নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দুয়ার
আঁধ খোলাই রয়ে গেল!
মনের ঘরে উঁকি দিয়ে সেইযে হারালে
বসন্তের পর বসন্ত পেরিয়ে গেল....যুগান্ত
অনধিকার স্বপ্নেরা বর্ষার ছোঁয়ায়
জাগতে গিয়ে, দহন চৈতালীতে
বিবর্ণ হলুদাভ হয়ে মিইয়ে গেল
আর জনমের অধিকারের স্বপ্ন বুকে।
যাপিত জীবন আর চেতনজীবন
ভিন্নতাটুকু আপনাতেই বাঁক নেয় অনুভবে
অপূর্ণ স্বপ্নগুলো বীজতলায় গুমড়ে মরে
বাস্তবতার বেনোজলে প্লাবিত হয় বারবার!
নূহের প্লাবন শেষে
নতুন পৃথিবীতে নতুন স্বপ্নে
থাকব তোমার পথ চেয়ে- চিনবেতো!
দৃষ্টির গভীরে হৃদয়ে চেয়ে দেখো-
তোমারই প্রেম লয়ে ঘুরছি জনম জনম
শূন্যতায় ভেসে ভেসে মহাশূন্যে
অসীমে সসীম-তোমায় অসীমে পেতে
ব্যবধানান্তরে অন্তহীন দেহবদল।
@ ফটো কার্টসি: গুগল
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
চলে আসুন- এই বৈশাখী রুদ্দুরে আইসক্রীম মন্দ নয় দূরেতা খুব বেশী নয়!!
অনেক অনেক ধন্যবাদ
২| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৫
অগ্নি সারথি বলেছেন: নূহের প্লাবন শেষে
নতুন পৃথিবীতে নতুন স্বপ্নে
থাকব তোমার পথ চেয়ে- চিনবেতো!
দৃষ্টির গভীরে হৃদয়ে চেয়ে দেখো _ সুন্দর!
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সারথী ভায়া ভাল আছেন!!!
আমিই দূরে থেকে বেশ ক'দিন সবাইকে কতয়ে মিস করেছি!!!!!
অনেক ধন্যবাদ
সুন্দর হৃদয়ই সুন্দরকে অনুভব করে !!!!
৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭
মানবী বলেছেন: কবিতা পড়তে পড়তে মনে হয়েছে অসাধারন সুন্দর কবিতা, বিদ্রোহী ভৃগু নামটির মতোই কঠিন কঠিন সব শব্দমালায় গাঁথা।
শেষে দিকে এসে দেখি, সুবহানআল্লা্হ্ নূহনবীর প্লাবনও ছাড়া পায়নি :-)
অসাধারন সুন্দর কবিতাটি পড়ে খুব খুব ভালো লেগেছে, ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
তাই। খটোমটো নামটি তবে আকিকা দিয়ে বদলেই ফেলি নাকি বলেন?
হা হা হা ছাড়া পাবে কি করে বলেন- অস্তিত্বের অন্তমূলে যে আদম থেকে বর্তমান সবই গাঁথা!!! হা হা হা
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০
মোস্তফা সোহেল বলেছেন: একটা দুয়ার
আঁধ খোলাই রয়ে গেল!
মনের ঘরে উঁকি দিয়ে সেইযে হারালে
বসন্তের পর বসন্ত পেরিয়ে গেল....যুগান্ত
আহা কি সুন্দর ।এমন কবিতা পড়লে মনে কি রকম শান্তি শান্তি লাগে। পুরা কবিতাই অসাধারন।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ!
এমন মন্তব্য পেলে মনে কি রকম শান্তি লাগে! মনে হয় খালি লিখতেই থাকি অন্তহীন
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভ্রাতা
৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৬
অগ্নি সারথি বলেছেন: আছি কোনরকম আরকি ভাই। বয়সের সাথে পাল্লা দিয়ে ব্যস্ততাও বেড়ে যাচ্ছে বোধ করি। শুভকামনা জানবেন।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। সেতো সকলেই একই পথের পথিক!!!!
