নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

মুক্তির পথ আর কতদূর????

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫

অঙ্গ বঙ্গ মগধের পথ বেয়ে
বিম্বিসারের আর অজাত শত্রুর আলোয় আলোকিত
নন্দের দিকে চেয়ে ভীত নজরে আলেকজান্ডার ফিরে যায়
অশোকে হাত ধরে মৌর্যের শৌর্য ছড়ায় ভুবন জুড়ে।

প্রথম স্বাধীন নৃপতি শশাঙ্কের সোনালী আলো
হারিয়ে যায় তিরোধানে-অত:পর শত বছরের
অন্ধকার মাৎসানায় আত্মকলহ, গৃহযুদ্ধ, গুপ্তহ্ত্যা,অত্যাচার
অত:পর পাল তুলে হাল ধরেছিল গোপাল;

শত বছরের ব্যবধানে ছিড়ে যায় সে পাল
অত্যাচার অনাচার আর প্রহর যাতনার
সিন্ধু থেকে বাংলা
পালা বদলের শত সহস্র ইতিহাস

বিন কাসিম থেকে বখতিয়ার খিলজি
শোষিতরা কালে কালে খুঁজেছে মুক্তির পথ
পালা বদলে শুধুই শাসক বদল
অধরা মুক্তি অধরাই চিরকাল...




বণিক, সুফি, সাধু
বাংলার আকাশে শরতের মেঘ
কখনো সূখ কখনো দু:খ
চির বুঘলকপুর বাংলা মাথা নত করেনি।

শায়েস্তা খাঁ, গিয়াস উদ্দিন আজম শাহ
সোনালী সময়ে ধনে ধানে সূখে-
বারবার ঈগলের নজরে বাংলা -ঈশা খাঁ বারো ভূইয়া
প্রতিরোধ ক্ষত বিক্ষত শত সংগ্রামের ইতিহাস।

পলাশীতে সিরাজের সাথে আবারো ডুবে
স্বাধীন সূর্য; অবিমৃষ্যকারী জগৎশেঠদের লোভের বলি
মীর জাফরের প্রতারণা আজও কুড়ে কুড়ে খায়
স্বাধীনতার আকাংখায় মাথা নত না করা বাংলা জাগে বারবার।

অত্যাচারী বৃটিশের শোষনে আবারও রক্ত ঝড়ে
তিতুমীরের বাঁশের কেল্লা অসম সাহসের প্রতীক
সিপাহী বিদ্রোহ, ক্ষুদিরাম, প্রীতিলতা, মাষ্টার দা সূর্যসেন
শত দেশপ্রেমিকের আত্মদানে ১৯০৭ বেয়ে আসে ১৯৪৭।

বাংলার আকাশে ওঠে মেঘে ঢাকা স্বাধীনতা সূর্য
পদে পদে নতুন খোলসে পুরানো পরাধীনতায়
ফুসে ওঠে আত্মা - ভাষার দাবীর পথ বেয়ে স্বায়ত্বশাসন
স্বাধীকার থেকে স্বাধীনতা- টগবগ করে ফোটে আকাঙ্খা

চির মুক্তি আকাঙ্খী আত্মা আবারো জেগে ওঠে
স্বর্ণালী একাত্তর! নক্ষত্র দিশায় শেখ মুজিব : ইতিহাসের নব লিখন
রক্তের নদী পেরিয়ে গঙ্গারিডই থেকে বাংলাদেশ...
সবুজের বুকে লাল পতাকা- পত পত !

বাইশ পরিবার থেকে বাইশ লক্ষ
রুপান্তরের নাম বদলে কাঁদে অসহায় মুক্তিপিয়াসী
শাসক পাল্টায় শুধু শোষন অবিরাম
ফিরে শশান্কোত্তর মাৎসানায় -রূপ ভিন্নতায়

শোষন জুলূম গুম খুন অত্যাচারের প্রতিবাদ
মৌলিক অনুভবেই জাগায় বারবার
শান্ত বাঙালীর প্রশান্ত মনে দ্রোহের আগুন
সেই কাংখিত মুক্তির আশায়...

