নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ভোরের স্বপ্নে জেগে রই

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

মৃত গণতন্ত্রের পোষ্ট মর্টেমও হয়না
বেওয়ারিশ দাফনের খাতায় এন্ট্রিবিহীন;
১৫৪ গলিত দেহের গন্ধে বাতাস ভারী
বিচারের দাড়িপাল্লা হেলে পড়ে মিথ্যাচারে!

মনুষ্যত্বের পতনে-মানবতার পতন,
ন্যায় বিচারের পতনে
বিমর্ষ মানুষ আরও বিমর্ষ হয়
শেয়ালের হর্ষোচিৎকার বাড়ে হুক্কা হুয়া !!!!

স্বভাবজাত তাড়নায়
একের ডাকে অন্যে সাড়া দেয়
হুয়া হুয়া রবে প্রকম্পিত জনপদ
প্রিন্ট, ভিজ্যুয়াল পর্দা কাঁপে থরথর!

মিডিয়া ট্রায়াল নয় মূখোমূখি হও সত্যের
অভিযুক্তের নূন্যতম অধিকার কই?
কেন এত লুকোচুরি, রাতের আঁধারে
প্রহরায় বিদায়? আড়ালে কে কি লুকায়?

মূখ বেঁধে রেখে অভিযোগের তীর
মহাকালে কলংক হয়েই রবে -
অপরাধীরও বলার অধিকার থাকলে
বাকস্বাধীনতা গিলোটিনে! এ কেমন প্রহসন!

মন্দ দেখোনা, মন্দ বলোনা, মন্দ শোননা
নেতিবাচকতায় চর্চা। ভয়, ত্রাস, আর শংকায়
স্বাধীনতার আকাশে ঘন কাল মেঘ
বদ্ধ হাওয়ায় নেতিয়ে পড়ে পতপত করা পতাকা।

ভোরের স্বপ্নে জেগে রই
সুন্দর সোনালী স্বপ্নিল এক ভোর
প্রকৃত স্বাধীনতার স্বাদে হেসে উঠবে
আঠার কোটি মূখ বিজয়ানন্দে।

মন্তব্য ৬০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৫

সঙ্খচিল বলেছেন: ভোরের স্বপ্নে জেগে রই
সুন্দর সোনালী স্বপ্নিল এক ভোর
প্রকৃত স্বাধীনতার স্বাদে হেসে উঠবে
আঠার কোটি মূখ বিজয়ানন্দে।

শুভকামনা রইল।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা :)

শুভকামনা অন্তহীন

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শেষের চার চরণ খুব আশাব্যাঞ্জক। ভাল লেগেছে পুরো কবিতা। মানুষের স্বাধীনতা আল্লাহ ফিরিয়ে দিক।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিরাশার মােঝ এতটুকু আশা না থাকলে মানুষ বাঁচবে কি নিয়ে!!!!

ধন্যবাদ অনেক অনেক।

আপনার প্রার্থনা মঞ্জুর হোক।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ভোরের স্বপ্নে জেগে রই
সুন্দর সোনালী স্বপ্নিল এক ভোর
প্রকৃত স্বাধীনতার স্বাদে হেসে উঠবে
আঠার কোটি মূখ বিজয়ানন্দে।

আঠার কোটি মানুষের স্বপ্ন পুরন হোক। কবিতায় ভালোলাগা রইল।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

২২ পরিবার থেকে মুক্ত হয়ে ২২ হাজারের কাছে জি্ম্মি পুরা জাতি!
কেটে যাক অন্ধকার সময়।
শুভকামনা অফুরান।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

ঋতো আহমেদ বলেছেন: আপনার নিক এর সাথে কবিতাটির দারুণ মিল আছে। ভালো লাগলো। তবে, 'মূখ' কি মুখ হবে ?

