নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবেছি অনেক - নাহ আর নয়।
ভাংচুর তো অনেক হল
এবার হোক মাত্রা বদল
কি হবে বয়ে অসীম বেদনা ভার- চোখের জলে!
শেকল ধোঁয়ার আচ্ছন্নতায় খুলে যায় দৃষ্টি
আটপৌড়ে স্বপ্ন, প্রেম, বেদনা
সুশীলতার লুতুপুতু ভার
ভিসুবিয়াসের দ্রোহে উগড়ে দাও!
ঝলসে দিক সব
ন্যাকাবোকা প্রেমিক, ভদ্র; সুশীল হবার চেয়ে সেই ভাল
ধর মার কাট- ঝনঝণ বদলের ঝংকার
লোকে মন্দ কবেই- ফিরে দেখোনা ভুলেও!
শরাব আর স্বভাব এক হয়ে গেলে
ভনিতারা পালায়!
কোন মদ্যপ্য মিথ্যে বলেনা! হা হা হা
অথচ কথিত বিশ্বাসীর দুর্দশায় দেখো পৃথ্বী ক্লান্ত!
তাহুরা জলে নিজেকে ভিজিয়ে
অনুভব করি সত্য -কাঁচ স্বচ্ছ!
ঘর কাঁপানো অট্টহাসিতে- অতীতের দেই কবর
বেদনারা পুলকে বদলে যায়-পালক হয়ে পলকে!
ভাসি আমি, ভাসে স্বপ্ন, ভাসে সব
এত হাসি কোথায় ছিল লুকানো
হা হা হা-- হো হো হো
প্রতিধ্বনি ওঠে দেয়ালে দেয়ালে!
অনেক অনেক শেওলা জমেছে চেতনায়
মিছিলে কত ডেকেছে বড় ভাই
এড়িয়ে গেছি কৌলিণ্যের দোহাই দিয়ে
প্রেয়সীর মায়া, সংসারের মোহে-
চেতনায় জাগে দ্রোহ, হৃদয় জ্বলে ওঠে
এক মাইল ফলক প্রেরণায় -
চোখের জলের অগ্নি দ্রোহে খাক হয় সব
শ্রদ্ধায় নুয়ে আসে হৃদয় - আত্মদান বোধে! প্রাণ বিলানোর পণে !
দাড়াও আমি আসছি - মিছিলে !!
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ কি ভাগ্যি আজিকে
গিয়াস ভাই
অনেক ভাল লাগল! আগমনে এবং মন্তব্যে
শুভেচ্ছা ভ্রাতা
২| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
"দাড়াও আমি আসছি - মিছিলে !! "
-শেষ শব্দটা কি "মিছিলে" র বদলে "কাফেলায়" হলে ভালো হতো না?
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইল্লত যায়না ধূলে খাসলত যায়না ম'লে
হা হা হা
কাফেলা !!!!!! ?????
নিজের কাফেলার অতীত মনে পড়ে গেল নাকি????
শাস্ত্রে বলে যে নিজে যেমন সে অন্যরে ভাবে তেমন হা হাহা
ঠান্ডায় বেশি কাহিল হইছেন মনে হয়!!!!
৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
জুন বলেছেন: এমন ধরনের কবিতায় বিদ্রোহী ভাব ফুটে উঠে ভৃগু । বিশেষ করে মিছিলে যাবার কথা শুনে ।
ভালোলাগে আপনার কবিতা ।
+
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজকে সত্যি ভাল লাগছে! জুনাপুকেও শুরুতেই পেয়ে
মিছিলের মাঝে আসলেই দ্রোহ আছে
আমাদের আটপৌড়ে বোধে ঠেকে না গেলে আমরা নামতে চাইনা!
ভাল লাগে জেনে আপ্লুত হলাম অনুপ্রেরণায় কৃতজ্ঞতা
৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
শাস্ত্রে যদি বলে, সেটা না মেনে উপায় নেই!
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ধন্যবাদ!
