভার, গভীর শেকড় আর আত্মজাগরণের মৌলিক সাধন।
শুভেচ্ছা ভায়া
২৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৪০
জাহিদ অনিক বলেছেন:
কবিতার অন্তর্নিহিত ভাব আমি বুঝেছি ভৃগু ভাই।
আপনার কবিতার নিরব বিপ্লবের ভাষাটা ভাল। যে বুঝবে সে সাড়া দিবে।
আমি অনেক আগেই সাড়া দিয়েছি।
ধন্যবাদ।
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বোঝা আর বোঝানোর দায়টাই কেউ নিতে চায়না!
জানেনা বলে, বোঝেনা বলে! নাকি সামাজিক গড্ডালিকার বিপরীত বলে!!?
হবে হয়তো কোন একটা বা অনেকগুলো!
আপনি সাড়া দিয়েছেন জেনে আপ্লুত। সার্থক তবে লিখনি
অনেক অণেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
২৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সমাজ সংস্কার সভ্যতা এগিয়ে নেওয়ার অনেক বড় একটি ধাপ। কিন্তু, এযে বড় কঠিন এক কর্ম!
এই উপমহাদেশে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহঃ)-র মতো মানুষও প্রথম কোরআন প্রচলিত ভাষায় অনুবাদ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিলো উনাকে। হতে হয়েছিলো অনেক নিন্দিত!!!
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। যেমন কঠিন তেমনি সহজ।
মানুষের নার্ভ আর পালস বুঝতে পারে যরা তারা অতি দ্রুতই শীর্ষারোহন করে।
ভাল বা মন্দ ভুল বা শুদ্ধ বিবেচ্য নয়।
তা যেমন রাজনীতি, তেমনি অর্থনীতি, সামাজিক সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই।
সমস্যা হলো মৌলিক সত্যাহবানকারীরা এই সত্য থেকেই বহু যোজন দূরে বসে অনিশ্চিত
স্বপ্ন আর আশ্বাসে দোদুল্যমান! তাদের বিশ্বাসেই তারা দৃঢ় নয়!
নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়
প্রেমের কি দাম আছে বলো??
শুভেচ্ছা অনন্ত
২৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫২
হাসান কালবৈশাখী বলেছেন:
অসাধারণ লিখেছেন। মুগ্ধ!
আমি এতদিন ভুল জানতাম। আপনি আসলে আমাদের লোক।
একজন প্রকৃত ব্লগার কখনোই অশুভ শক্তির পক্ষে থাকতে পারে না। থাকবে না।
ধন্যবাদ বিদ্রোহী।
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
এই প্রথম আপনার মুগ্ধতার ছোঁয়া পেলাম
হামা ভাইতো অনেক আগেই বুঝেছিলেন। আপনার এত দেরী লাগল! হা হা হা
তবে আপনার অন্ধ ভক্তিতে কিন্তু খুব রাগ হয় মাঝে মাঝে ! প্রকৃত মুক্ত মনারা কখনোই অন্ধ হতে পারে না!
তা নিজের দলই হোক বা ধর্মই হোক অথবা চেতনা সাদাকে সাদা, কালকে কালই বলতে হবে। নয় কি?
অনেক অনেক ধন্যবাদ আপনাকেও
শুভেচ্ছা অফুরান।
২৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০০
জুন বলেছেন: চমৎকার বাংলা প্রেম ভৃগু ।
+
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
আল্লাহ যে আমায় বাংলায় পাঠীয়েছেন! ভালনা বাসলে কি চলে? এতো অস্তিত্বের সাধন!
