নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

পঞ্চানুভব

৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৫৬

পহেলা.
আমাকে শুন্য কর হে মহামহিম
এত শুন্য এত শুন্য
তোমাতেই শুধু হয় পূর্ন
সে হৃদয়- অসীম।।

দুসরা.
দুই দু গুনে চার
জীবনটা এমন সহজ নয়-
অংক তত্ত্বে মেলেনা জীবনের সরল অংক।
শুন্য ফলে শুণ্যতাই বাড়ে কেবল!

তিসরা.
প্রাপ্তি-অপ্রাপ্তির সমীকরনে
সম্ভব অসম্ভবে ভাবনায়-
সখি, সূখি: তৃতীয় মাত্রায়- কেন জ্বলন?
অত:পর প্রশান্তি! দর্শনের কোলে !

চতুর্থী.
পূর্নতা-শূন্যতা এক
অবিরত চক্র! একে অন্যের
পরিপূরকতায় আবিষ্টতায় মোহাচ্ছন্ন---
পরমে নি:শেষ! পালাবদলেই সৃষ্টির প্রাণ।


পঞ্চমি.
ইশ্বরীয় প্রশান্তি তোমার
আহবানে অগণন- কতজন কতনাম
হেরার ধ্যানে কান পেতে রই,
জনম জনম: তুমি ডাকবে বলে, লয়ে সে প্রিয় নাম।


ছবি কৃতজ্ঞতা: গুগল ইমেজ

মন্তব্য ৫৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রাপ্তি-অপ্রাপ্তির সমীকরনে
সম্ভব অসম্ভবে ভাবনায়-
সখি, সূখি: তৃতীয় মাত্রায়- কেন জ্বলন?
অত:পর প্রশান্তি! দর্শনের কোলে !


হা,হা,হা, একটা ছবি না বলা অনেক কথা ব্যক্ত করে !! B-)

খুব সুন্দর লিখেছেন +

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার দারুন নৈবদ্য মাত্র দেখে এলাম শুভকামনা সহ!

হুম । না বলা অনেক কথার মাত্রাতেইেতা শিল্পের রকমফের :)

অনেক ধন্যবাদ কবি

শুভেচ্ছা

২| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ হয়েছে ভাই পঞ্চমী পর্যন্ত।

ছবি গুলো মিলে গেছে কাব্যের সাথে।
শুভকামনা জানবেন।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

:)

শুভকামনা আপনার জন্যেও অনেক অনেক।

৩| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:০৯

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো পঞ্চমি পর্যন্ত। +++++

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শূন্যনীড় :)

প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান

৪| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১২

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন ভাই । অনেক ভাল লাগল।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অণেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভ্রাতা :)

ভাল লাগা অনুপ্রাণ হয়ে রইল।

শুভেচ্ছা অফুরান

৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৪

নাগরিক কবি বলেছেন: আরে ব্বা.... এমেজিং, ... +

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ কবি- আপনার মুগ্ধতায় :)


অনেক অণেক ধন্যবাদ

শুভেচ্ছা অফুরান

৬| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: তৃতীয় মাত্রা আপনার মতই লাগে দেখি হাহাহাহাহ

অনেক সুন্দর কবিতা

৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

খারাপ বলেন নাই ;)

কাব্যে কবির থাকাইতো বাস্তবিক নয় ;)

অনেক অনেক ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা

৭| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১২:৫৯

বিজন রয় বলেছেন: আপনি অনেক ভাল বলতে পারেন কবিতার মাধ্যমে।

অনেক ভাল।

৩১ শে মে, ২০১৭ দুপুর ১:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা বিজন দা :)

হ্যাটস অফ শুভেচ্ছা :)

৮| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:১৬

বিজন রয় বলেছেন: আপনাকে কি কোন দিন বলেছিলাম, আপনি কবিতায় থাকুন? সম্ভবত বলেছিলাম।
আমার ঠিক মনে পড়ছে না।

