নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

তোমার দিলকি দয়া হয় না ! ! !

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সব দিয়ে যার সব কেড়ে নাও
সব দিয়ে যার সব কেড়ে নাও



তারতো প্রাণে সয় না



তোমার দিলকি দয়া হয় না
দ্বীন-দুনিয়ার মালিক খোদা
তোমার দিলকি দয়া হয় না


কাটার আঘাত দাওগো যারে তার
ফুলের আঘাত সয়না
তোমার দিলকি দয়া হয় না
তোমার দিলকি দয়া হয় না




যে দু:খেতে বন্ধুকে মোর
কবরে শোয়ায় রে দম যেন মোর যায়


যে পথেতে কাটায় ঘেরা কোনবা পথে চলবে
যে বুকে তার ব্যাথায় ভরা কোন বা মূখে বলবে
দ্বীন-দুনিয়ার মালিক খোদা
তোমার দিলকি দয়া হয় না

মন্তব্য ৮৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

শুভ্র বিকেল বলেছেন: মিয়ানমারে শান্তি ফিরে আসুক, নিরীহ মানুষ হত্যা বন্ধ হোক।

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ষ্টপ জেনোসাইড ইন মিয়ানমার!

আমাদের অনুভূতি যেন সম-সাময়িকতায় বদ্ধ হয়ে গেছে! নিজের গায় না লাগা পর্যন্ত আমরা অনুভব করতে পারি না।

অসহায় প্রার্থনা সেই পরমের কাছে, আেক্ষপ অনুেযাগ, বিচার..
দ্বীন-দুনিয়ার মালিক খোদা
তোমার দিলকি দয়া হয় না

২| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

রাফিন জয় বলেছেন: ওই অদ্ভুত জীব টা অনেক আগেই মরছে, দয়া আসবে কথা থেকে!

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা মরেছি বলেই ভাবছি এমন....;)
আমাদের বিশ্বাস, কর্ম, আমাদের সততা, আমাদের ন্যায়পরায়নতা সব যে হারিয়ে গ্যাছে। তিনিতো সকল ভাল যার তার মাঝেই প্রকাশ হন!

আবার স্ব-মহিমায় যখন জেগে ওঠে সেই প্রকৃতি, তখন কিন্তু ভয়াবহ... ভিন্ন রুপ ..সব ভাসিয়ে নিয়ে যায়, কোন ক্ষমা থােকনা তাতে.. আমাদের ক্রম ব্যর্থতায় তাই সেই মহা প্লাবনের জন্যই কান্না........
তোমার দিলকি দয়া হয় না

ভাল থাকুন।

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের একটাই প্রশ্ন --- " ওহ গড ! হোয়্যার আর য়্যু ? "

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

আমাদের মাঝেই যে তার প্রকাশ আমরা সেই সত্য চর্চা ভুলে
খুঁজছি তারে বন-বাঁদাড়ে
গয়া কাশি বৃন্ধবনে
মক্কা মদিনাতে..
দিল ক্বাবারে শূন্য রেখে..

তাই অধরা সেই পরম আরো অধরা!

মাঝে মাঝে ঘুমন্ত মানুষকে নাড়িয়ে দেন- তার ঘোষনা অনুযায়ী প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, ভূমিকম্প, প্রলয়ংকরী ঝড় দিয়ে আমাদের সতর্ক করার যে অঙ্গীকার করেছেন তাই দিয়ে!
তারপরও বুঝতেই চাই ক'জনে?

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: X(
দ্বীন-দুনিয়ার মালিক খোদা
তোমার দিলকি দয়া হয় না


দয়া হয় আবার রাগ হয়

'রাগবে যখন দেখবে তখন
পাবেনা শ্বাস নেয়ার সময়,
কঠিন হাতে রোখবে তিনি
পাবে না পালানোর সময়।'

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

আমাদের অবিমৃশ্যকারীতা, ভূলে যাওয়া, পথ হারানো
আমাদেরই ভূলে আমরা হারাই তার দয়া

যখন শাস্তি খড়গ নেমে আসে
তখন হতবিহ্হবল হয়ে কাঁদি... আক্ষেপে কই কতকথা...
তারপরও আশা অসীম...

