নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

এসো, রাজপথে নগ্ন পায়ে ----

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০



বিবশ বোধ, সংস্কৃতিতে অলখে বদল
দাপুটে দখলদারিত্ব বড্ডবেশি
সংখ্যার চেয়ে বেশি বিশ্বাসে;
দিবসে, স্ট্যাটাসে বাহারী ফুলঝুড়ি!

কালো মেয়ে ভাল বলে
সাদা ত্বকে প্রেমের হিপোক্রেসিতে
বাংলা কাঁদে নিভৃতে, সরলার মতো।
বাজারী আবেগসাকী বড্ড মনোলোভা!

মিডিয়াম বৈষ্যম্যে আত্মঘাত
সাম্যতার নীতি: পুথিগত-
সু-ভবিষ্য নামে দুর্নীতি অবলিলায়
বিষবৃক্ষে সুফল ফলেছে কবে?

একুশ আত্মমর্যাদার,
একুশ আত্মপরিচয়ের,
একুশে অবগাহন করতে দাও
একুশের স্বকীয়তায়।

একুশ আসুক দূরন্ত কালবোশেখির চেতনায়
তছনছ করে সব ভন্ডামী
হৃদয়ে ৫২’র আবেশ, চোখের জলে পবিত্র হয়ে
শুদ্ধ হোক চেতনা ।

এসো, রাজপথে নগ্ন পায়ে
হৃদয়ে শুভ্রতা মেখে-
একুশের প্রথম প্রহরে
নত মস্তকে স্মরণ করো শহীদদের
চোখের জলে কৃতজ্ঞতা ঝরিয়ে।

@
সকল শহীদানের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

মন্তব্য ৫৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

অগ্নি সারথি বলেছেন: একুশ আসুক দূরন্ত কালবোশেখির চেতনায়
তছনছ করে সব ভন্ডামী
হৃদয়ে ৫২’র আবেশ, চোখের জলে পবিত্র হয়ে
শুদ্ধ হোক চেতনা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সারথি ভায়া!

শুভেচ্ছা :)

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: সকল শহীদানের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এসো, রাজপথে নগ্ন পায়ে
হৃদয়ে শুভ্রতা মেখে-
একুশের প্রথম প্রহরে
নত মস্তকে স্মরণ করো শহীদদের
চোখের জলে কৃতজ্ঞতা ঝরিয়ে।

শুভেচ্ছা :)

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

বিজন রয় বলেছেন: আমার অনুরোধ রেখেছেন তাহলে!

একুশ আত্মমর্যাদার,
একুশ আত্মপরিচয়ের,
একুশে অবগাহন করতে দাও
একুশের স্বকীয়তায়।

................................. অসাধারণ অনুভূতি!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম! সে আর বলতে! আসলেই কাজের চাপে হাপিয়ে উঠেছিলাম!
আপনার ডাক যেন কোকিলের বসন্তাগমনের মতো
অকাল বোধিত করল ;) হা হা হা

ধন্যবাদ অন্তহীন।

শুভেচ্ছা :)

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪

জীবন সাগর বলেছেন: ভালো লাগলো ভাই।

শ্রদ্ধাঞ্জলি ভাষা সৈনিকদের প্রতি।
বেঁচে থাকুক ভালোবাসা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা

হৃদয়ে গহনে -অান্তরিকতায়,
নি:শ্বাসের মতো সত্য হয়ে বেঁচে থাকুক।
কেবলই দিবসে নয়-
কিংবা ফুলের তোড়ায়,
ক্যামেরার ফ্লাশে
মিডিয়া কাভারেজের নেশায় নয়

বাংলাকে ভালবেসে
মাতৃ দরদে বেঁচে থাকুক চেতনা।

ধন্যবাদ ও শুভেচ্ছা :)

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



একুশ আত্মমর্যাদার,
একুশ আত্মপরিচয়ের,
একুশে অবগাহন করতে দাও
একুশের স্বকীয়তায়।

অসাধারণ ভাই। পুরাই মুগ্ধতা।

ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হোক সকল ভাষা শহীদের আত্মা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাত:

মুগ্ধতাটুকু সযতনে রেখে দিলাম। :)

শুভেচ্ছা :)

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪১

খোলা মনের কথা বলেছেন: সকল ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

আমাদের মাতৃভাষার সাথে তারা জীবিত থাকুক আজীবন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

-- এসো একুশের প্রথম প্রহরে
নত মস্তকে স্মরণ করো শহীদদের
চোখের জলে কৃতজ্ঞতা ঝরিয়ে।

শুভেচ্ছা :)

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫

গেম চেঞ্জার বলেছেন: একুশ হোক আমাদের চেতনার জাগরুক জীয়ন কাঠি! বারেবারে এসে নাড়া দিয়ে যাক বাঙ্গালির হৃদয়ে!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: গেমু ভায়া!

কত্তদিন পর ;)

হুম। তাই। একুশ আসলেই সেই জিয়ন কাঠি! আমরাই যেন কাঠি উল্টো নাড়ছি-ফলে মৃতবত পড়ে আছি বিশাল সম্ভাবনা লয়েও..