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।
নজরে আনায় কৃতজ্ঞতা। ঠিক করে দিচ্ছি :)

ভাল থাকুন সবসময়।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


চারজন যদি তাস খেলতে বসে, ১ জন একা খেলায় কোভাবে বিশাল পরিবর্তন আনতে পারবে না।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

তবে উদ্যক্তা হতে হয় একজনকেই। ৭১ এ যেমন একজনই ছিলেন জাগানিয়া :)

অনেক ধন্যবাদ ভাল থাকুন।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: ভোরের স্বপ্নে জেগে রই
সুন্দর সোনালী স্বপ্নিল এক ভোর
প্রকৃত স্বাধীনতার স্বাদে হেসে উঠবে
আঠার কোটি মূখ বিজয়ানন্দে।


৪৫ বছর পরেও আমরা স্বধীনতাটাকে খুঁজছি!!! :( আমরা কতবড় হতভাগা জাতি ।

কিচ্ছু বলার নেই; শুধু জানি,জোর যার মুলুক তার। :(

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থই বলেছেন।

সবকিছুতে ভরপুর থেকেও আমরা সবকিছু থেকে বঞ্চিত!
অন্য একিট কিবতায় বলেছিলাম...
বাইশ পরিবার থেকে বাইশ লক্ষ
রুপান্তরের নাম বদলে কাঁদে অসহায় মুক্তিপিয়াসী - - -
শাসক পাল্টায় শুধু, শোষন অবিরাম
ফিরে শশান্কোত্তর মাৎসানায় -রূপ ভিন্নতায়।
শোষন, জুলুম, গুম, খুন, অত্যাচারের প্রতিবাদ
মৌলিক অনুভবে জাগে বারবার
শান্ত বাঙালীর প্রশান্ত মনে দ্রোহের আগুন
সেই কাংখিত মুক্তির আশায়...
আজো ফুটপাতে সে সত্য
অন্নহীন বস্ত্রহীন, আশ্রয়হীন
মৌলিক মানবাধিকারহীন-
ভিন্নমত আর মুক্তপথহীন
মুক্তির- মুক্তিযুদ্ধের চেতনা ভুুলুন্ঠিত হয়
মসনদের মোহমায়া-আসক্তি আর বিভ্রমে!
প্রকৃত বিজয়ের স্বাদ কবে হবে আমজনতার!!!!
মুক্তির পথ আর কতদূর????

শুভকামনা রইল শুভ স্বপ্নের :)

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: সাহসী কবিতা

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা!

শৃগালের ন্যায় শত বছর বাঁচার চেয়ে সিংহের ন্যায় অল্প বাঁচাও মধুর - গুনিবাক্য ভুুলে গেলেন ;)

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে???

শুভকামনা অন্তহীন।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫২

কথাকথিকেথিকথন বলেছেন:


স্বাধীনতার দেহে পরাধীনতার বসবাস । মুখোশের আঁড়ালে আঁধার লুকিয়ে থাকে, আলো দেখে ভেবে নেই সব হারায় নি এখনো । অথচ ওখানে শুধু স্বাধীনতার খোলস পড়ে আছে!

সুন্দর কবিতা ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য মন্তব্যে হেটস অফ :)

দারুন বলেছেন।

অনেক অনেক ধন্যবাদ আর অন্তহীন শুভকামনা

৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

জেন রসি বলেছেন: এসব বলেনা। এসব বলতে নেই। তার চেয়ে নাকে তেল দিয়ে ঘুমান। অথবা তেল মেখে মুড়ি খান। আমাকেও আমন্ত্রন জানাতে পারেন। ;)

মানে ইয়ে! কবিতাটা ভালো হইছে। :)






১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ঠিক ঠিক। তো নেমন্তন্ন কবুল করুন :)
চল আসুন একদিন তেলের সাথে রাজনীতির চানাচুর্ও থাকবে না হয়;) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা অন্তহীন

১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৩

ফয়সাল রকি বলেছেন: জেন রসি বলেছেন: এসব বলেনা। এসব বলতে নেই। তার চেয়ে নাকে তেল দিয়ে ঘুমান। অথবা তেল মেখে মুড়ি খান। আমাকেও আমন্ত্রন জানাতে পারেন। ;)
হে হে হে।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অবশ্যই সানন্দ আমন্ত্রন। :)

ঘুমেইতো আছি ভায়া- এ যেন কোন ভয়ের স্বপ্ন দেখা চিৎকার!!!!!!!!!