আজো ফুটপাতে সেই সত্য
অন্নহীন বস্ত্রহীন, আশ্রয়হীন
মৌলিক মানবাধিকারহীন
ভিন্নমত আর মুক্তপথহীন
মুক্তির- মুক্তিযুদ্ধের চেতনা ভুুলুন্ঠিত হয়
মসনদের মোহমায়ায়-আসক্তি আর বিভ্রমে!

প্রকৃত বিজয়রে স্বাদ কবে হবে আমজনতার!!!!
মুক্তির পথ আর কতদূর????

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা



ছবি কৃতজ্ঞতা : অন্তর্জাল

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

শাহরিয়ার কবীর বলেছেন:
অনগত ভবিষ্য! ওরাও কি পারবে সত্যিকারের মানুষ হতে?

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা :)

সেই স্বপ্নেরই সন্ধানেই সকল প্রশ্ন, ব্যাকুলতা

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

জেন রসি বলেছেন: বাহ! এ দেখি একখন্ড ইতিহাস। বাংলার ইতিহাস।

মুক্তির জন্য যে পথ, সে পথের কোন শেষ নেই।সে পথে আমরা সবাই একটা ম্যারাথন দৌড়ে আছি।

বিজয়ের শুভেচ্ছা। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জেন রসি ভায়া :)

বিজয় দিবস হোক প্রতিজ্ঞার ম্যারাথন বিজয়ী হবার

বিজয়ের শুভেচ্ছা অফুরান

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা..... !:#P

কবিতায় পুরো ইতিহাস। ভালো হয়েছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজয়ের শুভেচ্ছা আপনােকও

সামান্য চেষ্টা করেছি । কৃতজ্ঞতা।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫

জগতারন বলেছেন:
জাতি-র গৌরবজ্জ্বল ইতিহাস "মহান বিজয় দিবস"-এর প্রাক্কালে,
আজ আবারো হৃদয়ে প্রশ্ন জাগে,
রক্তাক্ত মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি,
অর্জনের ৪৫ বছর পরেও,
১) আজো কেন তা সার্বজনীনতায় রূপান্তর হলো না.. ?
২) কেন আজো "স্বাধীনতা" সবার জন্য সমান নয়.. ??
৩) স্বাধীনতা তুমি কার.. ???

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতিহাসের শেকড় থেকে সে সন্ধানেরই ভ্রমন

কালে কালে শোষকেরা যেমন রুপ বদলেছে- জনতার থেকেও বেরিয়েছে প্রতিবাদী! বীর! বিপ্লবী!

বড়ই বন্ধ্যা সময়ে স্ব-দেশ! সৎ সাহস করে বলার কেউ নেই- রাজা তুই ন্যাংটো!!!!

বিজয় দিবসের শুভেচ্ছা

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

হাবিবুর রাহমান বাদল বলেছেন: মুক্তির- মুক্তিযুদ্ধের চেতনা ভুুলুন্ঠিত হয়
মসনদের মোহমায়ায়-আসক্তি আর বিভ্রমে!
এই মসনদের মোহমায়ায় মোহগ্রস্ত আমাদের নেতা-নেত্রীদের অন্তর তাই জাতির মুক্তি সুদূরপরাহত।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: একজন নেতা মানবতাবাদী, সত্যবাদী, সৎ, মোহমুক্ত....

বিজয়ের লগ্নে এইতো চাওয়া-

বিজয়ের স্বাদ সকলের কাছে পৌছে দেবার বাস্তবতায়।

বিজয় দবিসের শুভেচ্ছা

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২০

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা এত্তো কঠিন ক্যান ?

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভ্রমনের চেয়ে কঠিন নয় মনে হয় ;)

বিজয় দিবসের শুভেচ্ছা ভ্রাতা :)


৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

ধ্রুবক আলো বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা...
কবিতা অনেক কঠিন, খুব অর্থপুর্ন

১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো

বিজয়ের শুভেচ্ছা অফুরান :)

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

সাদা মনের মানুষ বলেছেন:
প্রায় কবিতাই আমার কাছে কঠিন কেন মনে হয় আমি বুঝিনা :(

ভ্রমণের কোন তুলনাই হয়না, এটা সব সময়ই মজাদার :)

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম
এটা হয়তো কবিদেরই দূর্ভাগ্য একজন বিজ্ঞ পাঠক কে কাব্যে মজাতে পারল না ;)

