নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ঈদ খুঁজে না পাই

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪

ঈদ আসে
ঐশ্বর্যে বিলাসী ব্যায়ে, দায়হীন হত্যার উৎসবে
কোরবানী অধরা, কেবলই অহম প্রতিযোগীতায়
তৃপ্তির ক্রুর হাসিতে লজ্জ্বিত কোরবান জীব, ‍জিভ কামড়ায়।

ঈদ আসে
পেছনে গুলি সন্মূখে কাঁটাতারের জীবনের মিছিলে,
হত-নিহতের ভারে আপন জনার লাশের স্রোতে,
বিধ্বস্ত নগরে, গাঁয়ে ভস্মিভূত ভিটে মাটিতে!

ঈদ আসে
প্রান্তিক জীবনেও, বাড়ী বাড়ী ঘোরাঘুরি
আত্মীয়তায় নয়-এক টুকরো গোশতের আশায়
উর্বশী তরুনী জানে গোশত সামলানো- কত জ্বালায়!

ঈদ আসে
ভ্রাতৃঘাতি যুদ্ধে, বিরান নগরে মহামারীতে
ক্বাবায় লাব্বাইক ধ্বনিতে, সাত পাকের বাঁধনে
মদীনায় ইয়া উম্মতি অশ্রুভারে - - -ক্রন্দনে;

ঈদ আসে
বিচ্ছিন্নতার ইসলামী ভূ-দ্বীপে
চেতনা ঢাকা পড়ে রয়: প্রচলিত চর্চায়,
সার্বজনীন ঈদ চাঁদ আড়ালেই রয়ে যায়।

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক!

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক!

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: পেছনে গুলি সন্মূখে কাঁটাতারের জীবনের মিছিলে,
হত-নিহতের ভারে আপন জনার লাশের স্রোতে,
বিধ্বস্ত নগরে, গাঁয়ে ভস্মিভূত ভিটে মাটিতে!



কিছু বলার ভাষা নেই :(

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই নির্বাক যাতনায় যাপিত জীবন সব অনুভব ভোতা (নির্জিব) হয়ে যাচ্ছে!!!!

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪০

রায়হানুল এফ রাজ বলেছেন: তবুও তো ঈদ আসে। ঈদ মোবারক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
কালের পরিক্রমায় আমরা দিনগুনি
ক্ষনের নাম দেই বাহারী
অনুভবে ঈদ খুঁজে দেখি
কেবলই জ্বালা- ভ্রাতৃত্ব, মানবতা
কেবলই কিছু বুলি; শেখানো নাম!!

সৈয়দ সাব ঈদের ময়দানে কোলাকুলি করে সমগোত্রে, আইজুদ্দির অধিকার নেই বুকে যাবার!
যদিবা লোকলজ্বায় নিতে হয়- ভ্রুকুঞ্চনে অন্তরের সত্য ফুটে রয়....

তারপর্ও বলি ঈদ মোবারক!

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই ঈদ অনুভূত কবিতা

ঈদ মোবারক
ঈদ আনন্দ লেগে থাকুক সারাবছর, শুভকামনা সবসময়

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কি করে লেগে থাকবে ভ্রাত: যেখানে ভ্রাতৃত্বই লোক দেখানো!

শুভকামনায় কৃতজ্ঞতা।

ঈদ মোবারক!

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১১

জাহিদ অনিক বলেছেন: ইদ মোবারাক ইদ মোবারাক ইদ মোবারাক

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলা একাডেমির ভুত দেখি আপ্নের পিছূ ছােড় নাই ;) হা হা হা

ঈদ মোবারক! :)

শুভেচ্ছা

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২২

সুমন কর বলেছেন: এক কথায় চমৎকার এবং সহমত।
+।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা:)

অনুপ্রাণীত হলাম। শুভেচ্ছা অফুরান।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৮

জাহিদ অনিক বলেছেন: হা হা হা সেই জন্যি কি পিছুর পিছুতে ঊ-কার লাগিয়ে দিলেন?? ;)

মনে হয় বিদেশী শব্দের বানানে ঈ-কার হয় না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হালকা এবং খেলো যুক্তি! শুধু বিদেশী শব্দ ছাড়াও ব্যকরণের আরো অনেক স্বত:সিদ্ধ নিয়ম আছে । যে সকল নিয়ম মেনেই দীর্ঘকাল ধরেই ঈ চলে আসছে। শুধু আয়েন আর দাল হলে তাদের যুক্তি মেত হ্রস ই গ্রহণযোগ্য ছিল। কিন্তু পরে ইয়া থাকায় তা দীর্ঘ ঈ হওয়াই ব্যকরণ মতে যুক্তিযুক্ত।

মাঝে মাঝে মনে হয় ডক্ট মুহাম্মদ শহীদুল্লাহর মতো ভাষাবিদও বোঝেন নি! আর কতিপয় আতকা গজানো ভাষা বি-েশষ 'অজ্ঞ' অমাবস্যায় চন্দ্রোদয় হল আর বুঝে গেল!!!!! নাকি ইসলামী ইস্যুেক অযথা নাক গলিয়ে একটা জল ঘোলাই উদ্দেশ্য!!!!!