তবে আমি যে সঠিক বলেছিলাম সেটার প্রমাণ পাচ্ছি।
আপনার দারুনসব কবিতা সেটারই কথা বলছে।

আপনাকেও টুপি খোলা সন্মান।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বলেছিলেন যতটুকু মনে পড়ে :)

জহুরী জহর চিনে ;)

আপনার প্রত্যায়ন বাঁধাই করে রাখলাম হৃদয়ের ফ্রেমে :)

অন্তহীন শুভেচ্ছা আর অবশ্যই টুপি খোলা সন্মান। ;)

৯| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:২০

কানিজ রিনা বলেছেন: পন্চআত্বা পঁচিশ ছেফাত একের ভিতর হে
মহাম্মাদ প্রোপ্রান।
চুড়ান্ত চালাক তুমি আছ মিশিয়া পরমে পরমও জানিয়া। সুফি দর্শন।
আপনার লেখার দর্শন বিশ্বয় জাগে ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কানিজ রিনা! :)

আপনার বিস্ময়টুকু অনুভব করলাম :)

পুন:ন ধন্যবাদ ও শুভেচ্ছা অফুরান

১০| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৪১

আখেনাটেন বলেছেন: চমৎকার

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ

১১| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:৫২

নতুন নকিব বলেছেন:



''হেরার ধ্যানে কান পেতে রই,
জনম জনম: তুমি ডাকবে বলে, লয়ে সে প্রিয় নাম।''

-অপূর্ব!

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

ভাললাগা টুকু অণুপ্রাণ হয়ে রইল :)

শুভেচ্ছা

১২| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:২৪

বেনামি মানুষ বলেছেন:
পঞ্চমি.
ইশ্বরীয় প্রশান্তি তোমার
আহবানে অগণন- কতজন কতনাম
হেরার ধ্যানে কান পেতে রই,
জনম জনম: তুমি ডাকবে বলে, লয়ে সে প্রিয় নাম



দারুন!!!!

৩১ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম।

অনেক অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অন্তহীন

১৩| ৩১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সামু পাগলা০০৭ বলেছেন: এই জ্বলুনির তীব্রতা কত
যার যায় শুধু সেই জানে
প্রশান্তি দর্শনে? হাহা!
সে তো কেবল মিছে স্বান্তনা
সকল মহাঔষধ, জ্ঞান, ধ্যান, চেতনা
নিষ্ফল এ প্রণয় দহনে! ;) :D

হাহা, মজা করলাম। সিরিয়াসলি বলি। অসাধারণ হয়েছে আপনার পঞ্চানুভব! অসাধারণ!
আমার মনে হয় কি আপনি যখন কোন আবেগ তীব্রভাবে অনুভব করেন, সেই মুহূর্তে কবিতা লেখেন। এজন্যেই পাঠকের মন ছুঁয়ে যায়। আর ছবিগুলোও সাংঘাতিকভাবে মানানসই। গ্রেইট পোষ্ট!

আমার সকল শুভকামনা রইল!

০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে কইলজা স্ক্যান করে দেখে বল্লেন মনে হল ;)
কথা সত্য - যার যায় শুধু সেই জানে..

অসাধারন মজায় মজা পেলাম। :)

হা হা হা , আপনার মনে হওয়া যথাযথ। :) গুগলে মনে হয় ”নাই”- এমন কোন ছবি নাই ;)

মন্তব্যে অণুপ্রাণিত হলাম। :) শুভকামনায় কৃতজ্ঞতা
এবং ফিরতি শুভকামনা অন্তহীন।

১৪| ৩১ শে মে, ২০১৭ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: ভালো লাগল। +।

৩১ শে মে, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন দা :)


