নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

ওগো বৃষ্টি তুমি অমন করে ঝরোনা---

০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬


নেচে ওঠে মন ঝিরিঝিরি বর্ষার তিরতির কাঁপা পাতার মতন
বাতাসের সাথে দৌড়, জলের সূখ গায় মেখে
জলে ভিজে ফুটবল, কখনো জমা জলে গড়াগড়ি
ছিটানো জলের উৎসবে পায়ের কারুকাজ..

ভরা বর্ষায় ঝাপিয়ে পড়া পুকুর জলে
আধো ডুবে আধো ভেসে- জলের বুকে জলের মিলন অনুভব
বড় বড় ফোটায় ফুসকুড়ি ওঠা জলের বিছানায় বর্ষার নক্সি কাঁথা
দেখেছি সৃষ্টির আদি যাত্রায় একই মিলন ছন্দ!

জলের বুকে ভেসে জলের ঘাই ভরা বর্ষায়
কানে মধুর বৃষ্টি নিক্কন-ভেসে যাওয়া কোন অজানায়..
ডুবতে ডুবতে গভীরে শব্দ কমতে কমতে এক অদ্ভুত নিরবতা
সূখঁ ছুতে না ছুতেই দমের হাসফাস- আবার ভুস করে ভেসে ওঠা!

ভরা বর্ষার ভিজছে নগর জবুথবু সব পালায় ঘরের কোনে
আলগোছে তুমি আমি ছাদে দুজনে- দূরে বহুদূরে শুধু বৃষ্টির পর্দা
তোমার চোখে অন্য বর্ষা নামে, জল ছাপিয়ে -কামনার জলে জ্বলে প্রাণ
যে জলে অগ্নি জ্বালা - জলে জ্বলন মিলে মিশে একাকার !

তোমার অধরে মুক্তো দানা হয়ে জল, ভেজা চুলে ভেনাস
অপলক মুগ্ধতায় হৃদয়ে বজ্রপাত - কেঁপে ওঠো তুমি
শূন্যতা মুছে যায়- দুটো হৃদয় এক হয়ে গেলে
মুক্তো দানা পানে স্বর্গ সূখ বর্ষার আগে বুঝিনি।

জনম জনমে তোমাকে হারাবার স্মৃতিও এই বর্ষায়
মনে পড়ে সেই পাহাড়ী গায়- মুক্তো পানে
কী আক্রোশে বজ্র হয়ে ছিল- সমাজ, ধর্ম, সামাজিক বিধান!
তোমাকে কেড়ে নিয়ে গেল- আমাকে অচেতন জলে ফেলে!!


বর্ষা হাসায় বর্ষা কাঁদায় বর্ষা স্বপ্ন দেখায়
আবার মিলন হবে এমনি কোন এক বর্ষায়
জাগবে যখন হৃদয় জাগবে প্রাণের ভেতরে প্রাণ
স্বপ্নে বর্ষন প্লাবিত হলে- রীতি, নীতি, মেকি বোধ

এসো সখি- নূহের কিস্তি লয়ে আমি অপেক্ষায়।।

মন্তব্য ৬২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:০০

নাগরিক কবি বলেছেন: বৃদ্ধ বয়সে কি এসব কবিতা মানায় ;)

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় নাগরিক কবি!!!
নগরের ছোঁয়া আপনাকেও ছুঁয়েই গেল!!! ;)

ভুলে গেলেন- কবি, কবিতা, স্বপ্ন, প্রেম সব চির তরুন :)

শুভেচ্ছা বুড়ো নাগরিক কবিকে :)



২| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯

নাগরিক কবি বলেছেন: যেদিন থেকে জন্ম হলো সেদিন থেকেই বৃদ্ধ হলাম..
তবু অপেক্ষা একটি অহিংস পৃথিবীর

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

স্বপ্নের নিত্যতাই হলো তারুন্যের অবগাহন! তবে আর বৃদ্ধ হলেন কই! অহিংস পৃথিবীর স্বপ্ন তো আজো অপূর্ণই রয়ে গেল!

