নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

অাপোষকামী, অভিশাপ

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

১. আপোষকামী

শব্দেরাও আজ আপোষকামী ।

গুম খুনের ভয়ে
বিপ্লব ভুলে প্রেম কাব্যে ভাসে চরাচর !

জন্মভূমি জননী কাঁদে –

কালবোশেখি আসেনা বলে
মাৎসানায় সময়ে শুধু নাম বদল!

সিডর, নার্গিস, রুয়ানু...

অন্ধকার গাঢ় থেকে গাঢ় হয়-
মায়ের অপেক্ষার শেষ কই???




২. অভিশাপ :

যে আমাদের করেছে রিক্ত, জলশূণ্য, মরু মরিচিকাময়!
অকাল বন্যায় ভাসায় কূল-স্থল, ঘর গেরস্থি,
তারেই দিই নৈবদ্য, প্রেম-কৃতজ্ঞতার নামে! নাকি লোভে?
মাথ নত হতে হতে, মাটিয়াবনত হয়ে রয়!

অভিশাপ- আজ পদ্মার, তিস্তার

বুকের হাহাকার-
সেই জলজ জীবনের; যাদের বসতবাড়ী ছিল
সেই প্রকৃতির- যার মৃত্যু হয়েছে;
সেই অধীবাসীদের, যারা দু’তীরে বাস করত

পাখ-পাখালি বন-বনানী
সব সব সবার হৃদয় হতে

অভিশাপ-
যারা জড়িত তাদের ধ্বংসের
যারা সহযোগী তাদেরও
যারা সুবিধাভোগী,
নিরব সমর্থন কারী

শেষ সময়ে: সকলের
জলহীনতার শাস্তি বরাদ্ধ করলাম।



ছবি কৃতজ্ঞতা: গুগল ।

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


অভিশাপ আর দোয়া, এটাই সবকিছুর সমাধান? মানুষের সামনে দেয়াল, মানুষ থমকে গেছে, কিন্তু পেছনে যাবে না মানুষ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: না সমাধান নয়!

কিন্তু যারা ১ম বিশ্বে সুবিধা নিয়ে থাকে না, যারা চৈত্রের খরায় খা খা রোদ্দুরে তৃষ্ণা কাতর হয়
যারা অকাল বণ্যায় ঘর গেরস্থি হারায়- অথচ উদাস, স্বার্থপর, বিকৃত এবং বিক্রীত রাজনীতির বলি
নিরুপায় তারা তখন শাপান্তই করে-অসহায় আক্রোশে।

থমকে যাবার পর এগিয়ে যাবার পথ বানাতেই চাই পূর্নজাগরন! শাপান্ত বিপ্লবের অনুধাপ বলেত পারেন ;)

ধন্যবাদ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

ওমেরা বলেছেন: দুনিয়াটা শক্তের ভক্ত নরমের যম । আড়ালে অভিশাপ দিলেও সামনে নম নম করে । কবিতা দুটোই ভাল লেগেছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আর ঐ ভীত বা লোভি মানিসকতার কারেণই স্বৈরাচার প্রলম্বিত হয়!

অনেক ধণ্যবাদ, শুভেচ্ছা অন্তহীন।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

সোহানী বলেছেন: অনেকদিন পর মনে হয় কোন কবিতা মনোযোগ দিয়ে পড়লাম। কেন জানেন??? মনের কিছু ছিল বলে............ সত্যিই শব্দেরাও আজ আপোষকামী ।

ভালো থাকুন..............

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে লেখা স্বার্থক করে তুলল :)

অবাক হয়ে যাই ডিজিটাল বিবর্তন দেখতে দেখতে। নিষ্ফল আক্রোশে আত্ম দহন ছাড়া কিছু করার থাকে না---

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আন্তরিক ভাললাগায়

শুভেচ্ছা অফুরান

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " থমকে যাবার পর এগিয়ে যাবার পথ বানাতেই চাই পূর্নজাগরন! শাপান্ত বিপ্লবের অনুধাপ বলেত পারেন "

-মানুষ আবারো শিকল ভাংবে, সেটাও হবে ১৯৭১ সালের মডেলে, অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য নয়!

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনা ;)

আপনার কানে কানে কেউ বলে গেছে নাকি- অটোম্যান বিপ্লবের কথা!!!!

