নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

পারা’হীন মরিচিকা বিভ্রম

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

শপথ সন্ধ্যার ক্লান্ত ঘরে ফেরা মানুষের
এবং আয়েশরত মানুষের
সন্ধ্যা-প্রভাত ভ্রমণ পিয়াসী মানুষের,
আরো যারা হাসি খেলায় মত্ত
যারা অর্থ গৃধ্নুতায় আচ্ছন্ন

একবারও কি ভেবেছ পালনকর্তার কথা!

###

কি করে অকৃতজ্ঞ হও? জন্ম, আলো, হাওয়া, জল
পুরো জীবনই যেখানে কারো দয়ার!
যখন নি:শ্বাস বন্ধ হবে -তোমার দেহ বারযাখ হবে বিলীন
সত্যালোকে প্রকাশিত হবে তোমার আসল স্বত্তা
যা করেছো সকল কিছুর হিসেব দেখবে নিজেই-

সেদিন কোথায় লুকাবে? ভেবেছো সে লজ্জ্বার কথা!

###

মৃত্যুকে পান করতে হয়!
কি বিস্ময়কর নয়? নাফসিন, জায়েকাত আল মাউত!
রুহ অমর অব্যয় অক্ষয়! অথচ সকল কষ্ট লজ্জ্বা তারই
তোমার আচরণে। নাফসইতো তুমি,
রুহকে মৃত করে রেখেছো! আমিত্বের লাগাম ছেড়ে - -

মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা !


মন্তব্য ৭০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: গৃধ্নুতায় ....?

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম :)

গৃধ্নুতা বি. গৃধ্নু, লোভী, লোলুপ।

কোন সংশয় ;)

২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২

শাহরিয়ার কবীর বলেছেন: আজ্ঞে, না! জানার জন্য প্রশ্ন করা। লেখাটার গভীরতা অনেক... এতো কিছু বুঝিতে আমি অক্ষম। :P


ধন্যবাদ ভাই।

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনার আন্তরিকতায় আমি মোহিত ;) মাল মোহিত না কিন্তুক :P

গভীরতা অনুভব করেছেন তো -ব্যাস আর কি চাই :) কে বলে বুঝতে অক্ষম? না বুঝলে গভীরতা মাপলেন কেম্তে ;) হা হা হা

অনেক অনেক ধণ্যবাদ
শুভেচ্ছা শুভকামনা অশেষ

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




হুমমমম.........
দৈববাণীময় কবিতা !

এটুকুই সার কথা ---
"মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা !"

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহেমদ জিএস,

এক কথায় ভাসিয়ে দিলেন :)
মুগ্ধতা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় আপ্লুত

অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষলাইনটা। +++

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ রাজপুত্তুর :)

শুভেচ্ছা অফুরান

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২১

করুণাধারা বলেছেন: "মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা !"

ভাল, খুব ভাল লাগল।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

ভাল লাগাটুকু অন্রপাণ হয়ে রইল :) শুভেচ্ছা অন্তহীন

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ ভাই !

মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা !


আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়েও কেউ কেউ সবচেয়ে নিকৃষ্টর এর পরিচয় বহন করি । :(

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্মগুনে-বা দোষে । আরবীতে বললে ইবাদতে।

যে ফেরেশতা আদমেক সেজদা করেছে, তারাই আদমেক লািঞ্চত করবে কর্মকারণে

আবারও ধন্যবাদ ও অফুরান শুভেচ্ছা

৭| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: দারুন দারুন প্লাসের উপরপ্লাস

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতার উপর মুগ্ধতা :)

অনেক অনেক শুভেচ্ছা

৮| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার । বেশ ভাল লেগেছে ।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও অফুরান শুভেচ্ছা।

ভাল লাগাটুকু অনুপ্রাণ হয়ে রইল :)

ভাল থাকুন সবসময়

৯| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৮

স্বতু সাঁই বলেছেন: কানায় দেখে হাতী,
কান ধরে কয় ছাতি।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তৃতীয় নয়নে না দেখিলে বুঝিবে কি সত্য
জ্ঞানের নামে অন্ধাহমের বড়াই দেখি নিত্য :)

অনেক অনেক ধন্যবাদ সাঁই

১০| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:১১

উম্মে সায়মা বলেছেন: আমরা মানবজাতি ভীষণ অকৃতজ্ঞ :|
খুব ভালো লিখেছেন ভৃগু ভাই....