নিশয়চই দয়া হবে।

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

খালিদ১২২ বলেছেন: সুন্দর পোষ্ট

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলুন সকলেই প্রার্থনা করি অন্তরের গভীর থেকে- একটা সুন্দর সমাদঅনের জন্য।

সাথে প্রত্যেকের প্রযোজ্য লেভেল থেকে চেষ্টা!

নিশ্চয়ই তিনি মজলুমের প্রার্থনা সবার আগে মঞ্জুর করেন।

৬| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

মাহিরাহি বলেছেন: প্র‌ত্যেকের জন্যই ভয়ংকর মৃত্যু বা ভয়ংকর মূহুর্তগুলো অপেক্ষা করছে।

কিন্তু জীবনের ব্যস্ততায় আমরা সেটা ভুলেই বসি, এবং অন্য কারো মৃত্যু বা ভয়ংকর মূহুর্তগুলোতে বিচলিত না হয়ে, উদ্ধত আচরণ করতেও দ্বিধা করিনা।

তাই ব্লগে এখন অনেকের বিস্তর সময় আর সুযোগ রয়েছে, এই সিদ্ধান্তটি নেবার, রোহিংগাদের ভয়ংকর এই দুর্দশায়, তাদের প্রতি সহানুভুতি দেখানো হবে নাকি হবে না।

এক সময় আমি কিংবা আপনি যখন মরতে বসব, তখন অন্য কারোও বিস্তর সময় আর সুযোগ থাকবে সিদ্ধান্ত নেবার।

তখন আমি কিংবা আপনি ভয়ংকর কষ্টে কিংবা মৃত্যু যন্ত্রনায় কাতরাতে থাকব, সাহায্যের আশায়।

মহান আল্লাহ আমাদের সহায় হোন।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা চরম সত্য তুলে ধরেছেন।

আমাদের নিজের গাঁ-তে না লাগা পর্যন্ত আমরা প্রতিক্রিয়াহীন গাছাড়া ভাবেই থাকতে ভালবাসী!
কিন্তু সত্য ওটাই এক সময় আমি কিংবা আপনি যখন মরতে বসব, তখন অন্য কারোও বিস্তর সময় আর সুযোগ থাকবে সিদ্ধান্ত নেবার। তখন আমি কিংবা আপনি ভয়ংকর কষ্টে কিংবা মৃত্যু যন্ত্রনায় কাতরাতে থাকব, সাহায্যের আশায়।

মহান আল্লাহ আমাদের সহায় হোন।

৭| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩

জাহিদ অনিক বলেছেন: জগতের সকল প্রাণী সুখি হোক ।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুদ্ধ কাঁদে অঝোরে
জীব হথ্যা মাহাপাপ- এ বানীর অনবিচারে!!!

ধন্যবাদ

৮| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৩

কাছের-মানুষ বলেছেন: এরকম বর্বর হত্যাকাণ্ড , অত্যাচার আর সহ্য হয় না। গতকাল ফেইসবুকে দেখলাম এক শিশুকে লাঠি দিয়ে খোঁচাচ্ছে, বাচ্চাটা কান্নাকাটি করছে। এরকম বর্বর, অমানুষ, নির্দয় মিয়ানমারদের বিরুদ্ধে বিশ্ব আজ নীরব , মুখে কুলুপ একে রয়েছে। রহিঙ্গাদের জন্য পৃথিবীর কেউ আর চিৎকার করে আকাশ পাতাল ভারি করছে না।

এখন বাংলাদেশকেই আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতে হবে ।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন বাংলাদেশকেই আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতে হবে ।

এ ছাড়া অণ্য কারো তেমন সরাসরি ক্ষতিও নেই দায়ও নেই। যেহেতু বিবেক এখণ স্বার্থের কোটায় বন্দি!!!!!