ভ্রমন অতুলনীয় শতভাগ সহমত। কিন্তু কত কষ্টের পর মেলে সেই অমূল্য সূখ...
অর্থে, দেহে, সময়ে সব সমন্বয়হলেই - মিলে সে আনন্দ!
এই দিকে কাব্য বেশ সাশ্রয়ী ;) হা হা হা হা

ধন্যবাদ ভ্রাতা

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

জুন বলেছেন: এই অঙ্গ বঙ্গ কলিঙ্গ এর ইতিহাস অত্যন্ত স্বল্প কথায় উঠে আসলো আপনার হাত ধরে বিদ্রোহী।
কিন্ত তেমন উল্লেখযোগ্য উন্নতি কি হয়েছে এত পট পরিবর্তনের পরেও? হয়তো আলেকজান্ডার বেচে থাকলে আবারো বলতো

" হায় সেলুকাস কি বিচিত্র এই দেশ"।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমেই বিজয়ের শুভেচ্ছা জুনাপু :)

অনেকদিন পর এলেন :)

হুমম ...
কেবলই নাম বদল - শাসক শ্রেণীর চরিত্র নয়...
শোষিতরা কালে কালে খুঁজেছে মুক্তির পথ
পালা বদলে শুধুই শাসক বদল
অধরা মুক্তি অধরাই চিরকাল..

হায় জুনাপু! আমরা কি শুধুই দেখব আর আফসোস করব!!!!

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন:
অর্থে, দেহে, সময়ে সব সমন্বয়হলেই - মিলে সে আনন্দ!
এই দিকে কাব্য বেশ সাশ্রয়ী ;) হা হা হা হা

...........তাহলে তো এবার কাব্যেই মজতে হয় :D

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
মন্দ হয়না..স্বাগতম :D

আমরা ডাবল বোনাস পাব ভ্রমনের সাথে কাব্য ফ্রি ;)

অগ্রিম অভিনন্দন :)

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪১

কাছের-মানুষ বলেছেন: বিজয়ের শুভেচ্ছা রইল যদিও পড়তে গিয়ে আমার দাত ভেঙ্গে যাবার যোগার।
কবিতায় অনেক কিছু উঠে এসেছে ।

+++++++

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! ডেন্টিস হলে না হয় চেম্বারের ঠিকানাটা দিয়ে দিতুম ;)

হা হা হা হা

অনেক কিছু খেয়াল করায় অনেক ধন্যবাদ

বিজয়ের শুভেচ্ছা :)

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ভালোলাগা রেখে গেলাম ব্যস্তার ভিড় ঠেলে....
++++++++++++++++++

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবক আলো!

ব্যস্ততার ভীরে ভাললাগা টুকু খুব স্বস্তিতেই হৃদয়ে পুরে রাখলাম :)

শুভেচ্ছা বিজয়ের অফুরান.....

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

অরুনি মায়া অনু বলেছেন: কবিতায় তুলে ধরেছেন সংগ্রামী এক ইতিহাস। সুন্দর কবিতা। ভাল লেগেছে।
মুক্তির পথ কতদূর তা জানা নেই। তবে সংগ্রাম আজও শেষ হলনা এই জানি।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহান বিজয় দিবসের ‍শুভেচ্ছা অনেক অনেক

বিজয়ের স্মারক হিসেবেই কিছু লিখতে মন চাইল- চেষ্টা করলাম।

ভাল লাগায় অনুপ্রাণিত হলাম।

এ সংগ্রাম নিত্যতার। নদীর ঢেউয়ের মতই.....

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



ওয়াও............... ভারতবর্ষ তথা বাঙলার ইতিহাস ছত্রে ছত্রে । পুরো ইতিহাসের বই কয়েকটি লাইনে ।
ইতিহাসের সার সংক্ষেপ ।

অঙ্গ বঙ্গ মগধের পথ বেয়ে আজ .................
বাইশ পরিবার থেকে বাইশ লক্ষ
রুপান্তরের নাম বদলে কাঁদে অসহায় মুক্তিপিয়াসী
শাসক পাল্টায় শুধু শোষন অবিরাম
ফিরে শশান্কোত্তর মাৎসানায় -রূপ ভিন্নতায়


মুক্তির পথ তাই আর কতদূর????

