নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মহররম - কবি কাজী নজরুল ইসলাম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

আশুরার শোক বিহহ্বল ক্ষনে শোকাবহ কারবালার স্মৃতি মুসলিম মাত্রই ব্যাথিত করে তোলে। আহলে বাইয়াতের প্রতি ক্ষমতালোভী ইয়াজিদের নিষ্ঠুরতায় কারবালার ময়দান রক্তাক্ত হয়েছিল। নবী প্রেমিক, আহলে বাইয়াত প্রেমিক সকলেই সে যাতনায় কাতর হয়...
সেই কারবালার মর্মন্তুদ ঘটনা নিয়ে জাতীয় কবির অমর সৃষ্টি মহরম কবিতা (ইষৎ সংক্ষেপিত) সকলের সম্মূখে পেশ করলাম :



নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া –
আম্মা লাল তেরী খুন কিয়া খুনিয়া,
কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে?
সে কাঁদনে আসু আনে সিমারের ও ছোরাতে।

রূদ্ধ মাতম ওঠে দুনিয়া দামেস্কে –
জয়নালে পরালো এ খুনিয়ারা বেশ কে ?
হায় হায় হোসেনা ওঠে রোল ঝন্ঝায়,
তলোয়ার কেপে ওঠে এজিদেরো পান্জায়

উন্মাদ দুল দুল ছুটে ফেরে মদিনায়
আলী জাদা হোসেনের দেখা হেথা যদি পায়।
মা ফাতিমা আসমানে কাঁদে খুলি কেশপাশ
বেটাদের লাশ নিয়ে বধুদের শ্বেতবাস

রণে যায় কাশিম ঐ দু’ঘড়ির নওশা
মেহেদির রং টুকু মুছে গেল সহসা –
হায় হায় কাদে বায় পূরবী ও দক্ষিনা
কন্কন পৈচী খুলে ফেল সখিনা

গড়া গড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা
আম্মাগো পানি দেও ফেটে গেল ছাতিমা
নিয়ে তৃষ্ষা সাহারার দুনিয়ার হাহাকার
কারবালা প্রান্তরে কাঁদে বাছা আহা কার

দুই হাত কাটা তবু শের নর আব্বাস
পানি আনে মুখে হাকে “দুশমন ও সাব্বাস” ।
দ্রিম দ্রিম বাজে ঘন দুন্দভী দামামা
হাকে বীর “শীর দেগা নেহী দেগা আমামা”

কলিজা কাবাব সম ভূনে মরু রোদ্দুর
খাঁ খাঁ করে কারবালা নাই পানি খজ্জুর
মার স্তনে দুধ নাই বাচ্চারা তড়পায়
জিভ চুষে কচি জান থাকে কিরে ধড়টায়

দাও দাও জ্বলে শিরে কারবালা ভাষ্কর
কাঁদে বানু পানি দেও মরে যাদু আসগর
পেলনাতো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন
ডাকে মাতা পানি দেব ফিরে আয় বাছা শোন –

পুত্র হীনা আর বিধবার কাঁদনে
ছিড়ে আনে মর্মের বত্রিশ বাধনে
তাম্বুতে সজ্জায় কাদে একা জয়নাল
দাদা তেরী ঘর কিয়া বরবদ পয়মল

হায়দারী হাক হাকে দুল দুল আসওয়ার
শমশের চমকায় দুশমুনে ত্রাসবার
খসে পড়ে হাত হতে শত্রুর তরবার
ভাষে চোখে কেয়ামতে আল্রার দরবার।

নিঃশ্বেষ দুশমুন ওকে রণশ্রান্ত
ফোরাতের নীরে নেমে মুছে আখি প্রান্ত।
কোথা বাবা আসগর শোকে বুক ঝাঝরা
পানি দেখে হোসেনের ফেটে যায় পাজরা

ধুকে মলো আহা তবু পানি এক কাতরা
দেয়নিরে বাছাদের মুখে কম জাতরা
অন্জলী হতে পানি পড়ে গেল ঝর ঝর
লূটে ভূমে মহাবাহু খন্জর জর্জর।

হলকুমে হানে তেগ ওকে বসে ছাতিতে
আফতাব ছেয়ে গেল নীল আধীয়ার রাতিতে
আসমান ভরে গেল গোধুলীতে দুপুরে
লাল নীল খুন ঝরে ফুরাতের উপরে

বেটাদের লহুরাঙ্গা পীরহান হাতে আহা
আশরের পায়া ধরে কাদে মাতা ফাতেমা
এয় খোদা বদলাতে বেটাদের রক্তের
মার্জনা কর গোনা পাপী কম বখতের

কত মহরম এল গেল চলে গেল বহু কাল
ভুলিনি গো আজো সেই শহীদের লহুলাল
মুসলিম তোরা আজ জয়নাল আবেদীন
ওয়া হোসেনা ওয়া হোসেনা কেদে তাই যাবে দিন