ভাল থাকুন।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৯

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক!

ঈদের মহিমা আসলেই কি তা কবিতায় দেখিয়ে দিয়েছেন।

কয়েকটি টাইপো আছে।

শুভকামনা নিরন্তর।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হারিয়ে গেছে- প্রচলিত পার্বনের আড়ালে!!!!

ধন্যবাদ নজর দিয়ে পড়ায়। দেখছি....

শুভেচ্ছা অফুরান।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ঈদ মোবারক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

চাঁদ উঠেছে ভায়া ;)

অনেক অনেক শুভেচ্ছা

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৮

ধ্রুবক আলো বলেছেন: এক কথায় চমৎকার কবিতা +++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুপ্রাণীত হলাম। :)

পুনরাগমনে এবং প্লাসে কৃতজ্ঞতা

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪১

ওমেরা বলেছেন: ঈদ মোবারক ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

শুভেচ্ছা অগণন

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



ঈদ আসে ..... কিন্তু কেন আসে ??????
ঐশ্বর্যে বিলাসী ব্যয়ে, দায়হীন হত্যার উৎসবেই যদি মেতে ওঠা, তবে ঈদ কেন আসে ????????????????

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ আসে আমাদের জাগাতে!
মরচে ধরা চেতনায় ধার দিতে, মৃত প্রাণে জীবনের সঞ্চার করতে...

কিন্তু আমরা্ বেশী করে মরচেয় আবদ্ধ হই... জীবনকে ঠেকিয়ে দেই মৃত্যু অবগাহনে!

ক্ষীন মিটমটি আশার আলো লয়ে স্বপ্নরা জোনাকী পোকার মতো জ্বলে- কোন এক শুভক্ষনের আাশায়!

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

ঢাকাবাসী বলেছেন: উপরে একটা প্রশ্নের উত্তরে আপনার বাংলা ভাষা জ্ঞান দেখে মুগ্ধ হলুম। আজকাল বড় একটা দেখা যায় না, ফেসবুকের হাড় জিরজিরে বাংলাতেই সবাই অজ্ঞান! কবিতাটি ভাল ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রশংসায় লজ্জ্বা পেলাম! মাথানত করে পেতে নিলাম।
সত্যি বলতে কি একজন মানুষ একজীবনে খুবই অল্প (একেবারে আক্ষরিকই) জানতে পারে...তাও যারার চেস্টা করে।

কবিতা ভাললেগেছে জেন অনুপ্রানীত হলাম। :)

হোক না হোক ঈদ সার্বজনীন ঈদ- তবুও ঈদ মোবারক :)



১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

সনেট কবি বলেছেন:






কবি বিদ্রোহী ভৃগুর‘ ঈদ খুঁজে নাপাই’ কবিতার সারমর্ম

ঘৃণ্য বিলাসী ব্যায়ের প্রতিযোগীতায়
কোরবানীর পশুরা আত্ম বিলিয়েও
লজ্জায় জিভ কামড়ে প্রতিবাদ করে
তাদের এ আত্মদান অহেতুক বলে।
অত্যাচার অবিচার অনাচার আর
প্রান্তিক জন গোষ্ঠির দারে দারে ফেরা
যাদের জন্য সমাজ কিছুই করেনা,
ঈদের আনন্দ এতে ম্রিয়মাণ হয়।

তথাপি ঈদ থাকছে প্রচলিত ধারা
বজায় রাখতে যাতে প্রকৃত ঈদের
আনন্দ খুঁজতে হয় শুধু কল্পনায়।
সার্বজনীন ঈদের অবয়ব থাকে
ঢাকাপড়ে ঝলমলে চাঁদের আড়ালে
যা হতে পারেনা কারো কাম্য কোনকালে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুনতো!

সনেটে চমৎকার বিশ্লেষনে মুগ্ধ।
শুধু শেষ দুলাইনে মনে হয় কবি হালকা স্লিপ করেছেন-

সার্বজনীন ঈদের অবয়ব থাকে
ঢাকাপড়ে ঝলমলে উৎসেবর আড়ালে
প্রকৃত ঈদ চাঁদ ওঠেনা চেতনাকাশের কোলে।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


যারা এবার এত উৎসব এবং বিশাল বড় বড় কুরবানির মাঝেও প্রত্যাশিত ঈদকে খুঁজে পায় নি, যারা বঞ্চিত হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে, আপনি তাদের কথা বললেন, বিদ্রোহী ভৃগু। কবিতার প্রতিটি লাইনে জানাচ্ছি সহঅনুভব। ঈদ মুবারক!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন মইনুল :)

সহানুভবে কৃতজ্ঞতা।

তারপরও ঈদ মোবারক

১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩

জুন বলেছেন: বিদ্রোহী ভৃগু বিশেষ করে আমাদের দেশে ঈদ আসে ধনীদের জন্য খুশী হয়ে। মধ্যবিত্তদের জন্য চাপ হয়ে আর দরিদ্রের সংসারে গৃহকর্তার জন্য চুড়ান্ত অশান্তির রূপ নিয়ে ।
+

