নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৬

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসে পবিত্র ঈদ আল ফিতর। মন গেয়ে ওঠে আপন মনেই -

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।



তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার -শেষে এলো খুশির ঈদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ ।

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঈদের শুভেচ্ছা সবাইকে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানটির ফুল ভার্সন ।
ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা !

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

তাগিদ জেগে উঠুক প্রাণে প্রাণে :)

শুভেচ্ছা

২| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক।

শুভেচ্ছা অফুরন্ত :)

৩| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

অনেক ধন্যবাদ
ঈদ মোবারক।

৪| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ঈদ আমাদের জন্য আনন্দদায়ক এবং আশীর্বাদ হোক।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমিন।

ঈদে কবির আহবান ছড়িয়ে পড়ুক জাগ্রত চেতনায়।

শুধু গান নয় জ্ঞানে ধারন করি, প্রতিফলিত হোক কর্মে বাস্তবতায়-এই কামনা এই ঈদে :)

ঈদ মোবারক

৫| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

নাগরিক কবি বলেছেন: ঈদ মুবারক B-) আসেন কোদলালি সাইরা ফেলাই :)

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

কোলাকুলিতে স্বাগত, কোদলালী কুনঠা ভাইজান ;) হা হা হ

৬| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,
ঈদ মুবারাক। আল্লাহর রহমত অজস্রধারায় বর্ষিত হোক বিশ্ব চরাচরে। সকল প্রানী সুখে থাকুক।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব্বে স্বাত্তা সূখিতা ভবন্তু :)

আমিন।

ঈদ মোবারক ভ্রাতা :)

৭| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: এমন একটি মন মাতানো পোষ্ট প্রিয়তে না গিয়ে কি পারে :)
ঈদ মোবারক রইল

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

কৃতজ্ঞতা। পুরো গানটি সব সময় গাওযা হয়না। তাই সকলের জন্য শেয়ার করেই ঈদ আনন্দ ভাগ করে নিলাম।
মহামতি নজরুলের চরণ কমলে আপনার ভাললাগাটুকু পৌছে যাক :)

ঈদ মোবারক :)

৮| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঈদ মোবারক

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

৯| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


ঈদের শুভেচ্ছা

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

শুভেচ্ছা আপনাকেও

১০| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

রাজীব নুর বলেছেন:

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক রাজীর নূর ভ্রাতা :)

১১| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সুমন কর বলেছেন:

ঈদ মোবারক।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

ঈদ মোবারক

অনেক অনেক শুভ কামনা

১২| ২৫ শে জুন, ২০১৭ রাত ৮:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা অনেক সুন্দর গড়েছেন ভাই, পাঠে মুগ্ধতা।


কবিতা অনেক সুন্দর গড়েছেন ভাই, পাঠে মুগ্ধতা।


২৫ শে জুন, ২০১৭ রাত ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় সব্বোনাশ!!

কইলেন কি???

ইহা আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের রচিত বিখ্যাত ঈদের গান!!!
গানটির ৩ অন্তরা শুধূ গাওয়া হয়... তাই ইচ।ছা হল সবার জন্য পূর্ন গানটি শেয়ার করি ঈদের শুভেচ্ছা হিসেবে।

সমস্ত প্রশংসা নজরুল ইসলামের চরণ কমলে

আপনাকে ঈদের শুভেচ্ছা


১৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ৮:১১

শায়মা বলেছেন: ঈদ মুবারাক ভাইয়ামনি!

২৫ শে জুন, ২০১৭ রাত ৮:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

১৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মুবারাক

২৫ শে জুন, ২০১৭ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

শুভেচ্ছা অফুরন্ত :)

১৫| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:০২

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

অনেক অনেক কল্যান আর চিরন্তনী শুভকামনা

১৬| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৫৩

ধ্রুবক আলো বলেছেন: এই গানটা শুনলে ঈদের মুল আনন্দ অনুভব করা যায়। কেমন আছেন ভাই


ঈদ মোবারক।

২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

১৭| ২৬ শে জুন, ২০১৭ রাত ১:৩৩

ওমেরা বলেছেন: ইউরোপে আসার পর ঈদের যে আনন্দ টুকু পাই সেটা হল এই গানটা

https://youtu.be/Hmr_rmplHC4

অনেক ধন্যবাদ ও ঈদ মোবারক ভাইয়া ।

২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

প্রবাসে ঈদ কষ্ট কেবল প্রবাসীরাই বোঝে....

দূর থেকে অন্তরিক দোয়া- ভাল থাকুন। সূখে থাকুন।

১৮| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৯:০৩

ঢাকাবাসী বলেছেন: নজরুলের চর্চা মাঝে মাঝে টিভিতে দেখি, সাহিত্য নিয়ে আলোচনা বা অন্যকিছু শুধু ঐ দিবস গুলোতেই! আপনার মাধ্যমে খানিকক্ষনের জন্য হল, ধন্যবাদ ভাই।

২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই চর্চা কম বলেই আমাদের জাতিগত দৈন্যতাও বুঝি আজো গেল না ....