ফিরে এল আজ সেই মহরম মাহিনা
ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা।
উষ্ষীষ কোরআনের হাতে তেগ আরবীর
দুনিয়াতে নত নয় মুসলিম কারো শীর।

তবে শোন ঐ শোন বাজে কোথা দামামা
শমশের হাতে নাও বাধ বুকে আমামা
বেজেছে নাকাড়া হাকে নাকিবের তুর্য
হুশিয়ার ইসলাম ডুবে তব সুর্য্য

জাগো ওঠো মুসলিম হাকো হায়দারী হাক
শহীদের দিলে সব লালে লাল হয়ে যাক।

(সংক্ষেপিত)

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতাটি পড়ার সুযোগ ধন্য হলাম,

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ভায়া

পোষ্ট সার্থক হল তবে। :)

শুভেচ্ছা অফুরান

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

মলাসইলমুইনা বলেছেন: প্রায় ভুলে যাওয়া স্মৃতির দিনগুলি থেকে ঘুরিয়ে আনলেন যেন !এই কবিতাটা আমাদের ক্লাস সিক্স অথবা সেভেনে বাংলা বইয়ে ছিল| বাংলা ক্লাসে (সিক্স বা সেভেন ভুলে গেছি) অনজুদিদি "ফিরে এল আজ সেই মহরম মাহিনা/ ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা" - এই লাইন দুটির ব্যাখ্যা লিখতে বলেছিলেন একদিন বাংলা ক্লাসে | কেমন করে উনি যেন বুঝেও গিয়েছিলেন আমার লেখার সবটুকুই আমি নিজে থেকে লিখেছি ! নোট বই থেকে কিছুই লিখিনি I নজরুলের অন্যতম সেরা কবিতা বলা হয় এটাকে | আপনার পোস্টের জন্য অনেক দিন পর কবিতাটা আবার পড়া হলো |ধন্যবাদ সে সুযোগ করে দেবার জন্য |

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্মৃতি কাতরতা ‍ছুঁয়ে গেল।

হুম। আমরা সেরাগুলো ভুলে হীরা ফেলে কাঁ তুলে ভিখারি সাজার পথেই যেন হাটছি!!!!

সার্থক হলো পোষ্ট এমন অংশগ্রহনে :)
ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরান

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


কারবালা ছিল আরবী রাজতন্ত্রের ক্ষমতা দখলের ১ম গৃহযুদ্ধ; আরবেরা তখন প্রথমবার সাম্রাজ্য গঠন করছিলো; রাজতণ্ত্র এভাবেই চলে এসেছে ইতিহাসে; সেই সময়কার জন্য ব্যতিক্রম কিছু নয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এ দিনটিতে মূলত: ইসলামী খেলাফত এর মূলশক্তি নৈতিকতা ও রাজনীতির মেলবন্ধন ছিন্ন হয় কারবালার প্রান্তরে। পরবর্তীতে যা রাজশক্তিতে রূপ নেয়।
সেই সময়কার জন্য ব্যাতিক্রম না হলেও ইসলামের জণ্য অবশ্যই ব্যাতিক্রম ছিল।
কারণ ইসলামের উল্টো পথেই ছিল ইয়াজিদের পথ চলা।

ধন্যবাদ ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: এই কবিতাতে মহরমের মর্মার্থ বুঝিয়ে দিয়েছেন কবি । কবিতাটা শেয়ার করার জন্য ধন্যবা । পোষ্ট খুব ভালো লাগলো ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি :)

ভাল লাগাতেই ভাবনা স্বার্থক ।
শুভেচ্ছা অফূরান

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: স্কুল জীবনে অনেকটা মুখস্থ ছিল। ধন্যবাদ পোষ্ট দেয়ার জন্য।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আবৃিত্তি হত টকাটক

গোল্ডফিশ মেমোরিতে তাজা করার জন্য। আর অনেকেরই হয়তো পুরোটা পরা নেই তাদের জন্যেও

৬| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পুরনো স্মৃতি ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা অফূরান

৭| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: বরাবরের মতই কবিতা ভালো লাগল ।কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই ।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহররম নিয়ে এরচে অনবদ্য কাব্য আজো বাংলায় ২য়টি রিচত হয়নি।

জাতীয় কবির প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা

পাঠে শুভেচ্ছা

৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

কালীদাস বলেছেন: নজরুল মাম্মার লেখার জোসই আলাদা B-) যদিও এই জিনিষের মিসইন্টারপ্রেট করা পাবলিকও কম না।

আছেন কেমন? :) আর তো শেষ করলেন না সিরিজটা :P

০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ভাল বলেছেন।

একেবারে ছিড়ে ছিটকে পড়ার মতো সিরিজটা থেকে লাইনচ্যুত হয়ে গেছি বটে ;)

তবে স্বপ্ন ভুলিনি। আপনার আগ্রহ অনুপ্রেরণার জল দিল।

অনেক অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.