শুভকামনা আপনার জন্যেও অন্তহীন।
ভাল থাকুন নিত্য
৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৫
এম এ কাশেম বলেছেন: দারুণ কবিতা।
মুগ্ধপাঠ।
শুভ কামনা।
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা
শুভেচ্ছা অফুরান
৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: অনধিকার স্বপ্নেরা বর্ষার ছোঁয়ায়
জাগতে গিয়ে, দহন চৈতালীতে
বিবর্ণ হলুদাভ হয়ে মিইয়ে গেল
আর জনমের অধিকারের স্বপ্ন বুকে।
যাপিত জীবন আর চেতনজীবন
ভিন্নতাটুকু আপনাতেই বাঁক নেয় অনুভবে
অপূর্ণ স্বপ্নগুলো বীজতলায় গুমড়ে মরে
বাস্তবতার বেনোজলে প্লাবিত হয় বারবার!
বেশ লিখেছেন!
প্লাস!
১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বি.র ভ্রাতা ভাললাগা আর প্লাসে
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: অনেক দিন পর!!
কেমন ছিলেন!!
এসেই মাত।
শিরোণামটি ঠিক করতে কত সময় লেগেছিল?
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ বিজন দা যে
হুম। অনেকদিন পর এটা সত্যি! বাকীটা আপনার ভালবাসা
এতো ইউরেকা ইনভেনশন! হঠাৎই হয়ে যায় হা হা হা
৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১
একজন গাঙ্গচিল বলেছেন: যাপিত জীবন আর চেতনজীবন
ভিন্নতাটুকু আপনাতেই বাঁক নেয় অনুভবে
অপূর্ণ স্বপ্নগুলো বীজতলায় গুমড়ে মরে
বাস্তবতার বেনোজলে প্লাবিত হয় বারবার
বাহ। অসাধারন।
ভালো লাগলো।।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ একজন গাঙচিল
মুগ্ধতাটুকু প্রেরণা হয়ে রইল
শুভেচ্ছা অন্তহীন
১০| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর কবিতা।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অত:পর হৃদয়
শুভেচ্ছা অফুরান।
১১| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, অসাধারণ। ++++++
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক প্রীত বোধ করছি। ভাললাগা আর প্লােস কৃতজ্ঞতা...
আপনারা আছেন বলেই অনুপ্রেরণা পাই...
শুভেচ্ছা
১২| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৫
ধ্রুবক আলো বলেছেন: তোমারই প্রেম লয়ে ঘুরছি জনম জনম
শূন্যতায় ভেসে ভেসে মহাশূন্যে
এভাবেই প্রেম শুন্য থেকে যাওয়া আর অপেক্ষা
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
এভাবেই প্রেম শুন্য থেকে যাওয়া আর অপেক্ষা
ধরতে পেরেছে কয় জনা??? সেযে অধরা চিরকালের.........
১৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৭
নতুন নকিব বলেছেন:
অসাধারন কবিতা।
কেমন আছেন?
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নতুন নকিব
জ্বি, শুকরিয়া.. ভাল আছি। আপনি ভালতো?
১৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮
কানিজ ফাতেমা বলেছেন: প্রথম চার লাইন অনবদ্য, অনন্য ।
শুভ কামনা রইল ।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম ...
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...
১৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
সুমন কর বলেছেন: পূর্ণতাকে অসীম দিয়ে ভাগ করে দিন....সসীম হয়ে যাবে।
অনেক দিন পর, আপনার কবিতা পড়লাম। ভালো লেগেছে। +।
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুন ইকুেয়শন তো !
হুম। বেশ টানাপোড়েন পেরুতে হয়েছে... দোয়া করবেন!
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
১৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৯
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
পূনর্জন্মের কবিতা । অন্তহীন দেহবদল শুধু ।
কিন্তু কবি কি করে একজন্মে যে প্রেম লয়ে ঘুরছিলেন , সে প্রেমই আবার আরেক জন্মে অন্যকাউকে সমর্পন করবেন ? তা যায়না বলেই তো অপূর্ণ স্বপ্নগুলো বীজতলায় গুমড়ে মরে ।
প্রেমের তো দেহবদল হয়না । প্রেম তো মরেনা । প্রেমের কাঠামোটা ঠিকই থাকে শুধু ফাউন্ডেশানের রংটা বদলে বদলে যায় ।
যেমন রঙ বদলে কবি এখন জন্মান্তরবাদ রেখে জন্মে জন্মে প্রেমবাদ ছড়াতে চাচ্ছেন।
১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সবসময়ের অসাধারন আহেমদ জিএস ভাই- সবসময়ই অসাধারন
না ভ্রাতা রং বদলাইনি! লাষ্ট পর্বটার আগ মুহুর্তে এমন কাজের প্রেসার এল বেশ সময় চলে গেল!
