নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান পেতে শোন বাঁশীর সুর
মুগ্ধতার আবেশে বুঁদ
অথচ তার কান্না টুকু কখনো বোঝনি !
শেকড় থেকে তার বিচ্ছেদের কথাই কেঁদে কেঁদে বলে!
ঝর্ণায় সেকি মুগ্ধতা
উচ্ছাসে কলকল, অথচ
তার পতনের কষ্ট টুকু ভাবোনি কখনো-
শেকড় ছেড়ে তার দূরের পানে চলার অনিশ্চয়তার কথা!
মোহনায় গিয়েছ কখনো!
মিলনে যে মরণ !
সে যাত্রায় আমায় বুঝিয়ে ছিল বেশ করে!
মিঠা জলের নোনা হয়ে যাওয়ায় আমি কেঁদেছিলাম।
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মুগ্ধতা টুকু ছুঁয়ে গেল....
অনেক অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা
২| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪১
মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব চমৎকার । ++
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা
প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
৩| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৪৫
অপ্সরা বলেছেন: বাহ বাহ ভাইয়া!!
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: থ্যাংকু থ্যাংকু আপুনি
মুগ্ধতাটুকু আবিষ্ট করলো
আমি কি করব? আমিতো মিঠা জলের নোনা হয়ে যাওয়ায় সত্যি কেঁদেছিলাম।!!!!
অনেক অনেক শুভেচ্ছা
৪| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫৩
শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ! খুব সুন্দর লিখেছেন +++
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভাললাগা আর প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
৫| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৫৪
শূন্য-০ বলেছেন: সুন্দর কাব্য। +++++
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
৬| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:২৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মিঠা জল নোনা হয়ে যাওয়ায় আমি কেঁদেছিলাম। "
আপনি আসলে অন্যমাত্রার ভাবুক।
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
ভাবুকরাইতো ভাবনার সমুদ্রে অবগাহন করতে পারে!
অনেক অনেক ধণ্যবাদ। আশা করি ভাল আছেন?
শুভেচ্ছা অন্তহীন
৭| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর সাজিয়েগুছিয়ে মরণ কে স্মরণ করিয়ে দিলেন ভাই। মুগ্ধতা জানবেন।
শুভকামনা আপনার জন্য
০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনুভবের বহুমাত্রিকতাইতো কাব্যানন্দ
পাঠকের স্বাধীন অনুভবে উপাচার হয়ে বিরাজে
মুগ্ধতাটুকু হৃদয়ে তোলা রইল শুভেচ্ছা আপনার জন্যেও ...
৮| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৪৭
নতুন নকিব বলেছেন:
ইদানিং ভিন্ন স্টাইলে লেখা আপনার কবিতায় ভিন্ন স্বাদ লক্ষ্য করি।
অনন্য এটাও।
ভাল থাকবেন অন্তহীন।
০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নতুন নকিব
একরাশ কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
৯| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আপনাদের দোয়ায় ভালো আছি।
কষ্টর কথা হলো, ব্লগিং ছাড়তে পারি না
আপনিও নিশ্চয় ভালো আছেন?
০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল আছেন জেনে ভাল লাগল
ব্লগ ছাড়বেন কেন? ছাড়লে আপ্নেরে পামু কই
জ্বি। কৃতজ্ঞতা।
১০| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৫:৫৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভিন্ন ধরণের কবিতা মনে হচ্ছে।কথাগুলো ভালো লেগেছে,শুধু এটুকুই বলছি,কারণ কবিতা সম্পর্কে জ্ঞান কম।
০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগাটুকুই লেখার স্বার্থকতা।
নাম যাই বলি না কেন অনুভবে ছুঁয়ে গেল কিনা তাই গণ্য
শুভেচ্ছা অন্তহীন
১১| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
আপনি কিছু লিখেছেন, নাকি উপস্হিতি জানিয়ে গেলেন?
০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনি কিছূ মন্তব্য করলেন? না আপস্থিতি জানিয়ে গেলেন?
