নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

জাগ্রত পঞ্চানুভব

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২১

পহেলানুভব:

নাই তুমি বিনে কিছু তোমার
মাধ্যম ব্যতিত নও কিছু আর
অনন্ত অসীমের মিলনের আহবান
মোহাম্মদ সাল্লেআলা’র বার্তা বহন।


দুসরানুভব:

যখন তুমি ছিলে না- কিছুই ছিলো না,
যখন তুমি এলে- সবই পেলে;
নিয়ম বিধান জীবন মৃত্যু
তৃতীয় মাত্রায় বাঁধা পড়ে গেলে।


তিসরানুভব:

মানুষ কেন আসে কেন যায়
শুরু-শেষ কোথায়? এ পথ পরিক্রমা!
আদম থেকে মোহাম্মদ -পথ পেরুতেই হবে:
মুক্তির মহা সোপানে পৌছাতে হলে।


চৌথানুভব:

সমর্পিত হও শুদ্ধতায়
ষড় রিপু যেন অংশী না হয় চেতনায়
অংশীদারিত্ব কখনো হয়না সম্ভব
না প্রিয়ায়, না স্রষ্টায়।


পঞ্চানুভব:

তোমার তুমিতেই সকলে লুকিয়ে
জ্ঞানে, ধ্যানে, অনুভবে খুঁজে নাও -
আদম, নূহ, ঈসা, মূসা ইব্রাহিম, বুদ্ধা, কৃষ্ণা
পূর্ণতার মহান সকল নাম মহামহিম।

========

[ @ সকল পাঠক, শুভানুধ্যায়ী, এবং স্বজনদের কাঠিন্যতার অনুযোগের ভারে - থিম একই রেখে
নতুন করে সহজতর করেছি।
আশা করি প্রিয় ব্লগার ভাই-বোনেরা এবার অনুভবকে খুব সহজেই ছুঁতে পারবেন । :)
বিজন রয়, শাহরিয়ার কবির, আবদুল হাক ভাই, ধ্রুবক আলো, গিয়াস ভাই সহ যারা
মন্তব্য দিয়ে কাঠিন্যতা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। :)

নইলে হয়তো এই সহজ অনুকাব্যের জনমই হতো না :)
সহজ সরল প্রকাশেই লেখকের সার্থকতা :)

পুরনো কঠিন কপিটা মন্তব্যে ব্যাকআপে রেখে দিলুম ]

মন্তব্য ৭২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪

বিজন রয় বলেছেন: এটা কি পোস্ট?

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো!!!!

ভিষম ভাবনায় ফেলে দিলেন বটে ;)

অনুভবে চেতন জাগ্রত হলে জানাবেন! অপেক্ষায় রইলাম :)

২| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১১

বিজন রয় বলেছেন: ওই দেখেন দিলেন তো প্যাঁচে ফেলে!

এত কঠিন কবিতা অনেকদিন পড়িনাই।
এটা তো সৃষ্টিকর্তাকে উপহার দিলেন।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
না ভাই প‌্যাঁচে ফেলাফেলি কি আমাদের সাজে ;)

আপ্নেও যদি কঠিন কন! তয় আর কোনে যাব!! :((

মানুষের প্রতি মানুষের আহবান :) অনুভব আর চেতন জগতের গহন থেকে ;)

অনেক অনেক ধণ্যবাদ বিজন দা, ভাল থাকুন

৩| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১২

নাগরিক কবি বলেছেন: আপনার বিশ্বাস টিকে ধাকুক চিরন্তন।

সাধারণত আমি এমন পোস্টে কিছু বলি না কিন্তু আপনি আমার পছন্দের একজন মানুষ তাই আপনার জন্য অবশ্যই শুভকামনা।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।

শুভকামনার জন্য কৃতজ্ঞতা অন্তহীন

৪| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: আদম থেকে মোহাম্মদ
পথ পরিক্রমা: নশ্বরতা থেকে অবিনশ্বরতার
চেতনে অচেতন বিভোল; সকলেই পথিক
পেরুতেই হবে: চক্রাবর্তন সমাপণে বিকল্প নেই বলে!

সুন্দর ।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভ্রাতা:)

আদমের আসা-যাওয়ার শেষ কোথায়? ভাবতে গিয়েই সন্ধান পেলাম পথপরিক্রমার :)

অনেক অনেক শুভেচ্ছা

৫| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
এতো কিছু বুঝিতে অক্ষম ! :(

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি সেকি!