আপনার স্বপ্ন পূর্ন হোক। :)

৩| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




ইদানীং আপনার অনেক কবিতায় নূহের কিস্তির কথা যে ভাবেই হোক থাকছে । নূহের কিস্তি আজকাল আর সবাইকে বাঁচাতে পারেনা । সমাজ, ধর্ম, সামাজিক বিধান পিছন থেকে টেনে ধরে । এ জন্যেই আপনাকে কিস্তিতে ওঠায় নি কেউ ? :P :||

এবার কবিতার কিস্তিতে উঠি । কবির ইচ্ছা বৃষ্টি যেন না ঝরে । অথচ কবি সারাটা কিস্তি ভরেই বৃষ্টি ভেজা ফসল তুলেছেন ।
কবি, মুক্তো দানা পানে স্বর্গ সূখ বর্ষার আগে বোঝেননি। বুঝেছেন বর্ষা এলে । তাই কবির বলা উচিত ছিলো ---
ওগো বর্ষা তুমি ঝরোনাগো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে --
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে ........
;)


০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

নূহের কিস্তি যে চড়বে যে তারতো চাই জীবন বোধের সেই প্লাবন স্নান!
অধরা জীবন বোধের কেউ তো সেই কিস্তির যোগ্য নয়!
তাই হয়তো এখনো অপেক্ষা...;)

এ মানাতো সে মানা নয় ভ্রাত:

সকল স্মৃতি কুড়ে কুড়ে খায় বলেই আকুল মানা :P

হা হা হা অধরে মুক্তো দানা হয়ে জল লয়ে কেউ যেতে চাইলে আপনার কাব্যই আবৃত্তি করবো অনাগত কোন সময়ে :)

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বৃষ্টির মতো অঝোর....


৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

ঢাকাবাসী বলেছেন: ছবি সহ বর্ষাকে কবিতায় পেয়ে খুব ভাল লাগল। ...নূহের কিস্তি লয়ে.. সুন্দর লাইনটি।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী :)

লাইনটি ভাললাগায় কৃতজ্ঞতা।

অঝোর বর্ষার ঝরঝর শুভেচ্ছা

৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৭

জুন বলেছেন: ভালোলাগা দিলাম ভৃগু :|| এই বলছেন বৃষ্টিকে না ঝরতে আবার সারা কবিতা ভিজে চুপচুপে করে রেখেছেন #:-S
হা হা হা ... আহমেদ জী এস এর মন্তব্যের সাথে একটু মজা করে গেলাম :)
+

০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

অনেক অনেক ধন্যবাদ জুনাপু :)

হুম ঐ ভিজে ভিজে স্মৃতি যে বড়ই কাতর করে... তাইতো অমন করে মানা...
স্মৃতির জ্বালা যে সইতে পারিনা ;)

মজায় মজা পেলাম।

অঝোর শুভেচ্ছা

৬| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রথম দুটি ছবি কবিতার সাথে বেশ মানিয়েছে।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছার বর্ষন হোক সবসময়

৭| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লাগলো +++

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা

শুভেচ্ছা ঝড়ুক অবিরাম

৮| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। শিরোনাম পড়েই কিন্তু আমারও এটা মনে পড়েছে....

ওগো বর্ষা তুমি ঝরোনাগো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে --
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে


+।

০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

মন্দ নয় ভাবনাটুকু :)

অনেক অনেক ধন্যবাদ সুমন দা

শুভেচ্ছা বরিষন অগণন

৯| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অদ্ভুত সুন্দর বর্ষাগাঁথা! অনেক শুভকামনা। বহুদিন পর ব্লগে এসেছি আর এসেই আপনার লিখা খুঁজছি। পেয়ে গেলাম।ভালো থাকুন।

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক বৃস্টি ভেজা ধন্যবাদ :)

মন্তব্যে অঝোর শুভকামনা :)

১০| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৯

করুণাধারা বলেছেন: ছবি ও শব্দের অনবদ্য মিলন!! পড়তে পড়তে মনে হচ্ছে ঝমঝম বৃষ্টি পড়ছে।

ডুবতে ডুবতে গভীরে শব্দ কমতে কমতে এক অদ্ভুত নিরবতা
সূখঁ ছুতে না ছুতেই দমের হাসফাস- আবার ভুস করে ভেসে ওঠা!