৭১ এর চেতনায় জেগে থঅকুক মন মনন সতত :)

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

মলাসইলমুইনা বলেছেন: এবার মনে হলো নামে আর কামে মিলেছে খুবই | কবিতা সুন্দর ! ধন্যবাদ |

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কই আর হল? এখনো তো শব্দেরা ভীরু ;)

ভিম কড়ার ঐ ভিত্তি নাড়ি লাথি মার ভাংরে তালা
যতসব বন্দী শালায় আগুন জ্বালা আগুন জ্বালা পেল উপাড়ী

দ্রোহেরা আজ নির্বাসনে! কর্পোরেট আঁচলে চেতনার নেকটাই বাঁধা,
বুদ হয়ে থাকা লাইক আর ষ্ট্যাটাসে- আগুনের ছবি আছে উত্তাপ নেই

অনেক ধন্যবাদ ভায়া। শুভেচ্ছা

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার হয়েছে/ :)

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া.....

ব্রেক দা সাইলেন্স ! -সব স্পিকটি নট!
রাজা তুই ন্যাংটো কেউ বলতে চায় না!!!!!!!!!!

শুভেচ্ছা অন্তহীন

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

পাজী-পোলা বলেছেন: "গুম খুনের ভয়ে
বিপ্লব ভুলে প্রেম কাব্যে ভাসে চরাচর !"

"অভিশাপ- আজ পদ্মার, তিস্তার"
ভাললাগছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া--

মাৎসানায় সময়ে নিষ্ফল আক্রোশে ভাসে হৃদয়-তাই আপাত: শাপান্তেই স্বস্তি! :P

শুভেচ্ছা অফুরান

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চমৎকার লিখেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা অফুরান

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

নায়না নাসরিন বলেছেন: সুন্দর কবিতা +++++++++্

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভায়া :)

শুভেচ্ছা অফুরান :)

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




একটা অাপোষকামী অভিশাপই দিলেন । বিদ্রোহের আগুনে জ্বলে উঠে বলতে পারলেন না - " তোদের পানিতে মারবো .... এই চরায় তোদের জ্যান্ত কবর দেবো ............"

এমন আপোসকামী কবিতা নয় । বিদ্রোহীর কবিতা হবে গরম গরম ।

সুন্দর বিশেষ করে শেষেরটা ।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
মাৎসানায় সময়ে বড় বড় পতিরাই যখন শৃংখলে! আমজনতা কুম্ভকর্ণের ঘুমে!
খড়গ কৃপান তুলতে ভুলে গেছে!!!!
দ্রোহের ইশারা অনুপ্রেরণা হয়ে হৃদয়ে তোলা রইল


ভিম কড়ার ঐ ভিত্তি নাড়ি লাথি মার ভাংরে তালা
যতসব বন্দী শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ী- থমকে আছে গুরুজির চরণ তলে!

দ্রোহেরা আজ নির্বাসনে! কর্পোরেট আঁচলে চেতনার নেকটাই বাঁধা, বুদ হয়ে থাকা লাইক আর ষ্ট্যাটাসে-
আগুনের ছবি আছে উত্তাপ নেই !

ব্রেক দা সাইলেন্স! এর শুভারম্ভ হোক যে কোন উপায়ে ;)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । শুভেচ্ছা অফুরান

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

প্রামানিক বলেছেন: দুটাই ভালো লাগল। চমৎকার কবিতা।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ প্রমানিক দা :)

শুভেচ্ছা

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:১২

কলাবাগান১ বলেছেন: আপনার লিখাই প্রায় দেখি "মাৎসানা" শব্দ টা..অর্থটা ঠিক পুরাপুরি ভাবে ধরতে পারছি না..কিন্তু কোন context এ লিখছেন তা বুঝতেছি

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

গুগল মামা থাকতে এই সামান্য নিয়ে ভোগা কি ঠিক?
অইতো কাছাকাছিই আছেন ;)

অনেক ধন্যবাদ

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: দুটো কবিতাই খুব ভালো । +++++++

সিস্টেমে থেকেই সিস্টেম আপটেড করার আশা রাখি !

