নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন নিশূতি রাতে
হঠাত এক পলকা হাওয়ার ছৌঁয়ায়
কেঁপে উঠেছিনু!
তবে কি- তোমার দীর্ঘশ্বাসই?
একই আকাশ একই চাঁদ একই তারা
গায়ের আটপৌড়ে হৃদয়ের দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে!
জোনাক জ্বলা রাতে বিরহী প্রিয়ার কষ্ট
ঝা তকতকে শহরে কি অনুভুত হয়?
বৃত্তাবদ্ধ কষ্টের বৃত্ত - বড় হতে হতে~ হতে হতে
মিল্কিওয়ে ছাড়িয়ে গেল,
তোমার ঝুল বারান্দা থেকে
আমার মাটির উঠোন
তারচে কত বেশী ব্যবধানে; আজো ভিনগ্রহবাসী করে রাখে!
অথচ হৃদয়ের অলিন্দে
তোমার কি দারুন জলকেলি
রার্জষী হংস মিথুন সম
গ্রীবা উঁচু করে বাঁকা চাহনীতে আলতো করে
চকিত কপট দৃষ্টি হানো -দুষ্টুমিতে --
আলতো ছোঁয়ায় কেঁপে ওঠে সমস্ত অস্তিত্ব
শিহরন রোমে রোমে.. স্বর্গীয় অনুভুতি
চোখে চোখ হাতে হাত
মৃদু আলোয় হালকা সুর মুর্ছনায়
মিশে গেলে দুটি হৃদয়- আমি স্বর্গের সিড়ি দেখেছি।
স্বপ্নগুলো শিশিরের মতো
আগলে রাখি রাতের শীতলতায়
সূর্যালোকে হারিয়ে যায় বলে...
তুমি জোছনা ভরে এসো-স্বপ্ন সত্যি হয়ে যাবে।
আসবে কি?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধণ্যবাদ
বোনাস কি? আরেকটি কবিতা? হয়ে যাবে খন
অনেক অনেক শুভেচ্ছা
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩
রাবেয়া রাহীম বলেছেন: তারচে কত বেশী ব্যবধানে; আজো ভিনগ্রহবাসী করে রাখে!
অতৃপ্ত হৃদয়ের হাহাকারে শোকাতুর প্রাণ
মৃদু আলোয় হালকা সুর মুর্ছনায়
মিশে গেলে দুটি হৃদয়- আমি স্বর্গের সিড়ি দেখেছি।
আবেগে কল্পনায় কাছে পাওয়ার আকাঙ্ক্ষা তীব্রতর হয়ে উঠে অবুঝ প্রাণে
তুমি জোছনা ভরে এসো-স্বপ্ন সত্যি হয়ে যাবে।
আসবে কি?
ব্যাথাতুর হৃদয়ের আকুলতা ঝরে পড়ছে তাই কাছে পাওয়ার জন্য আমন্ত্রণ
অসাধারণ অসাধারণ
না তাও কম ---অনেক বেশী হৃদয় ছোঁয়া আমন্ত্রণ জানানো কবিতায় অসংখ্য ভাল লাগা
ধন্যবাদ ভাইজান
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পংক্তি পংক্তি বিশ্লেষনে অনেক অনেক ধন্যবাদ বুবু
ভাললাগার আবেগটুকু হৃদয়ের কোনে সাজিয়ে রাখলাম
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বুবুজান
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮
ধ্রুবক আলো বলেছেন: গায়ের আটপৌড়ে হৃদয়ের দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে!
++++
অসাধারন কবিতা মনোমুগ্ধকর লেখনি
অভিভূত...
