নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদম পর্ব
আদম, আদাম, আদেম
বস্তুতে চরম প্রকাশ অবস্তু ক্রিয়াশীলতার
অমর চেতনার মরণশীলতায় অবগাহন
প্রকৃতিতে প্রকৃতির প্রকাশ বহুমাত্রিক।
সৃষ্টির পর পুন: পরম শূন্যতা
তানহা নিস:ঙ্গতা অপূর্ণতা
স্রষ্টার স্মরনেও অতৃপ্তি! পাষান নিরবতায় আদম
অপরিমেয় স্বর্গীয় আয়োজনেও বিষন্নতা!
হাওয়া অধ্যায়
লিলিথের বিদ্রোহে
বিষন্নতার পারদ চড়ে তরতর
শূন্যানুভব আঁকড়ে ধরে গহন গভীর
অতলান্ত শূন্যতায় বুদ হয়ে থাকা- একাকী আদম।
শাজারাহ-একটি বৃক্ষ গহন-সবুজে আচ্ছাদিত
প্রশান্তি আর তৃপ্তি বিদ্যুত চমকিত বাহ্যস্পর্শ
ত্রিগুনি স্বত্ত্বা। হাওয়া। নদী, নারী, বৃক্ষ; লতিকা
উপমায় রুপকে সত্য-প্রচ্ছায়া ।
গন্ধম দ্বন্ধম সত্যম
কামরহিত প্রেমের অনাবিল সূখ,
দেহ-কাম স্পর্শে সীমিত- খন্ডিত।
কামার্ত প্রেমে-ক্ষুধা, তৃষ্না, বাস্তু ব্যাপ্তাবদ্ধ-
অসীম স্বত্ত্বার সীমিত, ক্রম:নিত্য বিভাজন সসীমে-অসীম।
গন্ধম সত্যে প্রকাশিত সকল সত্য
জাগ্রত চেতনায় পাপ-পূন্যের বিভ্রম কেটে গেলে
কাঠগড়ায় অধোবদনে তুমি; বিব্রত হতে চাইনে বলেই
মুচকি হেসে অভিযোগ প্রত্যাহার করে নেই।
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনেকদিন পর প্রাণ খুেল হাসলাম আপনার দারুন রসময় মন্তব্যে!
ইরাম ভুই দেখাইেল চলপে
ডেন্টিসদের সােথ কন্ট্রাক সেরে নেব নাকি
গুরুদেবের বক্তদেরোতো গুরুর অনুসরণ করাই উচিত নাকি???
অতিরিক্ত ম টা কেবলই ব্যঞ্জনা ঠিক রাখতে- ব্যবহৃত
ভাললাগা, প্লাস আর শুভ কামনায় কৃতজ্ঞতা ।
২| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৫০
ঢাকাবাসী বলেছেন: পড়ে ভাল লাগল, তয় মাঝে মাঝে মাথার উপ্রে দিয়া গেসে কিনা তাই..।
১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়.....
প্রিয় ঢাকাবাসী ভাই ইহা কি কহিলেন !!!
উপ্রে দিয়া গেলে ব্যার্থতা লেখকেরই বর্তায় বটে
আদাম হাওয়ার প্রচলিত মিথের গভীরে ঢুকে তার অন্তর্নিহিত সত্য খোঁজার চেষ্টা বলতে পারেন।
লিলিথ নামটা নতুন লাগবে অনেকের। সামুতেই লিলিথকে নিয়ে একটা লেখা আছে- আদম জীবনে প্রথম নারী হাওয়া না লিলিথ।
জানা থাকলে অনেক মজা লাগবে।
আর বাকী টুকু চরম সত্যকেই তৃতীয় দৃষ্টিতে আলোকিত করার চেষ্টা মাত্র।
অনেক অনেক শুভেচ্ছা
৩| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কাছে কঠিন মনে হলেও আদম হাওয়া গন্দম প্রতিটি পর্বাংশে শব্দ সংযোজনা করা নিঃসন্দেহে অনেক চিন্তাভাবনা আর ইচ্ছায় দৃঢ়তার প্রকাশ। শেষে ক্ষমার মহৎ নিদর্শন। সবমিলিয়ে আমি কৃতজ্ঞতার প্রকাশ করে গেলাম।
অসাধারণ উপহার দিয়েছেন।
শুভকামনা জানবেন সবসময়।
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতায় কৃতজ্ঞতা
শুভেচ্ছা অনেক
৪| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৫৯
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,
জটিল । কিছুটা খাঁপছাড়া মনে হলো । কিছু জিজ্ঞাসাও মনে এলো ----
" সৃষ্টির পর পরম শূন্যতা" হয় নাকি পরম শূন্যতা থেকে সৃষ্টি হয় ?