আরো অনুযোগে ভারাক্রান্ত হলেো এখনো সেই ফ্রেশ মুডটা আসেনি।
ইনশাল্লাহ শীঘ্রই আসবে আশা করি! নিজেো শূন্যতাটায় ঝুলে আছি!
দোয়া করবেন। আর অনেক অনেক ভাল থাকবেন।
১৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি আরো আরেকবার পড়েছিলাম কিন্তু মন্তব্য ঘরে খোঁজে দেখি মন্তব্য নেই মনে হয় ভুলে গেছিলাম। কবিতা যে অনবদ্য সে কবিতায় পড়ে মন্তব্যহীন চলে যাওয়াটা অামার চেতনার কোন ধাপে পড়ে! সত্যি অনেক সুন্দর কবিতা।
১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার আন্তিরকতায় আপ্লুত
অনেক অনেক শুভেচ্ছা
১৮| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫
নাগরিক কবি বলেছেন: খুব ভাল।
একটা কবিতা লিখেছিলাম কিছু দিন আগে। নাম নিয়ে অনেক চিন্তা করলাম, খুঁজে পেলাম না। আপনার নামটাই বসিয়ে দিয়েছি ওখানে, অনুমিত নেইনি। ক্ষমা করবে।।
১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সেকি! তাই নাকি???
হা হা হা নাম যদি ভাবার্থানুকুল হয় তবে চলুক
তবে কথায় আছে নামে নামে জমে টানে হা হা হা
ভাল থাকুন।
১৯| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই
শুভেচ্ছা অফুরান
২০| ১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪০
চাঁদগাজী বলেছেন:
পরিচিত অনুভবতাকে এদিক ওদিক করে সাজানোর সাধারণ চেষ্টা; তেমন কোন বিশেষত্ব নেই, মোটামুটি গড্ডলিকা
১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
কাল চশমায় সূর্যও কাল, ম্লান দেখায়! মন মরে গেলে সব কিছূতেই অনীহা চলে আসে!
দৃষ্টি ভঙ্গি বদলান- সূখে থাকুন; সূখে রাখূন
২১| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার কবিতা । ভাল লেগেছে । আধখোলা দুয়ার কখনো হয়না বন্ধ, কখনো পুরোপুরি খোলে না । এ এক ছলনার খেলা ।
১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
হুম। অথচ জেনেশুনেও এ ছলনায় ভাসতে ডুবতে কতইনা ভাললাগে
অনেক শুভেচ্ছা আবারো। ভাল থাকুন নিরন্তর
২২| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩০
অরুদ্ধ সকাল বলেছেন: কবিতায় কবিতা
_______________
১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যে মুগ্ধতা
২৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৪
সাহসী সন্তান বলেছেন: হাহাকারময় কবিতা! তবে ঘুম জড়ানো চোখে আসলে এইসব কবিতা পইড়া আরাম পাওয়া যায় না! এধরনের কবিতা পড়তে গেলে একটা ফ্রেশ মুড লাগে। তবে কবিতা পইড়া আপাতত যেটা মনে হইলো তা হলো প্রথম ৮ লাইন শুধুই অভিযোগ, মাঝের ৪ লাইনে নিজেই নিজেকে বলার মত আর শেষের ৮ লাইন হলো প্রতীক্ষার অনুরোধ (আমি আমার মত করে বুঝলাম আরকি)!
ওহঃ ফটো কার্টেসিটা ভাল্লাগছে! ব্যাপার অনেকটা বয়ফ্রেন্ডকে 'বফ' গার্লফ্রেন্ড কে 'গফ' এবং পিকচারকে 'পিক' বলার মত হয়ে গেছে! তয় গুগ এর শেষ 'গ' টা কাইটা দিলে কিন্তু ব্যাপারটা আরো ফ্যান্টাস্টিক হইতো। মানে একসাথে দুইটা শব্দের মানে বোঝা যাইতো আরকি!