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো
আমাকে সাহসী করে ঋণী করেছেন বলেন কৃতজ্ঞতা
শুভেচ্ছা অন্তহীন
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫
কথাকথিকেথিকথন বলেছেন: প্রথম স্তবক এবং শেষ তিন স্তবক দিয়ে কবিতা কল্পনায় আমার কাছে বেশি অসাধারণ লেগেছে। চমৎকার শাব্দিক রেখা চরণের আষ্টেপৃষ্টে । ভাল লেগেছে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কথাকথিকেথিকথন
আপনার মন্তব্যে আপ্লুত অনুপ্রেরণায় শব্দের মালা যেন
শুভেচ্ছা অফুরান
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭
অপ্সরা বলেছেন: কাকে আসতে বলছো ভাইয়া???
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ যে যে আমার চির আপন
যে প্রাণ সখির তরে জনম জনমের বন্ধন
যে পড়লেই অনুভব করবে এ যে আমারই জন্য আহবান
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪০
সুমন কর বলেছেন: ...চলে আসবে, চিন্তার কোন কারণ নাই !!
কবিতা ভালো লেগেছে। +।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ধন্যবাদ সুমন দা'
ভাল লাগা আর প্লাসে কৃতজ্ঞতা
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৫০
সামু পাগলা০০৭ বলেছেন: আসলাম! এমন অসাধারন আহবানময় কবিতা পড়ার লোভে না এসে পারা যায়না।
সেদিন বুবুর পোষ্টের সাথে মিল আছে। সেই একই কাহিনী; জীবন নদীর ভাংঙন গড়ন, কেঁপে ওঠা মনে আশা নিরাশার দোলাচাল, স্বপ্নে এত ডুবে যাওয়া যে বাস্তবই মিছে মনে হওয়া! আরো কত শত অনুভূতি! তাই না সখা? হাহা।
বেশ আবেগী, ঝরঝরে, সাবলীল লেখা।
একরাশ ভালো লাগা রইল!
শুভকামনা!
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ! সখি যে!
পথ ভুলে নাতো? হা হা হা ( তোমার ষ্টাইলে জাষ্ট কিডিং )
হুমম..
ভাল লাগা আর শুভকামনায় একরাশ কৃতজ্ঞতা
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: ছন্দময় কবিতাটি পাঠে কতনা অনুভব জেগে উঠে মনে , যতই এগিয়ে চলি দেখি নব নব ভাবের আগা গুনা ব্যঞ্জনাময় শব্দ জঙ্কারে ।
স্বপ্নগুলো শিশিরের মতো
আগলে রাখি রাতের শীতলতায়
সূর্যালোকে হারিয়ে যায় বলে...
তুমি জোছনা ভরে এসো-স্বপ্ন সত্যি হয়ে যাবে।
আসবে কি?
অবশ্যই আসবে কেননা কেউ কেউ জেগে থাকে অদ্ভুত জোছনার ভেতরে, কারো বুকে বাসা বাঁধে বিপন্ন বিলাপ! কোনো কোনো উঠোনে চাষ হয় অবিরাম দুঃখবিলাস, বেদনার রঙ মেখে সাজায় কেউ স্বপ্নকানন, রাতের জঠরে বেড়ে চলে ক্রন্দসী রাত, জোছনা বেয়ে নামে বেদনার বাড়ন্ত হাত, জেগে থাকাই একা থাকা নয় সাঁতার মানেই ভেসে থাকা নয় জোছনার ভেতরেও থাকে সাঁতারহীন ডুবসাঁতার, সেখানে রার্জষী হংস মিথুনেরা জলকেলি করে যেমনটি দেখা যায় কবিতায়