আবার --" কামরহিত প্রেমের অনাবিল সূখ
দেহ-কাম স্পর্শে সীমিত, খন্ডিত।" এখানেও ধন্ধ । প্রেম যদি কামরহিত হয় তবে তা দেহ-কাম স্পর্শে সীমিত হয় কি করে ? কারন লাইন দুটি আলাদা হলেও বক্তব্যটি একটানা যতিবিহীন । তাই ধন্ধ ।
এখন, এমন সুন্দর বক্তব্য সমৃদ্ধ কবিতার কবিকে বিব্রত করতে চাইনে বলেই মুচকি হেসে অভিযোগ প্রত্যাহার করে নিলুম ।
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভাই।
হুম। দারুন জিজ্ঞাসায় কৃতজ্ঞ।
পরম শূন্যতা থেকে সৃষ্টির পর আদম আ: এ লং লং টাইম আল্লাহর ইবাদত বা কর্মে মশগুল ছিলেন। একসময় সব কিছু থেকে বিরত হয়ে যান! না জিকির, না কর্ম। এক শূন্যবোধ ঘিরে ধরে তিনি সব কিছূ থেকে বিষন্ন হয়ে পড়েন। সেটাকেই চিত্রিত করার চেষ্টা -
সেই শূন্যতা দূর করার প্রথম উদ্যোগে লিলিথ কথন পাওয়া যায়! যা বিদ্রোহের কারণে ব্যার্থ হয় ও লিলিথ অভিশপ্ত হয়।
পরে আসেন হাওয়া আ: যার মাধ্যমে মানবের বিকাশ।
" কামরহিত প্রেমের অনাবিল সূখ,
দেহ-কাম স্পর্শে সীমিত, খন্ডিত।" ধন্যবাদ যতি শূন্যতাটা ধরিয়ে দেয়ায়! এখন আশা করি দ্বন্ধ কেটে গেছে!
জান্নাতি প্রেমে - বা জাগতিক প্রেমেও প্রকৃত প্রেমও কাম রহিত। পবিত্র। বাসনাহীন।
গন্ধম বা কামনার বাসনায় অসীম প্রেম দেহনির্ভর হয়ে খন্ডিত হয়ে পড়ে! শুরু হয় আমাদের অসীম স্বত্ত্বার সীমিত, ক্রম:নিত্য বিভাজন সসীমে-অসীম।
হা হা হা
আমি কৃতজ্ঞ চিত্তে দ্বন্ধম নিরসনের চেষ্টা করলুম। অভিযোগ ঋদ্ধ করে লেখনিকে।
অনেক অনেক শুভেচ্ছা
৫| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:০০
কানিজ ফাতেমা বলেছেন: যথেষ্ট পরিশ্রমসাধ্য লেখনি, উপস্থাপন ভঙ্গিমাটি তৃতীয়বার পাঠ করতে বাধ্য করেছে । শব্দের খেলায় ভিন্নতা এবং শেষাংকের উদারতায় মুন্সীয়ানা ।
মুগ্ধতা রেখে গেলাম ।
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা
উদারতা বিনে গতি কি! নিজেই যে নিজের জালে ফাঁসতে হয় নইলে হা হা হা
মুগ্ধতাটুকু পাথেয় হয়ে রইল
অনেক অনেক শুভেচ্ছা
৬| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:০২
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: ভালো লাগলো যদিও আমার জন্য বোঝতে কঠিন। +++++
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
আদম হাওয়ার ইতিহাস আর এই বিষয়টার প্রকৃতার্থ অনুভবের তৃষ্ণার্ত মনে খুবই তরল কাব্য হা হা হা
কঠিনেরে ভাললাগায় আর প্লাসে অন্তহীন কৃতজ্ঞ
শুভেচ্ছা
৭| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:০৯
মুহম্মদ কবীর সরকার বলেছেন: সুন্দর বলেছেন
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান
৮| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:১১
সাহসী সন্তান বলেছেন: গুরুদেবের বক্তদেরোতো গুরুর অনুসরণ করাই উচিত নাকি?
