নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি লিখব কাব্যে
যখন কলমে ঝরে রক্ত
সারা পৃথিবীর বঞ্চিত, হত মানুষের রক্ত. . .
নির্যাতিত মানুষের পরিচয় এক
তাদের কোন ধর্ম নেই, সাদা-কালো নেই
এশিয়ান আফ্রিকান ইউরোপিয়ান নেই
তারা মজলুম। তারা নির্যাতিত। তারা অধিকারহীন।
আরাকান, ফিলিস্তিন, কাশ্মীর
ইরাক, সিরিয়া, ইয়েমেন, বসনিয়া, উইঘুর,
মিন্দানাও-ভয়ার্ত, আতংকিত, অশ্রুভারাক্রান্ত চেহারা।
জীবন যেন এক জ্বলন্ত অভিশাপ
বারুদের গন্ধে দিনরাত, আগুন, অস্ত্র বিভীষিকা
প্রতি মুহুর্তে অনিশ্চয়তার পল, বেঁচে থাকাটাই মিরাকল।
সভ্যতার এ কোন উচ্চমার্গ? পোষাকী সুশীল জংলীপনা!
শত বৎসরান্তে নাকি কাৎরায় পৃথিবী
প্রসব বেদনায়-এক নতুন কালের জন্মাবর্তে
এ রক্ত সাগর পেরিয়ে আসবে তবে কোন সে ভোর?
সকলের জন্য নিরাপদ নূন্যতম অধিকারপূর্ন
মানুষের, মানবতার কাঙ্খিত সোনালী ভোরের অপেক্ষায়
জেগে ওঠি বিজয়ের স্বপ্নে, স্বপ্নকে জাগিয়ে রাখি
আত্মপরিচয়, বিশ্বাস আর আত্মসমর্পণের মূলমন্ত্রে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ ভায়া
আপনিই না হয় জাতির উপকার করুন।
শুভেচ্ছা
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩
শাহরিয়ার কবীর বলেছেন: আজ মানবতার সংজ্ঞা উল্টে গিয়ে,
পশুর নাম মানুষ হয়ে,
পৃথিবীর বুকটা কুঁড়ে কুঁড়ে খেতে চাচ্ছে,
কিছু হায়না আর জন্তুু জানোয়ারে,
আর কতকাল এভাবে মানবতার
সংজ্ঞার নাম উল্টা লেখাতে লেখা থাকবে?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: যবে উৎপীড়তের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবেনা
বিদ্রোহী রণ ক্লান্ত- আমি সেইদনি হবো শান্ত
নজরুলের অমর বাণী যেন আজো কেঁদে মরে চেতনায়।
অনেক ধন্যবাদ ভ্রাতা
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪
চানাচুর বলেছেন:
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। মন খারাপের কাব্যই লিখছে প্রকৃতি....
সোনালী ভোরের অপেক্ষায় .....
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: নির্যাতিত মানুষের পরিচয় এক
তাদের কোন ধর্ম নেই, সাদা-কালো নেই
এশিয়ান আফ্রিকান ইউরোপিয়ান নেই
তারা মজলুম। তারা নির্যাতিত। তারা অধিকারহীন।
..............মনটা ভরাক্রান্ত হয় এসব ভাবলে। ওই যে বললেন নির্যাতিত মানুষের পরিচয় এক, এই বিষয়টা আমাদের মাথায় থাকলে পৃথিবী আরো কিছুটা নিরাপদ হতো। আমাদের দৃষ্টি শক্তি অত্যন্ত ক্ষীণ, তাই নির্যাতিতদের মাঝে ধর্ম খুজি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ভীষণ ভারাক্রন্ত হয়।
আজ বৃষ্টিতে জবুথবু ভেজা রোহিঙ্গা শিশুগুলো দেখে চোখটা ভিজে আসলো..
আহা আমার বাচ্চাটা ভিজলে দৌড়ে গিয়ে তোয়ালে দিয়ে মুছিযে দিই... উষ্ণতার কি চেষ্টা থাকে অন্তহীন
আর তারা সারারাত প্রবল বৃষ্টিতে ভিজল! সকালেও ১০ টা অব্দি শুধূ ভিজেই গেছে.......................