ধন্যবাদ ভ্রাতা

৯| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: মানবতার জয় হোক।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানবতার জয় হোক।

ধন্যবাদ ভ্রাতা

১০| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০১

খালিদ১২২ বলেছেন: ঠিক বলেছেন । ভাই

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ।

অসহায় প্রার্থনা সেই পরমের কাছে, আেক্ষপ অনুেযাগ, বিচার..
দ্বীন-দুনিয়ার মালিক খোদা
তোমার দিলকি দয়া হয় না

১১| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৪

সোহানী বলেছেন: এ ধরনের ছবি আত্মাকে নাড়িয়ে দেয়।

স্টপ জেনোসাইড!!!

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসহায় প্রার্থনা সেই পরমের কাছে, আক্ষেপ অনুযযোগ, বিচার..

তোমার দিলকি দয়া হয় না

স্টপ জেনোসাইড !!

১২| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

কাউছার মাহবুব বলেছেন: আর তো সয়নারে ভাই।

৩১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে যাতনা থেকেই প্রার্থনা

সেই পরমের কাছে, আক্ষেপ অনুযযোগ, বিচার..সাহায্য প্রার্থনা

রহম কর প্রভু, অনাচার, জুলুম অত্যাচার বন্ধ কর।

১৩| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৪৪

আবু তালেব শেখ বলেছেন: সহ্য করতে পারছিনা। আল্লাহ হেফাযত কর

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

প্রার্থনা আর চেষ্টাই আমাদের কর্তব্য!

১৪| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: দিলে দয়া হবে না, মানুষ মরবেই !!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই পাষাণতা আমাদেরই সৃস্ট নয়েতা!

আমাদের কর্মফল! ভুল! বা উদাসীনতা! অসর্তকতা!

আসনু দয়া জাগানোর প্রচেষ্টা চালাই!

১৫| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৮

করুণাধারা বলেছেন: অন্যায় প্রতিরোধ না করতে পারলে প্রতিবাদ করা উচিত- আপনার কবিতা আর ছবিগুলোতে সেই প্রতিবাদের ভাষা স্পষ্ট। প্রার্থনা করি দয়াময় যেন এই নির্যাতিতদের দূর্ভোগের অবসান ঘটান।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অক্ষম আক্রেশো আমজনতার নূন্যতম চেষ্টা!

আপনার প্রার্থনা মঞ্জুর হোক। সার্বজনীন চেষ্টা জারি থাকুক।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

চুলবুল পান্ডে বলেছেন:

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই নূন্যতম চেতনা থেকেই যার যার ক্ষুদ্র অবস্থা থেকে বুদ্বুদ প্রতিবাদ!
বিন্দু জলে যেমন সিন্ধু হয়
আমাদের সম্মিলিত আওয়াজ হয়তো কিছূ একটা হতে পারে! এই আশায়

১৭| ৩১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫১

জেন রসি বলেছেন: সুকান্তের একটা কবিতা আছে,

মুখে মৃদু হাসি অহিংস বুদ্ধের
ভূমিকা চাই না, ডাক উঠে যুদ্ধের।

আং সান সুচি, জাতিসংঘ, এবং ইত্যাদি ইত্যাদি সবাই মুচকি হাসছে এ ইস্যুতে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

অচেতনের চেতনা না জাগলেতো মুচকি হাসবেই!

একজন নজরুল বড় প্রয়োজন ছিল এমন সময়...
জাগরনে, দ্রোহে আগুনে ছারখার করে দিতে সকল অন্যায়!

অথবা নিদেন রবী ঠাকুরের সেই সবুজ, কাঁচাদের
আধমরাদের ঘা মেরে যারা বাঁচাবে!

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: দ্বীন-দুনিয়ার মালিক খোদা
তোমার দিলকি দয়া হয় না :(

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাটার আঘাত দাওগো যারে তার
ফুলের আঘাত সয়না
তোমার দিলকি দয়া হয় না

তোমার দিলকি দয়া হয় না

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

কানিজ রিনা বলেছেন: কোথায় আছোরে সেই দিলদরোদী সাঁই।
এছাড়া আর কিছু বলার ভাষা পাই নাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাঁই বলে করার কিছু নাই
যদি তুমি না জাগো
সত্য, বিশ্বাস একতাতে
যদি না থাকো!