কবিতায় ভালো লাগা! শুভ কামনা ভৃগু ভাই!
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
নিজের মতো করে বোঝাতেই ওম! শান্তি
@ ফটো কার্টসি: গুগল
হা হা হা
আপনার বউর কপালে দু:খ আছে! যেই চোখরে বাবা হা হা হা হা
অনেক শুভেচ্ছা। ভাল থাকুন। আর ইরাম করে চোখ রাখুন- সবসময়
২৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর কবিতা, বিদ্রোহী ভৃগু.... প্রোফাইল ছবি বদলালেন অথচ কাউরে কিছু কইলেন না...
সবকিছুর জন্য কিছু নিয়ম কানুন আছে...
যা হোক বৈশাখী শুভেচ্ছা নিন
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। .... হা হা হা তা বটে তা বটে অকে, ভার্চুয়াল আকিকা দিব খন
আপনাকেও বৈশাখী শুভেচ্ছা
২৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
জুন বলেছেন: নূহের প্লাবন শেষে
নতুন পৃথিবীতে নতুন স্বপ্নে
থাকব তোমার পথ চেয়ে- চিনবেতো!
মনে হয়না ভৃগু । মানুষ আজকাল অনেক হিসাব নিকাশ করে সম্পর্কে । আপনার কাছে পাওয়ার কিছু নেই তো খোদা হাফিজ । অসীম অপেক্ষায় আপনার বসে থাকাটাই সার হবে
কবিতাটি মনকে ছুয়ে গেল তা আর না বললেই না ।
অনেক ভালোলাগা রইলো ।
+
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।
পাওয়ার কিছু নেই তো খোদা হাফিজ । অসীম অপেক্ষায় আপনার বসে থাকাটাই সার হবে
যথার্থ বলেছেন জুনাপু
তারপরও স্বপ্ন থাকে, সূখ থাকে, ব্যাথা থাকে- নইলে জীবন যে বিবর্ণ হয়ে যাবে!!!
আপনার প্লাস আর ভাললাগায় আপ্লুত অনেক অনেক শুভেচ্ছা
২৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বেশ লিখেছেন!
১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ আহমদ চৌধূরী ভ্রাতা
শুভেচ্ছা অফুরান
২৭| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৮
গেম চেঞ্জার বলেছেন: আধ্যাত্মিক চিন্তাচেতনা মনে হচ্ছে!! সুন্দর লাগল বিদ্রোহী ভ্রাতা!
১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওই ঘরেই যে প্রাণের বসত নিরন্তর
গভীর প্রেম ভাবনা দু'ধারী তলোয়ার দুদিকেই কাটে- দৃষ্টিভঙ্গিতে যার যেমন
অনেক অনেক শুভেচ্ছা ভ্রাতা
২৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৯
সেজুতি_শিপু বলেছেন: একটা দুয়ার
আঁধ খোলাই রয়ে গেল! .।শুনেই আঁধ খোলা দরজা দিয়ে ঢুকে পড়লাম, পড়লাম । দারুন ! ভাল লাগলো ।
১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
স্বাগতম হে আঁধ খোলা দুয়ারের অতিথি....
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
২৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৬
নীলপরি বলেছেন: তোমারই প্রেম লয়ে ঘুরছি জনম জনম
শূন্যতায় ভেসে ভেসে মহাশূন্যে
অসীমে সসীম-তোমায় অসীমে পেতে
ব্যবধানান্তরে অন্তহীন দেহবদল।
অপূর্ব এবং অপূর্ব .........................
++++++++++++++++++++
শুভকামনা ।
২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা এবং শুভেচ্ছা
৩০| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩
আহা রুবন বলেছেন: সবারই একটি গোপন দরজা থাকে, যার আধেক খোলা আর আধেকটা চিরকাল বন্ধই রয়ে যায়। কী-জানি এটিই হয়ত জীবনের সৌন্দর্য!
২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশ বলেছেন তো!!