হা হা হা
আপনি যেভাবে অনুভব করেন
১২| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
সেলিম আনোয়ার বলেছেন: মিঠা জল নোনা হলো ঠিকই তবু গন্তব্যে ঠিকই পৌছলো ।
উৎস থেকে ত্রমাগত সমুদ্রের দিকে লবনাক্ততার মাত্রা বাড়তে থাকে ।
এমনকি সমুদ্রের যে লবনাক্ততা সে নদীর দান। ক্রমাগত নদীর পানি বাহিত পলি ও লবন জমে জমে সাগরের আজকের এই লবণাক্ততা । বিজ্ঞান তাই বলে ।
আপনার কবিতা সুন্দর হয়েছে । +
০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। ভাবনায় গভীরতা আছে।
গন্তব্যো পৌছার এমন সকরুন পরিণতি জেনেও আমরা গন্তব্যে পৌছতে আকুল !!!
একরাশ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আপনার জন্যে
১৩| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
সত্যের ছায়া বলেছেন: এগুলো অনুভবের বিষয়।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
করেছেন তো?
শুভেচ্ছা অফুরান
১৪| ০৪ ঠা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০২
ওমেরা বলেছেন: খুব সুন্দর কবিতা ধন্যবাদ ।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ওমেরা
শুভেচ্ছা অন্তহীন
১৫| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:১২
সুমন কর বলেছেন: সুন্দর। +।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা
অনুপ্রানীত হলাম
শুভেচ্ছা অফুরান
১৬| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৮:১৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ধ্রুবক আলো
সবসময় পাশে থেকে অনুপ্রানীত করায় কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
১৭| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ ।
এবার কিন্তু সহজ ভাবে হয়ে গেল !!
ভালো থাকুন ।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হা হা হা
আচ্ছা তবে এরপরে কঠিন করেই না হয় ধন্যবাদ হবে
আন্তরিকতায় কৃতজ্ঞতা আর অফুরন্ত শুভেচ্ছা
১৮| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৩৬
কাছের-মানুষ বলেছেন: চমৎকার হয়েছে । ছোট ছোট আকারে ভাল লিখেছেন ।
পড়ে ভাল লাগল। সুস্বাদু হয়েছে সবগুলো ।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কবিতা স্বাদাস্বদনে পরিতৃপ্ত- রাধুনির তৃপ্তিতে
সকলের ভাললাগা টুকুই লেখার প্রেরণা
শুভেচ্ছা জানবেন।
১৯| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ৯:৩৭
করুণাধারা বলেছেন: ঝর্ণায় সেকি মুগ্ধতা
উচ্ছাসে কলকল, অথচ
তার পতনের কষ্ট টুকু ভাবোনি কখনো-
আপনি দারুন কবি।++++
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: কমেন্টে আপ্লুত।
টুপি খোলা অভিবাদন।
ভাল থাকুন সবসময়। শুভেচ্ছা।
২০| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কান পেতে শুনেছি সে বাঁশির সুর
বিদ্রোহী ভৃগু'র কান্না নয় যে সুমধুর,
মুগ্ধতার আবেশে হলাম আজ বুঁদ,
বিচ্ছেদের কথা বুঝে কোন মাবুদ।
মোহনায় গিয়েছি যথা মিলনের তরে
বুঝেছি মরণের ব্যথা প্রিয়ার হস্ত ধরে,
মিঠা জল কেন নোনা বয়ে আনে
আমার প্রশ্নটি সেটা লেখকের পানে।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
শুনেছে যে সে সুর বধিছে অসুর
বেদনার মধু স্বাদ মেলে পেরিয়ে বদনার কহর
আবিষ্টতার আরোহে বোধের উর্দ্ধবাস
জ্ঞানের পূর্ণতায় বিচ্ছেদই সিলেবাস।
মিলনে মরণে যখন জাগ্রত চেতন
অবুঝ জিজ্ঞাসা তবে কেন হে রতন?
নোনাজলে সৃষ্টি বিকাশ; মিঠা জলে লালন
নোনা -মিঠা চক্রে প্রকাশ অনুভব চিরন্তন।
মিটেছে কি তিয়াস হে পাগল মন?