শুভেচ্ছা ভ্রাতা :)

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একুশ হউক আমাদের প্রেরণা। একুশ হউক মাথা উঁচু করার মন্ত্রণা। সকল ভাষা শহীদের আত্মা শান্তিময় হউক- এই কামনা করি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া

আমাদের নাটক, আমাদের গান, আমাদের চলচ্চিত্র - একুশৈর ছোঁয়াহীন কি অসীম শূন্যতা সবখানে!!!
দিবস সংষ্কৃতিতে নয়। জীবনের আটপৌড়ে অনুবভে মিশে থাকুক একুশ

শুভেচ্ছা :)

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

পলাশমিঞা বলেছেন: দাদা, সরলা আসলে সরল ছিলেন।
আজকাল গরল গরম করে দিয়ে চা পান করুন।


সম্মান জানাই আপনাকে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ পলাশ ভাই :)

গরল গরেমে এইতো চলছে--

অশেষ কৃতজ্ঞতা এত সম্মনীত করায়। অন্তহীন শুভকামনা ও সম্মান আপনার প্রতিও

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

ভাবুক কবি বলেছেন:
একুশ আত্মমর্যাদার,
একুশ আত্মপরিচয়ের,
একুশে অবগাহন করতে দাও
একুশের স্বকীয়তায়।
এই লাইনগুলি খুব ভাল লাগল

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।

ভাল লাগাটুকু ছুঁয়ে গেল

শুভেচ্ছা

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

কানিজ রিনা বলেছেন: আমি কি ভুলিতে পারি, আমার ভাইয়ের রক্তে রাঙান একুশে ফেব্রুয়ারী।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

একুশ ভুলে যাওয়া
মানে অস্তিত্ব ভুলে যাওয়া....

শুভেচ্ছা :)

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

পলাশমিঞা বলেছেন: দাদা, সম্মানের কাজ করলে সম্মান দিতে হয় নইলে মানহানি হয়।

এমন কবিতা হুট করে লেখা যায় না। অনেক সাধনা করতে হয়। সময় তখন ভাটিতে ভাসা ভেলার মত উজান যায়।
এত কষ্ট করার পর অন্তত একটা ধন্যবাদ কাম্য, তাই না?

মঙ্গলকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানি বোঝে মানির মান।
:)

অন্তহীন ধন্যবাদ। প্রসবের যাতনাতো মা’ই জানে। তাই অন্যমায়ের প্রতি দরদীও হয় :)

মঙ্গলকামনায় আপ্লুত। আপনারও মঙ্গল হোক।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সুমন কর বলেছেন: নত মস্তকে স্মরণ করো শহীদদের
চোখের জলে কৃতজ্ঞতা ঝরিয়ে।
-- চমৎকার হয়েছে।

+।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা :)

শুভেচ্ছা :)

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

পলাশমিঞা বলেছেন: মা এবং মাটিকে বীররা সম্মান করে মাথায় রাখে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার বীরত্ব, আপনার বিনয় বরাবরের মতোই ছুঁয়ে গেল!

ভাল থাকুন নিরন্তর....

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

পলাশমিঞা বলেছেন: দাদা ডেকেছি।

মঙ্গলকামনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

প্রতিকামনায় সিক্ত হোন নিত্য।

শুভেচ্ছা অফুরান।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সকল শহীদানের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

কবিতায় ++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভেচ্ছা :)

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


২১ দিয়ে শুরু হয়েছিল, সময়ের সাথে ২১ থেকেও বড় প্রতিবাদ, বড় সংগ্রাম, বড় যুদ্ধ করে পেয়েছি আজকের বাংলাদেশ; আজকে আবার ফিরে যেতে হচ্ছে ২১'শের প্রতিবাদী কন্ঠে; আমরা একই বৃত্তে ঘুরপাক খাচ্ছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: গোলক ধাঁধায় যখন পথ হারায় - আবার শুরু থেকৈই শুরু করতে হয়!

আমাদের কৃত্রিম গোলক ধাঁধা থেকে উত্তরণে তাই শুরু থেকেই হোক শুরু..

ভাল থাকুন

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



কবিতায় একুশের বন্দনা । রাজপথে নগ্ন পায়ে সে চেতনার ছাপ এঁকে দিতে বলেছেন জনে জনে ।

তবে কবিতার উর্দ্ধাংশের বিমূর্ততার সাথে নীচের অংশের সহজ সরল প্রকাশভঙ্গীতে , কবিতাটি পড়তে গিয়ে হোচট খেয়েছি । এটি একান্ত আমার ভাবনার কথা । সবার সাথে না ও মিলতে পারে ।

একুশের কান্না ভেজা কিন্তু দৃপ্ত উচ্চারিত সালাম ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভ্রাতা :)

হুম। যথার্থই টাচ করেছেন। বিমূর্তাংশে চলমান অচলাবস্থা বোধ এবং চেতনার বর্তমানতা....
যা থেকে মুক্তির সহজ পথ শেষাংশের সরলতায়। যা আসলেই সফেদ হৃদয়ে ধারন করলে একদমই সরল।
নি:শ্বাসের মতো নিত্যতার বোধ!