তা যেমন স্থানিক, তেমনি ভাষিক, চেতনার, বিশ্বাসের, সত্যসত্যের।
চমৎকারীত্ব অনুভব আর প্লাস অনুপ্রাণ হয়ে রইল হৃদয়ে।
শুভেচ্ছা অন্তহীন।
৩০| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১
পার্থ তালুকদার বলেছেন: বাহ্ সকালবেলা অন্যরকম এক অনুভূতি টের পেলাম।
শুভকামনা।
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাগ্রত অনুভুতির সরব প্রকাশে মুগ্ধতা
অনুপ্রানীত হলাম মন্তব্যে
অনেক অনেক শুভেচ্ছা
৩১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭
নতুন নকিব বলেছেন:
প্রিয় বিদ্রোহী কবি,
এতদিনে কালবৈশাখী আপনার স্বরূপ উদঘাটনে সক্ষম হয়েছেন জেনে আনন্দিত। ধন্যবাদ প্রিয় কালবৈশাখীকে।
মাতৃভাষায় ধর্মীয় গুরুত্বপূর্ন প্রসঙ্গগুলো নিয়ে ব্যতিক্রম অনুভব। ধন্যবাদ প্রচেষ্টায়। কিন্তু, দাদা, বিনয়ের সাথে একটি কথা স্মরন করিয়ে দিতে ইচ্ছে করছে। এখন তো জানেনই, ভ্যাজালের কাল। 'বিশ্ব মানব ধর্ম' নামে একদল গাঁজাখোরের আবির্ভাব ঘটেছে বাংলাদেশের কোন কোন এলাকায়। এদের শ্লোগান হচ্ছে- 'জয় গুরু'। আপাদমস্তক অপরাধে জর্জরিত অযু-গোসলহীন এই গোষ্ঠী আপনার 'ভাব-অনুভব' চুরি করতে যেন সুযোগ না পায়।
ভাল থাকুন নিরন্তর।
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সমস্যা নেই। বেটার লেট দ্যান নেভার
ভ্যাজাল সব কালেই ছিল, আছে থাকবে।
আপনার হৃদয়ের শুদ্ধতা আপনাকে প্রকৃত শুদ্ধের কােছ নিয়ে যাবে।
শুভ কামনা অনেক অনেক
৩২| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগিল কবি
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্য খানাও ভাল লাগিল কবি
শুভেচ্ছা অফুরান
৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫
বিলিয়ার রহমান বলেছেন: ধর্মের বেড়াজাল, সাম্প্রদায়িকতার দুর্গন্ধ, জাতি শ্রেণী বৈষম্য কবি সবকিছুকেই দুরে ঠেলে দিয়েছেন তার অসাধারন কাব্যমালায়!
তবে আমি বাংলায় কথা বলি এই গানটির প্রভাব অবশ্য কবি এড়িয়ে যেতে পারেননি!
তার পরেও কবিতাটিকে অসাধারণ বলতে কুন্ঠিত হচ্ছিনা!
++
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি বাংলায় কথা বলির প্রভাব এড়াব কেন ভ্রাতা বরং তাতে অনুপ্রানীত হয়েই ইসলামী টার্ম গুলোকে একই প্রাণময়তায়
বাংলায় অনুভবের প্রাণান্ত চেষ্টা করেছি।আল্লাহ রাসুল প্রভু- অবতারে কোন বৈষম্য করে না। বিশ্বাসের দৃঢ়তায় বলং আরো গভীরতা আসে। তাই সেই টিউনটাই কন্টিনিউ করেছি -তার সার্বজনীনতায় ভর করে
সালাতে নয় প্রার্থনায়, সাওমে বা উপবাসে অনুভবের গহনে ডুব সাতারের চেষ্টা।
অকুিন্ঠত অসাধারনে কৃতজ্ঞতা ভ্রাতা
শুভেচ্ছা অন্তহীন
৩৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০
তারেক ফাহিম বলেছেন: মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা ভালো লাগলো কবি।
কবিতায় পাঠে মুগ্ধতা জানিয়ে গেলাম।
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ও কৃতজ্ঞতা
মুগ্ধতাটুকু প্রাণের প্রেরণা হয়ে রইল
শুভেচ্ছা
৩৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
কিছু আউলফাউল রেডিও জকির আউল ফাউল উচ্চারণ আর কিছু টিভির বলদের বাংলা উচ্চারণ দেখে ভাবি এদের থেকে হাম্বারাও ভাল উচ্চারণ জানে।
আপনার কবিতাটি চমৎকার হয়েছে! মুগ্ধতা কবি! বাংলা হোক আত্মার বাহন!