না বুঝিলে যে আবার চক্রে পড়িতে হইবেক ;)
অনন্ত, অসীম...

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্যে

৬| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: না বুঝিলে যে আবার চক্রে পড়িতে হইবেক

ঈশ্বর বিশ্বাসী ! শুধু কোরআন ও হাদিস ফলো করি ! অন্য কিছু ফলো করতে গিয়ে না আবার ভুল পথে হিপনোটাইজ হয়ে মস্তিষ্ক বিবৃতি হয়ে যায়... ! এতোটুকুতে যদি মুক্তি পেলাম তো পেলাম না, পেলে আর কি করা । :(

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভীতু মরে বারবার, বীর মরে একবার ;)

অবশ্যই জ্ঞান প্রজ্ঞা এবং অনুভব যতক্ষন প‌্যারালাল লাইনে না আসবে অবশ্যই আপনার
বোধ আপনার কাছৈ সর্বোচ্চ গ্রহণযোগ্য।

৫ তলা ভবনের ছাদ থেকে যে দেখে তার কাছে তাই সর্বোচ্চ সত্য,
একই সময়ে ২০ তলা থেকে যে দেখে তার টাও সত্য- কিন্তু দুজনায় বিশ্বাসের ব্যবধানটুকু রয়েই যায়! ;)

ব্যাপার না। স্রেফ কাব্য হিসেবেই ভাবুন :)

৭| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫

ডঃ এম এ আলী বলেছেন:
এই অসাধারণ কবিতার মত
পঞ্চানুভব কোন দিন হবে কিনা জানিনা

তোমার তুমিতেই সকলে লুকিয়ে
জ্ঞানে, ধ্যানে, অনুভবে খুঁজে নাও -
আদম, নূহ, ঈসা, মূসা ইব্রাহিম, বুদ্ধা, কৃষ্ণা
পূর্ণতার মহান সকল নাম মহামহিম।


তবে সাধারণ অনুভবে নীচের মত ভাবনা আসে
ওহী নূরীয়া মোস্তফা বানকে আয়া
ছবকো দরদে দ্বিল কি দাওয়া বানকে আয়া।
ওহী হযরত আদম শফিউল্লাহ বানকে আয়া
ওহী হযরত মুছা কালিমুল্লাহ বানকে আয়া
ওহী হযরত ইব্রহীম খলিলুল্লাহ বানকে আয়া
ওহী হযরত ইছমাইল জাবিউল্লাহ বানকে আয়া
ওহী হযরত ইছা রুহুলল্লাহ বানকে আয়া
ওহী সুরুতীয়া আকাঁয়ে দোজাঁহা হযরত
মুহাম্মদ(সাল্লালাহ ওয়া সাল্লাম) বনকে আয়া
ছবকো দরদে দ্বিল কি দাওয়া বানকে আয়া।

আপনার এত সুন্দর ভাবগাম্ভির্যময় কবিতাটি প্রিয়তে গেল ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ প্রিয় ভ্রাতা :)

অবশ্যই আসবে- সে দুয়ারতো তাদেরই জন্য যারা তার অন্বেষায় রত :)

ওহী সুরুতীয়া আকাঁয়ে দোজাঁহা হযরত
মুহাম্মদ(সাল্লালাহ ওয়া সাল্লাম) বনকে আয়া --
মৌলিক ভাবার্থে একই, প্রকাশে ভিন্নতা :)

দারুন কোটেশনে পোষ্টকে সমৃদ্ধ করায় কৃতজ্ঞতা।
প্রিয়তে রেখে লেখনিকে আরো দৃঢ়মাত্রায় সুদৃঢ় করায় অন্তহীন কৃতজ্ঞতা।

শুভেচ্ছা ও শুভকামনা অন্তহীন

৮| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

ব্লগ সার্চম্যান বলেছেন: পঞ্চানুভব ঠিক আছে :)

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)
অনেক ধণ্যবাদ

শুভেচ্ছা আর শুভকামনা অন্তহীন

৯| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার কবিতায় এখনও আপনি মন্তব্য করেননি

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঘাট মেনে, জিভে কামড় দিয়ে আগে প্রায়ািশ্চত্য করে এসেছি কবি :)

অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করবেন আশা রাখতেই পারি ;)

শুভেচ্ছা

১০| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নাই তোমার-তুমি বিনে, তোমার কিছু
বাস্তুতে বস্তুমাধ্যম ছাড়া কোন অস্তিত্ব নেই
অনন্ত মহাশুণ্যতায়-শুন্য মিলনে পূর্ণতা-
বার্তা বহনকারী, সমর্পিত প্রশংসাকারী।

কবি গো, মাথার ভিতর ঘটঘট শব্দ হচ্ছে :(

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি কথা!!!

