নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নাবেশে স্বঃগত সংলাপ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫


তুমি চাঁদ দেখছো?
- না।
আমি দেখছি!
- পাগল হয়েছ দিনে চাঁদ দেখো!

এই যে, সামনে বসে আছে।
- যাহ! শুধু শুধু বাড়িয়ে বলা। তুমিনা একটা ইয়ে!!!

হা হা হা অট্রহাসিতে
তোমার লাজুক মূখটা-
আরও মোহময়
নিদাগ পূর্নিমা চাঁদ মনে হয়।

তুমি বুনো ফুলবন দেখছো?
- আমার কথা বলবে নিশ্চয়ই!
না। তবে!
তুমি জানো তুমি এলে

পারফিউমের সুগন্ধি নয়
বুনো ফুলের মিষ্টি সুঘ্রান পাই !!!
- তুমিনা একটা ....

নিরব অর্থপূর্ন হাসি দেখে-
কথা গিলে ফেলো
মিটি মিটি হাসিতে পাই
বুনো ভালবাসার দুরন্ত সাহস।

মন্তব্য ৬৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


ইয়ো ইয়ো প্রেমের কবিতা; মানুষের কঠিন জীবনের মাঝে ভালোবাসা নীরবে ফল্গুর মতো বয়ে যায়, সেগুলোকে প্রকাশের মত শক্তিশালী পদ্যের দরকার!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাঝে মাঝে ইয়ো ইয়ো লাগে ;)...

চৈত্রদহা খা খা জীবনে একটু কাঁচা আমের ভর্তার মতো :)
হা হা হা

অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা



২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন ভাইয়া।+++
শুভকামনা। ভালো থাকবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মৌমুমু :)

শুভেচ্ছা অন্তহীন

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

উম্মে সায়মা বলেছেন: আহ কী রোমান্টিক! ভালো লাগল

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে অকপট অনুভব টুকু ছুঁয়ে আছে :)

ভাললাগল । শুভেচ্ছা অফুরান।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সোহানী বলেছেন: প্রথম ছবিটা দেখেই মুগ্ধ........ যাহোক প্রেমকাব্যগাঁথায় ++++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

অদৃশ্য প্রতিভা বলেছেন: দাদা, দারুণ লিখেছেন!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা সতত...

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮

সুমন কর বলেছেন: মিষ্টি কথোপকথন। মোটামুটি লাগল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা :)


শুভেচ্ছা অফুরান

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিষ্টি প্রেমের মিষ্টি কাব্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: গিয়াস ভায়া যখন বলেছেন . . . . :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা....

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

বাহ..... নিটোল প্রেম কাব্য বুনেছেন দেখছি....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক অন্রপাণীত বোধ করছি।

আসলেই একটু রিলিফ খুঁজতেই গিয়েই এ বুনন :)

শুভেচ্ছা ....

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! দারুণ


ঈদের পরে মিষ্টি কবিতা

ভালো লাগলো +++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শা. কবির :)

ভাললাগা এবং প্লাসে কৃতজ্ঞতা

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

জাহিদ অনিক বলেছেন: হা হা হা ,

ঠিকই বলেছেন চৈত্রের খা খা দুপুরে একটু আধো আধো প্রেম দরকার বটে !! ;) ;)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সে আর বলতে

চাতক চায় বৃষ্টি, ভ্রমর চায় মধু
আমি কি বাসতে পারি ভাল তোমায় শুধু ;) হা হা হা

শুভেচ্ছা জাহিদ অনিক ভ্রাতা :)

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




চমৎকার লিখেছিলেন কথোপকথন ষ্টাইলে ।
তবে শেষের চারলাইন না থাকলেই মনে হয় আরো ভালো হোত । আর শিরোনামটি " তুমিনা একটা ইয়ে!!!" হলে জমতো ভালো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। পরামর্শটুকু মাথায় রইল ভবষ্যিতের জন্যে :)

শিরোনামে প্রস্তাবনায় মুগ্ধ ;) দারুন বলেছেন। শিরোনামের উপরই লিখে ফেলা যায় একটা নাকি বলেন :)

শুভেচ্ছা অফুরান প্রিয় আহমেদ জী এস

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৫

জাহিদ অনিক বলেছেন: চাতক চায় বৃষ্টি, ভ্রমর চায় মধু
আমি কি বাসতে পারি ভাল তোমায় শুধু
:> :> ;) ;)

না না না শুধু কি ভাল বাসা যায় !!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সেতো জানে প্রেমিক আর প্রেমিকা ;)

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

নীলপরি বলেছেন: ছবি ও কবিতা দুটোই অনবদ্য ।
++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

শুভেচ্ছা অন্তহীন

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: ঠিকঠাক প্রেমের সংলাপ :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

ঠিকঠাক হয়েছে জেনে ভাল লাগল :)

শুভেচ্ছা .....