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: এরা না বাঙালী না ইংরেজ, বাংরেজ বা বাংলিশ জাতীয় কিছু!
তবে এদের উত্থানের পেছনে কিছু জাতিগত দৈন্যতাও দায়ী!
তাদের প্রমোট করছৈ যারা, শয্যাশায় বা লাভাশায় যারা অন্ধ সহেযাগীতা দিয়ে যাচ্ছে-
তাদেরেক আইকন ব্রান্ডিং করছে এবং সবশেষ রাষ্ট্র বা সংস্কৃতি মন্ত্রনালয় নিরবে সম্মিত দিয়ে যাচ্ছে-সকলেই সমান দোষে দোষি।
প্রাণের ভাষায় প্রাণের ধর্মকে অনুভবের প্রানান্ত প্রচেষ্টা
অনেক অনেক ধন্যবাদ
৩৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৩
ফয়সাল রকি বলেছেন: বাংলা একটা অদ্ভুত ভাষা!
ভাষার জন্য ভালবাসা আর আপনার জন্য প্লাস।
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: সারা দুনিয়া খুঁজেও তুমি পাবে না এমন ভাষা
এত মধুর, মিষ্টি এমন প্রাণের মমতা মাখা-
মায়ের ভাষা, প্রাণের ভাষা প্রিয় বাংলা ভাষা
আ-মরি বাংলা ভাষা ।।
সেই প্রাণের ভাষায় প্রাণের ধর্মীয় অনুভবগুলোকে বাংলীকরণের ক্ষুদ্র চেষ্টা
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা অফুরান।
৩৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২০
শায়মা বলেছেন: ++++++++ ভাইয়ামনি!!!!!!!
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
এত্তগুলান প্লাসে অ-নে-ক খুশি
অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। শুভেচ্ছা অন্তহীন।
৩৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়
প্রেমের কি দাম আছে বলো??
--------------------------------------------
প্রেম না কচু নিন্দায় যে করি হায়,
সে করে খবরদারী,
দেয় অকারণে ঝাড়ি,
সম্মান রাখা কত যে মুশকিল তায়।
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: কচু সনে আছে তেতুল
হলে ভুল সব্বনাশ
পরিমানে সোয়াদ ভারি
আহা উহু চারিপাশ
সম্মান বাড়বে ভারী
নেবে কাছে আদর করি হা হাহা
৩৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮
নীলপরি বলেছেন: আপনি আচরি ধারন করি
চেতনায় মহা সত্য
পোষাকী বাহ্য মোহ ছুড়ে
বলি-জয় গুরু, তুমি নিত্য।
----------
অসাধারণ । ++++++++++++
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি
প্লাসের জন্য কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
শুভকামনা সবসময়
৪০| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কচু সনে আছে তেতুল
হলে ভুল সব্বনাশ
পরিমানে সোয়াদ ভারি
আহা উহু চারিপাশ
সম্মান বাড়বে ভারী
নেবে কাছে আদর করি
কয় তেতুলে কচুরে কর জোরে
সোয়াদ দিও না মোরে আর।
ভুল হয়ে গেছে, আহা উহু'র তোড়ে,
নাভিশ্বাস উঠেছে আবার।
সম্মানহীনে বাজালে সে বীণে,
আদরে ভ্রষ্ট হয় সেই ভীন।
বাংলাহীনে পুঁথি না বাজে দ্বীনে,
আধারে সে হয় আসীন।
২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
৪১| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮
Mohsin Munshi বলেছেন: বাংলা আমার প্রেম বিরহ
বাংলাতে সূখ উন্মুখ
বাংলাতেই হাসি-কান্না আমার
বাংলায় স্বর্গ সূখ। ♥♥♥
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা অফুরান