শুভকামনা ।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

ভাল বলেছেন।

শুভেচ্ছা অফূরান

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অেনক ধন্যবাদ সুমন দা :)

শুভেচ্ছা অন্তহীন

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২০

কথাকথিকেথিকথন বলেছেন:



বাস্তবতার সুন্দর প্রকাশ । শব্দেরা হয়েছে ধ্যাণী ! অভিশাপ নয়, প্রাপ্য !

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

সবল প্রতিবাদ গুম হয় বলেই না দুর্বল অিভশাপ ;)

শুভেচ্ছা অন্তহীন

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৮

সামিয়া বলেছেন: বরাবরের মতই বেশ ভাললাগলো। +++++
কবিতা পড়ে মনে হল কবি হৃদয় বিক্ষিপ্ত খানিকটা।।

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

যখন সময় অন্ধকার, শব্দরা আপোষকামী তখন কি ভাল থাকা যায়?
সুজলা সুফলা নদী মাতৃক বাংলাদেশ- আজ কোথায়? অর্বাচীন ক্ষমতালোভী রাজনীতির বলি দেশ, নদী, আমজনতা!!!

খানিকটা বচিলিত তো হতেই হয়...মরে যাইনি বলে! :)
প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান :)

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: অভিশাপটা বেশি ভালো হয়েছে!


++

০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

দোয়া করেন যেন শাপটা লেগে যায় ;)

নদী মাটি মানুষ... একে অন্যে জড়িত.. আজ প্রাণহীন সেই নদী যেন মানুষক্ওে প্রাণহীন করে ফেলেছে!!!

ধন্যবাদ আর শুভেচ্ছা অন্তহীন

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯

জুনিয়ার ব্লগার বলেছেন: অভিশাপ !!! :(



কবিতা ভালো হয়েছে++++

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অসহায়ের নূন্যতম ক্ষোভ!

ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন

২০| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি মায়েদের অপেক্ষার শেষ নেই।

০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মা যে সকল সন্তানের কল্যান চায় সব সময়!

অপেক্ষা শেষ হোক।

ধন্যবাদ ও শুভেচ্ছা

২১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

উম্মে সায়মা বলেছেন: অভিশাপ লাগুক 8-|
এ যুগে আর কোন নজরুলের আবির্ভাব হয়না বিদ্রোহী ভাই।

ভালো লিখেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

হৃদয়ের আক্রোশ শাপান্তেই মিটানো!
প্রধান বিচারপতিই যখন নূন্যতম অধকিার বঞ্চিত-আমজনতা কোথায় যাবে???

নজরুল শত বছরে একবারই আসে!
ধণ্যবাদ ও শুভেচ্ছা অফুরান

২২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাদ্বয় চমৎকার লাগল। ভাল থাকবেন।

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভায়া:)

শুভেচ্ছা অন্তহীন

২৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

মনিরা সুলতানা বলেছেন: কবিতা দ্বয় এ ভালোলাগা !!

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু :)

ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৫২

জাহিদ অনিক বলেছেন: শব্দেরাও আজ আপোষকামী - লাইনটা আমাকে ভাবাচ্ছে সেই কোন সন্ধ্যা থেকে !

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

থিমের উপর হয়ে যাক তবে দারুন এক কাব্য :)

শুভেচ্ছা অন্তহীন

২৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০১

খায়রুল আহসান বলেছেন: শব্দেরাও আজ আপোষকামী -- চমৎকার সূচনা, তবে শব্দের দোষ নেই। শব্দের চর্চাকারীদের আপোষকামিতাই এর জন্য দায়ী।
অভিশাপ-
যারা জড়িত তাদের ধ্বংসের
যারা সহযোগী তাদেরও
যারা সুবিধাভোগী,
নিরব সমর্থন কারী
শেষ সময়ে: সকলের
জলহীনতার শাস্তি বরাদ্ধ করলাম
- এ যেন হৃদয়ের গহীন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাস!
সিস্টেমে থেকেই সিস্টেম আপটেড করার আশা রাখি - খুবই চমৎকার একটা মন্তব্য করে গেছেন (১৪ নং) নীলপরি। + +

০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

হুম। চর্চাকারীর আপোষকামীতাইেতা শব্দ কে দ্রোহের বদলে অনুতোষিক চর্চাকারী করে তোলে। ঠিকই বলেছেন।

অসহায় আমজনতার দীর্ঘশ্বাসই বটে।
হুম নীলপরির মন্তব্যে গভীরতা আছে।

অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা অফুরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.