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু লাইনে দারুন চূড়ান্ত প্রকাশ করেছেন।

অথচ ত্যাগের শিক্ষাই ছিল সকলের সাম্যতার বানী লয়ে! অর্থনৈতিক বৈষম্যের ব্যবধান মুছে দিতে! যেই সাম্যের ফল মিলবে ঈদে কোলাকুলিতে....ধনি দরিদ্র ব্যবধান ঘুচে যাবে... সকলেই সন্তুষ্ট, খুশি- তখনইতো হবে ঈদ...

চেতনাকাশে উঠুক সত্যানুভবের চাঁদ
ঈদ হোক প্রকৃত ঈদ

শুভেচ্ছা সহ- ঈদ মোবারক

১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৭

করুণাধারা বলেছেন: কাল দেখছিলাম রাস্তায় ঠেলাগাড়িতে কোরবানির গোসত বিক্রি হচ্ছে। দরিদ্র মানুষেরা লোকের বাড়ী থেকে পাওয়া গোস্ত বিক্রি করে দেয়, আর এগুলো কিনছে নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের সন্তানেরা কোরবানির গোস্ত খেতে চায় কিন্তু বাবা না পারে কোরবানি দিয়ে ঈদের দিনে গোস্ত খাওয়াতে না পারে লোকের বাড়ি বাড়ি গিয়ে গোস্ত চাইতে। তাই তাদের এই ঠেলার গোস্তই ভরসা। ঈদ এক উৎসব বটে!!

কবিতা ভাল লাগল।


০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
আটপৌড়ে ভোগী মানুষের এক ধর্মীয় লেবাসের উৎসব!!!

কোরবানীর মাহাত্ব, তাৎপর্য, বাস্তবায়ন ইউেটাপিয়া হয়ে গেছে! ক'গাছা দাড়ি আর জাতা টুপিতে যখন ধর্ম আটকে গ্যাছে-ব্যাস
একই বৃন্তে ঘুরপাক প্রজন্মের পর প্রজন্ম!
নজরুল শত বছর আগে যে দু:খ করে গেছেন...তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়

আজো কি খূব একটা বদলেছে কিছু????

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: সত্যের বর্ণনা , ভাল লাগল । ধন্যবাদ আপনাকে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা :)

কৃত্জ্ঞতা ও শুভেচ্ছা অফুরান

১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

নীলপরি বলেছেন: কবিতার প্রতিটা কথাই সত্য । বাস্তবচিত্র ।
++++++++++++

শুভকামনা রইলো ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতানুভবে কৃতজ্ঞতা

অনেক অনেক শুভেচ্ছা নীলপরি

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআল্লাহ ওদের সহায় হোন

ঈদ মোবারক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রার্থনা সবসময়

ধন্যবাদ কবি। শুভেচ্ছা অফুরান

২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: নিরানন্দের ঈদ!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

কবেল। লৌকিকতার ছড়াছড়ি, প্রাণহীন।

শুভেচ্ছা সাধু দা

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মৌমুমু

প্রচলিত ঈদ মোবারক :)

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৮

শায়মা বলেছেন: ঈদ আসে
বিচ্ছিন্নতার ইসলামী ভূ-দ্বীপে
চেতনা ঢাকা পড়ে রয়: প্রচলিত চর্চায়,
সার্বজনীন ঈদ চাঁদ আড়ালেই রয়ে যায়।


তারপরেও ঈদ তো ঈদই। আর ঈদ মানেই আনন্দ! তোমার কবিতা পড়ে তো আমা ঈদসংখ্যা প্রকাশিত করতে ভুই পাচ্ছি ভাইয়া! :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম ঈদ তো ঈদই!
ব্যাক্তিক আর সামষ্টিক হল ব্যবধান।
আমি একা সূখি হবো? না সবাইকে নিয়ে সূখি হবো-দৃষ্টিভঙ্গিটা ওখানেই।

ধর্ম বলছে সকলে মিলে যে সূখ তাই সূখ। একা সূখ স্বার্থপরতা।
এখন তুমিই বলো-কোন দলে ;) ?

আরেহ কি যে বলো- চলছে দুনিয়া যেমন তার বাইরে কি সবাই যায়! না যেতে পারে....
জলদি প্রকাশ করো ঈদ সংখ্যা.....
ওখানেওতো সামষ্টিকতার সূখ আছে- কত্ত পাঠক পড়বে উইশ করবে লাইক দেবে :)

২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

শায়মা বলেছেন: দেবো!!!!!!!!!!


কেউ মাব্বা নাতো!!!!!! :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

নাগো না কেউ মাব্বে না! মাল্লে তার কান মলে দেবো :)

:)

২৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১১

ব্লগ সার্চম্যান বলেছেন: ঈদ মোবারক ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.