নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

সত্যাগ্রহে নিমন্ত্রন

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৭


আমি আমার আমিকে দেখেছি তোমার চোখে
সবার চোখের চেয়ে ভিন্ন,
কত বহুমাত্রিকতায়
জীবনের স্বপ্নের টানাপোড়েনে
ভোগ-ত্যাগ, বিলাস-দারিদ্র, উল্লাস-বিষাদ
আবেগের শেষ পরতে এসে থির!

লেখক, কবি, শিল্পি, আঁকিয়ে
নায়ক, গায়ক, শিল্পের পতি হয়ে
জীবনের শেষ -
একাকার সেই হতদরিদ্রের সাথে!

তবে কি বৃথাই ছুটে বেড়ানো
মোহ কুহকে, সুনাম আর খ্যাতির বিড়ম্বনায় ?

আমি কে?
কেন এ জনম জনম ভ্রমন?
মহাকালের কত ক্ষুদ্রাতি অনুপল সময়
অথচ -স্মৃতিভ্রষ্টের মতো-ব্যস্ত অন্যকিছুতে!

ব্যবচ্ছেদ টেবিলে খুঁজি আমাকে
পঞ্চভুত ভূতেই মিলায়-আগুন মাটি পানি হাওয়া
প্রত্যেকে আপনাপন গন্তব্যে রুপ বদলে
আমি আমাকে খুঁজে বেড়াই!

সকল বাহ্যিকতা বিলুপ্ত হলে
সকল চাওয়া শান্ত হলে
সকল বিভ্রাট দূর হলে
প্রশান্ত হৃদয়ে বন্ধ করি নয়ন-
খুলে যায় অন্তহীন জগতের দরজা!

বস্তুর নাশ-বিনাশের চক্র শেষে
আলো আর শক্তির এক আক্ষরিক বহুমাত্রিক জগত
আমার আমি বিলুপ্ত সত্বাকে খুঁজে পাই
শুভ্র আলোকময় জগতে-
একই রুপ! একি বিস্ময়!

স্থান কাল সময়ের বাঁধাহীন
নিত্য অনিত্য সে কালে সব একাকার
পার্থিব সকল আয়োজন অর্থহীন সেখানে
শুভ আত্মার চর্চা টুকু ছাড়া!

সে মহালোকে মহানন্দে
আলোর বাহনে চড়ে, আলোকময় ভুবনে
তোমার অপেক্ষায় সখি -
স্বাগত: অনি:শেষ ভুবনে।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

ব্যবচ্ছেদ টেবিলে খুঁজি আমাকে দুর্দান্ত বলেছেন। এভাবেই নিজেকে খুঁজে ফিরে পৃথিবীর সকল আলোর ধারায় উদ্ভাসিত হোক মনের উঠোন!

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা ভ্রাত :)

সকলের দোয়া চাই
নিজেকে যেন খুঁজে পাই..আত্মায়নায়
:)

শুভকামনায় কৃতজ্ঞতা

২| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগা রইল , ভাল থাকুন সব সময় ।

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা অন্তহীন অফুরান :)

৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

চাঁদগাজী বলেছেন:

"তবে কি বৃথাই ছুটে বেড়ানো
মোহ কুহকে, সুনাম আর খ্যাতির বিড়ম্বনায় ? "

-মানুষের প্রতিটি চেস্টার ফল আছে, মানুষ সবকিছুর লজিক্যাল ব্যাখ্যা করছে; এই প্রচেস্টা না থাকলে এখনো তীর ধনুক নিয়ে ঘুরতো; মানুষের প্রচেস্টাই চালিকা শক্তি

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ :)

এখনো বস্তুর ভেতরই আটেক আছেন!!! এর পরের ভাবনা এটা- প্রচেষ্টাও বলেত পারেন আপনার বস্তুগত ভাবুক মনে ;) লজিক্যালিই আপনার দেহের মৃত্যুর পরের প্রচেষ্ঠারই অগ্রিম নিমন্ত্রন।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:

সকল বাহ্যিকতা বিলুপ্ত হলে
সকল চাওয়া শান্ত হলে
সকল বিভ্রাট দূর হবে :)

অনেক অনেক ভালোলাগা রইলো

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কত্ত দিন পর এলেন!!! অনেক ভাললাগল :)

ভাললাগায় কৃতজ্ঞতা:)

অনেক অনেক শুভকামনা -সে আলোকময় জগতের :)

৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: এক কথায় চমৎকার।

১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ সুমন দা' :)

শুভকামনা নিরন্তর :)

৬| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! খুব ভাল লাগলো ভৃগু'দা! বিশেষ করে শিরোনামটা খুব ভাল লাগছে!

১৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সা.স ভাই :)

সকল ভাললাগই তুলে রাখলাম মনের গভীরে :)

শুভকামনা অন্তহীন

৭| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু ,



মানুষ আসলে নিজেকেই খুঁজে বেড়ায় নিজের ভেতরে । মানুষের নিজেকে খোঁজা আজও শেষ হয়নি । এ খোঁজা চিরন্তন , বৃথাই ছুটে বেড়ানো । দেহ পঞ্চত্ব প্রাপ্ত হলে আত্মা অনত্র যায় বটে তবে সে আত্মার খোঁজও পায়না মানুষ । তার মোক্ষ লাভ হয়না কখনও । কেবলই ছুটে চলা লোকান্তরে ....................

বেশ অর্থবোধক কবিতা । ভালো লাগলো ।

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই :)

এ খোঁজা চিরন্তন , বৃথা নয় বোধকরি :)

সে আত্মার খোঁজও পায়না মানুষ । তার মোক্ষ লাভ হয়না কখনও - সঠিক সাধনে নিশ্চয়ই মেলে। আর মোক্ষলাভই যদি না হবে চর্চােতা অর্থহীন হয়ে যাবার কথা। কিন্তু হয়নি।

এটা দারুন সত্য কেবলই ছুটে চলা লোকান্তরে ..... :)

অর্থানুভবে কৃতার্থ । অনেক অনেক শুভকামনা মোক্ষলাভের আশ্বাসে :)

৮| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

আহা রুবন বলেছেন: প্রিয়জনের চোখে নিজেকে কে খোঁজে না? কজনা পায় সেখানে। কবিরা ভাগ্যবান তারা নর্দমায় ঝর্না দেখতে পায়। আমি কবিতা লিখতে পারি না, আপনাদের দেখে হিংসে হয়। চমৎকার কবিতা!

যদি ভুল না হয়---ধাতু, রঙ হলে রু(রুপা, রুপালি), সৌন্দর্য বা চেহারার বিষয় হলে রূ(রূপ)।

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আহা রুবন :)

আপনাকে যেন আমরা হিংসে করতে পারি সে্দিনের দোয়া রইল :)

চমৎকারিত্বটুকু অনুপ্রাণ হয়ে রইল। হ্রসউকার আর দীর্ঘউকারের পার্থক্য ধরাটাই প্রমান করলো আপনার পাঠের একনিষ্টতা। কৃতজ্ঞতা অনেক অনেক :)

৯| ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

মনিরা সুলতানা বলেছেন: বেশ লেখা নিজেকে নিয়ে ভাবতে শেখায় যা কিনা খুব কঠিন
আত্ম আয়নাতে আত্মার আত্মীয় কে খুঁজে পাওয়া ও সৌভাগ্য ।
জানি না কতটুকু বুঝেছি :(


শুভ কামনা :)

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

পুরওটাই বুঝেছেন মনিরাপু :)

নিজেকে খুঁজে পান সেই শুভ সাফল্যের দোয়া রইল

১০| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৯

নীলপরি বলেছেন: সে মহালোকে মহানন্দে
আলোর বাহনে চড়ে, আলোকময় ভুবনে
তোমার অপেক্ষায় সখি -
স্বাগত: অনি:শেষ ভুবনে।


আপনার এই কবিতাটা আত্মাকে স্পর্শ করলো । সত্যকে চেনার আগ্রহ আগ্রহান্বিত করলো ।
কবিতায় +++++++++++++++++

শুভকামনা :)

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতা লেখা স্বার্থক।

সত্যাগ্রহে স্বাগত:

অন্তহীন শুভকামনা

১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক দিন পরে দারুণ একটি কবিতা পড়লাম । অসাধারণ !!

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ...
আমার জন্য এ এক বিশাল পাওয়া :)

হলেও ভুলে
মাঝে মাঝে এলে
খুশি হয় মন
যেমন চাঁদ পেলে ;)

অন্তহীন শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.