- তা উচিৎ। কিন্তু কথা হচ্ছে শিষ্য যখন গুরুর উপ্রে উঠতে চায়, দাঁত ভাঙার ঘটনাটা কিন্তু ঠিক তখনই ঘটে। আপনি শব্দ চয়ন ঠিক রাখতে শ্রেফ একটা 'ম' যোগ করছেন, কিন্তু সেই একটা 'ম'-ই যে কত জনের মরণের কারণ হইয়া উঠবে তা কে জানে!
আমার মনে হয়, পরবর্তিতে এই ধরনের শব্দ উৎপন্ন করতে চাইলে আপনার ডেন্টিস্ট এর সাথে আগেই একটা কন্ট্রাক্ট করে নেওয়াটা ভাল হইবে! প্রতি পিচ দাঁতের সেটিং মূল্য ঠিক কইরা নিয়েন! পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে শুরু করছে, ডাক্তাররা লোভী হয়!
আর ইয়ে মানে আমারও একটা দাঁত নড়তেছিল, এই সুযোগে যদি ফ্রিতে কিছু একটা কইরা নেওয়া যাইতো.....
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইহা কি বলিলেন ভ্রাত:
দিল ভাঙ্গিয়া চুরমার হইয়া গেল! গুরুর উপরে উঠতে চায় কোন নরাধম! সেতো কখনোই শিষ্য নহে!
সত্যম শিবম সুন্দরম -এ কি দাত ভাঙ্গে?
গন্দম দ্বন্ধম সত্যম -এ তবে ভাঙ্গিবে কেনু নিশ্চয়ই আপনার দাতে পোঁকায় খাইয়াছে!
ডাক্তররা লৌভী হইলেও প্রকৃত কবিরা নয়! ডেন্টিসদের সমুদয় লাভ আপনাকে উৎসর্গ করা হইল। আপনার কল্যানে আজ থেকে না হয় ডিকশনারী লইয়া বসিব!!! হা হা হা
পনুরাগমনে ধন্যবাদ ভ্রাত:
৯| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৩০
অরফিয়াস বলেছেন: প্রথমে বুঝতে একটু সমস্যা হচ্ছিল!!! তবে ৪ নম্বর মন্তব্যে আপনার প্রতিউত্তর বোঝার জন্য সহায়ক হিসেবে কাজ করেছে!
ভালো লেগেছে!
প্রিয়তে তুলে রাখলুম!
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রো-পিকে চিনি আইডিতে নয়
অনেক ধন্যবাদ অরফিয়াস ভ্রাতা
ভাল লাগা আর প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
১০| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
ভালো থাকুন নিরন্তর।
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ দেশপ্রেমিক বাঙালী ভাই
শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্যেও
১১| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪৭
অরফিয়াস বলেছেন: প্রোপিকটা চেনেন!!
দ্যাটস এনাফ!!!
আপনার পুরানো ফলোয়ার!!! নতুন নিকে!!! বেশি সময় লগইন থাকার জন্য এই ছদ্মনিক নেয়া!
১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
প্রয়োজনে ছদ্ম নিক নেয়া যায় বটে- তবে না থাকলেই বেশী ভাল!!!!
১২| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:০২
অরফিয়াস বলেছেন: এটা একটা নিরীহ ছদ্ম নিক!!!
অবশ্য আমি নিজেও একজন নিরীহ মানুষ ব্রো!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
নিরীহরা কিন্তু বেশী কষ্ট পায়
১৩| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩০
অরফিয়াস বলেছেন: যদিও আমি কষ্টকে বড্ড বেশি ভয় পাই ভাই!
তবে নিরীহ হওয়ার কারনে যদি কষ্ট পেতে হয় তবু আশা রাখছি সারা জীবন নিরীহ-ই থেকে যাব!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার নিরীহ জীবন কষ্ট মুক্ত হোক এই দোয়াই রইল।
১৪| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৪
অরফিয়াস বলেছেন: থ্যাংকু ব্রো!!!
