নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

গৌতমীয় শুন্যালিঙ্গন

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

সখি, মনে পড়ে সেই পূর্ণিমা?
রাজকুমার সিদ্ধার্থ ব্যাকুল হল অদৃশ্য টানে
স্বপ্নপুরি ছেড়ে বোধী বৃক্ষে পূর্ণতা
যশোধা'র দৃষ্টিতে দেখেছে কি কেউ?

আজ হোক তবে জোৎস্না কথন
অনুভবে কত সহস্র রজনি পেরুনো উপাখ্যান
কত রাজ রাজন্য, কত কুটিরে আপ্লুত মন
ভাঙ্গা ঘরের ফোকর গলা জোৎস্না কাহন!!
যুগ যুগান্ত অনন্ত অন্তহীন---

কলাপাতার আড়ালে জোৎস্নার লুকোচুরি
তোমার লাজুক চেহারা, জোছনায় মাখামাখি
সেই আদি থেকে আজো
একটুও বদলায়নি অনুভব
তোমার দৃষ্টিতে মেঘের আড়ালে লুকায় চাঁদ।।

কত কাব্য কথা কত গান কবিতা
চাঁদ কি জানে?
কত স্বপ্ন কত রুপকথা
অগণন প্রেম গাঁথার স্বাক্ষ্য সে!

জোৎস্নায় ভেসে যাওয়া নদী দেখেছ?
চরাচর, শান্ত সাগর, ডুবে যাওয়া জনপদ
কেন উদাস হয় বাউল মন
এক মুঠো আলোর কি এমন ক্ষমতা????

কে খুঁজেছে কবে? সকলেই মজেছে
যাই তবে, আমিও মজি ভরা জোৎস্নার সাগরে
অবগাহন আর সখির স্মরণ
গৌতমীয় শুন্যবোধ কি এমনই ছিল
সব থেকেও কিছু না থাকার - এ কেমন আলিঙ্গন!

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে মনে হল অপ্রাপ্তির ব্যবধাণ বিচ্ছেদ ।

লেখা অনেক সুন্দর হয়েছে ভাই।

কবিতায় ++++


২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ কবীর ভাই :)

জীবনের সকল প্রাপ্তির হিসাব এই বোধে এসে বিলিন হয়েই যায় বটে ;)

অনুপ্রেরণায় কৃতজ্ঞতা

শুভেচ্ছা অসীম :)

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


মাগ গায়ে, গায়েবীখেলা, পিয়াসি মধুরায়।
শুণ্য পুরাণ, শুন্য ভবে, নিঠুর দরিয়ায়।

রাধার মনে, প্রেম পিয়াস, কৃষ্ণ বোঝে কি?
বৃন্দাবনের একি খেলা, সবি বুঝেছি।

চাঁদ জানে, জোৎস্না জানে, জানে গাঙের ঢেউ,
আঁজলা ভরে জল দিয়েছে, দেখেনি তো কেউ।

রাজকুমারের প্রেম তিষ্যা, মিটে গিয়ে ছাই।
তাই তো সখি একেলা রাধা, শূণ্যে হাত বাড়াই।



আহ! কবিতা পিয়াসি মনে একেই বলে জল। ঢোক ঢোক করে খেয়ে দিলুম।

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য মন্তব্যে আপ্লুত :)

আহ! কবিতা পিয়াসি মনে একেই বলে জল। ঢোক ঢোক করে খেয়ে দিলুম।

হৃদেয় বাঁধাই করে রাখালাম সযতেন :)

শুভেচ্ছা অফুরান

৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৬

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুব সুন্দর হইছে ভাই
+++

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবা ধ্রুবক আলো ভাই :)

শুভেচ্ছা অসীম

৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

সাহসী সন্তান বলেছেন: অন্ধকার রাত্রে চাঁদ মামার কবিতা পড়ে ঠিক মজা পাইলাম না! সুপার মুনের রাত্রে কই আছিলেন? কবিতটা তখন দিলে পড়ে বেশ আরাম পাইতাম বলে মনে হচ্ছে! ;) ইয়ে শিরোণামটা এত খটমটো কেনু.....?? B:-)

চমৎকার কবিতায় একগাদা ভাল লাগা! শুভ কামনা ভৃগু ভাই!