অথচ হৃদয়ের অলিন্দে
তোমার কি দারুন জলকেলি
রার্জষী হংস মিথুন সম
গ্রীবা উঁচু করে বাঁকা চাহনীতে আলতো করে
চকিত কপট দৃষ্টি হানো -দুষ্টুমিতে --
মনে হল জোছনাস্নাত গভীর রাতে মনের জানালায় কেও বুজি উঁকি মারছে , গাছের পাতায় চাদ যেন লুকোচুরি খেলছে আর মাঝে মাঝে জোছনা ঠিকরে পড়ছে জানালা দিয়ে, নির্ঘুম চোখে আকাশের দিকে তাকিয়ে, অপলক দৃষ্টিতে তাকিয়ে, ভাবুক হৃদয় ভাবছে কারো কথা। মনে মনে বলছে চকিত কপট দৃষ্টি হানো -দুষ্টুমিতে ।
রাতের গভীরে ঘুম চোখে কবিতাটি পাঠে মনে হয় যেন সোনালি রাতের বাতাস গাছের পাতায় দোল খেয়ে ডেকে আনছে ঘুমিয়ে পড়ার আয়োজন! আজ যে করেই হোক ঘুমুতেই হবে। বহুকাল থেকেছি তো থেকে নির্ঘুম! আর কত!!! প্রচণ্ড ক্লান্তিতে দেহ যখন প্রতিবাদ করেছে তখনও থেকেছি নির্ঘুম ! ভৃগু ভাই এর এই কবিতাটি পাঠ করতে করতে ঘুমাব আজ আর স্বপ্নে নীল জোছনা কুড়িয়ে জোছনা রঙে স্বপ্ন দেব বুনে । কল্পলোকের গল্প যত হয়নি আজও লিখা , তার সবই হবে নীল জোছনায় আঁকা । মনের গহীন অতল জলে করব খেলা , সেথায় ভাসিয়ে দেব নীল জোছনার ভেলা । রাজহংসী হয়ে সে ভেলায় করে মিল্কিওয়ের দুরত্ব দিব ঘুচিয়ে ,সহসাই যাব মিশে ভিনগ্রহবাসীর সাথে যে নিভৃতে সেজে আছে এক আলো আর আঁধারিতে । এই কবিতাটি পাঠে খেয়ালী মন মোর করে গান রচনা সারারাত থেকো তুমি ওগো জোছনা মোর হৃদয় আঙ্গীনাতে । কবিতাটির মত জোসনার আলতো ছোঁয়ায় যেন কেঁপে ওঠে সমস্ত অস্তিত্ব শিহরন রোমে রোমে.. স্বর্গীয় অনুভুতিতে ।
ধন্যবাদ জোসনা ও স্বপ্ন নিয়ে দারুন অনুভুতি জাগানিয়া কবিতাটির জন্য ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াহ! অসাধারন!
আপনার মন্তব্যে আপ্লুত প্রিয় ড. এম আলী
হৃদয় খুড়ে রেখে গেছেন কতনা কথার মুক্তো মালা... মুগ্ধ
ভৃগু ভাই এর এই কবিতাটি পাঠ করতে করতে ঘুমাব আজ আর স্বপ্নে নীল জোছনা কুড়িয়ে জোছনা রঙে স্বপ্ন দেব বুনে । কল্পলোকের গল্প যত হয়নি আজও লিখা , তার সবই হবে নীল জোছনায় আঁকা । মনের গহীন অতল জলে করব খেলা , সেথায় ভাসিয়ে দেব নীল জোছনার ভেলা । রাজহংসী হয়ে সে ভেলায় করে মিল্কিওয়ের দুরত্ব দিব ঘুচিয়ে ,সহসাই যাব মিশে ভিনগ্রহবাসীর সাথে যে নিভৃতে সেজে আছে এক আলো আর আঁধারিতে । এই কবিতাটি পাঠে খেয়ালী মন মোর করে গান রচনা সারারাত থেকো তুমি ওগো জোছনা মোর হৃদয় আঙ্গীনাতে । কবিতাটির মত জোসনার আলতো ছোঁয়ায় যেন কেঁপে ওঠে সমস্ত অস্তিত্ব শিহরন রোমে রোমে.. স্বর্গীয় অনুভুতিতে । ..
