নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাঁতার!
সেই কোন জনমে শুরু
মনে পড়ে না কিছুতেই....
এ জনমের শুরুতে যেতেই বিস্ময় ঘোর!
আলো আর শক্তির চোখ ধাধানো বিচ্ছুরণে
তীক্ষ্ণ গুঞ্জন কুন....
ছড়িয়ে পড়া মহাশুন্যে
সেই থেকে শুরু, বাতাসে সাতার
ইথারে সাতার, শুন্যে ভেসে থাকার-
টিকে থাকার, অসীম সাতারু কসরত।
অগণন লক্ষকোটি রুপান্তরের পথ বেয়ে
যখন চেতন হলো:
দেখি জেলি জলে নতুন জীবন
লেজ নিয়ে ছুটোছুটি...
কোটি কোটি প্রাণের স্পার্মাটোজোয়া জগত
যাপিত জীবনের কত আয়োজন
সেরেটলি প্রাসাদে অ্যামিনো এসিড, সাইট্রেট,
এনজাইম, ফ্রুক্টোজ
প্রাণে প্রাণের বাহার প্রাণময়তায়
কি দারুন স্বচ্ছন্দ জলজ জীবন! কায়ক্লেশহীন।
অদৃশ্য, অচেনা ইশ্বরের ইচ্ছায় কত কোটি কোটি প্রাণ
কোথায় হারিয়ে গেল কেউ জানি না!
সাতরাতে সাতরাতে তারা আর কখনোই ফিরে আসেনি ---
এমনই একদিন- যেদিন কেয়ামত শুরু হলো –
প্রচন্ড প্রলয়ের উত্তাপে, উন্মাতাল প্রচন্ড গতি
সনিক বুম, ব্রহ্মান্ড উথাল পাতাল, দিগ্বীদিক
এলোমেলো সুতীব্র টান অপ্রতিরোধ্য- -
ছিটকে পড়লাম এক অচেনা জগতে!
ভাগ্যগুনে আঁকড়ে ধরা খড়কুটো আশ্রয়ের উষ্ণ গহবরে
হারিয়ে যেতে যেতে অচেতন হলাম! আমি কি মৃত?
২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল বলেছেন।
শুভেচ্ছা
২| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: ভাগ্যগুনে আঁকড়ে ধরা খড়কুটো আশ্রয়ের উষ্ণ গহবরে
হারিয়ে যেতে যেতে অচেতন হলাম! আমি কি মৃত?
সুন্দর লিখেছেন ভাই। শুভ কামনা রইল।
২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহেদ শাহরিয়ার জয়
ভাললাগা আর শুভকামনায় কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
৩| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
আরিয়ান রিয়ান বলেছেন: সুন্দর লেখা+++
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অন্তহীন
৪| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
মেডিক্যাল কবিতা ।
সাঁতরে সাঁতরেই উষ্ণ গৃহকোন থেকে জীবনের বছরাক্রান্ত পথ ধরে যেতে হয় মানুষকে ।
সুন্দর লিখেছেন ।
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মেডিক্যাল কবিতা পড়েই হাসলাম
অনেক অনেক ধণ্যবাদ প্রিয় আহমেদ জিএস
হুম, জীবনচক্রে এভাবেই চলে জীবন অনন্ত লুপ
৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সনেট কবি
শুভেচ্ছা অনেক
৬| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৯
সুমন কর বলেছেন: মেডিক্যাল আর রসায়ন কবিতা !!
চমৎকার হয়েছে।
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মেডিক্যাল শব্দগুলো মূল ফোকাসটাকে কি আড়াল করে দিল?!!!!
চিন্তার বিষয়
অনেক ধন্যবাদ সুমন দা,
৭| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪
সুমন কর বলেছেন: না, ঠিক আছে।
২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: একটু খানি বদলে দিলাম। মেডিক্যাল টার্ম কমিয়ে অনুভবের টার্ম দিয়ে
পরিবর্তনের পর কেমন হল?
