নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যুকে ছুঁয়ে এলাম
শীতলতা কলজে কাঁপিয়ে দেয়
হিমাংকের নীচের তাপমাত্রাও উষ্ণ মনে হয়
নি:সাঢ় বোধেও সকল অনুভবের এ কেমন অনুভব ।
মৃত্যু
কেবলই কি চলে যাওয়া
চলমানতার স্তব্ধতা
ইন্দ্রিয়ের নিস্ক্রিয়তা??
মৃতের তবু কেন সব অনুভুত হয়
সে কোন অনুভব
কোন ইন্দ্রিয়! ব্যাথাহীন ব্যাথা
ছুঁয়ে থাকে জলহীন কান্নায়!
পাপড়ীর খসে পড়া
পাখির উড়ে যাওয়া
অথবা একটা প্রিয় এপস
আনইনষ্টল হলে এত ভাংচুর! এত ব্যাথা!!
আমার মরা মুখ দেখবে
হৃদয় চিরে বলা আবেগের স্তব্ধতা- মৃত্যু
দুষ্টু, বাদর, বুদ্ধুকুমার......
না শুনে পার করা প্রতিটি মুহুর্ত- মৃত্যু
কেয়ারি ফেয়ারী টেল প্রিন্সেসের
কেয়ার হীন প্রতিটা পল মৃত্যু
ঘুম ভেঙ্গে আঁধো চোখে
একটা ম্যাসেজ- না পাওয়া মৃত্যু
দেহ মরে একবার
হৃদয়- অজস্রবার!!
আমার মৃত্যুতে শোক করারও কেউ নেই
ঝড়াপাতার মতো নি:শব্দেই স্বপ্নেরা কোমায়।
দেহ পড়ে রয় সাদা বিছানায়
আমি উড়ে বেড়াই বাঁধনহীন
এক পলকে তোমাকে ছুঁতে পারি
অথচ তবু মন বিষন্ন, কারণ - আমি মৃত।
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ ! দারুন বলেছেন তো!
মন্তব্যে ভাল লাগা
শুভেচ্ছা রইল অনেক অনেক
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
ধ্রুবক আলো বলেছেন: দেহ মরে একবার
হৃদয়- অজস্রবার!!
-চিরন্তন কথন.....
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আবারো ধন্যবাদ
ভাললাগাটুকু ছুঁয়ে গেল শুভেচ্ছা
৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: লেখে জান "ভালো লাগা থাকলো
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
ভাল লাগায় কৃতজ্ঞতা
৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
গেম চেঞ্জার বলেছেন: কি হয়েছে ভৃগু ভাই!!
এত কষ্ট!!
....।
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভায়া ইয়ে অন্দর কি বাত হ্যায়
আরে কবিদের আর হওয়া না হওয়া! ছাড়ুন। হা হা হা
কষ্টের নীল পান করে নীলকন্ঠা না হলে কি কষ্টকে ফোটানো যায়
শুভেচ্ছা অনেক অনেক
৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
পুলহ বলেছেন: প্রথম তিনটা স্তবক বেশি ভালো লেগেছে। শুভকামনা ভৃগু ভাই
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
অনকে ধণ্যবাদ -
শুভেচ্ছা অফুরন্ত
৬| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
"মৃত্যু
কেবলই কি চলে যাওয়া
চলমানতার স্তব্ধতা
ইন্দ্রিয়ের নিস্ক্রিয়তা?? "
-মৃত্যু শব্দটাকে "রূপক" হিসেবে ব্যবহার করতে গিয়ে, মৃ্ত্যুর আসল অর্থের গুরুত্ব কমে গেছে: "স্বপ্নের মৃত্যু", "ভালোবাসার মৃত্যু"র মত রূপকগুলো আসল মৃত্যুকে হালকা করে দিয়েছে; কিন্তু মৃত্যু মানে, আসল মৃত্যু, ফিনিতো, কাপুত, শেষ...
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ফিনিতো, কাপুত, শেষ!!!! আসলিই কি?
রুপকে মৃত্যু হালকা হয়না। নিত্যতাকে ধারন করে। বলাইতো হয় : দেহ মরে একবার - হৃদয়- অজস্রবার!!
ধন্যবাদ অনেক অনেক
৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১
গেম চেঞ্জার বলেছেন: অহঃ কষ্ট না পাইলে কবিতায় তো জোর আসে না!! সেটাও সত্য!!