শুভেচ্ছা

১৫| ৩১ শে মে, ২০১৭ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,




আজকাল শূণ্যতা নিয়ে বেশ লিখছেন । ;)
এই শূণ্য নিশ্চয়ই অংকশাস্ত্রের "০" নয় । হলে বলতুম, শূণ্য হলো + ১ ও -১ এর মাঝামাঝি একটি মান । আর অংকের বাইরে হলে এই শূণ্য মানে গূঢ়ার্থ প্রকাশক বা কোনও অর্থসূচক যা নির্দেশ করে সম্পূর্ণ বিফলতা, কিছুর অনুপস্থিতি কিম্বা নিছক ফাঁকা কিছু ।
আর দর্শন শাস্ত্রের হলে বলতে হয়, বৌদ্ধ ধর্মে শূণ্যতা হলো পরম কিছু যা ঘটনা কিম্বা বস্তুর আসল সত্যটি ।
"পঞ্চানুভব" এ আপনি যে পাঁচটি শুন্যতার কথা বলেছেন তা দর্শনের দিকেই ঝুঁকেছে বেশিটা । তাই বলেছেন - অত:পর প্রশান্তি! দর্শনের কোলে ! অবশ্য অংকের দিকটা নিয়েও অনুভবের কথা লিখেছেন । আবার "জনম জনম: তুমি ডাকবে বলে, লয়ে সে প্রিয় নাম" এমন কথাও বলেছেন । ফলে আসলে কোন শূণ্যতা নিয়ে আপনি ফাঁপরে পড়েছেন , বুঝতে পারছিনে । :|| !:#P
তবে বোঝার চেষ্টা করতে কষ্ট হয়েছে খুব, এতো জটিল । তাই বুঝে উঠতে পারলুম কিনা, সন্দেহ রয়েই গেলো ...............।


৩১ শে মে, ২০১৭ রাত ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বস্তু নিয়ে ভাবনার শেষ যে শুন্যে সে শুন্যতা পরমের শুন্যতারই ইকো মাত্র ।

মহামতি বুদ্ধের পরম শুন্যতা, ফানাফিল্লাহ মোকামের শুন্যতা সেই পরেমর যাত্রাপথের শুভারম্ভ মাত্র।

চিন্তাশীল আত্মা মাত্রই পেরেশান থাকে তার মূলে ফেরার। যদিও বস্তুজগতেই বিরাজ করতে হয় সৃষ্টি বিধানে কিন্তু তার চেতনায় অর্হনিশি বিরাজ করে সে আকাংখা!
সেই শুণ্যতাই স্থান-কাল-পাত্র ভেদে আশিকের মনে একই রুপে ধরা দেয়। প্রেয়সির কষ্ট, গাণিতীক শুন্যতা, বাহ্যিক কষ্ট সব রুপ বদলে সেই পরম শুন্যে একীভুত হয়। সব হারায় সেই মৌলিক শুন্যতার ভেতর।

নজরুল বলেছিলেন- নারী প্রেমের মাধ্যমে মানব মনে প্রেমের যে বীজ রোপিত হয়- খোদা প্রেমে তা পূর্নতা পায় ।
প্রাপ্তির পরও তাই শুন্যতার স্থান রয়েই যায়! সব পেযেও কিছু না পাবার বিরহই ধাবিত করে কষ্টকর চিরকষ্টহীন সেই পরম লাভের আকাংখায়।
বস্তুবাদী মাত্রই যা অপ্রয়োজনীয় অপাংক্তেয় মনে করে। কিন্তু ভাববাদীর কাছে সেই অধরাকে ধরার এই মোক্ষম পথ।

আমিই সব- আমি কিছু নই - +১ -১ এর মধ্যবর্তী শুন্য সে হিসেবে বলতেই পারেন ;)

আসলে কোন ফঁপড়েই নেই- পরম শুন্যের সন্ধানে আছি- এই যা।

আশা করি সন্দেহ দূর হয়েছে :)