ভাল লাগল পড়তে, তাই অজস্র ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।


০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন গভীর অণুভবের লাইন গুলো কোট করেছেন :)

অঝোর শ্রাবণ ধারার মতো অগণন ধন্যবাদ :
ভাললাগা টুকু অনুপ্রাণ বীজ হয়ে রয়:)

শুভেচ্ছা অন্তহীন

১১| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৭

কামরুন নাহার বীথি বলেছেন: একরাশ ভালোলাগার বৃষ্টি দিয়ে গেলাম!! :)

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক পশলা ভিজে গেলাম কৃতজ্ঞতায় :)

অনেক অনেক ধণ্যবাদ

মুষল ধারার শুভেচ্ছা :)

১২| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯

উম্মে সায়মা বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই, ভালো লাগল বৃষ্টিকাব্য। আহমেদ জী এস ভাই আর জুনাপুর মন্তব্য ভালো লাগল। কবিতা ভিজে চুপচুপু B-) শিরোনামে ভালো লাগা....

০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

সকল ভালোলাগা মাথায় তুলে রাখলাম।:)
অনেক অনেক শুভেচ্ছা ঝরঝর ঝড়ুক নিয়ত

১৩| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৭

মৌমুমু বলেছেন: বৃষ্টি আমার খুব প্রিয়!
চমৎকার শিরোনাম দিয়েছেন ভাইয়া।
কবিতা পড়ে আমার এক ফ্রেন্ড বর্ষার কথা মনে পড়ে গেল যাকে হারিয়ে ফেলেছি।:)

খুব সুন্দর লিখেছেন এবং ছবি সিলেকশনও দারুন।
ভালো থাকবেন।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ মৌমুমু

আহা আপনার হারিয়ে যাওয়া বন্ধুর কথা মনে করিয়ে দিলাম!!

শুভকামনা অঝোর বর্ষার মতো....

১৪| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২১

ধ্রুবক আলো বলেছেন: বৃষ্টি ঝরুক। তবে ঢাকায় না।

কবিতায় প্লাস+ অসাধারণ লিখেছেন।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ঢাকায় নদীর অভাব ঘুচিয়ে দেয়... ফার্ম জেনারেশন ক্ষনিকের জন্যে হলেও
জলে ডোবা পথ দেখে গায়ের ফ্লেভার পায়! মন্দ কি ;)

নগর কর্ত্তাদের বাগাড়ম্বর সার!

প্লাসে কৃতজ্ঞতা শুভকামনা অন্তহীন

১৫| ০৮ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৩

কল্লোল পথিক বলেছেন:


কবিতা সুন্দর হয়েছে।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক দিন পর!!

ভাল আছেন আশা করি :)

অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা অবিরল ধারায় ঝড়ুক.....

১৬| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৬

নতুন নকিব বলেছেন:



ভাললাগা, ভালবাসা এগুলো সবাই দেখি আগেই আপনাকে দিয়ে রেখেছে!

আমি আর কি দেব? শুন্যতায় পূর্নতাদানকারী আপনাকেও পূর্ন করুন। জ্ঞানে ধনে ঐশ্বর্যে। দূর করুন ভেতরের কান্না হাহাকার বিচ্যুতিগুলো। মমতায়। পরম যতনে।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সোবহানাল্লাহ!

বাহ! কি অসীম আন্তরিক শুভকামনা! মুগ্ধতায় আবিষ্ট!

শুভকামনা আপনার জন্যেও তেমনি। অন্তহীন অবিরল

১৭| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: নূহের কিস্তিতে চড়ে মহাপ্লাবনে চাপা পড়া মেকি সমাজ, ধর্ম ও সামাজিক বিধানকে পিষে প্রিয় সেই 'তুমি'-র দিকে এগিয়ে যান দুর্দমনীয় ভাবে.........