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
তা বলতে পারেন!
কবিরা কখনো কষ্ট বিলাস করে বটে, তবে কখনো সত্যিই পেয়ে যায়
এখন আবার বইলেন না যেন- আহা কে দিল কষ্ট হা হা হা
অনেক শুভেচ্ছা!
৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: ভালোলাগা রেখে গেলাম ,গভীর ভাবে
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
গভীর ভাবেই গৃহিত হলো হা হা হা
শুভেচ্ছা অফুরান - ভাল থাকুন
৯| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০২
জাহিদ অনিক বলেছেন: মরে যাক সব, বেঁচে থাক শব্দরা
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
ভাল লাগল অন্তরিক উচ্চারণ
বাহ দারুন লিখেছেন তো
কোথায় সেই ক্ষুদে-বার্তাগুলো যেগুলো ইতিহাসের সাক্ষী ছিল ।
কোথায় সেই লোকাল বাসে প্রেমিকের কাঁধে মাথা রেখে ঘুমন্ত মেয়েটা ?
এসব ভাবতে গেলে যেকথা বার বার মনে পড়ে, কি তা তুমি জানো ?
তিতা চায়ের মত যে কথাগুলো মনে পড়ে তা নির্মম ,
উপেক্ষা অবজ্ঞা অবহেলা ।
শুভেচ্ছা অনেক অনেক
১০| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৬
জাহিদ অনিক বলেছেন: আমি কৃতজ্ঞ ভাই
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নো মেনশন
অনেক শুভেচ্ছা
১১| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
খোলা মনের কথা বলেছেন: খুব জোশ নিয়ে লিখেছেন মনে হচ্ছে। জোশ ছাড়া এমন কবিতা বের করা কঠিন ব্যাপার। শব্দ গুলো সুন্দর হয়েছে। ছন্দ একটু অগোছালো তারপরও দারুণ লেগেছে। চালিয়ে যান.....
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জোশটা অনুভব করেছেন তাই
ধন্যবাদ মূল্যায়নে।
অনেক অনেক শুভেচ্ছা
১২| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভালো লেগেছে। এ ভাবেই কবির কলম চলুক অবিরত। কবিতার শব্দরা হৃদয় ছুঁয়ে যাক। মানুষ গুলো মানুষ হয়ে উঠুক। পৃথিবী হোক শান্তিময়। কিন্তু দুঃখ হলো অমানুষেরা কবিতাই বুঝেনা। কাব্য জ্ঞানে তারা মানুষ হবে কেমন করে?
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম ভালই বলেছেন-
কাব্য জ্ঞানে তারা মানুষ হবে কেমন করে?
তবু্ও চেষ্টা নিরন্তর। কোন অবচেশনে যদি জেগে ওঠে আত্মা!
ভাল থাকুন - শুভেচ্ছা সতত
১৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২
সুমন কর বলেছেন: আমার মৃত্যুতে শোক করারও কেউ নেই
ঝড়াপাতার মতো নি:শব্দেই স্বপ্নেরা কোমায়। -- ভালো লিখেছেন।
মাঝে একটু ছন্দ পতন হয়েছিল, পরে শেষে এসে আবার ঠিক হয়ে গেছে।
+।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সুমন দা!!
তবেতো আরেকবার কারখানায় নিতেই হয়
ধন্যবাদ অন্তরিক মন্তব্যে সাথে থাকায়
শুভেচ্ছা
১৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবির গহীন মনের সকল ব্যাথার মৃ ত্যু হোক। জীবন ক্ষণস্থায়ী কর্ম নয়। কবির কর্মে কবির মর্ম! প্লাস!
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবন ক্ষণস্থায়ী কর্ম নয়। কবির কর্মে কবির মর্ম!
বাহ মুগ্ধকরা মন্তব্যে ভাললাগা
শুভেচ্ছা কবি
১৫| ১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০
জাহাজী বলেছেন: দেহ পড়ে রয় সাদা বিছানায়
আমি উড়ে বেড়াই বাঁধনহীন
এক পলকে তোমাকে ছুঁতে পারি
অথচ তবু মন বিষন্ন, কারণ - আমি মৃত।[/sb
অসাধারণ।
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
শুভেচ্ছা অফুরান
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় ++
খুব সুন্দর লিখেছেন।
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক..