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথেমই বিজয়ের শুভেচ্ছা :)

দারুন!

একেবারে নির্যােসর নির্যাস কোট করে এক অনন্য রুপ দিলেন।
ঘুরে ফিের শুধূ রয়ে যায় প্রশ্নটাই

মুক্তির পথ তাই আর কতদূর????

অনেক ধন্যবাদ ভ্রাতা :)

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫০

নীলপরি বলেছেন: ঐতিহাসিক কবিতাটা পড়ে অসাধারণ লাগলো । মুক্তির পথ দূর হলেও আছে তো অবশ্যই ।

কবিতা্য় ++++++++++++++++++++

শুভকামনা ।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহান বিজয় দিবসের শুভেচ্ছা নীল পরি :)

হুম। পথ আছে। কিন্তু সন্ধানেই প্রশ্ন -মুক্তির পথ তাই আর কতদূর????

এত্তগুলানে প্লাসে ধন্যবাদ এত্তগুলান:)

ধন্যবাদ

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


বিন-কাশিম বখতিয়ার খিলজিরা ছিল আধা-মানুষ, ওরা মানব সভ্যতাকে তছনছ করে দিয়েছে, মানুষকে ক্রীতদাস বানায়েছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিষয়টি আপেক্ষিক।

বর্বর বৃটিশ আমেরিকার ইতিহাসও খুব সূখকর নয়- যেখানে বসে তারা এখন মানবতার গীত গায়! বা আপনিও বহু সুশীল বোধে আহা-উহু করেন।
সম-সাময়িক বাস্তবতা অনেক কিছূ করায়, যা অন্য সময়ে হয়তো অপাংক্তেয় মনে হয়!

ক্রীতদাসের ইতিহাস আপনার নিরাপদ সূখের বসত আমেরিকারই কিন্তু সবচে জঘন্য!!!
সে যাক ।

ভাল থাকুন। বিজয় দিবসের শুভেচ্ছা :)

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১০

স্নিগ্ধ শোভন বলেছেন:




ভাই মুক্তির পথ আর কতদূর????
কবিতায় অনেক ভালো লাগা এবং বিজয়ের শুভেচ্ছা রইলো।


১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ ভায়া স্নিগ্ধ শোভন :)

বিজয়ের শুভেচ্ছা আপনাকেও...

ভাললাগায় প্রেরণা

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৪

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ ! বহু আগে থেকে মুক্তির সংগ্রাম শুরু হয়েছে । যেখান থেকে আপনি লিখে গেছেন । সেইকাল থেকে ৭১ পর্যন্ত ক্রম পর্যায়ে একটি মহাকাব্য লেখা যায়। হয়তো আপনি অথবা আপনার মত কেউ লিখে ফেলবেন নিশ্চয় !

শেষের কিছু চরণে যেন নির্মম বাস্তবতাকে ডেকে তুলেছে । হতাশায় বুকগুলো যেন এখনো স্বপ্ন দেখে মুক্তির। নিজের থেকে নিজের মুক্তি !

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা রইলো ।

শুভ কামনা রইলো ।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন মন্তব্যে মুগ্ধতা!

নিজের থেকে নিজের মুক্তি সবচে দামী-শুভকামনা রইল

বিজয়ের শুভেচ্ছা আপনাকেও...

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ সুজন ভায়া :)

বিজয়ের শুভেচ্ছা

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৫৭

রাবেয়া রাহীম বলেছেন: পুরো কবিতা জুরে বাংলার একখন্ড ইতিহাস । অসাধারন হয়েছে!

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বুবু -কৃতজ্ঞতা

শেকড় আর সত্য মুক্তি আর ইতিহাস সব সন্ধানেরএক ছোট্ট মেল-বন্ধনের চেষ্টা :)

বিজয়ের শুভেচ্ছা

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শব্দ তুলিতে আহা
আহা আঁকলে যা ছবি;
যেনো ভিসুয়াল হিস্ট্রি
সালাম হে কবি।

কবিতারে মূল্যিবো
নেই সেই ধৃষ্টতা;
জানোইতো অগাবগা
ক্ষমো মোর অজ্ঞতা।

বুঝি কম তাই মনে
জাগে এক খটকা;
দূর করো প্রিয় কবি
মাথার এই জট কা।

কয়েই ফেলি তাহলে
মনের এই আর্জি;
''জ'' অক্ষরে তোমার
আছে কি এলার্জি?