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উম্মে সায়মা :)

শুভেচ্ছা অন্তহীন ....

১১| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা ।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সোহেল ভ্রাতা :)

শুভেচ্ছা জানবেন

১২| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১৪

ধ্রুবক আলো বলেছেন: মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা !

একদম বিশুদ্ধ সত্য। ++++

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক আলো :)

গভীর অনুভবে মুগ্ধ :)

শুভেচ্ছা সতত:

১৩| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭

স্বতু সাঁই বলেছেন: প্রেমের জন্য ধরফরায়,
প্রেমিকা নাহি খুঁজে পাই।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনন্ত এ চাহাত
আদি থেকে অন্ত
আপনা মাঝেই সে সূখ খনি
নাফস টু রুহান্ত ;)

গুরু নজরুলের বাণী খুব ভাল লেগেছে-
নারী প্রেমে মানব মনে প্রেমের যে বীজ অংকুরিত হয়, (নারীত্বে তার তিয়াস কেবলই বাড়ে)
খোদা প্রেমে তা স্থিতু হয়। অসীম প্রেমের তৃপ্তিতো সসীম স্বত্ত্বা দিতে পারেনা
তাই অসীমেই পূর্নতা :)

ইশকে ইলাহীর সাগরে ডুব মারুন সাঁইজি :)

১৪| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩

স্বতু সাঁই বলেছেন: মনটা নিলো রাক্ষস চিলে,
বীর্য ফেলি খালে বিলে।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোনটা ধন কোনটা রতন
চিনলিনারে শেষ কাটালে

কাঁচ (সোনা-হীরা) রাখিলি সিন্দুকে
আর রতন ফেললি পয়মালে!

১৫| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫

নাগরিক কবি বলেছেন: আমরা আসলেই নিজেকে দেখি না কবি। কবিতা পড়ে গেলাম, তবে খালি হাতে যাইনি। কাব্যের আভা চোখে মুখে নিয়ে গেলাম।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন ধন্য করা মন্তব্যে লেখনির তৃপ্তি :)

অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা কবি।
ভাল থাকুন সবসময়।

১৬| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৪

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: খুব ভাল লেগেছে শুভেচ্ছা রইল প্রিয়।

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ফয়েজ ভাই :)

ভাল আছেন আশা করি।

শুভেচ্ছা শুভকামনা সবসময় :)

১৭| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা !

বেশ বলেছেন।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভ্রাতা :)

শুভেচ্ছা অফুরান :)

১৮| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

আখেনাটেন বলেছেন: ভালো লিখেছেন। বিশেষ করে শেষের লাইন দুটো তো ক্লাসিক।

কিছু বানান বিভ্রাট আছে মনে হয়: বিলীন<বিলিন; সত্তা<স্বত্তা; লজ্জা<লজ্বা/লজ্জ্বা

ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ আখেনাটেন :)

কৃতজ্ঞতা বিভ্রাট গুলো নজরে আনায় :)

শুভেচ্ছা অগণন

১৯| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯

বিদ্রোহী সিপাহী বলেছেন: আপন রূপ প্রকাশের এমন আকুতি সত্যিই অতুলনীয়। নফসের তাবেদারী নয় বরং প্রকৃত স্বত্তা রূহকে নিজ নফসের উপরে প্রকাশের মধ্যেই প্রকৃত মানব চরিত্রের প্রকাশ

নিরন্তর ভাল লাগা রইল ভাই.........

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী সিপাহী :)

রুপ বদলের খেলা রে সব দেখ খুেল নয়ন
জগত মহাজগত যত সৃিষ্ট যত জীবন :)

ভাল থাকুন সবসময়। শুভেচ্ছা অন্তহীন

২০| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

বিজন রয় বলেছেন: ঐশ্বরিক কবিতা।

আপনি দেখি দিন দিন ভাবের মানুষ হয়েে যাচ্ছেন।

অনেক ভাল কবিতা।

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
হ্যাটস অফ ব্রো :)

ভাব ছাড়লে থাকে শুধু ভব (দুনিয়া)
তাই আ-কার ধরেই থাকতে চেষ্টা করছি ;)

ভবতো দু’দিনের, ভব-তে আকার দিলেই ভাব :)
আহা কি প্রশান্তি! এক অন্তহীন যাত্রার পথ - হা হাহা

শুভেচ্ছা অফুরান বিজন দা :)

২১| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



সুন্দর প্রতি মন্তব্য করেছেন । এমন মন্তব্য শুধু ভাসিয়েই দেয়া যায় নিটোল বন্ধুত্বে ...............