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: স্বপ্ন পূর্ণ হোক । কবিতায় +++++++++++

শুভকামনা ।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ কামানায় কৃতজ্ঞতা নীলপরি।

ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান

১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো কবিতার কথাগুলো।
কবিতায় মুগ্ধতা রইল, আশাবাদে ++++++

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

ভাললাগা মুগ্ধতা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভকামানা অন্তহীন

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১

কাছের-মানুষ বলেছেন: সাহসি কবিতা।

কবিতায় ভাল লাগা রেখে গেলাম
++

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ কাছের-মানুষ

ভাললাগা আর প্লাসে অনুপ্রান পেলাম

শুভেচ্ছা আর শুভকামনা অনেক অনেক

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪

জীবন সাগর বলেছেন: অনেক সুন্দর কবিতা উপহার দিয়েছেন। ভালো লাগলো ++++++

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া :)

ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা অফুরান

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন

১৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: গনতন্ত্র, মনুষ্যত্ব , ন্যায়বিচার সব কিছুতেই যখন পঁচন ধরে তখন রাত্রি( রূপকার্থে) নামাটাকে নিষ্ঠুর সত্য বলে মনে করি!

রাত গভীর হচ্ছে, নিষ্ঠুরতার ও নির্মমতার কালো রাত! আমরাও রাতের অন্ধকারে বিহ্বল। তবুও হাল না ছেড়ে দিয়ে আমাদের ভোরের স্বপ্ন দেখে যেতেই হবে!

শেলী যেমন বলেছিলেন-
The trumpet of a prophecy! O Wind,
If Winter comes, can Spring be far behind?

আমাদের বাঙালি একজন সাহিত্যিকও বলেছিলেন( নামটা মনে করতে পারছিনা)
রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

কবিতার শেষে কবিও এমনই একটা ইজ্বল ভোরের স্বপ্ন দেখেছেন!

কবিতায় ভালোলাগা! :)

++

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিলিয়ার ভায়া :)

আপনার বিশ্লেষনী মন্তব্যে মুগ্ধ।
যথার্থ বলেছেন- রাত গভীর হচ্ছে, নিষ্ঠুরতার ও নির্মমতার কালো রাত! আমরাও রাতের অন্ধকারে বিহ্বল। তবুও হাল না ছেড়ে দিয়ে আমাদের ভোরের স্বপ্ন দেখে যেতেই হবে!

ভাললাগা আর প্লাসে অনুপ্রানীত।
ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন :)

১৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর প্রতিউত্তরের (যদিও ওটা এখন উত্তর না হয়ে মন্তব্য হিসেবেই রয়েছে) জন্য আপনাকেও ধন্যবাদ ভৃগু দা!:)


১৬ নম্বর মন্তব্যে উজ্বল কথাটা লিখতে ভুল করে ফেলেছি! এর জন্য সরি।

আসলে আমি টাইপোর মহারাজাতো তাই মন্তব্য করতে গেলে দু’চারটা আকাম-কুকাম প্রতিদিনই করে ফেলি!:)

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
টাইপোর মহারাজ!!! আমরা মহারাজ না হলেও সব্বাই এ দোষে দুষ্ট ;)

প্রতিউত্তর ঠিক করে দিলাম :)
সরির কিছু নেই- বুঝে নিয়েছি :)
পুন:মন্তব্যে কৃতজ্ঞতা। ভাল থাকুন সবসময়।

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩২

কালীদাস বলেছেন: ব্লগার কালীদাস নীরব /:)

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: নীরবতাও অনেক সময় সরবতার চেয়ে শক্তিশালী প্রকাশ :)

অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ ও শুভকামনা অন্তহীন।

১৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: সুন্দর কবিতা

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

মন্তব্যে ভাল লাগা :)
শুভেচ্ছা অফুরান

২০| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভ্রাতা :)

শুভেচ্ছা অফুরান

২১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

এডওয়ার্ড মায়া বলেছেন: হতাশ হয়ে লাভ নাই।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

হতাশ কই? কলার ভিতর স্বপ্নের বিচি রেখেছি না ;) হা হাহা

অনেক ধন্যবাদ ভায়া :)

শুভেচ্ছা অন্তহীন

২২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

সুমন কর বলেছেন: চমৎকার এবং অসাধারণ। +।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রানীত এবং কৃতজ্ঞ। :)

অনেক অনেক ধণ্যবাদ দাদা

শুভকামনা অন্তহীন

২৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০১

ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন কবি...

