নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
হ্যাপি নিউ ইয়ার ২০১৭
স্বপ্নের কথা লিখতে গিয়ে থমকে যাই
স্বপ্নরাও নিয়ন্ত্রিত অলখে
স্বপ্ন দেখার স্বাধীনতা কোথায় হারাল
স্বপ্নেরও অগোচর বাস্তবতায় থমকে রই।
আশংকারা স্বপ্নের স্থানে, স্বপ্নরা গুম
ঘরে বাহিরে ভাবনায় বলায়--
জলপাই আর নীল, প্রিয় ফল প্রিয় রং নয়
রক্তের দাগ মিশে গেছে- চেতনায়
সূর্যোদয় সূর্যাস্ত বর্ণহীন টিকে থাকার যাতনা
দিন মাস কেবলই ক্যালেন্ডারের ঘর
সন্তানেরা বেড়ে ওঠে আনুভুমিক
প্রেয়সীর ভীরুতা - বদলায় মেহেদী সাজে।
নীতি মূল্যেবাধ আর সততার চাঁদর
কবরে শ্মশানে নিত্যতায়
অন্য সময়ে বিপরীত স্রোতের তুফান
ভেসে যায় সব অর্থের কাছে!
মধ্যরাতের আতশবাজি উৎসবেও মেকিত্ব
প্রাণের হুল্লোড় কেড়ে নেয়া উচ্ছাস
রঙিন জলযোগের কৃত্রিমতায় বেঁচে রয়
কেবল অন্ধকারেও আলোর প্রত্যাশাই অকৃত্রিম।
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপনিও খুঁজছেন?
নতুন বছেরর শুভেচ্ছা
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪১
বিজন রয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা
হ্যাপি নিউ ইয়ার ২০১৭।
আশাকরি এবার কবিতায় বেশি থাকবেন।
কথা হবে..................
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও বিজয় রয়!
আছি দাদা!
কাব্যে মতি থাকুক সদা
অপেক্ষায়........
৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা ।
পুরোটি বছর কাটুক অনাবিল আনন্দে সেই প্রত্যাশায়।
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভ্রাতা
আমিন।
শুভেচ্ছা আপনাকেও
৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন:
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা!!! ভাল থাকবেন।
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!
পুরো উদ্যান!!!!!!!!!!!
থ্যাংকিউ আপি
এখন তো কবিতা বদলে স্বপ্নের কবিতাই লিখতে হয় - হা হা হা
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে
৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮
দীপ্ত 71 বলেছেন: কেবল অন্ধকারেও আলোর প্রত্যাশা অকৃত্রিম। এটা বেশ বলেছেন।
হ্যাপি নিউ ইয়ার।
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ দীপ্ত
সতেরীয় শুভেচ্ছা আপনাকেও
৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪
জেন রসি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
বিদ্রোহ এবং প্রেমের বাঁশি একই সাথে বাজতে থাকুক।
০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অনেক ধন্যবাদ জেন রসি ভায়া
শুভেচ্ছা আপনার জন্যেও অন্তহীন।
গুরু নজরুল তো বলেই গেছেন-
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ তূর্য~~~
৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭
আহা রুবন বলেছেন: স্বপ্নরা সব ঘুমায় খাটে
নাক ডাকে ফোঁস ফোঁস
ঘুমেরা কেঁদে মরে
এপাশ-ওপাশ।
কেবলই আপসোস
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
দারুন ছড়া লিখেছেনতো!
নববর্ষের অফুরান শুভেচ্ছা
ভাল থাকুন
৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় মেলা প্লাস রেখে গেলাম+++++++.....
দারুন লিখেছেন ভাই!! একদম অসাধারন কথাবলি!!
শুভ হোক নতুন বছর.... ভালো থাকবেন
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মেলা প্লাসের জন্য অন্তরিক ধন্যবাদ
অন্তহীন শুভেচ্ছা আপনার জন্যেও
৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
ঢাকাবাসী বলেছেন: দারুণ কবিতা! শুভ খ্রিস্টীয় নব বর্ষ।
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী ভাইজান
শুভ নববর্ষ
ধন্যবাদ ও শুভেচ্ছা
১০| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: শুভেচ্ছা এবং শুভ কামনা ।
কবিতা ভাল লেগেছে তবে গোছালো একটু কম হলো মনে হয়েছে । হয়তো আমার পাঠ দুর্বলতা !
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কথাকথি..
আপনার মন্তব্য প্রেরণা হয়ে মাথায় রইল। ঋদ্ধ পাঠকই কবিতার মর্মার্থ ভাল উপলদ্ধি করতে পারে .. কখনো কখনো লেখকের চেয়ে গভীরে
নববর্ষের শুভেচ্ছা
১১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
সাহসী সন্তান বলেছেন: কবিতা পড়ে বোঝা গেল আপ্নারে কেউ নিউ ইয়ারে মনে হয় দাওয়াত দেয় নাই.....
যাহোক, নিউ ইয়ারে এমন বিদ্রোহী কবিতা পড়ে আসলে মজা পাওয়া যায় না! ভাবছিলাম একটা আনন্দঘন মন্তব্য দেবো, কিন্তু সেইটা আর হইল কই?
কিছু টাইপো আছে ঠিক করে নিয়েন! হ্যাপি নিউ ইয়ার!
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আসেলই সাস ভাই! আপ্নে কেমনে জানলেন ???