আপনার জন্যও ভালোথাকার দোয়া রইলো!
১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইম টু ইউ
অনেক অনেক ভাল থাকুন সব সময়।
১৫| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:১৮
ওমেরা বলেছেন: ওমা গো -------মুখে হাত দিয়ে দেখি দাঁত সব নড়বড় করতেছে ।
১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অমা! সেকি!
কমপ্লান জেনারেশন তবে নারকোল খাবে কি করে হা হা হা
আচ্ছা নেক্সটে তবে ওরস্যালাইন কাব্য হবে! শুধু পানেই স্বস্তি!!!!
১৬| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১:২২
কল্লোল পথিক বলেছেন:
ফিরে এলাম ভ্রাতা।
কেমন আছেন?
আর হা জটিল হয়েছে আদম হাওয়া ও লিলিথ নামা!
১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক খুশি হয়েছি।
দীর্ঘ দিনের মােঝ কয়েক সপ্তাহ আমিও গায়েব ছিলাম অবশ্য
ফিরে পেয়ে ভাল লাগছে।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
১৭| ১৬ ই মে, ২০১৭ দুপুর ২:১৬
ধ্রুবক আলো বলেছেন: কাঠগড়ায় অধোবদনে তুমি; বিব্রত হতে চাইনে বলেই
মুচকি হেসে অভিযোগ প্রত্যাহার করে নেই।
দারুন +++
বেশ সুন্দর কবিতায় মুগ্ধতা
১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
শুধু নিরবে বুঝে নিতে হয়! বলতে নেই
দারুন লাগা আর প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা অফুরান
১৮| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৮
জেন রসি বলেছেন: মিথের ভেতর মিথ! তার ভেতরে মানবের কল্পলোকে মানবের ইতিহাস!
১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হরির ভেতর হরি
হরি শোভা পায়
হরিকে দেখিলে হরি
হরিতে লুকায়!
আপনার মন্তব্য পড়ে কুট্টিকালের ছড়া খানা মনে পড়িল
সত্য বড় নগ্ন! নগ্নতাকে বড় ভয় সকলের।
তাইতো কত রকেমর কল্প পোষাকে আবৃত বিশ্বাসে
আমরা কতইনা সূখে! আছি
আমি সত্যকে ভালবাসিলাম
১৯| ১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৫২
ভ্রমরের ডানা বলেছেন: প্রেজেন্স স্যার! আমি হাজিরা দিয়া গেলাম গা!
১৬ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: তা'লি হপে কি করি!
পড়া কিরাম হল কতি হবে না!!! হা হা হা
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা হাজিরায়
শুভেচ্ছা অন্তহীন
২০| ১৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১
ভ্রমরের ডানা বলেছেন:
পেয়ারা খাওয়ার পরে অতল তলে যে বেদন হয়, সমগ্র শক্তি এক করিয়াও যে ব্যর্থ প্র য়া স.....
অবল বিসর্জ পথে যে মহাপ্রতাপ বিচিকার জ্বালা..... সমগ্র মনন জুড়ে তাহার প্রবল উপস্থিতি অনুভূত হইল!
গুরু, বিরস বদন বারবার প্রচেষ্টা করিয়াছি, কিন্তু হইয়াও হইল না শেষ.....
উদ্ধার করেন!
১৬ ই মে, ২০১৭ রাত ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অতি শীঘ্র ইছবগুলের ভুষি সহযোগে তিন গ্লাস জল সেবন করুন!!
আগামীকল্য ভোর হইবার পূর্বাহ্ণেই সকল জ্বালা বিদূরীত হইবে!!!
থাক আর চেষ্টা করিয়া কাম নাই।
আর যার যা হজম হয়না তা না খাউয়াই ভালু! শাস্ত্র বলে
২১| ১৬ ই মে, ২০১৭ রাত ৮:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
গুরু,আপনি আসলেই গুরু! প্রেমের কবিতার তৃতীয় স্তবকের মর্মদহ অনুভবে নিলাম! প্রান্তিক জ্বালা ক্রমেই বাড়িছে। তবে কবিতা বহুত উচ্চৈঃ মার্গে!
কোন কথা নাই, স্যালুট হপে!
১৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বিব্রত হতে চাইনে বলেই
মুচকি হেসে অভিযোগ প্রত্যাহার করে নেই
শুভেচ্ছা
২২| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:৩৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পালে হাওয়া লাগলে হাল ধরে বসতে হয়। বৈটা বাইতে হয় না।
কেমন আছেন?
১৬ ই মে, ২০১৭ রাত ৯:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!!
ততে তাই হোক
জ্বি ভ্রাতা, আলহামদুলিল্লাহ। ভাল আছি। আপনি ভাল আছেনতো?
২৩| ১৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ছবিগুলো বর্ণবাদে কেন দুষ্ট,
খোদাকে তা দেয় কি কোন কষ্ট।
হাওয়ার গায়ের রং না ছিলো এরকম,
ফেরশতাদের মেয়ে দেখায় কোন অধম!
মিথের ভিতর এ কোন মিথ,
মনুষ্যতিহাসে রয়েছে সে ভিত।
না হয় কাম, মানব সকলের প্রয়াস,
যদ্দিন বইবে এ শব দেহে প্রশ্বাস!
১৬ ই মে, ২০১৭ রাত ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সৃষ্টিশীলতার পথ
রাখলে করে হারাম
যে যমেন পারে
তাতেই পায় আরাম
মুক্তবুদ্ধির সংস্কৃতির পথ
থেমে গেল ভ্রষ্টতা, স্বার্থ ভুল আর অজ্ঞানতায়
শূন্যস্থান রয়না শূন্য
পূর্ণ হয় বিচরনকারীর ধ্যান ধারনায়।
বস্তুবাদীতার সবচে বড়ত্ব দেহ
আত্মায় হারায় খোঁজেনা কেহ-বিশ্বাস!
বিষে বিষক্ষয় বস্তুতে বস্তুু
আত্মার বিকাশে মুক্তির আশ্বাস।
২৪| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাখাল সেতো সৃষ্টিশীলতায় পায় আবেশ,
নয়কো সৎ, নয়কো সে কোন দরবেশ।
তাইতো আরাম, করেছে সে কেন হারাম,
কে দিবে তারে, মানী লোকের দাম।
মুক্তবুদ্ধি তা কেন মুক্ত হয়ে অবুঝ,
রাখালের হাতে, সে ছিলো চীর-সবুজ।
শূন্য সেতো অরণ্যে করে রোদন,
বিচরনকারীর, জীবন হয়েছে সাধন।
বস্তুবাদীতার না আছে কোন দেহ,
আত্মার মাঝে সুখ খোঁজে না কেহ।
বিষের মাঝে, করে যে বিশ্বাস,
জীবন তাকে দেয় কেন আশ্বাস!
১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
ধন্যবাদ
২৫| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাকে দিয়ে সবাই মাগ্না কাজ করায়। এইতো এখন একজনের বইয়ে কাজ করছি, চুরটের পায়সাও দেবে না
(কাজ হলো হাজার পাউন্ডের)
১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি বলেন???
জ্ঞান হলো বিতরণের এই ধারনায় চ্যারিটি করলে ভিন্ন কথা!
সময় পেলে কল দিয়েন। কথা হবে। ভাল থাকুন।
শুভেচ্ছা অন্তহীন
২৬| ১৬ ই মে, ২০১৭ রাত ১০:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কি কঠিন কবিতারে বাবা!! তিন বার পড়ছি!!!!
১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: লিটন ভায়া
অনেক কৃতজ্ঞতা তিনবার পড়েছেন জেনে
শুভেচ্ছা অফুরান
২৭| ১৬ ই মে, ২০১৭ রাত ১১:৩৫
আবু মুছা আল আজাদ বলেছেন: ”শাজারাহ” এটি কি আরবি শব্দ? নাকি বৃক্ষটির নামই শাজারাহ?
১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পবিত্র কোরআনে গন্ধম বলে কিছু নেই। উল্লেখ আছে শাজারাহ!