আমাদের মানবতার বিশ্বাস সত্য আর ঐক্য প্রতিষ্ঠিত হোক।

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৭

সচেতনহ্যাপী বলেছেন: এর জন্য কিন্তু খোদা দায়ী না।। অভিযোগ আমরা করতেই পারি।। মানুষের ধর্মই হলো, শক্তিতে না পারলে খোদার কছেই ফরিয়াদ আর নালিশ।।
আর চতুর্থ ছবিটা বোধহয় একজন তিব্বতীর।। যে আত্মহনন করেছিলো।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। জানি। মানুষ যা অর্জন করে তা তার কর্মের ফল!
তারপরও মানুষের অসহায়ত্বে, ভূলে তাকে প্রার্থনারও ইশারা দেয়া হয়েছে...

আর চলমান বাস্তবতায় আমরা আমজনতা এছড়া কিইবা করতে পারি - নিজেরাই যেখঅনে স্বৈরাচারিতার কাছে অসহায়, গুম, খুন, অপহরণের ভয়ে। তাই নূন্যতম কষ্ট লাঘবের চেষ্টা!

ছবিটাতে কনফিউশন থাকায় বদলে দিলাম। ধন্যবাদ নজরে আনায়।

২১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২০

দোদূল্যমান বলেছেন: ১৯৭১ এর মত আরেকটা যুদ্ধ চাই। এবার হবে মিয়ানমারের বিরুদ্ধে।
এই যুদ্ধ হায়েনা আউং সান সূচির কুৎসিত মুখকে মাটির সাথে চিরতরে মিশিয়ে দেবার যুদ্ধ।
নিপীড়িত মানাবতার রক্তের ঋণ শোধের যুদ্ধ।
বাংলাদেশের মানুষ মুক্তিকামী; অত্যাচারীদের চরম ঘৃনা করা একটা সোচ্চার জাতি আমরা।
বাংলাদেশের কোটি মানুষ অস্ত্র হাতে ভয়াল এক সাইক্লোনের রূপ ধারন করে বয়ে যাক আউং সান সূচি আর তার তাবেদার পশুসম সেনাবাহিনীর ওপর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশের মানুষ মুক্তিকামী; অত্যাচারীদের চরম ঘৃনা করা একটা সোচ্চার জাতি আমরা

হুম।

বাঙালীর অস্ত্রও ধরা লাগে না।

৭১ এ ভারতে ভূমিকা পালনই অনেক কিছূ বদলে দিতে পারে।
জাতিসংঘে শান্তিরঙ্কি বাহিনীর ভূমিকা সহ না না কারণে কূটনৈতিক ভাবে মোটামুটি ভাল একটা অবস্থানে আছে বাংলাদেশ
শুধু কাজে লাগানোর সদিচ্ছাতেই অনেক কিছূ হতে পারে।

২২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৫

মৌমুমু বলেছেন: যতবার ছবিগুলো দেখি ততোবার চোখ ভিজে যায়। কত মানুষ কত কষ্ট পাচ্ছে।
আল্লাহ্ পাকের কাছে শুকরিয়া যে উনি আমাদের অনেক ভালো রেখেছেন।
আল্লাহ্ সকলের মঙ্গল করুন। আমিন।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেতো হবারই কথা। প্রাণবান কোন স্বত্তা তো পাষাণ হতে পারে না।

শুকরিয়ার সাথে সাথে নির্যাতিতদের জন্য যার অবস্থান থেকে যতটুকু নূন্যতম করা যায় করাই ঈমানের দাবী। তা হোক একটা ক্যম্পেইন, হোক অনুদান, হোক একটা চিঠি! হোক অনলাইন সাইনিং...

আমিন।

২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৪৭

স্বতু সাঁই বলেছেন: এই জগত তো খোদার না। খোদা দেখবো কত্থেইকা? আদমেরে বানানর দিনই এই দুনিয়া তো আল্লাহয় শয়তানেরে লিখাপড়া কইরা দিছে আখেরাত পর্যন্ত। শয়তানের জগতে কিল্লায় আল্লাহ আইবো? আল্লাহ কি ঠেকায় পড়ছে? গন্ধম কি আল্লাহয় খাইছিলো, নাকি আদমে? যার গায়ে ছ্যাকা লাগে তার গা জ্বলে। আল্লাহর গাও নাই ছ্যাকাও লাগে না।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাঁইজি
বুঝের মানুসরে বোঝায় কে?