শুভেচ্ছা অসীম
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২৩
সায়েদা সোহেলী বলেছেন: বিদ্রহীর প্রেমাভিমান কবিতা , অবশ্য শুরতে অন্য রকম ভেবছিলাম
মৃত্যুকে ছুঁয়ে এলাম
শীতলতা কলজে কাঁপিয়ে দেয়
হিমাংকের নীচের তাপমাত্রাও উষ্ণ মনে হয়
নি:সাঢ় বোধেও সকল অনুভবের এ কেমন অনুভব ।
মৃত্যু
কেবলই কি চলে যাওয়া
চলমানতার স্তব্ধতা
ইন্দ্রিয়ের নিস্ক্রিয়তা??
মৃতের তবু কেন সব অনুভুত হয়
সে কোন অনুভব
কোন ইন্দ্রিয়! ব্যাথাহীন ব্যাথা
ছুঁয়ে থাকে জলহীন কান্নায়!
-------------------- দুর্দান্ত হয়েছে
পোস্টে +++
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা অন্তহীন
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
" কাদম্বিনী মরিয়া প্রমান করিল , সে মরে নাই ।"
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
এক কথায় সব বলে দিলেন
অনেক ধন্যবাদ প্রিয় জিএস ভাই শুভেচ্ছা
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দেহ পড়ে রয় সাদা বিছানায়
আমি উড়ে বেড়াই বাঁধনহীন
এক পলকে তোমাকে ছুঁতে পারি
অথচ তবু মন বিষন্ন, কারণ - আমি মৃত।’’---------- এই প্যারাটা আমাকে বেশি নাড়া দিয়েছে মনে -- দারুন দারুন
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
সারাংশ টুকু এটাই
আপনার মেন নাড়া-য় আপ্রুত
অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অফুরান
২০| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯
নীলপরি বলেছেন: প্রথম স্তবকটা পড়েই প্রিয়তে ক্লিক করলাম । যদিও প্রতিটি লাইনই ভালো লাগলো ।
শুভকামনা ।
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি
শুভেচ্ছা অফুরান
২১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬
অতৃপ্তচোখ বলেছেন: 'দেহ মরে একবার
হৃদয়- অজস্রবার!!'
এই কথাটি যে কতটা সত্য তা সবাই অনুভব করে দেখে না! অথচ, সবারই হৃদয়ের যত্নবান হওয়া উচিৎ। আমরা সহজেই মুখের সামান্য কথার ছলে মুহূর্তেই ভেঙে দেই কোন অন্তর ভাবি না! মরার আগে আরা কোন হৃদয়ের মৃত্যু না হোক এই প্রত্যাশা।
অসাধারণ ভাল লাগলো কবিতা। শুভকামনা
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা
হুম ভাল বলেছেন
ভাললাগায় কৃতজ্ঞতা শুভ কামনা অফুরান
২২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: কি সাবলীল ভাবেই না লিখে গেলেন। ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অনুভবের সহজতায়ই সাবলীল করেছে সব
শুভেচ্ছা অফুরন্ত
২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল। ধন্যবাদ
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক ভাই
শুভেচ্ছা রইল
২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: অপার অনুভবে কি দারুন কবিতা, এই কবিতা পাঠে চিন্তা চেতনাকে নিয়ে যায় সেই
৭৫ বছর আগে সুকান্তের লিখা অনুভব কবিতায় যেখানে কবি বলেছেন-
অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
ঠিক তেমনিভাবেই এই কবিতাটির প্রথম চরন দুটি
মৃত্যুকে ছুঁয়ে এলাম
শীতলতা কলজে কাঁপিয়ে দেয়
পাঠে মনে করিয়ে দেয় অপার অনুভবে জন্মের পরেই যেন মৃত্যুকে ছুয়ে এলাম যেখানে শীতলতা কলজেকে কাঁপিয়ে দেয় ।
সুকান্ত যেমনি বলেছেন
অবাক পৃথিবী! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
ঠিক তেমনিভাবে এই কবিতাটিতেও দেখা যায়
মৃত্যু
কেবলই কি চলে যাওয়া
চলমানতার স্তব্ধতা
ইন্দ্রিয়ের নিস্ক্রিয়তা??