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

১৬| ৩১ শে মে, ২০১৭ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ইশ্বরীয় প্রশান্তি তোমার
আহবানে অগণন- কতজন কতনাম
হেরার ধ্যানে কান পেতে রই,
জনম জনম: তুমি ডাকবে বলে, লয়ে সে প্রিয় নাম।

সুন্দর ।+

৩১ শে মে, ২০১৭ রাত ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা :)

অনুপ্রানীত :)

শুভেচ্ছা অফুরান

১৭| ৩১ শে মে, ২০১৭ রাত ১০:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পদ্য মুগ্ধতায় আমি বাক রুদ্ধ।

৩১ শে মে, ২০১৭ রাত ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্রবাদ।

আপনার মুগ্ধতা বাকরুদ্ধতা হৃদয় ছুঁয়ে গেল :)

অনেক অনেক শুভেচ্ছা

১৮| ৩১ শে মে, ২০১৭ রাত ১১:৫৩

ধ্রুবক আলো বলেছেন: মুগ্ধতা
খুব সুন্দর লিখেছেন +++

০১ লা জুন, ২০১৭ সকাল ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

প্লাসে কৃতজ্ঞতা

১৯| ০১ লা জুন, ২০১৭ রাত ১:০৫

কাছের-মানুষ বলেছেন: অসাধারণ সবগুলো । ১ম থেকে ৫ম পর্যন্ত প্রত্যেকটা ভাল লাগল ।

পোষ্টে প্লাস ++

০১ লা জুন, ২০১৭ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার সব ভাল লাগা মন্তব্য আমারও অনেক ভাললাগা :)

শুভেচ্ছা অফুরান

২০| ০১ লা জুন, ২০১৭ রাত ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:




পঞ্চমি.
ইশ্বরীয় প্রশান্তি তোমার
আহবানে অগণন- কতজন কতনাম
হেরার ধ্যানে কান পেতে রই,
জনম জনম: তুমি ডাকবে বলে, লয়ে সে প্রিয় নাম।
--- এই স্তবক একটু বেশিই ভাল লাগল!

০১ লা জুন, ২০১৭ সকাল ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমাপণীতে পূর্ন নিবেদন। বেশি ভাললাগাটুকু বেশী কর েহৃদয় ছুঁয়ে গেল :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

২১| ০১ লা জুন, ২০১৭ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: তিসরার ফটোগ্রাফটা মারাত্মক হইছে, নিজের জীবনেরই ফটোগ্রাফ নয় তো ;)

০১ লা জুন, ২০১৭ সকাল ১০:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সকলেই পেরিয়ে আসি এই সময়- - -
কেউ একবার কেউ বারবার ;) :P

সাদা মনের সাদা কথা হিসেবেই নেবেন :)

শুভেচ্ছা অন্তহীন

২২| ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:৪৮

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ।

০১ লা জুন, ২০১৭ সকাল ১০:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

ভাল থাকুন সবসময়।

২৩| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগা ছড়ানো ছেটানো :)

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগা গুলো কুড়িয়ে নিলুম ;)

