নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

এই দাম দে!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

এই দাম দে!

চমকে ফিরে তাকাই? অবাক!
চিনিনা, জানিনা- কিসের মূল্য চায়?

প্রশ্নকারীর তেমনি নির্বিকার চোখ
যেন মূল্য আদায়ের অপেক্ষায়!
পলকে মহল্লার চেনা জানা সকল
দোকানীর মূখ ভেসে যায়
মুদি, সেলুন, স্রিগেটের মামা, কসাই
নাহ! কারো সাথে উল্লেখযোগ্য বকেয়া নেই
চেহারাটাও মিলছে না!

তবে?

আরও বিস্ময় নিয়ে তাকাতেই
শান্ত, শীতল অর্ন্তভেদী চোখ দুটো স্বচ্ছ ভেসে ওঠে
কি অপার প্রশান্ত, ভুবনভেদী দৃষ্টি -
কে?

আত্মীয়কুলে কারো সাথে তেমন দেনা-পাওনা
মনে পড়ে না; বন্ধু মহল! বন্ধুর বন্ধু!
আত্মীয়র আত্মীয়! কলেজ লাইফের কেউ;
মাথা দপদপ করে ওঠে।
খানিকটা বিরক্তি, কিছুটা কৌতুহল!

> স্মৃতির সব চষে ফেললি-অথচ নিজের দিকেই চাইলি না!

বিস্ময়ের পারদ তরতর করে চড়ে!
আমার ভাবনায় আনাগোনা! তাঁর! আজব
নিজেতে তাকাব মানে? টেনশনে সিগার হাতে নেই।
ম্যাচ হাতড়ে বেড়াই পকেটে!

এক অনুর মূল্য শোধ করতে পারবি! জীবনের?
প্রশ্নের সাথে সাথে অদ্ভুত মিষ্টি ঘ্রানে, কাঠি ফেলে দ্রুত ফিরে তাকাই

কোথাও কেউ নেই!!!!

মন্তব্য ৬৮ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে+



২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

শুভেচ্ছা অফুরান

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

অভিলাষ মাহমুদ বাকলিয়া বলেছেন: ভৃগু ভাই, ভালো লাগলো...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া

শুভেচ্ছা অনেক অনেক

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

মলাসইলমুইনা বলেছেন: কবিতা অতি কঠিন হয়েছে ! কিন্তু চেখে দেখি চমৎকার ! ধন্যবাদ নিন |

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

কাঠিন্যকে ভুলে গিয়ে চমৎকারীটুকু স্মৃতিতে তুলে রাখলাম :) হা হাহা

অনেক অনেক শুভেচ্ছা ভায়া

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

মলাসইলমুইনা বলেছেন: আরে ওটাতো কঠিন ভালো হয়েছে বলেছি ! গুরুর ভাষায় তবে বলি "কঠিনেরে ভালোবসিলাম " !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
হুম।
বুঝছি তবু একটু --ইয়ের ;) লোভ সামলাইনি বলেই তো আবার পেলাম :)

আমি কঠিনেরে ভালবাসিলাম :) অনকে অনেক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা ভায়া

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

ওমেরা বলেছেন: কেউ মনে রাখে না, কেউ মনে রাখে, আবার অন্যকেউ মনে করিয়ে দেয় ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

ভাল বলেছেন।
শুভেচ্ছা আর শুভকামনা অনেক অনেক :)

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

কানিজ রিনা বলেছেন: এক অনুর মূল্য শোধ করতে পারবি
জীবনের?
এই এক লাইন অনেক কিছু অনুভব
করলাম। অসাধারন অনেক ধন্যবাদ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই এক লাইনেই প্রাণ....বাকী টুকু প্রতিমা ;)

প্রাণ প্রতিষ্ঠা হলো জেনে মুগ্ধ :)

শুভেচ্ছা আর শুভকামনা অনেক অনেক

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




কেউ আপনার জ্ঞানের দরজা খুলে দেবে আর আপনি তার দাম ধরে দেবেন না, তা কি করে হয় !!!!
জগতের এই অফুরান মেলায় ঢুকতে হলে প্রবেশমূল্য তো দিতেই হবে ।
তবে এই মূল্য ধরিয়ে দিতে কাউকে খুঁজে পাবেন না -- কারন , সেরকম কোথাও কেউ নেই । সবই অহং এর কারসাজি । নিজেকেই নিজে খুঁজে মরা নিত্যদিন !