আপনারে আপনি সিজদা
হাকিকতে থাকুক জুদা
শরিয়াতের আবরণে
থাকনা সেথা নামের পর্দা!!!

আসেন -শয়তানের বিরুদ্ধে বনু আদমরে সাহায্য করেন।

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪১

ত্রিকোণমিতি বলেছেন: বাংলাদেশ দোটানায় পড়েছে।
অসহায় রোহিংগাদের আশ্রয় না দেওয়াটা চরম মানবতা পরিপন্থী, আবার আশ্রয় দিতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।
মাত্র ভয়াবহ একটা বন্যার ভিতর দিয়ে গেলো এইদেশ,। এখনো ধাক্কাটা সামলে উঠেনি,। দেশের মানুষেরই যেখানে অসহায়, বাস্তুহারা ………… সেখানে শরণার্থীদের সামলানো খুব সহজ একটা ব্যাপার না। তবুও মনে প্রাণে প্রার্থনা করি আল্লাহ যেন একটা পথ দেখান।।।।।।।।।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে প্রাণে প্রার্থনা করি আল্লাহ যেন একটা পথ দেখান।।।।।।।।।।

২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
মানবতার চরম বিপর্যয়

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জেগে উঠুক বিশ্ব মানবতা!

২৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪২

স্বতু সাঁই বলেছেন: লাভ নাই।
ফাটা দুধে যতোই ঢালো দুধ সবই যাবে ফেটে,
কী লাভ অযথা খেট।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাঁইজি, নতুন হাড়ি নতুন দুধই না হয় আনুন ;)


২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: বিপন্ন মানবতা...... :(


০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিরব মানবতাবাদী গং!!!!!!!!!!!!!
নিরব বিশ্ব বিবেক! যারা পান থেকে চুন খসলে...ক্লাস্টার বোমা দেশকে দেশ ধ্বংস করে দেয়!
স্বাধীনতা সার্বভৌমত্ব ফুয়ে উড়িয়ে দেয়..
দীর্ঘ শীতনিদ্রায় তারা মায়ানমার ইস্যুতে!

হিপোক্রেট বিশ্ব নেতৃত্ব!

২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ওরা রাজনীতির শিকার, আমার কোন বলার ভাষা নাই

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আসলেই কোন ভাষা নাই কিছু বলার!

সকল সীমা ছাড়িয়ে গেছে - নিষ্ঠুরতা নির্মমতা....


২৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: হিপোক্রেট বিশ্ব নেতৃত্ব!


এ কথা একদম জলের মত পরিষ্কার।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। তারপরও তো চলছে তাদেরই দাপট!

আমজনতাকে কর্পোরেট আফিসে বুদ করে রেখেছে! ভোগ আর নিরাপদ ভোগের নামে!

নেকটাই ক্রীতদাসের জমানায় তাই তাদেরই জয় জয়কার!

৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

চুলবুল পান্ডে বলেছেন: ''তোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না ?''

[সূরা আস-সাফফাত, আয়াতঃ০২৫]

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
অথচ মজলুম আকাশের দিকে হাত তুলে ফরিয়াদ করছে- হে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে????

দেশৈ এবং বিশ্বে যারা ধ্বজা ধরে আছে তারাতো সত্য বিচ্যুত। তাইতো মজলুমের ফরিয়াদ কানে পৌছে না। নেখানে ইয়াজিদ মসনদের লোভ আর গদির লালসা!!!!!

৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: বলার ভাষা পাচ্ছি না ! সহমর্মিতা জাগ্রত হোক । প্রার্থনা করি ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্বাক স্তব্ধতায়
নিরবে চেয়ে থাকা- জলে অগ্নিজ্বালায়
নিষ্ফল আক্রোশে শুন্যতায়
মুষ্ঠিবদ্ধ হাত- -

জােগে উঠুক মানবতা। সভ্যতা।

৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

প্রামানিক বলেছেন: ওদের অত্যাচারের ভিডিও দেখলে দম বন্ধ হয়ে আসে। কি নিষ্ঠুর!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিভৎস কারকীয়তা! প্রচলিত সুশীলপনা, সভ্যতার মূখে লাথি মেরে তখন স্বাধীনতার আকাংখায় জ্বলে উঠে মন

এ স্বাধীনতা আঞ্চলিকতার নয়, মানবতা, সভ্যতার, মুক্তির!!!

৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

লৌমহর্ষক। কিছু ছবিতে দৃষ্টি দিতে পারি নি!

শান্তি পুরস্কারের এমন অধঃপতন মনে হয় আর হয় নি।
নোবেল কমিটি এবার কী করছে? এদের কিছু করার আছে কিনা তাও তো বুঝতে পারছি না।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরও বিভৎস ছিল আছে সেগুলো নিজেই এড়িয়ে গেছি....

শান্তি পরস্কারের এমন অপমানের পর নিয়ম না থাকলেও নিয়ম করে ফিরিয়ে নেয়া উচিত!
পরিষ্কার গণহথ্যার পরও তার বিবৃতি বিস্ময়কর! কোন বিবেকবান মানুষের পক্ষে তা বলা সম্ভবনয়, যা বলছে-সূচি!!

গণমানুষের আওয়াজে পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছ। বিশ্ব মানবতার জেগে োঠাই আপাতত নূন্যতম আলোর দিশা মনে হচ্ছে।

জাতিসংঘের কাছে অনলাইন আবেদন করা যায় কিনা? আইটি এক্সপার্টরা/অনলাইন উদ্যোক্তরা ভেবে দেখুন না।
ইইউ, সহ সকল বিনিয়োগ কারীদের নিরুৎসাহিত করতে বাস্তবতাকে ভোক্তা লেভেল উপস্থাপনও হতে পারে একটা কার্যকর পথ।
আমাদের রাণা প্লাজা যদি ইষ্যু হতে পারে এরকম বিভৎস নারকীয় গণহত্যাকারীদের দেশের পণ্য যাতে ভোক্তারা ব্যবহার না করে সেই সচেতনতা ক্যম্পেইন করা যেতেই পারে। নয় কি?

৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

স্বতু সাঁই বলেছেন: স্বর্গে যেত লাগে না,
নিত্য নতুন ধর্ম।
সত্য পথে সততায়
করো সহজ-সরল কর্ম!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
তা সত্য।
তাই নিত্য
সৎ, সত্য, সরলতার পরে কোন মার্গ নাই।

৩৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭

নাগরিক কবি বলেছেন: :(

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতায় আর কি লিখব
যখন রক্ত ঝড়ে নিত্য
মানবতার কান্নায় নাফে জোয়ার
যাতনারা কুড়ে কুড়ে খায় অক্ষমতায়!!!

৩৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

বিজন রয় বলেছেন: তিনি থাকেন ভদ্র পল্লীতে।
অসহায়দের জন্য না।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

সেই জন্যেই তো আক্ষেপের আহবান!

৩৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪

ওমেরা বলেছেন: দিলে দয়া আছে বলেই এখনো বেঁচে আছি। এগুলো আমাদেরই কর্মফল।
ধন্যবাদ ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।


৩৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুচিকে এদেশেও আইকোনাইজ করা হয়েছে। প্রচণ্ডভাবে। সেটি ছিল তার দুঃসময়ে। এখন তার সুসময়ে সব ভুলে গেছে। অথবা বলা যায়, ক্ষমতারোহনের পূর্বের সুচি আর পরের সুচি এক নয়। অথবা বলা যায়, মানুষ তাকে চিনতে পারে নি। কে জানে, হয়তো বার্মিজরা আগাগোড়াই একটি স্যাডিস্ট জাতি। নির্যাতনপিয়াসী মধ্যযুগের শেষ প্রতিনিধিত্ব করছে। তা না হলে এতো বছর সামরিক শাসন টিকে থাকলো কীভাবে!