সেই শুভ কামনায়.........

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

সেকি আর চট্টিখানি পথ ভায়া...
জনম জনম পেরিয়ে যায় এমন!

শুভকামনায় কৃতজ্ঞতা। আপনার জন্যেও একই কামনা :)

১৮| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৩

বেচারা বলেছেন: আমি বর্ষা ভালবাসি না কারণ বর্ষা তার চোখের কাঁজল ধুঁয়ে দেয়।
ওর ওই কাজল কালোটাই তো ভালবাসায়।
চোখের কালোটাই ফাঁকা ক্যানভাসের মাঝে একটি ছোট্ট তীলক।
আমি তাই কাজল কালোর আশায়
বর্ষণ ধারায় মাতি না।

কবিতার চেয়ে ছবি বেশি ভাল লাগল।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওগো বৃষ্টি আমার চোখের তারা ছুঁয়ো না
আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না
সে যেন এসে দেখে
তার বিরহে কেমন করে কেঁদেছি..

গানটি মনে পড়ে গেল..

অকে। কবিতা ছেড়ে শুধু ছবি দেখুন মন দিয়ে :)

মন্তব্যে অনেক অনেক ধণ্যবাদ আর শুভকামনা।

১৯| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪৪

তারেক ফাহিম বলেছেন: কবিতা পাঠে শৈশবের ফুটবল মাঠে হারিয়ে গেলাম, পাঠে ভাল লাগা জানিয়ে গেলাম।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!
কোথায় হারাল সেদিন!

তখনই মন গেয়ে ওঠে
ইয়ে দৌলত ভি লেলো সোহরত ভি লেলো
ভালে ছিনলো মুজছে মেরে জাওয়ানী
মাগার মুঝকো লটাদো বচপানকা শ্রাবন
ও কাগজকি কাস্তি ও বারিষ কা পানি ....

২০| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


কঠিন বর্ষা, সময়ের চোখে দেখা, হয়তো!
কদমফুল নেই, নিভু নিভু প্রদ্বীপ হাতে আংগিনায় কিশোরী বধু নেই, ডাহুকী নেই; আছে নুহের কিস্তি?

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
লিখে ফেলুন না তেমনি মায়াময় এক বর্ষা কাব্য :)

নূহের কিস্তিতে এলার্জি না রেখে ভাবুন না- এক প্রতীক, বিপ্লবের মহাপ্লাবনের ধূয়ে মুছে যাওয়া
সকল অন্যায়, ভুল আর অপূর্ণতায় আমজনতার এক আশার স্বপ্ন!

অনেক অনেক শুভকামনা

২১| ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

শূন্যনীড় বলেছেন: দারুণ ভালো লাগলো। ++++++

০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

ভাললাগা আর প্লাসে অনুপ্রাণ পেলাম।

শুভেচ্ছা ঝড়ুক অবিরল :)

২২| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ২:২৮

শাব্দিক হিমু বলেছেন: বেশ ভালো লাগলো! প্লাস
শুভ কামনা।

০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ শাব্দিক হিমু :)

অন্তহীন শুভকামনা

২৩| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনাম, সুন্দর ছবি, সুন্দর কবিতা। য়ার এ কবিতার সুন্দর একটি চরণঃ
ছিটানো জলের উৎসবে পায়ের কারুকাজ..!
বর্ষা হাসায় বর্ষা কাঁদায় বর্ষা স্বপ্ন দেখায়
আবার মিলন হবে এমনি কোন এক বর্ষায়
- এ আশা পূরণ হোক!
কবিতায় দশম প্লাস + +

০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় সিনিয়র :)
মুগ্ধ সকল সুন্দরের অনুভবে :)

জানিনা সে কারুকাজের অভিজ্ঞতা আছে কিনা ;) তবে দারুন কায়দা করেই ছিটিয়ে দিয়ে জল-সাকসেসে
সেকি উল্লাস... আবার অন্যের কারুকাজ থেকে বাঁচার জন্যে দৌড়! বর্ষার বন্যতা বুঝি ওখানেই ছিল ;)

