নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

স্মরণে মরণ নাই

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০


সকল ইয়াতিম জানে পিতা হারানোর যাতনা
আমাকে প্রশ্ন করো না কষ্টানুভুতির
ভবন চাপা পড়া মুমর্ষের কাছে-
অনুভূতি জানতে চাওয়ার বোকামোতে!

হারায় একটি দিনে, যাতনা আজীবন।
প্রতি পল প্রতি মুহুর্ত
যাপিত দিনের প্রতিটি ক্ষনে
শুন্যতা মিশে থাকে নি:শ্বাসের মতো!

শোক বদলে নেয় শক্তিতে
যোগ্য সন্তানেরা। পিতার স্বপ্ন বাস্তবায়নে
খুঁজে পায় প্রশান্তি-অযোগ্যরা বাড়ায় অপ:
পিতার আত্মা গুমরে মরে যাতনায়নে।

দিবসের স্মরণে নয়
হৃদয়ের গহনে গড় বসত;
চেতনায় একাকার পিতানুভব
সন্তানের দিকে চেয়ে জল ঝড়ে অঝোর।

অজানিতে উচ্চারে হৃদয়
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানা সাগিরা।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

চিটাগং এক্সপ্রেস বলেছেন: কবিতা ভাল হয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অফুরান :)

২| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

অর্ক বলেছেন: বড্ড প্রাসঙ্গিক কবিতা। ভীষণ ভালো লাগলো। সত্যি আপনার এই কবিতা থেকে আমাদের সবার শিক্ষা নেয়া উচিৎ, সংশোধন করা দরকার নিজেদের দোষত্রুটিগুলো। শুভেচ্ছা অবিরত। শুভকামনা রইলো।

১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ ব্রো :)

আপনার উপলদ্ধি ছুঁয়ে গেল। মন্তব্যে কবিতা যেন প্রাণ পেল :)

শুভেচ্ছা অন্তহীন

৩| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

কানিজ রিনা বলেছেন: সকল ইয়াতিম জানে পিতা হাড়ানোর বেদনা।
ছোট্টকালে পিতার হাড়িয়ে বুঝতাম আল্লাহ্
পিতাকে নিয়েছে টানি।
আমার সন্তানদের একোন বেদনা পিতা থেকেও
নেই। স্টেসনে ফুটপাতে কাটানো সন্তানের
বেদনা মনের কাছে প্রশ্ন জাগে ওদের বেদনার
সাথে আমার সন্তানের বেদনার মিল।
ওদের পিতা কারা তারা কি কোথাও আছে
নাকি ওদের পরিচয় বহন করেনা।
অনেক অনেক প্রশ্ন রেখে গেলাম চোখের
পানি ঝাপসা নিয়ে। অসংখ্য ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম

আপনার ঝাপসা চোখ হাসতে ভরে উঠুক এই দোয়া রইল

৪| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: ভালো লাগল। ভালো লাগা রইলো।

১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: নেক ধন্যবাদ সুমন দা :)

শুভচ্ছো অন্তহীন :)

৫| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: বঙ্গবন্ধু মৃত্যু বেদনাদায়ক ঘটনা। ভাবতে অবাক লাগে অথচ সত্যি। স্বাধীন বাংলাদেশে তাঁকে নির্মমভাবে হত্যা করা হলো ।

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। এবং তাঁর রক্তাক্ত দেহ সিড়িতে রেখেই আওয়ামী নেতারা শপথ গ্রহনে ব্যস্ত হয়ে পড়ল!!!!!

মীর জাফর মোশতাকরা যুগে যুগে রয়েই যায়......

৬| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল কবিতা।

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাত

শুভেচ্ছা অনন্ত

৭| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১

কাছের-মানুষ বলেছেন: চমৎকার লেখেছেন কবিতা।
ভাল লাগা রইল।

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ :)

ভাললাগা টুকু প্রেরণা হয়ে রইল

শুভেচ্ছা অফুরান

৮| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নীলপরি বলেছেন: মর্মভেদী কবিতা । ভালো লাগলো ।+++++

১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি :)

ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা জানবেন।

৯| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিবসের স্মরণে নয়
হৃদয়ের গহনে গড় বসত;
চেতনায় একাকার পিতানুভব
সন্তানের দিকে চেয়ে জল ঝড়ে অঝোর।
বেশ ভাল লাগলো ।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লিটন দা :)


শুভেচ্ছা অফুরান

১০| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: দিবসের স্মরণে নয়
হৃদয়ের গহনে গড় বসত;
চেতনায় একাকার পিতানুভব
সন্তানের দিকে চেয়ে জল ঝড়ে অঝোর।


কবিতা ভালো লাগলো +

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহিরয়ার কবির :)

প্লাসে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা

১১| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

বিদগ্ধ বলেছেন:


ভালো।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদগ্ধ :)

শুভেচ্ছা

১২| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শুভ্র বিকেল :)

শুভকামনা আপনার জন্যেও

১৩| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: দিবসের স্মরণে নয়
হৃদয়ের গহনে গড় বসত;
চেতনায় একাকার পিতানুভব
সন্তানের দিকে চেয়ে জল ঝড়ে অঝোর
- চমৎকার এ হৃদয়ানুভব!
অজানিতে উচ্চারে হৃদয়
রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানা সাগিরা।
- আমীন!
চমৎকার লিখেছেন। কবিতায় ভাল লাগা + +

২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র :)

ভাললাগা আর প্লাসে অনুপ্রানীত :)

শুভেচ্ছা অফুরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.