আপনার মতামত জানালে বাধিত হবো।
৮| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: ভাগ্যগুনে আঁকড়ে ধরা খড়কুটো আশ্রয়ের উষ্ণ গহবরে
হারিয়ে যেতে যেতে অচেতন হলাম! আমি কি মৃত?
কবিতার ছন্দ যাইহোক না কেন মূল জিজ্ঞাসা উপরের লাইনে ! বিশ্বাসীদের ক্ষেত্রে এক কথায় উত্তর ; যেমন কর্ম তেমন ফল !
মহাবিস্ফোরণের পর থেকে সময় ও কালের হিসাব শুরু ! তারপরে ধীরে ধীরে প্রাণের অস্তিত্ব !ক্রোমোজোম ধারার মাধ্যমে !
সবচেয়ে মজা লাগে ! বৃক্ষের বিষয়টা, নিজের ইচ্ছাতে কিছু সম্ভব না, অন্য সাহায্য ছাড়া ! পরাগধানী থেকে পরাগরেণু স্থানান্তরিত!
(গুরু, আমার কবিতা বোঝার ভুল হলে, অবশ্যই একটু ধারণা দিবেন)
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কোন মৃত্যুই কিন্তু শেষ নয়! আরেক নতুনের শুভারম্ভ! সৃষ্টির নিত্যতায় তাই চলছে!
বিশ্বাসের ব্যাপারটা আপেক্ষিক!
শিশুর বিশ্বাস কতইনা নিষ্পাপ- কিন্তু সবইকি সত্যি?
জ্ঞানের বিকাশের সাথে সাথে বিশ্বাসও বদলায়- এটাকে আবার ধর্মের বাইরে বইলেন না
আরবী শব্দে বললে- বিলগায়বী ইয়াকিন- ইলমুল ইয়াকিন, আয়নাল ইয়াকীন- হাক্কাল ইয়াকীন
চারটা স্তর মেনশন করা। এক স্তর থেকে অণ্য স্তরের বিশ্বাস কিন্তু অনেক ভিন্ন! আবার কোনটাই মিথ্যা নয়!
সে অর্থে ভুল কিছু নেই। আরেকটু জানলে হয়তো আরেকটু ভিন্নমাত্রায় অনুভব করতেন এই যা
অনেক অণেক ধণ্যবাদ প্রিয় শাহরিয়ার কবীর
৯| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৬
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লাগলো। +++
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো ভ্রাতা
+++ এ কৃতজ্ঞতা
শুভেচ্ছা অন্তহীন
১০| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: শিশুর বিশ্বাস কতইনা নিষ্পাপ- কিন্তু সবইকি সত্যি?
হুমম, অজ্ঞতার জগৎ একটা বড় ভয়ংকর জগৎ! বিশ্বাস মানুষকে শান্তি দেয় কিন্তু অন্ধবিশ্বাস আবার মানুষকে অশান্তি ফেলে! আপনার চিন্তাগুলোর বা কথাগুলো গভীর যুক্তি আছে ! একটু খেয়াল করলে বোঝা যায় সমাজের কিছু ভন্ডরা মানুষকে সঠিক পথ দেখাচ্ছে না। বরং তারা নিজেদের স্বাথে উল্টা অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দিচ্ছে ! এ থেকে মুক্তির পথ কী ! তাদের ভুলে অন্যরা পাপী হচ্ছে!
ধন্যবাদ, ভালো থাকুন ভাই !
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। পদাধিকারী মুখোশধারীরা তা ধর্মের নামেই হোক বা অন্য.. তারা স্বার্থান্ধে অন্ধ!
ফলেই অনেক পিছিয়ে পড়া!