ঠান্ডায় সতর্ক থাকুন।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
ভেবেছি অনেক - নাহ আর নয়।
ভাংচুর তো অনেক হল
এবার হোক মাত্রা বদল
কি হবে বয়ে অসীম বেদনার ভার! চোখের জলে!
এটুকুই মিছিলে যাওয়া, না যাওয়া নিয়ে দ্রোহের টানাপোড়েনে পুড়ে যে কেন যেতে হয় ; তার বয়ান ।
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় আহমেদ জি এস ভ্রাতা
যথার্থ বলেছেন!
জীবনের টানাপোড়েনে আটকে থাকা চেতনা কোন এক বেদনায় অবমুক্তি ঘটে!
অনেক অনেক শুভেচ্ছা
৬| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৮
রাতুল_শাহ বলেছেন: শেকল ধোঁয়ার আচ্ছন্নতায় খুলে যায় দৃষ্টি
আটপৌড়ে স্বপ্ন, প্রেম, বেদনা
সুশীলতার লুতুপুতু ভার
ভিসুবিয়াসের দ্রোহে উগড়ে দাও!
ঝলসে দিক সব
ন্যাকাবোকা প্রেমিক, ভদ্র; সুশীল হবার চেয়ে সেই ভাল
ধর মার কাট- ঝনঝণ বদলের ঝংকার
লোকে মন্দ কবেই- ফিরে দেখোনা ভুলেও
সুন্দর আহ্বান।
কিন্তু ধর মার কাট একটু বেশি সহিংস হয়ে যাচ্ছে না?
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
উত্তর পরের লাইনেই- লোকে মন্দ কবেই- ফির দোখনা ভুলেও
বদলের সময়ট ভিন্নই হয়
ধন্যবাদ ও শুভেচ্ছা অনেক অনেক
৭| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯
ভ্রমরের ডানা বলেছেন:
তাহুরা জলে নিজেকে ভিজিয়ে
অনুভব করি সত্য -কাঁচ স্বচ্ছ!
তাহুরা জল কি ভাই?
কবিতস ভাল লেগেছে!
১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার ভ্রতা শরাবান তাহুরার কথা ভুলে গেছে নাকি ? হা হা হা
একটু ঘুরিয়ে মারা আর কি?
ভাল লেগেছ জেনে ভাল লাগল
শুভেচ্ছা
৮| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮
সোহানী বলেছেন: ওয়াও অসাধারন তো.....................++++++++++++++
১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী
এত্তগুেলা প্লাসে কৃতজ্ঞতা
শুভেচ্ছা রইল
৯| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৪
কানিজ রিনা বলেছেন: অপুর্বছবিটা
১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছবিটা ভাল লাগায় ধন্যবাদ
আহারে ছবির আড়ালে কবি আর কবিতা হারিয়ে গেল - হা হা হা
শুভেচ্ছা
১০| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭
নীলপরি বলেছেন: চেতনায় জাগে দ্রোহ, হৃদয় জ্বলে ওঠে
এক মাইল ফলক প্রেরণায় -
চোখের জলের অগ্নি দ্রোহে খাক হয় সব
শ্রদ্ধায় নুয়ে আসে হৃদয় - আত্মদান বোধে! প্রাণ বিলানোর পণে !
দাড়াও আমি আসছি - মিছিলে !!
একের পর এক সিক্সার দিচ্ছেন দেখি ! আপনার পর পর কবিতাগুলো পড়তে খুব ভালো লাগছে । এটাও লাগলো ।
শুভকামনা ।
১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি
আপনার আন্তরিক মন্তব্যে আপ্লুত!
সব কৃতজ্ঞতা শ্রাবন জলের।
মৃত মাঠের ঘাসগুলো যেমন বর্ষার জলে সবুজ হয়ে জেগে ওঠে
তেমনি শ্রাবন ধারায় জেগেছে কবির মন! - হা হা হা
কখনো ভালবাসায়
কখনো বেদনায়
কখনো আঘাতে
কখনো আকাশ সমান স্বপ্নের বিশালতায়
শুভেচ্ছা অফুরান
১১| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০
নীলপরি বলেছেন: আপনার কাব্যিক প্রতিউত্তরে আমি আপ্লুত হলাম ।
আপনাকেও শুভেচ্ছা ।
১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও ..