ঘটমটতো করবে অজ্ঞানদের! আপনিতো জ্ঞানী :)

প্রথম বাক্যটা অনুভব করুনতো, গভীর ভাবনায় ডুবে - মাতৃভাষায় অনুভবে এর বাইরে কিছু মেলে কি?
জানার অপেক্ষায় রইলাম :)

শুভেচ্ছা অফুরান

১১| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আজকেই মনে হয় প্রথম এলেন। স্বাগতম ও শুভেচ্ছা

১২| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বস্তু [ bastu ] বি. 1 জিনিস, পদার্থ (ঘন বস্তু); 2 সার, সার পদার্থ (তাঁর বক্তৃতায় মধ্যে বস্তু কিছু ছিল না); 3 সত্য; 4 যা ঘটে বা প্রত্যক্ষ হয় (বস্তুতন্ত্র, 'বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে': সু. রা.)। [সং. বস্ + তু]। কণা বি. পদার্থের অর্থাৎ জড় পদার্থের ক্ষুদ্র অংশ। গত বিণ. 1 বাস্তব, যথার্থ, objective (বস্তুগত বর্ণনা); 2 বৈষয়িক, material (বস্তুগত আনুকূল্য)। গত্যা ক্রি বিণ. প্রকৃতপক্ষে। জগৎ বি. জ়ড়জগৎ। ত (বর্জি.) তঃ অব্য. ক্রি-বিণ. প্রকৃতপক্ষে, বাস্তবিকপক্ষে (তিনি বস্তুত এ কাজ করতে পারেন না)। তত্ত্ব বি. বস্তু বা পদার্থসম্বন্ধীয় বিদ্যা বা শাস্ত্র। তন্ত্র বি. বস্তুতান্ত্রিকতা, বাস্তব বা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়কে প্রাধান্যদান, realism. তন্ত্রী (ন্ত্রিন্), তন্ত্রীয়, তান্ত্রিক বিণ. 1 বস্তুতন্ত্রমূলক (বস্তুতন্ত্রী দৃষ্টিভঙ্গি); 2 বস্তুতন্ত্রবাদী, বস্তুতন্ত্রে বিশ্বাসী। নিষ্ঠা বি. বাস্তববাদিতা, বস্তুতন্ত্রে বিশ্বাসী। নিষ্ঠা বি. বাস্তববাদিতা; প্রকৃত ঘটনার প্রতি বিশ্বস্ততা। নিষ্ঠ বিণ. বাস্তববাদী; সত্যনিষ্ঠ। পরি-মাণ বি. একটি বস্তুতে নিহিত পদার্থ, mass. বস্তুপমা বি. অর্থালংকারবিশেষ। বাদী (-দিন্) বিণ. জড়বাদী।

আমারে বিপদে ফেলেছেন, :((

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
মাওলারা রুমির মতো পুথি কুয়োয় ছুড়ে মারুন ;)
তৃতীয় নয়ন খুলুন- দেখুন, অনুভব করুন, স্মিত হাস্যে আমাদের শেয়ার করুন :)

বিপদের কিছু নেই প্রিয় ভ্রাতা :)

ভাবনার অতলান্তে ডুব দিন-মুক্তো মিলবেই :)

শুভেচ্ছা আবারো :)



১৩| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মাওলানা রুমির কথা মনে পড়েছে।

আমার এক কবিতা পড়ে এক হুজুর (বন্ধু) বলেছিলেন, আব্দুলহাক, তোর কবিতা মাওলান রুমির মত।
উনার কথা শুনে আমি কবিতা লেখা ছেড়ে দিয়েছিলাম ভয়ে :(

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দেখেনতো কি কো-ইনসিডেন্ট!
আমিও রুমির কথা বল্লাম, আপনিও একই সময়ে তাই বললেন :)

রুমির ছায়া পড়লেতো অন্ধ জীবন ধন্য! অন্তত কিছূটা রোশনাইতো এলো..
অন্ধকারে আর কত??????

আবার শুরু করে দিন!