এমন আবেগ পেলে মনে হয় সার্থক লেখনি।
অনেক অনেক কৃতজ্ঞতা শুভেচ্ছা আর শুভকামনা ভ্রাতা
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯
নীলপরি বলেছেন: বৃত্তাবদ্ধ কষ্টের বৃত্ত - বড় হতে হতে~ হতে হতে
মিল্কিওয়ে ছাড়িয়ে গেল,
তোমার ঝুল বারান্দা থেকে
আমার মাটির উঠোন
তারচে কত বেশী ব্যবধানে; আজো ভিনগ্রহবাসী করে রাখে!
আবেগঘন শব্দের কথাচিত্র মনকে ছুঁয়ে গেলো । ছবি দেননি । তাই নিজের মতো কল্পছবি এঁকে নিলাম ।
শুভকামনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: গভীর অনুভবতো এটাই... নিজের মতো কল্পছবি আঁকা.....
পাঠকের মন ছুঁয়ে গেলে লেখক সার্থক দারুন বলেছেন -আবেগঘন শব্দের কথাচিত্র !!!
অনকে অনকে শুভেচ্ছা নীলপরি।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অন্তহীন শুভকামনা আপনার জন্য।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৯
সামু পাগলা০০৭ বলেছেন: না! পথ ভুলে কেন আসতে হবে সে পথে?
আমারই নাম লেখা যার প্রতিটি বাঁকে!
শুভকামনা!
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম
সখি -আজ দেখলৈাম বর্ষার আহবান! তাই ..
গত দুদিনে কতবার যে ক্লিকাইছি... ভগবানই জানে তাই এ আক্ষেপ
স্বাগত শতবার
নিজ অঙ্গনে তোমার
কিছু কথা ইশারার
কালো নজর এড়াবার
হা হা হা
শুভকামনা অফুরান
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬
বিজন রয় বলেছেন: ডঃ এম এ আলী যেভাবে বলেছেন তাতে আমাদের আর কিছু না বললেও চলবে।
শুধ বলে যাই, যেদিন থেকে আপনি ব্লগের জন্য কবিতায় মন দিয়েছেন সেদিস থেকে শান্তি পাচ্ছেন, আপনার মন ভাল থাকছে।
এই জন্য এত ভাল কবিতা প্রসব করতে পারছেন।
কবিতায় থাকুন।
শুভকামনা।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিজন রয়
সহমত।
আপনারা অনুপ্রাণে, উৎসাহে আছেন যখন -থাকতে ভরসা পাই
অন্তহীন শুভেচ্ছা
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
সাহসী সন্তান বলেছেন: শিরোনামটাই আমাকে পোস্টের দিকে সব থেকে বেশি আকর্ষণ করলো। আর ভিতরে ঢুকে কবিতার লাইন পড়ে তো বেশ ওমঃ পাইলাম, বাইরে যাইতে মন চাইতেছে না! ইয়ে আমি থাকলে কোন সমস্যা নাই তো.....
খুব সুন্দর কবিতা ভৃগু ভাই! অনেক ভাল লাগলো! শুভ কামনা জানবেন!
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা!
কুন সমস্যা নাই- আপনারাইেতা প্রাণ! না থকলে চলপে কেনু
অনেক অনেক ধন্যবাদ সা. স ভাই শুভেচ্ছা নিরন্তর
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মৃদু আলোয় হালকা সুর মুর্ছনায়
মিশে গেলে দুটি হৃদয়- আমি স্বর্গের সিড়ি দেখেছি। অসাধারন লিখেছেন কবি।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ লিটন ভাই!!!!
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা
আপনাদের অনুপ্রেরণায় শক্তি পাই
শুভেচ্ছা অন্তহীন
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ
০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম..
ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮
এডওয়ার্ড মায়া বলেছেন: ভৃগু দা - কিছু লাইন মন ছুয়ে গেল ।
একই আকাশ একই চাঁদ একই তারা
গায়ের আটপৌড়ে হৃদয়ের দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে!
০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ এ. মায়া দাদা
লেখা বেঁচে থাকতে পারে তো কারো মন ছুঁতে পারলেই!