শুভেচ্ছা অফুরান
১২| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৭
সামিয়া বলেছেন: অনেক অনেক ভালো হয়েছে কবিতাটা, অসাধারণ!এই প্রথম আমি কারো লেখা প্রিয়তে নিলাম।
১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত!!!
প্রথম প্রিয়তে নিয়েছেন জেনে অনেক সম্মনীত বোধ করছি। কৃতজ্ঞতা অফুরান।
অনেক অনেক শুভকামনা
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++++++
আমিও আসছি মিছিলে!!
১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাগতম
আপনার হৃদয় আবার কে ভাঙ্গল কবি হা হা হা
১৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১
প্রামানিক বলেছেন: চেতনায় জাগে দ্রোহ, হৃদয় জ্বলে ওঠে
এক মাইল ফলক প্রেরণায় -
চোখের জলের অগ্নি দ্রোহে খাক হয় সব
শ্রদ্ধায় নুয়ে আসে হৃদয় - আত্মদান বোধে! প্রাণ বিলানোর পণে !
ভালো লাগল। ধন্যবাদ
১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার প্রমানিক ভ্রাতা
শুভেচ্ছা অন্তহীন
১৫| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭
আলোরিকা বলেছেন: 'কোন মদ্যপ্য মিথ্যে বলেনা! হা হা হা
অথচ কথিত বিশ্বাসীর দুর্দশায় দেখো পৃথ্বী ক্লান্ত!'-------- এ অংশটুকু অনন্য আর পুরোটুকু মিলে চমৎকার !
১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শরাব আর স্বভাব এক হয়ে গেলে
ভনিতারা পালায়!
হা হা হা
আপনিতো একেবারে কি পয়েন্টে টাচ করেছেন হা হা হা
অনেক অনেক শুভেচ্ছা
১৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে।
১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাই
অনকে ভাললাগায় কৃতজ্ঞতা
শুভেচ্ছা
১৭| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫
নতুন নকিব বলেছেন: কবি,
কবিতাটি মনযোগ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পড়লাম। অপূর্ব!
বৃক্ষ তোমার নাম কী?
ফলে পরিচয়।
কবি ও কবিতার অন্তরালে আপনার ভেতরের সত্য-সৌন্দর্যে দীপ্তিমান মুখাবয়বকে পড়ার চেষ্টায় সফল হয়েছি; বলতে পারেন।
"আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ"- আর কি। সব পাঠকতো কবিতা পাঠ করে কবিকে পাঠের সময় কই?
এখানে পদচারনায় আমি নতুন। আমার নতুন ঘরে আপনাদের মত গুনীদের অহর্নিশ স্বাগত।
১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!!
আপনার আন্তরিক মন্তব্যে অনেক খুশি হলাম।
"আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ"- আর কি। সব পাঠকতো কবিতা পাঠ করে কবিকে পাঠের সময় কই?
অসাম!
যেন খুব চেনা খুব জানা জনম জনমের আবেগ
শুভেচ্ছা অনেক অনেক
১৮| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮
নতুন নকিব বলেছেন: প্রতি মন্তব্যে আপ্লুত!