অনেক অনেক কৃতজ্ঞতা প্লাসে এবং অনুপ্রেরণায় সব সময় পাশে পাশে থাকায়! :)

ভ্রমনের ২য় পর্বের জন্য বারবার ঢু মারছি কিন্তু ;)

২৪| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৪

ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতা পাঠ শেষ করলাম ।ভালো লেগেছে ।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পাঠ আর ভাললাগায় :)

শুভেচ্ছা বর্ষিত হোক অঝোর ধারায়

২৫| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৫

কানিজ ফাতেমা বলেছেন: যুগ ও হয়তো নূহের কিস্তির অপেক্ষায় ........।

এই ঘনঘোর বর্ষায় ভাল থাকুন কবি ।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন বলেছেন।
সময়কে গভীর দৃষ্টিতে অনুভব করা চেতনা।:)

শুভকামনা অঝোর অগণন

২৬| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: অপূর্ব , অসাধারণ , অনবদ্য লাগলো আপনার বর্ষাস্নাত কবিতা । :)
সাথের ছবিগুলোও সুন্দর । +++++
শুভকামনা ।

১৪ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল পরি :)

ভাললাগা আর মুগ্ধতা টুকু ছুঁয়ে গেল ...
কৃতজ্ঞতা ও শুভকামনা অফুরান

২৭| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত সুন্দর একটা কবিতা আমি দেখতে পারিনি!! দেরি হয়ে গেল!!

দেরিতে হলেও কবিতা পড়তে পেরে ভালো লাগছে। অনেক সুন্দর কবিতা ছিল।

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আন্তরিক আবেগ প্রকাশে মুগ্ধ :)

বেটার লেট দেন নেভার ;)

শুভেচ্ছা অন্তহীন

২৮| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্লগটা কেমন যেন হয়ে যাচ্ছে ভাই !!

আলোচিত ব্লগটা একবার ঘুরে দেখবেন ভাই। এমন চললে অযথা ঝগড়া বাঁধবে মনে হচ্ছে। উচিৎ কথাও বলার সাহস পাচ্ছি না, ঝগড়া বাঁধার ভয়ে!!

১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো রোজকারের ঘটনা! মাঝে মাঝে শান্ত থাকে আবার মাঝৈ মাঝে ঢেউ ওঠে!

সকলের সহনশীলতা কাম্য। আর সামুর নিরপেক্ষ ভাবে নীতিমালার প্রয়োগ। সবতো এমনিতেই ঠিক হয়ে যাবার কথা।

গান্ধীজির বাক্য মানুন- কষ্ট কমে যাবে
বুরা মাত দেখো, বুরা মাত বলো, বুরা মাত শোন! ;)

ভাল থাকুন।

২৯| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পরামর্শ মনে রাখবো ভাই। কৃতজ্ঞতা জানবেন প্রতিউত্তরে। হ্যা ভাই, গান্ধীজিকেই ধরে রাখবো।

মনটা ভালো করে দিলেন ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য সবসময়।

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শাস্ত্রে বলেছে -
যেই দেশে যেই ভাও
নাও মুড়াদা পাতলা বাও ;) (বিপদে পড়লে নৌকা মাথায় দিয়ে মাথায় দেয়ার পাতলা বাইতে হয়)

৫৭'র ভয়ে দেখছেন না সত্য কেমন কুকড়ে গ্যাছে!
ভেজা সলতেয় আগুন দিতে নেই
সময়ের আগে লাফ দিতে নেই! হা হা হা

ভাল থাকুন।

৩০| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সামিয়া বলেছেন: কি অসামান্য কথা গুলো বৃষ্টির গল্পে ছন্দে বর্ননায় মুখর হয়ে আছে পুরো কবিতায়!! অসাধারন।।

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যের মুগ্ধতা হৃদয় ছুঁয়ে গেল :)

অনেক অনেক ধন্যবাদ মূখরতাকে অনুভব করায়

শুভেচ্ছা অন্তহীন

৩১| ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮

Sajol Al Sanvi বলেছেন: অনেক সুন্দর লিখেছেন

২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাত :)

শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.