শাজারাহর এক অর্থ বৃক্ষ। যা ব্যাপক প্রচলিত।
শাজারাহ আরেক অর্থ বংশক্রম বা তালিকা! তরিকতে সিলসিলানুসারে যে উস্তাদক্রম বা বংশানুক্রমের পর্যায়ক্রম তাকে শাজরাহ বা শাজারাহ শরীফ বলে।
এবার অর্থটা অনুভব করুন। আল্লাহ আদমকে বলছেন- তুমি বংশ বৃদ্ধির/ বংশক্রমের কাছে যেওনা। বংশ সৃষ্টির ভাবনা ভেবোনা!
তাহলে কত সহজে অনেক কিছু বোধগম্যতায় আসে! নয় কি?
কিন্তু শাজারাহ অর্থ আক্ষরিক বৃক্ষ ধরার ফলে গন্ধম, গম, আপেল কত গল্পের ডালপালা ছড়িয়েছে!
২৮| ১৭ ই মে, ২০১৭ সকাল ৯:৩১
নীলপরি বলেছেন: অসীম স্বত্ত্বার সীমিত, ক্রম:নিত্য বিভাজন সসীমে-অসীম।
প্রতিটা শব্দ আলাদা ভাবে ভালো লেগেছে । শব্দগুলোই কবিতাটাকে বার কয়েক পড়তে বাধ্য করলো ।
কবিতায় +++++++++
দ্বন্ধম - এর আগেও আপনি কবিতায় চেনা শব্দকে নতুন করে সাজিয়েছেন । সেগুলোও ভালো লেগেছে । আর এটাও ভালো লেগেছে ।
সেই সাথে এস.এস - এর মন্তব্যগুলোও দারুন লাগলো ।
শুভকামনা ।
১৭ ই মে, ২০১৭ সকাল ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি
বাস্তবতার সৃষ্টিতত্ত্বের মৌলিক অংশটুকু কোট করে সারাংশকেই ধারন করেছেন
আমরা অসীমের সম্ভাবনায় ভুবনে এসে নিত্য বিভাজিত হচ্ছি শাজারায়.... প্রচলিত গন্ধম নেশায়
শব্দের খেলা ভাল লাগায় কৃতজ্ঞতা
হা হা হা সা.স ভাইয়ের সাথে সাথে তবে আপনার জন্যেও রইল ওরাল কাব্যনিমন্ত্রন
সবসময় ভাল থাকুন। শুভেচ্ছা অফুরান
২৯| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:০৯
কানিজ রিনা বলেছেন: সব ধর্মেই হাওয়া আদমের উল্লেখ আছে।
আমি অন্যসুরে বলব, আদমের সৃষ্টি এত
কাহিনী আর আদমের দুটি হাড়ে হাওয়ার জন্ম
আল্লাহর এত খেল কেবা বুঝতে পারে।
অথচ হাওয়ার সবগুল হাড় আছে, আদমের
দুইখানা কম।
আদমের বোকামী হাওয়ার বুদ্ধি পৃথিবী সৃষ্টি
হোল।
The female of the species is
more deadly Than the male.
হাওয়া আদমের প্রেম কামে জগত মেলায়
বিশ্ব ভরা প্রান এল।
আকাশ ভরা তারা বিশ্বভরা প্রান বিশ্বয়ে জাগে
আমার মন। রবীন্দ্রনাথ।
আপনার কিছু আধ্যাতীক লেখায় বিশ্ব্য় রেখে
গেলাম। ধন্যবাদ,
১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই দ্বন্ধ নিয়েই কিছু ভাবনা ভিন্নমাত্রায়
বোকা না বুদ্ধিমান নাকি সাজানো খেলার পক্ষ মাত্র তা নিয়ে ভাবনা অন্তহীন!
২৭ নং কমেন্টের উত্তরটা লক্ষ্য করেছেন কি?
শাজারাতুন বলে কোরআনে যে সত্য জ্ঞানের কথা বলা হয়েছে তা অনুভবে না নিয়ে
গন্ধম, আপেল গম, ত্রিবেনী বা ত্রিপিনের ঘাট কথা কথার ছড়াছড়ি!
অথচ সত্যটা আড়ালেই রয়ে গেল!