মৃতের তবু কেন সব অনুভুত হয়
সে কোন অনুভব
কোন ইন্দ্রিয়! ব্যাথাহীন ব্যাথা
ছুঁয়ে থাকে জলহীন কান্নায়!
কবি বিদ্রোহী ভৃগুর বিদ্রোহী অনুভব
দেহ মরে একবার
হৃদয়- অজস্রবার!!
আমার মৃত্যুতে শোক করারও কেউ নেই
ঝড়াপাতার মতো নি:শব্দেই স্বপ্নেরা কোমায়।
মনে হল ব্যথা ও বিদ্রোহ আজ চারিদিকে, এত ব্যথা কখনো কেউ দেখে নাই,
পরক্ষনেই দেখা যায় দিকে দিকে ওঠে বিষন্নতার ঢেউ অজস্রবার
দেহ পড়ে রয় সাদা বিছানায়
আমি উড়ে বেড়াই বাঁধনহীন
এক পলকে তোমাকে ছুঁতে পারি
অথচ তবু মন বিষন্ন, কারণ - আমি মৃত।
ভয় নাই বিদ্রোহী ভৃগু ভাই সুকান্তের কথায় বলে যাই
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট;
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট।
প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত,
দেখ আজ তারা সবেগে সমুদ্যত;
কামনা করি অপার অনুভব নিয়ে কবি চলুক এগিয়ে
কবির পেছনে আমরাও আছি, কবিতার অপার অনুভবের মধ্যে আমরাও যে মরি-বাঁচি।
তাইতো মন্তব্যের ঘরে লিখে চলি বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে।
শুভেচ্ছা রইল
১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ ভ্রাতা
এই মন্তেব্যের কি জবাব দেব! বারবার পড়লাম তবু যেন মন ভরে না!
অসাধারস হৃদয়ই কেবল সাধারন বোধকেও অনন্য করে ধারন করতে পারে।
আপনার সহৃদয় পাঠ আর হৃদ্যিক অনুভবে আপ্লুত।
অসাধারন তুলনায় অভিভুত।
অনেক কৃতজ্ঞতা আর অন্তহীন শুভেচ্ছা
২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
আনু মোল্লাহ বলেছেন: পুরো কবিতা খুব ভাল লেগেছে। কিছু কিছু শব্দের প্রয়োগ খুবই পছন্দ হয়েছে
অজস্র শুভেচ্ছা নেবেন প্রিয় বিদ্রোহী।
১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত্তিদন পর!!!!!!!!!!!!!!!!!!!
ভাল আছেন?
অনেক অনেক ধন্যবাদ প্রিয় আনু মোল্লাহ
২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫
সামু পাগলা০০৭ বলেছেন: বেশ আগেই পড়েছি, লাইক দিয়েছি। এ কাজে সে কাজে আর মন্তব্য করা হয়ে ওঠেনি। আজ ভাবলাম সখার মানে নিজের বাড়িতে একটু আসি ! আপনার লাস্ট কটি কবিতা পড়ে আমার একটা মিশ্র অনুভূতি হচ্ছে। আপাতদৃষ্টিতে পড়ে মনে হচ্ছে যে সখার মনে গভীর কোন দুঃখের ছাপ, প্রেমের জ্বালায় সে জ্বলছে! কিন্তু এটাও মনে হচ্ছে এই যন্ত্রনাগুলো বা যন্ত্রনাটি আপনার ভীষন আপন হয়ে গিয়েছে। এতেই এক ধরনের সুখ খুঁজে পাচ্ছেন!
দুষ্টু, বাদর, বুদ্ধুকুমার......
না শুনে পার করা প্রতিটি মুহুর্ত- মৃত্যু
এটুকু ভীষন সুইট লাগল! হুমম এমন করে ডাকার মানুষটি কি কবিতাগুলো পড়ছে? আশা করি হ্যা, মৃত মনে পলকেই প্রানসঞ্চার করতে ছুটে আসবে তবে! এতটাই হৃদয়চেরা আবেগঘন হয়েছে কবিতাটি!