অনেক ধণ্যবাদ ও শুভেচ্ছা

২৪| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১২:৪০

কানিজ রিনা বলেছেন: অনন্ত অসীম প্রেমময় তুমি, আবার তুমি
বিচার দিনের স্বামী।
বিশ্বজগত ময় খুজিয়া পাই তোমাতে ফুলে
আর ফলে সৃষ্টি জগতে যা মনুষ্য কম্য নয়।
পন্চয় আত্ব্যা
প্রধান চার ফেরেস্তা শক্তি তুমি হে পরম শক্তি
পন্চশক্তি যে শক্তি অবিন্যাসী।
প্রধান চারজন নবী হে পরম আত্ব্যা তুমি মিলে পন্চআত্ব্যা পরম শক্তি দিলে।
শেষ নবীতে রাসুল মিলল,পন্চআত্বায় শক্তি
পরমে হযরত মোহঃ সাঃ বংশধর ফাতেমা রাঃ
আলি রাঃ হাসান ওয়াল হোসেন রাঃ একই
পরম আত্ব্যায় পন্চশক্তি। এক নবীর ফুলে চার
চার রং ধরেছেন। যাহারা নিযুক্ত আছেন
বেহেস্তের সর্দার প্রধান।
ধ্যানে জ্ঞানে যা পাই প্রেম নিবেদন ছিল ছিল
ছোট থেকেই তোমাতে দয়াময়। কিন্তু তোমার
দুনিয়া সৃষ্টিতে শুধুই প্রেম পাই ফুলে আর ফলে।
একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাই,
মানুঘে মিশিয়া হয় ভেদান্তর। লালন।
হে মহা শক্তি অবিন্যাশী তৃনয়নে শুধুই পাই
আত্বার কোনও বিন্যাস নাই সেত তোমারই
শক্তি। আমার আত্ব্যায় জাগ্রত হও কিন্ত কেন
দেখিতে না পাই।
লালন বলেন সর্বসাধন করিতে না পারি নবীর
মতন মানুষ গুরু নিষ্ঠায় রতন।
পারে কে যাবি নবীর নৌকাতে আয়।
লালনের উক্তি গুল বড় ভাল লাগে।
আপনার লেখায় আত্বস্ত কিছু বলতে পারি
খুশি হই। ধন্যবাদে শুভ কামনা।

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ গুরু নিষ্ঠা যার! সর্ব সাধন সিদ্ধ হয় তার...:)

হুম। এই আবেগ এই ক্লাশটা ভিন্ন মার্গের। জানা ছাড়া আলাপ জমে না। মানা ছাড়া রসাস্বাদন হয় না!

লালন গুরুর বাণী বুঝতে চলে গেল শত বছরের বেশি! সময়ের আগে সাধকগণ চলে বলেই সাধঅরন ভক্ত, মানুষ বুঝে উঠতে পারে না। যখন বোঝে তখন পর্দার অন্তরালে....পুরানো ছবিগুলৌ যেমন স্মৃতি হয়ে রয়!
এক চক্রাকার খেলা নিত্য-

ধন্যবাদ আপনাকেও।

২৫| ০১ লা জুন, ২০১৭ বিকাল ৪:৪৬

নীলপরি বলেছেন: পাঁচটা অনুভবই অসাধারণ । সাথে ছবিগুলোও । আপনি কমপ্লিট আর্টিস্ট ।

শুভকামনা । :)

০১ লা জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি!

হ্যাটস অফ - ফর কমপ্লিমেন্ট :)

পূর্ণতার ধারকই পারে আরেক পূর্ণতাকে উপলদ্ধি করতে ;)

আপনাকেও অভিভাদন ও শুভেচ্ছা অফুরান :)

২৬| ০১ লা জুন, ২০১৭ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: তিসরার ছবিসহ কথামালা দারুণ।

০১ লা জুন, ২০১৭ রাত ৯:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক ধন্যবাদ প্রামানিক ভাই

শুভেচ্ছা

২৭| ০২ রা জুন, ২০১৭ দুপুর ১:৩৮

অপু দ্যা গ্রেট বলেছেন: ইশ্বরীয় প্রশান্তি তোমার
আহবানে অগণন- কতজন কতনাম
হেরার ধ্যানে কান পেতে রই,
জনম জনম: তুমি ডাকবে বলে, লয়ে সে প্রিয় না

অসাধারন ।

কেমন আছেন ?

০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

জ্বি ভাল আছী। আপনি কেমন আছেন?