আপনার মন্তব্যে সাহস ও অনুপ্রাণ পেলাম
শুভেচ্ছা
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬
এফ.কে আশিক বলেছেন: তোমার ঝুল বারান্দা থেকে
আমার মাটির উঠোন
তারচে কত বেশী ব্যবধানে; আজো ভিনগ্রহবাসী করে রাখে!
অথচ হৃদয়ের অলিন্দে
তোমার কি দারুন জলকেলি.....
অসাধারণ লিখেছেন...
কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম.......
০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: একরাশ শুভেচ্ছা
মুগ্ধতার প্রকাশও মুগ্ধ করার মতোই
শুভেচ্ছা অন্তহীন
১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৮
অন্তু নীল বলেছেন:
আসাধারণ লাগল।
....আসবে আসবে।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক ধন্যবাদ অন্তুনীল
নিশ্চয়ই.... কোন এক প্রবারণা পূর্ণিমায় .....
ভরা জোছনার স্নান শেষে....
১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
অথচ হৃদয়ের অলিন্দে
তোমার কি দারুন জলকেলি
রার্জষী হংস মিথুন সম
গ্রীবা উঁচু করে বাঁকা চাহনীতে আলতো করে
চকিত কপট দৃষ্টি হানো -দুষ্টুমিতে --
কবিতায় +++++
০৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫
সাদা মনের মানুষ বলেছেন:
একই আকাশ একই চাঁদ একই তারা
গায়ের আটপৌড়ে হৃদয়ের দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে!
............হৃদয়ের এতোটা আকুতি মাখা আহব্বান উপেক্ষা করতে পারে কে!
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই
হুম
শুভেচ্ছা অনেক অনেক
২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৩
গুলশান কিবরীয়া বলেছেন: কবির চাওয়া , পাওয়ায় পরিণত হোক । পুরনাঙ্গতায় , তৃপ্ততায় ভড়ে উঠুক কবি হৃদয় ।
তবে অতৃপ্তি না থাকলে এতো সুন্দর একটি কবিতার জন্ম কি হতো !!!! তাই স্বার্থপরের মত বলতে ইচ্ছে হচ্ছে , থাক না কবি হৃদয় একটু খানি অতৃপ্ত ।
০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন শুভকামনায় ভরা মন্তব্যে আপ্লুত
আপনার স্বার্থপরতাকেই না হয় বুকে তুলে নিলুম ভালবেসে
অন্তহীন শুভেচ্ছা
২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১
প্রামানিক বলেছেন: একই আকাশ একই চাঁদ একই তারা
গায়ের আটপৌড়ে হৃদয়ের দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে!
অনেক ভালো লাগল আকুতি মাখা কাব্য কথামালা। ধন্যবাদ
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রামানিক ভাই
ভাললাগাটাই সবচে বড় পাওয়া
শুভেচ্ছা অন্তহীন
২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩০
আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,
যে বিদ্রোহী ভয়াল ট্যাংকের সামনে দাঁড়িয়ে গ্রীবা উঁচু করে বাঁকা চাহনীতে বলে - "বি হোল্ড" , সে আজ ক'দিন ধরে জোছনার সিঁড়ি বেয়ে স্বর্গগামী হতে চাচ্ছে যে বড় ! বিদ্রোহী থেকে একেবারে পরমহংসদেব ? এজন্যই তো প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন গ্রহবাসী । কাছাকাছি মনে হলেও যোজন যোজন দূরেই রয়ে যায় । তাকে ছুঁয়ে দেখা যায়না , যায়না বুঝে ওঠা ।
আর জোছনায় ভিজতে চাওয়া দোষনীয় কিছু নয় , তবে এই শীতকালে অতি ভেজা হলে সর্দিকাশি রোগের একটা ভয় থাকে ! তেমন রোগের আলামত পাচ্ছি । মনের ঝুল বারান্দায় এসব রোগকে আসতে বলা ঠিক নয় ।
ট্যাংকের মতোই ভয়ঙ্কর কবিতা ।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে গোড়া ধরে টান দিলেন আহেমদ জিএস ভাই
হা হা হা
বিদ্রেহীর জীবনে কি জোছনা আসতে নেই
পরমহংসদেব হল সবচে কঠিন দ্রোহ-অথচ জোছনার মতো মায়াময়তায় সব বদলে দেয়!