হে প্রভু রহম কর।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২
তারেক ফাহিম বলেছেন: নির্যাতিত মানুষের পরিচয় এক
তাদের কোন ধর্ম নেই, সাদা-কালো নেই
এশিয়ান আফ্রিকান ইউরোপিয়ান নেই......
উক্তিগুলো ভালো লাগলো, পাশাপাশি সহমত জ্ঞাপন করছি।
আসলে বর্তমান অসভ্য সভ্যতায়, দুই পায়ে মানবের চার পায়ের স্বভাব হয়ে পড়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা
ভাল আর মন্দ এ দুইভাগেই সত্য। ভালরা নির্যাতিত হয় অধিকাংশ সময়
মন্দরা নির্যাতন করে যায়..
ধ্বংস হোক সকল মন্দ
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮
অর্ক বলেছেন: চমৎকার একটি মানবতাবাদী কবিতা ভৃগু ভাই! দারুণভাবে নাড়া দিল মনকে। শুভকামনা জানবেন। ভালো থাকুন সবসময়।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ অর্ক
আপনার মন্তব্যে প্রেরণা পেলাম।
শুভেচ্ছা
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০
মোঃ তানজিল আলম বলেছেন: যবে উৎপীড়তের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবেনা
বিদ্রোহী রণ ক্লান্ত- আমি সেইদনি হবো শান্ত
. আমরা শান্ত শিস্ট ভদ্র হয়ে গেছি সেই কবে!!!। সুতরাং নজরুলের কবিতা খানা এখন ব্যাকডেটেড।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কথা মন্দ নয়।
একণ বরং রবী ঠাকুরের টােই গাইতে হবে
ওরে সবুজ ওরে আমার কাঁচা
আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা
অনেক অনেক ধন্যবাদ ...
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
বিষয়টি ভালো ছিলো কিন্তু কবিতার ফরম্যাটে ভালো লাগেনি, দুঃখিত । এই সব শব্দ এ বাক্য দিয়েই গদ্য কিন্তু ভালো হতো ।
তবে শিরোনামটি বেশ ।
নির্যাতিত মানুষের পরিচয় এক ................. তারা সবাই হতভাগা, মজলুম ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহমেদ জি এস,
আমিও দু:খিত আপনার ভাল না লাগাতে। হুম। হয়তো।
ধন্যবাদ
মূল সুরটুকু সকলেরই ছুঁয়ে গেছে তাতেই স্বস্তি
অনকে অনকে ধন্যবাদ ্ও শুভেচ্ছা
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: সময়ের কবিতা। সুন্দর লিখেছেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা
পৃথিবী হোক স্বস্তিময় সকলের জন্য
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
খুব সময়োপযোগী সুন্দর কবিতা লিখেছেন ।
এই আবেগঘন কবিতাটির বহুল প্রচার ও পাঠ কামনা করছি ।
মায়ানমার সরকার রোহিঙ্গা জনজাতির আলাদা পরিচয়ও মানতে রাজি নয়। তাদের মতে, রোহিঙ্গারা ‘বাঙালি মুসলিম’।
কিন্তু রাষ্ট্রপুঞ্জ তা মানতে রাজি নয়। তাদের তরফে জানানো হয়েছে, রোহিঙ্গাদের মায়ানমারেই আশ্রয় দিতে হবে। তাদের আলাদা জাতি পরিচয়ও মানতে হবে মায়ানমার সরকারকে।
এই বিষযটি জোরে সুরে বিভিন্ন মাধ্যমে গল্প কবিতা ও লেখায় জানাতে হবে বিশ্বকে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ড. এম এ আলী।
আপনার মন্তব্য অনুপ্রাণ শক্তি ও সাহস যোগাল।
হুম তারা ইতিহাসকেই অস্বীকার করতে চাইছে গায়ের জোরে। দেখঅ যাক অিধবেশনে সবশেষ কি সিদ্ধান্ত গৃহিত হয়। নিশ্চয়ই পৃথিবী অন্ধদের দখলে নয় এ বিশ্বাস নিেই আছি। ন্যায়পরায়নতা, সত্য আর শান্তির বিজয় হোক।
অন্তহীন শুভেচ্ছা
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০৩
সোহানী বলেছেন: ছবিগুলো সহ্য করতে পারছি না....
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয় খুড়ে যতনা বাড়ায়....