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বন্ধুত্বের বাঁধন
স্বার্থ, মোহ, লোভ, অহম
সব জলাঞ্জলি দিয়ে
এমনি বন্ধনে বেঁধে রাখুক - এমন সুহৃদ প্রিয় বন্ধুকেতো বটেই

আদা-কাঁচকলা সম্পর্ক কেও :) হা হা হা


শুভ বন্ধুতা দিবস :)

২২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



হা....হা....হা... জব্বর । এমনটা না হল বিশ্বভ্রাতৃত্বকে যে কাঁচকলা দেখানো হয় ... :P

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আপনার আনন্দ টুকু ছুঁয়ে গেল হৃদয়ের অলিন্দ :)

শুভেচ্ছা অফুরান :)

২৩| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৮

সনেট কবি বলেছেন: অনেক মুগ্ধ হলাম।

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি :)

শুভেচ্ছা অফুরান

২৪| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি পাঠে মনে হল একাধারে নানা দর্শন, ধর্মানুভূতি, জীবনবোধ ও বিদ্রোহী আত্মার বেদনাহত দীর্ঘশ্বাস প্রতিফলিত হয়েছে । কোথাও আশাবাদে উজ্জ্বল, কোথাও আবার নৈরাশ্যবাদে বিবর্ণ, কখনও অদৃষ্টবাদে উৎকন্ঠিত আবার তার পরেই অজ্ঞেয়বাদে বিব্রত। কোথাও তপস্যাবাদে যন্ত্রণামুখর, কোথাও আবার ভক্তিবাদে গদগদ কষ্ঠ। কোনো কোনোটায় পরিহাস প্রিয়তায় লঘুপক্ষ। কবিতায় দেখা যায় এপি কিউরীয় দর্শন অনুসারে দেহবাদের পক্ষে ওকালতি , কিংবা দার্শনিক জেনোর মতানুসারে সুখ-দুঃখের নিবাসক্তি সম্বন্ধে পক্ষ পাতিত্ব? এ নিয়ে তর্ক হয়তবা করা যেতেই পারে তবে তা এখানে নয় , হয়ত আলোচনা হবে অন্য কোথাও ।

এখানে শুধু কবির গভীর জ্ঞানমার্গের প্রেক্ষাপটে বাস্তবাদী দৃষ্টিতে সামাজিক অনৈক্য, সৃষ্টির আসমতা, সুখ-দুঃখ, লাঞ্ছনা, যন্ত্রাণাক্রান্ত পৃথিবীর অনিশ্চতা ও রহস্যময়তাকে যুক্তির কষ্ঠিপাথরে যাচাই করে দেখতে চাইব কোথায় কোথায় কবি ব্যথিত, বিতৃত্ত হতাশাগ্রস্ত হয়ে নিজেকে অন্তর্মুখী করে তুলেছেন আবার কোথাও অনুভাবনা মুখ্য অন্বিষ্ট হলেও কবিতার ছোটো ছোটো কথামালার ভেতর দিয়েই ব্যথাভারাতুর হৃদয়কে উন্মোচন করেছেন সার্বজনীনতার আবহে ।

তবে কবিতাটি পাঠে দেখা যায় বিদ্রোহী সত্তারই একটি বহি:প্রকাশ যা আমাদের আবহমান কালের জাত্য ভিমান প্রসূত,। কেননা ইসলামি আদর্শে চালিত জীবন-ব্যবস্থায় ও সাংস্কৃতিক প্রতিবেশে শ্রষ্টার অস্তিত্ব, তাঁর সৃষ্টির প্রতি আস্থার বিপ্রতীপ ধারণাসমুহ এই কবিতাটির ভেতর দিয়ে পরিশীলিত রূপের প্রকাশ ঘটিয়েছে ।