নয়তো খোলা - প্রশ্ন বাতায়ন।
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা
শুভেচ্ছা অফুরান
২১| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:২৯
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কান পেতে শোন বাঁশীর সুর
মুগ্ধতার আবেশে বুঁদ
অথচ তার কান্না টুকু কখনো বোঝনি !
শেকড় থেকে তার বিচ্ছেদের কথাই কেঁদে কেঁদে বলে!
শুরুতেই মুগ্ধতা। আপনার লেখাগুলো অন্যরকম ভালোলাগে।
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনাদের ভাললাগাই লিখতে অনুপ্রাণ যোগায়
অনেক অনেক শুভেচ্ছা
২২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১০:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: শুভেচ্ছা নিয়ে এথা প্রশ্ন করে যাই,
হবে না তা বৃথা, এ পাগল মন তাই।
নোনা জলে সৃষ্টি হলে, মিঠা হবে তিতা,
চক্র তাই শুক্র বলে, করবে অবিমিশ্রিতা।
মিলনে মরণ হলে, রতনে খুঁজে পাতকী,
আগুনে বরফ জ্বলে, হাওয়ায় উড়ে পাল্কি?
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনেক ধন্যবাদ।
নোনাতেই ফেনা ছিল, হুকুমে জমিন
জলেই প্রথম জীবন বলে রাব্বুল আলামিন
নোনাতে সৃষ্টি হলে মিষ্টতা অটুটই রয়
আলমে বারযাখে রয়েছে রহস্য অপরিমেয়
সে পাতকী মেলা ভার সে মরণের যাত্রীও
মরার আগে মরার ক্লাশ, বন্ধু জেনে নিও
যে জলে আগুন জলে - পেলে সে জলের সন্ধান
মিলে যাবে রহস্য অধরা কুল -কায়েনাতে বিরাজমান।।
শুভেচ্ছা
২৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: তথাস্তু!
০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান
২৪| ০৫ ই জুন, ২০১৭ রাত ১:২৭
কল্লোল পথিক বলেছেন:
বেশ হয়েছে।
০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ পথিক ভাই
শুভকামনা ও শুভেচ্ছা অন্তহীন
২৫| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:১০
কানিজ ফাতেমা বলেছেন: মিঠা জল আর নোনা জলের কাব্যে একরাশ মুগ্ধতা ।
ভাল থাকুন সর্বদা ।
০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতাটুকু ছুঁয়ে থাকল..
অনেক অনেক ধন্যবাদ। শুভকমানা নিরন্তর
২৬| ০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:১০
নীলপরি বলেছেন: অসাধারণ ।
মিঠা জলের নোনা হয়ে যাওয়ায় আমি কেঁদেছিলাম।
আপ্লুত হলাম ।
০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।
শুভকামনা সবসময়।
২৭| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫২
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। +++
ভালোলাগা রইল।
০৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মৌমুমু
প্লাস আর ভাললাগায় কৃতজ্ঞতা
শুভেচ্ছা আর শুভকামনা অফুরান- - -
২৮| ০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যে ব্যতিক্রমি স্বাদ পেলাম।
০৫ ই জুন, ২০১৭ রাত ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: লিখতে ভাল লাগে- ভবাতে ভাল লাগে - এমন চমৎকার প্রকাশ পেলে
অনেক অনেক ধন্যবাদ লিটন ভায়া
শুভেচ্ছা অন্তহীন
২৯| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫০
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
ট্রিলোজী । এবং চমৎকার ।
নাড়ি কাটা হয়ে গেলেও নাড়ির টানটা কোথাও না কোথাও থেকে যায় । এ হলো শেকড়ের টান । এ টানের যে কতো রূপ !
আর সেই শেকড়টাই উপরে গেলে গাছের আর কি থাকে ?
তখোন বাঁশী কেঁদে মরে ।
পাহাড়ের মায়ার শেকড় কেটে ঝর্না তখন আছড়ে পরে নিঠুর শক্ত মাটিতে ।
আর ?