এই ব্লগের অনেককেই তো চিনি। আপনাকেও অনেক দিন।
সামুতে আছি প্রায় ৮ বছরের বেশি সময়। ছিলাম অন্য আইডিতে। আইডির বানান ভুল ছিল। মনে করেছিলাম, ঠিক করে নিব। চেষ্টা করেছি। হয় নি। নামটাই ভুল! তাই আর লেখাও হয়নি। লিখি নি। পোষ্ট নয়। কমেন্ট নয়। কিছুই না।
নতুন এই আইডিটা খুলেছিলাম কিছু দিন পূর্বে। তাও সেই আগের মতই। অলস হলে যা হয়। অন্যেরটা পড়ি। নিজে লেখি না। নিজেকে লুকিয়ে রাখার মধ্যেও বোধ করি একটা কিছু আছে। একটা মজা লুকিয়ে থাকে এখানেও। পাগলের সুখ মনে মনে। আসলে লেখক-পাঠকরাও এক জাতের পাগলই তো বটে।
১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম
অনুভব মিছে নয় তবে হা হা হা
ভাল লাগল জেনে একজন পুরানো ব্লগার ফিরে এসেছেন! আশা করি আলসেমি কাটিয়ে নিয়মিত লিখবেনও! আর অন্যদেরও কবিতার সাথে সাথে কবিকে পাঠের সুযোগ দেবেন
আসলে সবাইই সবকিছু- কেবলই লুকোচুরির খেলা! কখনো সামাজিকতায়, কখনো বয়সের আড়াল, কখনো আরো কত নানা বাহান!
আসলে সব্বাই খুব মৌলিক অনুভবে। প্রকাশটাই হয়তো ভিন্ন --
লিখুন নিয়মিত
১৯| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০২
নতুন নকিব বলেছেন: কবি বলে কথা!
অনুভূতি সূচালো!
অনেক ধন্যবাদ।
উপদেশ মানতে সচেষ্ট হব যদি.....।
আচ্ছা, সামুর ৩ দিনের পর্যবেক্ষন পিরিয়ড কত দিনে শেষ হতে পারে?
১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
হুম.. সামুর ফিডব্যাকে বা মেইলে যোগাযোগ করতে পারেন
ভাল থাকুন
২০| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
এডওয়ার্ড মায়া বলেছেন: বিদ্রোহি কবিতা নাকি ??
চেতনায় জাগে দ্রোহ, হৃদয় জ্বলে ওঠে
এক মাইল ফলক প্রেরণায় -
চোখের জলের অগ্নি দ্রোহে খাক হয় সব
শ্রদ্ধায় নুয়ে আসে হৃদয় - আত্মদান বোধে! প্রাণ বিলানোর পণে !
দাড়াও আমি আসছি - মিছিলে !!
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ
আসুন, অপেক্ষায়
শুভেচ্ছা অফুরান
২১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় ও কবির প্রতি ভালোবাসা রেখে গেলাম।
খুব সুন্দর কবিতা লেখেছেন। ভালো লাগলো।
২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
অন্তহীন শুভকামনা আর শুভেচ্ছা রইল
২২| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭
খায়রুল আহসান বলেছেন: ঝলসে দিক সব ন্যাকাবোকা, ভদ্র; - দ্রোহের কবিতা, অত্যন্ত তেজস্বী।
সুশীলতার লুতুপুতু ভার ভিসুবিয়াসের দ্রোহে উগড়ে দাও - বাহ, বাহ!
তবে, কবিতার সবচেয়ে সুন্দর লাইনটি হচ্ছেঃ
"বেদনারা পুলকে বদলে যায়- পালক হয়ে পলকে"।
কবিতায় অষ্টম ভাল লাগা + +
০৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র
আপনার অতীতানুসন্ধানী ঝোকে কত পুরাতন কবিতায় আবার চোখ বুলানো হল!
আপনার ঈগল চোখ দারুন সব কোট পিক করেছে
হ্যাটস অফ অভিবাদন প্রিয় সিনিয়র
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চেতনায় জাগে দ্রোহ, হৃদয় জ্বলে ওঠে
এক মাইল ফলক প্রেরণায় -
চোখের জলের অগ্নি দ্রোহে খাক হয় সব
শ্রদ্ধায় নুয়ে আসে হৃদয় - আত্মদান বোধে! প্রাণ বিলানোর পণে !
অসাধারণ কবিতা লিখেন ভৃগু ভাই! কাব্যে প্লাস।