মুক্তির পথ আপাতত: নিজে জানা পরিপূর্ণতায় ...পরবতীটা প্রকৃতিই নির্ধারণ করে দেবে
আপিনও ভালো থাকুন। শুভেচ্ছা অফুরান
১১| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার কবিতার ভাবনাগুলো সহজ সরল লাগে কিন্তু লেখায় এমনভাবে ফুটিয়ে তোলেন যেন কোন অচেনা জগতের সাথে পরিচিত হচ্ছি । চমৎকার ।
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্য হৃদয় হেসে উঠল তৃপ্তিতে
অনেক অনেক ধণ্যবাদ ও কৃতজ্ঞতা
শুভেচ্ছা ও শুভকামনা অসীম
১২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৫৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন।
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ
ভাল রাগা টুকু অনুপ্রাণ হয়ে রইল। শুভেচ্ছা অনন্ত...
১৩| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে ভাইয়া। প্লাস +++
২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল
ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা নিরন্তর
১৪| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনি মৃত নন। আপনি সৃষ্টি করার প্রক্রিয়ার আছেন।এখনো হয়তো অনুধাবন করতে পারেন নি। প্রথম প্রথম তো
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম প্রথম তো
হা হা হা
অনেক অনেক ধণ্যবাদ ভাই
১৫| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ লিটন দা
শুভেচ্ছা
১৬| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ
শুভকামনা অফুরান
১৭| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৩
কাছের-মানুষ বলেছেন: লক্ষ্য লক্ষ্য ভ্রুন থেকে বিজয়ী ভ্রুনটিই পৃথিবীর আলো দেখে বাকি গুলো হারিয়ে যায়! মানুষের জীবনই প্রতিযোগিতা করে জয়ী হওয়া দিয়ে শুরু !
আমার ভাল লেগেছে কবিতাগুলো।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেই শুরু থেকেই শুরু... এক অন্তহীন প্রতিযোগীতা
ভাললাগায় অনুপ্রাণ পেলাম
শুভেচ্ছা অন্তহীন
১৮| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতা ভালো লেগেছে। সে সাথে ভালো লেগেছে আহমেদ জী এস ভাই এবং কবি সেলিম আনোয়ারের মন্তব্য। কবিকে অনেক শুভেচ্ছা!
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
অনেক দিন পর এলেন
ভাল লাগা টুকু হৃদয়ে তোলা রইলো সযতনে। জ্বি উনাদের মন্তব্য কবিতায় বাতিঘরের মতো
শুভেচ্ছা শুভকামনা অফুরান
১৯| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২
নীলপরি বলেছেন: ভাগ্যগুনে আঁকড়ে ধরা খড়কুটো আশ্রয়ের উষ্ণ গহবরে
হারিয়ে যেতে যেতে অচেতন হলাম! আমি কি মৃত?
অসাধারণ । ++++++++
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: একজীবনের মরণেই আরেক জীবনের শুরু
অবিরমা চক্র এভাবেই চলছে নিরন্তর। নিজেদের পূর্ব জন্মের ছোট্ট ইতিকথা আঁকার সামান্য চেষ্টা
অনু থেকে পূর্ণ শিশুরুপে আরেক জীবন...
সেই জান্নাতী শৈশেবর মৃত্যুর পরই আবার নতুন ভব জীবন...
চক্র অবিরাম
ভাললাগা এবং প্লাসে অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা অন্তহীন
২০| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪
কাবিল বলেছেন: অদৃশ্য, অচেনা ইশ্বরের ইচ্ছায় কত কোটি কোটি প্রাণ
কোথায় হারিয়ে গেল কেউ জানি না! দারুন তো! এভাবে কখনো ভাবা হয়নি।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ
হুম...
সাতরাতে সাতরাতে তারা আর কখনোই ফিরে আসেনি ---
শুভেচ্ছা অসীম
২১| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
তারেক ফাহিম বলেছেন: চমৎকার কবিতা।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাত
শুভেচ্ছা জানবেন
২২| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২১
শাহরিয়ার কবীর বলেছেন: দুটি প্রতিউত্তরে আপনাকে অসংখ্য ধন্যবাদ !
আমি মনে হয়, আপনাকে একটু বেশি বিরক্ত করে ফেললাম ! কিন্তু আমার কোন কিছু জানার আগ্রহ থাকলে তা বার বার প্রশ্ন করি !!