অভিনন্দন দৃপ্ত সালামে। সাথে হয়ে যাক জাগরণের গান-
ঘুমন্ত দিবস কেন্দ্রকিতা ছেড়ে
সার্বজনীনতায়, বিশ্বাসে, কর্মে অনুধাবনের অনুভব জাগানিয়া!! ঘুম ভাঙ্গানি এক লেখা।

শুভেচ্ছা অন্তহীন।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সকল শহীদানের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। সহমত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

শুভেচ্ছা :)

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৪

আনু মোল্লাহ বলেছেন: একুশের চেতনায় আমাদের আত্মমর্যাদা জাগ্রত হোক। আমাদের হীনমন্যতা দূর হোক। শহীদের আত্মদান সফল হোক। -- এই হোক আমাদের ব্রত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আনু মোল্লাহ!

অনেক দিন পর দেখে ভাল লাগল।

শুভেচ্ছা :)

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

জুন বলেছেন: একুশ আমাদের অহংকার, একুশ আমাদের গর্ব।
+

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুনাপু :)

একুশ শুধু একদিনের পালনে নয়-মিশে থাকুক নিত্যতায়!

শুভেচ্ছা

২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , খুব সুন্দর কবিতা, :)
একুশকে ধারনের শক্তি নিহিত অাছে কবিতায় ।
একুশের চেতনা বুকে ধারন করে এগিয়ে চলুক
যতসব কর্ম সাধনা ।

একুশের চিরায়ীত স্লোগান
গর্জে উঠোক প্রতিটি বাংগালীর মনে
একুশের চেতনায় বাংলা হয়ে
উঠোক সকল শিক্ষা ও প্রকাশের বাহন।

দেশের আংগীনা পেরিয়ে
বাংলা স্থান করে নিক এক নম্বরে
বিশ্ব সমাজে সংখায় ও ব্যবহারে ।

সেদিন বেশী দুরে নয় যে দিন
এ আকাংখা ফলবে অক্ষরে অক্ষরে ।

অনেক অনেক শুভ কামনা রইল ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন শুভেচ্ছা প্রিয় আলী ভাই।

আপনার বলাকথাগুলো সত্যি হোক এই কামনা সতত।

কৃতজ্ঞতা রইল আন্তরিক শুভকামনায় :)

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

বিলিয়ার রহমান বলেছেন: দিবসে, স্ট্যাটাসে বাহারী ফুলঝুড়ি
কটু কিন্তু ভীষণ রকম সত্য!!


মন্তব্যের মাধ্যমে আমিও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গেলাম!:)

কবিতায় লাইক!!:):)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

শুভেচ্ছা :)

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২

ভাবুক কবি বলেছেন: গুণী গুণী ব্লগারদের আমার ওয়ালে স্বাগতম :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: রতনে রতন চেনে;)

আপনাকে স্বাগত:

শুভেচ্ছা :)

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনার এই কবিতার এক মহান প্রেমিক!!!!!!!!!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি নিব্বাক!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

বলতেই হয়, চোরেরা সামুতে নিয়মিতই ঘোরাঘুরি করে! হাসপাতালের নবজাতক চোরদের মতো! সদ্য প্রসুত বাচ্চার খবর নখদর্পনে ;) হা হা হা

আপনার পোষ্টে চুরি ঠেকানো প্রস্তাবে আশা করি সামু সাড়া দেবে! আর আমরাো চোরের শংকা থেকে মুক্ত থাকতে পারব!

ধন্যবাদ নজরে আনায়, কৃতজ্ঞতা।

২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

মোস্তফা সোহেল বলেছেন: বিলিয়ার ভাই চোর ধরছে।
চোর ধরুম না কবিতা পড়ুম।

দারুন একটি কবিতা খুব ভাল লাগল। আমাদের লেখা গুলি চুরি হচ্ছে নামে বে নামে প্রকাশ হচ্ছে খুব খারাপ লাগে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

বিলিয়ার ভাইয়ের লাষ্ট পোষ্টে যদি সামু কর্তৃপক্ষ সাড়া দেয় আমরা নিশ্চিন্ত হতে পারি।

দেখা যাক।

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন। শহীদদের রুহের প্রতি শান্তির প্রার্থনা করি।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

আমিন।

শুভেচ্ছা :)

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

নীলপরি বলেছেন: এসো, রাজপথে নগ্ন পায়ে
হৃদয়ে শুভ্রতা মেখে-
একুশের প্রথম প্রহরে
নত মস্তকে স্মরণ করো শহীদদের
চোখের জলে কৃতজ্ঞতা ঝরিয়ে।


অসাধারণ শব্দমালা ।
কৃতজ্ঞতা ও সকল ভাষা শহীদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীলপরি :)

শুভেচ্ছা :)

২৯| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.