কবিতার মধ্যে স্রষ্ট্রার কতকগুলি অমোঘ বিধান ও জন্মমৃত্যুর জটিল রহস্যময়তা সম্পর্কে যথেষ্ট সচেতনতা পরিলক্ষিত হয়। কবিতায় এমন একটি যন্ত্রণার সুর অহরহ ধ্বনিত ও প্রতিধ্বনিত হচ্ছে, যার ঝঙ্কার পাঠক মনে ভোগবাদের বিরুদ্ধে বিতৃষ্ণাই জাগায়।

কবি মনে হয় জীবনকে যাঁচাই করতে চেয়েছেন ভক্তির প্রশ্রবণে হৃদয়ানুভূতিকে রূপকের আড়ালে নিমজ্জিত রাখতে সচেষ্ট হয়েছেন আর মরমিয়া প্রেমিক কবি কাব্য দর্শনের অনুভূতিতে ক্ষণ-কে শাশ্বত সত্যের চিরন্তন স্বর্গপুরি রচনার মাধ্যমে প্রেমের অর্ঘ্য নিবেদেন করতে চেয়েছেন হয়তোবা রহস্যময়তার আঁধারে নিমর্জ্জিত হয়ে আছেন । কবিতার দর্শন যেন জীবনেরই দর্শন। কবিতায় দেখা বিদ্রোহী আত্মার লালিত বেদনাকে কবি হয়তো উপসম দিতে সচেষ্ট হয়েছেন।

বিভিন্ন দৃষ্টিকোন হতে এই ভাববাদী কবিতাটি পাঠে মুগ্ধ ।

অনেক অনেক শুভ কামনা রইল ।

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাব্যায়নায় যেন পারা লাগিয়ে দিলেন:)

অনুভবের, বোধের, অসাধারন বিশ্লেষনের
কাব্যকে যেন সাজিয়ে দিলেন অনন্য সাজে।
আপ-স্বরুপ দর্শনের বিস্ময়ে মুগ্ধ, আপ্লুত :)



অন্তহীন শুভকামনা আর শুভেচ্ছা

২৫| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা !

খুউব ভালো । +++++

শুভকামনা ।

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

হ্রস উ টুকু ছুঁয়ে গেল :)

শুভকামনা অন্তহীন

২৬| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার হয়েছে, তয় কথায় বেশ গভীর প্রকাশ পেয়েছে !:#P

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম :)

গভীরাতাটুকু অনুভব করেছেন তাতেই মুগ্ধ :)

শুভেচ্ছা অফুরান

২৭| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৩

সুমন কর বলেছেন: সুন্দর তবে কঠিন।

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ধন্যবাদ সুমন দা :)

শুভেচ্ছা অন্তহীন

২৮| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার এটা দেখে খুব ভালো লাগছে যে, আপনি কোরানের বাণীকে ছায়ারূপে কবিতার রূপ দিচ্ছেন। আপনার প্রতি অনিঃশেষ শ্রদ্ধা। আমরা তো আজকাল আল্লাহ, রাসূল (সঃ) বলতেই ভয় পাই- এই বুঝি আমাকে রাজাকার, পাকি, মুক্তিযুদ্ধের বিপক্ষশক্তি, ছাগু, ইত্যাদি ট্যাগ খেতে হলো। হযরত মুহম্মদ (সঃ)-এর জীবনাদর্শ আমরা তুচ্ছ জ্ঞান করি, আর গৌতম বুদ্ধ আমাদের কাছে মহত্তম ব্যক্তি। আমরা কোরানের বাণী আর ইসলামের ইতিহাস জানি না, মহাভারত, গীতার কাহিনি আমরা মুখস্থ করে ফেলি। তা না হলে আমরা কবি বা সাহিত্যিক হতে পারি না। ---- জানাশোনার কোনো সীমারেখা নেই। তবে, যিনি যে ধর্মের অনুসারী, তাঁর নিজ ধর্মটাকে সবার আগে জেনে নেয়াটা হলো জরুরি।

কিছু সুরার আলোকে কবিতা লেখার পরিকল্পনা আমার আছে। ইনশাল্লাহ, অচিরেই তা লেখা হবে বলে আশা রাখি।