১৪| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: থার্ড আই নিয়ে কদ্দিন আগে কথা হয়েছিল ক্লাসে। (আমি এখন ট্রেনিং এ আছি) কাল ছবি তুলে শেয়ার করব।

যারা স্বপ্ন দেখে তাদের থার্ড আই খুলা।

আপনার কবিতা পড়লে, সেই সাগরে ভাসতে হয় যে সাগরে জল নেই তবে দয়া আছে।

নিন্দা করে নিন্দার্হ হতে চাই না,
নিন্দকরা নিন্দা করে নিন্দরীয় হয়,
নিন্দনে নিনু হলে সত্তা নিরানন্দ হবে,
গুণনিধি হতে চেয়ে মন নিনু হলে নিন্দিত।

জয়োস্তু!

আর তলে গেলে জল গিলতে হবে :(

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বাহ!

গুণনিধি হতে চেয়ে মন নিনু হলে নিন্দিত।

গুননিধির প্রতি শ্রদ্ধা :)

হা হা হা, জলে ভাসা পদ্ম কি জলে ডোবার ভয় করে?
মাছেরা কি জল গেলার আতংকে থাকে?
মীন সাধনে উত্তর মেলে ;)
শুভেচ্ছা অফুরান

১৫| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নিন্দকরা নিন্দা করে নিন্দনীয় হয়,"

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। কোন সন্দেহ নেই :)

১৬| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলে কী হয়েছে, পরিবেশ পরিবর্তনশীল এবং মানুষের মনে লোভ আছে। সাগরে নুন এবং মুক্তা আছে। বিপাকে পড়তে চাইনা।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

নুনের লোভ টুকু সামলে নিলেই না মুক্তো ধরা দেবে:)

হুম, ঝুকিতো থাকেই! ঝুকি ছাড়া কি একটা মুহুর্ত আছে জীবনের??!! তবে আর নতুন করে ভয় কিসের ;)

ধন্যবাদ ভ্রতা

১৭| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

দ্বিতীয়ার চাঁদ বলেছেন: বেশ গুরুগম্ভীর কবিতা।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ।

স্বাগতম ব্লগে :)

শুভেচ্ছা অন্তহীন্

১৮| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা,
আপনার সুবাদে কয়েকটা কবিতা লিখেছি।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতার কথা বলে লজ্জ্বিত করবেন না।

যা হবার প্রকৃতি আপনাতেই করিয়ে নেয়- চাই শুধু উপলক্ষ্য :)

হ্যাটস অফ শুভেচ্ছা

১৯| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতাগুলো খুব ভালো লাগছে। এ ধারায় নিত্য থাকুন, এটাই চাই। শুভ কামনা প্রিয় কবি।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন শুভেচ্ছা ও ধন্যবাদ প্রিয় ভ্রাতা :)

আপনার ভাললাগাটুকু শিরোতাজ হয়ে রইল:)

দোয়া করবেন। শুভকামনা অফুরান . . .

২০| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৩

করুণাধারা বলেছেন: যেমন কবিতা তেমনি মন্তব্য।(দ্রষ্টব্য ১২ নম্বর মন্তব্য)

কবিতা নিয়ে মন্তব্য করার সাধ্য নেই। দূর থেকে শুভকামনা জানিয়ে গেলাম।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাধ্যাতীত মন্তব্য শুভেচ্ছা :)

দূর থেকেই তা গ্রহণ করলাম। হা হা হা । ভাল থাকুন।

২১| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

পলষ্টার বলেছেন: আপনার কবিতা লেখার স্টাইলটা বেশ ব্যাতিক্রম। টুকরো টুকরো ছবি আর খন্ড খন্ড কবিতা। বেশ সুন্দর!

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ পলষ্টার :)

শুভেচ্ছা অনেক অনেক :)

২২| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ধ্রুবক আলো বলেছেন: একটু বেশি কঠিন হয়ে গেলো না!!

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাই কি?
তবেতো বিপদ!