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৯

ওমেরা বলেছেন: মনে যখন রং লাগে দিনের বেলায়ও চাঁদ উঠে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাহাহা

অনেক ধন্যবাদ ওমেরা :)

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৫

রায়হানুল এফ রাজ বলেছেন: প্রেমতো বর্ষিত হচ্ছে।
অনেক ভালো লাগা জানবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ রায়হানুল এফ রাজ :)

ভাল লাগা টুকু অনুপ্রাণ হয়ে রইল।

শুভেচ্ছা

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৫

সামিয়া বলেছেন: মিষ্টি প্রেমের কবিতা। ভালোলাগা।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ইতি সামিয়া :)

শুভেচ্ছা

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

প্রামানিক বলেছেন: দারুণ! ধন্যবাদ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনাকেও অনেক ধন্যবাদ ছড়াকার ভ্রাতা :)
লেইট - ঈদ মোবারক

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এত রোমান্টিক কেনু?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

সাধু দা বলেছন? থ্যাংকু :)

অনেক ধন্যবাদ দাদা, শুভেচ্ছা অফুরান

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১১

মিরোরডডল বলেছেন: khub shundor

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

শুভেচ্ছা

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

পার্থ তালুকদার বলেছেন: বেশতো :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

হুদাই পাগলামি বলেছেন: রোমান্টিক
অনেক ভালোপাসা
হা হা হা হা
পাগলের পক্ষ থেকে ++++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

পাগল দানেই আসল মেলে ;) হা হাহা

অনেক ধন্যবাদ

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নিদাগ মানে কি?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাতে দাগ নেই ...কোন স্পট নেই :)

অনেক ধন্যবাদ

২৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জানতামই না এরকম শব্দ আছে। দাগহীন জেনে আসছি। ধন্যবাদ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিরা শব্দ লয়ে স্বাধীন! :)

কবিতায় অনেক অনেক শব্দের নবতর জন্ম হয়েছে কালে কালে মিশে গেছে মূল ভাষায়..

আপনাকেও ধন্যবাদ

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

সনেট কবি বলেছেন:






কবি বিদ্রোহী ভৃগুর ‘স্বপ্নাবেশে স্বঃগত সংলাপ’ কবিতায় মন্তব্য-

প্রাণ ছুঁয়ে মন ছুয়ে কবিতা ছড়ালো
হৃদয়ের ফুল বনে। যেথা বসে থাকে
মনহরী, মালা হাতে পরাতে সে মালা
প্রেমমনে প্রেমাস্পদে প্রেমের তৃষ্ণায়।
কবিতার গলিপথ চিনে গেছে কবি,
হেথায় যে গলি সেটি অথই প্রেমের
কূলহারা গতি যাতে, প্রেমের জোয়ার
চন্দ্রিমার স্নিগ্ধতায় পূর্ণ পরিপাটি।

কবিতার প্রেমময় স্বচ্ছ জল তলে
পদ্মদোলে মৃদু বায় বৃক্ষ ছায় আর
আর তাতে কবিমন অবগাহে প্রেমে।
অতঃপর কবিতার ফ্রেমে ফুটে উঠে
অনন্য সুন্দর সব কবিতারা তাতে,
যা আমরা পাঠ করি বিমোহীত মনে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন

তাৎক্ষনিক সনেটে মুগ্ধ

অনেক অনেক ধন্যবাদ কবি:

শুভকামনা অফুরান

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

সনেট কবি বলেছেন: কবিতাটি পোষ্ট আকারে উপস্থাপন করেছি। সময় পেলে একপাক দেখে আসবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। দেখে এলাম। অনেক অনেক কৃতজ্ঞতা :)

২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৩

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা এবং ছবি দুটোতেই এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।
অনেক শুভেচ্ছা রইল ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ড. এম এ আলী :)

শুভেচ্ছা অসীম

২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

শুভেচ্ছা অন্তহীন

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আগের কিছু কবিতা থেকে এটা কয়েক ধাপ নীচে মনে হলো আমার কাছে। মনে কষ্ট নেবেন না আশা করি।


শুভকামনা সবসময়ের জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কষ্ট নেব কেন? আমি জানি এটা অনেক আটপৌড়ে আবেগ!

আপনি যে ভাববাদী কাব্যের কথা মেনশন সেগুলো জীবনের নির্যাস! :)

ধন্যবাদ অকপট বলায়। এতে ভালবাসা লুকানো আছে :)

ভাল থাকুন স্বজন

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪১

হাসান মাহমুদ১৮ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
রোমান্টিক! ভালো লাগল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা

শুভেচ্ছা

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন:



ভালোবাসা পাতায় পাতায়, ডালে আবডালে !
চমৎকার ছবি সমেত !

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

হা হা হা দারুন বলেছেন তো!

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

৩২| ১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

সাদিকনাফ বলেছেন: আহারে!!!!

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
:)

ধন্যবাদ ভ্রাতা, শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.