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

শুন্যনুভবে আলিঙ্গনতো -ইট্টু কিরাম করিাম লাগছে তাই ;)

আহারে তাইতো দারুন মিস! সুপার মুনের রাতে যে আবেগ খানা ধরা দেয় নাই ভ্রাতা! ;)
এতো বড়ই স্বৈরাচারী! নিজের মর্জি মতো আসে যায় ... হা হা হা

একগাধা ভাল লাগায় কৃতজ্ঞ :)

শুভেচ্ছা সা. স ভাই

৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০১

সাহসী সন্তান বলেছেন: আবেগ আনাইতে জানলে উহা যে কোন সময়ই ধরা দিতে পারে! এক্ষেত্রে খালি টেকনিকটা জানা দরকার! উদাহরণ সরুপ- 'এখন তো আর চাইলেও চাঁদ পাওয়া যাবে না, তবে কম্পুতে চাঁদের ছবিতো আছে! সেইটার দিকে নজর বুলাইয়া কবিতার ফিলিংসটা একটু অনুভব করার চেষ্টা করলাম আরকি!' =p~

ব্যাপারটাকে আপনি খাঁটি বাংলায় দুধের স্বাদ ঘোলে মিটানোও বলতে পারেন..... ;)

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

পুরাই ডিজিটাল ভাবনা ................:)

থ্যাংকু =p~

৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা’

শুভেচ্ছা অন্তহীন :)

৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

গেম চেঞ্জার বলেছেন: পরমাত্মিক অনুভবের কবিতা! নিঝুম সন্ধা কিংবা গভীর রাতের জন্য অসাধারণ অনুভব করার মতো।

(মনোদর্শনের কবিতা হিসেবেই ধরে নিলাম!!) +)

২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

গেমু ভাইয়ের ভাবনা ভিন্নতো হবেই :)

ধন্যবাদ এবং শুভেচ্ছা অনেক অনেক :)

৮| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫

কথাকথিকেথিকথন বলেছেন: সব থেকেও কিছু না থাকার - এ কেমন আলিঙ্গন! - সবকিছু যেন এই চরণটাতে লুকিয়ে আছে ।

ভাল লেগেছে কবিতা ভাষ্য ।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!

সেই পরম শুন্যানুভবকে অনুভবের সামান্য চেষ্টা !

ভাল লাগায় ভাবনা পূর্ণ হল:)

শুভেচ্ছা অফুরান

৯| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৯

জিসান অাহমেদ বলেছেন: দারুণ হইছে..............

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: থ্যাংকু ভাই জিসান আহমেদ :)

অনেক অনেক শুভেচ্ছা

১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি নদী দেখেছি। কবিতায়।

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা মন্তব্য :)

ধন্যবাদ রাজপুত্র :)

শুভচ্ছো অগনন..

১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

Sujoy sarkar বলেছেন: চমৎকার

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সুজয় সরকার :)

১২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জোৎস্নায় ভেসে যাওয়া নদী দেখেছ?
চরাচর, শান্ত সাগর, ডুবে যাওয়া জনপদ
কেন উদাস হয় বাউল মন
এক মুঠো আলোর কি এমন ক্ষমতা????
এক কথায় দারুণ!!

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই :)

:)

শুভেচ্ছা অন্তহীন

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

কানিজ ফাতেমা বলেছেন: বাহ !

মুগ্ধপাঠ ।

শুভ কামনা ।

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ অনেক অনেক ফাতিমা জান্নাত :)

পাঠ মুগ্ধতায় আপ্লুত :)

শুভেচ্ছা নিরন্তর

১৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

নীলপরি বলেছেন: কত কাব্য কথা কত গান কবিতা
চাঁদ কি জানে?
কত স্বপ্ন কত রুপকথা
অগণন প্রেম গাঁথার স্বাক্ষ্য সে!


অপার্থিব জ্যোৎস্নাকথন খুবই ভালো লাগলো । +++++

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: বৃহষ্পতির চার চাঁদে এমন আবেগ আসে কিনা জানিনা ;)
:)
পার্থিব জোৎস্নাতে যে মুগ্ধতা :) আর কোথাও কি মেলে এমন!!!!!?????

অনেক ধন্যবাদ নীলপরি :)

শুভেচ্ছা অন্তহীন....

১৫| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২০

বিজন রয় বলেছেন: আপনার অনেক লেখার মধ্যে এটি একটি অন্যতম ভাল কবিতা।

বিশেষ করে বিষয়বস্তু আর ভাষাার উপস্থিতি।

তবে বানান?? শিরোণমে খেয়াল করুন আগে।

আর একই লেখায় একই শব্দ দুরকম বানান হওয়া কেমন যেন না?

৭ম ++++
শুভকামনা।

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেকদিন পর এলেন। ধন্যবাদ

বানানের কথা আর বলবেন না! একেতো লেখার সময় ভাবের দিকেই মনোনিবেশ শতভাগ দ্বিতীয়ত বিজয়, ইউনিয়জ আর ফোনেটিকের বিভ্রাট! অবশ্য কোন কৈফিয়তই ভুলকে জাস্টিফাই করে না। মনে রাখার চেষ্টা করবো :)

শুভকামনায় শুভেচ্ছা অফুরান

১৬| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম! যদিও হেডলাইন দেখে ভেবেছিলাম কি কঠিন শব্দ না জানি পুর কবিতায় থাকবে... খুক খুক

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

হুম শিরোনামে খটমট লাগারই কথা! যাক ভাবে সহজ অবগাহন করেছেন জেনে প্রীতি বোধ করছি।...