অনেক শুভেচ্ছা
৩১| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৪
সিনবাদ জাহাজি বলেছেন: পাঠ শেষ কিন্তু রেশটা এখনো আছে
+++
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপ্লুত ভ্রাতা
অন্তহীন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
৩২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
অপুর্ব ধ্যান ধারনা নিয়ে রচিত কবিতা পাঠে মুগ্ধ ।
তোমারই প্রেম লয়ে ঘুরছি জনম জনম
শূন্যতায় ভেসে ভেসে মহাশূন্যে
অসীমে সসীম-তোমায় অসীমে পেতে
ব্যবধানান্তরে অন্তহীন দেহবদল।
এমন এক ক্ষণে লিখলেন কবিতাটি যখন সমাজের প্রতিটি ক্ষেত্রে রূপান্তরের প্রক্রিয়া ঘটে চলেছে সাড়ম্বরে। একদিকে নীজেদের সমাজ ও সংস্কুতি বিকাশ দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে অন্যদিকে বিজাতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক আগ্রাসন চলছে দুর্বার গতিতে যা সমাজ কাঠামোকে করে তুলেছিল বিপর্যস্ত। এতে করে আমাদের সমাজে সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয় ঐক্য রক্ষা এবং প্রেম ভালবাসার কাঠামোকে স্থিতিশীল রাখার বিষয়টি একটি যুগন্ধীক্ষনে এসে দাঁড়িয়েছে । তাই পুরো সমাজ ব্যবস্থার জাগতিক ও আধ্যাত্মিক অবস্থানকে টিকিয়ে রাখতে হলে একটি ভাব-বিপ্লবের প্রয়োজনের কথা মনে পড়ে ভীষনভাবে । আপনার মতো একজন মুক্তবুদ্ধির কবির লিখনীতে প্রেম ভালবাসার দর্শন সাধারণ পাঠকদের মত আমার মনেও আলোড়ন তুলেছে এবং স্বাভাবিকভাবেই এই আবেগ সত্যের অনুকুলে প্রবাহিত হচ্ছে। আধ্যাত্মিক সাধনা বা অধ্যাত্মবাদ তথা পরমাত্মাই সবকিছুর মূল, আমাদের যাবতীয় জ্ঞানই জ্ঞাতার আত্মগত, আত্মার পরিশুদ্ধির মাধ্যমে অতিন্দ্রীয়বাদের অনুভুতিই কেবল জাগাচ্ছে । পরমসত্তাকে জানার ও চেনার আকাঙ্খা মানুষের চিরন্তন। প্রেম ভালবাসার মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার যে প্রচেষ্টা সেই চিরন্তন ধ্যান ও দর্শনের প্রতিই কবিতাটি পাঠে হলাম ধাবিত ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২২ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় ড. এম আলী.... আপনার মন্তব্য পাঠে নির্বাক স্তব্ধ হয়ে বসে ছিলাম কিছুক্ষন!
কত গভীরতর অনুভবে বিশ্লেষন করেছেন -প্রকাশিত অনুভবকে। মুগ্ধ, বিস্মিত, আনন্দিত।
সার্থক লেখনি! সার্থক ভাবনা। বরং আরো পূর্ণতর রুপায়ন ঘটালেন আপনি আপনার গভীরতর অনুভব আর দৃষ্টিভঙ্গির গভীরতায়। সমন্বয়ের এক দারুন সেতু বন্ধনে কবিতা লাভ করলো এক অনন্য উচ্চতা।
হ্যাটস অফ টু ইউ
৩৩| ২০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঘুরতে ঘুরতে ঢুকেই পড়লাম, আর মুগ্ধ আপনার কবিতা গুণে।
সবই বলে গেছেন কবিতায়, কৃতজ্ঞতা ভাই।
"যাপিত জীবন আর চেতনজীবন
ভিন্নতাটুকু আপনাতেই বাঁক নেয় অনুভবে
অপূর্ণ স্বপ্নগুলো বীজতলায় গুমড়ে মরে
বাস্তবতার বেনোজলে প্লাবিত হয় বারবার!" - অসাধারণ সম্পূর্ণ কবিতায় কথাগুলো। হৃদয়ের অনুভূতি গুলোই ভেসে উঠছে বারবার।
২০ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নয়ন
আপনার মুগ্ধতাটুকু হৃদয়ে তুলে রাখলাম
অনুভূতিপ্রবণ হৃদয় সহজেই ধারন করতে পারে অন্যানুভব
শুভেচ্ছা শুভকামনা সবসময়
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
ফার্স্ট হইছি
আইসক্রিম খাওয়ান এখন