ভালো থাকুন, ভাই ।
২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ কিযে বলেন!!!
এতে বিরক্তির কিছু নেই। সব সময় স্বাগত
প্রশ্নের জন্য অভিনন্দন। আপনার কৃষ্ণা মিটে থাকলেই স্বার্থক। নয়তো আরো বলতে পারেন..সমস্যা নেই
আপনিও ভাল থাকুন। অনেক অনেক ভাল
২৩| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
সোহানী বলেছেন: কঠিন কবিতা..............
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সোহানী
শুভেচ্ছা অগণন
২৪| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১০
সামু পাগলা০০৭ বলেছেন: গতকাল পড়েছিলাম। মোবাইলে ছিলাম এবং লগড ইন ছিলাম না, আজকে মন্তব্য করছি তাই।
অদ্ভুত সুন্দর! সখার মনের সকল জটিল বা সরল (দেখার ওপরে নির্ভর করে) ভাবনার অনন্য প্রকাশ! ঢেলে দিয়েছেন নিজের মনে চলা চিন্তা ভাবনা, অর্জিত জ্ঞানের একটি অংশ! ভীষনভাবে মুগ্ধ!!!
অনেক অনেক ভালো থাকুন।
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অপেক্ষার প্রহর ফুরোলো
দারুন মন্তব্যে মুগ্ধ। হঠাৎই এই জীবন, গর্ভ জীবন আর চলমান জীবন ৩টি জীবন যেন মুভির মতো খেলে গেল মনায়নায়
তাই এঁকে ফেললাম ভাবনার ছবি...
জন্ম-মৃত্যুতে জীবনের শুরু শেষের নিত্য খেলা বিস্ময়ে হতবক করে দেয়...নিত্যতায় চলে অবিরত...
সখির ভাললাগ কত্তবেশী অনুপ্রাণে ভরা-তাকি আর বলতে কৃতজ্ঞতা অফুরান
শুভকামনা জনম জনমের নিত্য শুভাশিষে
২৫| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: খুব ভাল লিখেছেন।
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ রবি ভাই
২৬| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: চক্র অবিরাম --- চমৎকার অনুধাবন!
ভাগ্যগুনে আঁকড়ে ধরা খড়কুটো আশ্রয়ের উষ্ণ গহবরে
হারিয়ে যেতে যেতে অচেতন হলাম! আমি কি মৃত? -- কবিতার সমাপ্তিটুকু এক কথায় অসাধারণ হয়েছে।
কবিতায় ভাল লাগা + +
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র
অনুধাবন এবং সমপানে চমৎকার অসাধারন অনুভবে কৃতজ্ঞতা।
চলতি চক্রের সমাপনী নিয়ে ভাবিত! মাতৃগর্ভে থেকে যেমন কণ্পনাও করতে পারিনি পৃথিবীর জীবন!
তেমনি এ দেহ ছেড়ে দিলে কোন সে জীভন তাও হয়তো তেমনি কল্পনাতীত!
সাধু, অলি, যোগীরা ধারনা নিয়েই সে পথে গমন করলেও আমজনতা পুরোই ব্লাইন্ড ট্রাভেল করে
খোঁজে আছি
শুভেচ্ছা অন্তহীন
২৭| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লেগেছে কবিতা ।
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
২৮| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২
অালপিন বলেছেন: ভালো লিখেছেন।
*সাতার < সাঁতার
২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হায় দিবাবসানে নজরে এলো
সফটপিনে স্মরণে আনায় আলপিনকে ধণ্যবাদ
ঠিক করে দিচ্ছি অনেক অণকে ধ্যণবাদ ও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
উদ্দেশ্য বিধেয় ঠিকঠাক করে পদ্য তৈরি করেন না কবিরা; মানুষের মনের কথা, সমাজের ভাবনা যখন কবিদের ভাষা হয়ে প্রকাশ পায়, সেটাই কবিতা, সেই কথাগুলো মানুষ মনে রাখেন আজীবন।