আত্মানুসন্ধানি, মুক্তিপিয়াসী সাধকেরা এই শাজারাহ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করেন।
নিজেকে যত কম বিভাজিত করা যাবে-মুক্তি ততই নিকটবর্তী।
কিন্তু আমরা যৌবন তাড়নায়, অজ্ঞতায়, মোহে, সূখাবেশের নামে বারবার খন্ডিত হচ্ছি
লালন গুরুর যতবার করিবে হরণ/ততবার হইবে জনম.. কি দারুন সত্যকে বোঝায় মূল সত্যের ছাঁচে।
বিস্ময়ের জন্য কৃতজ্ঞতা। সামান্য চেষ্টার ফসল আত্মানুসন্ধানের
দোয়া, আশীর্বাদ, শুভকামনা চাই সবসময়। সকলের।
৩০| ১৭ ই মে, ২০১৭ দুপুর ২:১৭
জেন রসি বলেছেন: সত্যকে ভালোবাসার বিপদ আছে! সত্য মাঝেমাঝে মরীচিকার মত!
১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিপদতো বটেই। সর্বদিকে
কম জানা লোকেরা সুখ অনুভব করতে পারে সবচে বেশি! শাস্ত্রের কথা।
জেনে গেলেই অনেক বাঁধা নিষেধ, বিবেক, অন্তর্দহন, নানা কাটাতার
অলীকে থেকে লিকের কল্পনা করাো বোধকরি সম্ভব নয়। সসীমে থেকে অসীমকে বোঝা যেমন অসম্ভব!
ত্রি-মাত্রিক চেতনায় ৫ম বা ৭ম মাত্রা যেমন আউলা করে দেয় ভাবনাকে
সত্য আপেক্ষিক বটে! তখন মাত্রাভিন্নতায় চিকা-মরীচিকা হতেই পারে
পুনরাগমনে পুন:শুভেচ্ছা ও শুভকামনা
৩১| ১৭ ই মে, ২০১৭ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
আহমেদ জী এস বলেছেন, "এখন, এমন সুন্দর বক্তব্য সমৃদ্ধ কবিতার কবিকে বিব্রত করতে চাইনে বলেই মুচকি হেসে অভিযোগ প্রত্যাহার করে নিলুম । "
-এসব ভুলকে সবাই লালন করে আসছে যুগ থেকে যুগান্তরে
১৭ ই মে, ২০১৭ রাত ১০:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিব্রত হতে চাইনে বলেই
মুচকি হেসে অভিযোগ প্রত্যাহার করে নেই
শুভেচ্ছা
৩২| ১৭ ই মে, ২০১৭ রাত ১১:৫৮
১৮ ই মে, ২০১৭ সকাল ৯:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় চোর!
অনেক ধন্যবাদ চোরের প্রমাণ সহ লিংক দেয়ায়।
যে ভয়াবহ অবস্থা-চোরের জন্য গৃহস্থেরই বাড়ী ছাড়ার জোগার!!!!
সামুতে তো অনেক বারই দাবী উঠেছে- চোর ঠেকাতে প্রযুক্তির ব্যবহার নিযে! কিন্তু কোন সাড়া নেই!
তবে আর চোর ঠেকাব কি দিয়ে!!!!
৩৩| ১৮ ই মে, ২০১৭ দুপুর ১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক কঠিন লাগে
১৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে....
আচ্ছা নেক্সটে সহজ করবনে
অনেক অনেক শুভেচ্ছা কবি।
ভাল থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৪৪
সাহসী সন্তান বলেছেন: নতুন এক্সপেরিমেন্ট? বেশ ভালই তো লাগলো! তবে সমস্যাটা বাঁধাইছে শিরোনাম। গন্ধম পর্যন্ত ঠিক ছিল, কিন্তু দ্বন্ধমটাতে আইসা প্রায় হুড়মুড় কইরা পড়ছিলাম শব্দটার উপ্রে। এন্টেনার উপ্রে দিয়া যাইতে যাইতেও সামলাইয়া নিলাম। উহা কি আপনার সৃষ্টি?
শুনছি গুরুদেবও (রবি ঠাকুর) নাকি লেখা-লেখির প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন শব্দ তৈরি করতেন! আপনারটাও যদি সেরকম কিছু হয়, তাইলে অনতি বিলম্বে আর সামনে আগাইয়েন্না! কয়েকদিন পরে কিন্তু আর একটাও দাঁত ওয়ালা পাঠক খুঁইজা পাইবেন্না!
কবিতায় ভাল লাগা! শুভ কামনা ভৃগু ভাই!