নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

প্রথম ষ্পর্শ প্রথম ছোঁয়া

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৮

এই তুমি শুনছ?
হু হু .. তোমাকেই বলছি!
অমন অবাক হয়ে চেয়ে আছো যে বড়!
আজও বিস্ময়ের ঘোর গেল না তোমার!

এই যে আমি! তোমার কত্ত কাছে
ইকটু চিমটি কেটে বুঝে নাও সত্যতা
কি বিশ্বাস হল! হুম!.... তুমি হঠাৎ জানালার পর্দাটা সরালে
আমি পেছন থেকে জড়িয়ে ধরে তোমায়
হালকা বাতাসে উড়া জুলফির এলোমেলো চুল
সুরসুরি দেয় মুখে..

মরাল গ্রীবা বাঁকিয়ে তুমি কপট রাগে ছুটে যেতে চাও
আরও সেধিয়ে পড় আমার বুকে
শৈশবে মুঠোয় পোরা চড়ুই ছানার ছটফটানি
দুষ্টু হাসিতে আরও বাড়ে তোমার চঞ্চলতা....

কানের কাছে নি:শ্বাসের উষ্ণতা নিবিড় হতে হতে
আবশে বন্ধ হয়ে আসে চোখ...
একাকার হয়ে যায় ...আত্মায় স্বত্তায়
হৃদয়ের সমস্ত না বলা কথারা বাঙময় হয়ে উঠে~~~~

এলিয়ে পড় আমার বুকে
থুতনি ধরে মূখ তুলতেই আবার নামিয়ে নাও
যেন বুকের গভীরেই সকল প্রশান্তি!
তোমার চুলে নাক রেখে লম্বা শ্বাসে
হারিয়ে যাই কোন অজানায়---

অপার্থিব আবিষ্টতায় হারায় দুটি আত্মা
মৌতাতে মেতে ওঠে ঘর
যেন স্বর্গোদ্যান! মৌ মৌ সৌরভে মৌতাত
অপ্সরীরা পাপড়ি ছড়ায় সুরভিত স্বর্গ ফুলের

তোমার কোলে মাথা রেখে
অনুভব করি স্বর্গের সূখ
থেমে যাক পৃথিবী, থেমে যাক আহ্নিক গতি
থেমে যাক সময়- পেরিয়ে যাক অনন্ত কাল.... অন্তহীন...

মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

প্রথমকথা বলেছেন:
অন্য রকম সুন্দর লেখা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অন্তহীন :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

বিলিয়ার রহমান বলেছেন: এ প্রেমের আবেদনে আমি মুগ্ধ কবি!!!:)

স্থান, কাল , পাত্র সবই স্থবির করে দেয়া এ বেশ শক্তিশালী প্রেম!:)

এ প্রেমের জয় হোক!:) এ প্রেম বাঁচুক হাজার বছর!:)




২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতাটুকু ছুঁয়ে গেল :)

এ প্রেমের জয় হোক!:) এ প্রেম বাঁচুক হাজার বছর!:)

আমিন :)

শুভেচ্ছা অফুরান

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

চৌধুরী মাহবুব বলেছেন: এই তোমাকেই বলছি শোন হে মেঘ বালিকা
তোমার একটু পরশ পেতে এই অামি অপেক্ষার
প্রহর গুনছি যুগ যুগ ধরে
তুমি অাসবে একদিন অামার এই মনের উঠানে
হাডুডু ,কানামাছি খেলবে।
এসো হে বসন্তকন্যা এসো এই তপোবনে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন আহবান .... ভাল লাগল অনেক।

শুভেচ্ছা কবি।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

নীলপরি বলেছেন: থেমে যাক পৃথিবী, থেমে যাক আহ্নিক গতি
থেমে যাক সময়- পেরিয়ে যাক অনন্ত কাল.... অন্তহীন...


বাহ ! বাহ ! বাহ !

অপূর্ব
++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

ভাললাগা টুকু ছুঁয়ে গেল :)

প্লাসের জন্য ধন্যবাদ। ও শুভেচ্ছা অফুরান।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

সুমন কর বলেছেন: শুরু থেকে নয়, মাঝ থেকে ভালো লেগেছে। যদিও কথাগুলো মিষ্টি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আন্তরিক কথনে কৃতজ্ঞতা সুমন দা

মিষ্টি লেগেছে জেনে ভাল লাগল :)

শুভেচ্ছা অন্তহীন



৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগা নিয়ে গেলাম প্রিয় ভৃগু ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শোভন ভাই! কত্তদিন পর!

ভালোলাগা নিয়েছন জেনে ভাল লাগছে :)

প্রিয় শোভন ভাইয়ের জন্যে অনেক শুভেচ্ছা

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সারথি ভাইকে মিস করি!!!
ব্যস্ত বুঝি আজকাল অেনক বেশি!!!

শুভেচ্ছা অফুরান :)

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারন একটা কবিতা ! পুরোপুরি মুগ্ধ আমি।

লাইকাইলাম। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার উচ্ছসিত মন্তব্যে আপ্লুত!