চমৎকার একটি দার্শনিক টপিক ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বরাবরের মতোই ঋদ্ধ মন্তব্যে মুগ্ধ প্রিয় আহমেদ জী এস।

সেই সত্যটাকেই প্রকাশের সামান্য চেষ্টা :)

শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

পাজী-পোলা বলেছেন: চমৎকার

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা

শুভেচ্ছা অফুরান

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩

সুমন কর বলেছেন: ভিন্ন রকম। ভালো লাগল। +।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্ন নকম ভাললাগা আর প।লাসে কৃতজ্ঞতা সুমন দা

শুভেচ্ছা সতত :)

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

উদাস মাঝি বলেছেন: কবিতা পড়ে কিছুই বুঝলাম নাহ :((

কবি আমার প্রশ্ন হল, কবিতা কেমন লেগেছে আপনার (সত্য বলবেন) ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় !

আপনার খুঁচানিেতইেতা দিলাম :) আর আফনেই বোঝেন নাই... ইশরে কিরাম হই গেল ;)

নিজের সন্তানেক কে কবে মন্দ বলেছেন বলুনেতা? কাল হোক বা নাক বোঁচা হোক ;) হাহা হা

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি।

শুভেচ্ছা অন্তহীন

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
আহমের জী এস ভাইয়ার মন্তব্যও অনেক ভাল লেগেছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

জ্বি আহমেদ জিএস ভাইয়ের ঋদ্ধ মন্তব্যে পোষ্ট উজ্জ্বল হেয় ওঠে

শুভেচ্ছা রইল

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

সোহানী বলেছেন: প্রোভার্বটা দারুন, ছবিটা ফাটাফাটি আর কবিতায় ভালোলাগা............

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক তিনের সমন্বয় হয়েছে েজেন ভাল লাগছে। :)

কাব্যে ভাবের সাথে ছবি খুঁেজ পাওয়া আসলেই জটিল।

ভাললাগায় কৃতজ্ঞতা আর শুভেচ্ছা অফুরান :)

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ হয়েছে প্রিয় কবি, কবিতার আহ্বানে মুগ্ধ আমি,

আমরা কয় জনেই'বা নিজের খবর রাখি
অথচ! নিজের খবরটা রাখারই প্রয়োজন খুব বেশি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

আপনা দর্শনে সত্য দর্শন জানলেও বুঝলেো অবহেলায় উপেক্ষায় সবসময়ই পিছে পড়ে রয় বিষয়টি।
কাব্যতো জীভনেরই ছায়া
আমার সন্ধানী মন তাই বারবার খুঁজে ফেরে সেই অদরা সত্যকে।

ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি হাসা কথা কই কবিতা কিন্ত একটু ভালো লাগে নাই অনেক ভালো লেগেছে :)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ মাম্মা ;) হাসু মামা

শুভেচ্ছা অনন্ত

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান :)

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

পার্থ তালুকদার বলেছেন: বাহ্ .... !

ধুম্রজাল ছড়িয়ে দিয়েছেন ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

চেতনার বোধের, ভাবনার ধুম্রজাল বটে ;) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এই দাম দেন ভগু ভাইইইই উহু না আইস্ক্রিম দেন অন্যরকম একটা লেখা উপহার দেয়ার জন্য

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ইটা কিরাম হল! লিখলামও আমি আবার আইসক্রিমও আমার!!!

অন্যরকম লেগেছে যখন তখনতো আইসক্রিম খাোযাতেই হয়... চলে আসুন আইসক্রিম শপে
বেছে নিন আপনার পছন্দের আইসক্রিম..
খেয়ে নিন ঝটপট! আমার নমাটা স্মরণ করে নিয়েন কিন্তুক ;)

আর যাবার সময় অবশ্যই নিয়ম মেনে চলুম। অঘটনে কর্তৃপক্ষ দায়ী নহে!

আর ঢাকা এলে জমা রইল :)


১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৯

মনিরা সুলতানা বলেছেন: এক অনুর মূল্য শোধ করতে পারবি! জীবনের?

অসাধারন!!! অসাধারন !!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মনিরাপু :)

অনন্ত শুভেচ্ছা

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অন্তহীন

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১২

জাহিদ অনিক বলেছেন: দারুণ কবিতা। গভীর ভাব ।


জীবনমুখী কবিতা ।


ভালো লাগলো।


প্লাস

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ কবি :)

ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা অনিমেষ

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

বিষাদ সময় বলেছেন: আপন ঘরের খবর নে না।
অনা’সে দেখতে পাবি
কোনখানে সাঁইর বারামখানা।।



ঠিক বুঝলাম কিনা জানিনা, তবে ভাল লাগলো।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কেন নয়।

বুঝেছেন বলেই ভাব সাগরে সুরের লহর উঠেছে :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অফূরান

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

ধ্রুবক আলো বলেছেন: দারুন কবিতা। খুব ভালো লাগলো ++++++++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ ধ্রুবক আলো :)