আমারও মনে অনেক ক্ষন যুদ্ধ চলেছে! স্বপ্নময়, সূখ আর উচ্ছােস ভরা কিছু উপহার দেবার!!
কিন্তু সত্য মাঝে বাগড়া দিয়ে এই নামিয়েছে! টাইেপা স্মরনে আনায় কৃতজ্ঞতা।
হ্যাপ্পি নিউ ইয়ার টু ইউ টু
১২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
দেবজ্যোতিকাজল বলেছেন: *দেবজ্যোতিকাজল* Sent You a Special Happy New Year Greeting. ✔
_Click here to See_ -< Click This Link
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ দেবজ্যোতিকাজল
হ্যাপি নিউ ইয়ার ২০১৭
১৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা
হ্যাপি নিউ ইয়ার
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় ++++
ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
হ্যাপি নিউ ইয়ার ।
০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাহিরয়ার কবীর
শুভকামনায় কৃতজ্ঞতা
হ্যাপি নিউ ইয়ার
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভৃগু। ভুল না হলে আজ কাল কোন একদিন আপনার জন্মদিন ছিল বা আসছে। শুভ জন্মদিন।
০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা
ভুলটা যে হয়েই গেল - হা হা হা
না আমার জন্মদিন ১৫ অক্টোবর! হা হা হা
আপাতত আসেছ অক্টোবর পর্যন্ত তোলা রইল আপনার শুভেচ্ছা
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
একমাত্র প্রকৃতি ছাড়া আর কিছু অকৃত্রিম নয় । এমনকি অন্ধকারে আলোর প্রত্যাশাও অকৃত্রিম নয় । আর বাকী থাকে মানুষের মন । সেখানেও কৃত্রিম - অকৃত্রিম এর খেলা চলে ।
এর বাইরে কবির কবিতাখানিই " অকৃত্রিম " । সেটা কালের পাতায় লেখা থাকে ।
হাসি আনন্দে কেটে যাক আগত সতের'র যুবতী সময় ।
০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের।
হুম । অকৃত্রিমতা নির্ভর করে হৃদয়ের শুদ্ধতার উপর। শুদ্ধ হৃদয়ের চাওয়া অকৃত্রিমই হয় বটে।
হা হা হা । দারুন বলেছেন। কালে পাতায় লেখা থাকলেই তা স্বার্থক্ও বটে।
শুভ কামনায় কৃতজ্ঞতা। ভাগ্যিত সত্তর দশকে পড়িনি হা হা হা; তবে শুভকামনার ধরন ভাবলেই হাসির গমক উঠছে মনে।
ধন্যবাদ অন্তহীন।
১৭| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০
মোস্তফা সোহেল বলেছেন: ভাল। নবর্ষের শুভেচ্ছা রইল
০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাত :
হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু
১৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২১
জুন বলেছেন: কবিতায় ভালোলাগা ভৃগু সাথে নববর্ষের শুভেচ্ছা
২০১৭ আপনার জীবনে অনেক অনেক আনন্দ আর সাফল্য বয়ে নিয়ে আসুক এই প্রার্থনা । আমার জন্য একই দোয়া করবেন বিদ্রোহী ।
০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার জুনাপু
ভাললাগায় কৃতজ্ঞতা।
২০১৭ আপনার জীবনে অনেক অনেক আনন্দ আর সাফল্য বয়ে নিয়ে আসুক এই প্রার্থনা-এই েদায়াই রইল আপনার জন্যে
শুভেচ্ছা অফুরান
১৯| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!
তবে হতাশা, কৃত্রিমতা ইত্যাদির সাথে আমাদের একটু সুস্বপ্নের লোভ দেখালে মন্দ হত না!
কবিতায় লাইক!
০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ বিলিয়ার রহমান
হুম
চাটনী হিসেবে সু-স্বপ্ন মন্দ নয় হা হা হা
নেক্সট দাওয়াতে মিস হবে না
শুভেচ্ছা অনেক
২০| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫০
সোহানী বলেছেন: নীতি মূল্যেবাধ আর সততার চাঁদর
কবরে শ্মশানে নিত্যতায়
অন্য সময়ে বিপরীত স্রোতের তুফান
ভেসে যায় সব অর্থের কাছে!.........
দেশে কি এখন নীতি, সততা, মূল্যোবাধ এসব আছে?? তাজ্জব এসবতো ডিকশানারীর শব্দাবলী। অর্থ অর্থ ই সব.... চাই বেশী বেশী অর্থ সেকোন মূল্যে...
হ্যাপি নিউ ইয়ার........
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...সেই চরম বাস্তবতার মূখে দাড়িয়েই নতুন বছরে স্বপ্ন দখেতে গিয়ে থমকে গিয়েই এ লেখা ...
বদলে যাক মাৎসানায় সময়
নতুন বছরে এই শুভকামনা
হ্যাপি নিউ ইয়ার
২১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
অগ্নি সারথি বলেছেন: মধ্যরাতের আতশবাজি উৎসবেও মেকিত্ব
প্রাণের হুল্লোড় কেড়ে নেয়া উচ্ছাস
রঙিন জলযোগের কৃত্রিমতায় বেঁচে রয়
কেবল অন্ধকারেও আলোর প্রত্যাশাই অকৃত্রিম। - সুন্দর।
০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সারথী ভ্রাতা
শুভেচ্ছা নতুন বছরের
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯
মো সুমন আলি বলেছেন: হা হা হা স্বপ্ন হারিয়ে গেছে