আর .... লোনা কয়েক ফোঁটা জল, মিষ্টি জলে মিশে গিয়ে ফের আর এক লোনার সঙ্গমে শেষ হয় । সে ও যায় লোনা শেকড়ের টানে।
এরই নাম জীবন, কূহকিনী জীবন ।
০৫ ই জুন, ২০১৭ রাত ১০:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহমেদ জিএস ভ্রাতা,
অপেক্ষায় থাকি আপনার দারুন গভীর বিশ্লেষনী মন্তব্যের জন্য
হুম। শেকড়, মায়া আর পিছুটান এইতো কুহক!
কেটে গেলে কাটাতে পরলে জীবন তখন ভিন্নমাত্রার!
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
৩০| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৫২
গেম চেঞ্জার বলেছেন: মনে ছন্দ তোলা আজকের সেরা কবিতা!! লা- জওয়াব বিদ্রোহী ভ্রাতা!! আসলেই রিয়েলাইয করতে পারি না আমরা বেশিরভাগ সময়ই!
০৭ ই জুন, ২০১৭ রাত ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আপ্লুত মন্তব্য ছুয়ে গেল
অমন অমাবশ্যার চাঁদ হলে কি চলে ভায়া!!!
খূব ব্যস্ত বুঝি!!!
ভাল থাকুন অনেক অনেক শুভেচ্ছা
৩১| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:০৮
গেম চেঞ্জার বলেছেন: ব্লগিং করে যে টেকাটুকা পাই তাতে সংসার চলে না কি-না!
০৭ ই জুন, ২০১৭ রাত ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আমরার বিনি পয়সার ব্লগিংয়ে তো না খাইয়্যাই পইড়া আছি!!! মাঝে মইধ্যে তেরান তুরান লইয়া আইসেন
মাঝে মইধ্যে চাঁনমূখখানা দেখাইয়েন। তাতেই বাকী কয়দিন না হয় স্মৃতির জাবর কাইট্যা পার করুম
হা হাহা
ভাল থাকুন ভ্রাতা
সবসময় শুভকামনা
৩২| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:২২
গেম চেঞ্জার বলেছেন: আপনারে নিয়া বড়ই টেনশনে পড়লাম! গুলশানে সামু অফিসে গিয়া আপনি কি একবারও নিজের ভাগ নেন নি?
আরে ভাই, তাইলে সব টেকা মাইর যাবে, পারলে এখুনি যান নিজের ভাগ নিয়া আসেন!!
বুঝছি, সব ব্লগার-রে সজাগ করে দিতে হইবেক! আমি কালই একখান টাটকা পোস্ট দিমুনে!!
০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতা কিতা কইলেন!!!
জলদি কন!! টাটকা না হইলে পরে গিয়াতো কিস্সু মিলবেক নাই
গুলশানাপা ইনবক্সে থাইক্যাও ইমুন ডজ দিতে পারল
নকীব যদি ঘুমায়- আমব্লগাররা জাগবে কেম্তে
হা হা হা
৩৩| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
সত্যিই চমৎকার অনুভবনীয় কাব্য! প্রতিটি স্তবকেই ভাল লাগা!
২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ভ্রাতা
ভাললাগাটুকু অনুপ্রাণ হয়ে রইল হৃদয়ে
শুভেচ্ছা অফুরন্ত
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০১৭ বিকাল ৪:৩৭
অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: কান পেতে শোন বাঁশীর সুর
মুগ্ধতার আবেশে বুঁদ
অথচ তার কান্না টুকু কখনো বোঝনি !
শেকড় থেকে তার বিচ্ছেদের কথাই কেঁদে কেঁদে বলে!
ঝর্ণায় সেকি মুগ্ধতা
উচ্ছাসে কলকল, অথচ
তার পতনের কষ্ট টুকু ভাবোনি কখনো-
শেকড় ছেড়ে তার দূরের পানে চলার অনিশ্চয়তার কথা!
মোহনায় গিয়েছ কখনো!
মিলনে যে মরণ !
সে যাত্রায় আমায় বুঝিয়ে ছিল বেশ করে!
মিঠা জলের নোনা হয়ে যাওয়ায় আমি কেঁদেছিলাম।
অপূর্ব কবিতা
অন্তর্নিহিত বাণী বড়ই বিধুর
আমরা উপরটাই দেখি
অথচ ভিতরটা একবারো দেখি না ভাবি না।
+++++++++++++++++