ভাবনার থিমগুলো হয়তো অচেনা, তাইকি কাঠিন্য?
১ম আর ৩য়টা মারেফ' জগতে বিচরণ ব্যাতিত বুঝতে হয়তো কষ্ট হবারই কথা!
বাকীগুলোও কি বেশী কঠিন হয়েছে??
তবে এ আমারই ব্যার্থতা! :(

মাথা পেতে নিনু এ দায়- আরও সহজতায় এই বিষয়কেই ফুটিয়ে তোলার প্রতিশ্রুতি রইল :)

২৩| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যানুভব গুলি অনুভব করার চেষ্টা করছি B-)

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভায়া যে ! :)

আমিও সহজপাচ্য করার পুন: আয়োজনে রত ;)

ধন্যবাদ ও শুভেচ্ছা অন্তহীন

২৪| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

রানার ব্লগ বলেছেন:


যখন তুমি ছিলে না- কিছুই ছিলো না,
যখন তুমি এলে- সবই পেলে;
নিয়ম বিধান জীবন মৃত্যু
তৃতীয় মাত্রায় বাঁধা পড়ে গেলে।

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

২৫| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাঠিন্যতার অনুযোগের পুরানো কপি ব্যাকআপ ;)

পহেলানুভব:

নাই তোমার-তুমি বিনে, তোমার কিছু
বাস্তুতে বস্তুমাধ্যম ছাড়া কোন অস্তিত্ব নেই
অনন্ত মহাশুণ্যতায়-শুন্য মিলনে পূর্ণতা-
বার্তা বহনকারী, সমর্পিত প্রশংসাকারী।

যখন তুমি ছিলে না- কিছুই ছিলো না,
যখন তুমি এলে- সবই পেলে;
চেতন, অনুভব, সত্য, সুন্দর, নাম, পরিচয়
অনস্তিত্ব থেকে অস্তিত্বে পৌছার মহা যাত্রায়।

আদম থেকে মোহাম্মদ
পথ পরিক্রমা: আদম থেকে মোহাম্মদ
চেতনে অচেতন বিভোল; সকলেই পথিক
পেরুতেই হবে: চক্রাবর্তন সমাপণে বিকল্প নেই বলে!

সমপর্ণের শুদ্ধতায় থেকো লা-শারিক
অহম, লোভ, ক্রোধ, হিংসা, কাম
থাকুক বোধের মহা শূন্যতার ওপারে-
প্রেমে অংশীদারীত্ব! তুমি ভালবাসবে?

তোমার তুমিতেই সকলে লুকিয়ে
জ্ঞানে, ধ্যানে, অনুভবে খুঁজে নাও -
আদম, নূহ, ঈসা, মূসা ইব্রাহিম, বুদ্ধ, কৃষ্ণা
পূর্ণতার মহান সকল নাম মহামহিম।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কঠিন কাব্য হিসেবে তোলা রইল :)

২৬| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০২

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ সখা! অসাধারণ!

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও :)

দাড়া্ও চোখ কচলে নিই!!! সঠিক দেখতেছিতো ;) হা হা হা

অনেক দিন পর নিজের বাড়ী এলে সখি! এতদিন পর মন চাইল?
(অভিমানের ইমো কুন্টা? ;) হা হা হা

অনেক অনেক ধন্যবাদ।
সহজতায় ছুঁয়ে গেছে বেশ বুঝতে পারলুম :)
অনুপ্রেররণা হয়ে রইল ভাললাগাটুকু

২৭| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৮

অভি চৌধুরী বলেছেন: হুম। ভালো লেগেছে।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

ভাল লাগা টুকু সাহস দেয় লেখায় :)

শুভেচ্ছা ও শুভকামনা অফুরান

২৮| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:

বিশ্বাসীদের মৃত্যু নেই, মৃত্যু ত শুধু রূপান্তরের একটি চর্চা।

ছোট ছোট অনুভবের মাত্রার বিভাজনের কাব্য ভাল লেগেছে ।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

মৃত্যু ত শুধু রূপান্তরের একটি চর্চা- যা পান করতে হয়!
এই পান শব্দটা অনেক অনেক বেশি ভাবায়! নাফসিন জায়েক - নফসকে পানকরতে হবে....

গভীর অভিনিবেশে ডুবে যাই-

শুভেচ্ছা অফুরান

২৯| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২

সুমন কর বলেছেন: চমৎকার এবং অর্থবহ। +।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)

অনুপ্রান মন্তব্য এবং প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা শুভকমানা অন্তহীন

৩০| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




আমি না থাকলে আমার কিছু থাকবেই বা কি করে ? আমি আছি বলেই তো আছে ষড় রিপু , আছে অনুভব । আমি আছি বলেই তো আছে জীবন-মৃত্যু , আছে মিলনাকাঙ্খা । আমি আছি বলেই তো পথ আছে আমার পৃথিবীর পথে । আমি আছি বলেই তো সৃষ্টি আছে । আর সৃষ্টি আছে বলেই তো আছে কেউ একজন .................