প্রতিদিন নজরুল একটা সিরিজ করার ভাবনা মাথায় আছে। হয়ে উঠছে না। দোয়া করবেন।

ঈদ মোবারক।

১৯| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৪

বিষাদ সময় বলেছেন: তুই আপনাকে আজ বিলিয়ে দে, পুরোটাই বিলাবো না কিছুটা নিজের জন্য রেখে বিলাবো? হাঃ হাঃ
ঈদ মুবারাক। ধন্যাবাদ পুরো গানটি শেয়ার করায়।

২৬ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কিছূটা রেখৈ কিছুটা বিলালেও সমাজ অনেক বদলে যেত। এখনতো আমার যা আছৈ আছে াক.. তোর অল্প দিয়ে কি করবি? ঐটুকু আমায় দিয়ে দে - টাইপ!!!! :P

ধন্যবাদ আপনাকেও।

ঈদের আন্তরিক শুভেচ্ছা :)

২০| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ২:৫৩

নীলপরি বলেছেন: ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো ।

ভালো থাকুন । :)

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)

২১| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সর্বজন প্রিয় জাতীয় কবির গান উপস্থাপন করেছেন, সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক!

জ্বি ! নজরুলের এই অনন্য সৃষ্টির সবটা অনেকেরই জানা নেই। তাই শেয়ার করা।
আপনাকেও শুভেচ্ছা

২২| ২৬ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঈদ মোবারক ভাইয়া! সালামী দেন এখন

২৬ শে জুন, ২০১৭ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈদ মোবারক :)


এই নিন সালামী :)


২৩| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:২২

বিজন রয় বলেছেন: আমার পরিসংখ্যা

পোস্ট করেছি: ৩৯৯টি
মন্তব্য করেছি: ২৪৩৭৮টি
মন্তব্য পেয়েছি: ১২৩২৪টি
ব্লগ লিখেছি: ৮ বছর ১১ মাস
অনুসরণ করছি: ১২০ জন
অনুসরণ করছে: ৪০৮ জন

৪০০তম পোস্ট দিয়ে দেন।
শুভকামনা রইল।

২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও...

নজরে আনায় কৃতজ্ঞতা। নইলে হয়তো চোখেই পড়তো না!!!
অনেক ধন্যবাদ বিজন দা :)

অগ্রিম শুভকমানায় ধন্যবাদ :)

২৪| ২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৪২

আল ইফরান বলেছেন: দেরী করে হলেও ঈদের শুভেচ্ছা। :-B :D

২৭ শে জুন, ২০১৭ সকাল ১১:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ।

ঈদের শুভেচ্ছা ৩ দিন চলে ;)

ঈদ মোবারক :)

২৫| ২৭ শে জুন, ২০১৭ রাত ৯:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: সখা! ঈদের শুভেচ্ছা জানবেন। আপনার জীবনের প্রত্যেকটি দিন ঈদের দিনের মতোই আনন্দে পূর্ণ হোক!

২৭ শে জুন, ২০১৭ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ.. সখি যে!
বেলাশেষে এই অবেলায়-
তবু যাওনি ভুলে তাতেই শোকরিয়া
বেটার লেট দেন নেভারেই স্বস্তি ;) (কিডিং সখি ষ্টাইল) :)

শুভকামনায় অন্তহীন কৃতজ্ঞতা। আর কেমন কাটল এবারের প্রবাসের নিরানন্দ! ঈদ?
সখির জীবনের প্রত্যেকটি দিনও আনন্দে পূর্ণ হোক!

শুভেচ্ছা অন্তহীন

২৬| ০৭ ই জুলাই, ২০১৭ ভোর ৪:১৪

সচেতনহ্যাপী বলেছেন: প্রবাস থেকে ঈদ-আনন্দ!! শেয়ার করা কষ্টই।। দুরত্ব(!!) ।। তাই দেরীতে হলেও এলাম।।।ঈদ মুবারক।।।

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা!!!

লেইট ঈদ মোবারক আপনাকেও

হুম প্রবাসে ঈদ যাতনা আসলেই যাতনার। এইতো জীবন!
আবার দেশে থেকে্েও এবার ঈদ গেছে সেইরকম যাতনার।
বাড়ীর সবার চিকনগুনিয়ার আক্রমনে!!!!!!!! :P

অনেক অনেক শুভেচ্ছা

২৭| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: এ গানটা আমি যতজনের কন্ঠে শুনেছি, তার মধ্যে সবচেয়ে ভাল লেগেছে সতীনাথ মুখোপাধ্যায় এর কন্ঠে। শুনুনঃ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। মূল ফ্লেভারটা যেন মিশে আছে গায়কীর পরতে পরতে :)

অনেক অনেক কৃতজ্ঞতা শেয়ারে :)

রিমিক্স এবং অর্কেষ্ট্রা ইরক্লুড করতে গিয়ে অনেকেই মূল সুর থেকে অনেকটা সরে গেছে বলেই মনে হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.