অন্তহীন এই যাতনাতেই যাদের বাস
তাদের অন্ত:করণে তেব কেমন লাগে ভাবতেও মন বিবশ!
সকল অশ্রু মুছে যাক
সকল দু:খি মূখে হাসি ফুটুক...
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
স্বতু সাঁই বলেছেন: কথিত মুসলমান গোঁয়ার। যতোদিন গোঁয়ারামী না ছাড়বে ততোদিন এমন ভোগান্তি থাকবেই। তবে আমার বিশ্বাস এরা নিঃশেষ হয়ে যাবে। কথিত মুসলমানের প্রথা ও সংস্কৃতি বিলীন হয়ে, নুতন প্রথা ও সংস্কৃতি নিয়ে নুতন এক জাতির আগমন ঘটবে, যারা প্রকৃত মুসলমান বলে পরিচিত হবে। বর্তমানের কথিত মুসলমান আল্লাহর দরবারে অভিশপ্ত হয়ে গেছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাঁইজি,
সত্য বহুদূর। প্রচলিত বোধ বিশ্বাসের বাইরের প্রকৃত সত্য বুঝতে এবং বোঝাতে হলে চাই পর্যায়ক্রমিক জ্ঞানোন্বেষ!
আপনি হঠাৎ করেই একজনকে বললে সে মানবে কেন?
তার জ্ঞান তৃষ্ণা থাকতে হবে। সথ্যকে লাভে আকাঙ্খাই তাকে পৌছে দেবে সত্যের কাছে।
নইলে হবে ঝগড়া, বিবাদ, ঠ্যাগিংবাজী.।
ইসলামের মৌলিক কাঠামো থেকে আচার, পোষাক সর্বস্ব ইসলাম বহুদূরের সাধঅরন কিছু চেতনা থাকলেই তা অণুভব করা যায়।
সত্যের যত কাছে যাওয়অ যায় দেখা যায় তাদের শূন্যতা কত বেশি। বাতিল বা সদ্ধিান্ত মূলক না বলে তাদেরই হাতে বিচারের ভার ছেড়ে দিন না। তথ্য, তত্ত্ব, উপাত্ত আর সত্যের কষ্টি ধরিয়ে দিয়ে।
আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করুন। মিথ্যাকে ধ্বংস করুন।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২০
বিলিয়ার রহমান বলেছেন: কি লিখব কাব্যে
যখন কলমে ঝড়ে রক্ত
সারা পৃথিবীর বঞ্চিত, হত মানুষের রক্ত.
গায়ের লোম নাড়া দেওয়ার জন্য এইটু পাঠই যথেষ্ট!!
কবিতায় +++++
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ ভায়া যে! কতদিন পর! পথ ভূলে বুঝি
ক্রমাগত দেখতে দেখতে শুনতে শুনতে নিজের অক্ষমতার সীমা দৃশ্যমান হতে হতে
এক অপ্রকাশ্য বোধে বিবশ হয়ে পড়ে মন। যাতনারা তার মাঝ্ওে কুড়ে কুড়ে খায়
সে যাতনাকেই ফোটানোর প্রয়াস...
মন্তব্যে আপ্লুত।
অনেক অনেক শুভেচ্ছা ভ্রাতা
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন , ধন্যবাদ ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ভ্রাতা
শুভেচ্ছা
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
"কি লিখব কাব্যে
যখন কলমে ঝড়ে রক্ত "
-প্রশ্ন, এখানে "ঝড়ে" শব্দটা কিভাবে ব্যবহৃত হয়েছে? "ঝড়ে", মানে জোরে বাতাস বহিবার সময়ের কথা বলা হয়েছে, নাকি "ঝরে" মানে ঝরিয়া (যেমন গাছের পাতা ঝরিয়া পড়ে) পড়াকে বুঝানো হয়েছে?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ, বিস্মিত!
ভায়া প্রায়ই বলেন কবিতা বোঝেন না,!
আবেগে এবং ভাবে আমাদের সবার নজর এড়িয়ে গেল টাইপোটা
আপনার চোখে ঠিকই পড়লো।
কৃতজ্ঞতা নজরে আনায় । ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২
রাতু০১ বলেছেন: অসভ্য সভ্যতা , অসভ্য অমানুষের দল ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের কৃতকর্মের মাধ্যমেই তারা প্রমাণ রেখে যাচ্ছে ইতিহাসের পাতায় - তারা কতটা বর্বর!