৪২| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: অন্তর্নিহিত তাৎপর্য ছড়িয়ে পড়ুক দিকে দিকে।
২৮ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধু সাধু
অনন্য মন্তব্যে মুগ্ধ
শুভকামনা অন্তহীন।
৪৩| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: বাংলাকে নিয়ে অসাধারণ হয়েছে কবিতা
গনাএ মোর বুক ভরে যায়
বাংলার সমতুল ভাষা খুঁজে
পাওয়া একেবারে দায় ।
মধ্যযুগের বাঙালি কবি আলাওল ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক
পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসাবে আরবি ফার্সি
ভাষায় রচিত বিষয়াবলী নিয়ে যখন বাংলায় লেখা শুরু করেন তখন বলে ছিলেন
না জানি কত পাপ হইল মনে মুসলমানি কথা বাংলায় রচিনো এইক্ষনে ।
মহাকবি আলাওল তাঁর বিখ্যাত সপ্ত পয়কর কাব্যে
রাসুল বন্দনাতে বাংলায় প্রভুর নাম ব্যবহার করেছেন যথা :
আদ্যেতি নিরুপ ছিল প্রভূর নির্বাকার।
চেতন স্বরুপ যদি হইল প্রচার।।
অতি ঘোরতর তমঃআকার বর্জিত।
মহা জ্যোতিমংয় হৈল আল্লার-ঈঙ্গিত।
বাংলায় প্রিয় প্রভু ডাক শুনতে কতই না মধুর লাগে
এ নামে ডাকলে তাঁকে অনেক দারুন অনুভুতি জাগে।
শুভেচ্ছা রইল ।
২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলায় প্রিয় প্রভু ডাক শুনতে কতই না মধুর লাগে
এ নামে ডাকলে তাঁকে অনেক দারুন অনুভুতি জাগে।
একেবারে নির্যাস কথাটুকু বলে দিলেন। দারুন।
হুম। প্রচলিত বোধকে এত অন্ধ প্রেমে ঢেকে রেখেছে যে বয়মুক্ত হতে আসলেই সাহস লাগে।
আর সাহস আসে প্রকৃত জ্ঞান থেকে। যে পথে অধিকাংশ হাটতেই চায় না।
এমনি এক আলোচনায় বলেছিলাম- আপনাদের মতো অন্ধ অনুসরন যদি মোহাম্মদ সা: করতেন- তবেতো আমরা ইসলামই পেতাম না!
অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রিয় ।
৪৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০১
ডঃ এম এ আলী বলেছেন: গনাএ < গর্বে হবে
জানিনা কেন উপরে মন্তব্যের ঘরে এমন হল
দু:খিত ভুল দেখানোর জন্য ।
২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। টাইপো হয়ে গেছে কোনভাবে! দু:খিত হবার কিছু নেই। বুঝে নিলাম
অন্তহীন শুভকামনা।
৪৫| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: আল্লাহ মানুষকে সুন্দর মুখাবয়ব দিয়েছেন, তাদের মুখে সুন্দর ভাষা দিয়েছেন। দুটোরই মালিক একমাত্র আল্লাহতা'লা।
আমি বাংলায় ডাকি প্রভু - আল্লাহ রাব্বুল 'আ-লামীন সব ভাষাই জানেন, বোঝেন।
কবিতায় ভাল লাগা + +
০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আল্লাহ রাব্বুল 'আ-লামীন সব ভাষাই জানেন, বোঝেন।
কিন্তু এই সত্যটা কিছু অর্বাচিন এমন স্তরে নিয়ে গেছে -জল বললে চোখ কোটর থেকে বের করে এনে তাকায়!
আর এই অপ চর্চায় খোদ সত্য সন্ধান যে কত পিছনে পড়ে গেছে তারা ধারনা্ও করতে পারে না।
ইসলামরে মৌলিক সত্য খোঁজার আগ্রহ মাটি করে দেয় তাদের কথা, চেতনা, ভাবনা!
অথচ যে কেউ মাতৃভাষার চেয়ে ভাল ভাবে আর কিসে অনুভব করবে সত্যকে!
অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা।
শুভকামনা অফুরান
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২১
মোস্তফা সোহেল বলেছেন: ও আমার ভাষা বাংলা ভাষা
তোমাকে পুষেছি মূখে মূখে
বুকে পুষিনি!