সুচি ইউরোপিয়ানদের ডার্লিং... বুঝেনই ওখানেই তার বিদ্যাবুদ্ধি সংসার সব। শান্তি পুরস্কার যে শান্তির জন্য দেওয়া হয় না, সেটি তো আর বলার প্রয়োজন নেই। অতএব অন্তত তারা কিছু করবে বলে আশা করা যায় না।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বার্মিজরা আগাগোড়াই একটি স্যাডিস্ট জাতি। নির্যাতনপিয়াসী মধ্যযুগের শেষ প্রতিনিধিত্ব করছে
তাদের আচরণেই তাই প্রমাণ করছে।
মগ, বর্গী জলদস্যুতায় তাদের ইতিহাস সে স্বাক্ষ্যই দেয়...

আজকে চায়নাও ভেটো দিল জাতিসংঘের রাখাইন ইস্যু সংক্রান্ত এক বিবৃতিতে!!!!!!!

দু:খজনক!

৩৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

বিষাদ সময় বলেছেন: উটের মত বালিতে মুখ গুঁজে আমি কষ্ট লুকাই,
সুশোভিত আভরণে আমি নিরাবরণ,
এ লজ্জা রাখি কোথায়!

সাম্প্রতিক জাতিসংঘের সাধারণ পরিষদের সামান্য বিবৃতি প্রদানকে আটকে দিয়েছে চিন।

এখন শুধু বলতে হবে,
দ্বীন-দুনিয়ার মালিক খোদা
তোমার দিলকি দয়া চাই



০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

সুশোভিত আভরণে আমি নিরাবরণ,
এ লজ্জা রাখি কোথায়!

চীনের ভূমিকা ইতিহাসে কলংকিত হয়েই থাকবে, আমেরিকার সপ্তম নৌ-বহরের মতোই!

ধন্যবাদ

৪০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

উম্মে সায়মা বলেছেন: :( :(

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু মন খারাপে নয়- উচ্চকন্ঠে আওয়াজ তুলুন-

গণহত্যা বন্ধ কর!

৪১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬

হানিফঢাকা বলেছেন: শুধু প্রার্থনায় কাজ হবে না। মানুষকে তার কর্তব্য পালন করতে হবে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বি ভ্রাতা

শুধু প্রার্থনা নয়.. চাই প্রযোজ্য অবস্থান থেকে যার যা সামর্থ্য আছে তাই ঢেলে কাজ করা!


৪২| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭

ডঃ এম এ আলী বলেছেন: কোন ভুলে যে পোস্ট টি দেখা হয়নি যথা সময়ে রাগে দু:খে মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে ।
এই পোষ্ট টি যথা সময়ে দেখা হলে রোহিঙ্গা বিষয়ে আমার পোষ্ট লেখার কষ্ট অনেকাংশে কমে যেতো ।
পোষ্ট টি প্রিয়তে গেল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

৪৩| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪০

ডঃ এম এ আলী বলেছেন:
অনুমতি দিলে কৃতজ্ঞতার সহিত এ ছবিটি নিয়ে যেতে চাই আমার একটি পোষ্ট এর জন্য ।
[ihttps://i.imgur.com/zfLBiom.png]

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি। লজ্জ্বায় ফেলে দিলেন।

আনন্দের সাথে ব্যবহার করুন। সবই সংগৃহিত গুগল থেকে।

৪৪| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:
অনুমতি দিলে কৃতজ্ঞতার সহিত এ ছবিটি নিয়ে যেতে চাই আমার একটি পোষ্ট এর জন্য ।

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি। লজ্জ্বায় ফেলে দিলেন।

আনন্দের সাথে ব্যবহার করুন। সবই সংগৃহিত গুগল থেকে।

৪৫| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০১

মিরোরডডল বলেছেন: speechless!!! nothing to say but pray
Allah bless them all!

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
সত্য সঠিক প্রার্থনার জনটিরো বড় অভাব। যার ডাক শুনবেন তিনি....

তারপরও মিনতি নিয়ত-- তোমর দিলকি দয়া হয়না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.