দেহ পড়ে রয় সাদা বিছানায়
আমি উড়ে বেড়াই বাঁধনহীন
এক পলকে তোমাকে ছুঁতে পারি
অথচ তবু মন বিষন্ন, কারণ - আমি মৃত।
এটুকুই কবিতার সার বলব। প্রণয়িনীর বিহন বা বিচ্ছেদ জীবিতকেও ওপারের ভ্রমন করিয়ে আনে! প্রেম যদি গভীর হয় এমনই তো হয় সখা! আর প্রকৃত প্রেমের মরণেও যে বড্ড সুখ, তৃপ্তি লুকিয়ে! ঠিক বলেছি কিনা সখা? হাহা।
প্রানসখা বুঝি মত্ত মনোমোহিনী প্রেম মরণে
মহাকালের ক্ষুদ্র পলকেই নিযুত লাখে আগমন
এক মরণ ফুরিয়ে ব্যাকুল অপেক্ষা আরেক মরণে
প্রকৃত প্রেমিক পিয়াসী হৃদয় দেয় শপে নির্ভয়ে
আকুল তৃষ্ণা মেটায় এ মরণের স্বর্গসুধা আস্বাদনে!
মন থেকে দোয়া করি আপনার সকল মন খারাপের কারনগুলো দ্রুতই ফুরিয়ে যাক। বেঁচে উঠুন নতুন করে, প্রেমের ছোঁয়ায়!
সখির তরফ থেকে অজস্র শুভকামনা জানবেন।
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ সখি যে...
এত ব্যস্ত হলে কি চলে? নিজের বাড়ী ভুলে যাবার মত ব্যস্ততা!! হা হা হা
খুব মেনােযাগী পাঠক পেয়ে আপ্লুত!
আহা সেই আপন যাতনার রাজকন্যা যদি এমন করে বুঝতো- হা হা হা
আচ্ছা সখি যাতনায়ও বুঝি সূখ মেলে??? না!
সারাংশ টুকু যথার্থই ধরতে পেরেছো সখি!
দারুন বলেছো- প্রকৃত প্রেমের মরণেও যে বড্ড সুখ, তৃপ্তি লুকিয়ে! ঠিক বলেছি কিনা সখা? হাহা।
একদিন হয়তো দেখবে ব্লগে আর কমেন্ট রিপ্লাই আসছে না। পাতাগুলো থির দিয়ে আছে!
বুঝে নিও সখি, তোমার সখা প্রকৃত প্রেম খুঁজে পেয়ে গেছে!!!!
অসাধারন কাব্যের জন্য ধন্যবাদ সখি । কাব্যত্তর জমা রইল! মন থেকে করা দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করেন।
সখার তরফ থেকেো অনেক অনেক শুভ কামনা
সদা সূখে থেকো
সদা ভাল থেকো
২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য ।
শুভেচ্ছা রইল ।
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। আপনাকেও অনেক অনেক আন্তরিক ধন্যবাদ
অন্তহীন শুভেচ্ছা আপনার জন্যে
২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬
খায়রুল আহসান বলেছেন: মৃত্যুকে নিয়েও এত সহজকথন!
দেহ মরে একবার
হৃদয়- অজস্রবার!! - সুন্দর বলেছেন।
আপনার হৃদয় নবজীবন লাভ করুক, হৃদয় ভাঙার কারণগুলো দূরীভূত হোক!
১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান দা সিনিয়র ভ্রাতা
মরার আগে মর- বলেছে না কোরআনে! তাই মৃত্যুকে নিয়ে একটু ভাবনা আর কি!
আপনার প্রার্থনা কবি স্বত্তার নবজীবনে আশীর্বাদ হয়ে রইল
অন্তহীন শুভেচ্ছা
২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:০৩
শিখা রহমান বলেছেন: "এক পলকে তোমাকে ছুঁতে পারি
অথচ তবু মন বিষন্ন, কারণ - আমি মৃত।"
শেষের লাইন দুটো ভাল লেগেছে। আপনি খুব ভালো লেখেন কিন্তু সে আপনি ইতিমধ্যেই জানেন। তবুও বললাম কারণ জানি কিছু কিছু কথা বার বার শুনলেও ভালো লাগে। শুভকামনা আর হুউউউ ভাল থাকবেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
হুম আপনারা বলেন বলেই অনুভব করি। আপনাদের ভাললাগা, বলাই আমার প্রেরণা
শুভকামনা আপনার জন্যেও। হুমম আপনিও ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++++
শব্দরা বেঁচে থাকুক, অমর হয়ে থাকুক লেখা....