ভালো লেখা ।

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহেমদ জিএস,

হুম। সেই সত্যাসত্যকেই খুঁচিয়ে খোঁজা-খুঁজি খানিকটা!
গভির দোতনায় ;)

অনেক অনেক ধন্যবাদ শুভকামনা নিত্যতায়

৩১| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৮

জাহিদ অনিক বলেছেন: মানুষ কেন আসে কেন যায়
শুরু-শেষ কোথায়? এ পথ পরিক্রমা!
আদম থেকে মোহাম্মদ -পথ পেরুতেই হবে:
মুক্তির মহা সোপানে পৌছাতে হলে।
- মুক্তিটা কোথায় ? কিসে ?

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আদম থেকে যে যাত্রা শুরু মোহাম্মদী সমাপনীর পূর্নতায়ই মুক্তি!

ভাল থাকুন।


শুভকামনা নিরন্তর :)

৩২| ১৪ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:

"[ @ সকল পাঠক, শুভানুধ্যায়ী, এবং স্বজনদের কাঠিন্যতার অনুযোগের ভারে - থিম একই রেখে
নতুন করে সহজতর করেছি। ..."

-কবিতা থেকে ঘোষণাটি বেশী গুরুত্বপুর্ণ, "কাঠিন্যতা" র সমাধান দেয়া হয়েছে; আসলে, কাঠিন্যতা একটি বড় সমস্যা

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ

৩৩| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫

নীলপরি বলেছেন: এবারেও প্রতিটা অনুভবের কাব্যিক প্রকাশ ভালো লাগলো ।

তোমার তুমিতেই সকলে লুকিয়ে
জ্ঞানে, ধ্যানে, অনুভবে খুঁজে নাও -
আদম, নূহ, ঈসা, মূসা ইব্রাহিম, বুদ্ধা, কৃষ্ণা
পূর্ণতার মহান সকল নাম মহামহিম।


অসাধারণ ।
জ্ঞানীরা ফলের ( ফ্রুট অফ অ্যাকশন ) করেন না । পরিপূর্ণ ঈশ্বরে সমর্পিত হতে পারেন । তাতে মুক্তি । আর বাকিরা আশা-নিরাশার পথে চক্রাকারে ঘুরতে থাকি ।


কবিতাগুচ্ছে ++++++
শুভকামনা ।

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি

হুম পরিপূর্ণ সমর্পনেই মুক্তি। চক্রাবর্তন পূর্ণ হোক শীঘ্রম শুভকামনা রইল :)

কৃতজ্ঞতা প্লাস আর শুভকামনায় :)

৩৪| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


আগেরটাই বেশ জমছিল! এটা খোলাস নেকাব ছাড়া বেয়াদব জেনানা.....



কবিতায় শুধুই মুগ্ধতা ভিগু ভাই..... দুর্দান্ত!

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা হা
অনেক ক্ষণ প্রাণ ভরে হাসলুম :)

অসাধারন তুলনামূলক উপমায় মুগ্ধ :) খোলসে সবার উসখুশ দেখে
ইন্সট্যান্ট সরলীকরণে ঐ বেয়াদব জেনানার জনম ;) হা হা হা


হ্যাটস অফ শুভেচ্ছা ভ্রাতা :) ব্যাপক অনুপ্রাণীত :)

৩৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: পাঁচটি স্বতন্ত্র অনুভব ভাবনার আবেশে আচ্ছন্ন করে গেল।
কবিতায় ভাল লাগা + +

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে আপ্লুত প্রিয় সিনিয়র :)

কৃতজ্ঞতা অশেষ শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর

৩৬| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

জেন রসি বলেছেন: ষষ্ঠ ইন্দ্রিয়ের দেখা পাওয়ার আগেই পঞ্চানুভবে কবিতা শেষ! :P আসলে কবিতা এখান থেকেই শুরু। যদিও কবি জানেন যে আত্মঅনুসন্ধান করলে কি পাওয়া যাবে। জেনেই তিনি অনুসন্ধানে যাচ্ছেন। আর আমি পাঠক জানিনা বলেই অনুসন্ধানে আগ্রহী। যা জানি তার আর অনুসন্ধানে কি কাজ! :)

+++


১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ভ্রাত :)

হা হা হা
দারুন বলেছেন। মুগ্ধতা :)

জানিটার সীমনায় গিয়ে অসীমত্বে থমকে দাড়াই
আর তখনই অনুসন্ধান পুন:জাগ্রত হয়ে ওঠে আপনা থেকেই..
এন্ডলেস লুপ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.