ক্যান জানি মনে হলো
দুটো নাম বাদ গেলো

সাতচল্লিশ এ এক
একাশির অপর নাম;
একজনে আলী আছে
অপরটি রহমান।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ওয়া সালাম ছড়াকার
স্বাগত অনেক দিন পর
বিজয়ের শুভেচ্ছা নাও আগে
পরে যত কথা -বল মন ভর।

হাজার বছরের রেখা গেলে টানতে
মূখ্য আউটলাইন; নয় বৃত্তান্ত অন্তে
তাই শুধু টপ টপ বিন্দুতে অংকন
নেই কোন এলার্জি, মিছে করোনা ক্রন্দন!

আমারও প্রিয় তিনি জিয়াউর রহমান
তার দলই ভুলে গেছে তার আদর্শ মহান
তাই আজ জিল্লতি দলে দেশে জনতায়
জাগবার চেষ্টা দেখীনাতো সফলতায়!

নাও বুক ভরে তবে বিজয়ের শুভেচ্ছা
শতজনে থাকে জেনো কতশত ইচ্ছা
সার্বজনীন যা -তাই টিকে মহাকালে
সাম্প্রদায়িকতা থাকুক দূরে অতলে।।

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

সাহসী সন্তান বলেছেন: শিরোনাম দেখে ভাবছিলাম উত্তর বোধহয় ভিতরে ঢুকলেই পাবো! কিন্তু ভিতরে যে আরো অনেক প্রশ্নের চাপায় পিষ্ট হইয়া গেলাম! এখন যে দন্ডায়মান থাকাটাই কষ্টোকর বলে মনে হচ্ছে! ;)

খুব সুন্দর এবং এক কথায় অসাধারণ একটা কবিতা! খুব ভাল লাগলো! বিজয়ের শুভেচ্ছা জানবেন!

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আপনার অসাধারন বলার ভঙ্গিতে আপ্লুত হলাম :)

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বিজয়ের শুভেচ্ছা আপনার জন্যেও

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ্মুক্তির যুদ্ধ কি সহসা শেষ হয় কবি?
রাজনৈতিক স্বাধীনতা চেয়ে যে যুদ্ধ একদিন তার শেষ হয়, কিন্তু মুক্তির যুদ্ধ চলমান। সেটা চলতেই থাকে।
মুক্তির সোপান একটি পেরলে পরে আরেকটির জন্ম হয়, ক্রমশ ডিঙিয়ে যেতে হয়। মুক্তির এ যুদ্ধ নিরন্তর।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গালিব মেহেদী খান :)

হুম কথা সত্য -মুক্তির এ যুদ্ধ নিরন্তর।

অনেক ধন্যবাদ ও বিজয়ের শুভেচ্ছা

২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২৬

সোহানী বলেছেন: আরে দারুনতো... এক কবিতায় পুরো ইতিহাস++++++। তবে সাদা মনের ভাইয়ের মতো আমার কাছে ও কবিতা দূর্বোধ্য মনে হয়....

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সোহানী!

কবিতা হৃদয়ের কথন! তাকি দুর্বোধ্য হয় কখনো! হৃদয় দিয়ে অনুবভ করলেই দেখবেন যেন না বলা কত স্বপ্নেরা লুকিয়ে সেথা :)
আপনার অণুভবে কবিতারা খেলা করুন হংসমিথুন সম:)

শুভেচ্ছা

২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০১

বিমূর্ত নীল বলেছেন: বাহ :)

১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

মুগ্ধতা পআন্তরিক প্রকাশে .....

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: এক ঝলকে বিশাল ইতিহাস! অসম্ভব ভালো লাগা রইলো, ভৃগু দা!

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সাধূ দা :)

ফিরেছেন দেখে ভাললাগা একরাশ :)
পোষ্ট্দেয়াও শুরু করুন! মিসিং এ লং হোয়াইল

অসম্ভব ভাললাগায় কৃতজ্ঞতা

শুভচ্ছো নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.