ভাল লাগা আর এত্তগুলা প্লাসে অনেক কৃতজ্ঞতা

শুভেচ্ছা রইল

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক গভীরে ডুব দিয়েছেন।+++

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ডুবতে গেলে ভব ডাকে ভাসায় আমারে
ভাসতে গেলে অসীম শুন্য ডুবায় আমারে ;) হা হা হা

অনেক ধন্যবাদ ভায়া। শুভেচ্ছা অন্তহীন।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১

তারেক ফাহিম বলেছেন:
কবিতার প্রথমাংশে সাথে শেষাংশের সমাপ্তির ধরন সত্যি ভালোলাগার।
পাঠে মুগ্ধতা রেখে গেলাম।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ভ্রাতা তারেক ফাহিম :)

মুগ্ধতা টুকু প্রেরণা হয়ে রইল হৃদয়ে

শুভেচ্ছা অফুরান

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

জুন বলেছেন: ভৃগু ছবির কথাগুলো খুব ভালোলাগলো । তবে দাম দে কথাটি কে বল্লো বুঝতে পারছিনা । শিক্ষক কি ! যদি তাই হয় তার ঋন কি পরিশোধযোগ্য !!
আনলাকি ১৩ নং ভালোলাগাকে ১৪ নম্বরে রুপান্তরিত করে গেলাম:)
+

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু :)

শিক্ষকতো বটেই .. তবে আত্মার.... মিস্টিরিয়াস অদৃশ্য শিক্ষক :)
অদ্ভুত মিষ্টি ঘ্রানে.... মিষ্ট্রিটার ইশারা ছিল। ভেতরের স্বত্তাও কখনো কখনো কথা কয়ে ওঠে....
রুপকে তা দৃশ্যমান না হলেও অনুভবে ষ্পষ্ট হয়ে ওঠে কখনো কখনো....

অল ই ওয়েল ;) হা হাহা
কৃতজ্ঞতা ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন :)

২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

বর্ষন হোমস বলেছেন:
পড়ছিলাম আর একসময় চিন্তা করলাম কে সে!আমিও উত্তর জানার জন্য কিছুটা দ্রুত পড়ে নিচে আসলাম।কিন্তু আপনি তো বললেনই না কে?
তবে মনে হয় আর বলার প্রয়োজন নেই।না বলা ছাড়াই ভাল লেগেছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে মনে হয় আর বলার প্রয়োজন নেই।না বলা ছাড়াই ভাল লেগেছে।
হা হা হা
তবে সেই ভাল। কত কিছুইতো অজানাই রয়ে যায় ;)

রহস্যময়তাটাই ভাবনাকে উজ্জ্বল করেছে :)

অনেক অনেক ধণ্যবাদ । শুভেচ্ছা অফুরন্ত

২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৪

সমূদ্র সফেন বলেছেন: কাঠি ফেলে দিলে, এমন ভাব সাগরে পাড়ি দিবেন ক্যামনে। জীবন -স্রস্টার প্রতি ক্রিতজ্ঞতা জিবনের দাম। পারলে দিব না পারলে না। অসাধারণ কবিত া

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কাঠি ফেলে দেয়া বাহ্য, অন্তরস্থ হল সত্যাহবান।

স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা মূল্যশোধ -ভাল বলেছেন। দিতেই হবে-নিজের কর্যানের জন্য।
না দিলে চক্রাবর্তনে ঘুরপাক....

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অফুরান

২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

কথাকথিকেথিকথন বলেছেন:





চমৎকার । নিজের কাছে নিজেই অচেনা রয়ে গেলে, হে জীবন...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আয়ানা ছাড়া সবাইকে দেখি নিজেরে ছাড়া

চেতনার আয়নায় পারা লাগাতে পারলেই জীবন পূর্ন :)

নেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫১

কাছের-মানুষ বলেছেন: কবিতা ভাল হয়েছে, ভিন্ন আমেজের সু-স্বাধু কবিতা।

ভাল লাগা রইল।
++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

স্বাদে ভাললাগা আর প্লাসে কৃতহজ্ঞতা :)

শুভেচ্ছা শুভকামনা অফুরান

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

ঠ্যঠা মফিজ বলেছেন: কবিতা ভাল লেগেছে :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা ভায়া :)

শুভেচ্ছা অফুরান

৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মিরোরডডল বলেছেন: very different kind of writing
at the end ekta chamak chilo
valo legeche

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফূরান

৩৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫

আখেনাটেন বলেছেন: উপস্থাপনাটা চমৎকার হয়েছে।

ভালোলাগা কবিতায়। ++++++++++++

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা অন্তহীন :)

৩৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো । আমারই পড়তে দেরী হয়ে গেলো ।
+++++++++++

শুভকামনা ।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

বেটার লেইট, দেন নেভার :)

পড়ায় এবং প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা অফুরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.