ভুলে ভালে চলে এলেন নাকি! আপনাকেতো দেখিইইই না .. খুক খুক ;)

১৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

জেন রসি বলেছেন: দিনে রোদ বেশী হলে মানুষ সূর্যকে গালি দেয়। রাতে চাঁদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে! বেচারা সূর্য! :P

সুন্দর কবিতা। :)

৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আসলের চেয়ে সুদ মজার মতো ;) :P

ভন্নি ভাবনায় ভাললাগা :)

শুভেচ্ছা জেন রসি ভাই

১৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল।

৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

ভাল লাগা টুকুই প্রেরণা :)

শুভেচ্ছা ছড়াকার ভাই :)

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



গৌতমীয় শূন্যবোধেও আছে এক মহাশূন্যতার আলিঙ্গন ।
এ আলিঙ্গন বিসর্জনের পরে পড়ে থাকা শূন্য বেদীতে রেখে যাওয়া অর্ঘ্যের । বোধী বৃক্ষের নীচে অহং বিসর্জনের মতোই মহাশূন্যতাকে আলিঙ্গন । এই শূন্যতায় অবগাহন করলেই লভে নিঃশ্চিত নির্বাণ । এমন নির্বাণ লাভ কেউ কখনও খোঁজেনা । এমন অর্ঘ্য দানে মজেনা কেউ । শুধু চাঁদজোছনায় অগণন প্রেমের রূপকথা বোনে । সিদ্ধিলাভ হয়না ।

বেশ ভাবের খেলা কবিতায় ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন বলেছেন- আহমেদ জিএস ভাই :)

মুগ্ধ।

কবিতার রহস্য যেন পূর্ণ হবে হল মন্তব্যে :)

নির্বাণ লাভের শুভকামনায় :)

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:০০

আনু মোল্লাহ বলেছেন: বেশ সুন্দর কবিতা। মুগ্ধতা রইল প্রিয় বিদ্রোহী।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আনু ভ্রাতা :)

অন্তহীন শুভকামনা

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪৯

রাবেয়া রাহীম বলেছেন: গৌতমীয় শুন্যবোধ কি এমনই ছিল
সব থেকেও কিছু না থাকার - এ কেমন আলিঙ্গন!
=== ভালো লাগলো অনেক
প্রিয় সহব্লগার আহমেদ জী এস -- আমার কথাটিই বলে দিয়েছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুবু! ফাঁকিবাজি চলবে না। জিএস ভাইয়ের কমেন্টে পারি দিয়ে দিলে হপে!!!!!!! হা হা হা

অনেক অনেক ধণ্যবাদ :)

নির্বাণের প্রশান্তি ছুয়ে থাক হৃদয় :)

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

কল্পদ্রুম বলেছেন: সামুতে এখন পর্যন্ত পড়া অন্যতম সুন্দর কবিতা।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অনেক অনেক বেশি ভাল লাগাকে স্ম্মান জানিয়েও বলছি-

সামুতে অনেক অনেক সমৃদ্ধ কবিতা ও কবি আছেন যাদের পাশেও হয়তো দাড়ানো যোগ্য হইনি।সামান্য চেষ্টা করে যাচ্ছি মাত্র।

আপনার ভাললাগাটুকু প্রেরণা হয়ে থাকবে।

শুভেচ্ছা

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬

কল্পদ্রুম বলেছেন: সামুতে আমার পড়ার পরিধি সীমিত।প্রতিদিন অল্প কিছু সময় হলেও সামুতে ঘোরাঘুরি করে সব ধরণের লেখা পড়ার চেষ্টা করি--নতুন এবং পুরাতন।আর আমরা সবাই তো চেষ্টা করছি,কি বলেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম..
সামু অনেকটা সমুদ্রের মতো.. যতই অবগাহন করবেন ততই মুক্তো মিলবে...

প্রয়াত ইমন জোবায়ের ভাইয়ের ব্লগে ঘুরে আসুন সময় নিয়ে....

শুভেচ্ছা অন্তহীন

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: তোমার দৃষ্টিতে মেঘের আড়ালে লুকায় চাঁদ -- গভীর অনুভব এবং অনুরাগের অভিব্যক্তি!
গৌতমীয় শুন্যবোধ কি এমনই ছিল
সব থেকেও কিছু না থাকার - এ কেমন আলিঙ্গন!
-- চমৎকার ভাবনা!
কবিতার শিরোনামটাও চমৎকার হয়েছে।
ভ্রমরের ডানা আর আহমেদ জী এস এর মন্তব্য ভাল লেগেছে।
কবিতায় 'লাইক' (+ +)।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: খক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান ভ্রাতা:)

মন্তব্যে প্রীত অনুপ্রানিত হলাম :)

শুভেচ্ছা অন্তহীন.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.