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

২৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক স্বপ্ন দেখি, একদিন বিজয়ের হাসি হাসবে আমার দেশের মানুষ।

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্ন পূর্ন হোক।

অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা অন্তহীন

২৫| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: চুপ!
নীরবতা পালন করুন! এখন গণতন্ত্র চলছে!
ব্লগার কালীদাস তাই ঠিক কাজটিই করছেন। তবে...
ভোরের স্বপ্নে জেগে রই
সুন্দর সোনালী স্বপ্নিল এক ভোর
প্রকৃত স্বাধীনতার স্বাদে হেসে উঠবে
আঠার কোটি মূখ বিজয়ানন্দে
- এমন স্বপ্ন তো সবাই শুয়ে শুয়ে দেখতেই পারে, নীরবতার মাঝেই!

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আমরাতো সব ঘুমিয়েই আছি! শুয়ে শুয়ে লেজ নাড়ানো খেলা খেলতেই পছন্দ আলসে বাছুরের ;)
মিডিয়া, সুশীল, বিবেক সবই শুয়ে আছে - !! শীতনিদ্রায়..

হঠাৎ দু:স্বপ্নে চমকে ওঠা চিৎকার ভেবে আবার নীরব হয়ে যাবে সবাই...

অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :) শুভেচ্ছা অফূরান

২৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮

ময়না বঙ্গাল বলেছেন: সালাম নিবেন ভাই । আশা করি চিনতে পেরেছেন । একটি টেকনিকাল ভুলের কারণে অনেক দিন ব্লগে আসতে পারি নাই । আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি । আপনার লেখালেখি উত্তোরত্তর শাণিত হয়ে উঠুক ।

১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়ালাইকুম আস সালাম ভ্রাতা।

ওয়েলকাম ব্যাক! :)
হুম। অনেকেই সেই ট্যাকনিক্যালে ভুগেছে ;)

শুভকামনায় কৃতজ্ঞতা। ভালথাকুন সবসময়।

২৭| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৬

নীলপরি বলেছেন: জন্ম দিনের অনেক শুভেচ্ছা রইলো। কাল একটু সমস্যায় ছিলাম। তাই আজ বলে গেলাম। সরি।
খুব ভালো থাকবেন। :)

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আপনার সমস্যা কেটেছে নিশ্চয়ই। না না সরির কিছু নেই।
মনে যে রেখেছেন তাই কৃতজ্ঞতা ভারী :)

শুভকামনায় ঋনী করে গেলেন। :)

ভাল থাকুন সবসময়।

২৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।+





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা ও ‍শুভকামনা নিরন্তর

২৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩

নীলপরি বলেছেন: হুম । নেটের সমস্যা ছিল তা কেটেছে । আবার সমস্যা হিসাবে সমস্যা আছে । কারণ আমি তাকে হাতছানি দিয়ে ডেকে আনি ।
জীবনে প্রথম নিজের লেখা পাঠ করে পোষ্ট দিলাম এইমাত্র । আপনার মতামতের অপেক্ষায় আছি । সময় পেলে একটু দেখে বলবেন ।অনুরোধ করে গেলাম ।

২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নিমন্ত্রনে।
ওটা পড়েছি। মন্তব্যও করেছি। শোনা হয়িন অফিসে!

দারুন রোমাঞ্চের বিষয় :)

শুভ কামনা অগ্রিম :)

৩০| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে ভৃগু

২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালো লাগাটা অণুপ্রাণ হয়ে রইল গহনে @রাজপুত্র

অনেক অনেক ধন্যবাদ।

শুভকামনা অফুরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.