ধন্যবাদ ও শুভেচ্ছা
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন:
মানবতা আজ ঠুনকো বিষয়ে ম্লান । কবিতাজুড়ে নিষ্ঠুর পৃথিবী ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
বস্তুবাদের, ক্ষমতা আর মোহের তলে চাপা পড়েছে মানবতা!!
মুক্তি পাক পৃথিবীজুড়ে এক সাথে।
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫১
ধ্রুবক আলো বলেছেন: পৃথিবীতে এখন সুখ শান্তি এখন ধুলোয় মিশে যাচ্ছে!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন হিটলার, মুসোলিনি, একজন সুচি
হালাকু খান, মিন অং হ্লাইং...
শেষ করে দেয় সূখ শান্তি!
ইতিহাসে ঠাই হয় ঘৃনায়... খ্যাতি হয় কু খ্যাতি!!!
১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
সেলিম আনোয়ার বলেছেন: মানবতা প্রতিষ্ঠা পাক অমানবিক বিশ্বে ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বড় বেশি প্রয়োজন আজ...
নিষ্ঠূরতা যেন সকল কু ইতিহাসকে ম্লান করে দিচ্ছে!!!
ধন্যবাদ ভ্রাতা
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সভ্যতার এ কোন উচ্চমার্গ? পোষাকী সুশীল জংলীপনা!
প্রশ্নটা আমারও।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: উত্তর দেবারমতো সভ্য নেই বোধকরি মূখোশধারীদের মাঝে!!!
সভ্যতার প্রকৃত সভ্যদের হাতে গেলেই পৃথিবী স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে...
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৬
নীলপরি বলেছেন: জীবন যেন এক জ্বলন্ত অভিশাপ
বারুদের গন্ধে দিনরাত, আগুন, অস্ত্র বিভীষিকা
প্রতি মুহুর্তে অনিশ্চয়তার পল, বেঁচে থাকাটাই মিরাকল।
খুব ভালো লিখেছেন । আমারই পড়তে দেরী হয়ে গেলো । +++++++
শুভকামনা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বেটার লেট, দেন নেভার
পড়েছেন ভাল লেগেছে- এইতো পা্ওয়া... অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা
২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৫
ঢাকাবাসী বলেছেন: আরাকান, ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক, সিরিয়া, ইয়েমেন, বসনিয়া সাথে ৭০ টাকা কেজি চালের ঢাকা। পীড়িতের অশ্রুর রং ওজন সবজায়গাতে এক ই মনে হয়। হিটলার মুগাবেরা শরমে মুখ লুকোবে কি? চমৎকার লিখেছেন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মন্তব্যে হ্যাটস অফ
হিটলাম মুগাবেরা শরম পেলেও বাংলা ভার্সনেরা ভিষন নিলাজ !!!
শুভেচ্ছা ও ধন্যবাদ
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯
নীলপরি বলেছেন: আপনার গালিবের সেই অনুবাদগুলো আমরা কবে পোষ্ট আকারে পাবো ?
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল কথা মনে করিয়েছেন।
আমিতো কাজের ভীরে ভুলেই গেছিলাম....
অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ..
আশা করি শীঘ্রই হেয় যােব এবার
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মানবতার জয় হোক......... এসব ছবি আর দেখতে ভাল্লাগে না... সহ্য হয় না এমন অবিচার!!
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
মানবতার জয় হোক।
কষ্ট লাগলেও এই যে সত্য।
পৃথিবীজুড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আর কাউকে যেন এমন কাঁদতে কাঁদাতে না হয়।
ধন্যবাদ ও শুভেচ্ছা
২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
উদাস মাঝি বলেছেন: নতুন পোস্ট দেন,মিয়া বাই
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
ইনশাল্লাহ....শুভেচ্ছা শুভকমানা অন্তহীন
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
মুসলিম স্কলারেরা কোন সমাধান খুঁজে পেয়েছেন? খলীফা ওমর (রা: )'এর জীবনী ভালোভাবে পড়লে হয়তো কিছু বেরিয়ে আসবে।