শুভেচ্ছা অফুরান

২৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ২:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: শুণ্যতা আর পুর্ণতায় মিলিয়ে পঞ্চানুভব নিয়ে দারুন কবিতা
একসাথে প্রিয় ও লাইকে ।
শুন্যতার গবেশনায় গত কয়টা দিন কাটিয়েছি অনেকটা সময়, কাল সামুতে সামুতে পোষ্টের আশা রাখি ।
কবিতায় পঞ্চ অনুভবের কথা মালার গুঢ় তত্ব কথা বুঝা আমার মত সাধারনের সাধ্যাতীত । এত দিন পঞ্চানুভবের কথা বলা হলেও এ বারে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের অস্তিত্বের কথা জানা গেল নেদারল্যান্ডসের গবেষকদের কথায় । তাঁদের দাবি, মানুষের মস্তিষ্কের একটি অঞ্চলে ষষ্ঠ ইন্দ্রিয়ের কার্যক্রম চিহ্নিত করতে পেরেছেন তাঁরা।‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় তারা মানুষের মস্তিষ্কের একটি মানচিত্র দেখান যার নাম দেন ‘টপোগ্রাফিক্যাল ম্যাপ’ যা নিন্মে দেখানো হল

গবেষকেরা বলেছেন প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অঞ্চলে সংখ্যার ধারণা বা পূর্বানুমানের বিষয়টি কাজ করেছে। গবেষকেদের দাবি, তাঁরা মস্তিষ্কের যে মানচিত্রটি পেয়েছেন সে অঞ্চলটিই মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় যা অতীন্দ্রিয় উপলব্ধি তৈরি করে।

তবে কথা হলো পঞ্চ অনুভবই হোক, আর অতিন্দ্রীয় যষ্ট অনুভব যাই হোক না কেন, সুরা রাদের ৯ নং আয়াতে আল্লাহ বলেন ‘যা অদৃশ্য ও যা দৃশ্যমান তিনি তা অবগত, তিনি মহান, সর্বোচ্চ মর্যাদাবান” (১৩:৯) । তাই মানুষ গোপনে এবং অপ্রকাশ্যে যা কিছুই করুকনা কেন আল্লাহর কাছে তা গোপন নয়। তিনি সবই দেখেন এবং সবই জানেন। কাজেই তাঁকে এড়িয়ে যাওয়ার কোন পথ নেই। মহান আল্লাহ সর্বোত্তম ও পূর্ণাঙ্গ সত্তা। কোন অপূর্ণতা তাঁর জন্য অকল্পনীয়।, আল্লাহ স্থান ও কালের ঊর্ধ্বে সেখানে কোন শুন্যতা নেই তিনি সময় বা কোন স্থানের গণ্ডিতে আবদ্ধ নন।

অনেক ধন্যবাদ এত গভীর ভাবার্থ বোধক কবিতা উপহার দেয়ার জন্য ।
শুভেচ্ছা রইল ।


০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় ড. এম এ আলী একসাথে প্রিয় ও লাইকে নিয়ে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন! :)

শুন্যতার উপর দারুন এক সমৃদ্ধ পোষ্ট পেতে যাচ্ছি। অপেক্ষায় রইলাম।

হুম। ৬ষ্ঠ ইন্দ্রিয় বা সিক্সথ সেন্স, তৃতীয় নয়ন, ইএসপি নিয়ে ভাবনাতো দীর্ঘকালেরই। ‘টপোগ্রাফিক্যাল ম্যাপ’ দেখে ভাল লাগল।
বিজ্ঞান এগিয়ে যাক। বিশ্বাসে বিজ্ঞানে হাতে হাত ধরে হয়েতা চলবে কোন একদিন ;)

সেই মহামহিম তিনি এক ও অদ্বিতীয়। যার কােন শরীক নেই। আমরা তোমরাই ইবাদত করি তোমারই সাহায্য চাই।

অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা :)

২৯| ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২১

শেখ মাজহারুল ইসলাম বলেছেন: ক্রিয়েটিভ! "তিসরা" টা.... আসলেই কারো শান্তি দেখিলেই শান্তি পালায়....

১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ধণ্যবাদ ভ্রাতা :)

শুভেচ্ছা অফুরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.