লাইকাইছেন জেনে কৃতজ্ঞতা :)

শুভেচ্ছা অন্তহীন :)

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

মানিক মোহাম্মদ ওমর বলেছেন: শব্দ চয়ন আর অলংকরণের মিশেলে লেখা চমৎকার কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মূল্যায়ন অনুপ্রেরণা হয়ে রইল :)

অনেক ধন্যবাদ

শুভেচ্ছা অফুরান

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

মানিক মোহাম্মদ ওমর বলেছেন: শব্দ চয়ন আর অলংকরণের মিশেলে লেখা চমৎকার কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুন: শুভকামনা :)

হালকা অসুস্থ থাকায় সকলেরউ উত্তর দিতে দেরী হওয়ায় দু:খিত।

আশাকরি সকলেই ক্ষমা সুন্দর চোখে দেখবেন।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

অগ্নি সারথি বলেছেন: ব্যাস্ত। তবে হালকা পাতলা আপনাদের সাথেই আছি। যাব কই? সামু ছাড়া যাওনের জায়গা নাই।

০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
সেইই। আর কোথাও গেলেও ভাল লাগে না। এমন ফ্লেভার আর কোথাও যে নাই :)

ভাল থাকুন। শুভকামনা সবসময়!

১২| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪২

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ সুন্দর কবিতা
ভালবাসাকে রাখা যায় হাতের মুঠুতে
আরো কতনা ভাবে একে রাখা যায়
বুঝা গেল এ কবিতা পাঠে ।
প্রাণডালা শুভেচ্ছা রইল
যদিউ পথে হল দেরী
এখানে আসাতে ।

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন আন্তরিক অনুভবে আপ্লুত!!!

আমার অফিসে সামু আসছেইনা! বুঝলাম না কি হয়ছে???
তা্ ্িুত্তরে দেরী হলো ক্ষমা করবেন!

শুভেচ্ছা অফুরান। অনুপ্রাণে নিত্য প্রাণবন্ত রাখায় :)

১৩| ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৫৭

জুন বলেছেন: হায় বিদ্রোহী আপনিও সব ছেড়েছুড়ে আজ প্রেমের কবিতা লেখা শুরু করেছেন!! তবে কবিতাটি যে অত্যন্ত আবেগময় তা স্বিকার না করে উপায় নেই। অনেক ভালোলাগা রইলো।
+

০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হায় জাুনাপু একি কইলেন! ?

ভালবাসাযে সবচে বড় দ্রোহ তাকি ভুলে গেলেন১! ;)
কলমের উপর যখন খড়গ আর পরোয়ানা থাকে কলমতো থেমে থাকেনা। কিছু লিখতেই হয়! সৃষ্টিশীলতায়!

কবিতার আবেগ ছূঁয়েছে জেনে আপ্লুত! :)
শুভেচ্ছা অন্তহীন

১৪| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ১১:৩১

মুশি-১৯৯৪ বলেছেন:
বিদ্রোহীর অন্দরমহলে এক অসামান্য পরিবর্তন ঘটে গেছে,
দুইয়ের মধ্যে প্রভেদ বিস্তর , ভালবাসার দ্রোহে সে কি পরাজিত,
এ যে চরম সত্য, হেঁয়ালি তো কখনোই নহে

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরিবর্তন এক নিত্যতা...

হোক প্রেমে বা দ্রোহে! আপেক্ষিকও বটে!

ধন্যবাদ আন্তরিকতায়। শুভেচ্ছা :)

১৫| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



এক কবি হৃদয়ের সমস্ত না বলা কথারা যেন বাঙময় হয়ে আছে কবিতায় ।
থেমে যাক পৃথিবী, থেমে যাক আহ্নিক গতি, থেমে যাক সময়; থেমে যাক পৃথিবীর সব ভালোবাসা শুধু এক কবির ভালোবাসা চলন্ত থাক । শুধু এক কবির অনুভব করা এই স্বর্গসূখ বেঁচে থাক পৃথিবীময় .................

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ন্তহীন ধন্যবাদ জি এস ভ্রাত:

অনুভবের গভীরে অনুভবে আপ্লুত :)

এই অনুভব ছড়িয়ে পড়ুক প্রাণ থেকে প্রাণে সার্বজনীনতায়! সূখের আবাহনে :)

ধন্যবাদ অনেক অনেক

১৬| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:০৯

ওমেরা বলেছেন: কবিতা তো নয় যেন ভালবাসার ডিব্বা ।

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভাল লাগল মনের গহীন কথনে ;)

শুভেচ্ছা অফুরান

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কথামালার কাব্যিক প্রকাশ।

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লিটন ভায়া :)

+++

১৮| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫৬

মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর

০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

শুভেচ্ছা

১৯| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

বড় কবির স্বীকৃতিতে আপ্লুত :)

২০| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতা আপনার মুন্সিয়ানা পাওয়া যায় একটু বেশি করে।

বিদ্রোহী ভৃগু.... আপনার কবিতা পড়লে বারবার মনে হয়, কেন আপনি আরও বেশি কবিতা লেখেন না!

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ মইনুল ভাইেয!!

কত্তদিন পর এলেন :)

আপনার মন্তব্যে আপ্লুত! কৃত্জ্ঞতা অন্তহীন।

২১| ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ চৌধুরী সাব! (বাংলা মুভির নয় কিন্তুক ;)
হা হা হা

কৃতজ্ঞতা সুন্দর লেগেছে জেনে।

শুভেচ্ছা অফুরান :)

২২| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২০

নীলপরি বলেছেন: নতুন লেখা পাচ্ছি না কেনো ?

১৪ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আন্তরিক অনুসন্ধানে :)

খািনকটা ব্যস্ততা খানিকটা ট্যাকনিক্যাল এরর মিলিয়েই!
আপনার মাধ্যমে যারা ভালবাসেন এবং লেখার অপেক্ষায় থােকন সকলের কাছে বিনীত ক্ষমা চাইছি বিলম্বে!
ইশাল্লাহ শীঘ্রই আগের মেতা রেগুলার হবার প্রচেষ্ঠায় আছি!

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.