বারুদ যেখানে বদলের সাথে হিংসা আর প্রতি-র সংযোগ রাখে জোছনা সেখানে কেবলই প্রেমময় বদলের অমোঘ আহবান!
নিজেই আজো নিজের যোজন দূরে রইলুম! কে আমি কেন আমির সন্ধানে জীবন সায়াহ্নেও কতজন পূর্নতা পায় বলুন!
হা হা হা
এন্টিবায়োটিক নিয়ে রাখব খন! শুভকামনায় প্রীত আপ্লুত
আপনার অসাধারন উপমায় মুগ্ধ
শুভেচ্ছা অফুরান
২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৯
গোফরান চ.বি বলেছেন: ভালো লাগলো।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ গোফরান ভাই
শুভেচ্ছা অনেক অনেক
২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: তুমি জোছনা ভরে এসো-স্বপ্ন সত্যি হয়ে যাবে[/sb
মুগ্ধ হতে বেশি কিছু লাগে না। +++
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরেহ রাজপুত্র যে.....
অনেক অনেক ধন্যবাদ রাজপুত্তুর
এমন কাব্যিক প্রকাশে মুগ্ধ
শুভেচ্ছা
২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৯
জেন রসি বলেছেন: কবিতা পড়ে কিছুক্ষনের জন্য বাস্তবটাই স্বপ্ন হয়ে গেল!
কবিতা পড়ে আরাম পাইছি বিদ্রোহী ভাই।
০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মন্তব্য পড়ে অনেকক্ষন ইমো হয়ে রইলাম
অনেক অনেক ধন্যবাদ জেন রসি ভাই
মন্তব্যেও আরাম বোধ আপ্লুত করলো
শুভেচ্ছা অন্তহীন
২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৫
আমি তুমি আমরা বলেছেন: ভাল্লাগছে
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুশি হইছি
অনেক ধন্যবাদ আমি তুমি আমরা
২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাকে আসতে বলেছেন কবি যাকে আপনি ভাল বাসেন না যে আপনাকে ভাল বাসে?
এই আসার যাওয়ার নিয়ত খেলায় কবিরা নিভৃতে রচনা করে যান তাদের কাব্য , কবিতা আর ফুল দুই কি এক কেহ কবিতা দিয়ে আহ্বান করেন আবার কেহ ফুল দিয়ে।
এই জোছনা কি কারোর আলোকিত জীবন নাকি রুপের ঝলক?
ভাল বাসাত আলোকতি /রুপের কাংগাল নয় তাহলে কেমনে কি।
কবিতা পড়ে এতই আপ্লুত হয়েছি ভাল লাগার সবটুকু রেখে গেলাম।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
ভাললাগার সবটুকু রেখে দিলাম হৃদয়ের মাঝে
হবে কোন একটা ! যে যেভাবে পাজল মেলাতে পারে
শুভেচ্ছা অফুরান সুজন ভাই
২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
অরুনি মায়া অনু বলেছেন: এমন কতে ডাকলে না এসে কি পারে! নিশ্চয় আসবে।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনেক ধন্যবাদ অনু
শুভেচ্ছা অন্তহীন
৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২
সাদিক৯১ বলেছেন: গায়ের আটপৌড়ে হৃদয়ের দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে
ভালো লাগলো অনেক
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা
শুভেচ্ছা অফুরান
৩১| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: কি সুন্দর লেখেন আপনি। খুব ভাল লাগল।
১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার ভাললাগায় কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯
আলগা কপাল বলেছেন: প্রথম হইছি। বোনাস চাই।
চমৎকার তো!