তিন খণ্ডের এ কবিতা সিরিজ খুব সাবলীল ও ভাবগাম্ভীর্যময় হয়েছে। ভালো লেগেছে খুব। চালিয়ে যান এভাবেই।

শুভেচ্ছা রইল।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় ভ্রাতা ধন্যবাদ বা শুভেচ্ছা তুচ্ছ আপনার দারুন আন্তরিক মন্তব্যে :)

হ্যাটস অফ অভিবাদন ভ্রাতা :)
শ্রদ্ধাষ্পদতো আপনারা। আমাদের কেন লজ্জ্বিত করেন বড় ভাই:)

হুম। মুসলিম বা ইসলাম অনুসারী দাবীকারীদের এ্ হীনমন্যতা সুদীর্ঘ। মূলত আত্ম পরিচয়ের অভাই মূল কারণ আমার মনে হয়।
তার জণ্য যে জ্ঞান সাধন, ভজন এবং ধ্যান প্রয়োজন তার শূণ্যতায় কাঁচের চমকেই বিমোহিত।
আল্লাহ রাসূল সা: কে প্রতিনিধিত্বকারীদের অজ্ঞতা, মানবীয় দুর্বলতা এবং সময়রে সাথে সমন্বয়হীন জ্ঞানের কারণেই আজকের এ অবস্থা!

আপনার দারুন সৃষ্টির অপেক্ষায় :)

ভাল লাগা আর শুভকামানয় কৃতজ্ঞতা

শুভেচ্ছা শুভকামনা অন্তহীন

২৯| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আধ্যাতিক কাব্য! ভাল্লাগছে!
"মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা!" নিঃসন্দেহে!

০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাধু দা :)

শুভেচ্ছা অফুরান

৩০| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৭

জেন রসি বলেছেন: বেশ কিছুদিন পর ব্লগে আসলাম। এসেই দেখি মরিচিকা! :P মানুষ মাঝেমাঝে নিজেই নিজের কাছে মরিচিকা।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইেতা বলি হ্যাং ওভারের পর মাসািধককাল চলে গেসে!!

হ্যাংওভার কেটেছে আশা করি :)

হুম। পারা হীন যে!
বোধে জ্ঞানের পারা লাগালেই সব ফকফকা ;)

অনেক অনেক শুভেচ্ছা ভ্রাতা :)

৩১| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক ভাই :)

শুভেচ্ছা অফুরান

৩২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৭

ব্লগ সার্চম্যান বলেছেন: আমার কিছু বলার নাই । যা বলার আগের ৩১জনই বলেছে । আমিও তাদের মন্তব্যের সাথে একমত । :)

১২ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন শর্টকাটে পারি দিলেন ;)

শুভেচ্ছা ভ্রাতা :)

৩৩| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৯

মৌমুমু বলেছেন: মানুষ কি নির্বোধ- জ্ঞানের অহমে সারা জগত দেখে বেড়ায়
কিন্তু নিজেকেই নিজে দেখেনা !

শেষের লাইন দুটি চমৎকার!
পুরো কবিতার কথাগুলোই খুব সুন্দর।
ভালোলাগা রইল ভাইয়া।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধণ্যবাদ মৌমুমু :)

আপনাদের ভাললাগা প্রেরণা হয়ে শক্তি যোগায় :)

শুভেচ্ছা অন্তহীন। ভাল থাকুন।

৩৪| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৭

সত্যান্বেষী সুজিত বলেছেন: ভাই ! আপনার লেখাটি আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট না করে পারছি না । । আপনার পারমিশনের অপেক্ষা করাও খুব কষ্টদায়ক বানিয়ে দিয়েছেন । লেখায় মধু আছে । বিধাতা আপনাকে উত্তম প্রতিদান দিক - এই প্রার্থনা এই পাপীর ।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
আপনার আন্তরিক ভাললাগার মন্তব্য ছুঁয়ে গেল।

আনন্দের সাথে প্রকাশ করুন এবং লিংকটা দিলে আমরাও দেখে পুলকিত হতাম :)

আপনার প্রার্থনা মঞ্জুর হোক। আমরা সবাই পাপী :)

৩৫| ১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:১৩

সত্যান্বেষী সুজিত বলেছেন: Click This Link

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
দেেখ আসলাম
:)

শেয়াের এবং স্মরেণ কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.